Sunday, February 2, 2025

 জীবনানন্দ দাশ , কাজী নজরুল ইসলামের বিখ্যাত সাহিত্য থেকে আসা সকল প্রশ্ন একসাথে

READ ALSO

 জীবনানন্দ দাশ

১।১৮৯৯ সালে জন্ম এমন দু’জন কবির নাম হল-
-কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ।
২। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
-বরিশাল।
৩। ধানসিড়ি নদী কোথায় অবস্থিত?
-বরিশাল।
৪। রূপসী বাংলার কবি?
-জীবনানন্দ দাশ।
৫। কোন কবির মাতা একজন কবি-
-জীবনানন্দ দাশ।
৬। কবি জীবনানন্দ দাশের ওপর কোন বিদেশি গবেষক গবেষণা করেন?
-ক্লিনটন বি সিলি।
৭।তিরিশ দশকের কোন ‘তথাকথিত’ জনবিচ্ছিন্ন কবি পরবর্তীতে দেশ বরেণ্য হয়েছিলেন?
– জীবনানন্দ দাশ।
৮। কোন কবিকে ‘চিত্ররূপময়’ কবি বলা হয়েছে?
-জীবনানন্দ দাশ।
৯। কোন কবিকে নির্জনতার কবি বলা হয়েছে?
-জীবনানন্দ দাশ।
১০। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ?
-ঝরা পালক।
১১।’ধূসর পান্ডুলিপি’ কার রচনা?
-জীবনানন্দ দাশ।
১২।জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-
– ধূসর পান্ডুলিপি।
১৩। ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
১৪। ‘বনলতা সেন’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
১৫। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
-বনলতা সেন।
১৬। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ এডগার অ্যালান পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি দেওয়া হয়েছে?
-বনলতা সেন।
১৭। ‘রূপসী বাংলা’ কবিতাটি কে রচনা করেন?
১৮। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিশের পরিচায়ক –
-স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা।
১৯। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
২০। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
-কবিতার কথা।
২১। সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি?
-কোন কবির কবিতা থাকে নেওয়া হয়েছে?
– জীবনানন্দ দাশ।
২২। ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’
-কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
-জীবনানন্দ দাশ।
২৩। ‘বাংলার মুখ আমি দেখেছি, তাই আমি পৃথিবীর রুপ খুঁজতে যাই না আর’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
২৪। ‘চুল কার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ কোন কবির লেখা?
– জীবনানন্দ দাশ।
২৫। ‘পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’ এখানে ‘নীড়’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-নান্দনিক।
২৬।’ —কে হায় হৃদয় খুরে বেদনা জাগাতে ভালবাসে’। কবিতাংশ টুকু কোন কবির?
-জীবনানন্দ দাশ।
২৭। ‘সোনার স্বপনের সাদ পৃথিবীতে কবে আর ঝরে’ কবিতাংশ টুকু কোন কবির?
-জীবনানন্দ দাশ।
২৮। জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত ‘শঙ্খমালা’ হলো –
-রূপকথার চরিত্র।
২৯। ‘তিমির হননের কবি’ উপাধিটা কার?
-জীবনানন্দ দাশ।
৩০। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য থেকে নেওয়া?
-রূপসী বাংলা।
৩১। ‘আকাশ নীলা’ কবিতাটির রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ।
৩২। ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থ কে রচনা করেন?
-জীবনানন্দ দাশ।
৩৩। ধানসিঁড়ি কিসের নাম?
-নদী।
৩৪। বাংলা কাব্যের ‘চিত্ররূপময়’ কবি?
-জীবনানন্দ দাশ।
৩৫। ‘আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ।
৩৬। ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ পঙক্তিটি কার?
-জীবনানন্দ দাশ।

বাংলা সাহিত্য থেকে চাকরির পরীক্ষায় (৭০০ প্লাস) আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান একসাথে পেতে যোগাযোগ করুন WhatsApp নাম্বারে 01773586176

 বিস্তারিত দেখুন  

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.