Tuesday, April 1, 2025

এইচএসসি-২০২৫ পরীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

সময়: ৩ মিনিট                                                                                                      পূর্ণমান: ৩০

১. বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?

ক. বায়োমেট্রিকস

খ. ন্যানো টেকনোলজি

গ. ক্রায়োসার্জারি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২. মানুষের চিন্তা-ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কী বলে?

ক. কৃত্রিম ভাবনা            খ. কৃত্রিম বুদ্ধিমত্তা

গ. কৃত্রিম প্রোগাম          ঘ. কৃত্রিম তথ্য

৩. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?

ক. বায়োইনফরমেটিক্স

খ. ন্যানো টেকনোলজি

গ. ক্রায়োসার্জারি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৪. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?

ক. ই -মেইল                 খ. ফেইসবুক

গ. টেলিকনফারেন্সিং     ঘ. টুইটার

৫. কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?

ক. কম্পিউটার               খ. টেলিগ্রাফ

গ. প্রিন্টার                     ঘ. টেলিগ্রাফ

৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-

ক.অপচয় কমায়

খ. শারীরিক শ্রম বাড়ায়

গ.ব্যয় বৃদ্ধি পায়

খ. মানুষের মেধা ব্যবহার কমায়

৭. ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়-

ক. বিপণন                    খ. সরবরাহ

গ. লেনদেন                   ঘ. প্রচার

৮. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?

ক. ক্রায়োসার্জারি           খ. ভার্চুয়াল রিয়েলিটি

গ. ইন্টারনেট     ঘ. ভিডিও কনফারেন্সিং

৯. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

ক. ত্রিমাত্রিক সিমুলেশন

খ. দ্বিমাত্রিক সিমুলেশন

গ. হ্যান্ড জিওমেট্রি

ঘ. বায়োলজিক্যাল ডেটা

১০. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

ক. অন্যের লেখা চুরি

খ. সফটওয়্যার পাইরেসি

গ. কপিরাইট লংঘন

ঘ. আইডেন্টিটি চুরি

১১. আউটসোর্সিং কী?

ক. নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা

খ. ইন্টারনেটভিত্তিক কাজ

গ. বিশেষ ব্রাউজিং সুবিধা

ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

১২. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

ক. সফটওয়্যার পাইরেসি

খ. ন্যানো টেকনোলজি

গ. প্লেজিয়ারিজম           ঘ. হ্যাকিং

১৩. কর্মস্থানের জন্য বর্তমানে-

  1. ঘরে বসেই কাজ পাওয়া যায়
  2. ইন্টারনেট সুবিধা নেয়া যায়

iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. iii ও iii

১৪. চাকরীজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এ পদ্ধতিতে-

  1. যাতায়াত খরচ কম হয়।
  2. অতিরিক্ত উপার্জন করা যায়

iii. সময়ের সাশ্রয় হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. iii ও iii

১৫. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে?

ক. ভার্চুয়াল রিয়েলিটি    খ. ভার্চুয়াল ফাংশন

গ. ভার্চুয়াল পাস্ট           ঘ. ভার্চুয়ালিটি

১৬. কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

ক. মরগানতত্ত্ব               খ. সিমুলেশন তত্ত্ব

গ. কম্পিউটারতত্ত্ব          ঘ. ভার্চুয়াল তত্ত্ব

১৭. ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি?

ক. তথ্য আদান-প্রদান

খ. বাস্তব জগতে বিচরণ

গ. দ্বিমাত্রিক জগতে প্রবেশ

ঘ. কাল্পনিক জগতে বিচরণ

১৮. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান-

ক. ফাজি লজিক         খ. বিশেষ ধরনের গ্লাভস

গ. নাইট্রোজেন              ঘ. নেভিগেশন

১৯. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো-

ক. একমাত্রিক               খ. দ্বি-মাত্রিক

গ. ত্রি-মাত্রিক                ঘ. চতুর্মাত্রিক

উদ্দীপকটি পড়ে ২০ এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও :

সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবত গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে। প্রতিষ্ঠাটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।

২০. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-

  1. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  2. বায়োমেট্রিক্স

iii. বায়োইনফরমেট্রিক্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. iii ও iii

২১. উদ্দীপকে প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায়-

  1. নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে
  2. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম করবে

iii. তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. iii ও iii

২২. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?

ক. পঞ্চম                      খ. চতুর্থ

গ. তৃতীয়                       ঘ. ষষ্ঠ

২৩. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

ক. বায়োমেট্রিক্স             খ. বায়োইনফরমেটিক্স

গ. রোবোটিক্স                ঘ. ন্যানো টেকনোলজি

২৪.“আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স” শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?

ক. ঔড়পশ ডরষষরধসংড়হ

খ. গধৎংযধষষ গপষঁযধহ

গ. ঔড়যহ গপঈধৎঃযু

ঘ. কধৎবষ ঈধঢ়বশ

২৫. এক্সপার্ট সিস্টেম কী?

ক. অ্যাপ্লিকেশন             খ. যন্ত্র

গ. রোবোট                    ঘ. নিউরাল নেটওয়ার্ক

২৬. নিচের কোনটি কম্পিউটারের নেই?

ক. নিজস্ব বুদ্ধি               খ. তথ্য সম্ভার

গ. সফটওয়্যার               ঘ. কী-বোর্ড

২৭.কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্র-

  1. ন্যাচারাল ইন্টারফেস
  2. বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান

iii. ক্রায়োসার্জারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i,ii ও iii

২৮. রোবোটিক্স কী?

ক. রোবোট বিজ্ঞান

খ. রোবোটের ক্রিয়ানীতি

গ. শিল্পে ব্যবহৃত রোবোট

ঘ. রোবোট তৈরিতে ব্যবহৃত ভাষা

২৯. নিচের কোনটি রোবোট শব্দের অর্থ প্রকাশ করে?

ক. ভিনগ্রহবাসী             খ. কৃত্রিম যন্ত্র

গ. যন্ত্রমানব                   ঘ. উন্নততর জীব

৩০. নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটির?

ক. ভাইরাস                   খ. পিঁপড়া

গ. রোবোট                    ঘ. মানুষ

উত্তরমালা:-

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০

 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এইচএসসি-২০২৫ পরীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.