Friday, April 4, 2025

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ  বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ  বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

বিষয়: বাংলা প্রথম পত্র, বই পড়া: প্রমথ চৌধুরী

 

১. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে?

READ ALSO

ক. হাসপাতাল               খ. প্রকৃতির

গ. জাদুঘর                     ঘ. লীলাভূমি

২. ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?

ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. প্রমথ চৌধুরী

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে?

ক. মনের হাসপাতাল   খ. প্রকৃতির নিভৃত কোণ

গ. মনের জাদুঘর           ঘ. প্রকৃতির লীলাভূমি

৪. ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. বীরবলের হালখাতা   খ. প্রবন্ধ সপ্তাহ

গ. নীললোহিত              ঘ. পদচারণ

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ

৫. প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি?

ক. লাইব্রেরি                  খ. বিজ্ঞান

গ. সাহিত্য                     ঘ. ধর্ম

৬. নীতির চর্চা কোথায় হয়?

ক. জাদুঘরে                  খ. কলেজে

গ. ঘরে                         ঘ. লাইব্রেরিতে

৭. ‘বই পড়া’ প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কীসের সমালোচনা করেছেন?

ক. সাহিত্যের                 খ. শিক্ষা ব্যবস্থার

গ. সুশিক্ষার                   ঘ. মনোরাজ্যের

৮. প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়?

ক. জাদুঘরে                  খ. কলেজে

গ. ঘরে                         ঘ. লাইব্রেরিতে

৯. কোন জাতি জ্ঞানে বড় নয়?

ক. যারা অর্থে বড় নয়

খ. যারা ধ্যানে বড় নয়

গ. যারা মনে বড় নয়

ঘ. যারা আভিজাত্যে বড় নয়

১০.‘বই পড়া’ প্রবন্ধের রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. বনফুল

গ. প্রমথ চৌধুরী

ঘ. মোতাহের হোসেন চৌধুরী

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম মানুষ মুহম্মদ (স.)সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

১১. প্রমথ চৌধুরীর জন্মতারিখ কোনটি?

ক. ৭ জুলাই ১৮৩৮

খ. ৭ নভেম্বর ১৮৪৮

গ. ৭ অক্টোবর ১৮৫৮

ঘ. ৭ আগস্ট ১৮৬৮

১২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল?

ক. সিরাজগঞ্জ জেলায়

খ. কুষ্টিয়া জেলায়

গ. যশোর জেলায়

ঘ. পাবনা জেলায়

১৩. ‘সুসার’ অর্থ কী?

ক. নিষ্ফল                      খ. প্রাচুর্য

গ. ঘাটতি                      ঘ. সফল

১৪. ‘ভাঁড়ে ভবানী’- শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়?

ক. ক্লান্ত অবস্থা বোঝাতে

খ. রিক্ত অবস্থা বোঝাতে

গ. অশান্ত অবস্থা বোঝাতে

ঘ. সচ্ছল অবস্থা বোঝাতে

১৫. ‘অবগাহন’ শব্দটির অর্থ কী?

ক. ইচ্ছেমতো জলপান

খ. সর্বাঙ্গ ঢেকে রাখা

গ. ইচ্ছেমতো ঘুরে বেড়ানো

ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল

১৬. ‘প্রচ্ছন্ন’ বলতে কী বোঝানো হয়?

ক. প্রকাশ্য                    খ. প্রকট

গ. গোপন                      ঘ. গভীর

১৭. ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত ‘জীর্ণ”শব্দটির অর্থ কী?

ক. পুরাতন                    খ. হজম

গ. নতুন                        ঘ. লেহন

১৮. ‘গতাসু’ শব্দটির অর্থ কী?

ক. জীবিত                     খ. মৃত

গ. স্বাস্থ্যবান                   ঘ. স্বাস্থ্যহীন

১৯. ‘কারদানি’ বলতে কী বোঝানো হয়?

ক. চালবাজি                  খ. বাহাদুরি

গ. মনরক্ষা                    ঘ. দেহরক্ষা

২০. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন?

ক. বাংলা                      খ. ইংরেজি

গ. দর্শন                        ঘ. সংস্কৃত

২১. প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?

ক. সাহিত্যপত্র               খ. সবুজপত্র

গ. যুগবাণী                    ঘ. প্রবাসী

২২. বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের

খ. প্রমথ চৌধুরীর

গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

২৩. প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি?

ক. মাধবীলতা                খ. বৈকুণ্ঠের উইল

গ. নীললোহিত              ঘ. পদ্মরাগ

২৪. প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন?

ক. ২রা আগস্ট ১৯৩৬

খ. ১লা জুলাই ১৯৪৬

গ. ৭ই আগস্ট ১৯৩৬

ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬

২৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?

ক. সাঁতার কাটা             খ. বাগান করা

গ. বই পড়া                    ঘ. গান শোনা

২৬. প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়?

ক. পরিশ্রম করার          খ. শখ করার

গ. সন্দেহ করার             ঘ. আশা করার

২৭. প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন?

ক. আয় বুঝে ব্যয় করো

খ. শখ করে বই পড়ো

গ. অসৎ সঙ্গ ত্যাগ করো

ঘ. বইয়ের পড়া মুখস্থ করো

২৮. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই?

ক. অলস                       খ. পরিশ্রমী

গ. অভিজাত                  ঘ. শৌখিন

২৯. প্রমথ চৌধুরীর মতে তাঁর কোন প্রস্তাব অনেকের কাছে           নিরর্থক ও নির্মম ঠেকবে?

ক. সুন্দর জীবনধারণের প্রস্তাব

খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব

গ. সাহিত্যচর্চা ত্যাগের প্রস্তাব

ঘ. ডেমোক্রেসি প্রবর্তনের প্রস্তাব

৩০. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই?

ক. শিক্ষার ফল

খ. জীবনের আনন্দ

গ. সাহিত্যের রস

ঘ. ডেমোক্রেসির সার্থকতা

৩১. কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু?

ক. সাহিত্যের রস           খ. শিক্ষার ফল

গ. সুশিক্ষার স্বাদ            ঘ. মনোরাজ্যের ঐশ্বর্য

৩২. প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী?

ক. শিক্ষা আলোকিত মানুষ গড়ে

খ. মুখস্থবিদ্যা শিক্ষার উদ্দেশ্যকে ধ্বংস করে

গ. শিক্ষা আমাদের অর্থ ও অন্নের সংস্থান করে

ঘ. শিক্ষা আমাদের মননকে উন্নত করে

৩৩. প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন?

ক. শিক্ষার মাহাত্ম্যে

খ. মুখস্থবিদ্যার প্রয়োজনীয়তায়

গ. লাইব্রেরির অসারতায়

ঘ. স্কুল-কলেজের শ্রেষ্ঠত্বে

৩৪. প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কী?

ক. দর্শনচর্চা                   খ. সাহিত্যচর্চা

গ. ধর্মচর্চা                      ঘ. বিজ্ঞানচর্চা

৩৫. ডেমোক্রেসি কেবল কী বোঝে?

ক. অর্থের সার্থকতা

খ. সাহিত্যের সার্থকতা

গ. সুশিক্ষার সার্থকতা

ঘ. লাইব্রেরির সার্থকতা

৩৬. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?

ক. সবাইকে সমান করতে

খ. সবাইকে বড় মানুষ বানাতে

গ. শ্রেণিবৈষম্য গড়ে তুলতে

ঘ. সবাইকে ছোট মানুষ করতে

৩৭. ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কী হতে চায়?

ক. সমান                       খ. ছোট

গ. বড়                           ঘ. শিক্ষিত

৩৮. প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি?

ক. দুর্বল                        খ. শৌখিন

গ. অভিজাত                  ঘ. স্বাস্থ্যবান

৩৯. আমাদের ছেলেরা কী গলাধঃকরণ করে তা পরীক্ষাকেন্দ্রে উদ্গীরণ করে?

ক. হতাশা                      খ. নোট

গ. আশ্বাস                     ঘ. বই

৪০. প্রচলিত শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে?

ক. স্বশিক্ষিত                  খ. কুশিক্ষিত

গ. অশিক্ষিত                  ঘ. সুশিক্ষিত

৪১. ত্রুটিপূর্ণ শিক্ষাপদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না?

ক. যাদের মন অত্যন্ত নরম

খ. যাদের প্রাণ অত্যন্ত কড়া

গ. যারা গুরুপ্রদত্ত নোট পড়ে

ঘ. যারা পরীক্ষায় ভালো করে

৪২. কোথায় মানুষ স্বেচ্ছায়, স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?

ক. স্কুলে                        খ. কলেজে

গ. লাইব্রেরিতে              ঘ. জাদুঘরে

৪৩. মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?

ক. দুই     খ. তিন     গ. চার     ঘ. পাঁচ

৪৪. স্কুল-কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ কী

ক. স্বশিক্ষিত হওয়ার বাসনা

খ. সুশিক্ষিত হওয়ার বাসনা

গ. পেটের দায়

ঘ. প্রাণের দায়

৪৫. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?

ক. সুশিক্ষার ওপর          খ. স্বশিক্ষার ওপর

গ. অর্থের ওপর             ঘ. ডেমোক্রেসির ওপর

৪৬. মামলায় জেতার জন্য কোনটি করতে হবে?

ক. কবিতা আবৃত্তি করতে হবে

খ. নজির আওড়াতে হবে

গ. বিজ্ঞানচর্চা করতে হবে

ঘ. স্বশিক্ষার সার্থকতা বুঝতে হবে

৪৭. ধনের সৃষ্টি কোনটির ওপর নির্ভরশীল?

ক. ভাগ্যের                    খ. জ্ঞানের

গ. মুখস্থবিদ্যার              ঘ. ইচ্ছার

৪৮. মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে?

ক. দর্শনে                      খ. বিজ্ঞানে

গ. সাহিত্যে                   ঘ. ধর্মনীতিতে

৪৯. দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমথ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন?

ক. সংক্রামক ব্যাধি   খ. মনগঙ্গার তোলা জল

গ. মানবমনের পূর্ণচিত্র    ঘ. অনন্ত স্রৌতধারা

৫০. প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্যচর্চার উপয়ান্তর নেই?

ক. ল-রিপোর্ট কেনা ছাড়া

খ. বই পড়া ছাড়া

গ. মুখস্থ করা ছাড়া

ঘ. শিক্ষিত হওয়া

৫১. সাহিত্যচর্চার জন্য কোনটি চাই?

ক. স্কুল             খ. জাদুঘর

গ. গুহা             ঘ. লাইব্রেরি

৫২. প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে        আমাদের জাত মানুষ হবে?

ক. বিজ্ঞানের চর্চা করলে

খ. অর্থের সাধনা করলে

গ. নীতির অনুশীলন করলে

ঘ. সাহিত্যচর্চা করলে

৫৩. প্রমথ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা         করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে?

ক. কলেজ                    খ. জাদুঘর

গ. মন্দির                       ঘ. লাইব্রেরি

৫৪. শিক্ষা সম্বন্ধে প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কী?

ক. শিক্ষকের কাছ থেকে নিতে হয়

খ. শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয়

গ. মুখস্থ করলে ভালো ফল পাওয়া যায়

ঘ. লাইব্রেরিতে গিয়ে অর্জন করা সম্ভব নয়

৫৫. স্বশিক্ষার ফলাফল কী?

ক. অশিক্ষা                    খ. কুশিক্ষা

গ. অর্ধশিক্ষা                  ঘ. সুশিক্ষা

৫৬. শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকি?

ক. নেতার                     খ. শিক্ষকের

গ. দার্শনিকের                ঘ. ডাক্তারের

৫৭. কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক?

ক. মনোরাজ্যের দান গ্রহণসাপেক্ষ

খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

গ. শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন

ঘ. বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তার নেই

৫৮. শিক্ষকের সার্থকতা কিসে?

ক. বিদ্যাদান করায়

খ. মুখস্থ করতে সাহায্য করায়

গ. শিক্ষা অর্জন করতে সক্ষম করায়

ঘ. কৌতূহল নিবৃত্ত করায়

৫৯. প্রমথ চৌধুরীর মতে আমাদের স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ কেন?

ক. এখানে সুশিক্ষিত হতে বলা হয়

খ. এখানে স্বশিক্ষিত হতে বলা হয়

গ. এখানে মুখস্থবিদ্যায় উৎসাহিত করা হয়

ঘ. এখানে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো হয়

৬০. দুধের উপকারিতা ভোক্তার কিসের ওপর নির্ভরশীল?

ক. শারীরিক শক্তির ওপর

খ. ইচ্ছাশক্তির ওপর

গ. মানসিক শক্তির ওপর

ঘ. হজম করার শক্তির ওপর

৬১. স্কুল-কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ-সবল শিক্ষার্থীদের মন কোন রোগ আক্রান্ত হচ্ছে?

ক. ইনফ্যান্টাইল হার্ট

খ. ইনফ্যান্টাইল ব্রেইন

গ. ইনফ্যান্টাইল লিভার

ঘ. ইনফ্যান্টাইল ব্লাড

৬২. প্রমথ চৌধুরীর মতে আত্মার অপমৃত্যুতে আমরা কী হই?

ক. ভীত হই                   খ. উৎফুল্ল হই

গ. সাবধান হই               ঘ. ঐক্যভ্রষ্ট হই

৬৩. শিক্ষার্থীরা পাস করলে কী হচ্ছে বলে আমরা মনে করি?

ক. শিক্ষার বিস্তার ঘটছে

খ. আত্মার মৃত্যু ঘটছে

গ. জাতির অধঃপতন হচ্ছে

ঘ. শিক্ষার্থীরা স্বশিক্ষিত হচ্ছে

৬৪. কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?

ক. পাস করা ও শিক্ষিত হওয়া একই

খ. পাস করা ও শিক্ষিত হওয়া এক নয়

গ. শিক্ষকের মূল কাজ শিক্ষাদান করা

ঘ. সাহিত্যচর্চা লাইব্রেরির বাইরেও চলে

৬৫. সে যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল কারা?

ক. সুশিক্ষিত ছেলেরা

খ. স্কুলে যাওয়া ছেলেরা

গ. বিশিষ্ট নাগরিকেরা

ঘ. স্কুল পালানো ছেলেরা

৬৬. মাস্টার মশাইয়ের প্রদত্ত নোটকে ‘বই পড়া’ প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে?

ক. দুধের সাথে

খ. লোহার গোলার সাথে

গ. মধুর সাথে

ঘ. খেলনা বন্দুকের সাথে

৬৭. বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা হলেও বাজিকরের কাছে কেমন?

ক. অত্যন্ত সহজ            খ. দারুণ হৃদয়বিদারক

গ. ভয়ানক কষ্টকর         ঘ. কিঞ্চিৎ কঠিন

৬৮. আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি?

ক. কেউ স্বেচ্ছায় নোট পড়লে

খ. কেউ স্বেচ্ছায় নজির পড়লে

গ. কেউ স্বেচ্ছায় বই পড়লে

ঘ. কেউ স্বেচ্ছায় পত্রিকা পড়লে

৬৯. মনকে সন্তুষ্ট করে কোনটি?

ক. পেটের দায়ে করা কাজ

খ. বাধ্য হয়ে করা কাজ

গ. অন্যের করা কাজ

ঘ. স্বেচ্ছায় করা কাজ

৭০. কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না?

ক. মনের                      খ. উদরের

গ. মস্তিষ্কের                   ঘ. চোখের

৭১. প্রমথ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃত্যু ঘটে?

ক. উদরের                    খ. অর্থের

গ. মনের                       ঘ. স্বপ্নের

৭২. যে জাতি নিরানন্দ সে জাতি তত কী?

ক. শক্তিশালী                খ. সজীব

গ. নির্জীব                      ঘ. অলস

৭৩. কাব্যামৃতে আমাদের অরুচি ধরার জন্য প্রমথ চৌধুরী কোনটিকে দোষী করেছেন?

ক. ধর্মনীতিকে               খ. শিক্ষাব্যবস্থাকে

গ. অর্থনীতিকে              ঘ. বিজ্ঞানচর্চাকে

৭৪. ‘শৌখিন’ শব্দটির অর্থ কী?

ক. অভিজাত                 খ. বিত্তশালী

গ. রুচিবান                    ঘ. ধীরস্থির

৭৫. আহ্লাদে হাত ওঠানোকে এককথায় কী বলে?

ক. বাহুবল                    খ. উদ্বাহু

গ. উদ্বোধন                   ঘ. আনন্দবাহু

৭৬. ‘ডেমোক্রেসি’ শব্দটির অর্থ কী?

ক. গণতন্ত্র                     খ. স্বৈরতন্ত্র

গ. রাজতন্ত্র                    ঘ. সমাজতন্ত্র

৭৭. কোনটি গ্রিসের রাজধানী?

ক. এডিনবরা                 খ. এথেন্স

গ. লন্ডন                       ঘ. লিসবন

৭৮. ‘বই পড়া’ প্রবন্ধে নিচের কোন পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে?

ক. ইন্দ্র                          খ.সীতা

গ. কর্ণ                          ঘ. হনুমান

৭৯. কর্ণ কার পুত্র?

ক. সীতার                      খ. কুন্তীর

গ. সূর্পনখার                  ঘ. লক্ষ¥ীর

৮০. কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য?

ক. শিক্ষার জন্য খ. দানের জন্য

গ. দেশপ্রেমের জন্য       ঘ. সত্যবাদিতার জন্য

৮১. কিসের বার্ষিক সভায় ‘বই পড়া’ প্রবন্ধটি পঠিত হয়েছিল?

ক. একটি হাসপাতালের

খ. একটি স্কুলের

গ. একটি জাদুঘরের

ঘ. একটি লাইব্রেরির

৮২.প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনটি আবশ্যক বলে প্রমথ চৌধুরী মনে করেন?

ক. মুখস্থবিদ্যা                খ. প্রাতিষ্ঠানিক শিক্ষা

গ. সাহিত্যচর্চা                ঘ. ডেমোক্রেসি

৮৩. প্রমথ চৌধুরী শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না-

  1. সেই পরামর্শ অযৌক্তিক বলে
  2. সেই পরামর্শে কেউ কান দেবে না বলে

iii. জাত হিসেবে আমরা শৌখিন নই বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৮৪. সাধারণ মানুষের আগ্রহ নেই-

  1. সাহিত্যের রস উপভোগে
  2. শিক্ষার ফল লাভে

iii. লাইব্রেরিমুখী হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৮৫. শিক্ষার ফলাফল হিসেবে আমরা চাই, শিক্ষা আমাদের-

  1. গায়ের জ্বালা দূর করুক
  2. মনকে সরাগ ও সতেজ

iii. চোখের জল দূর করুক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৮৬. ‘বই পড়া’ প্রবন্ধের উদ্দেশ্য-

  1. স্বেচ্ছায় বই পড়ার ব্যাপারে উৎসাহিত করা
  2. শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনে ভূমিকা রাখা

iii. সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

এস এস সি ২০২৫ এর জন্য গুরুত্বপূর্ণ

 

উত্তরমালা

 

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০
৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫
৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ  বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়:

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.