Friday, April 4, 2025

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

বিষয়: বাংলা প্রথম পত্র, নিমগাছ : বনফুল

১. নিমের পাতা কোনটির অব্যর্থ মহৌষধ?

ক. পেটের পীড়ার          খ. মাথা ব্যথার

READ ALSO

গ. চর্মরোগের                ঘ. কোষ্ঠকাঠিন্যের

২. নিমের কচি ডাল চিবোলে কী উপকার পাওয়া যায়?

ক. যকৃত ভালো থাকে

খ. চোখ ভালো থাকে

গ. দাঁত ভালো থাকে

ঘ. মাথাব্যথা ভালো হয়

৩. যকৃতের জন্য উপকারী কোনটি?

ক. নিমের ডাল              খ. নিমের ছাল

গ. নিমের ফল               ঘ. নিমের পাতা

৪. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে?

ক. কচি ডাল                  খ. বয়স্ক পাতা

গ. ছাল                         ঘ. শেকড়

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সুভা)MCQ

৫. কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ?

ক. নিমের ফুলের           খ. নিমের ফলের

গ. নিমের ডালের           ঘ. নিমের পাতার

৬. কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন?

ক. নিমগাছ কেটে ফেললে

খ. নিমগাছের জন্য শান বাঁধিয়ে দিলে

গ. বাড়ির পাশে নিমগাছ গজালে

ঘ. নিমের পাতা ভেজে দিলে

৭. “একটা নতুন ধরনের লোক এলো” – কে এলো?

ক. কবিরাজ                   খ. কবি

গ. লক্ষীবউ                    ঘ. বাউল

৮. কোন যুক্তিতে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন?

ক. নিমের ফল সুস্বাদু

খ. নিমের পাতা উপকারী

গ. নিমের হাওয়া ভালো

ঘ. নিমের কাঠ টেকসই

৯. “সে আর এক আবর্জনা” – কী?

ক. নিমের ছাল              খ. বাঁধানো শান

গ. নিমের ডাল               ঘ. ভাজা বেগুন

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম মানুষ মুহম্মদ (স.)সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

১০. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?

ক. বীরবল                     খ. ভানুসিংহ

গ. বনফুল                     ঘ. মতিহার

১১. বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৫৯ সালে             খ. ১৮৭৯ সালে

গ. ১৮৯৯ সালে ঘ. ১৯১৯ সালে

১২. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মৌড়া                      খ. নিমতা

গ. সাগরদাঁড়ি                 ঘ. মণিহার

১৩. বনফুলের পিতার নাম কী?

ক. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

খ. শ্রীজিত চট্টোপাধ্যায়

গ. সত্যনারায়ণ মুখোপাধ্যায়

ঘ. অরবিন্দ গঙ্গোপাধ্যায়

১৪. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?

ক. সাংবাদিক

খ. ম্যাজিস্ট্রেট

গ. মেডিক্যাল অফিসার

ঘ. জেলা প্রশাসক

১৫. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯০৮ সালে             খ. ১৯১৮ সালে

গ. ১৯২০ সালে ঘ. ১৯২৮ সালে

১৬. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?

ক. সবুজপত্র                  খ. শনিবারের চিঠি

গ. যুগবাণী                    ঘ. আষাঢ়ে গপ্পো

১৭. কী ধরনের লেখালেখির ভেতর দিয়ে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?

ক. গল্প ও অনুকবিতা

খ. নাটক ও উপন্যাস

গ. গল্প ও ব্যঙ্গ-কবিতা

ঘ. ব্যঙ্গ-কবিতা ও প্যারডি

১৮. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?

ক. বনফুলের গল্প           খ. কল্পনা

গ. কুহেলিকা                 ঘ. পঞ্চাশৎ

১৯. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?

ক. দামিনী                     খ. বাহুল্য

গ. শ্রীকান্ত                     ঘ. মৌরীফুল

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ  বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

২০. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?

ক. রবিঠাকুর                  খ. ভারতচন্দ্র

গ. বিদ্রোহী নজরুল        ঘ. শ্রীমধুসূদন

২১. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

ক. ভারতরত্ন                  খ. পদ্মভূষণ

গ. বনফুল                     ঘ. নাইট

২২. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৪৯ সালে             খ. ১৯৫৯ সালে

গ. ১৯৬৯ সালে             ঘ. ১৯৭৯ সালে

২৩. বনফুলের মৃত্যুস্থান কোনটি?

ক. ঢাকা                        খ. কলকাতা

গ. মিউনিখ                    ঘ. সিডনি

২৪. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?

ক. নিমের ডাল              খ. নিমের পাতা

গ. নিমের ছাল               ঘ. নিমের শেকড়

২৫. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে      নিমগাছ গল্পে?

ক. ছাল                         খ. পাতা

গ. ডাল             ঘ. ফল

২৬. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?

ক. ডাল                        খ. ফল

গ. পাতা                        ঘ. ছাল

২৭. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?

ক. পানির সাথে খ. বেগুনের সাথে

গ. রুটির সাথে               ঘ. ভাতের সাথে

২৮. কবিরাজরা প্রশংসায় পঞ্চস্থ কিসের কারণে?

ক. নিমের উপকারিতা

খ. নিমের সৌন্দর্য

গ. নিমের অপকারিতা

ঘ. নিমের শ্রীহীন দশা

২৯. বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন?

ক. নিমগাছ লাগাতে

খ. নিমগাছ কাটতে

গ. নিমের ডাল ভাঙতে

ঘ. নিমের পাতা ছিঁড়তে

৩০. নিমের চারধারে আবর্জনা জমার কারণ কী?

ক. অতি যত্ন                  খ. বাঁশের বেড়া

গ. ছোট ছেলেমেয়ে       ঘ. অযত্ন

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

৩১. যকৃত ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে?

ক. নিমের ডাল              খ. নিমের ছাল

গ. নিমের পাতা              ঘ. নিমের ফল

৩২. ‘নিমগাছ’ গল্পে অযত্নের কারণে নিমগাছের চারধারে কী তৈরি হয়?

ক. ঘনজঙ্গল                  খ. আবর্জনার স্তূপ

গ. ছোট ডোবা               ঘ. দোকানপাট

৩৩. নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কী ছিল?

ক. বিষণ্নতা                 খ. বিরক্তি

গ. অস্বস্তি                      ঘ. মুগ্ধতা

৩৪. কবি নিমগাছের কিসে মুগ্ধ হয়েছিল?

ক. পাতার ঔষধি গুণে

খ. পাতা ও ফুলের সৌন্দরে‌্য

গ. ছালের ঔষধি গুণে

ঘ. গাছের শীতল ছায়ায়

৩৫. নিমগাছের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে কবি কী      করল?

ক. নিমের ডাল ভাঙল

খ. নিমের পাতা ছিঁড়ল

গ. গাছের ওপর চড়ে বসল

ঘ. চলে গেল

৩৬. নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছের কী ইচ্ছে হলো?

ক. তাকে দুটি ফুল দেবে

খ. ডাল ভেঙে তার মাথায় ফেলবে

গ. তার সাথে চলে যাবে

ঘ. তাকে আরও কিছুক্ষণ বসতে বলবে

৩৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে?

ক. একজন ছাপোষা কেরানির

খ. একজন দরিদ্র শিক্ষকের

গ. এক দুঃখিনী গৃহবধূর

ঘ. একটি বঞ্চিত শিশুর

৩৮. নিমপাতা তেলে ভাজা হয় কেন?

ক. ঔষধি গুণ বাড়ানোর জন্য

খ. রস বের করার জন্য

গ. জীবাণুক্ত করার জন্য

ঘ. খানিকটা উপাদেয় করার জন্য

৩৯. কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে?

ক. বয়ষ্ক নিমপাতা          খ. ভাজা নিমপাতা

গ. কচি নিমফুল ঘ. কচি নিমপাতা

৪০. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের চারপাশে কী দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল?

ক. ইট ও সিমেন্ট            খ. রড ও সিমেন্ট

গ. ইট ও বালি                ঘ. রড ও বালি

৪১. গাছগাছালি পরিশোধন করে যিনি মনুষ্যরোগের চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?

ক. বেহারা                     খ. কবিরাজ

গ. বয়াতি                      ঘ. কার্টুনি

৪২. ‘নিমগাছ’ গল্পে কে সৌন্দরে‌্যর পূজারি?

ক. কবিরাজ

খ. নতুন ধরনের লোকটা

গ. গৃহবধূ

ঘ. শান বাঁধিয়ে দেওয়া লোকটা

৪৩. ‘নিমগাছ’ গল্পে সংসারের জালের সাথে কোনটি          তুলনীয়?

ক. নিমের পাতা খ. নিমের ছাল

গ. নিমের ডাল               ঘ. নিমের শেকড়

৪৪. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের?

ক. কহিনিনির্ভর             খ. প্রতীকধর্মী

গ. কাব্যধর্মী                   ঘ. ঐতিহাসিক

৪৫. নতুন ধরনের লোকটা-

  1. নিমগাছ দেখে মুগ্ধ হলো
  2. নিমগাছের প্রশংসা করল

iii. নিমগাছের উপকার গ্রহণ করল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

৪৬. ‘নিমগাছ’ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য-

  1. স্বার্থ মগ্নতায়
  2. সৌন্দর্যপ্রীতিতে

iii. নিমগাছের প্রশংসায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর পাও।

একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দ দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ।

৪৭. উদ্দীপকের রানির সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?

ক. বিজ্ঞ                        খ. নিমগাছ

গ. কবিরাজ                   ঘ. কবি

৪৮. উক্ত মিল-

  1. উপকারী ভূমিকা রাখায়
  2. অবহেলার শিকার হওয়ায়

iii. ভর্ৎসনার শিকার হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

উত্তরমালা

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮                        
                       

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়:

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.