এইচএসসি-২০২৫ পরীক্ষা প্রস্ততির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
বিষয়ঃ বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি অংশ)
সময়ঃ ৩০ মিনিট পূর্ণমানঃ ৩০
১.অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি খ. মাস্টারি
গ. ওকালতি ঘ. ব্যবসায়
২.হরিশ মানুষ হিসেবে কেমন ছিল? হরিশ মানুষ হিসেবে কেমন ছিল?
ক. রসিক খ. গম্ভীর
গ. রাগী ঘ. তোষামুদে
৩. ‘আমার পথ’ প্রবদ্ধে কোনটিকে বড় দাসত্ব বলা হয়রছে?
ক. পরাবলম্বন খ. নিস্ত্রিয়তা
গ. গোলামির ভাব ঘ. মিথ্যা অবলম্বন
৪.কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ কী ধরনের রচনা?
ক. গল্প খ. নাটক গ. প্রবদ্ধ ঘ. উপন্যাস
৫. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. নাট্যগ্রন্থ খ. উপন্যাস
গ. কাব্যগ্রন্থ ঘ. দিনলিপি
৬.মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে?
ক. সাহসী খ. প্রগতিশীল
গ. শক্তিশালী ঘ. মানুষ
৭.‘মাসি-পিসি’ গল্পের শকুন কিসের প্রতীক?
ক. দীর্ঘশ্বাস খ. হাহাকার
গ. দুঃশাসন ঘ. দুঃসময়
৮. ‘মাসি-পিসি গল্পে প্রকাশ পেয়েছে-
i.নারী লাঞ্ছনা চিত্র
ii.তৎকালীন সমাজবাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯.মানুষ যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে- কথাটি কার?
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।