Tuesday, April 1, 2025

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 
 মামাকে সারাজীবন মিথ্যে ভক্তি ও ভালোবাসার ভান করে ঠকানোর জন্য নগেনের মনে দারুণ লজ্জা আর অনুতাপ জেগেছিল। মামার বাড়িতে থেকে নগেন পড়ালেখা করত। মামা নগেনকে খুব বেশি আদর করতেন না। তবে মৃত্যুর পূর্বে নিজের ছেলেদের সমান সম্পত্তি নগেনকেও দিয়ে যায় তার মামা। নগেন মামার এ উদারতা কখনো কল্পনা করতে পারেনি। এ কারণে মামার প্রতি আন্তরিক শ্রদ্ধায় তার মন ভরে ওঠে। নিজের আচরণের কথা ভেবে নগেন অনুতপ্ত হয়।

তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 

১. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
ক মাসির
খ পিসির
● মামার
ঘ দাদার
২. নগেনের সাে থ পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?
● ২ মাস আগে
খ ৩ মাস আগে
গ ৪ মাস আগে
ঘ ৫ মাস আগে
৩. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?
ক পড়ার খরচ না দেয়ায়
খ ভালো ব্যবহার না করায়
গ বিরক্তির ভাব প্রকাশ করায়
● অনাদর অবহেলা করায়
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
আদনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো তার পেছনে পেছনে কেউ হাঁটছে। সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতার তলে পেরেক গাঁথা একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়।
৪. উদ্দীপকের আদনান-এর সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ-
ক তাদের বয়স কম
খ তারা অন্ধকারকে ভয় করত
● তারা ভীষণ ভিতু ছিল
ঘ তারা ভূত দেখেছিল
৫. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?
● বাস্তবজ্ঞানের অভাব
খ প্রকৃত শিক্ষা না পাওয়া
গ মানসিক বিকাশ না হওয়া
ঘ সঠিক সিদ্ধান্ত নিতে না পারা
৬. তৈলচিত্রের ভূত গল্পে প্রকাশ পেয়েছে নগেনের-
i. অজ্ঞানতা
ii. বিচারবুদ্ধিহীনতা
iii. কুসংস্কারাচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
শনিবারে গজার মাছ খেলে অমঙ্গল হয়। বাড়ি থেকে বের হবার সময় খালি কলস দেখলে যাত্রা শুভ হয় না।
৭.উদ্দীপকটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক পরেশ
● নগেন
গ পরাশর ডাক্তার
ঘ নগেনের মামা
৮. উক্ত সাদৃশ্যের ভিত্তি-
i. বিচারবুদ্ধির অভাব
ii. কুসংস্কারে বিশ্বাস
iii. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
৯. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?
ক ভৌতিক পরিবেশ সৃষ্টি
খ আলোকিক ঘটনার সমাবেশ
● শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা
ঘ পাঠকদের নিছক আনন্দ দান
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
“ইলিয়াস মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় ভূতে তাকে তাড়া করছে। সে কাউকে বলে না। দিন দিন আরো ভয় বাড়ছে এবং শরীর খারাপ হচ্ছে।
১০. “তৈলচিত্রের ভূত’ গল্পের আলোকে ইলিয়াসের ভয় পাওয়ার কারণ-
ক শিক্ষার অভাব
খ মানসিক বিপর্যয়
গ ভীতিকর মানসিকতা
● বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
১১. উক্ত অবস্থা থেকে উত্তরণের উপায়-
i. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্জন
ii. আধুনিক চেতনা ধারণ
iii. কুসংস্কার মুক্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১২. তৈলচিত্র থেকে কি যেন তার ভিতর থেকে কাঁপিয়ে তুলেছিল?
● বিদ্যুৎ
খ ভূত প্রেত
গ এসিড
ঘ অশরীরী আত্মা
১৩. পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়িতে আসেন?
ক ১০টায়
খ ১১টায়
● ১২টায়
ঘ ১টায়

