Tuesday, April 1, 2025

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

প্রাথমিক সহকারী শিক্ষক (প্রথম পর্যায়)

১. ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য কোনটি?
-চাঁদ রূপ মুখ
২.’চর্যাপদ’ কোন ছন্দে লেখা?
-মাত্রাবৃত
৩. ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় প্রকাশ
-গোধূলি
৪. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়-চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে প্রথমা
৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? -কারক
৬. কোন বানানটি শুদ্ধ?
-নিশীথিনী
৭. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক?
-শামসুর রহমান
৮. ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দটি?
-প্রাচীন
৯. ‘নন্দিনী’-এর প্রতিশব্দ কোনটি?
-তনয়া
১০. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
-কুষ্টিয়া
১১. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
-বন্দী শিবির থেকে
১২. কোনটি মৌলিক শব্দ?
-মানব
১৩. ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-বাক্ + আড়ম্বর
১৪. ‘সবকটা জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
-নজরুল ইসলাম বাবু
১৫. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? -কেনাবেচা
১৬. বাগযন্ত্রের অংশ কোনটি?
-স্বরযন্ত্র; ফুসফুস; দাঁত
১৭. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
-শেখ আজিজুর রহমান
১৮. ‘কাক নিন্দ্রা’ শব্দটির অর্থ
-অগভীর সতর্ক নিদ্রা
১৯. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়
-ধ্বনি
২০. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা
-বসন্ত

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০

২১. ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসের রচয়িতা -শওকত ওসমান
২২. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? -তারেক মাসুদ

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (সহকারী পরিচালক)

১. ‘কন্যা’ শব্দের সমার্থক
-আত্মজা
২. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ কী?
-সৌভাগ্যের বিষয়
৩. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়
-প্রমিত ভাষা
৪. ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’ রচয়িতা
-অতুল প্রসাদ
৫. ‘যা চিরস্থায়ী নয়’
-নশ্বর
৬. ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
-সুফিয়া কামাল
৭. ‘বনফুল’ কার ছদ্মনাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮. কোনটি সঠিক?
-সম্ + তান = সন্তান
৯. ‘মেঘশূন্য’ কোন সমাস?
-তৎপুরুষ
১০. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
-সোনার তরী
১১. যে ভূমিতে ফসল জন্মায় না
-ঊষর
১২. ‘অর্ধচন্দ্র’ অর্থ কী?
-গলাধাক্কা দেওয়া
১৩. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো
-ষট্+ ঋতু
১৪. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
-পাল
১৫. মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।

১৬. ‘রতন’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
-পোস্টমাস্টার
১৭. ‘ভূগোল’ শব্দের বিশেষণ পদ কোনটি? -ভৌগোলিক
১৮. কোনটি শুদ্ধ বানান?
-নিরপরাধ
১৯. ‘সওগাত’ শব্দটি কোন ভাষার শব্দ?
-তুর্কি

সিকিউরিটি প্রিন্টিং প্রেস (সহকারী পরিচালক)

১. বিখ্যাত কবিতা ‘বড়ো কে’-এর কবি কে? -হরিশচন্দ্র মিত্র
২. ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞানবিজ্ঞান প্রভৃতি বিষয় কোন সংবাদপত্রে আলোচনা হতো?
-সুধাকর, মিহির, হাফেজ
৩. বাংলা সমবেত কন্ঠ সংগীতের প্রবর্তক কে? -দ্বিজেন্দ্রলাল রায়
৪. ‘শিয়ালের যুক্তি’ বাগধারাটির অর্থ কী? -অকেজো যুক্তি
৫. ‘পাহাড়’ বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি?
-পাহাড়িয়া এবং পাহাড়ে
৬. ‘উত্তীর্ণ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? -উৎ + তীর্ণ
৭. কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? -মিতালি
৮. ‘আসামী’ কোন ভাষার শব্দ?
-আরবি
৯. ‘ঘোষীভবনের’ উদাহরণ কোনটি?
-শাক > শাগ
১০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? -১৩টি
১১. অনুদিত গ্রন্থ ‘পদ্মাবতী’ এর মূল গ্রন্থের নাম কী?
-পদুমাবৎ
১২. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ‘বুকের ভেতর আগুন’-এ রচয়িতা কে?
-জাহানারা ইমাম
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দিদের প্রতি উৎসর্গ করেন? -চার অধ্যায়
১৪. ‘পঞ্চম হইতে দশম বর্ষীয় বালক’-এর এক কথায় প্রকাশ
-কুমার
১৫. ‘ওমন কথা মুখে আনতে নেই’ বাক্যে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-অমঙ্গল
১৬. মহাবিশ্বের মূল কথা হলো (…) বহুর মধ্যে এক বাক্যের বন্ধনী স্থানে কোন ছেদচিহ্ন বসবে?
-কোলন (:)
১৭. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
-শঙ্খধবল
১৮. ‘নান্তর্থক’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-না + অন্তি + অর্থ
১৯. চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি?
-৬টি
২০. কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন?
-সরহপা
২১. ‘নিরঞ্জনের রুম্মা’ কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ?
-শূন্যপুরাণ
২২. নাথ গীতিকা ‘ময়নামতির গান’ এর রচয়িতার নাম কী?
-ভবানী দাস
২৩. ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতা কে?
-দোম আন্তোনিও
২৪. বিখ্যাত প্রবন্ধ ‘তরুণের বিদ্রোহ’-এর প্রাবন্ধিকের নাম কী?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক)

১. কার সঙ্গে ‘গুরুচণ্ডালী দোষ’ সম্পর্কিত? -ভাষারীতির সঙ্গে
২. মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?
-পদ্মা
৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? -সঞ্চিতা
৪. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা উপন্যাস? → -সৈয়দ ওয়ালীউল্লাহ
৫. ‘নিরত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -বিরত
৬. ‘তার চোখ দিয়ে জল পড়ে’ এখানে ‘চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
৭. মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি?
-চর্যাপদ
৮. ‘বহুব্রীহি’ কোন সমাস?
-বহুব্রীহি
৯. কবি কঙ্কন কোন করির উপাধি?
-মুকুন্দরাম
১০. ‘জোছনা ও জননীর গল্প’ বইয়ের লেখক কে?
-হুমায়ূন আহমেদ
১১. কোন স্বরবর্ণের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই?
-অ
১২. ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ কোন ধরনের গ্রন্থ?
-উপন্যাস
১৩. ‘পশ্চাতে গমন করে যে’-এর বাক্য সংকোচন হলো
-অনুগামী
১৪. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? -ঝরা পালক
১৫. ‘অগ্নিবীণা’ কাব্য প্রকাশিত হয় কত সালে?
-১৯২২
১৬. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?
-অব্যয়
১৭. কোনটি জাহানার ইমাম রচিত গ্রন্থ নয়? -আমি বিজয় দেখেছি
১৮. ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
-তুর্কি
১৯. ‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ কী? -অসময়ের জাগরণ
২০. ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের প্রেক্ষাপট কী? -ভাষা আন্দোলন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা)

১. সাহিত্যের প্রধান লক্ষ্য কী?
-সৌন্দর্য সৃষ্টি করা
২.’Lync’ শব্দের প্রতিশব্দ গীতি কবিতা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ -অগ্নিবীণা
৩.কাটা হেরি ক্ষান্ত কেন– তুলিতে
-কমল
৪. কোনটি একটি স্বরবর্ণ?
-এ
৫. বীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম
-গাজী মিয়া
৬. শওকত ওসমানের রচিত গ্রন্থ
-নেকড়ে অরণ্য
৭. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
-অ এবং ই
৮. কোনটি শুদ্ধ বানান?
-শ্রবাণ, স্রাবণ
৯. জাতিবাচক বিশেষ্যর উদাহরণ
-নদী
১০. ‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
-জমা + আনো
১১. ‘যত্ন করলে রত্ন মিলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
-অসমাপিকা
১২. অনুসর্গ কী?
-অব্যয়
১৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?
-সমার্থে
১৪. ‘শন শন’ কী ধরনের দ্বিরুক্ত শব্দ? -অনুকার দ্বিরক্তি
১৫. কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?
-বনানী
১৬. ‘বিদ্বান সকালের দ্বারা সমাদৃত হন’ একে কোন বাচ্য বলে?
-কর্মবাচ্য
১৭.’ হাত চালাও’ বাগধারাটির অর্থ কী? -তাড়াতাড়ি করা
১৮. ‘যামিনী’-এর প্রতিশব্দ কোনটি?
-শর্বরী, রজনী
১৯. Covenant শব্দের অর্থ
-চুক্তিপত্র

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মসহকারী)

১. ‘বক্ষ< বইকখ’ কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?
-অপিনিহিত
২. সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী
-সেলমা লাগেরলফ
৩. শুদ্ধ বাক্যটি নির্দেশন কর
-তাকে নির্বাচিত করা হয়নি
৪. ‘মরি। মরি! কী সুন্দর প্রভাতে রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
-অনন্বয়ী
৫. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’
-পত্রকাব্য
৬. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ উক্তিটি কার? -কাজী নজরুল ইসলাম
৭. ‘ব্রহ্মপুত্র’-এর সঠিক উচ্চারণ কোনটি? ব্রোমহোপুতত্রো
৮. ‘করাল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -সৌম্য
৯. গ্রিক শব্দ কোনটি?
-দাম
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
-গোবিন্দলাল ও রোহিণী
১১. পদ্ম ও পুষ্প-এর সমার্থক শব্দ কোনগুলো?
-অরবিন্দ, প্রসূন
১২. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
-সুহৃদ
১৩. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
-আও
১৪. ‘গোস্বামীর সহিত বিচার’ গ্রন্থের লেখক কে?
-রাজা রামমোহন রায়
১৫. কোন বানানটি সঠিক?
-বৈদ্যুতিকরণ
১৬. ‘ব্যক্তপ্রেম’ ও ‘গুপ্তপ্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? -মানসী
১৭. ‘গুলিস্তা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -এস ওয়াজেদ আলী
১৮.  ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? -মোসাহেব
১৯. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
-লেখাপড়া কর, নতুবা ফেল করবে
২০. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ? -জাত্যভিমান
২১. ‘বর্তুল স্বর’ কীভাবে উচ্চারিত হয়? -উচ্চারণে ঠোঁট গোল হয়

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক)

১. আ+ঈ=এ-এ নিয়মের বাহিরে কোনটি? -গণেশ
২. বাংলা ভাষার রীতি কয়টি?
-২টি
৩. ‘চৌ-হদ্দি’ মিশ্র শব্দ কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
-ফারসি + আরবি
৪. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
-বাকস>বাসক
৫. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
-ত-বর্গীয়
৬. একই ধরনের সূত্রের বাইরের সন্ধি কোনটি?
-অতীত
৭. কোনটি ‘পত্নী’ অর্থের ব্যবহৃত স্ত্রীবাচক শব্দ?
-দাদী
৮. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাতাক?
-শন-শন
৯. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
বচ্+ ক্তি
১০. কোনটি প্রাদি ও অব্যয়ীভাবে এই উভয় সমাসই হয়?
-পরিভ্রমণ, উদ্বেল

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)

১. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
-চানাচুর
২. ‘আ + ও = ঔ’ এই নিয়মের সন্ধিবন্ধ শব্দ কোনটি?
-মহৌষধি
৩. সাধারণ অর্থে স্ত্রী বাচক শব্দ কোনটি? -শিক্ষিকা
৪. ‘অমুক’ কোন সর্বনাম?
-অন্যবাচক
৫. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অতবারনা বোঝাতে কী চিহ্ন বসে? -কোলন
৬. ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?
-ঘোড়া
৭. ‘সু’ উপসর্গযোগে গঠিত ‘সুনজর’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
-সংকোচন
৮. ‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী? -লিখিত আদেশ
৯. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
-মনমাঝি
১০. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রী বাচক শব্দ কোনটি? -মলিনা

   পিএসসি (সিনিয়র স্টাফ নার্স)

১. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়? -আনন্দময়ীর আগমন
২. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কী বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?
-সামাজিক প্রহসন
৩. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
-১১টি
৪. বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? -চর্যাপদ
৫. ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন -শাহ মুহম্মদ সগীর
৬. ‘আঠার বছর বয়স’ কবিতার রচয়িতা কে? -সুকান্ত ভট্টাচার্য
৭. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? -অব্যয়
৮. ‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? -প্রসন্ন হওয়া
৯. ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-বিসর্জন
১০. ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ?
-দ্বিগু
১১. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
-প্রমথ চৌধুরী
১২. ‘ধন ধান্য’ পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ সংগীতটির রচয়িতা কে? -দ্বিজেন্দ্রলাল রায়
১৩. বিদ্যাসাগরের প্রকৃত নাম
-ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৪. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? -কাঁদো নদী কাঁদো
১৫. ‘দীর্ঘ শব্দের বিপরীত শব্দ কোনটি?
-হ্রস্ব
১৬. ‘বিশেষ্য+ ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝায়?
-উপপদ তৎপুরুষ
১৭. বাংলা ভাষার আদি উৎস কী? -ইন্দো-ইউরোপীয় ভাষা
১৮. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কার?
-মাহবুব-উল-আলম চৌধুরীর
১৯. কোনটি আঞ্চলিক উপন্যাস?
-পদ্মানদীর মাঝি
২০. ‘পয়মস্তি এলো’ এখানে ‘পয়মপ্তি’ কোন কারক?
-কর্তৃকারক
২১. কোন গ্রন্থটি উপন্যাস?
-চিলেকোঠার সিপাই
২২. ‘সম্ভার তিন অবস্থা’-এর অর্থ কী?
-সুলভ জিনিসের নানা দোষ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট)

১. আমাদের জাতীয় কবির নাম কী?
-কাজী নজরুল ইসলাম
২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
-গীতাঞ্জলি
৩. এক কথায় প্রকাশ করুন: ‘আকাশে চরে যে’
-খেচর
৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-ষট্ +ঋতু
৫. ‘গোড়ায় গলদ’ বলতে কী বোঝায়?
-শুরুতে ভুল
৬. কোন বানানটি শুদ্ধ?
-পাষাণ
৭. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? -কবি জসীমউদ্দীন
৮. ‘দুর্ভিক্ষে’র সঠিক ব্যাসবাক্য কোনটি? -ভিক্ষার অভাব
৯. ‘মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -অপমান
১০. বর্তমান কাল কোনটি?
-আমি পড়ি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট (প্রটোকল অফিসার)

১. কোন শব্দটির বানান অশুদ্ধ?
-সূক্ষ
২. ‘নীলকর’ কোন সমাসভুক্ত?
-উপপদ তৎপুরুষ
৩. কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ? -দরদালান
৪. বাংলা ভাষায় বিভক্তি কত প্রকার?
-২
৫. ‘গ্রহণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? -বর্জন
৬. ‘মাথা ঘামানো’ বাগধারাটির অর্থ কী? -ভাবনা করা
৭. কোন দুইটি সংযুক্ত বর্ণের রূপ ‘ঞ্চ’?
-ঞ+চ
৮. ‘Kinsman’ শব্দটির বাংলা পরিভাষিক শব্দ কোনটি?
-জ্ঞাতি
৯. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ পঙক্তিটির স্রষ্টা কে?
-ভারতচন্দ্র
১০. ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
-ফররুখ আহমদ
১১. ‘অন্তরে যাদের এতো গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’ কার রচনার অংশ?
-কাজী নজরুল ইসলাম
১২. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ উক্তিটি কার?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৩. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ গানটির সুরকরা কে?
-আপেল মাহমুদ
১৪. ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
-আবদুল করিম
১৫. ‘গাজী মিয়া’ কার ছদ্মনাম?
-মীর মশাররফ হোসেন
১৬. ‘মুসলমানীর গল্প’-এর রচয়িতা কে? -রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? -মোহাম্মদ নাসিরউদ্দিন
১৮. কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
-রক্তরাগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)

১. ‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটি সংকোচন করলে হবে
-মৃন্ময়
২.’জিজীবিষা’ শব্দের অর্থ কী?
-বেঁচে থাকার ইচ্ছা
৩. চিকিৎসাশাস্ত্র কোন সমাস?
-কর্মধারয়
৪. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
-আলুনি
৫. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়’- এটি কোন ধরনের বাক্য?
-জটিল বাক্য
৬. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়
-মাকড়সা
৭. Custom শব্দের বাংলা পরিভাষা কোনটি? -প্রথা
৮. বাংলা সনেটের প্রর্বতক কে?
-মাইকেল মধুসূদন দত্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি (উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ)

১. একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি? -তিন
২. ‘মৈমনসিংহ গীতিকা’ গ্রন্থটি সংকলন করেন কে?
-দীনেশচন্দ্র সেন
৩. ‘আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
-আব্দুল লতিফ
৪. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? -চর্যাগীতিকা
৫. ‘শোন একটি মুজিবুরের কন্ঠ থেকে’ গানটির গীতিকার কে?
-গৌরীপ্রসন্ন মজুমদার
৬. ‘উপকার করার ইচ্ছা’-এর এক কথায় প্রকাশ কী?
-উপচিকীর্ষা
৭. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
-একুশ
৮. ‘অদশ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? -দৃশ্যমান
৯. ‘সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই’ কথাগুলো কোন কবির?
-কবি চণ্ডীদাস
১০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? -দেয়াল
১১. ‘ভাড়ুদত্ত’ কোন কাব্যের চরিত্র?
-চণ্ডীমণ্ডল কাব্যের কালকেতু উপাখ্যান
১২. ‘লাবণ্য’ কোন পদ?
-বিশেষ্য
১৩. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি?
-বীরবল
১৪. ‘কবিতার কথা’ কার প্রবন্ধগ্রন্থ? -জীবনানন্দ দাশ
১৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
-সমাচার দর্পণ
১৬. কোনটি শুদ্ধ বানান?
-আশিস
১৭. ‘সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়’-এ বাক্যে ‘প্রশস্ত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? -উপযুক্ত
১৮. ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
-জীবনানন্দ দাশ
১৯. কোনটি নির্ভুল বাক্য?
-অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
২০. বাংলা উপন্যাস সাহিত্যে ‘মজিদ’ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
২১. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? -প্রলয় শিখা

প্রতিরক্ষা মন্ত্রণালয় (সহকারী পরিচালক)

১. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে?
-সেমিকোলন
২. নেমেসিস কোন জাতীয় রচনা?
-নাটক
৩. যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কী হবে?
-অবীরা
৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
-প্রগতি
৫. ‘সবর’ শব্দে ‘স’ উপসর্গ কী অর্থ প্রকাশ করে?
-সঙ্গে
৬. ‘জংশন’ শব্দটির উৎস ভাষা
-ইংরেজি
৭. কোনটি যোগরূঢ় শব্দ নয়?
-ধানক্ষেত
৮. ‘রাজা যায় রাজা আসে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
– আবুল হাসান
৯. ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে’ বাক্যটি
-সরল
১০. নদীর সমার্থক শব্দ কোনটি?
-সরিৎ
১১. পজলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি? -গঙ্গা
১২.’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-ধ্বনিতত্ত্বে
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? -ভানুসিংহ
১৪. কোনটি রাজনৈতিক উপন্যাস নয়?
-চাঁদের অমাবস্যা
১৫. ‘তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি
-সংযোজক অব্যয়
১৬. যা সহজে অতিক্রম করা যায় না -দুরতিক্রম্য
১৭. কোন জাতীয় শব্দে মূর্ধন্য য-এর ব্যবহার হয়?
-তৎসম শব্দে
১৮. নাটক কী?
-দৃশ্যকাব্য
১৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- এ গানের প্রথম সুরকার কে?
-আবদুল লতিফ
২০. ভাষার মূল উপকরণ কী?
-বাক্য
২১. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
২২.’মরুভাস্কর’ কার রচনা?
-কাজী নজরুল ইসলাম
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? -জাহান্নাম হইতে বিদায়
২৪. ‘দারিদ্রা’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
-সিন্ধু-হিন্দোল
২৫. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কী?
-মুক্তিযুদ্ধ
২৬. শুদ্ধ বানান কোনটি?
-সমীচীন

প্রতিরক্ষা মন্ত্রণালয় [সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)

১. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? -সমাস, সন্ধি
২. পূর্ববঙ্গ গীতিকার লোকগাথাগুলোর সংগ্রাহক কে?
-চন্দ্রকুমার দে
৩. কায়কোবাদ রচিত ‘মহাশশ্মান’ কাব্যের পটভূমি
-পানিপথের তৃতীয় যুদ্ধ
৪. শিষ্টাচার-এর সমার্থক
-সদাচার
৫. এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
-কবিগান
৬. ‘তোহফা’ কাব্যের রচয়িতা
-আলাওল
৭. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
-রত্ন +আকর
৮. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
-১৮৪৩
৯. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
-নঞর্থক
১০.’সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যেকর্মের সাথে যুক্ত?
-চর্যাপদ
১১. ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি গ্রহণ করা হয়েছে
-পর্তুগিজ ভাষা থেকে
১২. তদ্ভব শব্দ
-চাঁদ
১৩. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে কী বলে?
-অক্ষর
১৪. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়
-গ্রাম
১৫. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? -প্রাতিপদিক
১৬. ‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী? -সৌভাগ্যের বিষয়
১৭. কোন বানানটি শুদ্ধ?
-শুচিস্মিতা
১৮. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? -একযোগে
১৯. কোন শব্দের বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
-নিমরাজী
২০. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয়
-স্বরবৃত্ত
২১. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ -আখ্যানকাব্য
২২. ‘মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’ কার উক্তি?
-মীর মশাররফ হোসেন
২৩. কোনটি বিশেষণ বাচক শব্দ?
-জীবনী
২৪. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
-নেপাল
২৫. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত? -নীরদচন্দ্র চৌধুরী
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (পরিবার কল্যাণ পরিদর্শিকা)
১. ‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি? -মহাজন
২. ‘পৃথিবী’-এর প্রতিশব্দ কোনটি?
-বসুমতী
৩. ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
-অত্যন্ত গরিব
৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, ‘তখনকার’ শব্দটি কোন কারক?
-সম্বন্ধ কারক
৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
-সরল
৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভার্ষিক একক কে কী বলে?
-বাক্য
৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?  -তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
৮. কোনটি একবচন?
-আমি
৯. যোজক কাকে যুক্ত করে?
-পদ, বর্গ, বাক্য
১০. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
-দুই
১১. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
-শর্ত, ভূত, ভাবী
১২. ‘ষষ্ঠ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
-ষষ্ + থ
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীভ’ গল্পের একটি চরিত্র
-চারুলতা
১৪. ‘চণ্ডী মঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
-শিব
১৫. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
-বহিপীর
১৬. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
-জন ক্লার্ক মার্শম্যান
১৭. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির
-কাহ্নপা
১৮. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
-কৃষ্ণকুমারী
১৯. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? -অলীক মানুষ
পিএসসি নন-ক্যাডার (সিনিয়র স্টাফ নার্স)
১. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন
-ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২. কবি কঙ্কন কার উপাধি?
-মুকুন্দরাম চক্রবর্তী
৩. ‘কবর’ নাটকটির রচয়িতা
-মুনীর চৌধুরী
৪. কোন বইটি রবীন্দনাথ ঠাকুর রচিত নয়? -শেষ বিকেলের মেয়ে
৫. কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন?
-আনন্দময়ীর আগমনে
৬.‌ মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন?
-আনিসুল হক
৭. ‘আমার দেখা নয়াচীন’-এর প্রকাশকাল -২০২০ ফেব্রুয়ারি
৮. ‘যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো?
-হ+ণ
৯. ‘জিহ্বা’ শব্দের উচ্চারণ?
-জিউভা
১০. ‘একাত্তরের দিনগুলি’ রচনা করেন?
-জাহানারা ইমাম
১১. ‘নয়নতারা’ গল্পের রচয়িতা?
-সৈয়দ ওয়ালীউল্লাহ
১২. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’- চরণদ্বয়ের লেখক কে?
-মদনমোহন তর্কালঙ্কার
১৩. ‘কাজ’ শব্দের তৎসম রূপ?
-কার্য
১৪. কোন বানানটি শুদ্ধ?
-শ্বশুর
১৫. ‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা?
-আহমদ ছফা
১৬. ‘লুঙ্গি’ শব্দটি এসেছে যে ভাষা থেকে
-বর্মি
১৭. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ?
-অন্তরীক্ষ
১৮. ‘Surgeon’-এর পরিভাষা?
-শল্য চিকিৎসক
১৯. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারটির অর্থ
-ভূমিকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট)

১. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ
-স্বাভাবিক
২. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? -সাধু
৩. ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-ছেলে + আমি
৪. কোনটি শব্দের আগে বসে?
-উপসর্গ
৫. ‘গরু’ কোন শব্দ?
-উভয়লিঙ্গ
৬. কোনটি সঠিক নয়?
-পণ্ডিতবৃন্দ
৭. ‘কূলের সমীপে’-এর সংক্ষেপে কী?
-উপকূল
৮. ‘অনিল’ শব্দের অর্থ কী?
-বাতাস
৯. ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী?
-সব পক্ষের মন জুগিয়ে চলা
১০. বাংলাদেশের ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?
-ফররুখ আহমদ

 

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

READ ALSO

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.