Saturday, February 8, 2025

চাকরির পরীক্ষার জন্য এর গুরুত্বপূর্ণ ৫০ টি সমার্থক শব্দ একসাথে

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০ টি সমার্থক শব্দ এর গুরুত্বপূর্ণ একটি শিট (Sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

READ ALSO

১। অন্ধকার-তমসা।

২। অশ্রু -নীর, লোর।

৩। আগুন-অনল, পাবক, অগ্নি, হুতাশন, সর্বশুচি, বৈশ্বানর, সর্বভুক,কৃশানু।

৪। আকাশ-ব্যাম, অন্তরীক্ষ, শূন্য,অম্বর।

৫। আনন্দ-হর্ষ, সুখ, পুলক, উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ।

৬। ইচ্ছা-অভিলাষ, বাসনা, আগ্রহ।

৭। ইতি-অবসান, শেষ, বিরাম।

৮।দেবতা-সুর।

৯। ঢেউ-বীচি, লহরী, কল্লোল।

১০। গৃহ-ঘর, নিবাস, ভবন, নিকেতন, আবাস, আলয়, আগার, বাটী।

১১। লক্ষ্য -গন্তব্য, অভিষ্ট, মঞ্জিল।

১২। ঘোড়া- তরঙ্গ, মাতঙ্গ, ঘোটক, অশ্ব, হয়, বাজী।

১৩। চাঁদ-চন্দ্রিকা, চাঁদনী, কৌমুদী, মৃণাঙ্ক, শশাঙ্ক, সুধাকর, রজনীকান্ত, শীতকর,ইন্দু।

১৪। চোখ-নেত্র, সিডর, নয়ন, অক্ষি, লোচন।

১৫।জল-সলিল, উদক, নীর, বারী, পানি, অম্বু।

১৬।জিজ্ঞাসা-জেরা, পূছা, শুনানো।

১৭। ঢেউ-বীচি, উর্মি, তরঙ্গ , হিল্লোল।

১৮। কন্যা-তনয়া, বালা, আন্তজা,

১৯। কিরণ- রশ্মি, কর, প্রভা,ময়ূখ।

২০। মায়া-ভেলকি, কুহক,ছল।

২১। নারী- কামিনী, ভামিনী, সামন্তিনী, মহিলা।

২২। দক্ষ- পটু, নিপুণ, পারদর্শী।

২৩। নদী-শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ, গিরি নিঃস্রাব, তটিনী।

২৪। পাখি- বিহগ, বিহঙ্গ, গরুড়, খগ।

২৫। পুত্র- তনয়।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০ টি সমার্থক শব্দ এর গুরুত্বপূর্ণ একটি শিট। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

২৬। জলাশয়- সরোবর।

২৭। বিদ্যুৎ- দামিনী, ঘনপ্রভা, শম্পা, চপলা।

২৮। পাদুকা- পয়জার।

২৯। পৃথিবী- অদিতি, ক্ষিতি, বসুধা, অখিল, পৃথ্বী, অবনী, মেদিনী, ধরণী।

৩০। ক্ষিতিতল-ভূতল।

৩১। পথ-সরণি, মার্গ।

৩২। পর্বত-শৈল, মহীধর, অচল, অদ্রি।

৩৩। পদ্ম-তামরস, নলিনী, কমল।

৩৪। পাথর-মনি, অশ্ব, পাষাণ।

৩৫। পুষ্প-প্রসূন, ফুল, কুসুম।

৩৬। বন-গহন, কানন,অটবি, বিপিন, বনানী।

৩৭। বৃক্ষ-তরু, দ্রুম, পাদপ, বিটপী।

৩৮। বায়ু-পবন, গন্ধবহ, মরুত, অনিল, সমীর, মরণত, সমীরণ।

৩৯। ভ্রমর-ভোমরা, মধুলেহ, মৌমাছি, শিলীমুখ।

৪০। ময়ূর-শিখন্ডী, কলাপী।

৪১। মেঘ-অভ্র, বলাহক, জলধর, বারিদ, নীরদ, জীমূত, কাদম্বিনী।

৪২। আপণ-দোকান।

৪৩। রাত্রি-রাত, শর্বরী, নিশি, নিশা, অমানিশা, নিশীথ, নিশীথিনী, বিভাবরী, রজনী, যামিনী, ত্রিযামা, তামসী।

৪৪। সূর্য-আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দীনেশ, কিরণমালী, অংশুমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, প্রভাকর, অরুণ।

৪৫। সাপ-সর্প, অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, ভুজঙ্গম, উরগ, বায়ুভূক, হরি।

৪৬। হাতি-হস্তী, কর, গজ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, কুঞ্জর।

৪৭। হাত-হস্ত, পাণি।

৪৮। স্বর্ণ-কাঞ্চন, সোনা, হেম।

৪৯। সিংহ-কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

৫০। সাগর-অর্ণব, জলধি, জলনিধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, নদীকান্ত, বারীশ, নীলাম্বু, দরিয়া

Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারেন এই লিংক থেকে  

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.