এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
সময়: ৩ মিনিট পূর্ণমান: ৩০
১. (৫অ) এর পরের সংখ্যা-
ক. (০.১১১)২ খ. (4C)১
গ. (০.০১১)২ ঘ. (5B)১৬
২. (১১১০.১১)২ এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?
ক. DD.1 খ. DE.1
খ. DE.8 ঘ. E.C
৩. (১০)১৬ সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?
ক.৯৯ খ. ১০১
গ. F ঘ. FFF
৪. নিচের কোনটি ১৬ বিটের কোড?
ক. BCD খ. ASCII
গ. UNICODE ঘ. EBCDIC
৫. (২৯)১০ এর বাইনারি মান কত?
ক. ১০০১০১.০১ খ. ১১১০১
গ. ১০১০০১.০১ ঘ.১০১০০১:০০১
৬. (A+B+C)১৬ এর দশমিক সমতুল্য মান কত?
ক. ৮০ খ. (১০০০০১)২
গ. ১৬০ ঘ. ২৫৬
৭. প্রাচীন ব্যাবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত?
ক. ২ ভিত্তিক খ. ৭ ভিত্তিক
গ. ৮ ভিত্তিক ঘ. ১০ ভিত্তিক
৮. খৃষ্টপূর্ব ৪০০ সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে ১০-ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়?
ক. ২০টি খ. ২৩টি
গ. ২৭টি ঘ. ৩০টি
৯. কোন ভারতীয় গণিতবিদ শূন্য (“০”) আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন?
ক. পিংগালা খ. জন ভন নিউম্যান
গ. চার্লস ব্যাবেজ ঘ. লেডি এডা
১০. ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খৃষ্টাব্দে?
ক. ৪২০ খ্রিষ্টাব্দে খ. ৫১০ খ্রিষ্টাব্দে
গ. ৫০০ খ্রিষ্টাব্দে ঘ. ৬০০ খ্রিষ্টাব্দে
১১. প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো-
- হাতের আঙ্গুল দিয়ে
- নুড়ি পাথর দিয়ে
iii. রশিতে গিরা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
১২. মেমরি পরিমাণের ক্ষুদ্রতম একক কী?
ক. বিট খ. বাইট
গ. কিলোবাইট ঘ. মেগা বাইট
১৩. ১ বাইটের অর্ধেককে কী বলা হয়? **
ক. বিট খ. অর্ধ-বাইট
গ. নিবল ঘ. অক্ষর
১৪. ০ এবং ১-এ অঙ্ক দুইটির প্রত্যেকটিকে কী বলা হয়?
ক. বিট খ. ডিজিট
গ. বাইনারি ঘ. সংখ্যা
১৫. বিট কী ধরনের একক?
ক. মৌলিক খ. যৌগিক
গ. সহ-মৌলিক ঘ. সহ-যৌগিক
১৬. ৮ bit = কত Character?
ক. ০ খ. ১
গ. ২ ঘ. ৩
১৭. কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হল-
ক. ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা
খ. সর্বোচ্চ ডিজিট
গ. সর্বনিম্ন ডিজিট
ঘ. ডিজিটসমূহের গড়
১৮. সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৮ ঘ. ১০
১৯. ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?
ক. ২ খ. ৪
গ. ৮ ঘ. ১০
২০. কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়?
ক. বাইনারি খ. ষোড়শ
গ. অষ্টক ঘ. মিশরীয় হরফ পদ্ধতি
২১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-
- অংকের নিজস্ব মান
- সংখ্যাটির বেজ
iii. অংকের স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
২২. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?
ক. বাইনারি খ. ডেসিমাল
গ. রোমান ঘ. অক্টাল
২৩. পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? ***
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
২৪. নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা?
ক. ওওও খ. ৩৪
গ. ৪৫:৭ ঘ. ৫৩৭
২৫. বাইনারী সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ২ গ. ৮
গ. ১০ ঘ. ১৬
২৬. দশমিক সংখ্যা ৯১ এর বাইনারি রূপ কোনটি?
ক. ১০১১০১১ খ. ১১০১০১০
গ. ১১১০০১১ ঘ. ১১০১১০১
২৭. (১২)১০ এর সমকক্ষ বাইনারি কোনটি?
ক. (১১০১)২ খ. (১১০০)২
গ. (১১১১)২ ঘ. (১০১০)২
২৮. ১০১১ এর পরবর্তী বাইনারি সংখ্যা কত?
ক. ১০১০ খ. ১১০০
গ. ১১০১ ঘ. ১১১০
২৯. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
ক. চীনাদের কাছ থেকে
খ. গ্রীকদের কাছ থেকে
গ. ভারতীয়দের কাছ থেকে
ঘ. মিশরীয়দের কাছ থেকে
৩০. (৩৭.১২৫)১০ এর বাইনারি মান কত?
ক. ১০০১০১.০১ খ. ১০০১০১,০০১
গ. ১০১০০১.০১ ঘ. ১০১০০১.০০১
উত্তরমালা
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
ঘ | ঘ | গ | গ | খ | খ | ঘ | গ | ক | গ | ঘ | ক | গ | ক | ক |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
খ | ক | ক | খ | ঘ | ঘ | গ | গ | ক | ক | ক | খ | খ | গ | খ |