Saturday, February 22, 2025

আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর চাকরির পরীক্ষায় এসে থাকে, তা নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত দেয়া হলো।

 

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি। 

READ ALSO

 

  • আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, তা নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত দেয়া হলো।

চীন

১। চীনের প্রথম রাজবংশের নাম কী?- শিয়া রাজবংশ

২। চীনের সর্বশেষ রাজবংশের নাম কী?- ছিং রাজবংশ

৩। চীনের সর্বশেষ রাজার নাম কী ছিল?- সম্রাট লুই

৪। চীনের রাজাদের কী বলা হত?- Son of God

৫। কত সালে চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়?- ১৯১২ সালে

৬। কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন?- সান ইয়াৎ সেন

৭। কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৪৯ সালে

৮।‌ চীনে ‘কমিউনিস্ট বিপ্লব’ সংঘটিত হয় কবে?-১৯৪৯ সালে

৯। চীনের ‘কমিউনিস্ট বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?- মাও সে তুং

১০। বর্তমান ক্ষমতাসীন ‘চীনা কমিউনিস্ট পার্টি’ কত সালে চীনের ক্ষমতাগ্রহণ করে?- ১৯৪৯ সালে

১১। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কী?- চীনা কমিউনিস্ট পার্টি

১২। ‘সাংস্কৃতিক বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?- চীনে

১৩।‌ চীনে কত সালে ‘সাংস্কৃতিক বিপ্লব’ সংঘটিত হয়?- ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।

১৪। দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?- চীনের তিব্বত প্রদেশের

১৫।‌ কনফুসিয়াস কে ছিলেন?- চীনা দার্শনিক

১৬। ‘ফালুন গং’ কী?- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন

১৭। ‘উইঘর’ কী?- চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে।

১৮। বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল?- চীনে

১৯।’একদেশে দুই নীতি’ চালু হয় কোথায়?- চীনে

২০। চীনে ‘একদেশে দুই নীতি’ চালু হয় কবে?- ১৯৯৭ সালে

২১। হংকং কবে চীনের সঙ্গে একত্রিত হয়?- ১৯৯৭ সালে

২২। পর্তুগাল কবে ‘ম্যাকাও দ্বীপ’ চীনের নিকট হস্তান্তর করে?-১৯৯৯ সালে

২৩। ‘ম্যাকাও দ্বীপ’ কার অধীনে ছিল?- পর্তুগালের

২৪। এশিয়া মহাদেশে ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ

২৫। এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি?- ম্যাকাও দ্বীপ

২৬। ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?- চীনে

২৭। ‘তিয়েন আনমেন স্কয়ার’ কোথায় অবস্থিত?- চীনের বেইজিংয়ে

২৮। চীন বিশ্বের কোন দেশে প্রথম বৈদেশিক নৌ-ঘাঁটি স্থাপন করে?- আফ্রিকার দেশ জিবুতিতে

২৯।কোন দুটি দেশের মধ্যে ‘আফিম যুদ্ধ’ সংঘটিত

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ

৩০। চীনে ‘গ্রেট ওয়াল’ বা ‘মহাপ্রাচীর’ নির্মিত হয় কবে?- খৃষ্টপূর্ব ২১৪ সালে।

৩১। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?- ৬,৪০০ কি.মি

৩২। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম ‘স্মার্ট ট্রেন’ চালু করে? চীন

৩৩। ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল?- ১৯৬২ সালে।

৩৪। বার্ড নেস্ট’ স্টেডিয়াম যে দেশে অবস্থিত- চীনে ।

৩৫। ‘দোকলাম’ ভূখণ্ডটি কোন দুটি দেশের মধ্যকার  বিরোধপূর্ণ ভূখণ্ড?- চীন ও ভুটান

৩৬। চীনের গৃহযুদ্ধেও সময়কাল কত?- ১৯২৭-১৯৫০ সাল পর্যন্ত।

৩৭। বিশ্বের কোন দেশে প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়?- চীন ৩৮। বর্তমান বিশ্বের ‘নিউ সিল্ক রোড’ বা ‘ওয়ান বেল্ট।

৩৯। ‘ওয়ান রোড’ বা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর প্রবক্তা কোন দেশ?- চীন। ৪০। চীন সর্বপ্রথম কবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’- এর ধারণা প্রদান করে?- ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সর্বপ্রথম ধারণা প্রদান।

৪১। ‘মেরিটাইম সিল্ক রোড’-এর প্রবক্তা কে?- চীন।

৪২। বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?- চীন

  • আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, তা নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত দেয়া হলো।

ভারত

১। জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?- ভারত।

২। আয়তনে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?- ভারত।

৩। ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?- ১৯৫০ সালে

৪। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি?- ২৯ টি ৫। ভারতের সর্বশেষ অঙ্গরাজ্যের নাম কী?- তেলেঙ্গানা রাজ্য

৬। ভারতের আইন সভার উচ্চকক্ষের নাম কী?- রাজ্যসভা

৭। ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম কী?- লোকসভা

৮। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত?- ৫৪৫ টি

৯। ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?- ৫৪৩ টি আসনে (বাকি ২ টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য বরাদ্দ)

১০। মাদার তেরেসা কবে ভারতে ‘মিশনারি অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠা করেন?- ১৯৫০ সালে ১১। মাদার তেরেসার জন্ম কোথায়?- আলবেনিয়া

১২। ভারত প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?- ১৯৭৪ সালে

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

১৩। ‘আকালী দল’ কী?- ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দল। ১৪। ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?- উত্তর প্রদেশ রাজ্যে (এটি উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত)

১৫। ভারতের মৌলবাদী শিখরা কবে ঐতিহাসিক ‘বাবরি মসজিদ’ ভেঙ্গে ফেলে?- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর

১৬। ঐতিহাসিক ‘নাথুলা পাস’ কোন দুটি দেশের সীসান্ত বাণিজ্য পথ?- ভারত ও চীন ১৭। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?- ভারতে (২২২৬ টি)

১৮। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয়- দ্রাবিড় নামে

১৯। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান- কল্যাণ অর্থনীতি

২০। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন  দেশের?- ভারতের (কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান- যুক্তরাষ্ট্রের)

২১। ‘বেফোর্স কেলেংকারী’-এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত?- রাজিব গান্ধী

২২। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?- রাজেন্দ্র প্রসাদ

২৩। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?- জওহরলাল নেহেরু

২৪। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?- জাকির হোসেন

২৫।  এ.পি.জে আবদুল কালাম ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন?- ১১ তম

২৬।  এ.পি.জে আবদুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?- ২০০২-২০০৭ সাল

২৭।  ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?- রাইসিনা হিল (কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম- আইওয়ান-ই-সদর)

২৮। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?-৭ নং লোক কল্যাণ মার্গ (পূর্বে ছিল- ৭ নং রেইসকোর্স রোড)।

২৯। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস

৩০। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস।

৩১। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৮৮৫ সালে

আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ

৩২। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা কে?- অ্যালান অক্টোভিয়ান হিউম ৩৩। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রথম সভাপতি কে ছিলেন?- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩৪। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম কী? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

৩৫। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?- ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত।

৩৬। স্বাধীন ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়?- ১৯৫২ সালে।

৩৭। কাশ্মিরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়?- ১৯৪৭ সালে ভারতে হিন্দু

৩৮। জাতীয়তাবাদীদের উত্থান শুরু হয় কবে?- ১৯৮০ সালে।

৩৯। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?- প্রতিভা পাতিল

৪০। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- ইন্দিরা গান্ধী

৪১। ভারতের প্রথম নারী গভর্নরের নাম কী?- সরোজিনী নাইডু

৪২। ‘নাইটেঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?- সরোজিনী নাইডুকে

৪৩। ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কী?- মীরা কুমার ভারতের ৪৪। প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?- সুষমা স্বরাজ

৪৫। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?-দ্রৌপদী মূর্মু।

৪৬। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কততম-১৫তম

৪৭। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভারতের কত তম প্রধানমন্ত্রী?- ১৫ তম

৪৮। ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?- দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২ ৪৯। ‘India Wins Freedom’ গ্রন্থের লেখক কে?- আবুল কালাম আজাদ (মনে রাখুন এভাবে- আরবি ‘আজাদ’ শব্দের অর্থ মুক্তি, ইংরেজি ‘Freedom’ শব্দের অর্থও হলো মুক্তি। আজাদ ইন্ডিয়াকে ‘Freedom’ করেছে)

৫০। “The Discovery of India’ গ্রন্থের লেখক কে?- পণ্ডিত জওহরলাল নেহেরু (মনে রাখুন এভাবে- ইংরেজি ‘Discover’ শব্দের অর্থ আবিষ্কার। পণ্ডিত ইন্ডিয়াকে ‘Discover’ করেছে। পণ্ডিত না হলে কোনো কিছু আবিষ্কার করা যায় না!)

৫১। ‘A Passage to India’ গ্রন্থের লেখক কে?- ই.এম. ফরস্টার (E.M. Forster)

বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain

                         যুক্তরাষ্ট্র

১। ইতালির নাবিক কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?- ১৪৯২ সালে ২। আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে?- ১৭৭৬ সালে

৩। আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে কবে?- ১৭৮৩ সালে (প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে)

৪। কোন চুক্তির মাধ্যমে আমেরিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?- প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩

৫। যুক্তরাষ্ট্র ও বৃটেন মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত?- প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩/ প্যারিস চুক্তি ১৭৮৩

৬। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় কবে?- ১৭৮৯ সালে

৭। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?- যুক্তরাষ্ট্রের (কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের)

৮। মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কে?- ফ্রান্স

৯। ফ্রান্স কবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয়?- ১৮৮৬ সালে

১০। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কয়টি? ৫০ টি ১১।‌ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় অঙ্গরাজ্য কয়টি ছিল?- ১৩ টি

১২। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি?- ক্যালিফোনিয়া অঙ্গরাজ্যে

১৩। যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরালের সংখ্যা কত?- ৫৩৮টি।

১৪। যুক্তরাষ্ট্রের মোট ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’-এর সংখ্যা কত?- ৪৩৫ টি ১৫। যুক্তরাষ্ট্রের সিনেট এর আসন সংখ্যা কত?- ১০০ টি। (প্রতিটি অঙ্গরাজ্যে ২ টি করে)

১৬। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?- সিনেট

১৭। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?- হাউজ অব রিপ্রেজেনটেটিভ

১৮। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৯৫৮ সালে

১৯। নাসা (NASA) এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটন ডিসিতে

২০। ‘মাদার অব অল বোম্বস’ কোন দেশের?- মার্কিন যুক্তরাষ্ট্রের (মনে রাখুন এভাবে, মাদার বোম্ব মার্কিনিদের। তবে মনে রাখতে হবে, ‘ফাদার অব অল বোম্বস’ হলো রাশিয়ার)

২১। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ছিলেন?- জর্জ ওয়াশিংটন

২২। হোয়াইট হাউজে বসবাসকারী প্রথমে আমেরিকান প্রেসিডেন্টের নাম কী?- জন এডামস

২৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?- হোয়াইট হাউজ

২৪। যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি বাশিয়ার কাছ থেকে ক্রয় করে?- আলাস্কা অঙ্গরাজ্য ২৫। যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে?- লুইজিয়ানা অঙ্গরাজ্য

২৬। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?- ১৮৬১ সালে

২৭। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয় কত সালে?- ১৮৬৫ সালে

২৮। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন?- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন

২৯। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কত সালে আততায়ীর হাতে নিহত হন?- ১৮৬৫ সালে

৩০। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়- ১৮৬৩ সালে

৩১। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন কে?- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন

৩২। বিখ্যাত ‘গেটিসবার্গ ভাষণ’-টি কার?- প্রেসিডেন্ট। আব্রাহাম লিংকনের গেটিসবার্গের ভাষণের সাথে বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণের তুলনা করা হয়)

৩৩। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বিখ্যাত ‘গেটিসবার্গ ভাষণ’-টি কত সালে প্রদান করেন?- ১৮৬৩ সালে

৩৪। আব্রাহাম লিংকন আমেরিকার কত তম প্রেসিডেন্ট ছিলেন?- ১৬ তম

৩৫। যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম কী?- জন এফ কেনেডি

৩৬। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

৩৭। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?- উড্রো উইলসন

৩৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রুম্যান

৩৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন?- রিচার্ড নিক্সন

৪০। ‘ওয়াটার গেট কেলেংকারী’-এর সঙ্গে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট?- রিচার্ড নিক্সন

৪১। “I Have a Dream”- উক্তিটি কার?- মার্টিন লুথার কিং

৪২। আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং কবে আততায়ীর গুলিতে প্রাণ হারান?- ১৯৬৮ সালে

৪৩। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা কবে ভোটাধিকার লাভ করে?- ১৯২০ সালে

৪৪। দ্বীপ রাষ্ট্র ‘মার্শাল দ্বীপপুঞ্জ’-এর প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে কোন দেশ?- যুক্তরাষ্ট্র

৪৫।‌ ‘গুয়েনতানামো বে’ কোথায় অবস্থিত? – কিউবা

৪৬।‌ দক্ষিণ ও উত্তর আমেরিকা যে প্রবাহের দ্বারা সংযুক্ত- পানামা খাল

৪৭। ‘সিলিকন ভ্যালি’ কোথায় অবস্থিত?- মার্কিন যুক্তরাষ্ট্রে

৪৮। যুক্তরাষ্ট্রের ‘লস অ্যাঞ্জেলস’ কেন বিখ্যাত?- চলচ্চিত্র শিল্পের জন্য

৪৯। ‘ফেয়ার ফ্যাক্স’ কী? যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা (কিন্তু ‘ইন্টারফ্যাক্স’ হলো রাশিয়ার বার্তা সংস্থা। মনে রাখুন এভাবে, ফেয়ারের তথা ভালোবাসার অভিনয় করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সব তথ্য নিয়েছে। আর রাশিার বার্তা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে ফেক্স করে সেই তথ্য জানিয়েছে।)

বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain

                       রাশিয়া

১। রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি কী ছিল?- জার (তবে জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল- কাইজার)

২। রাশিয়ায় জার শাসনের অবসান ঘটে কবে?- ১৯১৭ সালে

৩। কত সালে ঐতিহাসিক ‘রুশ বিপ্লব’ সংঘটিত হয়েছিল?- ১৯১৭ সালে

৪। ঐতিহাসিক রুশ বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?- লেলিন

৫। সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল কত দিন?- ১০ দিন

৬। ‘রুশ বিপ্লব’-এর অপর নাম কী?- ‘বলশেভিক বিপ্লব’ বা ‘অক্টোবরের বিপ্লব’

৭। বিশ্বের কোন দেশে প্রথম ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা’ গ্রহণ করা হয়েছিল?- সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ৮। রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কে গ্রহণ করেন?- স্ট্যালিন

৯। অখণ্ড ইউরোপের প্রবক্তা কে?- মিখাইল গর্বাচেভ

১০। ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবক্তা কে?- মিখাইল গর্বাচেভ

১১। ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবর্তন করা হয় কবে?- ১৯৮৫ সালে

১২। ‘গ্লাসনস্ত’ কী?- খোলামেলা আলোচনা। ১৩। ‘পেরেজইকা’ কী?- সংস্কার বা উন্নয়নমূলক আলোচনা।

১৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?- স্ট্যালিন

১৫। রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?- ৬ বছর (কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর)

১৬। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?- ক্রেমলিন।

১৭। রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষের নাম কী?- স্টেট ডুমা

১৮। রাশিয়ার আইনসভার উচ্চ কক্ষের নাম কী?- ফেডারেল কাউন্সিল

১৯। সোভিয়েত ইউনিয়ন কবে আফগানিস্তান দখল করে? – ১৯৭৯ সালে (ইরানের ‘ইসলামি বিপ্লব’-ও সংঘটিত হয় ১৯৭৯ সালে)

২০। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে কবে?- ১৯৮৯ সালে (১৯৮৯ সালে জার্মানির বার্লিন প্রাচীরেরও পতন ঘটেছিল)

২১। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা হয় কবে?- ১৯৯১ সালে

২২। সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে কয়টি রাষ্ট্রে পরিণত হয়?- ১৫ টি

২৩। ‘ইন্টারফ্যাক্স’ কী?- রাশিয়ার বার্তা সংস্থা (কিন্তু ‘ফেয়ার ফ্যাক্স’ হলো যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা)

২৪। কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?- বেলারুশকে

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ থেকে যেসকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সচরাচর এসে থাকে, প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

২৫। রাশিয়ার গৃহযুদ্ধ কবে সংঘটিত হয়?- ১৯১৮-১৯২১ পর্যন্ত

২৬। ‘ফাদার অব অল বোম্বস’ কোন দেশের?- রাশিয়ার।

২৭। বিশ্বের কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক বোমার মজুদ রয়েছে?- রাশিয়া (২য়- মার্কিন যুক্তরাষ্ট্র)

২৮। রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমানের নাম কী?- এসইউ ৩৫. যার অপর নাম সুখোই-৩৫। ২৯। ‘ইন্টারফেক্স’ কী?- রাশিয়ার একটি বার্তা সংস্থা।

আর্ন্তজাতিকভাবে গুরুত্বপূর্ণ যে দেশসমূহ

                ফিলিস্তিন ও ইসরাইল

১। ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম কী? স্টেট অব ফিলিস্তিন

২। Palestine Liberation Organization (PLO) কবে গঠিত হয়?- ১৯৬৪ সালে

৩। PLO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?- ফিলিস্তিনের রামাল্লায়

৪। ওরিয়েন্ট হাউজে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?- ১৯৮৮ সালে

৫। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিদানকারী দেশ কোনটি?- আলজেরিয়া

৬। জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে?- ১৯৮৮ সালে

৭। ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?- আমেরিকা

৮। ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?- মিসর (১৯৭৮ সালের ৯। ‘ক্যাম্প ডেভিড চুক্তির’ মাধ্যমে। এই কারণে মিসর ওআইসি এবং আরব লিগ থেকে বহিষ্কৃত হয়)

১০। ইসরাইল ও মিশরের মধ্যে ‘ক্যাম্প ডেভিড চুক্তি’ স্বাক্ষরিত হয় কবে?- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর

১১। ‘ক্যাম্প ডেভিড চুক্তির’ উদ্যোক্তা কে ছিলেন?- জিমি কার্টার

১২। ‘ক্যাম্প ডেভিড’ স্থানটি কোথায় অবস্থিত?- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ১৩। ইসরাইল ও PLO স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর

১৪। এই পর্যন্ত কতবার ‘আরব-ইসরাইল যুদ্ধ’ সংঘটিত হয়?- ৪ বার (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)

১৫। প্রমথ কত সালে ‘আরব-ইসরাইল যুদ্ধ’ সংঘটিত হয়া- ১৯৪৮ সালে (ইসরাইল বাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণার কারণে)

১৬। ১৯৬৭ সালের ‘আরব-ইসরাইল যুদ্ধ’-এর স্থায়িত ছিল কত দিন?- ৬ দিন

১৭। ‘ওয়াফা’ কী?- ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা

১৮। ইন্তিফাদা’ কী?- ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন বা বিপ্লবকে ‘ইন্তিফাদা’ বলে

১৯। ‘মোসাদ’ কী- ইসরাইলের গোয়েন্দা সংস্থা ২০। ‘আমান’ কী? ইসরাইলের সেনা গোয়েদা সংস্থা

২১। ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?- থিওডোর হার্জল

২২।  কার নেতৃত্বে ফিলিস্ক্রিনের ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্রের জন্য হয়?- ডেভিড বেনজরিনের নেতৃত্বে

২৩। ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে?- ১৯৪৮ সালের ১৪ মে।

২৪। কিসের ভিত্তিতে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়?- ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে।

২৫। ইসরাইল কবে জেরুজালেম দখল করে নেয়?- ১৯৬৭ সালের ৬ দিনের

২৬। আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে ইসরাইল কবে ‘পূর্ব জেরুজালেম’-কে তাদের রাজধানী ঘোষণা করে?- ১৯৮৮ সালে (১৯৮৮ সারের ইরাক- ইরানের যুদ্ধের সুযোগে)

২৭। মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়?- ২০১৭ সালের ৬ ডিসেম্বর।

২৮। মার্কিন যুক্তরাষ্ট্র কবে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে?- ২০১৮ সালের ১৪ মে;

২৯। ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে। ইসরাইল কবে সিরিয়ার ‘গোলান মালভূমি’ দখল করে নেয়?- ১৯৬৭ সালে

৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে

৩০। ‘গোলান মালভূমি’ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?- ইসরাইল ও সিরিয়ার মধ্যে

৩১। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে ওঠেছিল?- হিব্রু সভ্যতা

৩২। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? হিব্রু ভাষা (তবে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম- মেসোপটেমীয় সভ্যতা)

                       মিয়ানমার

১। মিয়ানমার কত সালে স্বাধীনতা লাভ করে?- ১৯৪৮ সালে

২। মিয়ানমারের সরকারি নাম কী?- দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার ৩। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?- বর্ডার গার্ড পুলিশ (বিডিপি)। পূর্ব নাম ছিল- নাসাকা

৪। অং সান সূচির রাজনৈতিক দলের নাম কী- National League for Democracy (NLD) ৫। NLD কত সালে প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৮ সালে

৬। মিয়ানমারের নাম ‘বার্মা’ থেকে’ মিয়ানমার” নামকরণ করা হয় কত সালে?- ১৯৮৯ সালে ৭।‌ অং সান সূচি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?- ১৯৯১ সালে

৮। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলন কী নামে পরিচিত?- জাফরানি বিপ্লব

৯। বর্তমানে মিয়ানমারের পার্লামেন্টের কত শতাংশ আসন সেনা বাহিনীর জন্য সংরক্ষিত?- ২৫ শতাংশ

১০। ‘কারেন’ বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের?- মিয়ানমারের

১১।‌ ‘গডস আর্মি’ বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের?- মিয়ানমারের

১২। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী মিয়ানমারের কোন প্রদেশে বাস করে?- রাখাইন রাজ্যে

১৩। মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্বনাম কী ছিল?- আরাকান মিয়ানমার

১৪। কত সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে নাগরিকত্ব আইন পাশ করে?-১৯৮২ সালে

১৫। কত সালে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব হারায়? – ১৯৮২ সালে

১৬। রোহিঙ্গারা সর্বপ্রথম কত সালে শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে?- ১৯৭৮ সালে

বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain

                     যুক্তরাজ্য

১। ইংল্যান্ডের কোন রানিকে ‘ভার্জিন কুইন’ বা ‘চিরকুমারী’ বলা হয়?- রানি প্রথম এলিজাবেথকে

২। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?- রাজা প্রথম জর্জ

৩। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?- রবার্ট ওয়ালপোল

৪। ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?- মার্গারেট থ্যাচার

৫। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?- হেনরি আসকুইথ

৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?- উইন্সটন চার্চিল

৭। ‘ইউরোপের লৌহ মানবী’ বলা হয় কাকে?- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে

৮। যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কী? উচচকক্ষের নাম- হাউজ অব লর্ডস এবং নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স

৯। ইংল্যান্ডে ‘শিল্প বিপ্লব’ কখন সংঘটিত হয়েছিল?- অষ্টাদশ শতাব্দীতে। মূলত ১৭৫০-১৮৫০ খিস্টাব্দে ইংল্যান্ডে ‘শিল্প বিপ্লব’ হয়েছিল।

১০। ইংল্যান্ডে ‘ম্যাগনাকার্টা’ স্বাক্ষরিত হয় কবে?- ১২১৫ সালে

১১। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় কাকে?- ম্যাগনাকার্টাকে

১২। কোন ইংল্যান্ডের রাজার আমলে ‘ম্যাগনাকার্টা’ স্বাক্ষরিত হয়?- রাজা জন

১৩। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে কত সালে ‘ফল্যান্ড যুদ্ধ’ সংঘটিত হয়?- ১৯৮২ সালে

১৪। ‘ফক্ল্যান্ড যুদ্ধে’ কোন দেশ জয় লাভ করে?- ইংল্যান্ড

১৫। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ‘শতবর্ষ ব্যাপী’ যুদ্ধের সময়কাল কত?- ১৩৩৭-১৪৫৩ খ্রিস্টাব্দ।

১৬। ‘শিল্প বিপ্লব’ প্রথম শুরু হয়- ইংল্যান্ডে (কিন্তু ইউরোপে রেঁনেসা শুরু হয় ইতালিতে) ১৭। কোন দেশের পতাকা ‘ইউনিয়ন জ্যাক’ নামে পরিচিত?- ইংল্যান্ডের

১৮। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার/সূচনা হয় কোথায়? যুক্তরাজ্যে (কিন্তু গণতন্ত্রের সূতিকাগার/ সূচনা হয়- গ্রিসে)

১৯। সংসদীয় গণতন্ত্রের সূচনা হয় কোথায়? যুক্তরাজ্যে

২০। ‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?- যুক্তরাজ্যের

২১। ইল্যান্ডের সবচেয়ে পুরনো ও ধনী উপনিবেশ কোনটি?- বারমুডা

২২। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?- যুক্তরা

    ফ্রান্স

১। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?- ষোড়শ লুই

২। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন করে?- ১৮০৪ সালে

৩। ‘ফরাসি বিপ্লবের শিশু’ বলা হয় কাকে?- নেপোলিয়ন বোনাপার্টকে

৪। বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধ কত সালে সংঘটিত হয়?- ১৮১৫ বিখ্যাত

৫। ‘ওয়াটার লু’ কোথায় অবস্থিত?- বেলজিয়ামে

৬। বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?- ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে

৭। বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধে কোন দেশ জয়ী হয়েছিল?- ইংল্যান্ড

৮। ‘ওয়াটার লু’ যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে কোথায় নির্বাসন দেয়া হয়েছিল?- সেন্ট হেলেনা দ্বীপে

৯। নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন?- কর্সিকা দ্বীপে

১০। ‘একশো দিনের শাসক’ বললে কার কথা মনে পড়ে?- নেপোলিয়ন

১১। কোন দুজন দার্শনিক লেখনির মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দিয়েছিলেন?- রশো ও ভলটেয়ার

১২। কত সালে ‘ফরাসি বিপ্লব’ সংঘটিত হয়?- ১৭৮৯ সালের ১৪ জুলাই

১৩। কোন দূর্গ আক্রমণের মধ্য দিয়ে ‘ফরাসি বিপ্লব’-এর সূচনা হয়?- বাস্তিল দূর্গ

১৪। ‘ফরাসি বিপ্লব’-এর স্লোগান কী ছিল?- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

১৫। কোন শহরকে ‘সিটি অব কালচার’ বলা হয়?- প্যারিসকে

                 জার্মানি

১। জার্মানির প্রাচীনর রাজাদের উপাধি কী ছিল?- কাইজার (কিন্তু রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল- জার)

২। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?- রাজা প্রথম জর্জ

৩। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা/জনক কে?- বিসমার্ক

৪। দুই জার্মানিকে বিভক্তকারী ‘বার্লিন প্রাচীর’ কবে নির্মিত হয়?- ১৯৬১ সালে

৫। কত সালে ‘বার্লিন প্রাচীর’ ভেঙ্গে ফেলা হয়?- ১৯৮৯ সালে

৬। হিটলারের রাজনৈতিক দলের নাম কী ছিল?- নাৎসি

৭। নাৎসিবাদের জনক হলো হিটলার। কিন্তু ফ্যাসিবাদের জন্ম ইতালিতে। ইতালির মুসোলিনি হলো ফ্যাসিবাদের জনক)

৮। হিটলারের গোপন বাহিনীর নাম কী ছিল?- গেস্টাপো

৯। ‘হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থসমূহের নাম কী? Mein Kamp, My Struggle

১০। এঞ্জেলা মার্কেল এই পর্যন্ত কতবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন?- ৪ বার

বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain

                          মিশর

১। মিশরের রাজতন্ত্রের অবসান ঘটে কবে?- ১৯৫২ সালে

২। ‘হেলেনিস্টিক সংস্কৃতি’ কোথায় গড়ে ওঠেছিল?- মিসরের আকেজান্দ্রিয়ায়

৩। ‘স্ফিংস’ কী?- মিসরের ফিরামিডের গায়ের মূর্তিকে স্ফিংস বলা হয়।

৪। সুয়েজ খাল কবে খনন করা হয়?- ১৮৬৯ সালে

৫। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে?- ১৯৫৬ সালে

৬। সুয়েজ খালের দৈর্ঘ্য কত? ১৯৩ কিলোমিটার

৭। কার আমলে সুয়েজ খাল খনন করা হয়?- ইসমাইল পাশার রাজত্বকালে

৮। সুয়েজ খাল যুক্ত করেছে কাকে?- ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে (মনে রাখুন এইভাবে- সুয়েজ। খালের ভূমি লাল)

৯। ‘ক্লিওপেট্রা’ কে ছিলেন?- মিসরের রানি ১০। ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?- মিসর (১৯৭৮ সালের ‘ক্যাম্প ডেভিড চুক্তির’ মাধ্যমে। এই কারণে মিসর ওআইসি এবং আরব লিগ থেকে বহিষ্কৃত হয়)

১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘আল আমিন’ কোথায় অবস্থিত?- মিশরে

১২। বিখ্যাত ‘তাহিরির স্কয়ার’ কোথায় অবস্থিত?- মিশরে

                     দক্ষিণ আফ্রিকা

১। আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশের নাম কী?- দক্ষিণ আফ্রিকা

২। দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি?- ৩ টি ৩। ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ (ANC) কত সালে গঠিত হয়েছিল?- ১৯১২ সালে

৪। কত সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবর্তন করা হয়?- ১৯৭১ সালে

৫। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবর্তক কে?- জেমস হার্জগ

৬। বর্ণবাদ ও বর্ণবৈষম্য মোকাবেলায় প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?- ১৯৭৮ সালে

৭। জেনেভায় দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?- ডি ক্লার্ক

৮। দক্ষিণ আফ্রিকায় কত বছর শ্বেতাঙ্গদের শাসন ছিল?- ৩৪২ বছর

৯। ‘বান্টু’ কী?- দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গা আদিবাসীদের একত্রে বান্টু বলা হয়

১০। পৃথিবীর বিখ্যাত স্বর্ণের খনি জোহান্সবার্গ কোথায় অবস্থিত?- দক্ষিণ আফ্রিকায়

১১। পৃথিবীর বিখ্যাত হীরক খনি কিম্বার্লি কোথায় অবস্থিত?- দক্ষিণ আফ্রিকা

বিসিএস/BCS সহ যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আরও জানতে ভিজিট করুন Eduexplain

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.