প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।
-
আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, তা নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত দেয়া হলো।
চীন
১। চীনের প্রথম রাজবংশের নাম কী?- শিয়া রাজবংশ
২। চীনের সর্বশেষ রাজবংশের নাম কী?- ছিং রাজবংশ
৩। চীনের সর্বশেষ রাজার নাম কী ছিল?- সম্রাট লুই
৪। চীনের রাজাদের কী বলা হত?- Son of God
৫। কত সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়?- ১৯১২ সালে
৬। কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন?- সান ইয়াৎ সেন
৭। কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৪৯ সালে
৮। চীনে ‘কমিউনিস্ট বিপ্লব’ সংঘটিত হয় কবে?-১৯৪৯ সালে
৯। চীনের ‘কমিউনিস্ট বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?- মাও সে তুং
১০। বর্তমান ক্ষমতাসীন ‘চীনা কমিউনিস্ট পার্টি’ কত সালে চীনের ক্ষমতাগ্রহণ করে?- ১৯৪৯ সালে
১১। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কী?- চীনা কমিউনিস্ট পার্টি
১২। ‘সাংস্কৃতিক বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?- চীনে
১৩। চীনে কত সালে ‘সাংস্কৃতিক বিপ্লব’ সংঘটিত হয়?- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।
১৪। দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?- চীনের তিব্বত প্রদেশের
১৫। কনফুসিয়াস কে ছিলেন?- চীনা দার্শনিক
১৬। ‘ফালুন গং’ কী?- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
১৭। ‘উইঘর’ কী?- চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে।
১৮। বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল?- চীনে
১৯।’একদেশে দুই নীতি’ চালু হয় কোথায়?- চীনে
২০। চীনে ‘একদেশে দুই নীতি’ চালু হয় কবে?- ১৯৯৭ সালে
২১। হংকং কবে চীনের সঙ্গে একত্রিত হয়?- ১৯৯৭ সালে
২২। পর্তুগাল কবে ‘ম্যাকাও দ্বীপ’ চীনের নিকট হস্তান্তর করে?-১৯৯৯ সালে
২৩। ‘ম্যাকাও দ্বীপ’ কার অধীনে ছিল?- পর্তুগালের
২৪। এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ
২৫। এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ
২৬। ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?- চীনে
২৭। ‘তিয়েন আনমেন স্কয়ার’ কোথায় অবস্থিত?- চীনের বেইজিংয়ে
২৮। চীন বিশ্বের কোন দেশে প্রথম বৈদেশিক নৌ-ঘাঁটি স্থাপন করে?- আফ্রিকার দেশ জিবুতিতে
২৯।কোন দুটি দেশের মধ্যে ‘আফিম যুদ্ধ’ সংঘটিত
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।
আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ
৩০। চীনে ‘গ্রেট ওয়াল’ বা ‘মহাপ্রাচীর’ নির্মিত হয় কবে?- খৃষ্টপূর্ব ২১৪ সালে।
৩১। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?- ৬,৪০০ কি.মি
৩২। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম ‘স্মার্ট ট্রেন’ চালু করে? চীন
৩৩। ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল?- ১৯৬২ সালে।
৩৪। বার্ড নেস্ট’ স্টেডিয়াম যে দেশে অবস্থিত- চীনে ।
৩৫। ‘দোকলাম’ ভূখণ্ডটি কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ড?- চীন ও ভুটান
৩৬। চীনের গৃহযুদ্ধেও সময়কাল কত?- ১৯২৭-১৯৫০ সাল পর্যন্ত।
৩৭। বিশ্বের কোন দেশে প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়?- চীন ৩৮। বর্তমান বিশ্বের ‘নিউ সিল্ক রোড’ বা ‘ওয়ান বেল্ট।
৩৯। ‘ওয়ান রোড’ বা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর প্রবক্তা কোন দেশ?- চীন। ৪০। চীন সর্বপ্রথম কবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’- এর ধারণা প্রদান করে?- ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সর্বপ্রথম ধারণা প্রদান।
৪১। ‘মেরিটাইম সিল্ক রোড’-এর প্রবক্তা কে?- চীন।
৪২। বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?- চীন
-
আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, তা নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত দেয়া হলো।
ভারত
১। জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?- ভারত।
২। আয়তনে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?- ভারত।
৩। ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৫০ সালে
৪। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি?- ২৯ টি ৫। ভারতের সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কী?- তেলেঙ্গানা রাজ্য
৬। ভারতের আইন সভার উচ্চকক্ষের নাম কী?- রাজ্যসভা
৭। ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম কী?- লোকসভা
৮। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত?- ৫৪৫ টি
৯। ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?- ৫৪৩ টি আসনে (বাকি ২ টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য বরাদ্দ)
