এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
বিষয়: বাংলা প্রথম পত্র, শিক্ষা ও মনুষ্যত্ব: মোতাহের হোসেন চৌধুরী
১. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মানবজীবনকে কয়তলাবিশিষ্ট ঘরের সাথে তুলনা করা হয়েছে?
ক. দোতলা খ. তিনতলা
গ. চারতলা ঘ. পাঁচতলা
২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনের দিক
খ. অপ্রয়োজনের দিক
গ. অর্থ উপার্জনের দিক
ঘ. ব্যবহারিক দিক
৩. শিক্ষার আসল কাজ কী?
ক. জীবসত্তার পরিচয় চেনানো
খ. ক্ষুৎপিপাসা নিবারণ করা
গ. মানবসত্তার ঘর বন্ধ রাখা
ঘ. মনুষ্যত্বের বিকাশ ঘটানো
৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে কোনটিকে পায়ের কাঁটার সাথে তুলনা করা হয়েছে?
ক. শিক্ষাদীক্ষার সমস্যা
খ. অন্নবস্ত্রের সমস্যা
গ. লেফাফাদুরস্তি
ঘ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, প্রবাস বন্ধু MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
৫. শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন
খ. লেফাফাদুরস্তি
গ. মূল্যবোধসৃষ্টি
ঘ. অন্নবস্ত্রের সমাধান দেওয়া
৬. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখক অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কী বলেছেন?
ক. নিন্দনীয় খ. অপ্রয়োজনীয়
গ. প্রশংসনীয় ঘ. শোচনীয়
৭. কোনটি পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
ক. প্রচুর শিক্ষা উপকরণ
খ. অঢেল অন্ন-বস্ত্র
গ. উন্নত বিনোদন ব্যবস্থা
ঘ. পর্যাপ্ত টাকা পয়সা
৮. অন্নবস্ত্রের প্রাচুয্যের চেয়েও মুক্তি বড় – এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?
ক. লোভের খ. মনুষ্যত্বের
গ. অশিক্ষার ঘ. জীবসত্তার
৯. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
ক. অর্থ খ. অন্ন
গ. মুক্তি ঘ. স্বপ্ন
১০. অন্নবস্ত্রের সমাধান করার ক্ষেত্রে কোনটির প্রতি দৃষ্টি রাখতে হবে?
ক. অর্থচিন্তার সমাধানের দিকে
খ. বড় একটি লক্ষ্য পূরণের দিকে
গ. বাইরের আলো-হাওয়া আটকানোর দিকে
ঘ. ক্ষুৎপিপাসার তৃপ্তির দিকে
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, নিমগাছ MCQ (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
১১. আত্মার অমৃত উপলব্ধির জন্য সর্বপ্রথম কোনটি প্রয়োজন?
ক. ক্ষুৎপিপাসার তপ্তি
খ. প্রচুর অর্থবিত্ত
গ. পরিকল্পিত শিক্ষা
ঘ. বাইরের আলো-হাওয়া
১২. শিক্ষাদীক্ষার মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায়?
ক. অন্নবস্ত্রের খ. স্বর্গের
গ. মনুষ্যত্বের ঘ. দারিদ্র্যের
১৩. কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন?
ক. দর্শনের
খ. ইংরেজি ভাষা ও সাহিত্যের
গ. ভাষাতত্ত্বেও
ঘ. বাংলা ভাষা ও সাহিত্যের
১৪. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
ক. নবযুগ খ. সবুজপত্র
গ. লাঙল ঘ. শিখা
১৫. ‘শিখা’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
ক. কুমিল্লা থেকে খ. কলকাতা থেকে
গ. ঢাকা থেকে ঘ. চট্টগ্রাম থেকে
১৬. মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে?
ক. ধর্মনিরপেক্ষতা ও সমাজনীতির
খ. রাজনীতি ও অর্থনীতির
গ. মননশীলতা ও চিন্তার
ঘ. সাম্প্রদায়িকতা ও শ্রেণিভাবনার
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা প্রথম পত্র, আম-আঁটির ভেঁপু (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
১৭. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হুমায়ুন আজাদ
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
১৮. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
ক. রায়তের কথা খ. প্রবন্ধ সংগ্রহ
গ. সংস্কৃতি কথা ঘ. স্বগত সংলাপ
১৯. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদগ্রন্থ?
ক. সভ্যতা খ. বাক্যতত্ত্ব
গ. নীললোহিত ঘ. যাত্রাবদল
২০. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫১ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৯ সালে
২১. মানবজীবনকে দোতলা ঘর হিসেবে তুলনা করলে এর নিচতলার নাম কী হবে?
ক. মানবসত্তা খ. মূল্যবোধ
গ. জীবসত্তা ঘ. স্বাধীনতা
২২. মানবজীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হলে এর ওপরের তলা কোনটি?
ক. জীবসত্তা খ. ক্ষুৎপিপাসা
গ. মানবসত্তা ঘ. মৌলিক অধিকার
২৩. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী?
ক. অর্থ খ. খাদ্য
গ. শিক্ষা ঘ. চিকিৎসা
২৪. ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ?
ক. অমানবিক খ. অপ্রয়োজনীয়
গ. মানবিক ঘ. সহজলভ্য
২৫. মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য?
ক. ক্ষুৎপিপাসার সাথে
খ. মনুষ্যত্বের সাথে
গ. স্বর্গলোকের সাথে
ঘ. অর্থ-বিত্তের সাথে
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক MCQ বাংলা ১ম বই পড়া (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
২৬. অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?
ক. সামগ্রিক খ. সহজলভ্য
গ. ব্যক্তিগত ঘ. বস্তুগত
২৭. শুধুই শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে?
ক. খুব দ্রুত উন্নয়ন ঘটবে
খ. উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে
গ. কখনোই উন্নয়ন ঘটবে না
ঘ. বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে
২৮. কিসের কারণে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?
ক. শিক্ষাদীক্ষা গ্রহণে
খ. অন্নবস্ত্রের দুশ্চিন্তায়
গ. শিক্ষাগ্রহণের দুশ্চিন্তায়
ঘ. অন্নবস্তু গ্রহণে
২৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে?
ক. নিচ থেকে টানা
খ. ওপর থেকে ঠেলা
গ. ওপর থেকে টানা
ঘ. নিচ থেকে ঠেলা
৩০. ভারী জিনিস ওপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে। একইভাবে মানবজীবনের উন্নতির জন্য নিচ থেকে তা করে কোনটি?
ক. সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা
খ. শৃঙ্খলিত সমাজব্যবস্থা
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা
ঘ. শৃঙ্খলিত শিক্ষাব্যবস্থা
৩১. আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব?
ক. সুশৃঙ্খল সমাজব্যবস্থা
খ. প্রচুর অর্থবিত্ত
গ. যথাযথ শিক্ষা
ঘ. পর্যাপ্ত অন্নবস্ত্র
৩২. কোনটির কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?
ক. শিক্ষার কারণে
খ. ক্ষুৎপিপাসার কারণে
গ. লোভের কারণে
ঘ. মনুষ্যত্বের কারণে
৩৩. কোনটি থাকলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়?
ক. অন্নবস্ত্রের সুব্যবস্থা খ. সঠিক শিক্ষা
গ. প্রচুর অর্থ ঘ. বিশৃঙ্খল সমাজব্যবস্থা
৩৪. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তাকে কোনটি বলা যায় না?
ক. অশিক্ষিত খ. কুশিক্ষিত
গ. অর্ধশিক্ষিত ঘ. সুশিক্ষিত
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক বাংলা ১ম মানুষ মুহম্মদ (স.)সাজেশন (পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে)
৩৫. কে যথার্থ শিক্ষিত নয়?
ক. শিক্ষা যার অন্তরে ঠাঁই পেয়েছে
খ. শিক্ষা যার বাইরের ব্যাপার
গ. লোভের ফাঁদে যে পা দেয়নি
ঘ. যার মাঝে মূল্যবোধ আছে
৩৬. শিক্ষার ক্ষেত্রে জ্ঞান পরিবেশন কী সৃষ্টির উপায় হিসেবে আসে?
ক. অর্থবিত্ত খ. ক্ষুৎপিপাসা
গ. মূল্যবোধ ঘ. অহংকার
৩৭. মনুষ্যত্বের আহ্বান মর্মে পৌঁছানোর জন্য প্রথমেই কোনটি প্রয়োজন?
ক. প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি
খ. উন্নত যোগাযোগ ব্যবস্থা
গ. শিক্ষার সুব্যবস্থা
ঘ. অর্থসাধনা থেকে মুক্তি
৩৮. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
ক. শিকল খ. অন্ধকার
গ. হতাশা ঘ. লোভ
৩৯. বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা-বিষয়টিকে এককথায় কী বলা যায়?
ক. জীবসত্তা খ. নিগড়
গ. লেফাফাদুরস্তি ঘ. মানবসত্তা
৪০. জীবসত্তাকে টিকিয়ে রাখতে কোনটি প্রয়োজন?
ক. শিক্ষা খ. অন্নবস্তু
গ. চিকিৎসা ঘ. বিনোদন
৪১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানবসত্তা বলতে কোনটিকে বুঝিয়েছেন?
ক. জীবের অস্তিত্বকে খ. শিক্ষাদীক্ষাকে
গ. মনুষ্যত্বকে ঘ. প্রাণিত্বের বাঁধনকে
৪২. মোতাহের হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে বেশি মনোযোগী?
ক. মনুষ্যত্ব
খ. জীবস্ততা
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা
ঘ. প্রাণিত্বের বাঁধন
৪৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. সংস্কৃতি কথা খ. সভ্যতা
গ. প্রবন্ধ সংগ্রহ ঘ. ছবি কথা সুর
৪৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ রচনার মূল প্রবন্ধটির নাম কী?
ক. লেফাফাদুরস্তি খ. শিক্ষা
গ. মনুষ্যত্ব ঘ. মানবসত্তা
৪৫. শিক্ষার অপ্রয়োজনের দিক হলো-
i.অনুভূতি ও কল্পনার রস আস্বাদনে সক্ষম করায়
ii.ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলায়
iii. এর শ্রেষ্ঠ দিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. মুক্তির স্বাদ পেতে হলে-
i.অর্থসাধনাকে জীবনসাধনা করতে হবে
ii.মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে
iii. অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. প্রকৃত শিক্ষার দ্বারা মানুষ লাভ করে-
i.লেফাফাদুরস্তি
ii.মূল্যবোধ
iii. আত্মপ্রকাশের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. শিক্ষার আসল কাজ-
i.মূল্যবোধ সৃষ্টি
ii.জ্ঞান পরিবেশেন
iii. মনুষ্যত্বের পরিচয় প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. আমরা অর্থচিন্তার নিগড়ে বন্দি থাকি-
i.জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী বলে
ii.মনুষ্যত্ববোধের অভাব রয়েছে বলে
iii. প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. মানব উন্নয়নের জন্য প্রয়োজন-
i.যথার্থ শিক্ষা
ii.সুশৃঙ্খল সমাজকাঠামো
iii. কেবল অনুবন্ধের সুব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
জাহানারা বেগমের ছেলেটি পড়াশোনায় বরাবরই ভালো। তাঁর ধারণা, সবসময় মন দিয়ে পড়লেই ছেলের জীবনে উন্নতি হবে। তিনি ছেলের খাওয়া-পরার দিকে বিশেষ দৃষ্টি দেন না।
৫১. জাহানারা বেগেমের গৃহীত ব্যবস্থায় তাঁর ছেলেটি পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবে না-
i.আত্মার অমৃত
ii.শিক্ষার সুফল
iii. ক্ষুৎপিপাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে বলা যায় জাহানারা বেগমের ছেলের –
i.জীবসত্তার ঘরটি বিশৃঙ্খল হয়ে আছে
ii.প্রাণিত্বের বাঁধন থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়নি
iii. কারাগারকেই স্বর্গতুল্য মনে হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
ক | খ | ঘ | খ | গ | গ | খ | খ | গ | খ | ক | গ | ঘ | ঘ | গ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
গ | গ | গ | ক | গ | গ | গ | গ | গ | খ | গ | খ | খ | গ | গ |
৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ |
গ | গ | খ | ঘ | খ | গ | ক | ক | গ | খ | গ | খ | ক | গ | খ |
৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ | ৫১ | ৫২ | ||||||||
গ | গ | খ | ঘ | ক | খ | ক |
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে