বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২
বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩
১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল/সমপর্যায়)
১. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
-‘চ’ ধ্বনি
২. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
-শব্দমূল
৩. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য
-ক্রিয়া ও সর্বনাম এদের রূশগত ভিন্নতায়
৪. বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? -কমা
৫. ‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?
-বিখ্যাত
৬.’পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
-অবিলম্ব
৭. কোন বানানটি শুদ্ধ?
-উপযুক্ত
৮. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
-দীনতা প্রশংসনীয় নয়
৯. ণ-ত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? -পূর্বাহ্ণ
১০. ‘Look before you leap’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ ফোনটি?
-দেখে পথ চলো, বুঝে কথা বলো
১১. ‘Invoice’-এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
-চালান
১২. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-প্রতি + আবর্তন
১৩. সন্ধিতে ‘চ’ ও ‘জ’-এর নাসিকা ধ্বনি কী হয়?
-তালব্য
১৪. ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? -অধিকরণে ৭মী
১৫. ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে ষষ্ঠী
১৬. ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? -অন্যকাল
১৭. ‘মুজিববর্ষ’ কোন সমাস?
-কর্মধারয় সমাস
১৮. ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-মুচ্ + ক্তি
১৯. ‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
-অবনী
২০. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-সিংহদার
২১. ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
-করিতকর্মা
২২. ‘যা বলা হবে’-এর বাক্য সংকোচন কোনটি?
-বক্তব্য
২৩. ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -শ্রু + অন
২৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
-সৎমা
২৫. ‘রজক’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি? -রজকী
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২
১৭তম শিক্ষক নিবন্ধন [সহকারী শিক্ষক (স্কুল পর্যায়-২)
১. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? -৫০টি
২. ব্যুৎপক্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
-বিশেষভাবে বিশ্লেষণ
৩. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
-লিঙ্গ
৪. কোনটি তৎসম শব্দ?
-সন্ধ্যা
৫. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য?
-যৌগিক
৬. কোন বানানটি শুদ্ধ?
-রূপায়ণ
৭. চলিতরীতির প্রবর্তক কে?
-প্রমথ চৌধুরী
৮. ‘পার হইয়া’-এর চলিতরূপ কোনটি?
-পার হয়ে
৯. Early rising is beneficial to health-এর সঠিক অনুবাদ কোনটি?
-সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো
১০. Ad-hoc-এর অর্থ কী?
-তদর্থক, অস্থায়ী
১১. সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারণের সুবিধা
১২.’কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? -কৃষ + তি
১৩.’ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বি + অর্থ
১৪. ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রতায় কোনটি?
-√দ+ তুচ
১৫. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-মুচ +ক্ত
১৬. সমাস শব্দের অর্থ কী?
-সংক্ষেপণ
১৭. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
-রাবণের চিতা
১৮. ‘গদাই লঙ্করি চাল’ বাগধারাটির অর্থ কী? -আলসেমি
১৯. ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে সপ্তমী
২০. ‘অহংকার পতনের মূল’ বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-করণে শূন্য
২১. কোন বানানটি শুদ্ধ?
-মুমূর্ষু
২২. ‘পরভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -পিক
২৩. ‘আবুন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -প্রসারণ
২৪. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -ইতিহাসবেত্তা
২৫. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
-বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা)
১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
-২১টি
২. উপশহর কোন সমাস?
-অব্যয়ীভাব
৩. ‘পরীক্ষা’-এর সন্ধি বিচ্ছেদ?
-পরি- ঈক্ষা
৪. মুষলধারে বৃষ্টি পড়ছে’ বাক্যে ‘বৃষ্টি’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্মকারকে শূন্য বিভক্তি
৫. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য?
-সরল বাক্য
৬. ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? -তিন ভাগে
৭. বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কী?
-আদর্শ কথ্য রীতি
৮. শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ? -ঞ, চ
৯. কোন বানানটি সঠিক?
-মুমূর্ষু
১০. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
-শেষে
১১. ‘অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
-বানানে ও অর্থে
১২. ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -তিরোভাব
১৩. শব্দের আভিধানিক অর্থকে কী বলে? -বাচ্যার্থ
১৪. প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত গতকল্য শব্দটিতে পরোক্ষ উক্তিতে কী পরিবর্তন হবে? -পূর্বদিন
১৫. বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন- এটি কোন বাচ্যের উদাহরণ?
-কর্মবাচ্য
১৬. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
-হাইফেন
১৭. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এক কথায় প্রকাশ কোনটি?
-অনিবার্য
১৮. ‘তামার বিষ’ বাগধ্যব্যটির অর্থ কী? -অর্থের কুপ্রভাব
১৯. কোনটি পারিভাষিক শব্দ?
-সাময়িকী
১৭তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক (কলেজ পর্যায়)।
১. বাংলা ভাষার মূল উৎস কী?
-বৈদিক ভাষা
২. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন
৩. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
-অব্যয়
৪. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুলা -সাধুরীতি
৫. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম -সবুজপত্র
৬. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত -আরবি
৭. পাউরুটি কোন ভাষার শব্দ?
-পর্তুগিজ
৮. ‘আবির্ভাব’-এর বিপরীত শব্দ কোনটি? -তিরোভাব
৯. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -অর্ধাঙ্গিনী
১০. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী? -নিষ্ক্রিয় দর্শক
১১. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
-কমা
১২. কোন বানানটি শুদ্ধ?
-স্বায়ত্ত
১৩. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -চতুঃ + পদ
১৪. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -মনু+ ষ্ণ
১৫. কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
-জেলেনী
১৬. ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৭মী
১৭. বিভক্তিহীন নামপদকে কী বলে? -প্রাতিপদিক
১৮. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ? -ছেলেধরা
১৯. সমাসবদ্ধ পদ কোনটি?
-ছাড়পত্র
২০. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
-কানাকানি
২১. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে? -প্রাপকের এলাকা
২২. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
-ধ্বনিতত্ত্বে
২৩. Edition শব্দের অর্থ
-সংস্করণ
২৪. ঢাকা+ ঈশ্বরী = ঢাকেশ্বরী- কোন নিয়মে হয়েছে?
-আ + ঈ =এ
২৫. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
-ব্যাখ্যামূলক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক প্রথম পর্যায়)
১. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’- পঙক্তিটি কার?
-মদনমোহন তর্কালংকার
২. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন
-অজ্ঞাতকুলশীল
৩. কালবৈশাখির ইংরেজি
-North Westerlies
৪. কোন বাক্যটি শুদ্ধ?
-সূর্য পূর্বদিকে উদিত হয়
৫. ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য
-হাত গুটাল
৬. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
-লালন শাহ
৭. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ
-বর্ণনাতীত
৮. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য কোনটি? -গমনের পশ্চাৎ
৯. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? -মেধা+বিন
১০. খনার বচনে প্রাধান্য পেয়েছে
-কৃষি
১১. ‘কল কল বনে নদী বইছে।’ এখানে ‘কল কল’ কোন অব্যয়
-অনুকার
১২. ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া ডিঙা বায়।’ কবিতার চরণে কবি কোন ‘রূপসার কথা বলেছেন?
-রূপসা নদী
১৩. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? -ত্রিভুজ
১৪. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি? -বিসর্জন
১৫. কোনটি বিদেশি শব্দ?
-কলম (আরবি)
১৬. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-অহ:+ অহ
১৭. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?
-মীর মশাররফ হোসেন
১৮. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতকার
-শেখ ওয়াহিদ
১৯. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
-পদ্মগোখরা
২০. ‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? -গুরু + ষ্ণ
বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ পরীক্ষা-২০২২ (সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক)
১. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে
-বাংলাদেশের মুক্তিযুদ্ধ
২. চর্যাপদ মূলত
-গানের সংকলন
৩. ‘সই কেমনে ধরিব হিয়া’ আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া’- এ অমর উক্তির রচয়িতা
-চণ্ডীদাস
৪. বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে
-ফোর্ট উইলিয়াম কলেজ
৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
-বসন্ত
৬. মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তাফা’ চরিত্র গ্রন্থটি
-সীরাতগ্রন্থ
৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? -চন্দ্রাবতী
৮. কোনটি ঐতিহাসিক নাটক?
-রক্তাক্ত প্রান্তর
৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
-William Shakespeare
১০. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
-বিষের বাঁশি
১১. ‘ক’ থেকে ‘ল’ পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
-২৮টি
১২. উচ্চারণের একক (Unit) কে কী বলা হয়?
-অক্ষর
১৩. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি
-ক, ঙ
১৪. কোনটি শুদ্ধ বানান?
-সর্বাঙ্গীপ
১৫. সন্ধির প্রধান কাজ কী?
-ধ্বনি পরিবর্তন
১৬. ‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কী? -বিপত্নিক
১৭. ‘বদনাম’ শব্দের ‘বদ’ কোন ভাষার উপসর্গ?
-ফারসি
১৮. কোনটি একবচনের উদাহরণ?
-ডাক্তার রোগী দেখছে
১৯. কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
-বিদ্যালয়
২০.’বিষাদসিন্ধু’ কোন কর্মধারয় সমাস? -রূপক
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা-২০২২ (স্টেশন মাস্টার)
১. কোনটি শুদ্ধ বানান?
-নিরহংকার
২. ‘দুর্নাম’ ও ‘দুর্নিবার’ শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
-সমাসবদ্ধ শব্দ বলে
৩. কোনগুলো তালব্য বর্ণ?
-ই,ঈ
৪. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-প্রতি+ আবর্তন
৫. ‘ঊনকোটি চৌষট্টি’-এ বাগধারাটির অর্থ হলো
-প্রায় সম্পূর্ণ
৬. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন সময়? -১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত
৭. ‘কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।’- বাক্যটি কোন প্রকারের?
-যৌগিক
৮. ‘বরখেলাপ’ শব্দে বর কোন ধরনের উপসর্গ?
-ফারসি
৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
-মাগধী প্রাকৃত
১০. ‘খিস্তিখেউর’ কোন ভাষার শব্দ?
-বাংলা
১১. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
-শিব
১২. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-রূপতত্ত্ব
১৩. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়, তাকে বলে
-নাম ধাতু
১৪. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
-কী চাহ শঙ্খচিল
১৫. কোনটি গণনাবাচক শব্দ?
-কুড়ি
১৬. কোনটি উপমিত কর্মধারায় সমাস? -নরসিংহ
১৭. করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক?
-ছাত্ররা বল খেলে
১৮. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
-দীনেশরঞ্জন দাস
১৯. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?
-এমন সুখের মরণ কে মরতে পারে?
রুরাল পাওয়ার কোম্পানি নিয়োগ পরীক্ষা-২০২২ (উপসহকারী প্রকৌশলী)
১. ‘মতৈক্য’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-মত +ঐক্য
২. কোন বানানটি শুদ্ধ?
-দ্বৈত
৩. ‘কোনো কিছুতেই যার ভয় নেই’ তাকে এক কথায় কী বলে?
-অকুতোভয়
৪. ‘কাল সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোন কারক?
-কর্মকারক
৫. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা?
-পঞ্চম
৬. ‘দিগন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-দিক+ অন্ত
৭. ‘অন্যান্য’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-অন্য+ অন্য
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষা-২০২২ (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসটেন্ট/প্ল্যানিং অ্যাসিসটেন্টস্ট)
১. ‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে? -জীবনানন্দ দাশ
২. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী? -নিষ্ক্রিয় দর্শক
৩. ‘এখন গোল্লায় যাও’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?
-মিশ্র ক্রিয়া
৪. চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ?
-হিন্দি ও ফারসি
৫. ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে?
-সংস্কৃত কলেজ
৬. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
-বিদ্যাপতি
৭. ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ কর আত্মকথামূলক রচনা?
-জসীমউদ্দীন
৮. কোন বাক্যটি শুদ্ধ?
-দীনতা প্রশংসনীয় নয়
৯. ‘পঞ্চত্বপ্রাপ্তি’ বলতে কী বোঝায়?
-মৃত্যু
১০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? -যে অরণ্যে আলো নেই
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সহকারী শিক্ষক-২০২০) [তৃতীয় পর্যায়]
১. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
-সুকান্ত ভট্টাচার্য
২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
-৮
৩. ব্যাকরণের কাজ কী?
-ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
৪. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে শূন্য
৫. কোন সালে প্রভাত ফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে… গানটি গাওয়া হয়?
-১৯৫৪
৬. ‘দ্বীপ’-এর ব্যাসবাক্য
-দুদিকে অপ যার
৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
-সংকোচ
৮. কোন শব্দটির বানান সঠিক?
-দূষণীয়
৯. ‘পণ্ডিত মূর্খ’ পদটির ব্যাসবাক্য কোনটি? -পণ্ডিত হয়েও যিনি মূর্খ
১০. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: ‘কখন আসবে কবি?’ ‘কখন আসবে কবি?’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
-নির্মলেন্দু গুণ
১১. ‘তামার বিষ’ কথাটির অর্থ
-অর্থের কুপ্রভাব
১২. লাতিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
-শতাংশ
১৩. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত? জাহানারা ইমাম
১৪. ‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে
-ইউনেস্কো
১৫. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- চরণটির রচয়িতা
-চণ্ডীদাস
১৬. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রয়োগিক অর্থ -তুমুল কাণ্ড
১৭. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
-মা
১৮. কোনটি তৎসম শব্দ?
-নারিকেল
১৯. ‘শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? -শীত + ঋত
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA (অডিট-২০২২)
১. শুদ্ধ বাক্য কোনটি?
-অধ্যয়নই ছাত্রদের তপস্যা
২. ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? -নেত্রবারি
৩. ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -অবরোহণ
৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? -কাবিলের বোন
৫. কোনটি তৎসম শব্দ?
-পাত্র
৬. ‘এ যে আমাদের চেনা লোক’- বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?
-বিশেষণ
৭. ‘যদিও তার বয়স হয়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি’- বাক্যটি কোন ধরনের?
-যৌগিক বাক্য
৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
-কুলটা
৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?
-রাজপুত্র
১০. কোনটি অব্যয়ীভাব সমাস?
-সামীপ্য
১১. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’- কোন ধরনের বাচ্য?
-ভাববাচ্য
১২. ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারটির অর্থ কী? -পাগলামি
১৩. এক কথায় প্রকাশ কর ‘কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে
-আত্মনিষ্ঠ
১৪. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল’- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? -জ্ঞানদাস
১৫. কোনটি মর্সিয়া সাহিত্য?
-জঙ্গনামা
১৬. ‘রামায়ণ’ কে রচনা করেন?
-বাল্মীকি
১৭. ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র?
-দুর্গেশনন্দিনী
১৮. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
-২৪
১৯. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
-ভারতচন্দ্র রায়
২০. ‘জাপান যাত্রী’-এর রচয়িতা কে? -রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়)
১. ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা’- এখানে রানি রাশি
-নির্ধারক বিশেষণ
২. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
-বাউল
৩. ‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’- এখানে মাথা খাওয়ার’ অর্থ কী?
-দিব্যি দেওয়া
৪. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? -বিশেষভাবে বিশ্লেষণ
৫. ‘আমরা হিন্দু বা মসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’- কে বলেছিলেন?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
৬. কোন বানানটি শুদ্ধ?
-আদ্যাক্ষর
৭. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
-নেপালের রাজদরবার
৮. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ? -ক্রিয়া বিশেষণ
৯. ‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -পঠ+ ণক
১০. ‘কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
-জার্মানি
১১. ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? -অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
১২. কোন বানানটি শুদ্ধ?
-বিকেন্দ্রীকরণ
১৩. কোন বাক্যটি শুদ্ধ?
-তিনি সস্ত্রীক শহরে থাকেন
১৪. ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
-গৌরীপ্রসন্ন মজুমদার
১৫. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? -তদ্ভব
১৬.’জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
-অতৎসম
১৭. সাধু রীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
-ক্রিয়া ও সর্বনাম
১৮. ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
-জন্মভূমির আশ্রয়
১৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী ব্যবস্থাপক প্রশাসন)
১. ‘এই নদীর মাছ বড়’ বাক্যে ‘নদীর’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে ৬ষ্ঠী
২. কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য-ণ হয়? -নিপুণ
৩. ‘মস্যাধার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -মসী+ আধার
৪. কোন জাতীয় শব্দের বচনভেদ হয়? -সর্বনাম, বিশেষ্য
৫. উপসর্গ একটি শব্দে কোন ধরনের পরিবর্তন আনতে পারে?
-সংগঠনগত, অর্থগত, অর্থের সম্প্রসারণ
৬. কোনটি ফার্সি উপসর্গ সহযোগে গঠিত শব্দ? -বদনাম
৭. ‘যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে’-এর এক কথায় প্রকাশ
-মরণোত্তর জাতক
৮. সংস্কৃত উপসর্গ ‘অব’ সাধারণত কোন অর্থে ব্যবহার হয়?
-অল্প
৯. ‘সংখ্যাতীত’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
-সংখ্যার থেকে অতীত
১০. ‘সৃষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -সংহার
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে