ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী, অবদান ও বাংলা সাহিত্যে ভূমিকা | BCS প্রস্তুতি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী, অবদান ও বাংলা সাহিত্যে ভূমিকা | BCS প্রস্তুতি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(১৮২০ – ১৮৯১)

READ ALSO

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের বাংলা ও ভারতীয় সমাজের অন্যতম শ্রেষ্ঠ সমাজসংস্কারক, শিক্ষাবিদ, লেখক ও দয়ালু মানবপ্রেমিক। তিনি ২৬ সেপ্টেম্বর ১৮২০ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী।

শিক্ষা ও উপাধি:

তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেন এবং অত্যন্ত কম বয়সে সংস্কৃত সাহিত্যে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। এজন্য তাঁকে “বিদ্যাসাগর” (বিদ্যার সাগর) উপাধি প্রদান করা হয়।

প্রধান অবদান:

  • নারী শিক্ষা প্রসার: নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা ও নারী শিক্ষার পৃষ্ঠপোষকতা করেন।
  • বিধবা বিবাহ প্রচলন: সমাজে বিধবা বিবাহকে বৈধতা দিতে আইন পাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন (বিধবা পুনর্বিবাহ আইন, ১৮৫৬)।
  • শিশু বিবাহ বিরোধিতা: সমাজে প্রচলিত অপ্রাপ্তবয়স্ক বিয়ের বিরুদ্ধে প্রচারণা চালান।
  • বর্ণমালা সংস্কার: বাংলা বর্ণমালার সরলীকরণ ও প্রাথমিক পাঠ্যবই রচনা করেন (যেমন– বর্ণ পরিচয়)।
  • পাণ্ডিত্যপূর্ণ রচনাবলী: সংস্কৃত সাহিত্য বাংলায় অনুবাদ করেন (যেমন: শকুন্তলা, মেঘদূত)।

কর্মজীবন:

  • সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন।
  • শিক্ষা সংস্কারে গভীরভাবে যুক্ত ছিলেন এবং সরকারি শিক্ষা বিভাগের পদেও কর্মরত ছিলেন।
  • বহু স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মৃত্যু:

তিনি ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।

BCS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০
  • জন্মস্থান: বিরসিংহ গ্রাম, মেদিনীপুর
  • উপাধি: বিদ্যাসাগর
  • বিধবা বিবাহ আইন: ১৮৫৬ সালে
  • মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১
  • বিখ্যাত গ্রন্থ: বর্ণ পরিচয়, শকুন্তলা অনুবাদ
  • বিশেষ অবদান: নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন, বর্ণমালা সংস্কার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত MCQ প্রশ্নাবলী:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ছিল?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর             খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

গ) ঈশ্বরচন্দ্র শর্মা                        ঘ) ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান?

ক) কলকাতা বিশ্ববিদ্যালয়          খ) সংস্কৃত কলেজ

গ) প্রেসিডেন্সি কলেজ               ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তর: খ) সংস্কৃত কলেজ

‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর             খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়           ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সামাজিক সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

ক) সতীদাহ প্রথা বিলোপ                       খ) বিধবা বিবাহ প্রচলন

গ) বাল্যবিবাহ প্রতিরোধ                         ঘ) নারী শিক্ষা প্রসার
উত্তর: খ) বিধবা বিবাহ প্রচলন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?

ক) কলকাতা                 খ) বর্ধমান

গ) মেদিনীপুর                ঘ) হুগলি
উত্তর: গ) মেদিনীপুর

‘বর্ণ পরিচয়’ গ্রন্থটি কার রচনা?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর             খ) মাইকেল মধুসূদন দত্ত

গ) রবীন্দ্রনাথ ঠাকুর                    ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়?

ক) ১৮৯১                      খ) ১৮৮৫

গ) ১৮৯৫                      ঘ) ১৮৮০
উত্তর: ক) ১৮৯১

সকল  শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain আজ আমরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির  আলোচনা করব। এখানে তোমরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির উপর গুরুত্ব দেয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ /সপ্তম শ্রেণিতে তোমাদের জন্য  আজকের এই আয়োজন ।যারা বাসায় বসে  ক্যাডেট ভর্তি প্রস্তুতিকে আরো জোরদার করতে চাও । নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যা তোমরা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবে। তাহলে চলো, শুরু করি।

BCS বাংলা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও সাহিত্যিক অবদান বিশ্লেষণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী, বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদান ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা। বিসিএস বাংলা সাহিত্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর BCS

  • বাংলা সাহিত্য ঈশ্বরচন্দ্র

  • BCS বাংলা সাহিত্য প্রস্তুতি

  • বিদ্যাসাগরের জীবনী সংক্ষেপে

  • সমাজ সংস্কারক বিদ্যাসাগর

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী, অবদান ও বাংলা সাহিত্যে ভূমিকা | BCS প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ। সরকারি প্রাথমিক

Read More »

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: প্রশ্নপত্রের ব্যাখ্যাসহ সঠিক সমাধান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: প্রশ্নপত্রের ব্যাখ্যাসহ সঠিক সমাধান ৪৩তম বিসিএস MCQ প্রশ্ন ও সমাধান ব্যাখ্যাসহ

Read More »

ব্যাখ্যাসহ সমাধান: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

ব্যাখ্যাসহ সমাধান: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ব্যাখ্যাসহ সমাধান: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলা সাহিত্য READ

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.