Friday, April 4, 2025

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

বিষয়: বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু : সৈয়দ মুজতবা আলী

১. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?

ক. খাজামোল্লা               খ. পানশির

READ ALSO

গ. হরফনমোপ্লা             ঘ. ওরভেয়া

২. ‘হরফন-মৌলা’ কাকে বলে?

ক. সকল কাজ করতে পারে যে

খ. রান্না করতে পারে যে

গ. মারামারি করতে পারে যে

ঘ. সব সময় ঝগড়া করে যে

৩. ‘ভাগ্য’ অর্থ কী?

ক. তাগাদা                     খ. শক্তি

গ. দ্রুততা                      ঘ. পুনরায়

৪. “তম্বী”  শব্দের অর্থ কী?

ক. বড় দেহ                   খ. ক্ষীণ দেহ

গ. তিরষ্কার                    ঘ. পুনরায়

৫. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?

ক. আচরণের জন্য

খ. শারীরিক গঠনের জন্য

গ. বেশি রান্নার জন্য

ঘ. বেশি খাওয়ার জন্য

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

৬. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা?

ক. সৈয়দ মুজতবা আলী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. প্রমথ চৌধুরী

ঘ. কাজী মোতাহার হোসেন

৭. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?

ক. কলকাতায়               খ. আসামে

গ. আসানসোলে            ঘ. ঢাকায়

৮. জিরার কে?

ক. লেখক                     খ. ব্যবসায়ী

গ. মন্ত্রী                          ঘ. অধ্যক্ষ

৯. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?

ক. আবদুর রহমান         খ. অধ্যক্ষ জিরার

গ. লেখকের চাকর         ঘ. কাবুলের মন্ত্রী

১০. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?

ক. আবদুর রহমান         খ. অধ্যক্ষ জিরার

গ. মুজতবা আলী           ঘ. আমীর আলী

১১. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?

ক. দুই                           খ. তিন

গ. চার                          ঘ. পাঁচ

১২. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?

ক. জিরার                     খ. লেখকের গৃহভৃত্য

গ. লেখকের বন্ধু   ঘ. লেখকের বাড়িওয়ালা

১৩. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?

ক. জিরারের                  খ. আবদুর রহমানের

গ. মুজতবা আলীর         ঘ. খাজামোল্লার

১৪. আবদুর রহমান উচ্চতায় কত ফুট?

ক. চার ফুট                    খ. পাঁচ ফুট

গ. ছয় ফুট                     ঘ. সাত ফুট

১৫. রুজ কী?

ক. গাল রাঙানোর প্রসাধনী

খ. চোখে মাখার প্রসাধনী

গ. গায়ে মাখার প্রসাধনী

ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী

১৬. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?

ক. ঝগড়া করেছিল

খ. নিচের দিকে তাকিয়েছিল

গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত

ঘ. অলসভাবে বসে থাকতে

১৭. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?

ক. ঝগড়া করেছিল

খ. নিচের দিকে তাকিয়েছিলগ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত

ঘ. অলসভাবে বসে থাকতে

১৮. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে?

ক. কুসংস্কার                  খ. ভয়

গ. আশঙ্কা                     ঘ. সংস্কার

১৯. কোন পাহাড় থেকে বরফ আনা হয়?

ক. কাবুল পাহাড়

খ. খাইবার পাহাড়

গ. পাগমানের পাহাড়

ঘ. দার্জিলিংয়ের পাহাড়

২০. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?

ক. গ্রীষ্মকালে                খ. শীতকালে

গ. বসন্তকালে                ঘ. শরৎকালে

২১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?

ক. খচ্চর                       খ. গরু

গ. গাধা                         ঘ. ঘোড়া

২২. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?

ক. পর্বতের মতো উঁচু

খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো

গ. পর্বতের মতো শক্ত

ঘ. পর্বতের মতো উঁচু-নিচু

২৩. আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল?

ক. দড়ির                       খ. পলিথিনের

গ. জালের                     ঘ. কাপড়ের

২৪. ‘টাঙা’ কী?

ক. চাঁদোয়া                    খ. মশারি

গ. কাঠের বাড়ি              ঘ. দুই চাকার গাড়ি

২৫. গামলা ভর্তি কিসের মাংস ছিল?

ক. গরু                         খ. মুরগি

গ. খাসি                         ঘ. দুম্বা

২৬. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?

ক. আলু                        খ. কিশমিশ

গ. মসলা                       ঘ. পেঁয়াজ

২৭. কোফতা -পোলায়ের ওপর আস্ত কিসের রোস্ট?

ক. দুম্বার                       খ. খাসির

গ. মুরগির                     ঘ. হরিণের

২৮. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”- এটি কী?

ক. প্রবাদ                       খ. প্রবচন

গ. খনার বচন                ঘ. ছড়াকথা

২৯. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়?

ক. আবদুর রহমানের চোখ

খ. আবদুর রহমানের মাথা

গ. আবদুর রহমানের আঙুল

ঘ. আবদুর রহমানের বুক

৩০. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের            মনে হয়?

ক. ভীম সেন                 খ. লক্ষণ সেন

গ. বল্লাল সেন                ঘ. অমল সেন

৩১. দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?

ক. আবদুর রহমানের হাতের

খ. আবদুর রহমানের হাতের অঙ্গুল

গ. আবদুর রহমানের কান

ঘ. আবদুর রহমানে পায়ের অঙ্গুল

৩২. আবদুর রহমানের পায়ের সাইজ কিসের মতো?

ক. গাড়ির মতো

খ. ডিঙ্গি নৌকার মতো

গ. রিলিফ ম্যাপের মতো

ঘ. পান্তুয়ার মতো

৩৩. ‘আমীর আবদুর রহমান’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?

ক. বাদশা আবদুর রহমান

খ. প্রভু আবদুর রহমান

গ. রাগী আবদুর রহমান

ঘ. কাজের লোক আবদুর রহমান

৩৪. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন?

ক. আরবের                   খ. বাংলাদেশের

গ. আফগানিস্তানের        ঘ. লন্ডনের

৩৫. ‘প্রবাস বন্ধু  ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?

ক. গ্রীষ্ম-বর্ষা                  খ. বর্ষা-হেমন্ত

গ. শীত-গ্রীষ্ম                 ঘ. শীত-বসন্ত

৩৬. আবদুর রহমান আগে কোথায় ছিল?

ক. জাহাজে                   খ. জেলে

গ. পল্টন                       ঘ. কাবুলে

৩৭. পল্টন আবদুর রহমান কিসের চার্জে ছিল?

ক. বাড়ির                      খ. বিদ্যালয়ের

গ. অফিসের                  ঘ. মেসের

৩৮.কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে?

ক. এক মাস                  খ. দুই মাস

গ. তিন মাস                   ঘ. চার মাস

৩৯. রাইফেল চালাতে পার- উক্তিটি কার?

ক. অধ্যক্ষ জিরারের       খ. আবদুর রহমানের

গ. লেখকের                  ঘ. কাবুলের মন্ত্রীর

৪০. ফালুদা বানাতে কী লাগে?

ক. কাঁচা লঙ্কা                 খ. জিরা

গ. চাল                          ঘ. বরফ

৪১. ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

ক. আবদুর রহমানের

খ. মালিকের

গ. মন্ত্রীর

ঘ. অধ্যক্ষের

৪২. কাবুলি সবুজ চায়ের রং কেমন?

ক. সবুজ                       খ. ফিকে হলুদ

গ. গাঢ় সবুজ                 ঘ. হলুদ

৪৩. কাবুলের পানি কেমন?

ক. গরম                        খ. খোলা

গ. মিষ্টির মতো ঘ. গলানো পাথরের মতো

৪৪. পানশির কোথায়?

ক. উত্তর- আফগানিস্তান

খ. দক্ষিণ- আফগানিস্তান

গ. পূর্ব- আফগানিস্তান

ঘ. পশিচ- আফগানিস্তান

৪৫. পানশি মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন?

ক. ভাবপ্রধান                খ. বাস্তবধর্ম

গ. নিরীক্ষামূলক             ঘ. কল্পকাহিনি

৪৬. ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো কী?

ক. পানি                        খ. বাতাস

গ. বরফ                        ঘ. ফুল

৪৭. কিসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়?

ক. দুরুস সালামের         খ. দারুল আমানের

গ. দারুল মুলারের         ঘ. দারুণ আমনের

৪৮. কাবুলের বাজারে কী পাওয়া যায়?

ক. বাদাম                      খ. সবজি

গ. কালো চশমা ঘ. ফালুদার বরফ

৪৯. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?

ক. ধারালো ছুরির           খ. ঘোড়ার তেজের

গ. ঠান্ডা বরফের            ঘ. ময়লাহীন ফুলের

৫০. ‘ওরভোয়া’ কী ভাষার শব্দ?

ক. আরবি                      খ. ফারসি

গ. ফরাসি                      ঘ. উর্দু

৫১. ‘ব্রহ্মরন্ধ’ কোথায়?

ক. তালুর সামনে            খ. তালুর কেন্দ্রে

গ. তালুর তলে               ঘ. তালুর পেছনে

৫২. ‘প্রবাস বন্ধু’ দেশে বিদেশে গ্রন্থের কোন অংশ?

ক. দ্বাদশ                       খ. পঞ্চদশ

গ. একাদশ                    ঘ. ত্রয়োদশ

উত্তরমালা

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২                
               

 

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়:

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক  বাংলা প্রথম পত্র, নিমগাছ  MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে) বিষয়: বাংলা

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.