বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী
১. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
-ধ্বনি
২. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
-৭টি
৩.’জ্ঞ’ যুক্তবর্ণ কীভাবে গঠিত
-জ+ঞ
৪.’হাতে হাতে ফল পাওয়া’- বাক্যাংশে ‘হাতে হাতে’ হলো
-শব্দদ্বৈত
৫. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
-ধন-ধন
৬. কোন জাতীয় শব্দে ‘য’ এর ব্যবহার হয় না? -বিদেশি
৭. ধাতু বা শব্দের শেষ প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
-নতুন শব্দ গঠন
৮. ‘আয়োময়’ শব্দের অর্থ কী?
-লৌহময়
৯. কোনটি দ্বন্দ্ব সমাস?
-অহিনকুল
১০. সন্ধিবিচ্ছেদ করুন: ‘সংগীত’
সম +গীত
১১. কোনটি ক্রমবাচক শব্দ?
-সপ্তম
১২. অপমান শব্দ ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-বিপরীত
১৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
-দুর্গেশনন্দিনী
১৪. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? -সপ্তম
১৫. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
-আলাওল
১৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
-অগ্নিবীণা
১৭. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত
১৮. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? -তোষামুদে
১৯. ‘কোথায় থাকা হয়’?-এটি কোন বাচ্যের উদাহরণ?
-ভাববাচ্যের
২০. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -শৈত্য
বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী
১. ‘দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? -সিন্ধু-হিল্লোল
২. ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি রচনা করেন? -জীবনানন্দ দাশ
৩. হীরালাল সেন কেন বিখ্যাত?
-চলচ্চিত্রকার হিসেবে
৪. ‘আদি আবাদ’ চিত্রকর্মটির শিল্পী
-শিল্পী এস এম সুলতান
৫. চর্যাপদ আবিষ্কার করেন
-হরপ্রসাদ শাস্ত্রী
৬. অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন
-শেক শুভোদয়া
৭. ‘ব্রজবুলি’ একটি
-ভাষা
৮. বাংলা সাহিত্যে পদ্যের জনক
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?
-কৃষ্ণ চন্দ্র
১০. যুগ সন্ধিক্ষণের কবি কে?
-ঈশ্বরচন্দ্র গুপ্ত
১১. ‘ভোরের পাখি’ উপাধিখ্যাত কবি -বিহারীলাল চক্রবর্তী
১২. ‘ইউসুফ-জোলেখা’ কাব্যের অনুবাদক -শাহ মুহম্মদ সগীর
১৩. মীর মশাররফ হোসেনের নাটক
-জমিদার দর্পণ
১৪. ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়?
-১৮৫৮
১৫. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ -পদ্মরাগ
১৬. মাইকেল মধুসূদন দত্ত-এর প্রহসন
-একেই কি বলে সভ্যতা
১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস -দুর্গেশনন্দিনী
১৮. ‘হা-ঘরে’ অর্থ
-গৃহহীন
১৯. জসীমউদদীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
-নকশী কাঁথার মাঠ
২০. কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায়?
-গোপালগঞ্জ
২১. রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে?
-বলাকা
২২. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ
-বেলা অবেলা কালবেলা
২৩. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাদ
-ঘরে বাইরে
২৫. ‘সবুজপত্র’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় -১৯১৪ সালে
২৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি? -বিষবৃক্ষ
২৭. ‘কল্লোল’ সাহিত্য পত্রিকাটির সম্পাদক -দীনেশ রঞ্জন দাশ
২৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? -সঞ্চিতা
২৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
-মৃত্যুক্ষুধা
৩০. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচিত?
-মানিক বন্দ্যোপাধ্যায়
৩১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-হাঙর নদী গ্রেনেড
৩২. ‘কাঁদো নদী কাঁদো’-এর রচয়িতা কে? -সৈয়দ ওয়ালীউল্লাহ
৩৩. শওকত ওসমান রচিত উপন্যাস
-জাহান্নাম হইতে বিদায়
৩৪. কাব্যনাটক কোনটি?
-নূরলদীনের সারাজীবন
৩৫. ‘বন্দী শিবির থেকে’ কার লেখা?
-শামসুর রাহমান
৩৬. ‘যৈবতী কন্যার মন’ কার লেখা?
-আব্দুল্লাহ আল মামুন
৩৭.’খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
-কাজী নজরুল ইসলাম
৩৮.ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
-চলিত রীতি
৩৯. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
-রূপতত্ত্বে
৪০. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? ছয়টি
৪১. কোনটি নাসিক্য ধ্বনি
-ম।
৪২. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ফরাসি
৪৩. ‘চিরায়ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-কদাচিৎ
৪৪. শুদ্ধ বানান কোনটি?
-শাশ্বত
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব(সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য)
ঢাকা ওয়াসা-এর উপ-সহকারী প্রকৌশলী
১. শুদ্ধ বানান কোনটি?
-বিভীষিকা
২. আঞ্চলিক ভাষার অপর নাম
-উপভাষা
৩. যার কোনোকিছু থেকেই ভয় নেই-এর এককথায় প্রকাশ কী?
-অকুতোভয়
৪. ‘ঋজ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
-বাঁকা
৫. বিস্ময় ও সংশয়-এর বিপরীত শব্দ কোনটি?
-প্রত্যয়
সাধারণ বীমা কর্পোরেশন (জুনিয়র অফিসার)
১. কোন শব্দটি তর্কি থেকে আগত নয়? -বালতি
২. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?
-প্রত্যয়
৩. ‘কবিগুরু’ কোন ধরনের সমাসের উদাহরণ?
-কর্মধারয়
৪. ‘প্রজ্ঞাপন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
-Notification
৫. কলাজ্ঞান আছে যার
-কলাবিদ
৬. জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ প্রকাশিত হয় কত সালে?
-১৯৬৯
৭. পুরাঘটিত অতীতের উদাহরণ কোনটি?
-গত বছর তাকে কিছুটা অন্যমনস্ক দেখেছিলাম
৮. তার হাতের লেখা চমৎকার
-করণ কারকে ৬ষ্ঠী
৯. কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল -অপাদান কারকে ৩য়া
১০. সকলে মিলে দেশটাকে গড়ি
-কর্তৃকারকে ৭মী
১১.ঢিলেমি
-ঢিলে+ আমি
১২. বিচ্ছেদ
-বি + ছেদ
১৩. পদ্ধতি
-পদ + হতি
১৪. ‘দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার– পুরুষটি চক্ষে কম দেখেন।’
-অধ্যয়নশীল
১৫.— অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন
-কোম্পানির
১৬. নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় এই তারুণ্যের–
-উচ্ছ্বাস
১৭. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী? -সহজলভ্য
১৮. ‘শহর-ইয়ার’ (১৯৬৯) কার লেখা উপন্যাস?
-সৈয়দ মুজতবা আলী
১৯. ‘সমাস’ শব্দের অর্থ
-সংক্ষেপণ
২০. ‘ব্যাঙাচি’ কার ছদ্মনাম?
-কাজী নজরুল ইসলাম
সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)
১. কোনটি ইংরেজি উপসর্গযোগে গঠিত শব্দ? -প্রো-উপাচার্য
২. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
৩.’আহব’ শব্দের অর্থ কী?
-যুদ্ধ
৪. ‘কারসাজি’ শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে?
-ফারসি
৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? -কাব্য
৬. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
-সহজযানী
৭. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন? -উনবিংশ শতাব্দী
৮.’মুকুট মুটুক’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
-ধ্বনি বিপর্যয়
৯. ‘শরতের পরে আসে বসন্ত- এ বাকো ‘পরে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? -দীর্ঘবিরতি অর্থে
১০. ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থে প্রকাশ পায়?
-আধিক্য
১১. ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’- এখানে ‘সাদা মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৭মী
১২. ‘অহর্নিশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -অহঃ+নিশা
১৩. নিচের কোনটি নিপাতনে বহুব্রীহি সমাস? -পণ্ডিতমূর্খ
১৪. ‘আমার তুল্য’-এর বাক্য সংকোচন
-মাদৃশ
১৫. ‘ইতি’ শব্দের সমার্থক কোনটি?
-যবনিকা
১৬. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? -আদায়-কাঁচকলায়
১৭. ‘আমল দেয়া’ বাগধারাটির অর্থ কি? -গুরুত্ব দেয়া
১৮. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
-জলধি
১৯. নিচের কোন বানানটি শুদ্ধ?
-শিরঃপীড়া
২০. ‘চোখের নিমেষ না ফেলিয়া’-এর বাক্য সংকোচন
-অনিমেষ
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিপোর্ট-এর হোম ইকোনমিস্ট
১. ‘সমাস ও কারক’ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?
-রূপাতত্ত্ব বা শব্দতত্ত্ব
২. ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -প্রভাকর
৩. ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক
-সুফিয়া কামাল
৪. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?’- চরণটির রচয়িতা কে?
– রঙ্গলাল সেন
৫. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির প্রকাশকাল
-২০১৭
৬. ‘খাসমহল’ শব্দের ‘খাস’ উপসর্গটি কোন ভাষা থেকে জাত?
-আরবি
৭. কোনটি অশুদ্ধ?
-উপাচার
৮. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
-প্রমথ চৌধুরী
৯. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? -৭টি
১০. ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির?
-চলিত
১১. ‘চক্রবাক’ গ্রন্থটি কে রচনা করেছেন? → -কাজী নজরুল ইসলাম
১২. ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’ কোন কাব্যের পঙক্তি?
-মঙ্গলকাব্যের
১৩. ‘রক্ত’ শব্দের সঠিক প্রত্যয় কোনটি?√রনজ+ত
১৪. চর্যাপদ আবিষ্কারের সাল
-১৯০৭
১৫. ‘দম্পতি’ কোন সমাস?
-দ্বন্দ্ব
১৬. ‘আদালত’ শব্দটি কোন ভাষ্য থেকে জাত?
-আরবি
১৭. কোন কবির মা-ও একজন কবি ছিলেন? -জীবনানন্দ দাশের
১৮. ‘পঙ্কজ’ শব্দটি কোন ধরনের শব্দ? -যোগরূঢ়
১৯. কোনটি তৎসম উপসর্গ নয়?
-অনা
২০. ‘অহরহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? -অহঃ+অহ
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (PGCB)
১. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ -একটি উপন্যাস
২. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ কোনটি?
-বঙ্গভাষা ও সাহিত্য
৩. ‘কিন্ডারগার্টেন’ কোন ভাষার শব্দ?
-জার্মান
৪. ‘ইতর-বিশেষ’ বলতে বোঝায় পার্থক্য
-‘বড় > বড্ড’
৫. কোন ধরনের পরিবর্তন?
-ব্যঞ্জনদ্বিত্ব
৬. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-এর এককথায় প্রকাশ
-দুস্তর
৭. ‘Lyric’ শব্দের প্রতিশব্দ
-গীতিকবিতা
৮. ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’- চরণের রচয়িতা
-দ্বিজেন্দ্রলাল রায়
৯. ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কার লেখা? -দৌলত কাজী
১০. ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক
-আহমদ শরীফ
১১. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত।
১২. ‘সপ্তাহ’ কোন সমাস?
-দ্বিগু
১৩. ‘তামার বিষ’ অর্থ কী?
-অর্থের কুপ্রভাব
১৪. যে নারীর স্বামী বিদেশে থাকে -প্রোষিতভর্তৃকা
১৫. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
-বিহারীলাল চক্রবর্তী
১৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’- কার লেখা?
-মাহবুব-উল-আলম চৌধুরী
১৭. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
-৭ম
১৮. কোনটি রূঢ়ি শব্দ?
-হস্তী
১৯. ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
-সম্প্রদানে ষষ্ঠী
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (জুনিয়র হিসাব সহকারী)
১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন
-চর্যাপদ
২. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়
-১২০১-১৩৫০
৩. কবি আলাওলের প্রথম রচনা
-পদ্মাবতী
৪. ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা কে?
-ভারতচন্দ্র বায়গুণাকর
৫. ‘আমারে তমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।’ এখানে ‘আমারে’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে ২য়া
৬. তৎসম বলতে কী বোঝায়?
-সংস্কৃত শব্দ
৭. ‘দৃঢ় সংকল্প’-এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
৮. এককথার মানুষ
৯. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো
-বি+অর্থ
১০. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
-সমকাল
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (কারিগরি সহায়ক)
১. ‘ছন্দের জাদুঘর’ বলা হয় কোন কবি কে? -সত্যেন্দ্রনাথ দত্ত
২. ‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো
-নৌ + ইক
৩. ‘পুতুল নাচের ইতিকথা’ কার লেখা?
-মানিক বন্দ্যোপাধ্যায়
৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
-ধূমকেতু
৫. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? -ক্ষুদ্রার্থে
৬. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
-২
৭. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
ক. বাঘিনা
খ. নবোঢ়া
গ. কুলটা
ঘ. ধরণী অপশনে সঠিক উত্তর নেই
৮. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
-প্রত্যুৎগমন
৯. ‘সুনামি’ কোন দেশের শব্দ?
-জাপান
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২য় ধাপ) ২০২৪
১. দেশি শব্দ নয় কোনটি?
-মাছি
২. একেই কী বলে সভ্যতা”-এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
-প্রহসন
৩. ‘মুক্তি পেতে ইচ্ছুক’-এককথায় কী বলে? -মুমুক্ষু
৪. “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে”-এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? -দায়িত্ববোধ
৫. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? -সুরবালা
৬. ‘হর্ষণ’ শব্দের অর্থ কী?
-আনন্দ
৭. Pen through the line-এর সঠিক অনুবাদ
-লাইনটি কেটে দাও
৮. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
-সমাপ্তি
৯. ‘নিমরাজি’ শব্দে ‘নিম’ কোন উপসর্গ? -বিদেশি উপসর্গ
১০. Fare শব্দটি দ্বারা কী বুঝায়?
-ভাড়া
১১. উপসর্গের কাজ কী?
-নতুন শব্দ গঠন করা
১২. ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -মহাজন
১৩. Personnel-এর বাংলা অর্থ কী?
-কর্মীগণ
১৪. ‘কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’-হেতু অনুসগটি কী অর্থ প্রকাশ করেছে?
-নিমিত্ত
১৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি?
-বন্ + ধন্
১৬. ‘আমার জ্বর জ্বর লাগছে’-এটি কোন ধরনের বাক্য?
-দ্বিরুক্ত
১৭. মুষলধারে বৃষ্টি পড়ছে-এখানে ‘বৃষ্টি’ শব্দটি কোন কর্তা?
-মুখ্য কর্তা
১৮. Meticulous শব্দের অর্থ
-যত্নবান
১৯. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসে?
-সেমিকোলন
২০. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
-প্রথম
২১. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? -চার্লস উইলকিন্স
২২. কোন কবির মাতাও একজন কবি? -জীবনানন্দ দাশ
২৩. ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? -সুফিয়া কামাল
২৪. কোনটি সঠিক?
-বহিপীর (নাটক)
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (৩য় ধাপ) ২০২৪
১. ‘কাঁদো নদী কাঁদো-এর রচয়িতা কে?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
২. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? -তুর্কি
৩. ‘জরা’-এর বিপরীত শব্দ
-যৌবন
৪. ‘যা বলা হবে’-এর বাক্য সংকোচন কোনটি? -উক্ত
৫. ‘বিবর’ শব্দের অর্থ কী?
-গহ্বর
৬. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে? -আব্দুল জব্বার খান
৭. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে
-কমা
৮. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে?
-২০টি
৯. ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
-অমিয় চক্রবর্তী
১০. ‘চাঁদ দেখা যাচ্ছে’-এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
-কর্মকর্তৃবাচ্য
১১. ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’- উক্তিটি কার?
-সুভাষ মুখোপাধ্যায়
১২. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
-বিষ্ণু দে
১৩. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? -করণে সপ্তমী
১৪. ‘বাংলা সাহিত্যের কথা’ কার রচিত?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৫. বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
-১০টি
১৬. ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে? -আল মাহমুদ
১৭. ‘মনোহর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
-মনঃ + হর
১৮. ‘Forgery’ শব্দের বাংলা পরিভাষা কী? -জালিয়াতি
১৯. ‘ষড়ঋতু’ কোন সমাস?
-দ্বিগু
২০. ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কী? -সর্বহারা
২১. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল -৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
২২. মুজিববর্ষ কোন সমাস?
-কর্মধারয় সমাস
১৮তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ পর্যায়) ২০২৪
১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? -চর্যাপদ
২. মধ্যযুগের শেষ কবি কে?
-ভারতচন্দ্র রায়গুণাকর
৩. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? -ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
-মাইকেল মধুসূদন দত্ত
৫. কোনটি সঠিক বানান?
-নিশীথিনী
৬. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
-জাপানি
৭. ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘সঞ্চয়িতা’ কার রচনা?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৯. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? -সাপ্তাহিক বিজলী
১০. ‘পাবক’-এর সমার্থক শব্দ কোনটি?
-অগ্নি
১১. ‘অলীক’-এর বিপরীত শব্দ কোনটি?
-সত্য
১২. ‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
-উপন্যাস
১৩. ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থটি কার লেখা? -শামসুর রাহমান
১৪. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কী? -অসম্ভব কল্পনা
১৫. ‘Ratio’ শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
-অনুপাত
১৬. অর্থানুসারে শব্দ কত প্রকার?
-৩ প্রকার
১৭. ‘বাবা বাড়ি নেই’-বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে শূন্য
১৮. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
-দ্বিগু সমাস
১৯. ‘অন্যদিকে মন নেই যার’ বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
-অনন্যমনা
২০. ‘বনস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? -বন + পতি
২১. ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -কৃ+তব্য
২২. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
-অব্যয়
২৩. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্ন বসে?
-সেমিকোলন (:)
২৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? -ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০২৪
১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
-তদ্ভব শব্দের বহুলতা
২. ‘Book Post’-এর পারিভাষিক রূপ কোনটি?
-খোলা ডাক
৩. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ? -পর্তুগিজ
৪. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে কোন সমাস বলে?
-দ্বন্দ্ব
৫. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? -হাত + ল = হাতল
৬. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
-১২টি
৭. ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কী? -অহমিকাপূর্ণ নির্গুণ বস্তু
৮. ‘যার কোনো মূল নেই’- সমার্থক বাগধারা কোনটি?
-ঢাকের বায়া
৯. কোন বানানটি শুদ্ধ?
-উপর্যুক্ত
১০. অনুবাদ কত প্রকার?
-২ প্রকার
১১. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? -চলৎ + চিত্র
১২. সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারণের সুবিধা
১৩. ‘পুকুরে মাছ আছে’- এখানে পুকুর কোন কারক?
-অধিকরণ কারক
১৪. ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?
-কর্মকারকে শূন্য বিভক্তি
১৫. নিচের কোনটি নিত্য সমাস?
-দেশান্তর
১৬. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
-অবনী
১৭. ‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো
-জ্যোৎস্না
১৮. ‘যা বলা হয়নি’-এককথায় তাকে কী বলে? -অনুক্ত
১৯. ‘চন্দ্র’-এর বিশেষণ রূপ কোনটি?
-চান্দ্র
২০. কোন অবায় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
-অনুসর্গ
২১. ‘A bolt from the blue’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
-বিনা মেঘে বজ্রপাত
২২. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?
-উভয় লিঙ্গ
২৩.’শীকর’ শব্দের অর্থ
-জলকণা
২৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়
-কবি
২৫. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
১৮-তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০২৪
১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? -সংক্ষিপ্ত
২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে
-ত্রিবিন্দু
৩. কোনো বানানটি শুদ্ধ?
-দ্বন্দ্ব
৪. ‘Memorandum’-এর পরিভাষা কী? -স্মারকলিপি
৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তারে কী বলে?
-গুরুচণ্ডালী
৬. ‘আমড়াগাছি করা’ কী বোঝাতে ব্যবহার করা হয়
-অযথা তোষামোদ
৭. হাইফেন কোথায় বসে?
-দুই শব্দের সংযোগ দেখাতে
৮. ‘Look before you leap’-এর সঠিক অনুবাদ কোনটি
-ভাবিয়া করিও কাজ
৯. ‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
-ভরাডুবি
১০. কোন বাক্যরূপটি শুদ্ধ?
-সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
১১. ‘অনাথ’-এর স্ত্রীলিঙ্গ কী?
-অনাথিনী
১২. ‘যে নারীর হাসি পবিত্র’ তাকে কী বলে? -শুচিস্মিতা
১৩. ‘দেখা যায়নি যা’
-অদৃষ্টপূর্ব
১৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’- বাক্যে ‘রাখবে’ মন্দটি কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে সপ্তমী
১৫. ‘তিলে তেল আছে’- বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে সপ্তমী
১৬. ‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -কেশ
১৭. ‘আত্মজা’ শব্দের সমার্থ শব্দ নয় কোনটি? -পুত্র
১৮. ‘ভূত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? -ভবিষ্যৎ
১৯. ‘সন্ধি’ শব্দের অর্থ কী?
-মিলন
২০. ‘সতীশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?
-সতী + ঈশ
২১. ‘মাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? √মা+তৃচ/তা
২২. ‘কর পল্লবের ন্যায়’- ব্যাসবাক্যটি কোন সমাস?
-উপমিত কর্মধারয়
২৩.’জন্মান্ধ’ কোন সমাস?
-তৎপুরুষ
২৪. ‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-√বৃধ+ মান
২৫. ‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -আবিল
রাষ্ট্রপতি কার্যালয় এর সহকারী প্রটোকল অফিসার
১. কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে রয়েছে?
– নি, বি, সু
২. বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান -শিল্পিত গদ্য সৃষ্টি
৩.’আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি
-ভাষা আন্দোলন
৪. ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ
-কৃশানু
৫. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি?
-চর্যাপদ
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
-চাঁদের অমাবস্যা
৭. ‘বিজিত’ শব্দের বিপরীতার্থক শব্দ
-বিজয়ী
৮. ‘ছেলে কাঁদে’- এখানে ‘ছেলে’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্তৃকারকে ৭মী বিভক্তি
৯.’পল্লীসমাজ’ উপন্যাসের লেখক
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০. ‘কবিকঙ্কন’ কার উপাধি?
-মুকুন্দরাম চক্রবর্তী
১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কী?
-বঙ্গভাষা ও সাহিত্য
১২.’উন্মুলন’ শব্দের অর্থ
-বিনাশ
১৩. কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস? -নেকড়ে অরণ্য
১৪. কোন বাগধারাটির অর্থ ‘ফাঁকি’
-অষ্টরম্ভা
১৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?
-অনুদৈর্ঘ্য
১৬. ভাষা আন্দোলনের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
-হাসান হাফিজুর রহমান
১৭. কোন রচনাটি কৃষিসংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? -খনার বচন
১৮. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের লেখক কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
-পায়ের আওয়াজ পাওয়া যায়
২০. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন -প্রমথ চৌধুরী
২১. কোনটি ‘সন্ধ্যা’ শব্দের সমার্থক?
-প্রদোষ
২২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
-সাঁঝের মায়া
২৩. নানান দেশে নানান ভাষা/বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?-এ পঙক্তির রচয়িতা কে?
-রামনিধি গুপ্ত
২৪. ‘শবনম’ উপন্যাস কার লেখা?
-সৈয়দ মুজতবা আলী
২৫. শুদ্ধ বানান
-নিরীক্ষণ
২৬. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? -রূপসী বাংলা
২৭. ‘ষ্ণ’-কোন দুটি বর্ণের যুক্তরূপ? → ষ + ণ
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে