Monday, March 10, 2025

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০) সকল প্রশ্ন

READ ALSO

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০)

          ৪৬তম বিসিএস

১। Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে? -পিটার সিঙ্গার

২। কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

– ঐচ্ছিক ক্রিয়া

৩। বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন?

-আরজ আলী মাতুব্বর

৪। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? → স্বচ্ছতা ও জবাবদিহি

৫। “মানুষ হও এবং মরে বাঁচ।”-এটি কার উক্তি?

-হেগেল

৬। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাস হয়?

-২০১২

৭। “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।”-উক্তিটি কে করেছেন? -বার্ট্রান্ড রাসেল

৮। ‘সুশাসন চারটি প্তম্ভের উপর নির্ভরশীল’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? -বিশ্বব্যাংক

৯। নিচের কোনটি ‘SMART Bangladesh’-এর উপাদান?

– Smart Society

১০। ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?

-প্লেটো

           ৪৫তম বিসিএস

১। ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ? -নৈতিক

২। সুশাসনের পূর্বশর্ত কী?

-মত প্রকাশের স্বাধীনতা

৩। ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?

-জন স্টুয়ার্ট মিল

৪। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? -বিশ্বব্যাংক

৫। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? -অর্থনৈতিক দিক

৬। ‘জ্ঞান হয় পুণ্য’- এই উক্তিটি কার? -সক্রেটিস

৭। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

-শুদ্ধাচার

৮। মূল্যবোধের উৎস কোনটি?

-নৈতিক চেতনা

৯। ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে? -ইমানুয়েল কান্ট

১০। সুশাসনের মূলভিত্তি কি?

-আইনের শাসন

        ৪৪তম বিসিএস

১। যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে- -মূল্যবোধ

২। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে?

-সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ

৩। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে?

ক। ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে

খ। ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে

গ। ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালাতে

ঘ। উপরের সবগুলোতে (উঃ)

৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়?

-বিনিয়োগ বৃদ্ধি পায়

৫। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম কি ?

-UNCAC

৬। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি?

-পরমতসহিষ্ণুতা

৭। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত (conflict of interest) এর উদ্ভব হয়, যখন- -গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে

৮। রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কি?

-নৈতিকতা ও মূল্যবোধের অভাব

৯। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে  কোথা থেকে?

-পরিবারে

১০। সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন কে ?

-ইমানুয়েল কান্ট

      ৪৩তম বিসিএস

১। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

-ধর্ম

২। ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

-জন স্টুয়ার্ট মিল

৩। উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

-ফারসি

৪। ‘কর্তব্যের জন্য কর্তব্য’- ধারণাটির প্রবর্তক কে?

– ইমানুয়েল কান্ট

৫। ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

-বাট্রান্ড রাসেল

৬। শাসক যদি মহৎগুণসম্পন্ন হয়, তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয়, তাহলে আইন অকার্যকর’- এটি কে বলেছেন?

-প্লেটো

৭। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?

-২০১২

৮। বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান কয়টি?

-৬টি

৯। সুশাসনের মূল ভিত্তি কী?

-আইনের শাসন

১০। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের ওপর গুরুত্ব প্রদান করে?

-উপযোগবাদ

         ৪১তম বিসিএস

১। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

-নৈতিক মূল্যবোধ

২। ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?

-ইমানুয়েল কান্ট

৩। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো কি?

– সমাজ

৪। সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’ এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

-বিশ্বব্যাংক

৫। ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’ কে এই উক্তি করেন? -মিশেল ক্যামডেসাস

৬। মূল্যবোধের শুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উপরের সবগুলোই (বিভিন্নতা: পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা)

৭। প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-

-প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

৮। ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে? -রাসেল

৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

-অনুচ্ছেদ ১৮

        ৪০ তম বিসিএস

১। বাংলাদেশের ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন কে?

-আরজ আলী মাতুব্বর

২। ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।’ এটি কি?

-রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

৩। সভ্য সমাজের মানদণ্ড হলো কি?

-আইনের শাসন

৪। ‘বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়োগ করা হয় কোথায়?

-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

৫। মূল্যবোধ হলো কি ?

-মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৬। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কোনটি?

– মৌলিক স্বাধীনতার উন্নয়ন

৭। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো কি?

– নিয়মিত কর প্রদান করা

৮। মূল্যবোধের চালিকা শক্তি হলো কি? -সংস্কৃতি

৯। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়?

-বিনিয়োগ বৃদ্ধি পায়

১০। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?

-মৌলিক অধিকার

       ৩৮তম বিসিএস

১। জেরিমি বেনথাম যে দেশের অধিবাসী ছিলেন?

– যুক্তরাজ্য

২। মূল্যবোধ পরীক্ষা করে কি হয়?

– ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা

৩। গোল্ডেন মিন (Golden Mean) হলো → -দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা

৪। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কি থেকে?

-মূল্যবোধের শিক্ষা থেকে

৫। সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

– স্বচ্ছতা

৬। যে রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে –

-শাসন প্রক্রিয়া ও উন্নয়ন

৭। সুশাসনের উপাদান নয় কোনটি?

-নৈতিক শাসন

৮। সংস্কৃতির উপাদান নয় কোনটি ?

-আইন

৯। যে বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

-১৯৯৭

১০। শূন্যবাদ যে লাতিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ কী?

-কিছুই না

          ৩৭তম বিসিএস

১। UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

– ৯টি

২। নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি? -সততা ও নিষ্ঠা

৩। আমাদের চিরন্তন মূল্যবোধ কি?

– সত্য ও ন্যায়

৪। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ?

-দায়িত্বশীলতা

৫। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে? -সংবাদ মাধ্যমকে

৬। সরকারি সিদ্ধান্ত প্রদয়নে যে মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়-

-সৃজনশীলতা

৭। ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়- -সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ

৮। সরকারি চাকরিতে সততার মাপকাঠি হল- -নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

৯।  ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’ উক্তিটি কে করেছেন?

-ম্যাককরনি

১০। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কি?

-সুশাসন

           ৩৬তম বিসিএস

১। নৈতিকতাকে বলা হয় মানবজীবনের কোন দিক গুলিকে?

-নৈতিক আদর্শ, নৈতিক শক্তি, নৈতিক বিধি

২। ‘Power: A New Social Analysis’ গ্রন্থটির রচয়িতা কে?

– বার্নার্ড রাসেল

৩। ‘সুবর্ণ মধ্যক’ হলো কি?

-দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

৪। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে –

-সামাজিক মূল্যবোধকে

৫। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে কি? -সামাজিক অবক্ষয় রোধ করা

৬। সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা, যা শাসক ও শাসিতের মধ্যে কি করে?

– আস্থার সম্পর্ক গড়ে তোলে

৭। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে কি ?

-অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

৮। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো কি ?

-জনকল্যাণ

৯। সুশাসনের পথে অন্তরায় কোনটি? -স্বজনপ্রীতি

        ৩৫তম বিসিএস

১। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো-

– সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

২। মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো কি?

-ঐচ্ছিক ক্রিয়া

৩। মূল্যবোধ (Values) হলো –

– মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৪। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?

– আইনের শাসন, নৈতিকতা, সাম্য

৫। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে কি?

-মতপ্রকাশের স্বাধীনতা

৬। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের যে দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কোনটি? -সুশাসনের অর্থনৈতিক দিক

৭। ‘আইনের চোখে সব নাগরিক সমান’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

– ২৭ নম্বর অনুচ্ছেদে

৮। Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

– টেকসই উন্নয়ন

৯। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম যে সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?

-বিশ্বব্যাংক

১০। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায়?

-সুশাসনের

উল্লেখ্য ৩৫ তম বিসিএস হতে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পার্ট সংযুক্ত করা হ

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০) সকল প্রশ্ন

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার।’প্রেস সচিব’

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সি আর আবরারঃ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.