Sunday, March 9, 2025

ক্যাডেট ভর্তি প্রস্তুতি সাধারণজ্ঞান সম্পূর্ণ অংশ

সকল  শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain আজ আমরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির  আলোচনা করব। এখানে তোমরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির উপর গুরুত্ব দেয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ /সপ্তম শ্রেণিতে তোমাদের জন্য  আজকের এই আয়োজন ।যারা বাসায় বসে  ক্যাডেট ভর্তি প্রস্তুতিকে আরো জোরদার করতে চাও । নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

 যা তোমরা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবে। তাহলে চলো, শুরু করি।

সাধারণজ্ঞান

বাংলাদেশ প্রধানমন্ত্রী

১। বাংলাদেশের সরকার প্রধান কে?

  উত্তর: প্রধানমন্ত্রী

২। মন্ত্রিপরিষদের সভায় সভাপত্বিত করেন কে?

   উত্তর: প্রধানমন্ত্রী

৩। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে?

  উত্তর: রাষ্ট্রপতি

৪। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কতপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তর: ২৫ বছর।

৫। প্রধানমন্ত্রী কার্যালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Prime Minister’s office.

৬। প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন?

উত্তর: রাষ্ট্রপতির নিকট।

৭। প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর?

উত্তর: ৫ বছর।

৮। প্রধানমন্ত্রীকে শপথবাক্য পড়ান কে?

  উত্তর: রাষ্ট্রপতি।

৯। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কে?

  উত্তর: প্রধানমন্ত্রী

১০। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে?

উত্তর: সরকার প্রধান বা প্রধানমন্ত্রী

১১। মন্ত্রী পরিষদের প্রধান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।

১২। প্রধানমন্ত্রীর সরকারি বাস বাসভবনের নাম কী?

উত্তর: গণভবন।

১৩। গণভবন কোথায় অবস্থিত?

  উত্তর: শেরে বাংলা নগর, ঢাকা।

ক্যাডেট ভর্তি প্রস্তুতি বাংলা 

১৪। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ তাজউদ্দীন আহমদ।

১৫। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তর: বেগম খালেদা জিয়া।

১৬। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: ড. ইউনুস

বাংলাদেশ রাষ্ট্রপতি

১। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

  উত্তর: রাষ্ট্রপতি।

২। বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়?

উত্তর: রাষ্ট্রপতির।

৩। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?

উত্তর: রাষ্ট্রপতি।

৪। রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হয়?

উত্তর: সদস্যগণ কর্তৃক।

৫। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে কমপক্ষে কত বছর ব্যায় হতে হবে?

উত্তর: ৩৫ বছর।

৬। রাষ্ট্রপতি পদের মেয়াদকাল কত বছর?

   উত্তর: ৫ বছর।

৭। রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন?

উত্তর: স্পিকারের নিকট।

৮। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক

  উত্তর: রাষ্ট্রপতি।

৯। কার ওপর আদালতের কোনো এখতিয়ার নেই?

   উত্তর: রাষ্ট্রপতির।

১০। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ কার কে?

  উত্তর: স্পিকার।

১১। জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে কতদিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? উত্তর: ৩০ দিন।

১২। জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?

উত্তর: রাষ্ট্রপতি

১৩। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা বাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির। ল কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন?      উত্তর: স্পিকার।

১৪। রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারবেন না?

উত্তর: অর্থবিল

১৫। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৬। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?

উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

১৭। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ জিয়াউর রহমান ।

১৮। রাষ্ট্রপতির কার্যালয় ও সরকারী বাসভবনের নাম কী?

উত্তর: বঙ্গভবন।

১৯। ‘বঙ্গভবন’ কোথায় অবস্থিত?

উত্তর: দিলকুশা, মতিঝিল, ঢাকা

২০। রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম কী?

উত্তর: প্রেসিডেন্ট ১ গার্ড রেজিমেন্ট (PSR) ও স্পেশাল সিকিউরিটি (SSE)।

২১। রাষ্ট্রপতির কার্যালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: President’s Office

২২। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: মো.শাহাবুদ্দিন।

২৩। এ পর্যন্ত বাংলাদেশে মোট কতবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে?

উত্তর: ১২ বার।

২৪। রাষ্ট্রপতির মেয়াদ সমাপ্তির কতদিন পূর্বে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে?

উত্তর: ৬০-৯০ দিনের মধ্যে।

২৫। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন দেশের কততম রাষ্ট্রপতি?

উত্তর: ২২ তম।

২৬। মো: সাহাবুদ্দিন নির্বাচিত হন কবে?

উত্তর: ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ইং।

সশস্ত্রবাহিনী

১। তিন (৩) বাহিনীর প্রধানের পদবী, প্রথম প্রধান ও বর্তমান প্রধানের নাম-

বাহিনী

পদবী

প্রথম প্রধান

বর্তমান প্রধান

সেনা বাহিনী

জেনারেল

আতাউল গণী  ওসমানী

এস এম শফিউদ্দীন

বিমান বাহিনী

এয়ার চিফ মার্শাল

আব্দুল করিম খন্দকার

শেখ আব্দুল হান্নান

নৌ-বাহিনী

এডমিরাল

ক্যাপ্টেন দুরুল হক

এম নাজমুল হাসান

ক্যাডেট ভর্তি প্রস্তুতি ইংরেজি 

২। বাংলাদেশ সরকার সৈনিকদের সাহসিকতার জন্য ৪ টি সম্মাননার পুরস্কার ঘোষণা করে। যথা

(i)        বীরশ্রেষ্ঠ-৭ জন।

(ii)       বীর উত্তম-৬৭ (জীবিতদের দেন।

(iii)     বীর বিক্রম-১৭৪ জন।

(iv)      বীর প্রতীক-৪২৪ জন।

            মোট = ৬৭২ জন।

৩। বাংলাদেশের একমাত্র বিদেশী বীর প্রতীক খেতার প্রতীক খেতাব প্রাপ্ত হোয়াইল হেমার। রল্যান্ড যিনি অস্ট্রেলিয়ার নাগতিক ছিলেন।।

৪। ৮০০ জন সৈন্য নিয়ে এক ব্যাটালিয়ন হয়।

৫। বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রধান কে?

উত্তর। প্রেসিডেন্ট।

৬। বাংলাদেশের সশস্ত্রবাহিনী সমূহের সুপ্রিম কমান্ডার কে?

উত্তর। প্রেসিডেন্ট।

৭। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?

উত্তর: ঢাকা।

৮। সেনাবাহিনীর প্রতীক কি?

উত্তর। ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপরে

কৌনিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।

৯ । সেনাবাহিনীর স্লোগান/নীতিবাক্য/মূলমন্ত্র হলো- সমরে আমার, শাস্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

১০ । বাংলাদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয় ২১ নভেম্বর ১৯৭১ সালে। তাই ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালিত হয়।

১১। সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিষ্ঠানকালীন নাম কী? উত্তর: কমান্ডার-ইন-চিফস সেক্রেটারিয়েট।

১২। সশস্ত্রবাহিনী বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: ঢাকা-সেনানিবাস, ঢাকা।

১৩। আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহনের জন্য বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছেন। (৪৫ টি মিশন এ অংশগ্রহণ করে)

১৪। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কক্সবাজারের পেকুয়া উপজেলায় অবস্থিত।

১৫। বিমানবাহিনীর স্লোগান বাংলার আকাশ রাখিব মুক্ত।

১৬ ISSB – Inter Services Selection Board- এটি হলো-সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।

১৭। SSF-এর পূর্ণরূপ লিখ?

উত্তর: Special Security Force.

১৮। CID-এর পূর্ণরূপ লিখ?

 উত্তর: Criminal investigation Department

১৯। SB-এর পূর্ণরূপ লিখ?

 উত্তরঃ Special Branch

২০। CIU-এর পূর্ণরূপ লিখ?

উত্তরঃ Central Intelligence Force.

২১। RSU -এর পূর্ণরূপ লিখ?

উত্তরঃ Rifles Security Unit.

22। BNCC-Bangladesh National Cadet Core -যা ২৩মার্চ ১৮৭৯, সালে প্রতিষ্ঠিত হয়।

২৩। BUP= Bangladesh University of professionals.

২৪। ABM Anti Ballistic Missile Treaty.

২৫। CIA= Central Intelligence Agency.

২৬। FBI- Federal Bureau of Investigation.

২৭: OSA Official Security Assistance.

২৮। ARMY এর পূর্ণরূপ কী? উত্তর: ARMY-Alert Regular Mobility Young.

২৯। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে?

উত্তর: তাজউদ্দিন আহমেদ।

৩০। বাংলাদেশ সেনাবাহিনীর ১ম সেনাপ্রধান কে?

উত্তর: জে. মোহাম্মদ আতাউল গণী ওসমানী।

৩১। বাংলাদেশ সেনাবাহিনীর ১ম জেনারেল কে?

উত্তর: জে.মোহাম্মদ আতাউল গণী ওসমানী।

৩২। বাংলাদেশ সেনাবাহিনীর ১ম মেজর জেমারের ক?

উত্তর: মে.জে.কে.এম শফিউল্লা্‌হ

৩৩। বাংলাদেশ সেনাবাহিনীর ১ম মহিলা বিগ্রেডিয়ারকে?

উত্তর: সুরাইয়া বেগম

৩৪। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌ-প্রধান কে?

উত্তর: ক্যাপ্টেন নুরুল হক ।

৩৫ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো বাহিনী গঠিত হয়।

উত্তরঃ ১০ নং সেক্টরে।

৩৬। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরি কোনটি?

উত্তর: বিএনএস পদ্মা।

৩৭। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম তৈরি যুদ্ধ জাহাজ কোনটি?

উত্তর: বানৌজা পন্থা।

৩৬। আংলাদেশ নৌবাহিনীর জন্ময় সাবমেরিন খাঁটি কোনটি?

উত্তর: বি এন এস শেখ হাসিনা।

৩৯ (বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল কে?

উত্তর: আবদুল করিম খন্দকার

৪০। সংগ্রাম ও প্রত্যাশা হলো বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজের নাম।

৪১। বাংলাদেশের প্রথম সেনাপতির নাম- মেজর জেনেরেল এ.এম.জি. ওসমানী।

৪২। বাংলাদেশের বর্তমান বিমানবাহিনীর প্রধান ক?

উত্তরঃ এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

৪৩। বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস কবে?

উত্তর: ২১ নভেম্বর ।

৪৪। বাংলাদেশ প্রধয় জাতিসংঘের শান্তি রক্ষী মিশয়ে কাজ করে কবে থেকে?

উত্তরঃ ১৯৮৮ সাল থেকে ।

৪৫। জাতিসংঘের UNIAIT (পূর্ব তিমুর) মিশনে বাংলাদেশি নারীরা সর্বপ্রথম অংশগ্রহন করেন।

৪৬। সেনাবাহিনীর জেনারেল পদের সয়পর্যায়ের নৌ বাহিনীর পদ কোনটি?

উত্তর. এডমিরাল

৪৭। সেনারানিীর জেনারেল পদের সমপর্যায়ের বিজ্ঞান অ্যাইনীর পদ কোনটি?

উত্তর এয়ার চিফ মার্শাল।

৪৮। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা তিন টি। যথা- ১. সেনা বার্তা ২. সেনা প্রদাহ, ৩. আমি জানান।

৪৯। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম-বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট (রি আই এন্ট (রি আর আর)।

৫০ বাংলাদেশের একমাত্র মিলিটারি একাডেমি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত।

৫১। ‘ট্রাস্কফোর্স’ কী?

উত্তরঃ সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত দল ।

৫২। ‘ব্লাক আউট’ হলো গাপন স্থান থেকে আক্রমণ চালানো।

৫০। ‘কো-সাউথ-৯৮’ হলো-বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।

৫৪। মিগ-২৯’ হলো একটি বাংলাদেশের যুদ্ধ বিয়ান যা রাশিয়া থেকে ক্রয় করে।

৫৫। ‘বেল আউট’ হলো-প্যারালসুটের সাহায্যে ধ্বংস প্রাপ্ত বিমান থেকে অবতরন করার পদ্ধতি।

৫৬। বাংলাদেশের নৌ-বাহিনীকে সাবমেরিন (বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা) যুক্ত হয় ১২ মার্চ ২০১৭ সালে

৫৭। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সালে?

উত্তর: ২৫ মার্চ ২০০৭ সালে।

৫৮। ‘ড্রোন’ হলো- মানুষবিহীন বিমান।

৫৯। হামাসের ড্রোনের নাম হলো-জওরারি।

৬০। বিশ্বের সবচেয়ে বড় রণতরির নাম কি?

উত্তরঃ ইউ এস জেরাল্ড আর ফোর্ড।

৬১। B-52 হলো এক ধরনের বোমারু বিমান।

৬২। ‘আয়রণ ডোম’ হলো ইসরাইলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার নাম।

৬৩। আরসেনালা হলো- সামরিক অস্ত্র ও গোলাবারুদ তৈরী, মেরামত এবং মজুদ রাখার স্থান।

ক্যাডেট ভর্তি প্রস্তুতি গণিত 

৬৪। বাংলাদেশের সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় স্টাফ কলেজ থেকে।

৬৫।২ বাংলাদেশ সেনাবাহিনীরা পূর্বনাম কী? উত্তর। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট/যার প্রতিষ্ঠাতা হলেন মেজর আতাউল গনী ওসমানী।

৬৬। স্থলবাহিনীর প্রতি প্লাটুনে ১০০-জন করে সৈন্য থাকে।

৬৭। ‘সোর্ড অব অনার’ সম্মান প্রদান করা হয় সেনাবাহিনীর ক্যাডেটদের ।

৬৮। জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত?

উত্তরঃ খুলনায় অবস্থিত ।

৬৯। ময়নামতি সেনানিবাস, কুমিল্লায় অবস্থিত।

৭০। সামরিক অস্ত্র শস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাথকে কী বলা হয়?

উত্তরঃ অর্ডিন্যান্স।

৭১। বাংলাদেশের সামরিক বাহিনী প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে। যার ইংরেজি নাম হলো- Ministry of Defence.

৭২। ২০০০ সাল থেকে সশস্ত্র বাহিনীতে নারী নিয়োগ দেওয়া হয়।

৭৩। বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কত জন?

উত্তরঃ ৩ জন। সিপাহি মোস্তফা কামাল, সিপাহি

হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর।

৭৪। বাংলাদেশের প্রথম নারী ছাত্রীসেনা কে?

উত্তরঃ জান্নাতুল ফেরদৌস।

৭৫। নৌ-বাহিনীর নীতি বাক্য-  শান্তিতে সংগ্রামে সমুদ্রে দূর্জয়।

৭৬। মেজর গণী পাক-ভারত যুদ্ধে টাইগার উপাধী লাভ করে।

৭৭। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ বিজয় সারণি, তেজগাও, ঢাকা।

৭৮। বিমান বাহিনীর প্রতিক- বলাকার।

৭৯। নৌবাহিনীর প্রতিক- কাছি বেষ্টিত নোঙর ও এর উপর জাতীয় ফুল শাপলা।

 

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

READ ALSO

বাংলাদেশের ক্যাডেট কলেজ

১। বাংলাদেশের মোট ক্যাডেট কলেজ কতটি?

উত্তর: ১২টি।

২। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি?

উত্তর: ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

৩। বালিকা ক্যাডেট কলেজ কতটি?

উত্তর: ৩টি (ময়মনসিংহ, ফেনি ও জয়পুরহাট)

৪। বাংলাদেশের প্রথম পালস ক্যাডেট কলেজের নাম কী?

উত্তর: ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।

৫। বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কোনটি?

 উত্তর: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

৬। ক্যাডেট কলেজের মটো (Motto) বা নীতি কি?

উত্তর: All round gentleman বা চৌকস নাগরিক তৈরি করা।

৭। বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০০৬ সালে।

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ

ক্রমিক নং

ক্যাডেট কলেজ নাম

অবস্থান

প্রতিষ্ঠাকাল

প্রতিষ্ঠাকালীন বা প্রথম অধ্যক্ষ

নীতিবাক্য

০১

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

সীতাকুণ্ড, চট্টগ্রাম

২৮ এপ্রিল ১৯৫৮

লে. ক স্যার উইলিয়াম মরিস ব্রাউন।

কথা নয় কাজ

০২

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

ঝিনাইদহ

১৮ অক্টোবর ১৯৬৩

লে.ক এমডি হাসান

সুশিক্ষিত জনই সুবিবেচক

০৩

মির্জাপুর ক্যাডেট কলেজ

টাঙ্গাইল

২৯ নভেম্বর ১৯৬৩

মাইকেল উইলিয়াম পিটার।

বিদ্যাই বল

০৪

রাজশাহী ক্যাডেট কলেজ

রাজশাহী

১১ ফেব্রুয়ারি ১৯৬৬

ক্যাপ্টেন হাফিজুর রহমান

প্রভু আমার জান বাড়িয়ে দাও।

০৫

সিলেট কাডেট কলেজ

সিলেট

১৫ জুন ১৯৭৮

লে.ক জিয়াউদ্দিন

আলোকের অভিসারী

০৬

রংপুর ক্যাডেট কলেজ।

রংপুর

১ জানুয়ারি ১৯৭৯

কমান্ডার হাবিবুর রহমান

জ্ঞানই শক্তি

০৭

বরিশাল ক্যাডেট কলেজ

বরিশাল

১ জানুয়ারি ১৯৮১

এম মোফাজ্জল হোসেন

পড় তোমার প্রভুর নামে

০৮

পাবনা ক্যাডেট কলেজ

পাবনা

৭ আগস্ট ১৯৮১

সৈয়দ সলিমুল্লাহ

সাধনায় সাফল্য

০৯

ময়মনসিংহ ক্যাডেট কলেজ

ময়মনসিংহ

১৯৮৩

করিম উদ্দিন আহমেদ

প্রভু আমার জ্ঞান বৃদ্ধি কর

১০

কুমিল্লা ক্যাডেট কলেজ

কুমিল্লা

১ জুলাই ১৯৮৩

লে.ক নুরুল আনোয়ার

জ্ঞানই আলো

১১

ফেনী ক্যাডেট কলেজ

ফেনী

৭ জুন ২০০৬

ফয়জুল হাসান

মহৎ শিক্ষা শালীন জীবন

১২

জয়পুরহাট ক্যাডেট কলেজ

জয়পুরহাট

১৬ জুলাই ২০০৬

মো: আবু সাইদ বিশ্বাস

শিক্ষাই প্রণতি

বীরশ্রেষ্ঠ

নাম ও সেক্টর

পদবি ও কর্মস্থল

জন্যস্থান

সমাহিত স্থান

মোস্তফা কামাল (২নং)

সিপাহি, সেনাবাহিনী

ভোলা জেলা

ব্রাহ্মণবাড়িয়ায়

হামিদুর রহমান (৪নং)

সিপাহি, সেনাবাহিনী

ঝিনাইদহ জেলা

প্রথমে ছিল-ভারতের ত্রিপুরা

বর্তমান-মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান।

মহিউদ্দীন জাহাঙ্গীর (৭নং)

ক্যাপ্টেন, সেনাবাহিনী

বরিশাল জেলা

চাপাইনবাবগঞ্জ

মুন্সি আবদুর রউফ (১ নং)

ল্যান্সনায়েক, ই.পি, আর

ফরিদপুর জেলা

রাঙ্গামাটি জেলার নানিয়ার চড়ে

নুর মুহাম্মদ শেখ (৮নং)

ল্যান্সনায়েক, ই.পি, আর

নড়াইল জেলা

যশোর জেলায় শার্শা উপজেলা।

মতিউর রহমান

লেফটেন্যান্ট, বিমানবাহিনী

ঢাকা জেলা, পৈকৃত নিবাস নরসিংদী

প্রথমে ছিল পাকিস্তানের করাচিতে

বর্তমান মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান

রুহুল আমিন (১০ নং)

ইঞ্জিনরুম আর্টিফিশার নৌ-বাহিনী

নোয়াখালী, জেলা সোনাইমুড়ি গ্রাম

খুলনায়, কপসা নদীর তীরে

  • বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ মুন্সী আব্দুর রউফ।

  • বীরশ্রেষ্ঠদের মধ্যে। সর্বকনিষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান।।

মতিউর রহমান যুদ্ধের সময় পাকিস্তানে কর্মরত ছিলেন। তিনি ‘টি-৩৩’ বাল্বু-বার্ড (ছন্দনাম) নামক পাকিস্তানের একটি প্রশিক্ষণ বিমান

ছিনতাই করে দেশে ফেরার সময় বিমান দূর্ঘটনায় মারা যান।

  • মতিউর রহমানকে নিয়ে নির্মিত চলচিন্ত্রের নাম-অস্তিত্বে আমার দেশ।

  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নামে রাজশাহীতে একটি সড়ক আলা।

* মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।

সংবিধান

১। সংবিধান কি?

উত্তরঃ সংবিধান হলো কোন রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন।

২। বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তর। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩। বাংলাদেশের সংবিধান কোন ধরনের?

উত্তর: দুষ্পরিবর্তনীয় ও লিখিত।

৪। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?”

উত্তর: বেগম রাজিয়া বানু।

৫। বাংলাদেশের সংবিধানের কয়টি ও কি কি পাঠ রয়েছে।

উত্তর: ২টি। বাংলা ও ইংরেজি।

৬। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি কয়টি ও কি কি?

উত্তর: ৪টি যথা:

                        ক। ধর্ম নিরপেক্ষতার;                               খ। বাংলাদেশী জাতীয়তাবাদ;

                        গ। গণতন্ত্র;                                             ঘ। সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র

৭: সংবিধান সংশোধনীর জন্য কতজন সাংসদের ভোটের প্রয়োজন হয়?

উত্তর: দুই-তৃতীয়াংশ।

৮। একজন রাষ্ট্রপতি সর্বাধি কয় দফা নির্বাচিত হতে পারেন।

উত্তর: দুইবার।

৯। সংবিধান কত প্রকার ও কি কি?

উত্তর: সংবিধান ২ প্রকার।

যথাঃ লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান

১০। কোন দেশের কোন লিখিত সংবিধান নেই।

উত্তর: বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও

সৌদি-আরব অলিখিত সংবিয়ান

১১। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

উত্তর: ডঃ কামাল হোসেন।

১২। সংবিধান রচনা কমিটি কোন কোন দেশের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান

রচনা করেন।

উত্তর: ভারত ও বৃটেন।

১৩। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?

উত্তর: আবদুর রউফ।

১৪। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গ্যাজ্জা কে করেন?

উত্তর: শিল্পী জয়নুল আবেদীন।

১৫। বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয় কাকে?  উত্তর: ডঃ কামাল হোসেন কে।

১৬। বাংলাদেশের সংবিধানে কতটি ধারা বা অনুচ্ছেদ আছে?

উত্তর: ১৫৩টি ধারা বা অনুচ্ছেদ আছে।

১৭। ‘ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সংবিধানে সন্নিবেশিত নীতি কি?

উত্তর: সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস

১৮। সংবিধান অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কারা?

উত্তর: জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক।

১৯। সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ কত সালে গৃহিত হয়?

উত্তর: ২২ এপ্রিল ১৯৭৭ সালে।

২০। সাধারণ নির্বাচনের কাতদিনের মধ্যে সংসদ আহব্বান করতে হবে?

উত্তর: ৩০ দিনের মধ্যে।

২১। সংসদ অধিবেশনের কেল্লাম কত?

উত্তর: ৬০ জন।

১৩। সংবিধান প্রতার না = ১টি

২৪। সংবিধান প্রনয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় নেতা-

উত্তরঃ সুরজিত সেনগুপ্ত।

২৫। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।

উত্তরঃ ৩নং অনুচ্ছেদে বলা আছে।

২৬। সংবিধানের তফসিল-

উত্তরঃ৭টি

২২। একজন সংসদ সদশ্য স্পীকারের অনুমুতি ছাড়া কতদিন সংসদের বাহিরে থাকতে পারবে?

উত্তর। ৯০দিন।

২৩। কোন কারনে সংসদ ভেঙ্গে গেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়?

উত্তর: ৯০ দিনের মধ্যে।

২৪। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যেমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষন বাধ্যতামূল্যক।

উত্তর: পঞ্চদশ সংশোধনী ২০১১ অনুযায়ী।

২৫। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘আমার সোনার বাংলাকে’ জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উত্তর: ৪ অনুচ্ছেদে।

২৬। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?

উত্তর। সুপ্রিম কোর্ট।

২৭। সংবিধানের ‘শিক্ষার অধিকার’ কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?

উত্তর: ১৭ অনুচ্ছেদে।

২৮। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?

উত্তর: ১৭টি।

২৯। বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি?

উত্তর: The people’s Republic of Bangladesh.

৩০। সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন।

উত্তর। ৩৪ জন।

৩১। সংবিধান দিবস পালিত হয় কত তারিখে?

উত্তর: ৪ঠা নভেম্বর।

৩২। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত বছর হতে হবে।

উত্তর: ৩৫ বছর।

৩৩। সংবিধানের মূলনীতি ‘সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কোন সংশোধনীতে সংশোধনীতে যুক্ত ও বিলুপ্ত করা হয়।

উত্তর: পঞ্চম ও পঞ্চদশ।

৩৫। বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীতে বাতিল বা বিলুপ্ত করা হয়?

উত্তর। পঞ্চদশ (উল্লেখা অত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা হয়েছিল)

৩৬। বাংলাদেশের সংবিধামকে কতটি বিভাগে ভাগ করা হয়েছে।

উত্তর। ১১ টি বিভাগে।

৩৭। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে?

উত্তর: ১৭(ক) অনুচ্ছেদে।

৩৮। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট থাকবে?

উত্তর: ১৯(১) অনুচ্ছেদ।

৩৯। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে?

উত্তর: ৩২ অনুচ্ছেদ।

৪০। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?

উত্তর: ২৭ অনুচ্ছেদ।

৪১। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে? উত্তর। ৩৬ অনুচ্ছেদে।

৪৯। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

৪৩। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে?

উত্তর: সুপ্রিম কোর্ট।

৪৪। বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তর: ১ অনুচ্ছেদে।

৪৫। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন?

উত্তর। ৪৮(১) অনুচ্ছেন।

৪৬। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করতে পারেন?

উত্তর। ৫০(৩) অনুচ্ছেদ।

৪৭। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দেন।

উত্তর: ৫৬(২) অনুচ্ছেদ।

৪৮। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন।

উত্তর। ৬৪ (১) অনুচ্ছেদ।

৪৯। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যেমে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ এ উন্নিত করা হয়।

উত্তর: পঞ্চদশ সংশোধনী।

৫০। সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন ২০১৮ জাতীয় সংসদে পাশ হয় কবে?

উত্তর: ৮ জুলাই ২০১৮।

৫১। সংবিধানের ইংরেজি লেখক কে?

উত্তর: ড. কামাল হোসেন।

৫২। সংবিধানের বাংলা অনুবাদক কে?

উত্তর: ড. আনিসুজ্জামান।

৫৩ সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কাকে দিয়েছেন?

উত্তর। সুপ্রিম কোর্ট

৫৪। ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করেছেন?

উত্তর: ২২ নং অনুচ্ছেদ।

৫৫। সংবিধানের কত নং অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠিত হওয়ার কথা বলা হয়েছে?

উত্তর। ৭৭ নং অনুচ্ছেদ

৫৬। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরন এর কথা বলা হয়েছে?

উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদ

ডিজিটাল প্রযুক্তি

  • কম্পিউটার এর অংশ প্রধানত ২ প্রকার।

যথাঃ (১) হার্ডওয়্যার        (২) সফটওইয়্যার।

  • হার্ডওয়্যার: কম্পিউটার এর যন্ত্রাংশ গুলোকে হার্ডওয়্যার বলে।

  • সফটওয়্যার: সফটওইয়্যারকে কম্পিউটার এর প্রাণ বলা হয়।

  • ইনপুট ডিভাইস যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটার কে নির্দেশ দেয়া হয় তাকে ইনপুট ডিভাইস ৰলে।

যেমন: মাউস, কীবোর্ড, ওয়েবক্যাম, স্ক্যানার, বারকোড, রিস্কার, জয়স্টিক, মাইক্রোফোন ইত্যাদি।

  • আউটপুট ডিভাইস: যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটার আমাদের ফলাফল প্রদান করে তাদের আউটপুট ডিভাইস বলে।

যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার ইত্যাদি।

  • টাচস্ক্রিন, -CD, DVD, টেপ রেকর্ডার, মডেম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি গুলো ইনপুট ও আউটপুট ২ ভাব্বেই কাজ করে।

  • প্রসেসর কে কমিপউটার এর মস্তিষ্ক বলা হয়।

  • সফটওইয়্যার ২ প্রকার।

যথা: (i) OS= Operating System (যেমন: Windows, Android, Linux, IOS ইত্যাদি।)

(ii) Application Software.

  • RAM = Random Access Memory. (এটি অস্থায়ী মেমোরি।)

  • ROM =Read Only Memory. (স্থায়ী মেমোরি)

  • CD = Compact Disk.

  • DVD = Digital Versatile Disk.

  • MMS = Multimedia Message Service

  • কম্পিউটার এর প্রজন্ম ৫টি।

  • বর্তমান কম্পিউটার গুলো ৪র্থ প্রজন্মের।

  • আকার আকৃতির ভিত্তিতে/ডিজিটাল কম্পিউটার মূলত ৪ প্রকার।

যথা:

(ⅰ) Super Computer, (ii) Mainframe, (iii) Mini Computer, (iv) Micro Computer

  • সবচেয়ে শক্তিশালী কম্পিউটার : Super Computer.

  • কম্পিউটারের ১ম প্রোগ্রামিং ভাষা : FORTRAN.

  • কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটার ভাষা                 : C, C++, Java, Python, PHP.

  • কিছু উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস এর নাম হলো : Aids, Bye Bye, Bad boy,

Cindrella, CIH, I Love You ইত্যাদি।

  • CIH কে মাদার অব অল ভাইরাস” বলা হয়ে থাকে?

  • CPU: Central Processing Unit

  • ALU: Arithmetic Logic Unit (এর কাজ গাণিতিক হিসাব করা)

  • E-GP-এর পূর্ণরুপ কী? : Electronic Government Procurement.

  • RADAR এর পূর্ণরুপ কী? : Radio Detection And Ranging.

  • ৫ম প্রজন্মের কম্পিউটার গুলো হবে Al ভিত্তিক। (Al-Artificial Intelligence)

  • কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ।

  • ৫ম প্রজন্মের কম্পিউটার গুলোতে Natural Language ব্যবহৃত হবে।

  • হাতের তালুর ওপর রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটার কে পামটপ বলে।

  • Windows এর প্রতিষ্ঠাতা-প্রতিষ্ঠান = Microsoft

  • কম্পিউটারের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি অপারেশন কোথায় সংঘটিত হয়?

Arithmetic Logic Unit

  • ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

: তারহীন সংযোগ।

  • বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?

: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে

  • পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করেন?             : এপসন, ১৯৮১

  • মাউসের চাকার সাহায্যে কোন কাজটি খুব সহজে করা যায়? : Scroll through documents

  • কয়েকটি এন্টি ভাইরাসের নাম        : রিভ এন্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকফি, নরটন,

পিসিসিলিন, এভিজি, বিশ্বের

  • প্রথম গণনাযন্ত্রের নামঃ- ABACUS (অ্যাবাকাস)। এটি তৈরী হয় ব্যবিলন এ খ্রিঃপূঃ ৩০০ সালে

  • বিশ্বের ১ম কম্পিউটার প্রোগ্রামারঃ- অ্যাজ অগাস্টা (Ada Augusta)

  • বাংলাদেশে ব্যবহৃত ১ম কম্পিউটার:

IBM-1620 (IBM-International Business Machine) বৃহৎ স্মৃতির আধার, দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, ভ্রমশূন্য ফলাফল।

  • আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য কি?: বৃহৎ স্মৃতির আধার, দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, ভ্রমশূন্য ফলাফল।

  • ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেওয়াকে কী বলে?

: Hacking

  • কম্পিউটার আই.কিউ হচ্ছে : Zero

  • Nano Second বলতে কী বুঝায়: (10) Second

  • শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?: ভারতীয়দের।

  • প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে?: লাইবনিৎস

  • সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?: ইলেকট্রনিক্স

  • বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার এর নাম: ENIAC

  • বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার এর নাম: UNIVAC

  • বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার: ফ্রন্টিয়ার (USA)

  • প্রথম ডিজিটাল/আধুনিক কম্পিউটারের জনক কে?: Howard Aikin

  • কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়?: Silicon

  • আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে কী রয়েছে?: ইন্টিগ্রেটেড সার্কিট (IC)

  • ‘সিলিকন ভ্যালি’ কোথায় অবস্থিত?: ক্যালিফোনিয়া, যুক্তরাষ্ট্র।

  • বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম কী?: MS DOS

  • বহু পরীক্ষার প্রশ্নাবলীর ডেটা ইনপুট দিতে কোন টেকনোলজি ব্যবহৃত হয়?: OMR

  • বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়?: Supermarket এ

  • কোন রংগুলোর সমন্বয়ে রঙিন মনিটরে বিভিন্ন রঙের ছবি তৈরি হয়?: Red, Green and Blue

  • Memory Unit is a part of —–: CPU

  • ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কী বলা হয়?: বিট।

  • কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?: 1024 x 1024

  • কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কী কী? :০ ও ১।

  • Bit Stands for-: Binary Digit.: Binary Digit.

  • কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয় কী দিয়ে?: বিট-এ

  • জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) এর মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে?: ২২ ধরনের।

  • অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?: Secondary storage

  • *জীবনবৃত্তান্ত তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত?: MS Excel

  • ৭আর্থিক পরিসংখ্যান যেমন গড় কর্মচারী বেতন, মোট মজুরি এবং বিক্রনালব্ধ অর্থ বের করতে তোমার কী দরকার হবে?: MS Excel

  • DB’ computer abbreviation usually means-: Database

  • Word Wide Web- এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?:Browser

  • MS word-এ কোনো কিছু Copy করে সেটি Paste করার কমান্ড কী?: Ctrl+V

  • এম, এস ওয়ার্ডে নিচের কোনটির সাহায্যে নতুন প্যারাগ্রাফ তৈরি করা হয়?: Enter

  • বাইনারী সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?: দুইটি।

  • কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যার ওপর প্রতিষ্ঠিত-:০,১

  • বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?: বাইট।

  • Spread sheet প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়?: হিসাব-নিকাশ

  • ডেটা পরিবহনের সর্বাপেক্ষা দূত মাধ্যম কোনটি?: Fiber-optic cable

  • আইফোনের প্রস্তুতকারক কোন প্রতিষ্ঠান?: অ্যাপল কম্পিউটার।

  • অ্যান্ড্রইড কী?: মোবাইল অপারেটিং সিস্টেম।

  • WAN stands for-: Wide Area Network

  • HTML কখন ব্যবহার করা হয়?: ওয়েব পেজ ডিজাইনে।

  • হোম পেজ কী?: তথ্য পরিবেশনা।

  • HTTP404 কী ধরনের সতর্ক বার্তা।: পেজ পাওয়া যাচ্ছে না।

  • কোনটি গুরুত্বপূর্ণ শব্দের সূত্র ধরে ওয়েবসাইট খুঁজে বের করে-: Search engines

  • ই-মেইল ঠিকানায় এর পরের অংশটিকে কী বলে?: ডোমেইন নেম।

  • ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?: জি-মেইল।

  • ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা বলা হয়?: E- commerce

  • বায়োমেট্রিক পদ্ধতিতে সীম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কত তমদেশ।: দ্বিতীয়

  • বাংলাদেশে প্রথম কখন ইন্টারনেট প্রবর্তন করা হয়?: ৪জুন, ১৯৯৬।

  • ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?: ১০-১০০ মিটার।

  • মোবাইল ফোনের জনক কে?: মার্টিন কুপার

  • কিসের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?: অপটিক্যাল ফাইবার।

  • সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?: অপটিক্যাল ফাইবার।

  • Wi MAX একটি- ওইয়্যালেস ব্রডব্যান্ড প্রযুক্তি।

  • কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?: ওয়াই ম্যাক্স।

  • ই-কমার্স সাইট কত সালে প্রতিষ্ঠিত হয়?: ১৯৯৪ সালে।

  • ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কী বলে?: আউট সোর্সিং

  • সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’- এর প্রতিষ্ঠাতা কে?: মার্ক জুকারবার্গ।

  • সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেসবুক’-এর প্রতিষ্ঠাতা কে?: মার্ক জুকারবার্গ।

  • সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?: ২০০৬ সালে।

  • উইকিলিকস এর প্রতিষ্ঠাতা কে?: Julian Assange

  • Julian Assange কে?: আন্তর্জাতিক হ্যাকার

  • কম্পিউটারের মূল মেমোরি তৈরী হয় কী দিয়ে?: সিলিকন।

  • ‘কম্পিউটার বাগ’ কী?: সফটওইয়্যারের অন্তর্নিহিত ভুল। কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হলো- Input, Processing, Output and Storage.

  • Wi MAX-এর পূর্ণরূপ কী?: World wide Interoperability for Microwave Access.

  • VSAT ব্যবহার করা হয়-: ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য।

  • ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানিকে কী বলা হয়?: Internet Service Provider (ISP)

  • ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা যায়: ডেনমার্কের রাজা (Harald Bluetooth এর নামানুসারে)

  • Bluetooth কোন প্রযুক্তি ব্যবহার করে?: Radio Technology

  • GSM-এর পূর্ণরূপ কী?: Global System for Mobile Communication.

  • GPRS-এর পূর্ণরূপ কী?: General Packet Radio Service.

  • টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?: স্টিভ জবসা।

  • ISD-এর পূর্ণরূপ কী?: International Subscriber Dialing.

  • মডেমের মধ্যে যা থাকে তা হলো-: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।

  • অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?: অভ্যন্তরীণ প্রতিফলন।

  • ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কি?: টেলিমেডিসিন।

  • কম্পিউটার সিস্টেম প্রসেসরকে কী বলা হয়?: ব্রেইন

  • মনিটরের কাজ কী?: লেখা ও ছবি দেখা।

  • PDA কী?: Personal digital Assistant

  • কম্পিউটার ইনপুট/আউটপুট দুধরনের কাজই করে কোন ডিভাইসটি?: টাচস্ক্রীন মনিটর।

  • ZIP কী?: Zone Information Protocol.

  • কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়?: Mother Board

  • বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে-: বিডি-নিউজ (Bd-News)

  • সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?: অপটিক্যাল ফাইবার।

  • VSAT বলতে কী বুঝায়?: Very Small Aparture Terminal

  • কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার ওপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?: ভিজিএ কার্ড।

  • com কী ধরনের প্রতিষ্ঠান?: ইন্টারনেট ভিত্তিক দোকান।

  • কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে CAN পূর্ণরূপ কি?: Campus Area Network

  • বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কী?: পিডিপি -১।

  • ‘দোয়েল ‘ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান-টেসিস।

  • VDU এর পূর্ণরূপ কী?: Visual Display Unit.

  • Windows Operating System নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?: Microsoft.

  • EVM এর পূর্ণরূপ কী?: Electronic Voting Machine.

  • ‘বাংলাদেশে সাইবার আর্মি’ কী?: বাংলাদেশি হ্যাকারদের একটি গ্রুপ।

ড. মুহাম্মদ ইউনুস

জন্ম তারিখ

১৯৪০ সালের ২৮ জুন

জন্য স্থান

চট্টগ্রামের হাটহাজারির কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে

বংশ

সওদাগর

পিতা

হাজী দুলা মিয়া সওয়াগর

মাতা

সুফিয়া খাতুন

ভাই-বোন

নয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।

ধর্ম

ইসলাম

শৈশবকাল

শৈশব কাটে বাখুয়া গ্রামে

শিক্ষা ও শিক্ষকতা

মেট্রিকুলেশন পরীক্ষা

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মুহম্মাদ ইউনুস মেধা তালিকায় ১৬তম স্থান।

স্কাউট জাম্বোরি

১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডায় জাম্বেরিতে অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

১৯৫৭ সালে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি এবং সেখান থেকেই ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন।

গবেষণা সহকারী

পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্স-এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে।

প্রভাষক

১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন।

স্কলারশিপ

১৯৬৫ সালে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান।

পিএইচডি

ভেন্ডারবিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন।

সহকারী অধ্যাপক

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসিস্টেস ইউনিভাসিটিতে শিক্ষকতা করেন।

নাগরিক কমিটি প্রতিষ্ঠা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন করতে বাংলাদেশ এনফরমেশন সেন্টার পরিচালনা করেন। এছাড়া বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।

সহকারী অধ্যাপক

১৯৭২ সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক

১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীতহন এবং ১৯৮৯ সালপর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।

ইউনুস সামাজিক ব্যবসা-গ্লোবাল ইনিশিয়েটিভস

২০১১ সালে ফেব্রুয়ারিতে ইউনুস, সান্ধিয়া ব্রইস্টেন, সোফি আইজেনম্যান এবং হ্যান্স রাইটজের সাথে একত্রে ইউনুস সামাজিক ব্যবসা–গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন।

চ্যান্সেলর

২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা

নবযুগ তেভাগা খামার

• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুবাল ইকনোমিকস প্রোগ্রামের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস তখন জোবরা এবং সংলগ্ন গ্রাম গুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা যার নাম ছিল নবযুগ তেভাগা খামার।

• সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনুস।

• তিনি বলেছিলেন, “জমি যার সে ফসলের তিন ভাগের এক ভাগ পাবে। আর যে বীজ দেখে সার দেবে সে পাবে এক ভাগ। আর যে চাষ করবে, পানি দেবে সে পাবে এক ভাগ। এরকম করে আমরা যাত্রা শুরু করেছিলাম।

গ্রামীণ ব্যাংকের ভিত্তি

• গ্রামের অবহেলিত নারী ও পুরুষ কৃষকদের খামার থেকেই ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে।

* ইউনুস তার নিজের টাকা থেকে ২৭ মার্কিন ডলার ঋণ দেন গ্রামের ৪২জন মহিলাকে, যারা প্রতি ঋণে ০.৫০ টাকা (০.০২ মার্কিন ডলা) লাভ করেন। যেজন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা

 

‘ক্ষুদ্রঋণ নামে সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীন ব্যাংকের।

মূল উদ্দেশ্য

* গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে।

নোবেল পুরস্কার

* ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক।

রাজনৈতিক জীবন

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

* অধ্যাপক ইউনুস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

* তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাগরিক শক্তি

* ২০০৭ সালের ১৮ ফ্রেব্রুয়ারি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দেন।

* ৩ মে অধ্যাপক ইউনুস তৎকালীন তত্ত্ববধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমেদের সাথে বৈঠকের পর তার রাজনৈতিক পরিকল্পনা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

অন্তর্বতীকালীন সরকারের প্রধান

* ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়.

* ৮ আগস্ট ২০২৪ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।

সম্মাননা ও পুরস্কার

ডক্টরেট ডিগ্রি

বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে৬২ টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন।

১৯৮৪ সাল

রামোন ম্যাগসেসে পুরস্কার, ফিলিপাইন।

১৯৮৭ সাল

স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশ।

১৯৯৮ সাল

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার।

২০০৪ সাল

ফিলাডেলফিয়ার হোয়ার্টন স্কুল অব দ্যা ইউনিভাসিটি অব পেন্সিলভেনিয়া তাকে গত ২৫ বছরে ২৫ জন সবচেয়ে প্রভাবশালী ব্যাবসায়িক ব্যক্তিদের মধ্য একজন” হিসেবে নির্বাচন করে।

২০০৬ সাল

নোবেল শান্তি পুরস্কার।

২০০৬ সাল

টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ ১২ জন ব্যবসায়িকনেতার মধ্যে স্থান দেয়, তাকে” এশিয়ার ৬০ বছরের নায়ক দের মধ্যেও অন্তর্ভুক্ত করে।

২০০৮ সাল

ইউনুসকে যুক্তরাজ্যের ‘প্রসপেষ্ট ম্যাগাজিন’ এবং যুক্তরাষ্ট্রের ‘ফরেন পলিসি’কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ ১০০ জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মদ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়।

২০০৯ সাল

ইউনুস গ্লোভাকিয়ার ইনফরমাল ইকোনামিকফোরম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন রিয়াটেক অ্যাওয়ার্ড পান।

২০০৯ সাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ।

২০১০ সাল

কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভ।

২০২১ সাল

ইউনুস ক্রীড়া ইউনুস স্পোর্টস হাবের মাধ্যমে) উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের অলিম্পিক লরেল পুরস্কার পান।

২০২১ সাল

ইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়।

ড. মুহাম্মদ ইউনুস হলেন মাত্র সাতজন ব্যাক্তিরএকজন, যিনিনোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড পেয়েছেন।

  • সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘হল অব ফেইম’এ অন্তর্ভুক্ত হয়েছেন কে?

উত্তর: সেনাবাহিনী প্রধান জেনারেল ওযাকার-উজ-জামান

  • বিশ্ব নিউমোনিয়া দিবস কবে?

  • উত্তর: ১২ নভেম্বর

  • ফিফার বর্তমান প্রেসিডেন্ট কে?

  • উত্তর: জিয়ান্নি ইনফফান্তিনো

  • ২০২৪ সালে আরব লীগ ও ওআইসির যৌথ সম্মেলন কোথায় হচ্ছে?

  • উত্তর: রিয়াদ, সৌদি আরব।

  • বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্মসিটি কোথায় অবস্থিত?

  • উত্তর: গাজীপুরের কবিরপুর

  • সূভা কোন দেশের রাজধানীর?

  • উত্তর: ফিজি

  • কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?

  • উত্তর: জাপান

  • জাপানের পার্লামেন্টের নাম কী? উত্তর: ন্যাশনাল ডায়েট

  • বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ পলিথিন নিষিদ্ধ করে?

  • উত্তর: ময়মনসিংহ

  • সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি ইলেকটোরালভোট পেয়েছে?

উত্তর: ৩১২ টি।

  • সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে কোন দেশ সরে দাঁড়িয়েছে? উত্তর: কাতার

  • শহীদ নূর হোসেন দিবস কবে? উত্তর: ১০ নভেম্বর

  • দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা তৈরি করেছে কোন মন্ত্রণালয়?

উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়

  • রাষ্ট্রযন্ত্রের বৈষম্য দূরীকরণে বাংলাদেশে বর্তমানে কাজ করছে কতটি কমিশন?

উত্তর: ১১ টি কমিশন

  • ইন্টারপোলার সদস্য দেশ কতটি?

  • উত্তর: SU ARE

  • বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কতজন?

  • উত্তর: ২৪ জন

  • জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের বর্তমান সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি?

উত্তর: কুয়েটি দিনার

  • ট্রানজিশনাল প্রেসিডেন্দশিয়াল কাউন্সিল (টিপিসি) কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর: কুয়েতি দিনার

  • নানকার বিদ্রোহ কি আন্দোলনছিল? উত্তর: কৃষক আন্দোলন

  • সম্প্রতি কোন বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্ধোধন করা হয়েছে?

উত্তর: হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

  • প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিককাল কত?

  • উত্তর: ১৯১৪-১৯১৮

  • OIC এর সদরদপ্তর কোথায়?

  • উত্তর: জেদ্দা, সৌদি আরব

  • শীলঙ্কার ক্ষমতাসীন জোটের নাম কি?

  • উত্তর: ন্যাশনাল পিপলস পাওয়ার

  • পোপ ফ্রান্সিস থ্রি জিরো ক্লাব কোথায় গঠন করা হয়েছে?

  • উত্তর: ইতালির রোমে

  • সিএসআইআর কোন দেশ ভিত্তিক মুসলিম নাগরিকঅধিকার সংস্থা? উত্তর: যুক্তরাষ্ট্র

  • বে অব বেঙ্গল কনভারসেশন কোথায় হচ্ছে?

  • উত্তর: ঢাকায়

  • মণিপুরীদের প্রধান উৎসব কোনটি?

  •   উত্তর: রাস উৎসব

  • দাহিয়া কোন দেশের শহর? উত্তর: লেবানন

  • বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পাওয়া গেছে?

  • উত্তর: প্রশান্ত মহাসাগরে

  • ২০২৪ সালে ১৯তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  • উত্তর: ব্রাজিল

  • বাংলাদেশে কত সালে রোহিঙ্গা সংকটের শুরু হয়?

  • উত্তর: ১৯৭৮ সালে

  • ৩১তম APEC সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

  • উত্তর: পেরু ।

  • WTO ‘র বর্তমান সদস্য দেশ কয়টি?

  • উত্তরঃ ১৬৬টি।

  • ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কতো তম?

  • উত্তর: ৩৫তম।

  • 2024 সালে ইউএস ওপেনের পুরুষ এককে চাম্পিয়ন হয় কে?

  • উত্তর: ইয়ানিক সিনার।

  • One nation, one election কোন দেশের সাথে সংশ্লিষ্ট?

  • উত্তর: ভারত

  • ধামাইট ব্যবহার করে তৈরী ড্রাগন ড্রোন কোন দেশের?

  • উত্তর: ইউক্রেন।

  • বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে?

  • উত্তর: ৬ জুলাই।

  • 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • উত্তর: ভেনমার্ক।

  • স্থায়ী সালিশি আদালতের, বর্তমান সদস্য দেশ কয়টি?

  • উত্তর 124 টি।

  • ২০২৪ সালের নোবেল পুরস্কার প্রাপ্ত “দ্যা ভেজিটেরিয়ান” এর বাংলা অনুবাদক-

উত্তর: নীলিমা রশীদ তৌহিদা।

  • অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম-The Sveriges Riksbank Prize

  • ২০২৪ সালের জরিপ অনুসাওে সুন্দরবনের বাঘের সংখ্যা-

  • উত্তর: ১২৫ টি।

  • হান ক্যাং এশিয়ার কততম মহিলা হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন- উত্তর: ১ম।

  • COP 29- এ বাংলাদেশী কোন ডকুমেন্টারি দেখানো হবে-

উত্তর: সামুল ইসলাম স্বপনের লতিকা”।

  • এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান সদস্য-

  • উত্তরঃ ৬৯টি

  • বিশ্বের প্রথম AI ইউনিভাসিটি- Mohamed bin Zayed University of Artificial intelligence (MBZUAL) in Abu Dhabi

  • Business Ready শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে-

  • উত্তর: বিশ্বব্যাংক

  • ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে-

  • উত্তর: নভেম্বর ২০২৪ সালে।

  • পাট থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগের নাম কী?

  • উত্তর: সোনালী ব্যাগ

  • সম্প্রতি দেশের কোথায় গ্রিন হাউস নির্গমন নিরুপণ ল্যাব তৈরী হয়েছে?

  • উত্তর: বরিশালে।

  • ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

  • উত্তর: বাংলাদেশ।

  • সাধারণ বীমা গঠিত হয় কত সালে?

  • উত্তর: ১৯৭০ সালের ১৪ মে।

  • সীমান্তের অচলাবস্থা দূর করতে ভারত-চীন কবে চুক্তি সাক্ষর করে?

উত্তর: ২১ অক্টোবর, ২০২৪।

  • এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?

  • উত্তর: হান ক্যাং।

  • Business Ready শীর্ষক প্রতিবেদন করে কোন সংস্থা?

  • উত্তর: বিশ্বব্যাংক

  • দেশের সর্বকনিষ্ঠ আন্তজার্তিক মাস্টার কে?

  • উত্তর: মনন রেজা।

  • বাংলাদেশের নির্বন্ধিত রাজনৈতিক দল ৫৩ টি। (সর্বশেষ গণসংহতি দল: প্রতিক। মাথাল)

  • বুকার পুরস্কার ২০২৪ লাভ করেন-

  • উত্তর: সামান্তা হার্ভে (গ্রন্থ: অরবিটাল)

  • ইন্টারন্যাশরাল বুকার ২০২৪ লাভ করেন- উত্তর: জেনি এরপেনবেক (জার্মানি)

  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল- উত্তর: সলোমন দ্বীপপুঞ্জ (প্রশান্ত মহাসাগর)

  • সম্প্রতি কিউবায় আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝরের নাম-

  • উত্তর: “অস্কার”।

  • বিশ্ব বানিজ্য সংস্কার (WTO) বর্তমান সদস্য-

  • উত্তর: ১৬৬ টি।

  • সাধারন বীমা কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান-

  • উত্তর: মোহাম্মদ জয়নুল বারী।

  • ন্যাটোর মহাসচিব- উত্তর: মার্ক রুটে (নেদারল্যান্ডস)

  • মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ৫০ টি।

উত্তরঃ (বৃহত্তম-চাকমা, ক্ষুদ্রতম-ভিল)

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাসে শীর্ষ বিভাগ-

  • উত্তর: চট্টগ্রাম।

  • সেভেন সিস্টার্স- ভারতের উত্তর-পূর্বঞ্চলের সাতটি বাজ্যকে একত্রে বলা হয়।

  • জাতিসংঘে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি-

উত্তর: সালাউদ্দিন নোমান চৌধুরী।

  • COP-29 অনুষ্ঠিত হয়- উত্তর: বাকু, আজারবাইজান।

  • আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক- মুশফিকুর রহমান।

  • ২০২৪ সালে প্যারিস প্যারালিম্পিকে সর্বধিক সোনা জিতে-

  • উত্তর: চীন (১৪টি)।

  • শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম-

  • উত্তর: হরিনি অমরসুরিয়া।

  • S120 B-সুইডেনের গোয়েন্দা বিমান।

  • প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (NAC)।

  • আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম-

  • উত্তর: শ্রী বিজয় পুরম।

  • কাসালং নদী কোন জেলায় অবস্থিত? উত্তর রাঙ্গামাটি।

  • বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক- উত্তর: অধ্যাপক মোহাম্মদ আজম।

  • IMF-এর ২০২৪ সালের মাথাপিছু জিডিপি অনুযায়ী বিশ্বের দরিদ্রতম- দক্ষিন সুদান।

  • ইউনুস সেন্টার চালু হয়- উত্তর: ২০০৮ সালে।

  • বর্তমান BSTI অনুমোদিত পণ্যের সংখ্যা কয়টি? উত্তর: 10g

  • ২০২০-২০২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশী চা রপ্তানি করে কোন দেশে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত

  • বর্তমানে বাংলাদেশে কয়টি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে?

  • উত্তর: ১৪৪ টি।

  • ঘূর্ণিঝড় ‘দানা’ শব্দের অর্থ কী?

  • উত্তর: মুক্তো (আরবি শব্দ।

  • ‘মার্কাডা’ ট্যাঙক কোন দেশের তৈরি?

  • উত্তর: ইসরায়েল।

  • বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ কে?

উত্তর: ফিলিপ ভেরান্ট সিমল।

  • সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে?

  • উত্তর: মিসর কে।

  • নেভাতিম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?

  • উত্তর: ইসরায়েল।

  • মুনসুন রেজ্যুলেশন কোন দেশের সাথে সম্পৃক্ত?

  • উত্তর: বাংলাদেশ।

  • বিশ্বের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয় কোন দেশে?

  • উত্তর: যুক্তরাজ্য।

  • বর্তমানে দেশে নদী বন্দর কয়টি?

  • উত্তর: ৫৩ টি।

  • ব্রিকসের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে- ২২-২৪ অক্টোবর, রাশিয়ার কাজানে।।

  • বর্তমানে দেশে বিদ্যুৎকেন্দ্র আছে-

  • উত্তর: ১৪৪ টি।

  • ড. মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম-

  • উত্তর: নাগরিক শক্তি।

  • ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন-

  • উত্তর: ১৯৮৭ সালে।

  • বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে-

  • উত্তরঃ ৭২৪ টি।

  • বিশ্বের সবচেয়ে সুখী দেশ-

  • উত্তর: আইসল্যান্ড

  • সম্প্রতি সুন্দরবনে বাঘ গণনার কোন পদ্ধতিতে হয়েছে?

উত্তর: ক্যামেরা ট্রাকিং। (মোট বাঘ। ১২৫ টি)

  • পিএসসি-র নতুন চেয়ারম্যান- অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন।

  • জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ-

  • উত্তর: ভারত

  • বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয়-

  • উত্তর: সৌদি আরবে।

  • SVRS ২০২৩ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী স্বাক্ষরতার হারে শীর্ষ জেলা-

উত্তর: পিরোজপুর (৯০.৬%)

  • দেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা-

  • উত্তর: ২২৯টি।

  • ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

  • উত্তর: মিশেল বার্নিয়ের

  • ২০২৪ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন-

  • উত্তর: বাংলাদেশ।

  • জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সাধারণ পরিষদের অধিবেশনে আসন পায়-

উত্তর: ফিলিস্তিন। (পর্যবেক্ষক দেশ ২ টি। (১) ফিলিস্তান (২) ভ্যাটিকান সিটি।

  • ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ-

  • উত্তর: ভারত।

  • প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ-

  • উত্তর: ভারত।

২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ-

উত্তর: ভারত।

  • “খাড” কোন দেশের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা?

  • উত্তর: যুক্তরাষ্ট্র।

  • বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির।

উত্তর: মাগুরি, নাগা, মুর, পিগামি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রস্তুতি।

  • ‘ওয়ানগালা’ উৎসব কাদের? উত্তর: গারোদের।

  • মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?

  • উত্তর: গারো।

  • গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে?

  • উত্তর: ময়মনসিংহে।

  • ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব?

  • উত্তর: চাকমাদের।

  • ‘মুক্তিবেটী’ হিসেবে খ্যাত কাঁকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিলেন?।

উত্তর: খাসিয়া। (বাড়ি সিলেট জেলায়)

  • উপজাতি সাংস্কৃতি কেন্দ্রর ‘বিরিশিরি’ কোথায় অবস্থিত?

  • উত্তর: নেত্রকোণা।

  • বাংলাদেশে কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী?

  • উত্তর: পাঙন।

  • বাংলাদেশের উপজাতিরা কে কোন জেলায় বাস করে তা নিম্নে দেয়া হল:

গারো = ময়মনসিংহ জেলায়।

হাজং = ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায়।

চাকমা = রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা।

সাঁওতাল = রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়।

ওরাওঁ = রাজশাহী ও দিনাজপুর জেলায়।

রাখাইন = পটুয়াখালী ও কক্সবাজার।

মারমা = বান্দরবান (চিম্বুক পাহাড়ের পাদদেশে)।

পাঙন = মৌলভীবাজার।

খাসিয়া = সিলেট।

মনিপুরী = সিলেট।

ত্রিপুরা/টিপরা পার্বত্য চট্টগ্রাম।

উপজাতি

অবস্থান

আফ্রিদি

পাকিস্তান

(i) শেরগা (ii) গুর্খা

নেপাল

জুল

দক্ষিণ আফ্রিকা

কুর্দি

সিরিয়া, ইরাক, ইরান

রেড ইন্ডিয়ান

আমেরিকা

মাউরি

নিউজিল্যান্ড

হুতু ও তুতসি

রুয়ান্ডা ও বুরুন্তি

এস্কিমো

সাইবেরিয়া (রাশিয়া)

(i) নাগা (ii) ঠোডা (iii) বেদে

ভারত

ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?

উত্তরঃ বৈসুক।

  • মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?

  • উত্তর: সাংগ্রাই

  • চাকমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?

  • উত্তর: বিষ্ণু।

  • গারো উপজাতির কোন ধর্মাবলম্বী?

  • উত্তর: খ্রিস্টান ধর্মাবলম্বী

  • সাঁওতালদের প্রধান উৎসবের নাম কী?

উত্তর: প্রধানত প্রকৃতি পূজারি (বর্তমানে অনেক খ্রিস্টানধর্মে রূপান্তরিত হচ্ছেন)

  • রাখাইন উপজাতির বর্ষবরণ উৎসবের নাম কী?

উত্তর: সাংগ্রাং (যার অপর নাম ‘জলকেলি’)

  • ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ কবে?

  • উত্তরঃ ৯ আগস্ট।

  • ‘বাওয়ালি’ কারা?

উত্তরঃ সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী।

  • সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কবে?

  • উত্তর: ১৮৫৫ সালে।

  • পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত?

  • উত্তর ১১ টি।

  • সরকারি হিসাব অনুসারে, বাংলাদেশে মোট কতটি উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে?

উত্তর: ৫০ টি (সূত্র: সরকারি গেজেট, ২৩ মার্চ ২০১৯ অনুযায়ী।

  • ‘চাকমা’ শব্দের অর্থ কী? উত্তর: মানুষ।

  • বিখ্যাত কয়েকটি বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক

আবিষ্কার

আবিষ্কারক

আবিষ্কার

আবিষ্কারক

উড়োজাহাজ

আরভিল ও উইলবার রাইট

ব্যারোমিটার

ই.টরিসেলি

কম্পিউটার

চার্লস ব্যাবেজ

বাষ্পচালিত ইঞ্জিন

জেমস ওয়াট

ক্যামেরা

জাইস

বেতার যন্ত্র

মার্কনী

চলচ্চিত্র যন্ত্র

টমাস আলভা এডিসন

বৈদ্যুতিক বাল্ব

টমাস আলভা এডিসন

টেলিগ্রাফ

এফ.বি.মোর্স

বৈদ্যুতিক ব্যাটারী

ভোল্টা

টেলিস্কোপ

গ্যালিলিও

রকেট

উইলিয়াম কংগ্রীত

টেলিভিশন

জন.এল বেয়ার্ড

রাডার

এ এইচ টেলর ও এল.সি. ইয়ং

টেলিফোন

আলেকজান্ডার জি. গ্রাহাম বেল

রিভলভার

কোল্ট

ডিনামাইট

আলফ্রেড, বি. নোবেল

রকেট ইঞ্জিন

গড্‌ডজার

* বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও এর ব্যবহার—-

তাপমাত্রা পরিমাপক যন্ত্র

থার্মোমিটার

মানবদেহের রক্ত চাপ নির্ণয়ক যন্ত্র

স্পিগমোম্যানোমিটার

বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ের যন্ত্র

অ্যামিটার

ব্যারোমিটার দ্বারা নির্ণয় করা হয়।

বায়ুমন্ডলের চাপ

উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়

অলটিমিটার

গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র

ম্যানোমিটার

বৃষ্টি পরিমাপের জন্য ব্যবহৃত হয়

রেনগেজ

উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র

ট্যাকোমিটার

ক্রনোমিটার হচ্ছে

সময় নির্ণয়ক যন্ত্র

মোটর গাড়ীর গতি নির্ণয়ক যন্ত্র

ওডোমিটার

ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র

সিসমোগ্রাফ

শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র

অডিও মিটার

উত্তাপ পরিমাপক যন্ত্র

ক্যালরিমিটার

জাহাজে সময় নিরূপনের জন্য ব্যবহৃত হয়

ক্রনোমিটার

সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র

ফ্যাদোমিটার

বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র

অ্যানিমোমিটার

দুধের ঘনত্ব নির্ণয়ক যন্ত্র

ল্যাক্টমিটার

হৃৎপিন্ড এবং ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র

স্টেথস্কোপ

হৃদপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র

ক্যার্ডিওগ্রাফ

গাড়ির অবস্থান নির্ণয়ক যন্ত্র

জিপিএস

শ্রবণ শক্তিরউন্নতির জন্য ব্যবহৃত হয়

অডিও ফোন

রেডিও তরঙ্গের সাহায্যে গতিশীল বস্তুর উপস্থিত বা লক্ষ্য নির্ণয়ক যন্ত্র

রাডার

খেলাধুলার আসর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য-২০২৪

বিশ্ব অলিম্পিক গেমস

  • ৩৩তম বিশ্ব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়—– ২০২৪ সালে, প্যারিস, ফ্রান্স

  • ১৪তম বিশ্ব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে —– ২০২৮ সালে, লস এজেলস যুক্তরাষ্ট্র।

(11896 সালে এথেন্সে প্রথম আধুনিক গেমস অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছরপর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এর দুটো প্রকরণ গ্রীষ্ম এবং প্রত্যেক দুই বছর পর পর হয়ে থাকে, যার অর্থদাঁড়ায় প্রায় প্রত্যেক দুই বছর পর পর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়)।

কমনওয়েলথ গেমস

  • ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় —– ২০২২ সালে, বার্মিংহোম, যুক্তরাজ্য।

  • ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে —— ২০২৬ সালে, ভিক্ট্রোরিয়া, অস্ট্রেলিয়া।

(প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে কানাডায়। ৪ বছর পর পর এই গেমস অনুষ্ঠিত হয়।)

বিশ্বকাপ ফুটবল

  • ২২ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে —– ২০২২ সালে, কাতার (চ্যাম্পিয়ন-আজেন্টিনা, রানার্সআপ-ফ্রান্স।)

  • ২৩ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে —– ২০২৬ সালে, যুক্তরাষ্ট্র-কানাডা ও ম্যাক্সিকো।

(বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়১৯৩০ সালে। চার বছর পর পর বিশ্বকাপফুটবল অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ  ফুটবলের বর্তমান ট্রাফির নাম ‘ফিফা বিশ্বকাপ’। ফিফা বিশ্বকাপ পূর্বে জুলে রিমে কাপ নামে পরিচিত ছিল। বিশ্বকাপ ফুটবল সর্বাধিক পাঁচবার জয় করেছে ব্রাজিল। ২য় সর্বাধিক চারবারবিশ্বকাপ ফুটবলজয় করেছেজার্মানি এবং ইতালি।)

বিশ্বকাপ ক্রিকেট

  • ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় —– ২০২৩ সালে, ভারত (চ্যাম্পিয়ন-অস্ট্রেলিয়া, রানার্সআপ-ভারত)।

  • ১৪ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় —– ২০২৭ সালে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় যৌথভাবে হবে।

[ ১৯৭৫ সালের জুনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটঅনুষ্ঠিত হয়। প্রতিচার বছর পরপর ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়]

  • ৯তম T-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র।

  • ১০তম 1-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় —– ২০২৬ সালে, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে

আয়োজন করবে। [২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম 1-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

প্রথম আসবে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য যে, ২০০৫ সালে প্রথম 1-20

খেলা শুরু হয়েছিল।]

ICC চ্যাম্পিয়ন ট্রফি

  • ৮তম ICC চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয় —– ২০১৭ সালে ইংল্যান্ড এবংওয়েলসে (চ্যাম্পিয়ন

পাকিস্তান)।

  • ৯তম ICC চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে ২০২৫ সালে পাকিস্তানে।

(ICC চ্যাম্পিয়ন ট্রফি, মূলত আইসিসি নকআউট ট্রফি নামে পরিচিত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত একটি চতুর্বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট। 1998 সালে উদ্বোধন করা হয়।)

৭ম সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়

  • অনুষ্ঠিত হয়: ১৭-৩০ অক্টোবর, ২০২৪ (স্বাগতিক/Host Country: নেপাল)।

  • ভেন্যু: ১ টি (দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল) অংশগ্রহণ করে: SAFF

সদস্যভুক্ত ৭ টিদেশ।

  • চ্যাম্পিয়ন: বাংলাদেশ (২য় বারের মতো)। রানার্সআপ: নেপাল (৬ষ্ঠ বারের মতো)।

বাংলাদেশ নেপাল ২-১ গোলেপরাজিত করে।

ফাইনালে গোলকারী ২ বাঘিনী

সেরা গোলকিপার

অধিনায়ক

মানিকা চাকমা (১ম গোল)

ঋতুপর্ণা চাকমা (সেরা)

রূপনা চাকমা

সাবিনা খাতুন

  • একনজরে সাফ নারী চ্যাম্পিয়নশিপঃ

  • আয়োজক: South Asian Football Federation (SAFF).

  • ১ম অনুষ্ঠিত হয়। ২০১০ সালে (স্বাগতিক: বাংলাদেশ)। চ্যাম্পিয়ন হয়: ভারত।

  • সর্বাধিক ৫ বার চ্যাম্পিয়ন। ভারত (২০১০, ২০১২, ২০১৪,২০১৬, ২০১৯)।

  • ২য় সর্বাধিক। ৫ বার চ্যাম্পিয়ন। বাংলাদেশ (২০২২, ২০২৪-সর্বশেষ)।

  • একনজরে সাফ নারী চ্যাম্পিয়নশিপঃ

  • আয়োজক: South Asian Football Federation (SAFF).

  • ১ম অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে (স্বাগতিক: পাকিস্তান)। চ্যাম্পিয়ন হয়। ভারত।

  • সর্বাধিক ৯ বার চ্যাম্পিয়ন ভারত (২য় সর্বাধিক ২ বার চ্যাম্পিয়ন। মালদ্বীপ)।

  • বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় ১ বার (২০০৩ সালে ৫ম সাফ গেমসে)।

South Asian Football Federation (SAFF): প্রতিষ্ঠাকল: ১৯৯৭। সদস্য দেশ:৭টি (সার্কভুক্তদক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ৭ টি দেশ), আফগানিস্থান সদস্য নয়। ২০১৫ সালে সাফ থেকে বের হয়ে Central Asian Football Association (CAFA)’তে যোগদান করে।

  • খেলাধুলা বিষয়ক আগাম বার্তা

খেলাধুলা বিষয়ক আগাম বার্তা

সাল

খেলার নাম

তম

আয়োজক দেশ

২০২৮

অলিম্পিক গেমস

৩৪

লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

২০৩২

৩৫

ব্রিজবেন, অস্ট্রেলিয়া

২০২৬

বিশ্বকাপ ফুটবল

২৩

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো [অংশগ্রহণ: ৪৮ টি দেশ।

২০৩০

২৪

মরক্কো, স্পেন, পর্তুগাল [অংশগ্রহণ:৪৮ টি দেশ।

২০৩৪

১৫

সৌদিআরব

জেনে রাখা ভাল: প্রথমবারের মতো ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ৩ মহাদেশের ৬ টি দেশ। ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। প্রথম ৩ টি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। ১৯৩০ সালের প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়েকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালে শতবর্ষী বিশ্বপকাপ ফুটবল উরুগুয়েতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ১৯৩০ সালে আজেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। সেই কারণে মেসির দেশেও ২০৩০ সালে হবে বিশ্বকাপের ম্যাচ।

২০২৭

নারী বিশ্বকাপ ফুটবল

১০

ব্রাজিল (১ম বারের মতো)

২০২৫

ICC Mens Champions Trophy

পাকিস্তান (৮টি দেশ অংশগ্রহণ করবে)

২০২৬

শীতকালীন অলিম্পিক

২৫

মিলান, ইতালি

২০২৭

বিশ্বকাপ ক্রিকেট

১৪

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের নামিবিয়া

২০৩১

১৫

ভারত ও বাংলাদেশ

২০২৫

নারী বিশ্বকাপ ক্রিকেট

১৩

আয়ারল্যান্ড

২০২৯

১৪

ভারত

২০২৬

T-20 বিশ্বকাপ ফুটলল ক্রিকেট

১০

ভারত ও শ্রীলঙ্কা

২০২৮

১১

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

২০২৬

T-20 নারী বিশ্বকাপ ক্রিকেট

১০

ইংল্যান্ড ও ওয়েলস

২০২৬

এশিয়ান গেমস

২০

আইচি ও নাগোয়া, জাপান

২০২৭

এশিয়া কাপ

——–

বাংলাদেশ

২০২৭

২য় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক: শ্রীলঙ্কা।

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

ক্যাডেট ভর্তি প্রস্তুতি সাধারণজ্ঞান সম্পূর্ণ অংশ

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.