Tuesday, April 1, 2025

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী
১. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
-ধ্বনি
২. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
-৭টি
৩.’জ্ঞ’ যুক্তবর্ণ কীভাবে গঠিত
-জ+ঞ
৪.’হাতে হাতে ফল পাওয়া’- বাক্যাংশে ‘হাতে হাতে’ হলো
-শব্দদ্বৈত
৫. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
-ধন-ধন
৬. কোন জাতীয় শব্দে ‘য’ এর ব্যবহার হয় না? -বিদেশি
৭. ধাতু বা শব্দের শেষ প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
-নতুন শব্দ গঠন
৮. ‘আয়োময়’ শব্দের অর্থ কী?
-লৌহময়
৯. কোনটি দ্বন্দ্ব সমাস?
-অহিনকুল
১০. সন্ধিবিচ্ছেদ করুন: ‘সংগীত’
সম +গীত
১১. কোনটি ক্রমবাচক শব্দ?
-সপ্তম
১২. অপমান শব্দ ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-বিপরীত
১৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
-দুর্গেশনন্দিনী
১৪. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? -সপ্তম
১৫. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
-আলাওল
১৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
-অগ্নিবীণা
১৭. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত
১৮. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? -তোষামুদে
১৯. ‘কোথায় থাকা হয়’?-এটি কোন বাচ্যের উদাহরণ?
-ভাববাচ্যের
২০. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -শৈত্য

বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী

১. ‘দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? -সিন্ধু-হিল্লোল
২. ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি রচনা করেন? -জীবনানন্দ দাশ
৩. হীরালাল সেন কেন বিখ্যাত?
-চলচ্চিত্রকার হিসেবে
৪. ‘আদি আবাদ’ চিত্রকর্মটির শিল্পী
-শিল্পী এস এম সুলতান
৫. চর্যাপদ আবিষ্কার করেন
-হরপ্রসাদ শাস্ত্রী
৬. অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন
-শেক শুভোদয়া
৭. ‘ব্রজবুলি’ একটি
-ভাষা
৮. বাংলা সাহিত্যে পদ্যের জনক
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?
-কৃষ্ণ চন্দ্র
১০. যুগ সন্ধিক্ষণের কবি কে?
-ঈশ্বরচন্দ্র গুপ্ত
১১. ‘ভোরের পাখি’ উপাধিখ্যাত কবি -বিহারীলাল চক্রবর্তী
১২. ‘ইউসুফ-জোলেখা’ কাব্যের অনুবাদক -শাহ মুহম্মদ সগীর
১৩. মীর মশাররফ হোসেনের নাটক
-জমিদার দর্পণ
১৪. ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়?
-১৮৫৮
১৫. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ -পদ্মরাগ
১৬. মাইকেল মধুসূদন দত্ত-এর প্রহসন
-একেই কি বলে সভ্যতা
১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস -দুর্গেশনন্দিনী
১৮. ‘হা-ঘরে’ অর্থ
-গৃহহীন
১৯. জসীমউদদীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
-নকশী কাঁথার মাঠ
২০. কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায়?
-গোপালগঞ্জ
২১. রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে?
-বলাকা
২২. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ
-বেলা অবেলা কালবেলা
২৩. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাদ
-ঘরে বাইরে
২৫. ‘সবুজপত্র’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় -১৯১৪ সালে
২৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি? -বিষবৃক্ষ
২৭. ‘কল্লোল’ সাহিত্য পত্রিকাটির সম্পাদক -দীনেশ রঞ্জন দাশ
২৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? -সঞ্চিতা
২৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
-মৃত্যুক্ষুধা
৩০. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচিত?
-মানিক বন্দ্যোপাধ্যায়
৩১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-হাঙর নদী গ্রেনেড
৩২. ‘কাঁদো নদী কাঁদো’-এর রচয়িতা কে?  -সৈয়দ ওয়ালীউল্লাহ
৩৩. শওকত ওসমান রচিত উপন্যাস
-জাহান্নাম হইতে বিদায়
৩৪. কাব্যনাটক কোনটি?
-নূরলদীনের সারাজীবন
৩৫. ‘বন্দী শিবির থেকে’ কার লেখা?
-শামসুর রাহমান
৩৬. ‘যৈবতী কন্যার মন’ কার লেখা?
-আব্দুল্লাহ আল মামুন
৩৭.’খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
-কাজী নজরুল ইসলাম
৩৮.ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
-চলিত রীতি
৩৯. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
-রূপতত্ত্বে
৪০. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? ছয়টি
৪১. কোনটি নাসিক্য ধ্বনি
-ম।
৪২. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ফরাসি
৪৩. ‘চিরায়ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-কদাচিৎ
৪৪. শুদ্ধ বানান কোনটি?
-শাশ্বত

 মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব(সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য)

ঢাকা ওয়াসা-এর উপ-সহকারী প্রকৌশলী

১. শুদ্ধ বানান কোনটি?
-বিভীষিকা
২. আঞ্চলিক ভাষার অপর নাম
-উপভাষা
৩. যার কোনোকিছু থেকেই ভয় নেই-এর এককথায় প্রকাশ কী?
-অকুতোভয়
৪. ‘ঋজ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
-বাঁকা
৫. বিস্ময় ও সংশয়-এর বিপরীত শব্দ কোনটি?
-প্রত্যয়

সাধারণ বীমা কর্পোরেশন (জুনিয়র অফিসার)

১. কোন শব্দটি তর্কি থেকে আগত নয়? -বালতি
২. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?
-প্রত্যয়
৩. ‘কবিগুরু’ কোন ধরনের সমাসের উদাহরণ?
-কর্মধারয়
৪. ‘প্রজ্ঞাপন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
-Notification
৫. কলাজ্ঞান আছে যার
-কলাবিদ
৬. জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ প্রকাশিত হয় কত সালে?
-১৯৬৯
৭. পুরাঘটিত অতীতের উদাহরণ কোনটি?
-গত বছর তাকে কিছুটা অন্যমনস্ক দেখেছিলাম
৮. তার হাতের লেখা চমৎকার
-করণ কারকে ৬ষ্ঠী
৯. কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল -অপাদান কারকে ৩য়া
১০. সকলে মিলে দেশটাকে গড়ি
-কর্তৃকারকে ৭মী
১১.ঢিলেমি
-ঢিলে+ আমি
১২. বিচ্ছেদ
-বি + ছেদ
১৩. পদ্ধতি
-পদ + হতি
১৪. ‘দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার– পুরুষটি চক্ষে কম দেখেন।’
-অধ্যয়নশীল
১৫.— অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন
-কোম্পানির
১৬. নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় এই তারুণ্যের–
-উচ্ছ্বাস
১৭. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী? -সহজলভ্য
১৮. ‘শহর-ইয়ার’ (১৯৬৯) কার লেখা উপন্যাস?
-সৈয়দ মুজতবা আলী
১৯. ‘সমাস’ শব্দের অর্থ
-সংক্ষেপণ
২০. ‘ব্যাঙাচি’ কার ছদ্মনাম?
-কাজী নজরুল ইসলাম

সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)

১. কোনটি ইংরেজি উপসর্গযোগে গঠিত শব্দ? -প্রো-উপাচার্য
২. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
৩.’আহব’ শব্দের অর্থ কী?
-যুদ্ধ
৪.  ‘কারসাজি’ শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে?
-ফারসি
৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? -কাব্য
৬. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
-সহজযানী
৭. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন?  -উনবিংশ শতাব্দী
৮.’মুকুট মুটুক’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
-ধ্বনি বিপর্যয়
৯. ‘শরতের পরে আসে বসন্ত- এ বাকো ‘পরে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? -দীর্ঘবিরতি অর্থে
১০. ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থে প্রকাশ পায়?
-আধিক্য
১১. ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’- এখানে ‘সাদা মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৭মী
১২. ‘অহর্নিশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -অহঃ+নিশা
১৩. নিচের কোনটি নিপাতনে বহুব্রীহি সমাস? -পণ্ডিতমূর্খ
১৪. ‘আমার তুল্য’-এর বাক্য সংকোচন
-মাদৃশ
১৫. ‘ইতি’ শব্দের সমার্থক কোনটি?
-যবনিকা
১৬. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? -আদায়-কাঁচকলায়
১৭. ‘আমল দেয়া’ বাগধারাটির অর্থ কি? -গুরুত্ব দেয়া
১৮. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
-জলধি
১৯. নিচের কোন বানানটি শুদ্ধ?
-শিরঃপীড়া
২০. ‘চোখের নিমেষ না ফেলিয়া’-এর বাক্য সংকোচন
-অনিমেষ

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিপোর্ট-এর হোম ইকোনমিস্ট

১. ‘সমাস ও কারক’ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?
-রূপাতত্ত্ব বা শব্দতত্ত্ব
২. ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -প্রভাকর
৩. ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক
-সুফিয়া কামাল
৪. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?’- চরণটির রচয়িতা কে?
– রঙ্গলাল সেন
৫. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির প্রকাশকাল
-২০১৭
৬. ‘খাসমহল’ শব্দের ‘খাস’ উপসর্গটি কোন ভাষা থেকে জাত?
-আরবি
৭. কোনটি অশুদ্ধ?
-উপাচার
৮. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
-প্রমথ চৌধুরী
৯. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? -৭টি
১০. ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির?
-চলিত
১১. ‘চক্রবাক’ গ্রন্থটি কে রচনা করেছেন? → -কাজী নজরুল ইসলাম
১২. ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’ কোন কাব্যের পঙক্তি?
-মঙ্গলকাব্যের
১৩. ‘রক্ত’ শব্দের সঠিক প্রত্যয় কোনটি?√রনজ+ত
১৪. চর্যাপদ আবিষ্কারের সাল
-১৯০৭
১৫. ‘দম্পতি’ কোন সমাস?
-দ্বন্দ্ব
১৬. ‘আদালত’ শব্দটি কোন ভাষ্য থেকে জাত?
-আরবি
১৭. কোন কবির মা-ও একজন কবি ছিলেন? -জীবনানন্দ দাশের
১৮. ‘পঙ্কজ’ শব্দটি কোন ধরনের শব্দ? -যোগরূঢ়
১৯. কোনটি তৎসম উপসর্গ নয়?
-অনা
২০. ‘অহরহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? -অহঃ+অহ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (PGCB)

১. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ -একটি উপন্যাস
২. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ কোনটি?
-বঙ্গভাষা ও সাহিত্য
৩. ‘কিন্ডারগার্টেন’ কোন ভাষার শব্দ?
-জার্মান
৪. ‘ইতর-বিশেষ’ বলতে বোঝায় পার্থক্য
-‘বড় > বড্ড’
৫. কোন ধরনের পরিবর্তন?
-ব্যঞ্জনদ্বিত্ব
৬. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-এর এককথায় প্রকাশ
-দুস্তর
৭. ‘Lyric’ শব্দের প্রতিশব্দ
-গীতিকবিতা
৮. ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’- চরণের রচয়িতা
-দ্বিজেন্দ্রলাল রায়
৯. ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কার লেখা? -দৌলত কাজী
১০. ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক
-আহমদ শরীফ
১১. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত।
১২. ‘সপ্তাহ’ কোন সমাস?
-দ্বিগু
১৩. ‘তামার বিষ’ অর্থ কী?
-অর্থের কুপ্রভাব
১৪. যে নারীর স্বামী বিদেশে থাকে -প্রোষিতভর্তৃকা
১৫. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
-বিহারীলাল চক্রবর্তী
১৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’- কার লেখা?
-মাহবুব-উল-আলম চৌধুরী
১৭. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
-৭ম
১৮. কোনটি রূঢ়ি শব্দ?
-হস্তী
১৯. ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
-সম্প্রদানে ষষ্ঠী

 পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (জুনিয়র হিসাব সহকারী)

১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন
-চর্যাপদ
২. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়
-১২০১-১৩৫০
৩. কবি আলাওলের প্রথম রচনা
-পদ্মাবতী
৪. ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা কে?
-ভারতচন্দ্র বায়গুণাকর
৫. ‘আমারে তমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।’ এখানে ‘আমারে’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে ২য়া
৬. তৎসম বলতে কী বোঝায়?
-সংস্কৃত শব্দ
৭. ‘দৃঢ় সংকল্প’-এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
৮. এককথার মানুষ
৯. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো
-বি+অর্থ
১০. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
-সমকাল

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (কারিগরি সহায়ক)

১. ‘ছন্দের জাদুঘর’ বলা হয় কোন কবি কে? -সত্যেন্দ্রনাথ দত্ত
২. ‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো
-নৌ + ইক
৩. ‘পুতুল নাচের ইতিকথা’ কার লেখা?
-মানিক বন্দ্যোপাধ্যায়
৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
-ধূমকেতু
৫. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? -ক্ষুদ্রার্থে
৬. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
-২
৭. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
ক. বাঘিনা
খ. নবোঢ়া
গ. কুলটা
ঘ. ধরণী অপশনে সঠিক উত্তর নেই
৮. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
-প্রত্যুৎগমন
৯. ‘সুনামি’ কোন দেশের শব্দ?
-জাপান

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২য় ধাপ) ২০২৪

১. দেশি শব্দ নয় কোনটি?
-মাছি
২. একেই কী বলে সভ্যতা”-এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
-প্রহসন
৩. ‘মুক্তি পেতে ইচ্ছুক’-এককথায় কী বলে? -মুমুক্ষু
৪. “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে”-এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? -দায়িত্ববোধ
৫. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? -সুরবালা
৬. ‘হর্ষণ’ শব্দের অর্থ কী?
-আনন্দ
৭. Pen through the line-এর সঠিক অনুবাদ
-লাইনটি কেটে দাও
৮. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
-সমাপ্তি
৯. ‘নিমরাজি’ শব্দে ‘নিম’ কোন উপসর্গ? -বিদেশি উপসর্গ
১০. Fare শব্দটি দ্বারা কী বুঝায়?
-ভাড়া
১১. উপসর্গের কাজ কী?
-নতুন শব্দ গঠন করা
১২. ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -মহাজন
১৩. Personnel-এর বাংলা অর্থ কী?
-কর্মীগণ
১৪. ‘কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’-হেতু অনুসগটি কী অর্থ প্রকাশ করেছে?
-নিমিত্ত
১৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি?
-বন্ + ধন্
১৬. ‘আমার জ্বর জ্বর লাগছে’-এটি কোন ধরনের বাক্য?
-দ্বিরুক্ত
১৭. মুষলধারে বৃষ্টি পড়ছে-এখানে ‘বৃষ্টি’ শব্দটি কোন কর্তা?
-মুখ্য কর্তা
১৮. Meticulous শব্দের অর্থ
-যত্নবান
১৯. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসে?
-সেমিকোলন
২০. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
-প্রথম
২১. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? -চার্লস উইলকিন্স
২২. কোন কবির মাতাও একজন কবি? -জীবনানন্দ দাশ
২৩. ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? -সুফিয়া কামাল
২৪. কোনটি সঠিক?
-বহিপীর (নাটক)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (৩য় ধাপ) ২০২৪

১. ‘কাঁদো নদী কাঁদো-এর রচয়িতা কে?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
২. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? -তুর্কি
৩. ‘জরা’-এর বিপরীত শব্দ
-যৌবন
৪. ‘যা বলা হবে’-এর বাক্য সংকোচন কোনটি? -উক্ত
৫. ‘বিবর’ শব্দের অর্থ কী?
-গহ্বর
৬. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে? -আব্দুল জব্বার খান
৭. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে
-কমা
৮. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে?
-২০টি
৯. ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
-অমিয় চক্রবর্তী
১০. ‘চাঁদ দেখা যাচ্ছে’-এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
-কর্মকর্তৃবাচ্য
১১. ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’- উক্তিটি কার?
-সুভাষ মুখোপাধ্যায়
১২. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
-বিষ্ণু দে
১৩. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? -করণে সপ্তমী
১৪. ‘বাংলা সাহিত্যের কথা’ কার রচিত?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৫. বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
-১০টি
১৬. ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে? -আল মাহমুদ
১৭. ‘মনোহর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
-মনঃ + হর
১৮. ‘Forgery’ শব্দের বাংলা পরিভাষা কী? -জালিয়াতি
১৯. ‘ষড়ঋতু’ কোন সমাস?
-দ্বিগু
২০. ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কী? -সর্বহারা
২১. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল -৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
২২. মুজিববর্ষ কোন সমাস?
-কর্মধারয় সমাস

১৮তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ পর্যায়) ২০২৪

১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? -চর্যাপদ
২. মধ্যযুগের শেষ কবি কে?
-ভারতচন্দ্র রায়গুণাকর
৩. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? -ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত
৫. কোনটি সঠিক বানান?
-নিশীথিনী
৬. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
-জাপানি
৭. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘সঞ্চয়িতা’ কার রচনা?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৯. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? -সাপ্তাহিক বিজলী
১০. ‘পাবক’-এর সমার্থক শব্দ কোনটি?
-অগ্নি
১১. ‘অলীক’-এর বিপরীত শব্দ কোনটি?
-সত্য
১২. ‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
-উপন্যাস
১৩. ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থটি কার লেখা? -শামসুর রাহমান
১৪. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কী? -অসম্ভব কল্পনা
১৫. ‘Ratio’ শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
-অনুপাত
১৬. অর্থানুসারে শব্দ কত প্রকার?
-৩ প্রকার
১৭. ‘বাবা বাড়ি নেই’-বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে শূন্য
১৮. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
-দ্বিগু সমাস
১৯. ‘অন্যদিকে মন নেই যার’ বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
-অনন্যমনা
২০. ‘বনস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? -বন + পতি
২১. ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -কৃ+তব্য
২২. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
-অব্যয়
২৩. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন বসে?
-সেমিকোলন (:)
২৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? -ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০২৪

১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
-তদ্ভব শব্দের বহুলতা
২. ‘Book Post’-এর পারিভাষিক রূপ কোনটি?
-খোলা ডাক
৩. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ? -পর্তুগিজ
৪. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে কোন সমাস বলে?
-দ্বন্দ্ব
৫. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? -হাত + ল = হাতল
৬. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
-১২টি
৭. ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কী? -অহমিকাপূর্ণ নির্গুণ বস্তু
৮. ‘যার কোনো মূল নেই’- সমার্থক বাগধারা কোনটি?
-ঢাকের বায়া
৯. কোন বানানটি শুদ্ধ?
-উপর্যুক্ত
১০. অনুবাদ কত প্রকার?
-২ প্রকার
১১. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? -চলৎ + চিত্র
১২. সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারণের সুবিধা
১৩. ‘পুকুরে মাছ আছে’- এখানে পুকুর কোন কারক?
-অধিকরণ কারক
১৪. ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?
-কর্মকারকে শূন্য বিভক্তি
১৫. নিচের কোনটি নিত্য সমাস?
-দেশান্তর
১৬. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
-অবনী
১৭. ‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো
-জ্যোৎস্না
১৮. ‘যা বলা হয়নি’-এককথায় তাকে কী বলে? -অনুক্ত
১৯. ‘চন্দ্র’-এর বিশেষণ রূপ কোনটি?
-চান্দ্র
২০. কোন অবায় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
-অনুসর্গ
২১. ‘A bolt from the blue’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ  কোনটি?
-বিনা মেঘে বজ্রপাত
২২. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?
-উভয় লিঙ্গ
২৩.’শীকর’ শব্দের অর্থ
-জলকণা
২৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়
-কবি
২৫. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
১৮-তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০২৪
১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? -সংক্ষিপ্ত
২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে
-ত্রিবিন্দু
৩. কোনো বানানটি শুদ্ধ?
-দ্বন্দ্ব
৪. ‘Memorandum’-এর পরিভাষা কী? -স্মারকলিপি
৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তারে কী বলে?
-গুরুচণ্ডালী
৬. ‘আমড়াগাছি করা’ কী বোঝাতে ব্যবহার করা হয়
-অযথা তোষামোদ
৭. হাইফেন কোথায় বসে?
-দুই শব্দের সংযোগ দেখাতে
৮. ‘Look before you leap’-এর সঠিক অনুবাদ কোনটি
-ভাবিয়া করিও কাজ
৯. ‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
-ভরাডুবি
১০. কোন বাক্যরূপটি শুদ্ধ?
-সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
১১. ‘অনাথ’-এর স্ত্রীলিঙ্গ কী?
-অনাথিনী
১২. ‘যে নারীর হাসি পবিত্র’ তাকে কী বলে? -শুচিস্মিতা
১৩. ‘দেখা যায়নি যা’
-অদৃষ্টপূর্ব
১৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’- বাক্যে ‘রাখবে’ মন্দটি কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে সপ্তমী
১৫. ‘তিলে তেল আছে’- বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে সপ্তমী
১৬. ‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -কেশ
১৭. ‘আত্মজা’ শব্দের সমার্থ শব্দ নয় কোনটি? -পুত্র
১৮. ‘ভূত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? -ভবিষ্যৎ
১৯. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?
-মিলন
২০. ‘সতীশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?
-সতী + ঈশ
২১. ‘মাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? √মা+তৃচ/তা
২২. ‘কর পল্লবের ন্যায়’- ব্যাসবাক্যটি কোন সমাস?
-উপমিত কর্মধারয়
২৩.’জন্মান্ধ’ কোন সমাস?
-তৎপুরুষ
২৪. ‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-√বৃধ+ মান
২৫. ‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -আবিল

রাষ্ট্রপতি কার্যালয় এর সহকারী প্রটোকল অফিসার

১. কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে রয়েছে?
– নি, বি, সু
২. বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান -শিল্পিত গদ্য সৃষ্টি
৩.’আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি
-ভাষা আন্দোলন
৪. ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ
-কৃশানু
৫. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি?
-চর্যাপদ
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
-চাঁদের অমাবস্যা
৭. ‘বিজিত’ শব্দের বিপরীতার্থক শব্দ
-বিজয়ী
৮. ‘ছেলে কাঁদে’- এখানে ‘ছেলে’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্তৃকারকে ৭মী বিভক্তি
৯.’পল্লীসমাজ’ উপন্যাসের লেখক
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০. ‘কবিকঙ্কন’ কার উপাধি?
-মুকুন্দরাম চক্রবর্তী
১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কী?
-বঙ্গভাষা ও সাহিত্য
১২.’উন্মুলন’ শব্দের অর্থ
-বিনাশ
১৩. কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস? -নেকড়ে অরণ্য
১৪. কোন বাগধারাটির অর্থ ‘ফাঁকি’
-অষ্টরম্ভা
১৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?
-অনুদৈর্ঘ্য
১৬.  ভাষা আন্দোলনের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
-হাসান হাফিজুর রহমান
১৭. কোন রচনাটি কৃষিসংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? -খনার বচন
১৮. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের লেখক কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
-পায়ের আওয়াজ পাওয়া যায়
২০. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন -প্রমথ চৌধুরী
২১. কোনটি ‘সন্ধ্যা’ শব্দের সমার্থক?
-প্রদোষ
২২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
-সাঁঝের মায়া
২৩. নানান দেশে নানান ভাষা/বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?-এ পঙক্তির রচয়িতা কে?
-রামনিধি গুপ্ত
২৪. ‘শবনম’ উপন্যাস কার লেখা?
-সৈয়দ মুজতবা আলী
২৫. শুদ্ধ বানান
-নিরীক্ষণ
২৬. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? -রূপসী বাংলা
২৭. ‘ষ্ণ’-কোন দুটি বর্ণের যুক্তরূপ? → ষ + ণ

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.