Sunday, February 2, 2025

  চাকরির পরীক্ষায়  রবীন্দ্রনাথ ঠাকুর-কে নিয়ে যত প্রশ্ন আসে সব একসাথে।

READ ALSO

      রবীন্দ্রনাথ ঠাকুর

১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-

-৭মে, ১৮৬১ খ্রিস্টাব্দে।

২। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন বাংলা-

-২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ শে বৈশাখ, ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?

-৭ তারিখ।

৪। ২৫ শে বৈশাখের জন্মদিন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?

-১৯৬১ সালে।

৬। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়?

-২০১১ সালে।

৭। ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?

-কুশারি।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি বসতি কোথায় ছিল?

-খুলনার দক্ষিণ ডিহি।

৯। কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১০। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়?

-কুষ্টিয়া।

১১। রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করেন কোন সালে?

-১৯১৯ সালে।

১২। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কোভিদ নাম কী?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩। ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

-নভেম্বর, ১৯১৩।

১৫। ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি?

-Song Offerings ।

১৬। গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?

-টি.এস.এলিয়ট।

১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কোন সনে?

-১৯১০ সনে।

১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

-ভানুসিংহ।

১৯। ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

২০। বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

-বাংলার প্রকৃতির কথা।

২১। কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

২২। আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এ গানের সুর রবীন্দ্রনাথ কোন গানের সুর থেকে নিয়েছিলেন?

-বাউল গানের।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?

-৩রা মার্চ,১৯৭১।

২৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে?

-১০ লাইন।

২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

-কবি- কাহিনী।

২৬। ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-

-কাব্যগ্রন্থ।

২৭। রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?

-কাব্যগ্রন্থ।

২৮। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?

-পুনশ্চ।

২৯। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?

-ভিক্টোরিয়া ওকাম্পো।

৩০। স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন?

-স্বরণ।

৩১। ‘সোনার তরী’ কাব্যের লেখক কে?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

সকল প্রশ্ন ও উত্তর পেতে এখানে দেখুন   

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.