Friday, April 4, 2025

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ

বিষয়: বাংলা প্রথম পত্র,

সুভা: রবীন্দ্রনাথ ঠাকুর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর( লাল লিখাটি সঠিক উত্তর)

১। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?

(ক) সুভাষিনীর

READ ALSO

(খ) বাণীকণ্ঠের

(গ) সুকেশিনীর

(ঘ) প্রতাপের

২। বাণীকণ্ঠের শষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?

i.সুভাকে বিয়ে দেবেন বলে

ii.সুভা কথা বলতে পারে না বলে

iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) iiও iii

(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:

সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়

৩। মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো-

(ক) ইতর প্রাণী প্রতি আনুগত্য প্রকাশ

(খ) একাকিত্বের সাথি ইতর প্রাণী

(গ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ

(ঘ) সবার থেকে নিজেকে আড়ালে রাখা

৪। উদ্দীপকের মূলভাব ‘সুভা’ গলেপর কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

i. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া

ii.দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা

iii. মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে

(খ) ১৮৬১ খ্রিষ্টাব্দে

(গ) ১৮৭১ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৮১ খ্রিষ্টাব্দে

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১২৬১

(খ) ১২৬২

(গ) ১২৬৮

(ঘ) ১২৭২

৭। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো?

(ক) মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন

(খ) ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা

(গ) রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা

(ঘ) চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

৮। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

(ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

(খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সুরেন্দ্রনাথ ঠাকুর

৯। রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান

(ক) ক্ষণিকা

(খ) মানসী

(গ) সোনার তরী

(ঘ) গীতাঞ্জলি

এস এস সি/৯ম/১০ম পদার্থ বিজ্ঞান, ১ম অধ্যায়ঃ ভৌত রাশি ও পরিমাপ সৃজনশীল প্রশ্ন ও উত্তর।

১০। এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?

(ক) কেনজাবুরো ওয়ে

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নাগিব মাহফুজ

(ঘ) অরহান পামুক

১১। “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?

(ক) প্রমথ চৌধুরী

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ

১২। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি

(ক) তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন

(খ) তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি

(গ) তাঁর পিতার নাম প্রিন্স দ্বারাকানাথ

(ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

১৩। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য

(ক) আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য

(খ) নোবেল পুরস্কার প্রাপ্তি

(গ) আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন

(ঘ) বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে

১৪। বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে

(ক) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক

(খ) দুটিই রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস

(গ) আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন

(ঘ) দুটিই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ এর মৃত্যুর পরে

১৫। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নয়?

(ক) রক্তকরবী

(খ) গল্পগুচ্ছ

(গ) বিচিত্র প্রবন্ধ

(ঘ) প্রবন্ধ সংগ্রহ

১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগষ্ট কীভাবে সম্পর্কিত?

(ক) জন্ম ও মৃত্যুতে

(খ) জন্ম ও বিবাহ

(গ) মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে

(ঘ) নোবেল ও জমিদারি পত্তনে

১৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৪১ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিষ্টাব্দে

১৮। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন-

(ক) কলকাতায়

(খ) সুভা

(গ) সুহাসিনী

(ঘ) সুভাষিণী

১৯। ‘সুভা গল্পের মেয়েটির নাম কী রাখা হয়েছিল?

(ক) হাসি

(খ) সুভা

(গ) সুহাসিনী

(ঘ) সুভাষিণী

এস এস সি/৯ম/১০ম পদার্থ বিজ্ঞান, ২য় অধ্যায়ঃ গতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর।

২০। “তখন কে জানিত সে বোবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?

(ক) সুভাষিণীর

(খ) সুকেশিনীর

(গ) সুহাসিনীর

(ঘ) সুনয়নার

২১। সুভাষিণীরা কয় বোন?

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) ছয়

২২। সুভাষিণীর নাম কে রাখেন?

(ক) সুভাষিণীর মা

(খ) সুভাষিণীর বাবা

(গ) সুভাষিণীর ভাই

(ঘ) সুভাষিণীর মামা

২৩। সুভাষিণী বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?

(ক) মায়ের নামের ভিত্তিতে

(খ) আবেগের বশে

(গ) প্রতাপের কথায়

(ঘ) বড় দুই মেয়ের নামের বিত্তিতে

২৪। ‘সুভাষিণী’ অর্থ কী?

(ক) মধুরভাষী

(খ) সুন্দর মুখ

(গ) উজ্জ্বল

(ঘ) সুন্দর কথা

২৫। সুভাষিণীকে সকলে কী নামে সংক্ষেপে ডাকে?

(ক) সুভাষী

(খ) ভষিণ

(গ) সুভা

(ঘ) সুণী

২৬। সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?

(ক) বোন

(খ) বান্ধবী

(গ) খালাতো বোন

(ঘ) চাচাতো বোন

২৭। দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?

