এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
বিষয়: বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর খেলনা পিস্তলের দাম কত?
ক. এক পয়সা খ. দুই পয়সা
গ. তিন পয়সা ঘ. চার পয়সা
২. অপুর কাছে থাকা টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?
ক. এক পয়সা খ. দুই পয়সা
গ. তিন পয়সা ঘ. চার পয়সা
৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের অপু সর্বদা কী লুকিয়ে রাখে?
ক. কড়ি খ. আম
গ. তেল ঘ. বাঁশি
৪. দুর্গার মায়ের নাম কী?
ক. সর্বজয়া খ. স্বর্গদেবী
গ. লক্ষী ঘ. অনুরাধা
৫. কাঁঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কী জড়ানো ছিল?
ক. দ্বিধা খ. ভয়
গ. সতর্কতা ঘ. রুক্ষতা
৬. ‘আম-আঁটির ভেঁপু গল্পের অপু কী তাড়াতাড়ি লুকিয়ে ফেলল?
ক. কড়ি খ. আম
গ. তেল ঘ. বাঁশি
৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
ক. দৃষ্টিপ্রদীপ খ. ইছামতি
গ. পথের পাঁচালী ঘ. মেঘমল্লার
৮. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য কী?
ক. হরিহরের অভাব উপস্থাপন
খ. সর্বজয়ার সন্তানপ্রীতি
গ. অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান
ঘ. সমাজে বামুনদের মর্যাদা উপস্থাপন
৯. ‘আম-আঁটির ভেঁপু গল্পে ‘রোয়াক’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. শোবার জলচৌকি অর্থে
খ. বই রাখার শেলফ অর্থে
গ. বাড়ির বাইরের খোলা অংশ অর্থে
ঘ. ঘরের সামনের খোলা বারান্দা অর্থে
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ
১০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়?
ক. শৈশবের খ. যুবক বয়সের
গ. মধ্য বয়সের ঘ. বৃদ্ধকালের
১১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে পল্লিমায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে?
ক. সর্বজয়া খ. স্বর্ণ গোয়ালিনী
গ. সেজ ঠাকরুণ ঘ. রাধা বোষ্টমের বৌ
১২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল?
ক. পুকুরঘাটে খ. বারান্দায়
গ. সিঁড়িতে ঘ. উঠানে
১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৪ সালে খ. ১৮৮৪ সালে
গ. ১৮৯৪ সালে ঘ. ১৯০৪ সালে
১৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. চব্বিশ পরগণা খ. মেদিনীপুর
গ. হুগলি ঘ. নদীয়া
১৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র-পুরস্কারে ভূষিত হন?
ক. পথের পাঁচালী খ. অপরাজিত
গ. ইছামতি ঘ. আরণ্যক
১৬. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
ক. মেঘমল্লার খ. মৌরীফুল
গ. যাত্রাবদল ঘ. দৃষ্টিপ্রদীপ
১৭. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়া চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে-
i.লোভী নারীর চাল-চরিত্র
ii.পল্লিমায়ের শাশ্বত রূপ
iii. সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫০ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৬ সালে
১৯. হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল?
ক. সকালে খ. দুপুরে
গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম মানুষ মুহম্মদ (স.)সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
২০. আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কী?
ক. তপু খ. অপু
গ. বিধ ঘ. তিনু
২১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার?
ক. দুর্গার খ. অপুর
গ. হরিহরের ঘ. সর্বজয়ার
২২. অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পতি উপুড় করে মেঝেতে ঢেলেছে কেন?
ক. রাগ করে
খ. খেলা করার জন্য
গ. নতুন বাক্সে রাখার জন্য
ঘ. নতুন করে সাজানোর জন্য
২৩. অপু তার কড়িগুলো কীভাবে পেয়েছিল?
ক. বাবা বাজার থেকে কিনে দিয়েছিল
খ. দুর্গামেলা থেকে এনে দিয়েছিল
গ. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে
ঘ. মা এনে দিয়েছিল
২৪. অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে?
ক. হরিহর খ. সর্বজয়া
গ. দুর্গা ঘ. পটলি
২৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপুর মনে হয়?
ক. কড়ি খ. নাটাফল
গ. খাপরার কুচি ঘ. খেলনা পিস্তলের গুলি
২৬. অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঁঠালতলা থেকে কে তাকে ডাক দেয়?
ক. দুর্গা খ. হরিহর
গ. সর্বজয়া ঘ. পটলি
২৭.‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?
ক. সোনার খ. রুপার
গ. পিতলের ঘ. কাচের
২৮. দুর্গার নারিকেলের মালায় কী ছিল?
ক. কচি আম খ. নাটাফল
গ. পাকা আম ঘ. পাকা লিচু
২৯. অপু বাসি কাপড়ে তেলের ভাঁড় ছুঁতে চায় না কেন?
ক. মায়ের ভয়ে খ. বাবার ভয়ে
গ. অমঙ্গল হবে ভেবে ঘ. দুর্গার ভয়ে
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
৩০. দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি কয় মিনিটের পথ?
ক. দুই মিনিটের খ. তিন মিনিটের
গ. চার মিনিটের ঘ. পাঁচ মিনিটের
৩১. দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাবৃত ভিটাটি কার?
ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের
গ. স্বর্ণ গোয়ালিনীর ঘ. অন্নদা রায়ের
৩২. দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল?
ক. নীলমণি রায়ের বাড়ি
খ. ভুবন মুখুয্যের বাড়ি
গ. ঘাটে ক্ষার কাচতে
ঘ. দোকানে তেল নুন কিনতে
৩৩. হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল?
ক. সকালে খ. দুপুরের পর
গ. সন্ধ্যার পর ঘ. রাতে
৩৪. দুপুরের পর অপু কী করছিল?
ক. রোয়াকে খেলছিল
খ. আম কুড়াতে গিয়েছিল
গ. ঘুমাচ্ছিল
ঘ. সর্বজয়ার কাছে বসেছিল
৩৫. হরিহর দশঘরার মাতবর লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে?
ক. পাঁচ-ছয়টা খ. সাত-আটটা
গ. নয়-দশটা ঘ. এগারো-বারোটা
৩৬. দশঘরার মাতবর লোকটি কোন জাতের?
ক. ব্রাহ্মণ খ. কায়স্থ
গ. ক্ষত্রিয় ঘ. সদগোপ
৩৭. হরিহর অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়?
ক. পাঁচ টাকা খ. ছয় টাকা
গ. সাত টাকা ঘ. আট টাকা
৩৮. সর্বজয়া সেজ ঠাকরুণের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল?
ক. তিন মাস খ. চার মাস
গ. পাঁচ মাস ঘ. ছয় মাস
৩৯. সংসারে অনটনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছে করে?
ক. হরিহরের খ. সর্বজয়ার
গ. দুর্গার ঘ. স্বর্ণ গোয়ালিনীর
৪০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার কাপড়ের দু-তিন জায়গায় সেলাই করা?
ক. অপুর খ. দুর্গার
গ. সর্বজয়ার ঘ. হরিহরের
৪১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন গ্রামে বামুন নেই?
ক. নিশ্চিন্দিপুরে খ. দশঘরায়
গ. বোষ্টমপাড়ায় ঘ. রায়গঞ্জে
৪২. হরিহর দশঘরার উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চায়?
ক. ভুবন মুখুয্যের সাথে
খ. অনুদা রায়ের সাথে
গ. নীলমণি রায়ের সাথে
ঘ. মজুমদার মহাশয়ের সাথে
৪৩. দুর্গার আঁচলে কয়টি রড়া ফলের বিচি ছিল?
ক. বাইশটি খ. চব্বিশটি
গ. ছাব্বিশটি ঘ. আটাশটি
৪৪. রড়া ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে?
ক. রাঙি গাইকে
খ. অপুকে
গ. পটলিদের ছাগলকে
ঘ. স্বর্ণ গোয়ালিনীর গরুকে
৪৫. ‘চুপড়ি’ শব্দটির অর্থ কী?
ক. ছোট ঝুড়ি খ. কলসির ভাঙা টুকরো
গ. কাচের চুড়ি ঘ. বুনো গাছ
৪৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ব্যবহৃত ‘খাপরার কুচি’ কী?
ক. ইটের টুকরা
খ. কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা
গ. ভাঙা কাচ
ঘ. নাটাফলের বীজ
৪৭. কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপরার কুচি সংগ্রহে রেখেছিল?
ক. পদ্মা-মেঘনা খ. মেঘনা-যমুনা
গ. গঙ্গা-যমুনা ঘ. সুরমা-তিস্তা
৪৮. ‘দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই’- কেন?
ক. ক্ষার কাচায় ব্যস্ত
খ. মুখ আমে ভর্তি
গ. পড়াশোনায় মগ্ন
ঘ. জ্বরে মৃতপ্রায়
৪৯. অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কী চাইল?
ক. তেলের ভাঁড়
খ. পিতলের বাটি
গ. নারকেলের মালা
ঘ. কাঁসার বাটি
৫০. দুর্গাকে কী এনে দিলে অপু আরও একখানা আমের টুকরা পেত?
ক. নুন খ. তেল
গ. লঙ্কা ঘ. শশা
৫১. ‘সে বাঁদর কোথায়?’- সর্বজয়া কার কথা জিজ্ঞেস করেছে?
ক. দুর্গার খ. অপুর
গ. পটলির ঘ. হরিহরের
৫২. স্বর্ণ গোয়ালিনীকে সর্বজয়া কেন তিরস্কার করল?
ক. দুধে পানি মেশানোয়
খ. দেরি করে আসায়
গ. বাছুর আটকে রাখায়
ঘ. এক সপ্তাহ না আসায়
৫৩. ‘লক্ষীছাড়া বাঁদর!’- অপুকে এ কথা কে বলেছে?
ক. সর্বজয়া খ. হরিহর
গ. স্বর্ণ গোয়ালিনী ঘ. দুর্গা
৫৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে?
ক. কার্তিক খ. মাঘ
গ. ফাল্গুন ঘ. চৈত্র
৫৫. হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষী বাঁধা?
ক. ভদ্রলোকের ঘরে খ. জেলেদের ঘরে
গ. চাষাদের ঘরে ঘ. ব্রাহ্মণদের ঘরে
৫৬. দুর্গা চুপিচুপি বাড়ি এসেছিল কেন?
ক. লুকিয়ে ভাত খেতে
খ. গোপনে একটু শুয়ে নিতে
গ. অপুকে আম খাওয়াতে
ঘ. আম লুকিয়ে রাখতে
৫৭. ‘নাটাফল’ বলতে কী বোঝায়?
ক. পানিফল খ. কমলালেবু
গ. করঞ্চা ফল ঘ. জামরুল
৫৮. ‘কালমেঘ’ উদ্ভিদটি কিসের জন্য উপকারী?
ক. যকৃতের রোগের খ. দাঁত ব্যথার
গ. মাথা ব্যথার ঘ. চুল পড়া
৫৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য-
- দুর্গা ও অপুর আনন্দিত জীবন উপাখ্যান
- প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবন
iii. হরিহরের সংসারের দৈন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে।
বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে।
৬০. উদ্দীপকের ফটিকের মাঝে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে?
ক. অপুর খ. দুর্গার
গ. হরিহরের ঘ. সর্বজয়ার
৬১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের আলোকে উদ্দীপকের ফটিক চরিত্রটি-
- প্রকৃতিঘনিষ্ঠ শৈশবকে ধারণ করে
- শিশুসুলভ চঞ্চলতা প্রকাশ করে
iii. দারিদ্র্যের মাঝেও আনন্দমুখর শিশুর প্রতিরূপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা:-
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
খ | ঘ | ক | ক | গ | ক | গ | গ | ঘ | ক | ক | খ | গ | ক | গ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ঘ | গ | ক | ক | খ | খ | খ | গ | গ | গ | ক | ঘ | ক | ক | ঘ |
৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ |
খ | গ | খ | গ | ক | ঘ | ঘ | গ | খ | ক | খ | ঘ | গ | ক | ক |
৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ | ৫১ | ৫২ | ৫৩ | ৫৪ | ৫৫ | ৫৬ | ৫৭ | ৫৮ | ৫৯ | ৬০ |
খ | গ | খ | গ | গ | খ | খ | ঘ | ঘ | গ | খ | গ | ক | ক | খ |
৬১ | ||||||||||||||
ক |
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে