Monday, March 31, 2025

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

১২তম শিক্ষক নিবন্ধন (স্কুল/সমপর্যায়)

১. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
-‘চ’ ধ্বনি
২. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
-শব্দমূল
৩. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য
-ক্রিয়া ও সর্বনাম এদের রূশগত ভিন্নতায়
৪. বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? -কমা
৫. ‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?
-বিখ্যাত
৬.’পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
-অবিলম্ব
৭. কোন বানানটি শুদ্ধ?
-উপযুক্ত
৮. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
-দীনতা প্রশংসনীয় নয়
৯. ণ-ত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? -পূর্বাহ্ণ
১০. ‘Look before you leap’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ ফোনটি?
-দেখে পথ চলো, বুঝে কথা বলো
১১. ‘Invoice’-এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
-চালান
১২. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-প্রতি + আবর্তন
১৩. সন্ধিতে ‘চ’ ও ‘জ’-এর নাসিকা ধ্বনি কী হয়?
-তালব্য
১৪. ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? -অধিকরণে ৭মী
১৫. ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে ষষ্ঠী
১৬. ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? -অন্যকাল
১৭. ‘মুজিববর্ষ’ কোন সমাস?
-কর্মধারয় সমাস
১৮. ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-মুচ্ + ক্তি
১৯. ‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
-অবনী
২০. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-সিংহদার
২১. ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
-করিতকর্মা
২২. ‘যা বলা হবে’-এর বাক্য সংকোচন কোনটি?
-বক্তব্য
২৩. ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -শ্রু + অন
২৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
-সৎমা
২৫. ‘রজক’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি? -রজকী

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

১৭তম শিক্ষক নিবন্ধন [সহকারী শিক্ষক (স্কুল পর্যায়-২)
১. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? -৫০টি
২. ব্যুৎপক্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
-বিশেষভাবে বিশ্লেষণ
৩. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
-লিঙ্গ
৪. কোনটি তৎসম শব্দ?
-সন্ধ্যা
৫. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য?
-যৌগিক
৬. কোন বানানটি শুদ্ধ?
-রূপায়ণ
৭. চলিতরীতির প্রবর্তক কে?
-প্রমথ চৌধুরী
৮. ‘পার হইয়া’-এর চলিতরূপ কোনটি?
-পার হয়ে
৯. Early rising is beneficial to health-এর সঠিক অনুবাদ কোনটি?
-সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো
১০. Ad-hoc-এর অর্থ কী?
-তদর্থক, অস্থায়ী
১১. সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারণের সুবিধা
১২.’কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? -কৃষ + তি
১৩.’ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বি + অর্থ
১৪. ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রতায় কোনটি?
-√দ+ তুচ
১৫. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-মুচ +ক্ত
১৬. সমাস শব্দের অর্থ কী?
-সংক্ষেপণ
১৭. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
-রাবণের চিতা
১৮. ‘গদাই লঙ্করি চাল’ বাগধারাটির অর্থ কী? -আলসেমি
১৯. ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে সপ্তমী
২০. ‘অহংকার পতনের মূল’ বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-করণে শূন্য
২১. কোন বানানটি শুদ্ধ?
-মুমূর্ষু
২২. ‘পরভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -পিক
২৩. ‘আবুন’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -প্রসারণ
২৪. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -ইতিহাসবেত্তা
২৫. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
-বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

যুব উন্নয়ন অধিদপ্তর (সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা)

১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
-২১টি
২. উপশহর কোন সমাস?
-অব্যয়ীভাব
৩. ‘পরীক্ষা’-এর সন্ধি বিচ্ছেদ?
-পরি- ঈক্ষা
৪. মুষলধারে বৃষ্টি পড়ছে’ বাক্যে ‘বৃষ্টি’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্মকারকে শূন্য বিভক্তি
৫. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য?
-সরল বাক্য
৬. ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? -তিন ভাগে
৭. বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কী?
-আদর্শ কথ্য রীতি
৮. শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ? -ঞ, চ
৯. কোন বানানটি সঠিক?
-মুমূর্ষু
১০. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
-শেষে
১১. ‘অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
-বানানে ও অর্থে
১২. ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -তিরোভাব
১৩. শব্দের আভিধানিক অর্থকে কী বলে? -বাচ্যার্থ
১৪. প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত গতকল্য শব্দটিতে পরোক্ষ উক্তিতে কী পরিবর্তন হবে? -পূর্বদিন
১৫. বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন- এটি কোন বাচ্যের উদাহরণ?
-কর্মবাচ্য
১৬. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
-হাইফেন
১৭. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’- এক কথায় প্রকাশ কোনটি?
-অনিবার্য
১৮. ‘তামার বিষ’ বাগধ্যব্যটির অর্থ কী? -অর্থের কুপ্রভাব
১৯. কোনটি পারিভাষিক শব্দ?
-সাময়িকী

১৭তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক (কলেজ পর্যায়)।

১. বাংলা ভাষার মূল উৎস কী?
-বৈদিক ভাষা
২. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন
৩. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
-অব্যয়
৪. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুলা -সাধুরীতি
৫. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম -সবুজপত্র
৬. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত -আরবি
৭. পাউরুটি কোন ভাষার শব্দ?
-পর্তুগিজ
৮. ‘আবির্ভাব’-এর বিপরীত শব্দ কোনটি? -তিরোভাব
৯. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি? -অর্ধাঙ্গিনী
১০. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী? -নিষ্ক্রিয় দর্শক
১১. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
-কমা
১২. কোন বানানটি শুদ্ধ?
-স্বায়ত্ত
১৩. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -চতুঃ + পদ
১৪. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -মনু+ ষ্ণ
১৫. কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
-জেলেনী
১৬. ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৭মী
১৭. বিভক্তিহীন নামপদকে কী বলে? -প্রাতিপদিক
১৮. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ? -ছেলেধরা
১৯. সমাসবদ্ধ পদ কোনটি?
-ছাড়পত্র
২০. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
-কানাকানি
২১. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে? -প্রাপকের এলাকা
২২. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
-ধ্বনিতত্ত্বে
২৩. Edition শব্দের অর্থ
-সংস্করণ
২৪. ঢাকা+ ঈশ্বরী = ঢাকেশ্বরী- কোন নিয়মে হয়েছে?
-আ + ঈ =এ
২৫. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
-ব্যাখ্যামূলক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক প্রথম পর্যায়)

১. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’- পঙক্তিটি কার?
-মদনমোহন তর্কালংকার
২. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন
-অজ্ঞাতকুলশীল
৩. কালবৈশাখির ইংরেজি
-North Westerlies
৪. কোন বাক্যটি শুদ্ধ?
-সূর্য পূর্বদিকে উদিত হয়
৫. ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য
-হাত গুটাল
৬. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
-লালন শাহ
৭. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ
-বর্ণনাতীত
৮. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য কোনটি? -গমনের পশ্চাৎ
৯. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? -মেধা+বিন
১০. খনার বচনে প্রাধান্য পেয়েছে
-কৃষি
১১. ‘কল কল বনে নদী বইছে।’ এখানে ‘কল কল’ কোন অব্যয়
-অনুকার
১২. ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া ডিঙা বায়।’ কবিতার চরণে কবি কোন ‘রূপসার কথা বলেছেন?
-রূপসা নদী
১৩. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? -ত্রিভুজ
১৪. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি? -বিসর্জন
১৫. কোনটি বিদেশি শব্দ?
-কলম (আরবি)
১৬. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-অহ:+ অহ
১৭. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?
-মীর মশাররফ হোসেন
১৮. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতকার
-শেখ ওয়াহিদ
১৯. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
-পদ্মগোখরা
২০. ‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? -গুরু + ষ্ণ

বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ পরীক্ষা-২০২২ (সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক)

১. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে
-বাংলাদেশের মুক্তিযুদ্ধ
২. চর্যাপদ মূলত
-গানের সংকলন
৩. ‘সই কেমনে ধরিব হিয়া’ আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া’- এ অমর উক্তির রচয়িতা
-চণ্ডীদাস
৪. বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে
-ফোর্ট উইলিয়াম কলেজ
৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
-বসন্ত
৬. মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তাফা’ চরিত্র গ্রন্থটি
-সীরাতগ্রন্থ
৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? -চন্দ্রাবতী
৮. কোনটি ঐতিহাসিক নাটক?
-রক্তাক্ত প্রান্তর
৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
-William Shakespeare
১০. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
-বিষের বাঁশি
১১. ‘ক’ থেকে ‘ল’ পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
-২৮টি
১২. উচ্চারণের একক (Unit) কে কী বলা হয়?
-অক্ষর
১৩. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি
-ক, ঙ
১৪. কোনটি শুদ্ধ বানান?
-সর্বাঙ্গীপ
১৫. সন্ধির প্রধান কাজ কী?
-ধ্বনি পরিবর্তন
১৬. ‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কী? -বিপত্নিক
১৭. ‘বদনাম’ শব্দের ‘বদ’ কোন ভাষার উপসর্গ?
-ফারসি
১৮. কোনটি একবচনের উদাহরণ?
-ডাক্তার রোগী দেখছে
১৯. কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
-বিদ্যালয়
২০.’বিষাদসিন্ধু’ কোন কর্মধারয় সমাস? -রূপক

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা-২০২২ (স্টেশন মাস্টার)

১. কোনটি শুদ্ধ বানান?
-নিরহংকার
২. ‘দুর্নাম’ ও ‘দুর্নিবার’ শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
-সমাসবদ্ধ শব্দ বলে
৩. কোনগুলো তালব্য বর্ণ?
-ই,ঈ
৪. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-প্রতি+ আবর্তন
৫. ‘ঊনকোটি চৌষট্টি’-এ বাগধারাটির অর্থ হলো
-প্রায় সম্পূর্ণ
৬. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন সময়? -১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত
৭. ‘কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।’- বাক্যটি কোন প্রকারের?
-যৌগিক
৮. ‘বরখেলাপ’ শব্দে বর কোন ধরনের উপসর্গ?
-ফারসি
৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
-মাগধী প্রাকৃত
১০. ‘খিস্তিখেউর’ কোন ভাষার শব্দ?
-বাংলা
১১. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
-শিব
১২. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-রূপতত্ত্ব
১৩. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়, তাকে বলে
-নাম ধাতু
১৪. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
-কী চাহ শঙ্খচিল
১৫. কোনটি গণনাবাচক শব্দ?
-কুড়ি
১৬. কোনটি উপমিত কর্মধারায় সমাস? -নরসিংহ
১৭. করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক?
-ছাত্ররা বল খেলে
১৮. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
-দীনেশরঞ্জন দাস
১৯. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?
-এমন সুখের মরণ কে মরতে পারে?

রুরাল পাওয়ার কোম্পানি নিয়োগ পরীক্ষা-২০২২ (উপসহকারী প্রকৌশলী)

১. ‘মতৈক্য’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-মত +ঐক্য
২. কোন বানানটি শুদ্ধ?
-দ্বৈত
৩. ‘কোনো কিছুতেই যার ভয় নেই’ তাকে এক কথায় কী বলে?
-অকুতোভয়
৪. ‘কাল সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোন কারক?
-কর্মকারক
৫. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা?
-পঞ্চম
৬. ‘দিগন্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-দিক+ অন্ত
৭. ‘অন্যান্য’ শব্দের সন্ধি বিচ্ছেদ
-অন্য+ অন্য

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষা-২০২২ (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসটেন্ট/প্ল্যানিং অ্যাসিসটেন্টস্ট)

১. ‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে? -জীবনানন্দ দাশ
২. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী? -নিষ্ক্রিয় দর্শক
৩. ‘এখন গোল্লায় যাও’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?
-মিশ্র ক্রিয়া
৪. চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ?
-হিন্দি ও ফারসি
৫. ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে?
-সংস্কৃত কলেজ
৬. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
-বিদ্যাপতি
৭. ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ কর আত্মকথামূলক রচনা?
-জসীমউদ্‌দীন
৮. কোন বাক্যটি শুদ্ধ?
-দীনতা প্রশংসনীয় নয়
৯. ‘পঞ্চত্বপ্রাপ্তি’ বলতে কী বোঝায়?
-মৃত্যু
১০. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? -যে অরণ্যে আলো নেই

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সহকারী শিক্ষক-২০২০) [তৃতীয় পর্যায়]

১. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
-সুকান্ত ভট্টাচার্য
২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
-৮
৩. ব্যাকরণের কাজ কী?
-ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
৪. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে শূন্য
৫. কোন সালে প্রভাত ফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে… গানটি গাওয়া হয়?
-১৯৫৪
৬. ‘দ্বীপ’-এর ব্যাসবাক্য
-দুদিকে অপ যার
৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
-সংকোচ
৮. কোন শব্দটির বানান সঠিক?
-দূষণীয়
৯. ‘পণ্ডিত মূর্খ’ পদটির ব্যাসবাক্য কোনটি?  -পণ্ডিত হয়েও যিনি মূর্খ
১০. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: ‘কখন আসবে কবি?’ ‘কখন আসবে কবি?’ পঙ্ক্তিটির রচয়িতা কে?
-নির্মলেন্দু গুণ
১১. ‘তামার বিষ’ কথাটির অর্থ
-অর্থের কুপ্রভাব
১২. লাতিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
-শতাংশ
১৩. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত? জাহানারা ইমাম
১৪. ‘বাউল গানকে’ হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে
-ইউনেস্কো
১৫. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- চরণটির রচয়িতা
-চণ্ডীদাস
১৬. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রয়োগিক অর্থ -তুমুল কাণ্ড
১৭. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
-মা
১৮. কোনটি তৎসম শব্দ?
-নারিকেল
১৯. ‘শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? -শীত + ঋত

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA (অডিট-২০২২)

১. শুদ্ধ বাক্য কোনটি?
-অধ্যয়নই ছাত্রদের তপস্যা
২. ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? -নেত্রবারি
৩. ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -অবরোহণ
৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? -কাবিলের বোন
৫. কোনটি তৎসম শব্দ?
-পাত্র
৬. ‘এ যে আমাদের চেনা লোক’- বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?
-বিশেষণ
৭. ‘যদিও তার বয়স হয়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি’- বাক্যটি কোন ধরনের?
-যৌগিক বাক্য
৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
-কুলটা
৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস?
-রাজপুত্র
১০. কোনটি অব্যয়ীভাব সমাস?
-সামীপ্য
১১. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’- কোন ধরনের বাচ্য?
-ভাববাচ্য
১২. ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারটির অর্থ কী? -পাগলামি
১৩. এক কথায় প্রকাশ কর ‘কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে
-আত্মনিষ্ঠ
১৪. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল’- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? -জ্ঞানদাস
১৫. কোনটি মর্সিয়া সাহিত্য?
-জঙ্গনামা
১৬. ‘রামায়ণ’ কে রচনা করেন?
-বাল্মীকি
১৭. ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র?
-দুর্গেশনন্দিনী
১৮. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
-২৪
১৯. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
-ভারতচন্দ্র রায়
২০. ‘জাপান যাত্রী’-এর রচয়িতা কে? -রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়)

১. ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা’- এখানে রানি রাশি
-নির্ধারক বিশেষণ
২. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
-বাউল
৩. ‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’- এখানে মাথা খাওয়ার’ অর্থ কী?
-দিব্যি দেওয়া
৪. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?  -বিশেষভাবে বিশ্লেষণ
৫. ‘আমরা হিন্দু বা মসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’- কে বলেছিলেন?
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
৬. কোন বানানটি শুদ্ধ?
-আদ্যাক্ষর
৭. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
-নেপালের রাজদরবার
৮. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ? -ক্রিয়া বিশেষণ
৯. ‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? -পঠ+ ণক
১০. ‘কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
-জার্মানি
১১. ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? -অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
১২. কোন বানানটি শুদ্ধ?
-বিকেন্দ্রীকরণ
১৩. কোন বাক্যটি শুদ্ধ?
-তিনি সস্ত্রীক শহরে থাকেন
১৪. ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
-গৌরীপ্রসন্ন মজুমদার
১৫. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? -তদ্ভব
১৬.’জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
-অতৎসম
১৭. সাধু রীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
-ক্রিয়া ও সর্বনাম
১৮. ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
-জন্মভূমির আশ্রয়
১৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -শেখ মুজিবুর রহমান

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী ব্যবস্থাপক প্রশাসন)

১. ‘এই নদীর মাছ বড়’ বাক্যে ‘নদীর’ কোন কারকে কোন বিভক্তি?
-অধিকরণে ৬ষ্ঠী
২. কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য-ণ হয়? -নিপুণ
৩. ‘মস্যাধার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -মসী+ আধার
৪. কোন জাতীয় শব্দের বচনভেদ হয়? -সর্বনাম, বিশেষ্য
৫. উপসর্গ একটি শব্দে কোন ধরনের পরিবর্তন আনতে পারে?
-সংগঠনগত, অর্থগত, অর্থের সম্প্রসারণ
৬. কোনটি ফার্সি উপসর্গ সহযোগে গঠিত শব্দ? -বদনাম
৭. ‘যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে’-এর এক কথায় প্রকাশ
-মরণোত্তর জাতক
৮. সংস্কৃত উপসর্গ ‘অব’ সাধারণত কোন অর্থে ব্যবহার হয়?
-অল্প
৯. ‘সংখ্যাতীত’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
-সংখ্যার থেকে অতীত
১০. ‘সৃষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি? -সংহার

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.