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

১৪. ‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
ক উপন্যাস
খ নাটক
● ছোটগল্প
ঘ কাব্য
১৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন চরিত্রের মধ্যে কীসের স্বরূপ ব্যাখ্যা করেছেন?
ক ভূত বিশ্বাসের
● কুসংস্কারের
গ কাল্পনিকতার
ঘ বিজ্ঞান বুদ্ধির
১৬.‘পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে’- পরাশর ডাক্তারের এ কথায় রয়েছে-
i. উপহাস
ii. তাচ্ছিল্য
iii. প্রতিহিংসা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
নিচের অংশটুকু পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
সন্ধ্যারাতে অন্ধকারে কলপাড়ে গিয়ে দড়ির ওপর পা পড়ায় চিৎকার দিয়ে ওঠে বানেছা। বড়ভাই দৌড়ে এসে পায়ের নিচ থেকে টেনে বের করা দড়ি দেখিয়ে বলে- সাপ কই, এ তো দড়ি।
১৭. উদ্দীপকের বানেছা ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
● নগেন
খ পরেশ
গ মামা
ঘ পরাশর ডাক্তার
১৮. উক্ত প্রতিনিধিত্বের কারণ-
i. অন্ধবিশ্বাস
ii. অন্তঃসারশূন্যতা
iii. বিচারবুদ্ধিহীনতা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১৯. নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছেন কেন?
● বাস্তবতাবর্জিত
খ কল্পকাহিনী বলে
গ ভৌতিক বলে
ঘ অলৌকিক বলে
২০. নিচের কোনটি পরাশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য?
ক সাহসী ও ন্যায়পরায়ণ
● বুদ্ধিমান ও আধুনিক
গ জ্ঞানী ও সৎ
ঘ নম্র ও বিনয়ী
২১. পরাশর ডাক্তার পড়ে গেলেন কেন?
● বিদ্যুতের ধাক্কায়
খ পা হড়কে
গ ভূতের ধাক্কায়
ঘ দুর্বলতার কারণে
২২. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’-এটি কার উক্তি?
ক ডাক্তারের
খ দরবেশের
গ আত্মার
● নগেনের
২৩. রাত বারোটায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন?
● বাইরের ঘরে
খ বাড়ির সামনে
গ লাইব্রেরিতে
ঘ নিজ কক্ষে
২৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটিতে কোন মাসের উল্লেখ আছে?
ক বৈশাখ
খ জ্যৈষ্ঠ
গ ফাল্গুন
● চৈত্র

এইচ এস সি ২০২৫, জীববিজ্ঞান  ১ম পত্র, অধ্যায় – ১ম : কোষ ও এর গঠন( বহুনির্বাচনী/MCQ)

২৫. ‘ভর্ৎসনা’ অর্থ কী?
ক কান্না
● তিরস্কার
গ হাসি
ঘ উৎসাহ
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
আজ সানির জেএসসি পরীক্ষা। মা তাকে সকালে কলা ও ডিম খেতে দিল না।
২৬. মায়ের ধারণাটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক পরেশ
খ পরাশর ডাক্তার
● নগেন
ঘ মামা
২৭. উক্ত সাদৃশ্যের ভিত্তি-
র. কুসংস্কারে বিশ্বাস
রর. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
ররর. বিচারবুদ্ধির অভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন? (জ্ঞান)
ক ১৯৪৩
● ১৯৫৬
গ ১৯৬০
ঘ ১৯৬৫
২৯. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটির লেখক কে? (জ্ঞান)
ক রবীন্দ্রনাথ ঠাকুর
● মানিক বন্দ্যোপাধ্যায়
গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ সুনীল গঙ্গোপাধ্যায়
৩০. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯০৭
● ১৯০৮
গ ১৯০৯
ঘ ১৯১০
৩১. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক চব্বিশ পরগনায়
● সাঁওতাল পরগনার দুমকায়
গ রাজশাহীর চারঘাটে
ঘ সিলেটের শ্রীমঙ্গলে
৩২. মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কতটি? (জ্ঞান)
ক ২৩
খ ২৫
গ ২৬
● ২৭
৩৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোনটি? (জ্ঞান)
ক শাহবাজপুর
খ জয়দেবপুর
● বিক্রমপুর
ঘ শ্রীপুর
৩৪. ‘পদ্মানদীর মাঝি’- কী ধরনের রচনা? (অনুধাবন)
● উপন্যাস
খ ভ্রমণকাহিনী
গ রম্যরচনা
ঘ নাটক
৩৫. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে? (জ্ঞান)
● মানিক বন্দ্যোপাধ্যায়
খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ আবু জাফর শামসুদ্দিন
ঘ শওকত ওসমান
৩৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ কোন ধরনের রচনা? (অনুধাবন)
ক কাব্যগ্রন্থ
● ছোটগল্প
গ নাটক
ঘ প্রবন্ধ
৩৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাঝির ছেলে’ কোন ধরনের রচনা? (অনুধাবন)
● কিশোর-উপন্যাস
খ কিশোর-উপযোগী ছোটগল্প
গ ভ্রমণকাহিনী
ঘ রম্যরচনা
মূলপাঠ
৩৮. কে চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টেবিল ঘেঁষে দাঁড়াল? (জ্ঞান)
● নগেন
খ পরাশর ডাক্তার
গ দাদামশায়
ঘ দিদিমা
৩৯. কে মুখ না তুলেই নগেনকে বসতে বললেন? (জ্ঞান)
ক দাদামশায়
খ নিরঞ্জন
● পরাশর ডাক্তার
ঘ দিদিমা
৪০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে কার চাউনি একটু উদ্ভ্রান্ত ছিল? (জ্ঞান)
ক দিদিমার
● নগেনের
গ পরাশর ডাক্তারের
ঘ নগেনের মামার
৪১. নগেন কোথায় থেকে কলেজে পড়ে? (জ্ঞান)
● মামাবাড়ি
খ দাদাবাড়ি
গ মাসির বাড়ি
ঘ পরাশর ডাক্তারের বাড়ি
৪২. নগেনের মামা কেমন ছিলেন? (অনুধাবন)
● কৃপণ
খ উদার
গ উগ্র মেজাজি
ঘ ভদ্র ও নম্র
৪৩. কার জন্য শ্রদ্ধা-ভক্তিতে নগেনের মন ভরে গেল? (জ্ঞান)
● মামার জন্য
খ পরাশর ডাক্তারের জন্য
গ দিদিমার জন্য
ঘ পরেশের জন্য
৪৪. নগেন মরিয়া হয়ে কখন বিছানা ছেড়ে উঠে পড়ল? (জ্ঞান)
ক রাত একটায়
খ রাত দুইটায়
● রাত তিনটায়
ঘ রাত সাড়ে তিনটায়
৪৫. লাইব্রেরিটি কোন আমলের ছিল? (জ্ঞান)
ক নগেনের বাবার আমলের
খ নগেনের বড় ভাইয়ের আমলের
● নগেনের দাদামশায়ের আমলের
ঘ নগেনের মামাদের আমলের
৪৬. লাইব্রেরির আলমারির ভেতরগুলোতে কী ছিল? (জ্ঞান)
ক মামার প্রয়োজনীয়
● অদরকারি বাজে বই
গ জরুরি বইপত্র
ঘ দাদামশায়ের বিভিন্ন ফাইল
৪৭. লাইব্রেরির দেয়ালে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল? (জ্ঞান)
ক ২
● ৩
গ ৪
ঘ ৫
৪৮. লাইব্রেরির দেয়ালে টানানো ক্যালেন্ডারে ইংরেজি কোন মাসের তারিখ লেখা কাগজের ফলক ঝুলছিল? (জ্ঞান)
ক জানুয়ারির
খ মার্চের
● ডিসেম্বরের
ঘ সেপ্টেম্বরের
৪৯. অন্ধকারে নগেন কার তৈলচিত্রের সামনে এগিয়ে গেল? (জ্ঞান)
ক দাদামশায়ের
● মামার
গ দিদিমার
ঘ মায়ের

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

৫০. কখন নগেনের জ্ঞান ফিরল? (জ্ঞান)
ক ভোর রাতে
● সকালে
গ শেষ রাতে
ঘ দুপুরে
৫১. নগেনের মামার তৈলচিত্রটি কীসের ফ্রেমে বাঁধানো ছিল? (জ্ঞান)
ক কাঠের
● রুপার
গ সোনার
ঘ তামার
৫২. নগেনকে কে একটা আস্ত গর্দভ বলল? (জ্ঞান)
ক মামা
খ দাদামশায়
● পরাশর ডাক্তার
ঘ দিদিমা
৫৩. নগেনের মামার ছবির সঙ্গে কয়টি ইলেকট্রিক বাল্ব লাগান হয়েছিল? (জ্ঞান)
ক ১
● ২
গ ৩
ঘ ৪
৫৪. ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল কে? (জ্ঞান)
ক নগেন
● পরেশ
গ সুজিত
ঘ সুরঞ্জিত
৫৫. বিদ্যুৎ কোন তার দিয়ে বেশি চলাচল করে থাকে? (জ্ঞান)
● তামার তার
খ প্লাস্টিকের তার
গ পিতলের তার
ঘ রাবারের তার
৫৬. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? (জ্ঞান)
ক ২৫
খ ২৭
● ৩০
ঘ ৩২
৫৭. পরলোকগত মামার জন্য নগেনের মনে শ্রদ্ধা-ভক্তি বৃদ্ধি পেল কেন? (অনুধাবন)
● মামা নিজের ছেলের মতো তাকে ভালোবাসত জেনে
খ মামা নিজের সব সম্পদ তাকে দিয়েছে জেনে
গ মামা তার জন্য জমি দিয়েছিল জেনে
ঘ মামা তার লেখাপড়া চালানোর সুযোগ দিয়েছে জেনে
৫৮. নগেন রাত তিনটায় মরিয়া হয়ে বিছানা ছাড়ল কেন? (অনুধাবন)
● মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে মনকে শান্ত করার জন্য
খ ভূতের ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকার জন্য
গ মামার তৈলচিত্রে মালা পরানোর জন্য
ঘ পরাশর ডাক্তারের কাছে সব ঘটনা জানানোর জন্য
৫৯. নগেন রাত্রিবেলায় লাইব্রেরিতে ঢোকার সময় আলো বন্ধ রাখল কেন? (অনুধাবন)
ক চোর বুঝে ফেলবে এ ভয়ে
● কারো ঘুম ভেঙে যাওয়ার ভয়ে
গ মামি বুঝে ফেলবে এ ভয়ে
ঘ বাড়ির সকলে রাগ করবে এ ভয়ে
৬০. নগেন লাইব্রেরিতে ঢুকে ডাক্তারের একটা হাত শক্ত করে ধরে কাঁপছিল কেন? (অনুধাবন)
● মামার তৈলচিত্রের ভূতের ভয়ে
খ দাদামশায়ের তৈলচিত্রের উজ্জ্বলতার ভয়ে
গ পরাশর ডাক্তারের ভয়ে

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.