১০। মাদার তেরেসা কবে ভারতে ‘মিশনারি অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠা করেন?- ১৯৫০ সালে ১১। মাদার তেরেসার জন্ম কোথায়?- আলবেনিয়া
১২। ভারত প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?- ১৯৭৪ সালে
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।
১৩। ‘আকালী দল’ কী?- ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দল। ১৪। ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?- উত্তর প্রদেশ রাজ্যে (এটি উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত)
১৫। ভারতের মৌলবাদী শিখরা কবে ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ ভেঙ্গে ফেলে?- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর
১৬। ঐতিহাসিক ‘নাথুলা পাস’ কোন দুটি দেশের সীসান্ত বাণিজ্য পথ?- ভারত ও চীন ১৭। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?- ভারতে (২২২৬ টি)
১৮। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয়- দ্রাবিড় নামে
১৯। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান- কল্যাণ অর্থনীতি
২০। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?- ভারতের (কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান- যুক্তরাষ্ট্রের)
২১। ‘বেফোর্স কেলেংকারী’-এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত?- রাজিব গান্ধী
২২। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?- রাজেন্দ্র প্রসাদ
২৩। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?- জওহরলাল নেহেরু
২৪। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?- জাকির হোসেন
২৫। এ.পি.জে আবদুল কালাম ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন?- ১১ তম
২৬। এ.পি.জে আবদুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?- ২০০২-২০০৭ সাল
২৭। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?- রাইসিনা হিল (কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম- আইওয়ান-ই-সদর)
২৮। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?-৭ নং লোক কল্যাণ মার্গ (পূর্বে ছিল- ৭ নং রেইসকোর্স রোড)।
২৯। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস
৩০। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস।
৩১। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৮৮৫ সালে
আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ
৩২। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা কে?- অ্যালান অক্টোভিয়ান হিউম ৩৩। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রথম সভাপতি কে ছিলেন?- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩৪। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম কী? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
৩৫। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?- ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত।
৩৬। স্বাধীন ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়?- ১৯৫২ সালে।
৩৭। কাশ্মিরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়?- ১৯৪৭ সালে ভারতে হিন্দু
৩৮। জাতীয়তাবাদীদের উত্থান শুরু হয় কবে?- ১৯৮০ সালে।
৩৯। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?- প্রতিভা পাতিল
৪০। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- ইন্দিরা গান্ধী
৪১। ভারতের প্রথম নারী গভর্নরের নাম কী?- সরোজিনী নাইডু
৪২। ‘নাইটেঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?- সরোজিনী নাইডুকে
৪৩। ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কী?- মীরা কুমার ভারতের ৪৪। প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?- সুষমা স্বরাজ
৪৫। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?-দ্রৌপদী মূর্মু।
৪৬। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কততম-১৫তম
৪৭। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতের কত তম প্রধানমন্ত্রী?- ১৫ তম
৪৮। ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?- দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২ ৪৯। ‘India Wins Freedom’ গ্রন্থের লেখক কে?- আবুল কালাম আজাদ (মনে রাখুন এভাবে- আরবি ‘আজাদ’ শব্দের অর্থ মুক্তি, ইংরেজি ‘Freedom’ শব্দের অর্থও হলো মুক্তি। আজাদ ইন্ডিয়াকে ‘Freedom’ করেছে)
৫০। “The Discovery of India’ গ্রন্থের লেখক কে?- পণ্ডিত জওহরলাল নেহেরু (মনে রাখুন এভাবে- ইংরেজি ‘Discover’ শব্দের অর্থ আবিষ্কার। পণ্ডিত ইন্ডিয়াকে ‘Discover’ করেছে। পণ্ডিত না হলে কোনো কিছু আবিষ্কার করা যায় না!)
৫১। ‘A Passage to India’ গ্রন্থের লেখক কে?- ই.এম. ফরস্টার (E.M. Forster)
বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain
যুক্তরাষ্ট্র
১। ইতালির নাবিক কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?- ১৪৯২ সালে ২। আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে?- ১৭৭৬ সালে
৩। আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে কবে?- ১৭৮৩ সালে (প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে)
৪। কোন চুক্তির মাধ্যমে আমেরিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?- প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩
৫। যুক্তরাষ্ট্র ও বৃটেন মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত?- প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩/ প্যারিস চুক্তি ১৭৮৩
৬। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় কবে?- ১৭৮৯ সালে
৭। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?- যুক্তরাষ্ট্রের (কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের)
৮। মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কে?- ফ্রান্স
৯। ফ্রান্স কবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয়?- ১৮৮৬ সালে
১০। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কয়টি? ৫০ টি ১১। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় অঙ্গরাজ্য কয়টি ছিল?- ১৩ টি
১২। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি?- ক্যালিফোনিয়া অঙ্গরাজ্যে
১৩। যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরালের সংখ্যা কত?- ৫৩৮টি।
১৪। যুক্তরাষ্ট্রের মোট ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’-এর সংখ্যা কত?- ৪৩৫ টি ১৫। যুক্তরাষ্ট্রের সিনেট এর আসন সংখ্যা কত?- ১০০ টি। (প্রতিটি অঙ্গরাজ্যে ২ টি করে)
১৬। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?- সিনেট
১৭। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?- হাউজ অব রিপ্রেজেনটেটিভ
১৮। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৯৫৮ সালে
১৯। নাসা (NASA) এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটন ডিসিতে
২০। ‘মাদার অব অল বোম্বস’ কোন দেশের?- মার্কিন যুক্তরাষ্ট্রের (মনে রাখুন এভাবে, মাদার বোম্ব মার্কিনিদের। তবে মনে রাখতে হবে, ‘ফাদার অব অল বোম্বস’ হলো রাশিয়ার)
২১। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ছিলেন?- জর্জ ওয়াশিংটন
২২। হোয়াইট হাউজে বসবাসকারী প্রথমে আমেরিকান প্রেসিডেন্টের নাম কী?- জন এডামস
২৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?- হোয়াইট হাউজ
২৪। যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি বাশিয়ার কাছ থেকে ক্রয় করে?- আলাস্কা অঙ্গরাজ্য ২৫। যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে?- লুইজিয়ানা অঙ্গরাজ্য
২৬। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?- ১৮৬১ সালে
২৭। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয় কত সালে?- ১৮৬৫ সালে
২৮। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন?- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন
২৯। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কত সালে আততায়ীর হাতে নিহত হন?- ১৮৬৫ সালে
৩০। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়- ১৮৬৩ সালে
৩১। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন কে?- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন
৩২। বিখ্যাত ‘গেটিসবার্গ ভাষণ’-টি কার?- প্রেসিডেন্ট। আব্রাহাম লিংকনের গেটিসবার্গের ভাষণের সাথে বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণের তুলনা করা হয়)
৩৩। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বিখ্যাত ‘গেটিসবার্গ ভাষণ’-টি কত সালে প্রদান করেন?- ১৮৬৩ সালে
৩৪। আব্রাহাম লিংকন আমেরিকার কত তম প্রেসিডেন্ট ছিলেন?- ১৬ তম
৩৫। যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম কী?- জন এফ কেনেডি
৩৬। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
৩৭। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?- উড্রো উইলসন
৩৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান
৩৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন?- রিচার্ড নিক্সন
৪০। ‘ওয়াটার গেট কেলেংকারী’-এর সঙ্গে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট?- রিচার্ড নিক্সন
৪১। “I Have a Dream”- উক্তিটি কার?- মার্টিন লুথার কিং
৪২। আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং কবে আততায়ীর গুলিতে প্রাণ হারান?- ১৯৬৮ সালে
৪৩। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা কবে ভোটাধিকার লাভ করে?- ১৯২০ সালে
৪৪। দ্বীপ রাষ্ট্র ‘মার্শাল দ্বীপপুঞ্জ’-এর প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে কোন দেশ?- যুক্তরাষ্ট্র
৪৫। ‘গুয়েনতানামো বে’ কোথায় অবস্থিত? – কিউবা
৪৬। দক্ষিণ ও উত্তর আমেরিকা যে প্রবাহের দ্বারা সংযুক্ত- পানামা খাল
৪৭। ‘সিলিকন ভ্যালি’ কোথায় অবস্থিত?- মার্কিন যুক্তরাষ্ট্রে
৪৮। যুক্তরাষ্ট্রের ‘লস অ্যাঞ্জেলস’ কেন বিখ্যাত?- চলচ্চিত্র শিল্পের জন্য
৪৯। ‘ফেয়ার ফ্যাক্স’ কী? যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা (কিন্তু ‘ইন্টারফ্যাক্স’ হলো রাশিয়ার বার্তা সংস্থা। মনে রাখুন এভাবে, ফেয়ারের তথা ভালোবাসার অভিনয় করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সব তথ্য নিয়েছে। আর রাশিার বার্তা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে ফেক্স করে সেই তথ্য জানিয়েছে।)
বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain
রাশিয়া
১। রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি কী ছিল?- জার (তবে জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল- কাইজার)
২। রাশিয়ায় জার শাসনের অবসান ঘটে কবে?- ১৯১৭ সালে
৩। কত সালে ঐতিহাসিক ‘রুশ বিপ্লব’ সংঘটিত হয়েছিল?- ১৯১৭ সালে
৪। ঐতিহাসিক রুশ বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?- লেলিন
৫। সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল কত দিন?- ১০ দিন
৬। ‘রুশ বিপ্লব’-এর অপর নাম কী?- ‘বলশেভিক বিপ্লব’ বা ‘অক্টোবরের বিপ্লব’
৭। বিশ্বের কোন দেশে প্রথম ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’ গ্রহণ করা হয়েছিল?- সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ৮। রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কে গ্রহণ করেন?- স্ট্যালিন
৯। অখণ্ড ইউরোপের প্রবক্তা কে?- মিখাইল গর্বাচেভ
১০। ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবক্তা কে?- মিখাইল গর্বাচেভ
১১। ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবর্তন করা হয় কবে?- ১৯৮৫ সালে
১২। ‘গ্লাসনস্ত’ কী?- খোলামেলা আলোচনা। ১৩। ‘পেরেজইকা’ কী?- সংস্কার বা উন্নয়নমূলক আলোচনা।
১৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?- স্ট্যালিন
১৫। রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?- ৬ বছর (কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর)
১৬। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?- ক্রেমলিন।
১৭। রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষের নাম কী?- স্টেট ডুমা
১৮। রাশিয়ার আইনসভার উচ্চ কক্ষের নাম কী?- ফেডারেল কাউন্সিল
১৯। সোভিয়েত ইউনিয়ন কবে আফগানিস্তান দখল করে? – ১৯৭৯ সালে (ইরানের ‘ইসলামি বিপ্লব’-ও সংঘটিত হয় ১৯৭৯ সালে)
২০। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে কবে?- ১৯৮৯ সালে (১৯৮৯ সালে জার্মানির বার্লিন প্রাচীরেরও পতন ঘটেছিল)
২১। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা হয় কবে?- ১৯৯১ সালে
২২। সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে কয়টি রাষ্ট্রে পরিণত হয়?- ১৫ টি
২৩। ‘ইন্টারফ্যাক্স’ কী?- রাশিয়ার বার্তা সংস্থা (কিন্তু ‘ফেয়ার ফ্যাক্স’ হলো যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা)
২৪। কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?- বেলারুশকে
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।