জীবনানন্দ দাশ
১।১৮৯৯ সালে জন্ম এমন দু’জন কবির নাম হল-
-কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ।
২। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
-বরিশাল।
৩। ধানসিড়ি নদী কোথায় অবস্থিত?
-বরিশাল।
৪। রূপসী বাংলার কবি?
-জীবনানন্দ দাশ।
৫। কোন কবির মাতা একজন কবি-
-জীবনানন্দ দাশ।
৬। কবি জীবনানন্দ দাশের ওপর কোন বিদেশি গবেষক গবেষণা করেন?
-ক্লিনটন বি সিলি।
৭।তিরিশ দশকের কোন ‘তথাকথিত’ জনবিচ্ছিন্ন কবি পরবর্তীতে দেশ বরেণ্য হয়েছিলেন?
– জীবনানন্দ দাশ।
৮। কোন কবিকে ‘চিত্ররূপময়’ কবি বলা হয়েছে?
-জীবনানন্দ দাশ।
৯। কোন কবিকে নির্জনতার কবি বলা হয়েছে?
-জীবনানন্দ দাশ।
১০। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ?
-ঝরা পালক।
১১।’ধূসর পান্ডুলিপি’ কার রচনা?
-জীবনানন্দ দাশ।
১২।জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-
– ধূসর পান্ডুলিপি।
১৩। ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
১৪। ‘বনলতা সেন’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
১৫। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
-বনলতা সেন।
১৬। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ এডগার অ্যালান পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি দেওয়া হয়েছে?
-বনলতা সেন।
১৭। ‘রূপসী বাংলা’ কবিতাটি কে রচনা করেন?
১৮। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিশের পরিচায়ক –
-স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা।
১৯। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
২০। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
-কবিতার কথা।
২১। সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি?
-কোন কবির কবিতা থাকে নেওয়া হয়েছে?
– জীবনানন্দ দাশ।
২২। ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’
-কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
-জীবনানন্দ দাশ।
২৩। ‘বাংলার মুখ আমি দেখেছি, তাই আমি পৃথিবীর রুপ খুঁজতে যাই না আর’ কার লেখা?
-জীবনানন্দ দাশ।
২৪। ‘চুল কার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ কোন কবির লেখা?
– জীবনানন্দ দাশ।
২৫। ‘পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’ এখানে ‘নীড়’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-নান্দনিক।
২৬।’ —কে হায় হৃদয় খুরে বেদনা জাগাতে ভালবাসে’। কবিতাংশ টুকু কোন কবির?
-জীবনানন্দ দাশ।
২৭। ‘সোনার স্বপনের সাদ পৃথিবীতে কবে আর ঝরে’ কবিতাংশ টুকু কোন কবির?
-জীবনানন্দ দাশ।
২৮। জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত ‘শঙ্খমালা’ হলো –
-রূপকথার চরিত্র।
২৯। ‘তিমির হননের কবি’ উপাধিটা কার?
-জীবনানন্দ দাশ।
৩০। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য থেকে নেওয়া?
-রূপসী বাংলা।
৩১। ‘আকাশ নীলা’ কবিতাটির রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ।
৩২। ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থ কে রচনা করেন?
-জীবনানন্দ দাশ।
৩৩। ধানসিঁড়ি কিসের নাম?
-নদী।
৩৪। বাংলা কাব্যের ‘চিত্ররূপময়’ কবি?
-জীবনানন্দ দাশ।
৩৫। ‘আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ।
৩৬। ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ পঙক্তিটি কার?
-জীবনানন্দ দাশ।
বাংলা সাহিত্য থেকে চাকরির পরীক্ষায় (৭০০ প্লাস) আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান একসাথে পেতে যোগাযোগ করুন WhatsApp নাম্বারে 01773586176