Tuesday, March 11, 2025

চাকরির পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

READ ALSO

ভারতচন্দ্র রায়গুণাকর

১। কবি ভারতচন্দ্রের উপাধি কি?
-রায়গুণাকর।
২। ভরশুট পরগনার পান্ডুয়া গ্রামের জন্মগ্রহণ করেন?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৩। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৪। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৫। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৬।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি কোন কবির রচনায় পাওয়া যায়?
-ভারতচন্দ্র রায়গুণাকর।
৭।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এ প্রার্থনাটি করেছেন-
-ঈশ্বরী পাটনি।
৮।’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি কোন কাব্যে পাওয়া যায়?
-অন্নদামঙ্গল।
৯। ‘বড়র পিরিতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ’ চরণ দুটি কার রচনা-
-ভারতচন্দ্র রায়গুণাকর।
১০। মধ্যযুগের শেষ কবি কে?
-ভারতচন্দ্র।
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
-১৭৬০ সালে।

এন্টনি ফিরিঙ্গি

১।এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
-কবিগান।
২।এন্টনি ফিরিঙ্গি কোন শতকের কবি?
-আঠার।
৩। এন্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি?
-এন্টনি হ্যান্সম্যান।
৪। এন্টনি ফিরিঙ্গি মারা যান-
-১৮৩৬ খ্রিস্টাব্দে।

 উইলিয়াম কেরি

১। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন?
-উইলিয়াম কেরি।
২। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
-উইলিয়াম কেরি।
৩। ‘কথোপকথন’ গ্রন্থটি কার রচনা?
-উইলিয়াম কেরি।
৪। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কোনটি?
-কথোপকথন।
৫। ‘ইতিহাসমালা’র লেখক কে?
-উইলিয়াম কেরি।
৬। ১৮১০ সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন?
-উইলিয়াম কেরি।

রামরাম বসু

১। কেরী সাহেবের মুনশি বলা হয় কাকে?
-রামরাম বসুকে।
২। বাঙালির লেখা বঙ্গক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
-রাজা প্রতাপাদিত্য চরিত্র।
৩। ‘লিপিমালা’ রচনা করেছেন-
-রামরাম বসু।
৪।’রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-
-রামরাম বসু।

 লালন সাঁই

১। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটির উৎস কি?
-লালন গীতি।
২।’খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটি কার রচনা?
-লালন ফকির।
৩। বাউল গানের বিশেষত্ব কি?
-আধ্যাত্ম্য বিষয়ক।
৪। বাউল মতের প্রতি শিক্ষিত মহল কে উৎসুক করে তোলেন কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৫। ‘আপনার ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা’ চরণ দুইটির রচয়িতা কে?
-লালন শাহ।

সবগুলো প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

চাকরির পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.