(ক) সুভার

(খ) সুভার বোনদের

(গ) সুভার বান্ধবীর

(ঘ) প্রতাপের

২৮।“এখন ছোটোটি পিতামাতার নীরব হ্রদয়ভারের মতো বিরাজ করিতেছে।” এখানে ‘ছোটোটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) সুকেশিনীকে

(খ) সুহাসিনীকে

(গ) সুনয়নাকে

(ঘ) সুভকে

২৯। ‘সে কথা বলতে পারে না’- এখানে যাকে নির্দেশ করা যায়-

(ক) সুকেশিনী

(খ) সুহাসিনী

(গ) সুভাষিনী

(ঘ) প্রতাপ

এস এস সি/৯ম/১০ম পদার্থ বিজ্ঞান, ৩য় অধ্যায়ঃবল সৃজনশীল প্রশ্ন ও উত্তর।

৩০। কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?

(ক) প্রতাপের

(খ) সুভার

(গ) সুহাসের

(ঘ) সুকেশিনীর

৩১। ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’- দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?

(ক) সুভা জেদি

(খ) সুভা বোবা

(গ) সুভা অন্ধ

(ঘ) সুভা কালো

৩২। কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?

(ক) প্রতাপ

(খ) সুভার মা

(গ) সুভা

(ঘ) সুভার বোন

৩৩। সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত?

(ক) সুভার পিতা

(খ) সুভার বোন

(গ) সুভার মা

(ঘ) সুভা

৩৪। সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন?

(ক) সুভা সুন্দর নয় বলে

(খ) সুভা কথা বলতে পারে না বলে

(গ) সুভা শিক্ষিত নয় বলে

(ঘ) সুভা ধনীর মেয়ে বলে

৩৫। সবাই ভুলে গেলে কে বাঁচে?

(ক) সুভাষিণী

(খ) সুহাসিনী

(গ) প্রতাপ

(ঘ) সুকেশিনী

৩৬। কোনটি কেউ কখনো ভোলে না?

(ক) মিথ্যা

(খ) অপরাধ

(গ) বেদনা

(ঘ) অন্যায়

৩৭। পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল-কে?

(ক) প্রতাপ

(খ) বাণীকণ্ঠ

(গ) সুকেশি

(ঘ) সুভা

৩৮। তাহার মা তাহাকে নিজের একটা ত্রটিরূপ দেখিতেন-কাকে?

(ক) সুকেশিকে

(খ) সুহাসিকে

(গ) সুভাকে

(ঘ) প্রতাপকে

৩৯। মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন?

(ক) স্বামীকে

(খ) পিতাকে

(গ) দেশকে

(ঘ) কন্যাকে

৪০। কন্যার কোনো অস্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?

(ক) পিতা

(খ) মাতা

(গ) প্রতিবেশী

(ঘ) আত্মীয়স্বজন

৪১। কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?

(ক) প্রতাপ

(খ) সুভার মাতা

(গ) সুভার পিতা

(ঘ) সর্বশী

৪২। সুভার পিতার নাম কী?

(ক) নীলকণ্ঠ

(খ) বাণীকণ্ঠ

(গ) বংশীকণ্ঠ

(ঘ) গোঁসাই মন্ডল

৪৩। “কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ো বিরক্ত ছিলেন”-কার প্রতি?

(ক) প্রতাপের প্রতি

(খ) সুকেশির প্রতি

(গ) সুভার প্রতি

(ঘ) সুনয়নার প্রতি

৪৪।  সুভার কী ছিল না?

(ক) কথা

(খ) চোখ

(গ) হাত

(ঘ) পা

৪৫। সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?

(ক) মমতাদির

(খ) সুভার

(গ) অপুর

(ঘ) অন্ধবধূর

৪৬। সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতো কেঁপে উঠত?

(ক) হরিণের

(খ) কচি কশিলয়ের

(গ) নির্র্জীবের মতো

(ঘ) অসহায়ের

৪৭। কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?

(ক) ভুলে যেতে হয়

(খ) ভালোবাসতে হয়

(গ) গড়ে তুলতে হয়

(ঘ) তর্জমা করতে হয়

৪৮। কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভূল হয়?

(ক) ক্ষমতার

(খ) তর্জমার

(গ) সময়ের

(ঘ) চিন্তার

৪৯। কেমন চোখকে কিছু তর্জমা করতে হয় না?

(ক) অন্ধ

(খ) বোবা

(গ) কালো

(ঘ) নীল

৫০। মন আপনি কার উপর ছায়া ফেলে?

(ক) কালো চোখের

(খ) সুন্দর হাতের

(গ) মায়াবী হাসির

(ঘ) সরল পথের

৫১। কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে-কী?

(ক) নীল চোখ

(খ) সুন্দর মুখ

(গ) কালো চোখ

(ঘ) উদ্ধত হাত

৫২। অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কী?

(ক) কালো চোখ

(খ) নীল চোখ

(গ) বোবা চোখ

(ঘ) নির্জীব চোখ

৫৩। ‘সুভা’ গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?

(ক) কচি কিশলয়ের

(খ) ক্ষমতার

(গ) উজ্জ্বল মণির

(ঘ) দ্রুত চঞ্চল বিদ্যুতের

৫৪। মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?

(ক) চোখের

(খ) মুখের

(গ) ঠোঁটের

(ঘ) হাসির

৫৫। ‘সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?

(ক) চোখের চাহনি

(খ) চোখের ভাষা

(গ) চোখের রং

(ঘ) চেতনা

৫৬। ‘সুভা’ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?

(ক) সুন্দর মুখের

(খ) সুন্দর চুলের

(গ) চোখের ভাষার

(ঘ) মুখের ভাষার

৫৭। ছায়ালোকের রঙ্গভূমি কেমন?

(ক) সুন্দর

(খ) নিস্তব্ধ

(গ) কোলাহলপূর্ণ

(ঘ) নির্জীব

৫৮। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?

(ক) বন

(খ) মাঠ

(গ) মহত্ত্ব

(ঘ) আলো

৫৯। সাধারণ বালিকারা কাকে ভয় করত?

(ক) প্রতাপকে

(খ) সুভাকে

(গ) সুহাসিকে

(ঘ) সুকেশিকে

৬০। তাহার সহিত খেলা না-এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে?

(ক) সুহাসিকে

(খ) সুবর্ণকে

(গ) প্রতাপকে

(ঘ) সুভাকে

৬১। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন কে?

(ক) প্রতাপ

(খ) সুভা

(গ) বাণীকণ্ঠ

(ঘ) সুকেশী

৬২। নির্জন দ্বিপ্রহেরর সাথে সাদৃশ্য রয়েছে কার?

(ক) প্রতাপের

(খ) মিনুর

(গ) সবর্ণের

(ঘ) সুভার

৬৩। সুভার গ্রামের নাম কী?

(ক) শ্যামপুর

(খ) চন্ডীপুর

(গ) চন্দনপুর

(ঘ) চম্পকপুর

৬৪। চণ্ডীপুর গ্রামে কার বাস?

(ক) মমতাদির

(খ) অন্ধবধূর

(গ) সুভার

(ঘ) জরিমনের

৬৫। চণ্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে

(ক) কচি কিশলয়ের

(খ) স্বচ্ছ পদ্মার

(গ) গৃহস্থঘরের মেয়ের

(ঘ) মায়াবি চোখের

৬৬। চন্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন?

(ক) বড়

(খ) খুব বেশি প্রসারিত নয়

(গ) ছোট

(ঘ) খুব বেশি গভীর নয়

৬৭। নদীর একেবারে উপরেই কার ঘর?

(ক) প্রতাপদের

(খ) গেঁসাইদের

(গ) বাণীকণ্ঠের

(ঘ) ইন্দ্রজিৎদের

৬৮। বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের

(ক) বাঁখারির

(খ) কাঠের

(গ) টিনের

(ঘ) লোহার

৬৯। বাণীকণ্ঠের বাড়ি কেমন?

(ক) একচালা

(খ) দোচালা

(গ) আটচালা

(ঘ) মাটির

৭০। বাণীকণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে?

(ক) কৃষকের

(খ) গ্রামবাসীর

(গ) নৌকাবাহীর

(ঘ) জেলেদের

৭১। ‘কাজকর্মে যখনি অবসর পায় তখনি সে এই নদীতীরে আসিয়া বসে।’-কার কথা বলা হয়েছে?

(ক) বাণীকণ্ঠের

(খ) সুভার

(গ) প্রতাপের

(ঘ) সুভার মায়ের

৭২। সুভা অবসরে কোথায় বসে থাকে?

(ক) রাস্তায়

(খ) বাগানে

(গ) নদীতীরে

(ঘ) পুকুরপাড়ে

৭৩। প্রকৃতি কার, ভাষার অভাব পূরণ করে দেয়?

(ক) প্রতাপের

(খ) সুভাষিণীর

(গ) সুহাসিনীর

(ঘ) সুকেশিনীর

৭৪। সুভার হয়ে কথা বলে কে?

(ক) সুভার মা

(খ) সুভার পিতা

(গ) প্রকৃতি

(ঘ) নদী

৭৫। ‘সভা’ গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?

(ক) অন্ধের চোখ

(খ) বোবার ভাষা

(গ) সুভার কথা

(ঘ) প্রকৃতির আর্তনাদ

৭৬। ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি হতে শব্দতীত কোন লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস?

(ক) ত্রিলোক

(খ) ভূলোক

(গ) নক্ষত্র লোক

(ঘ) সূর্যলোক

৭৭। বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে?

(ক) বাণীকণ্ঠ

(খ) প্রতাপ

(গ) সুভা

(ঘ) সুকেশি

৭৮। সুভাদের গোয়ালে কয়টি গাভী?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

৭৯। সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?

(ক) নদীর

(খ) সুভার বোনদের

(গ) গাভীর

(ঘ) গ্রামের

৮০। কার পদশব্দ গাভী দুটি চিনত?

(ক) সুকেশিনীর

(খ) সুভার

(গ) সুহাসিনীর

(ঘ) বাণীকণ্ঠের

৮১। সর্বশীর সাথে সাদৃশ্য রয়েছে কার?

(ক) সুহাসিনীর

(খ) সুকেশিনীর

(গ) পাঙ্গুলির

(ঘ) ভাবনার

৮২। মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত-

(ক) সুভার বান্ধবী

(খ) সুভার গাভী দুটি

(গ) নদীর জল

(ঘ) পুকুরের মাছ

৮৩। সুভা নিয়মিত কত বার করে গোয়ালঘরে যায়?

(ক) একবার

(খ) দুইবার

(গ) তিনবার

(ঘ) চারবার

৮৪। কারা সুভার মর্মবেদনা বুঝতে পারত?

(ক) সুভার পিতা-মাতা

(খ) সুভার বন্ধু প্রতাপ

(গ) সুভার গাভী দুটি

(ঘ) সুভার বোনেরা

৮৫। কে সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত

(ক) কুকুরছানা

(খ) বিড়ালছানা

(গ) ছাগলছানা

(ঘ) গরুর বাছুর

৮৬। সুভার উন্নত শ্রেণির বন্ধুটি কে?

(ক) সর্বশী

(খ) পাঙ্গুলি

(গ) প্রতাপ

(ঘ) বিড়ালছানা

৮৭। ভাষাবিশিষ্ট জীব কে?

(ক) সর্বশী

(খ) পাঙ্গুলি

(গ) প্রতাপ

(ঘ) পাংঘুড়ি

৮৮। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?

(ক) বাণীকণ্ঠ

(খ) প্রতাপ

(গ) মণি

(ঘ) মনোহর

৮৯। লোকটি নিতান্ত অকর্মন্য-লোকটি কে?

(ক) বাণীকণ্ঠ

(খ) মনোহর

(গ) মণি

(ঘ) প্রতাপ

৯০। শহরের এক-আধটা গৃহসম্পর্কহীন সরকারি বাগানের সাথে কার সাদৃশ্য রয়েছে?

(ক) প্রতাপের

(খ) সুকেশিনীর

(গ) বাণীকণ্ঠের

(ঘ) মণিকণ্ঠের

৯১। প্রতাপের প্রধান শখ কী?

(ক) খেলাধুলা করা

(খ) ছিপ ফেলে মাছ ধরা

(গ) ঘুরে বেড়ানো

(ঘ) গল্প করা

৯২। সহজে অনেক সময় কাটানো যায় কীভাবে

(ক) ঘুরে বেড়িয়ে

(খ) গল্প করে

(গ) ছিপ ফেলে মাছ ধরে

(ঘ) খেলাধুলা করে

৯৩। কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়?

(ক) সকালে

(খ) অপরাহ্নে

(গ) পূর্বাহ্নে

(ঘ) রাতে

৯৪। প্রতাপের সাথে কার প্রায়ই সাক্ষাৎ হয়?

(ক) সুকেশিনীর

(খ) সুহাসিনীর

(গ) সবর্ণার

(ঘ) সুভার

৯৫। মাছ দরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ?

(ক) চালক

(খ) বাক্যহীন

(গ) অলস

(ঘ) বাচাল

৯৬। প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে কী বলে ডাকত?

(ক) সুভা 

(খ) সুভাষী

(গ) ভাষী

(ঘ) সুনী

৯৭। সুভা কোথায় বসে প্রতাপের মাছ ধরা দেখত?

(ক) আমতলায়

(খ) জামতলায়

(গ) তেঁতুলতলায়

(ঘ) বকুলতলায়

৯৮। প্রতাপের জন্য সুভা কী নিয়ে আসত?

(ক) খাবার

(খ) পান

(গ) তামাক

(ঘ) হুঁকা

৯৯। সুভা মনে মনে কী প্রার্থনা করত?

(ক) খাবার

(খ) আদর

(গ) মমতা

(ঘ) অলৌকিক ক্ষমতা

১০০। সুভা জলকুমারী হলে কী করত?

(ক) প্রতাপকে ছিপে মাছ গেঁথে দিত

(খ) কথা বলত

(গ) ভালো পোশাক পরত

(ঘ) একটা মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়:

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.