এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন
বিষয়: বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
১। ‘আমার পথ’ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: অভিশাপ রথের সারথি।
২। ‘আমার পথ’ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে লেখক তাঁর সত্যকে সালাম জানিয়েছেন।
৩।’আমার পথ’ প্রবন্ধে ‘আমার পথ’ আমাকে কী দেখাবে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে ‘আমার পথ’ আমাকে আমার সত্য দেখাবে।
৪।’আমার পথ’ প্রবন্ধেটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধকটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
৫। কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।
৬। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
এইচ এস সি ২০২৫, জীববিজ্ঞান ১ম পত্র, অধ্যায় – ১ম : কোষ ও এর গঠন( বহুনির্বাচনী/MCQ)
৭। কাজী নজরুল ইসলামের মতে কাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে যারা নিজের সত্যকে বড় মনে করে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আনে, তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব।
৮।সবচেয়ে বড় ধর্ম কী?
উত্তর: সবচেয়ে বড় ধর্ম মানবধর্ম।
৯। ‘কুহেলিকা’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
১০। কাজী নজরুল ইসলামের উপাধি কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের উপাধি হলো- বিদ্রোহী কবি।
১১। ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ কী?
উত্তর: আগুনের ঝান্ডা শব্দটির অর্থ- অগ্নিপতাকা।
১২। ‘বাঁধনহারা’ নজরুলের কী জাতীয় রচনা?
উত্তর: ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উপন্যাস।
১৩। ‘ধূমকেতুর’ আগুন কোন দিন নিভে যাবে?
উত্তর: যেদিন ভুল বুঝতে পেরে প্রাণখুলে তা মেনে নেব সেদিন ধূমকেতুর আগুন নিভে যাবে।
১৪।কে মিথ্যাকে ভয় করে?
উত্তর: যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় পায়।
এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-২ (বহুনির্বাচনী অংশ)
১৫।আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন?
উত্তর: যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব।
১৬।কার আর কাউকে চিনতে বাকি থাকে না?
উত্তর: যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।
১৭।আত্মাকে চিনলে কী আসে?
উত্তর: আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।
১৮।কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দে (২৫ মে)
১৯।কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
২০।কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের গ্রামের নাম চুরুলিয়া।
২১।কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে (২৯ আগস্ট) মৃত্যুবরণ করেন।
২২।আত্মাকে চেনার সহজ উপায় কী?
উত্তর: আত্মাকে চেনার সহজ উপায় হলো নিজেকে চেনা।
২৩।স্বাবলম্বন বা নিজের ওপর বিশ্বাস করতে কে শেখাচ্ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
২৪।”আমি আছি”- এ কথা না বলে আমরা কী বলতে লাগলাম?
উত্তর: গান্ধীজি আছেন।
এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)
২৫।কারা অসাধ্য সাধন করতে পারবে?
উত্তর: যাদের তথাকথিত বা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আছে তারাই অসাধ্য সাধন করতে পারবে।
২৬।দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন?
উত্তর: ‘আগুনের সম্মার্জনা’।
২৭।লেখক কখনো কাকে প্রশ্রয় দেবেন না?
উত্তর: লেখক কখনো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবেন না।
২৮।লেখক কিসের থেকে সম্পূর্ণ মুক্ত?
উত্তর: লেখক দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত।
২৯।মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি অনেক-অনেক ভালো?
উত্তর: অহংকারের পৌরুষ।
৩০।কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে বা যে নিজ ধর্মের সত্য চিনেছে।