Monday, March 10, 2025

চাকরির পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর-কে নিয়ে যত প্রশ্ন আসে সব একসাথে।

READ ALSO

রবীন্দ্রনাথ ঠাকুর

১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-

-৭মে, ১৮৬১ খ্রিস্টাব্দে।

২। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন বাংলা-

-২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ শে বৈশাখ, ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল?

-৭ তারিখ।

৪। ২৫ শে বৈশাখের জন্মদিন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?

-১৯৬১ সালে।

৬। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়?

-২০১১ সালে।

৭। ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী ছিল?

-কুশারি।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি বসতি কোথায় ছিল?

-খুলনার দক্ষিণ ডিহি।

৯। কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১০। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়?

-কুষ্টিয়া।

১১। রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করেন কোন সালে?

-১৯১৯ সালে।

১২। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কোভিদ নাম কী?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩। ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

-নভেম্বর, ১৯১৩।

১৫। ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি?

-Song Offerings ।

১৬। গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?

-টি.এস.এলিয়ট।

১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কোন সনে?

-১৯১০ সনে।

১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?

-ভানুসিংহ।

১৯। ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

২০। বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

-বাংলার প্রকৃতির কথা।

২১। কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

২২। আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এ গানের সুর রবীন্দ্রনাথ কোন গানের সুর থেকে নিয়েছিলেন?

-বাউল গানের।

২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?

-৩রা মার্চ,১৯৭১।

২৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে?

-১০ লাইন।

২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

-কবি- কাহিনী।

২৬। ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি-

-কাব্যগ্রন্থ।

২৭। রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?

-কাব্যগ্রন্থ।

২৮। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?

-পুনশ্চ।

২৯। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?

-ভিক্টোরিয়া ওকাম্পো।

৩০। স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন?

-স্বরণ।

৩১। ‘সোনার তরী’ কাব্যের লেখক কে?

-রবীন্দ্রনাথ ঠাকুর।

সকল প্রশ্ন ও উত্তর পেতে এখানে দেখুন   

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

চাকরির পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর-কে নিয়ে যত প্রশ্ন আসে সব একসাথে।

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার।’প্রেস সচিব’

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরারঃ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.