বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
প্রাথমিক সহকারী শিক্ষক (প্রথম পর্যায়)
১. ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য কোনটি?
-চাঁদ রূপ মুখ
২.’চর্যাপদ’ কোন ছন্দে লেখা?
-মাত্রাবৃত
৩. ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় প্রকাশ
-গোধূলি
৪. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়-চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে প্রথমা
৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? -কারক
৬. কোন বানানটি শুদ্ধ?
-নিশীথিনী
৭. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক?
-শামসুর রহমান
৮. ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দটি?
-প্রাচীন
৯. ‘নন্দিনী’-এর প্রতিশব্দ কোনটি?
-তনয়া
১০. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
-কুষ্টিয়া
১১. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-বন্দী শিবির থেকে
১২. কোনটি মৌলিক শব্দ?
-মানব
১৩. ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-বাক্ + আড়ম্বর
১৪. ‘সবকটা জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
-নজরুল ইসলাম বাবু
১৫. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? -কেনাবেচা
১৬. বাগযন্ত্রের অংশ কোনটি?
-স্বরযন্ত্র; ফুসফুস; দাঁত
১৭. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
-শেখ আজিজুর রহমান
১৮. ‘কাক নিন্দ্রা’ শব্দটির অর্থ
-অগভীর সতর্ক নিদ্রা
১৯. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়
-ধ্বনি
২০. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা
-বসন্ত
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০
২১. ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসের রচয়িতা -শওকত ওসমান
২২. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? -তারেক মাসুদ
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (সহকারী পরিচালক)
১. ‘কন্যা’ শব্দের সমার্থক
-আত্মজা
২. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ কী?
-সৌভাগ্যের বিষয়
৩. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়
-প্রমিত ভাষা
৪. ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’ রচয়িতা
-অতুল প্রসাদ
৫. ‘যা চিরস্থায়ী নয়’
-নশ্বর
৬. ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
-সুফিয়া কামাল
৭. ‘বনফুল’ কার ছদ্মনাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮. কোনটি সঠিক?
-সম্ + তান = সন্তান
৯. ‘মেঘশূন্য’ কোন সমাস?
-তৎপুরুষ
১০. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
-সোনার তরী
১১. যে ভূমিতে ফসল জন্মায় না
-ঊষর
১২. ‘অর্ধচন্দ্র’ অর্থ কী?
-গলাধাক্কা দেওয়া
১৩. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো
-ষট্+ ঋতু
১৪. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
-পাল
১৫. মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ
বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।
১৬. ‘রতন’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
-পোস্টমাস্টার
১৭. ‘ভূগোল’ শব্দের বিশেষণ পদ কোনটি? -ভৌগোলিক
১৮. কোনটি শুদ্ধ বানান?
-নিরপরাধ
১৯. ‘সওগাত’ শব্দটি কোন ভাষার শব্দ?
-তুর্কি
সিকিউরিটি প্রিন্টিং প্রেস (সহকারী পরিচালক)
১. বিখ্যাত কবিতা ‘বড়ো কে’-এর কবি কে? -হরিশচন্দ্র মিত্র
২. ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞানবিজ্ঞান প্রভৃতি বিষয় কোন সংবাদপত্রে আলোচনা হতো?
-সুধাকর, মিহির, হাফেজ
৩. বাংলা সমবেত কন্ঠ সংগীতের প্রবর্তক কে? -দ্বিজেন্দ্রলাল রায়
৪. ‘শিয়ালের যুক্তি’ বাগধারাটির অর্থ কী? -অকেজো যুক্তি
৫. ‘পাহাড়’ বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি?
-পাহাড়িয়া এবং পাহাড়ে
৬. ‘উত্তীর্ণ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? -উৎ + তীর্ণ
৭. কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? -মিতালি
৮. ‘আসামী’ কোন ভাষার শব্দ?
-আরবি
৯. ‘ঘোষীভবনের’ উদাহরণ কোনটি?
-শাক > শাগ
১০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? -১৩টি
১১. অনুদিত গ্রন্থ ‘পদ্মাবতী’ এর মূল গ্রন্থের নাম কী?
-পদুমাবৎ
১২. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘বুকের ভেতর আগুন’-এ রচয়িতা কে?
-জাহানারা ইমাম
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দিদের প্রতি উৎসর্গ করেন? -চার অধ্যায়
১৪. ‘পঞ্চম হইতে দশম বর্ষীয় বালক’-এর এক কথায় প্রকাশ
-কুমার
১৫. ‘ওমন কথা মুখে আনতে নেই’ বাক্যে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-অমঙ্গল
১৬. মহাবিশ্বের মূল কথা হলো (…) বহুর মধ্যে এক বাক্যের বন্ধনী স্থানে কোন ছেদচিহ্ন বসবে?
-কোলন (:)
১৭. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
-শঙ্খধবল
১৮. ‘নান্তর্থক’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-না + অন্তি + অর্থ
১৯. চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি?
-৬টি
২০. কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন?
-সরহপা
২১. ‘নিরঞ্জনের রুম্মা’ কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ?
-শূন্যপুরাণ
২২. নাথ গীতিকা ‘ময়নামতির গান’ এর রচয়িতার নাম কী?
-ভবানী দাস
২৩. ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতা কে?
-দোম আন্তোনিও
২৪. বিখ্যাত প্রবন্ধ ‘তরুণের বিদ্রোহ’-এর প্রাবন্ধিকের নাম কী?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক)
১. কার সঙ্গে ‘গুরুচণ্ডালী দোষ’ সম্পর্কিত? -ভাষারীতির সঙ্গে
২. মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?
-পদ্মা
৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? -সঞ্চিতা
৪. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা উপন্যাস? → -সৈয়দ ওয়ালীউল্লাহ
৫. ‘নিরত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -বিরত
৬. ‘তার চোখ দিয়ে জল পড়ে’ এখানে ‘চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
৭. মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি?
-চর্যাপদ
৮. ‘বহুব্রীহি’ কোন সমাস?
-বহুব্রীহি
৯. কবি কঙ্কন কোন করির উপাধি?
-মুকুন্দরাম
১০. ‘জোছনা ও জননীর গল্প’ বইয়ের লেখক কে?
-হুমায়ূন আহমেদ
১১. কোন স্বরবর্ণের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই?
-অ
১২. ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ কোন ধরনের গ্রন্থ?
-উপন্যাস
১৩. ‘পশ্চাতে গমন করে যে’-এর বাক্য সংকোচন হলো
-অনুগামী
১৪. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? -ঝরা পালক
১৫. ‘অগ্নিবীণা’ কাব্য প্রকাশিত হয় কত সালে?
-১৯২২
১৬. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?
-অব্যয়
১৭. কোনটি জাহানার ইমাম রচিত গ্রন্থ নয়? -আমি বিজয় দেখেছি
১৮. ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
-তুর্কি
১৯. ‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ কী? -অসময়ের জাগরণ
২০. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের প্রেক্ষাপট কী? -ভাষা আন্দোলন
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা)
১. সাহিত্যের প্রধান লক্ষ্য কী?
-সৌন্দর্য সৃষ্টি করা
২.’Lync’ শব্দের প্রতিশব্দ গীতি কবিতা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ -অগ্নিবীণা
৩.কাটা হেরি ক্ষান্ত কেন– তুলিতে
-কমল
৪. কোনটি একটি স্বরবর্ণ?
-এ
৫. বীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম
-গাজী মিয়া
৬. শওকত ওসমানের রচিত গ্রন্থ
-নেকড়ে অরণ্য
৭. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
-অ এবং ই
৮. কোনটি শুদ্ধ বানান?
-শ্রবাণ, স্রাবণ
৯. জাতিবাচক বিশেষ্যর উদাহরণ
-নদী
১০. ‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
-জমা + আনো
১১. ‘যত্ন করলে রত্ন মিলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
-অসমাপিকা
১২. অনুসর্গ কী?
-অব্যয়
১৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?
-সমার্থে
১৪. ‘শন শন’ কী ধরনের দ্বিরুক্ত শব্দ? -অনুকার দ্বিরক্তি
১৫. কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?
-বনানী
১৬. ‘বিদ্বান সকালের দ্বারা সমাদৃত হন’ একে কোন বাচ্য বলে?
-কর্মবাচ্য
১৭.’ হাত চালাও’ বাগধারাটির অর্থ কী? -তাড়াতাড়ি করা
১৮. ‘যামিনী’-এর প্রতিশব্দ কোনটি?
-শর্বরী, রজনী
১৯. Covenant শব্দের অর্থ
-চুক্তিপত্র
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মসহকারী)
১. ‘বক্ষ< বইকখ’ কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?
-অপিনিহিত
২. সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী
-সেলমা লাগেরলফ
৩. শুদ্ধ বাক্যটি নির্দেশন কর
-তাকে নির্বাচিত করা হয়নি
৪. ‘মরি। মরি! কী সুন্দর প্রভাতে রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
-অনন্বয়ী
৫. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’
-পত্রকাব্য
৬. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ উক্তিটি কার? -কাজী নজরুল ইসলাম
৭. ‘ব্রহ্মপুত্র’-এর সঠিক উচ্চারণ কোনটি? ব্রোমহোপুতত্রো
৮. ‘করাল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -সৌম্য
৯. গ্রিক শব্দ কোনটি?
-দাম
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
-গোবিন্দলাল ও রোহিণী
১১. পদ্ম ও পুষ্প-এর সমার্থক শব্দ কোনগুলো?
-অরবিন্দ, প্রসূন
১২. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
-সুহৃদ
১৩. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
-আও
১৪. ‘গোস্বামীর সহিত বিচার’ গ্রন্থের লেখক কে?
-রাজা রামমোহন রায়
১৫. কোন বানানটি সঠিক?
-বৈদ্যুতিকরণ
১৬. ‘ব্যক্তপ্রেম’ ও ‘গুপ্তপ্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? -মানসী
১৭. ‘গুলিস্তা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -এস ওয়াজেদ আলী
১৮. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? -মোসাহেব
১৯. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
-লেখাপড়া কর, নতুবা ফেল করবে
২০. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ? -জাত্যভিমান
২১. ‘বর্তুল স্বর’ কীভাবে উচ্চারিত হয়? -উচ্চারণে ঠোঁট গোল হয়
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক)
১. আ+ঈ=এ-এ নিয়মের বাহিরে কোনটি? -গণেশ
২. বাংলা ভাষার রীতি কয়টি?
-২টি
৩. ‘চৌ-হদ্দি’ মিশ্র শব্দ কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
-ফারসি + আরবি
৪. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
-বাকস>বাসক
৫. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
-ত-বর্গীয়
৬. একই ধরনের সূত্রের বাইরের সন্ধি কোনটি?
-অতীত
৭. কোনটি ‘পত্নী’ অর্থের ব্যবহৃত স্ত্রীবাচক শব্দ?
-দাদী
৮. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাতাক?
-শন-শন
৯. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
বচ্+ ক্তি
১০. কোনটি প্রাদি ও অব্যয়ীভাবে এই উভয় সমাসই হয়?
-পরিভ্রমণ, উদ্বেল
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)
১. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
-চানাচুর
২. ‘আ + ও = ঔ’ এই নিয়মের সন্ধিবন্ধ শব্দ কোনটি?
-মহৌষধি
৩. সাধারণ অর্থে স্ত্রী বাচক শব্দ কোনটি? -শিক্ষিকা
৪. ‘অমুক’ কোন সর্বনাম?
-অন্যবাচক
৫. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অতবারনা বোঝাতে কী চিহ্ন বসে? -কোলন
৬. ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?
-ঘোড়া
৭. ‘সু’ উপসর্গযোগে গঠিত ‘সুনজর’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
-সংকোচন
৮. ‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী? -লিখিত আদেশ
৯. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
-মনমাঝি
১০. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রী বাচক শব্দ কোনটি? -মলিনা
পিএসসি (সিনিয়র স্টাফ নার্স)
১. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়? -আনন্দময়ীর আগমন
২. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কী বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?
-সামাজিক প্রহসন
৩. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
-১১টি
৪. বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? -চর্যাপদ
৫. ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন -শাহ মুহম্মদ সগীর
৬. ‘আঠার বছর বয়স’ কবিতার রচয়িতা কে? -সুকান্ত ভট্টাচার্য
৭. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? -অব্যয়
৮. ‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? -প্রসন্ন হওয়া
৯. ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-বিসর্জন
১০. ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ?
-দ্বিগু
১১. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
-প্রমথ চৌধুরী
১২. ‘ধন ধান্য’ পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ সংগীতটির রচয়িতা কে? -দ্বিজেন্দ্রলাল রায়
১৩. বিদ্যাসাগরের প্রকৃত নাম
-ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? -কাঁদো নদী কাঁদো
১৫. ‘দীর্ঘ শব্দের বিপরীত শব্দ কোনটি?
-হ্রস্ব
১৬. ‘বিশেষ্য+ ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝায়?
-উপপদ তৎপুরুষ
১৭. বাংলা ভাষার আদি উৎস কী? -ইন্দো-ইউরোপীয় ভাষা
১৮. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কার?
-মাহবুব-উল-আলম চৌধুরীর
১৯. কোনটি আঞ্চলিক উপন্যাস?
-পদ্মানদীর মাঝি
২০. ‘পয়মস্তি এলো’ এখানে ‘পয়মপ্তি’ কোন কারক?
-কর্তৃকারক
২১. কোন গ্রন্থটি উপন্যাস?
-চিলেকোঠার সিপাই
২২. ‘সম্ভার তিন অবস্থা’-এর অর্থ কী?
-সুলভ জিনিসের নানা দোষ
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট)
১. আমাদের জাতীয় কবির নাম কী?
-কাজী নজরুল ইসলাম
২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
-গীতাঞ্জলি
৩. এক কথায় প্রকাশ করুন: ‘আকাশে চরে যে’
-খেচর
৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-ষট্ +ঋতু
৫. ‘গোড়ায় গলদ’ বলতে কী বোঝায়?
-শুরুতে ভুল
৬. কোন বানানটি শুদ্ধ?
-পাষাণ
৭. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? -কবি জসীমউদ্দীন
৮. ‘দুর্ভিক্ষে’র সঠিক ব্যাসবাক্য কোনটি? -ভিক্ষার অভাব
৯. ‘মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -অপমান
১০. বর্তমান কাল কোনটি?
-আমি পড়ি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট (প্রটোকল অফিসার)
১. কোন শব্দটির বানান অশুদ্ধ?
-সূক্ষ
২. ‘নীলকর’ কোন সমাসভুক্ত?
-উপপদ তৎপুরুষ
৩. কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ? -দরদালান
৪. বাংলা ভাষায় বিভক্তি কত প্রকার?
-২
৫. ‘গ্রহণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? -বর্জন
৬. ‘মাথা ঘামানো’ বাগধারাটির অর্থ কী? -ভাবনা করা
৭. কোন দুইটি সংযুক্ত বর্ণের রূপ ‘ঞ্চ’?
-ঞ+চ
৮. ‘Kinsman’ শব্দটির বাংলা পরিভাষিক শব্দ কোনটি?
-জ্ঞাতি
৯. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ পঙক্তিটির স্রষ্টা কে?
-ভারতচন্দ্র
১০. ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
-ফররুখ আহমদ
১১. ‘অন্তরে যাদের এতো গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’ কার রচনার অংশ?
-কাজী নজরুল ইসলাম
১২. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ উক্তিটি কার?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৩. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ গানটির সুরকরা কে?
-আপেল মাহমুদ
১৪. ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
-আবদুল করিম
১৫. ‘গাজী মিয়া’ কার ছদ্মনাম?
-মীর মশাররফ হোসেন
১৬. ‘মুসলমানীর গল্প’-এর রচয়িতা কে? -রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -মোহাম্মদ নাসিরউদ্দিন
১৮. কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
-রক্তরাগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
১. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটি সংকোচন করলে হবে
-মৃন্ময়
২.’জিজীবিষা’ শব্দের অর্থ কী?
-বেঁচে থাকার ইচ্ছা
৩. চিকিৎসাশাস্ত্র কোন সমাস?
-কর্মধারয়
৪. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
-আলুনি
৫. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়’- এটি কোন ধরনের বাক্য?
-জটিল বাক্য
৬. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়
-মাকড়সা
৭. Custom শব্দের বাংলা পরিভাষা কোনটি? -প্রথা
৮. বাংলা সনেটের প্রর্বতক কে?
-মাইকেল মধুসূদন দত্ত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি (উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ)
১. একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি? -তিন
২. ‘মৈমনসিংহ গীতিকা’ গ্রন্থটি সংকলন করেন কে?
-দীনেশচন্দ্র সেন
৩. ‘আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
-আব্দুল লতিফ
৪. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? -চর্যাগীতিকা
৫. ‘শোন একটি মুজিবুরের কন্ঠ থেকে’ গানটির গীতিকার কে?
-গৌরীপ্রসন্ন মজুমদার
৬. ‘উপকার করার ইচ্ছা’-এর এক কথায় প্রকাশ কী?
-উপচিকীর্ষা
৭. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
-একুশ
৮. ‘অদশ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -দৃশ্যমান
৯. ‘সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই’ কথাগুলো কোন কবির?
-কবি চণ্ডীদাস
১০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? -দেয়াল
১১. ‘ভাড়ুদত্ত’ কোন কাব্যের চরিত্র?
-চণ্ডীমণ্ডল কাব্যের কালকেতু উপাখ্যান
১২. ‘লাবণ্য’ কোন পদ?
-বিশেষ্য
১৩. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি?
-বীরবল
১৪. ‘কবিতার কথা’ কার প্রবন্ধগ্রন্থ? -জীবনানন্দ দাশ
১৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
-সমাচার দর্পণ
১৬. কোনটি শুদ্ধ বানান?
-আশিস
১৭. ‘সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়’-এ বাক্যে ‘প্রশস্ত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? -উপযুক্ত
১৮. ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ
১৯. কোনটি নির্ভুল বাক্য?
-অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
২০. বাংলা উপন্যাস সাহিত্যে ‘মজিদ’ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
২১. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? -প্রলয় শিখা
প্রতিরক্ষা মন্ত্রণালয় (সহকারী পরিচালক)
১. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে?
-সেমিকোলন
২. নেমেসিস কোন জাতীয় রচনা?
-নাটক
৩. যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কী হবে?
-অবীরা
৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
-প্রগতি
৫. ‘সবর’ শব্দে ‘স’ উপসর্গ কী অর্থ প্রকাশ করে?
-সঙ্গে
৬. ‘জংশন’ শব্দটির উৎস ভাষা
-ইংরেজি
৭. কোনটি যোগরূঢ় শব্দ নয়?
-ধানক্ষেত
৮. ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
– আবুল হাসান
৯. ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে’ বাক্যটি
-সরল
১০. নদীর সমার্থক শব্দ কোনটি?
-সরিৎ
১১. পজলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি? -গঙ্গা
১২.’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-ধ্বনিতত্ত্বে
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? -ভানুসিংহ
১৪. কোনটি রাজনৈতিক উপন্যাস নয়?
-চাঁদের অমাবস্যা
১৫. ‘তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি
-সংযোজক অব্যয়
১৬. যা সহজে অতিক্রম করা যায় না -দুরতিক্রম্য
১৭. কোন জাতীয় শব্দে মূর্ধন্য য-এর ব্যবহার হয়?
-তৎসম শব্দে
১৮. নাটক কী?
-দৃশ্যকাব্য
১৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- এ গানের প্রথম সুরকার কে?
-আবদুল লতিফ
২০. ভাষার মূল উপকরণ কী?
-বাক্য
২১. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
২২.’মরুভাস্কর’ কার রচনা?
-কাজী নজরুল ইসলাম
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? -জাহান্নাম হইতে বিদায়
২৪. ‘দারিদ্রা’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
-সিন্ধু-হিন্দোল
২৫. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কী?
-মুক্তিযুদ্ধ
২৬. শুদ্ধ বানান কোনটি?
-সমীচীন
প্রতিরক্ষা মন্ত্রণালয় [সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)
১. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? -সমাস, সন্ধি
২. পূর্ববঙ্গ গীতিকার লোকগাথাগুলোর সংগ্রাহক কে?
-চন্দ্রকুমার দে
৩. কায়কোবাদ রচিত ‘মহাশশ্মান’ কাব্যের পটভূমি
-পানিপথের তৃতীয় যুদ্ধ
৪. শিষ্টাচার-এর সমার্থক
-সদাচার
৫. এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
-কবিগান
৬. ‘তোহফা’ কাব্যের রচয়িতা
-আলাওল
৭. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
-রত্ন +আকর
৮. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
-১৮৪৩
৯. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
-নঞর্থক
১০.’সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যেকর্মের সাথে যুক্ত?
-চর্যাপদ
১১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি গ্রহণ করা হয়েছে
-পর্তুগিজ ভাষা থেকে
১২. তদ্ভব শব্দ
-চাঁদ
১৩. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে কী বলে?
-অক্ষর
১৪. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়
-গ্রাম
১৫. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? -প্রাতিপদিক
১৬. ‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী? -সৌভাগ্যের বিষয়
১৭. কোন বানানটি শুদ্ধ?
-শুচিস্মিতা
১৮. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? -একযোগে
১৯. কোন শব্দের বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
-নিমরাজী
২০. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয়
-স্বরবৃত্ত
২১. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ -আখ্যানকাব্য
২২. ‘মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’ কার উক্তি?
-মীর মশাররফ হোসেন
২৩. কোনটি বিশেষণ বাচক শব্দ?
-জীবনী
২৪. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
-নেপাল
২৫. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত? -নীরদচন্দ্র চৌধুরী
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (পরিবার কল্যাণ পরিদর্শিকা)
১. ‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি? -মহাজন
২. ‘পৃথিবী’-এর প্রতিশব্দ কোনটি?
-বসুমতী
৩. ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
-অত্যন্ত গরিব
৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, ‘তখনকার’ শব্দটি কোন কারক?
-সম্বন্ধ কারক
৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
-সরল
৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভার্ষিক একক কে কী বলে?
-বাক্য
৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি? -তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
৮. কোনটি একবচন?
-আমি
৯. যোজক কাকে যুক্ত করে?
-পদ, বর্গ, বাক্য
১০. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
-দুই
১১. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
-শর্ত, ভূত, ভাবী
১২. ‘ষষ্ঠ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-ষষ্ + থ
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীভ’ গল্পের একটি চরিত্র
-চারুলতা
১৪. ‘চণ্ডী মঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
-শিব
১৫. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
-বহিপীর
১৬. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-জন ক্লার্ক মার্শম্যান
১৭. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির
-কাহ্নপা
১৮. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
-কৃষ্ণকুমারী
১৯. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? -অলীক মানুষ
পিএসসি নন-ক্যাডার (সিনিয়র স্টাফ নার্স)
১. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন
-ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২. কবি কঙ্কন কার উপাধি?
-মুকুন্দরাম চক্রবর্তী
৩. ‘কবর’ নাটকটির রচয়িতা
-মুনীর চৌধুরী
৪. কোন বইটি রবীন্দনাথ ঠাকুর রচিত নয়? -শেষ বিকেলের মেয়ে
৫. কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন?
-আনন্দময়ীর আগমনে
৬. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন?
-আনিসুল হক
৭. ‘আমার দেখা নয়াচীন’-এর প্রকাশকাল -২০২০ ফেব্রুয়ারি
৮. ‘যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো?
-হ+ণ
৯. ‘জিহ্বা’ শব্দের উচ্চারণ?
-জিউভা
১০. ‘একাত্তরের দিনগুলি’ রচনা করেন?
-জাহানারা ইমাম
১১. ‘নয়নতারা’ গল্পের রচয়িতা?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
১২. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’- চরণদ্বয়ের লেখক কে?
-মদনমোহন তর্কালঙ্কার
১৩. ‘কাজ’ শব্দের তৎসম রূপ?
-কার্য
১৪. কোন বানানটি শুদ্ধ?
-শ্বশুর
১৫. ‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা?
-আহমদ ছফা
১৬. ‘লুঙ্গি’ শব্দটি এসেছে যে ভাষা থেকে
-বর্মি
১৭. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ?
-অন্তরীক্ষ
১৮. ‘Surgeon’-এর পরিভাষা?
-শল্য চিকিৎসক
১৯. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারটির অর্থ
-ভূমিকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট)
১. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ
-স্বাভাবিক
২. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? -সাধু
৩. ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-ছেলে + আমি
৪. কোনটি শব্দের আগে বসে?
-উপসর্গ
৫. ‘গরু’ কোন শব্দ?
-উভয়লিঙ্গ
৬. কোনটি সঠিক নয়?
-পণ্ডিতবৃন্দ
৭. ‘কূলের সমীপে’-এর সংক্ষেপে কী?
-উপকূল
৮. ‘অনিল’ শব্দের অর্থ কী?
-বাতাস
৯. ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী?
-সব পক্ষের মন জুগিয়ে চলা
১০. বাংলাদেশের ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?
-ফররুখ আহমদ
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে