<h1><strong>ভারতচন্দ্র রায়গুণাকর</strong></h1> <h5>১। কবি ভারতচন্দ্রের উপাধি কি?</h5> <h5>-রায়গুণাকর।</h5> <h5>২। ভরশুট পরগনার পান্ডুয়া গ্রামের জন্মগ্রহণ করেন?</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>৩। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>৪। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>৫। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন?</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>৬।'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি কোন কবির রচনায় পাওয়া যায়?</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>৭।'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেন-</h5> <h5>-ঈশ্বরী পাটনি।</h5> <h5>৮।'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি কোন কাব্যে পাওয়া যায়?</h5> <h5>-অন্নদামঙ্গল।</h5> <h5>৯। 'বড়র পিরিতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ' চরণ দুটি কার রচনা-</h5> <h5>-ভারতচন্দ্র রায়গুণাকর।</h5> <h5>১০। মধ্যযুগের শেষ কবি কে?</h5> <h5>-ভারতচন্দ্র।</h5> <h5>১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?</h5> <h5>-১৭৬০ সালে।</h5> <h1><strong>এন্টনি ফিরিঙ্গি</strong></h1> <h5>১।এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?</h5> <h5>-কবিগান।</h5> <h5>২।এন্টনি ফিরিঙ্গি কোন শতকের কবি?</h5> <h5>-আঠার।</h5> <h5>৩। এন্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি?</h5> <h5>-এন্টনি হ্যান্সম্যান।</h5> <h5>৪। এন্টনি ফিরিঙ্গি মারা যান-</h5> <h5>-১৮৩৬ খ্রিস্টাব্দে।</h5> <h1><strong> উইলিয়াম কেরি</strong></h1> <h5>১। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন?</h5> <h5>-উইলিয়াম কেরি।</h5> <h5>২। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-</h5> <h5>-উইলিয়াম কেরি।</h5> <h5>৩। 'কথোপকথন' গ্রন্থটি কার রচনা?</h5> <h5>-উইলিয়াম কেরি।</h5> <h5>৪। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কোনটি?</h5> <h5>-কথোপকথন।</h5> <h5>৫। 'ইতিহাসমালা'র লেখক কে?</h5> <h5>-উইলিয়াম কেরি।</h5> <h5>৬। ১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন?</h5> <h5>-উইলিয়াম কেরি।</h5> <h1><em><strong>রামরাম বসু</strong></em></h1> <h5>১। কেরী সাহেবের মুনশি বলা হয় কাকে?</h5> <h5>-রামরাম বসুকে।</h5> <h5>২। বাঙালির লেখা বঙ্গক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?</h5> <h5>-রাজা প্রতাপাদিত্য চরিত্র।</h5> <h5>৩। 'লিপিমালা' রচনা করেছেন-</h5> <h5>-রামরাম বসু।</h5> <h5>৪।'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-</h5> <h5>-রামরাম বসু।</h5> <h1><em><strong> লালন সাঁই</strong></em></h1> <h5>১। 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়' পঙক্তিটির উৎস কি?</h5> <h5>-লালন গীতি।</h5> <h5>২।'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়' পঙক্তিটি কার রচনা?</h5> <h5>-লালন ফকির।</h5> <h5>৩। বাউল গানের বিশেষত্ব কি?</h5> <h5>-আধ্যাত্ম্য বিষয়ক।</h5> <h5>৪। বাউল মতের প্রতি শিক্ষিত মহল কে উৎসুক করে তোলেন কে?</h5> <h5>-রবীন্দ্রনাথ ঠাকুর।</h5> <h5>৫। 'আপনার ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা' চরণ দুইটির রচয়িতা কে?</h5> <h5>-লালন শাহ।</h5> <h2>সবগুলো প্রশ্ন দেখতে এখানে<a href="https://eduexplain.com/wp-content/uploads/2025/01/bangla-job-1.pdf"> ক্লিক করুন</a></h2>