বিগত বছরের বাংলা প্রশ্ন ও উত্তর পার্ট ১
BCS পরিক্ষার প্রশ্নোত্তর (লালা চিহ্ন শব্দ সঠিক উত্তর )
১। বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহিত শব্দ-
ক) তৎসম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি
২। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত ?
ক) হিত্তিক ও তুখারিক খ) তামিল ও দ্রাবিড় গ) আর্য ও অনার্য ঘ) মাগধী ও গৌড়ী
৩। সাধু ও চলিত ভাষার পার্থক্য –
ক) তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
খ) ক্রিয়াপদ ও সবনাম পদের রুপে
গ) শব্দের কথ্য ও লেখ্য রুপে
ঘ) বাক্যের সরলতায় অ জতিলতায়
৪। বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি –
ক) নদিয়া খ) ত্রিপুরা গ) পুরুলিয়া ঘ) বরিশাল
৫। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ?
ক) চলিত রীতি খ) সাধু রীতি গ) মিশ্র রীতি ঘ) আঞ্চলিক রীতি
৬। সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী ?
ক) কবিতার পংত্তিতে খ) গল্পের বর্ণনায় গ) গানের কলিতে ঘ) নাটকের সংলাপে
৭। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে –
ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) অপভ্রংশ
৮। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল –
ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে শপ্তদশ শতাব্দী
৯। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয় ?
ক) দ্বিত্বজনিত দোষে খ) বাহুল্য দোষে গ) গুরুচাণ্ডালী দোষে ঘ) আঞ্চলিক দোষে
১০। ভাষার মৌলিক অংশ কয়টি ?
ক) ৮ টি খ) ৪ টি গ) ২ টি ঘ) কোনটি নয়
বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে