Sunday, March 9, 2025

ফেব্রুয়ারি ২০২৫-এর সাম্প্রতিক সাধারণ জ্ঞান

READ ALSO

ফেব্রুয়ারি ২০২৫-এর সাধারণ জ্ঞান

      Bangladesh (বাংলাদেশ)

১। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেলের নতুন এবং বর্তমান নাম কী?

উ: কর্ণফুলী টানেল।

২। চব্বিশের গণ-অভ্যুথানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্রসংঠনের নাম কী?

উ: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

৩। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কী?

উ: জাতীয় নাগরিক পার্টি।

৪। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হয় কত তারিখে?

উ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

৫। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহবায়কের নাম কী?

উ: নাহিদ ইসলাম।

৬। ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯টি খাল সংস্কার কর্মসূচি কী নামে পরিচিত?

উ: ব্লু নেটওয়কি।

৭। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)-এর নতুন মহাপরিচালকের নাম কী? উ: মো এহতেসাম উল হক।

৮। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম)-এর মহাপরিচালকের নাম কী?

উ: মো. জুলফিকার হায়দার।

৯। ‘বিশ্ব জলাভূমি দিবস’ কত তারিখে পালিত হয়?

উ: ২ ফেব্রুয়ারি।

১০। কোন মোবাইল অপারেটর দেশের প্রথম পবিবেশবান্ধব সার্ভিস সেন্টার চালু করে?

উ: গ্রামীণফোন।

১১। আর্ন্তজাতিক মাতৃভাষ্য পুরস্কার ২০২৫ এ ভূষিত করা হয় কতজন ব্যক্তিত্বকে?

উ: ২ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।

১২। কতজন ব্যক্তিত্ব একুশে পদক ২০২৫ লাভ করেন?

উ: ১৮ জন ব্যক্তিত্ব এবং জাতীয় নারী ফুটবল দল।

১৩। অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐক্য কমিশনের প্রধানের নাম কী?

উ: ড. মুহাম্মদ ইউনূস।

১৪। দেশের সর্ববৃহৎ ট্রেন সেতুর নাম কী? উত্তর: যমুনা রেল সেতু (দৈর্ঘ্য। ৪.৮ কিলোমিটার)।

১৫। বঙ্গবন্ধু সেতুর পরিবর্তিত নাম কী?

উ: যমুনা সেতু।

১৬। দেশের সর্ববৃহৎ রেল সেতু ‘যমুনা রেল সেতু’-এ দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচলা শুরু হয় কত। তারিখে?

উ: ১২ ফেব্রুয়ারি, ২০২৫।

১৭। দেশব্যাপী নিরাপত্তা অপারেশন ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু হয় কত তারিখে?

উ: ৮ ফেব্রুয়ারি, ২০২৫।

১৮। ‘জাতীয় সেন্য হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কত তারিখকে?

উ: ২৫ ফেব্রুয়ারি।

১৯। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে কত টাকার ডাকটিকিট অবমুক্ত করা। হয়?

উ: ১০ টাকা।

২০। বাংলাদেশের কোন হাসপাতালে সর্বপ্রথম ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে?

উ: ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (বিশ্বের প্রথম দিন ব্যাংক’ চালুকারী দেশ: যুক্তরাষ্ট্র):

২১। আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দর কর্তৃক চালুকৃত ব্যবস্থার নাম কী?

উ: অনলাইন গেট পাস।

২২। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল বিষয়ে পরিপত্র জারি করা হয় কত তারিখে?

উ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫।

২৩। ২০২৮-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ব্যজার কোনটি?

উ: ইউরোপীয় ইউনিয়ন।

 International (আন্তর্জাতিক)

১। নবনির্বাচিত বেলজিয়ামের প্রধানমন্ত্রীর নাম কী? উত্তর: ব্যার্ট দ্য ওয়েভার।

২। সিরিয়ার অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: আহমেদ আল শারা।

  1. সম্প্রতি কোন দেশ ২০২৮ সালের মধ্যে বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়নসহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর: সুইজারল্যান্ড।

  2. ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কী? উত্তর: মাকরান।

  3. ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: দুবাই।

  4. রাশিয়া-ইউক্রেনের মাঝে সংগঠিত হওয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকী পালিত হয় কবে? উত্তর। ২৪ ফেব্রুয়ারি (যুদ্ধ শুরু। ২৪ ফেব্রুয়ারি ২০২২)।

  5. মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জনকারীর নাম কী? উত্তর: সুনিতা উইলিয়ামস।

৪. সম্প্রতি জার্মানির মিউনিখে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর: ৬১তম।

        Reports (রিপোর্ট-সমীক্ষা)

১। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক ২০২৪ এ বাংলাদেশের অবস্থান কততম?

উ: ১০০ তম (শীর্ষ দেশ: নরওয়ে, সূচকে তলানিতে রয়েছে: আফগানিস্তান)।

২। ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

উ: ৯৩তম (সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ: সিঙ্গাপুর)।

৩। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বা রেপো রেট কত শতাংশ?

উ: ১০ শতাংশ।

৪। ২০২৫ সালের এয়ারলাইনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন এয়ারলাইনস?

উ: কোরিয়ান এয়ার।

৫। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)-এর তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? উ: ২৭৩৮ মার্কিন ডলার।

৬। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর তথ্যানুযায়ী ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

উ: ১৪তম (সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ: ডেনমার্ক, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ: দক্ষিণ সুদান

     Games and Sports (খেলাধুলা)

১। আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উ: পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত (আয়োজক দেশ: পারিস্থান)।

২। ‘আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি ২০২৫’ চ্যাম্পিয়ান ট্রফির কততম আসব?

উ: নবম।

৩। আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?।

উ: দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম।

৪। আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি-২০২৯ কোথায় অনুষ্ঠিত হবে?

উ: ভারত।

৫। বিপিএলের দশম এডিশনের চ্যাম্পিয়ান দলের নাম কী?

উ: ফরচুন বরিশাল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)।

৬। বিপিএল-২০২৫-এর টুনামেন্টের সেরা খেলোয়াড়ের নাম কী?

উ: মেহেদি হাসান মিরাজ।

৭। বিপিএল-২০২৫-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম কী?

উ: নাইম ইসলাম (৫১১ রান)।

৮। বিপিএল-২০২৫-এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম কী?

উ: তাসকিন আহমেদ (২৫ উইকেট)।

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০২৫-এর সাম্প্রতিক সাধারণ জ্ঞান

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.