Sunday, March 9, 2025

বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি ৩৫ তম থেকে ৪৬ তম বিসিএস সকল প্রশ্ন

READ ALSO

  বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি ১০তম বিসিএস থেকে ৪৬ তম বিসিএস সকল প্রশ্ন একসাথে

  ৪৬তম বিসিএস

১। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? -নাইট্রিক অক্সাইড (NO)

২। জলীয় দ্রবণে pH-এর সর্বোচ্চ মান কোনটি?

-১৪

৩। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?

-রাইবোসোম

৪। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 2381 আইসোটোপ কে?

-99.3%

৫। জীববিজ্ঞানে কী ধরনের তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়?

-বায়োইনফরমেটিক্স

৬। গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়? -মাইটের মাধ্যমে

৭। এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?

-B Lymphocyte

৮। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি?

-ভ্যালিন (Valine)

৯। প্রকৃতিতে মৌলিক বল কয়টি?

-৪টি

১০। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?

-Infrared

১১। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না?

-হলুদ

১২। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হলো কি?

– Vitamin K

১৩। ফোটন শক্তি ‘E’ এর সমীকরণটি হলো→ hc/

১৪। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে কোনটি?

-প্রজাতি

১৫। ধাতব কার্বোনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়?

ক. লবণ

খ. পানি

গ. কার্বন ডাইঅক্সাইড

ঘ. সবগুলো (উঃ)

           ৪৫তম বিসিএস

১। নিচের কোনটি চার্লসের সূত্র?

-VAT

২।‌ সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?

-পৃষ্ঠতলকেন্দ্রিক ঘনকাকৃতির নিচের কোনটি প্রাইমারি দূষক?

-NO

৩। HPLC-এর পূর্ণ রূপ কী?

-High performance liquid chromatography

৪। নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?

-SiO2

৫। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?

-ZnO

৬। মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা কতটি?

– ৪৬টি

৭। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?

-৪:১:১

৮। মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? -চারটি

৯। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

-৩৩

১০। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?

– ট্যাকোমিটার

১১। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়? -রেডিও ওয়েভ

১২। অণুজীব বিজ্ঞানের জনক কে?

-এন্টনি ভন লিউয়েনহুক

১৩। বাতাস একটি কি?

– ডায়াচুম্বকীয় পদার্থ

১৪। বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো কি?

-হাইড্রোজেন

     ৪৪তম বিসিএস

১। পরম শূন্য তাপমাত্রা কোনটি?

-০° কেলভিন আদর্শ

২। ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? -শূন্য সুপরিবাহী পদার্থে

৩। valence band এবং conduction band  -ওভারল্যাপ থাকে

৪। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে?

– সিলভার ব্রোমাইডের

৫। সাবানের আয়নিক গ্রুপ হলো কি?

– COO- Na +

৬। কোন জোড়াটি বেমানান?

-ব্যাকটেরিয়া: রবার্ট হুক

৭। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান কি?

-প্রোটিন

৮। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

-নাইট্রোজেন

৯। ফলিক আসিডের অন্য নাম কোনটি? -ভিটামিন বি ৯

১০। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো কি?

– ফ্ল্যাজেলা

১১। ‘কেপলার-৪৫২বি’ কী?

-পৃথিবীর মতো একটি গ্রহ

১৪। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হলো?

– কেমিক্যাল স্টেরিলাইজেশন

১৫। যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে, তা হলো কি?

-হাম

১৬। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় কিভাবে?

-বছরে দুইবার

১৭। মকরক্রান্তি রেখা কোনটি?

-২৩°৩০’ দক্ষিণ অক্ষাংশ

     ৪৩তম বিসিএস

১। প্রোটিন তৈরি হয় কি দিয়ে?

-অ্যামিনো অ্যাসিড দিয়ে

২। কোভিড-১৯ যে ধরনের ভাইরাস?

– RNA

৩। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

-শূন্য

৪। RFID বলতে বোঝায় কি?

-Radio Frequency Identifications

৫।কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? -অপটিক্যাল ফাইবার

৬। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় কিভাবে? -অ্যানোডে

৭।‌ এসির অন্য একটি কি?

-ডায়াচম্বক

৮। 12/7o আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

-9

৯। নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত? -স্মলপক্স

১০। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় কি?

-সিস্টল

১১। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি?

-মিথেন

১২। ট্রপিকাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?

-২৬.৫° সে.

১৩। সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো কত?

-৩-৬%

           ৪১তম বিসিএস

১। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? -COD>BOD

২। পাথফাইন্ডারের মঙ্গলে অবতরণ সাল কত?

-১৯৯৭

৩। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?

-স্ট্রাটোমণ্ডল

৪। কাঁদুনে গ্যাসের অপর নাম কী? -ক্লোরোপিত্রিন

৫। আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?

-দূরত্ব

৬। গ্রাফিন (graphene) কার বহুরূপী?

-কার্বন

৭। আইনস্টাইন নোবেল পুরষ্কার পান কি জন্য?

-আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য  ৮। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? -সাগরের পানিতে

৯। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? -ক্যালসিয়াম কার্বনেট

১০। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?

-উপরের কোনোটিই নয় (সঠিক উত্তর: ১২০ দিন)

১১। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? -প্রক্সিমা সেন্টারাই

১২। ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা জ্বললে কত শক্তি ব্যয় হয়?

-৩৬০০০০ জুল

১৩। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালির জন্য?

– আর্টারি

১৪। প্রোটিন তৈরি হয় কি দিয়ে?

– অ্যামিনো অ্যাসিড দিয়ে

১৫। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি?

– টাংস্টেন

     সাধারণ বিজ্ঞান (১৫)

    ৪০তম বিসিএস

১। 35 > 17C1 মৌলের নিউট্রন সংখ্যা

-18

২। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, তা কীসের মাধ্যমে নির্ণয় করা যায় -গলনাঙ্ক

৩। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? -জারণ

৪। একটি বাল্বে ’60W-220V’ লেখা আছে, বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

-806.67

৫। নবায়ণযোগ্য জ্বালানির উৎস কি? -বায়োগ্যাস

৬। কার্বোহাইড্রেডে C. H এবং ০-এর অনুপাত কত?

-১২১

৬। AC কে DC করার যন্ত্র কোনটি? -রেকটিফায়ার

৭। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?

-লাউড স্পিকার

৮। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? -হাইগ্রোমিটার

৯। কোথায় সাঁতার কাটা সহজ কোথায়?

– সাগরে

১০। ডিমে কোন ভিটামিন নেই?

-ভিটামিন-সি

১০। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় -ক্রোমোপ্লাস্ট

১১। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি? -CH₂COONa

১২। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?

-আইসোটোপ

১৩। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে?

-কার্বন ডাইঅক্সাইড

          ৩৮তম বিসিএস

১। মায়ের রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কী হওয়া উচিত?

-জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইডি (HBIG) শট দিতে হবে

২। ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি?

-Aedes aegypti মশা

৩। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

-আয়নোস্ফিয়ার

৪। ব্যাকটেরিয়ার কোষে কোনটি উপস্থিত? -ক্রোমাটিন বস্তু

৫।  মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়?

-পারকিনসন

৬। কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

-নিপা পাম

৭। বায়ুমণ্ডলের যে স্তরে বজ্রপাত ঘটে তার নাম কি?

-ট্রপোমণ্ডল (Troposphere)

৮। পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে?

-০.৬৮%

৯। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?

– অ্যাপিকালচার

১০। স্টিফেন হকিন্স ছিলেন একজন? -পদার্থবিদ

১১। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

-সমুদ্রের ঢেউ

১২। কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?

– কার্বন ডাই-অক্সাইড

১৩। বর্তমানে পরিবেশবান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? -টেট্রাফ্লুরো ইথেন

১৪। ক্যানসার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয়, তা হলো কি ?

-গামা রেস (Gama rays)

           ৩৭তম বিসিএস

১। কোনটি জারক পদার্থ নয়?

-হাইড্রোজেন

২। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের? -ছয় ভাগের এক ভাগ

৩।নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? -ফিশন

৪। তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine) কি? -তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

৫। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

-শূন্য (০)

৬। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

-মেরু অঞ্চলে

৭। প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ থাকে? -৮০-৯০ ভাগ

৮। কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

-রাইবোসোম (Ribosome) থাকে

৯। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি?

– বৃষ্টির কণা

১০। মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

-লিম্ফোসাইট (Lymphocytes)

১১। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? -সাইট্রিক অ্যাসিড উৎপাদন

১২। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?

-হাইপোথাইরয়ডিজম (Hypothyroidism)  ১৩। চা-পাতায় কোন ভিটামিন থাকে? -ভিটামিন-বি কমপ্লেক্স

১৪। গ্রিনহাউস কী?

-কাচের তৈরি ঘর

১৫। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? -ব্রাজিলের রিও ডি জেনিরোতে

        ৩৬তম বিসিএস

১। সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্পন যেসব অণুজীব রোগ সৃষ্টি করে, তাদের বলা হয়?

– প্যাথজেনিক

২। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে জরুরি স্বীকৃতি, স্নেহ ও সাফল্য আমিষজাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোনটি?

– ট্রিপসিন

৩। বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?

-০.৮

৪। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

-প্লীহায়

৫। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়?

-ডায়নামো

৬। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

-স্নায়ুতন্ত্রের

৭। ভাইরাসজনিত রোগ নয় কোনটি? -নিউমোনিয়া

৮। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?

-ডিজেল

৯। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোনটি?

-তড়িৎশক্তি

১০। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

-গামা রশ্মি

১১।বেশি দূর থেকে দেখা যায় কোনটি?

– লাল রং

১২। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো কোনটি?

-আইসোটোপ

                ৩৫তম বিসিএস

১। ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?

-ওয়াটসন ও ক্রিক

২। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

-আমিষ

৩। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? -উট

৪। pH হলো কি?

– অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

৫। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়? -X-রশ্মি

৬। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চেয়ে কি?

-বেশি

৭। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

-বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে

৮। কোন বাক্যটি সত্য নয়?

-ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে

৯। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো?

-তড়িৎবীক্ষণ যন্ত্র

১০। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি?

-NaHCO3

১১। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

-৩

১২। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? -বিশেষ ধরনের অনৈচ্ছিক

১৩। কীসের স্রোতে নদী খাত গভীর হয়? -জোয়ারভাটার স্রোত

১৪। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?

-২ (চিত্রা ও মায়া হরিণ)

           ৩৪তম বিসিএস

১। Which one of the following ecosystems covers the largest area of the earth’s surface?

-Marine Ecosystem

২। Dengue fever is spread by-

-Aedes aegypti mosquito

৩। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে?

-নাইট্রোজেন

৪। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? -নিউট্রন ও প্রোটন

৫। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

-অক্সিজেন পরিবহণ করা

৬। সুষম খাদ্যের উপাদান কয়টি?

-৬টি

৭। ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে? -অগ্ন্যাশয়/প্যানক্রিয়াস থেকে

৮। নদীর জীব হয়েও বাতাসে শ্বাস নেয় কোন প্রাণি?

-শুশুক

৯। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো

-গ্লাইকোজেন

১০। প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে কি বলে?

– জেনেটিক্স

১১। কোন খাদ্যে প্রোটিন বেশি?

-গরুর মাংসে

১২।  হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? -ক্যালসিয়াম ও ফসফরাস

১৩। সুনামির কারণ হলো কি?

– সমুদ্রের তলদেশে ভূমিকম্প

১৪। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, তা হলো?

-চিনিজাতীয় খাবার খেলে এ রোগ হয়

১৫। প্রাকৃতিক যে উৎস থেকে সবচেয়ে বেশি মদু পানি পাওয়া যায়?

-বৃষ্টিপাত

১৬। নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

-পরমাণু শক্তি

১৭। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? -পানি সেচ

১৮। কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

-রুপা

১৯। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

-খেসারি

২০। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি?

– শ্বসন

২১। বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির-

-ঘনত্ব বেশি

২২। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?

-সালফিউরিক

      ৩৩তম বিসিএস

১। কোনটি অ্যান্টিবায়োটিক?

-পেনিসিলিন

২। জন্ডিসে আক্রান্ত হয় যকৃৎ কোনটি বিদ্যুৎপরিবাহী নয়?

-রাবার

৩। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? -সূর্যরশ্মি

৪। ইন্টারনেট চালু হয় কবে?

– ১৯৬৯

৫। MKS পদ্ধতিতে ভরের একক কি?

-কিলোগ্রাম

৬। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? -ইস্পাত

৭। অলটিমিটার (Altimeter) কী?

-উচ্চতা পরিমাপক যন্ত্র

৮। কোনটি মৌলিক পদার্থ?

-লোহা

৯। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

-পারদ

১০। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি?

-ক্রোমিয়াম

১১। ভারী পানির রাসায়নিক সংকেত

-D₂O

১২। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

– হাইড্রোজেন

১৩। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় কি?

– দস্তা

১৪। সংকর ধাতু পিতলের উপাদান কি?

– তামা ও দস্তা

১৫। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

-জিপসাম

১৬। বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?

– জি. ল্যামেটার

১৭। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে?

– হেস

১৮। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান কবে?

– ১৯৬১ সালে

১৯। গ্রিনিচ মানমন্দির অবস্থিত কোথায়? -যুক্তরাজ্যে

             ৩২তম বিসিএস

১। মডেমের মধ্যে যা থাকে, তা হলো কি? -একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

২। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -রেকটিফায়ার হিসেবে

৩। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো কত?

– ৫০ হার্জ

৪। বাংলাদেশে কৃষিতে ‘দোয়েল’ উন্নতজাতের কিসের নাম?

-গমের নাম

৫। মৌমাছির চাষকে কি বলে?

– অ্যাপিকালচার

৬। দুধে থাকে কোন এসিড?

– ল্যাকটিক অ্যাসিড

৭। অ্যাসিটিক অ্যাসিড হলো কি?

– জৈব অম্ল

৮। কম্পিউটার ভাইরাস কী?

-একটি ক্ষতিকারক প্রোগ্রাম

৯। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কি?

-ওয়াইম্যাক্স

১০। অ্যান্টিবায়োটিকের কাজ কি?

-জীবাণু ধ্বংস করা

১১। মাশরুম এক ধরনের কি?

– ফাংগাস

১২। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

-পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

১৩। জন্ডিস কীসের রোগ?

-যকৃতের

১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তা হলো-

-নিয়ত বায়ু

১৫। পিতলের উপাদান হলো কি?

– তামা ও দস্তা

১৬। পারস্পরিক আবেশ ব্যবহার করা হয় কোথায়?

– ট্রান্সফরমারে

১৭। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বোঝায়?

– এক কিলোওয়াট ঘণ্টা

১৮। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রকে কি বলে?-ক্রেসকোগ্রাফ

১৯। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় কোন অ্যাসিড?

– নাইট্রিক অ্যাসিড

২০। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?

– ছায়াবৃত্ত

      ৩১তম বিসিএস

১। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় কোনটি ব্যবহারে?

– স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

২। কাজ ও বলের একক যথাক্রমে কি?

-জুল ও ডাইন

৩। আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের অসংখ্য জল/বরফকণার মধ্যে কি হলে?

-চার্জ সঞ্চিত হলে

৪। অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে এক ধরনের কি?

-খুব সরু এবং নমনীয় কাচতন্ত্রর আলোক নল ৫। কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?

-৪০০ থেকে ৭০০ নেমি. (nm)

৬। হীরক উজ্জ্বল দেখায় কারণ?

-পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

৭। মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে কত জোড়া?

– ২৩ জোড়া

৮। অ্যাপিকালচার বলতে কি বোঝায়? -মৌমাছির চাষ

৯। কৃষিজমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কেন?

-মাটির অম্লতা হ্রাসের জন্য

১০। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

– চীন

১১। বিগব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন কে?

– স্টিফেন হকিং

১২। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

– আয়নোস্ফিয়ার

১৩। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -ক্রনোমিটার

১৪। প্রবল জোয়ারের কারণ, যখন?

-সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

১৫। কোনটি অর্ধপরিবাহী (Semi-conductor) নয়?

-লোহা

১৬। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?

-প্রোটন সংখ্যা সমান থাকে

১৭। ভারী পানির (Heavy water) সংকেত হচ্ছে কি?

-D২O

১৮। জারণ বিক্রিয়ায় কি ঘটে?

– ইলেকট্রন বর্জন

১৯। কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?

-হিলিয়াম

২০। কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত কি?

-অ্যালকোহল

২১। কম্পিউটার-টু-কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় কি? -ইন্টারনেট

       ৩০তম বিসিএস

১। নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

-পরমাণু শক্তি

২। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? -বায়বীয় পদার্থে

৩। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে কি হবে? -বিদ্যুৎ খরচ একই হয়

৪। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি বের হয়?

– গামা রশ্মি

৫। স্টিফেন হকিং বিশ্বের একজন কি?

-বিখ্যাত পদার্থবিদ

৬। কীসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?

-সালফার

৭। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? -পানি সেচ

৮। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, তা হলো?

-চিনিজাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

৯। এনজিওপ্লাস্টি হচ্ছে কি?

– হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো

১০। ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?

-এডিস

১১। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

-রেনিন

১২। সুনামির (Tsunami) কারণ হলো কি? -সমুদ্র তলদেশের ভূমিকম্প

১৩। কত বছর পরপর হ্যালির ধূমকেতু দেখা যায়?

-৭৬ বছর

১৪। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? -নিম্নভূমি নিমজ্জিত হবে

১৫। ফল পাকানোর জন্য দায়ী কোনটি? -ইথিলিন

১৬। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন? -ডিনামাইট

১৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে কিভাবে?

-অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

১৮। সংকর ধাতু পিতলের উপাদানে থাকে? -তামা ও দস্তা

১৯। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

-ফিটকিরি

২০। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলে?

-ইন্টারনেট

        ২৯তম বিসিএস

১। বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?

-নাইক্রোম

২। ফটোইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে কী উৎপন্ন হয়?

-বিদ্যুৎ

৩। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

-বায়ুমণ্ডলীয় প্রতিসরণে

৪। লাল আলোয় নীল রঙের বস্তু কেমন দেখায়?

-কালো

৫। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রে

৬। সুষম খাদ্যের উপাদান কয়টি?

-৬টি

৭। কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

-লুই পাস্তুর

৮। গ্রিনহাউসে গাছ লাগানো হয় কেন? -অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য

৯। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

-৬ ঘণ্টা ১৩ মি.

১০। বায়ুর উপাদান নয় কোনটি?

-ফসফরাস

১১। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

-আর্লিবার্ড হল

১২। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

-৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

১৩। যেসব নিউক্লিয়াসের নিউট্রন-সংখ্যা সমান; কিন্তু ভর-সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?

-আইসোটোন

১৪। জারণ বিক্রিয়ায় কী ঘটে?

– ইলেক্ট্রন বর্জন

১৫। কোনটি ক্ষারকীয় অক্সাইড?

– MgO

১৬। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?

-পায়খানা, প্রস্রাবখানায়

১৭। অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

-ফিটকিরি

১৮। কোন ধাতু পানির চেয়ে হালকা? -সোডিয়াম

১৯। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?

-টাংস্টেন

২০। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? -লোহা

২১। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

-সোডিয়াম

২২। পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?

-ইউরেনিয়াম-২৩৫

২৩। কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কী বলে?

-ROM

২৪। অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন কে?

– ব্রেইল

         ২৮তম বিসিএস

১। বিদ্যুতের বিলের হিসাব কীভাবে করা হয়? -কিলোওয়াট ঘণ্টায়

২। কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? → ০.১ সেকেন্ড

৩। রেফ্রিজারেটরে কমপ্রেশারের কাজ কী? -ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

৪। এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন?

-১০ ক্যালরি

৫। টেপরেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের কেক ব্যবহত হয়?

-স্থায়ী চুম্বক

৬। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ব্যবহার করা হয়?

-৩টি

৭। প্রাণিজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?

-গামা রশ্মি

৮। Rubber is notable for its-

-elasticity

৯। চা পাতায় কোন ভিটামিন থাকে? -ভিটামিন-বি

১০। ক্যান্সার রোগের কারণ কী?

-কোষের অস্বাভাবিক বৃদ্ধি

১১। ইনসুলিন নিঃসত হয় কোথায় থেকে? → -অগ্ন্যাশয়/প্যানক্রিয়াস (Pancreas)

১২। সুষম খাদ্যের উপাদান কয়টি?

-৬টি

১৩। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?

-১৮ ইঞ্চি (প্রায়)

১৪। কোথায় দিন-রাত্রি সমান?

-নিরক্ষরেখায়

১৫। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে। তাকে কী বলে? -কসমিক ইয়ার

১৬। The south pole is located in the- -Antarctic

১৭। A rocket triving to the moon does not need wings because Space is- -airless

১৮। NASA-এর সদর দপ্তর কোথায়?

-কেপ কেনেডি

১৯। পানিতে দ্রবীভূত হয় না কোনটি? -ক্যালসিয়াম কার্বনেট

২০। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

-সোডিয়াম

২১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

-এপসন ১৯৮১

২২। যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চবিভবকে নিম্নবিভবে এবং নিম্নবিভবকে উচ্চবিভবে রূপান্তরিত করা হয়, তার নাম কী? → -ট্রান্সফরমার

          ২৭তম বিসিএস

১। প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ হলো কি?

-উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়

২। কারবুরেটর থাকে কোন ইঞ্জিনে?

-পেট্রোল ইঞ্জিনে

৩। বাদুড় কীভাবে অন্ধকারে চলাফেরা করে? -সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

৪। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে কি?

-গামা রশ্মি

৫। কোনটি DNA-এর নাইট্রোজেন বেস? -গোয়ানিন

৬। গাছের খাদ্য তালিকায় আছে হচ্ছে?

– N, P, K, S ও Zn

৭। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? -চারটি

৮। বিলিরুবিন তৈরি হয় কোথায়?

-প্লীহায়

৯। বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?

-ফিরোজা বেগম

১০। মানুষের গায়ের রং কোন উপাদানের ওপর নির্ভর করে?

-মেলানিন

১১। কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? –

Electron

       ২৬তম বিসিএস

১। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না কেন?

-মাটির সঙ্গে সংযোগ হয় না বলে

২। শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র কোনটি? -অডিওমিটার

৩। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে, তা কীসের ভিত্তিতে তৈরি?

-সিলিকন চিপ

৪। আকাশে বিজলি চমকায় কেন?

-মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

৫। বৈদ্যুতিক ইস্ত্রি কিংবা হিটারে ব্যবহৃত হয় কি?

-নাইক্রোম তার

৬। বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়?

-মেরু অঞ্চলে

৭। সবচেয়ে বেশি পরিমাণ সালোকসংশ্লেষণ হয় কোন আলোতে?

-লাল আলোতে

৮। ইরাটম কী?

-উন্নত জাতের ধান

৯। নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত করা হয় কি?

-ইউরিয়া সার

১০। মানুষের ক্রোমোসম সংখ্যা কতটি?

– ২৩ জোড়া

১১। হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?

– ফসফরাস

১২। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

-ভিটামিন-কে

১৩। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় কোথায়? -মানবদেহের ফুসফুস

১৪। Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছিল, তার নাম‌ কি দেওয়া হয়েছে?

-ডলি

১৫। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গসেন্টিমিটারে কত?

-১০ নিউটন

১৬। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

-নিম্নভূমি নিমজ্জিত হবে

১৭। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে?

– কার্বন ডাই-অক্সাইড

১৮। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?

-ছয় ঘণ্টা

১৯। কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো কি? -বালি

২০। স্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? -টমেটোয়

২১। শুষ্ক বরফ বলা হয় কোনটিকে?

– হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে

        ২৫তম বিসিএস

১। শব্দের গতি সবচেয়ে বেশি কিসে?

– লোহায়

২। প্রেশারকুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয় কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? -৪° সেন্টিগ্রেড

৩। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

-অক্সিজেন পরিবহণ করা

৪। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?

-নিউরন

৫। CNG-এর অর্থ কি?

– কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

        ২৪তম বিসিএস

১। পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

-বায়ুর চাপ কম থাকার কারণে

২।  রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

-গামা রশি

৩। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

-৭৩%

৪। কোন উদ্ভিদের মূল নেই?

-ছত্রাক, মস

৫। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়?

-অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

৬। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের কি হলে

-এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

৭। পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে কি থাকে?

– ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

৮। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে কিভাবে?

– অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

৯। অ্যাসবেসটস কী?

-অগ্নিনিরোধক খনিজ পদার্থ

১০। ল্যাপটপ কী?

-ছোট কম্পিউটার

       ২৪তম বিসিএস (বাতিল)

১। কোনটি বেশি স্থিতিস্থাপক?

-ইস্পাত

২। লেজার রশ্মি কে, কত সালে আবিষ্কার করেন?

-মাইম্যান, ১৯৬০

৩। ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়,এর কারণ  কি?

-গাছ থেকে অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়

৪। IUCN-এর কাজ হলে কি?

-বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা

৫। ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?

-এডিস

৬। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

-খাসির মাংস

৭। দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় ভূমিষ্ঠ হয় কবে?

-৩০ মে

৮। চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ-

– নিল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র

৯। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

– ৩৩

১০। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করতে হয়?

– নাইট্রিক এসিড

১১। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?  -ইন্টারনেট

          ২৩তম বিসিএস

১। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি রকম হয়?

-একই হয়

২। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?

-মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে ৩। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

-বায়বীয় পদার্থে

৪। আকাশ মেঘলা থাকলে কেন বেশি গরম লাগে?

-মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

৫। বস্তুর ওজন সবচেয়ে বেশি থাকে কোথায়? -মেরু অঞ্চলে

৬। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে?

– চৌম্বক ক্ষেত্র হিসেবে

৭। লোকভর্তি হলঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ কি?

– শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

৮। উড়োজাহাজের গতিনির্ণায়ক যন্ত্র কি?

-ট্যাকোমিটার

৯। ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

-এডিসন

১০। ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে

কত ডিগ্রি তাপমাত্রায় সমন তাপমাত্রা নির্দেশ করে?

-৪০°

১১।জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি? -ক্রোমোসোম

১২। পিসি কালচার কী?

-মৎস্য চাষ

১৩। মানবদেহের রক্তচাপ-নির্ণায়ক যন্ত্রের নাম কি?

-স্ফিগমোম্যানোমিটার

১৪। বিষধর সাপ দংশন করলে ক্ষতস্থানে থাকে-

-পাশাপাশি দুটো দাঁতের দাগ

১৫। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?

-ইনসুলিন

১৬। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোথায়?

-গলগণ্ড রোগ নির্ণয়ে

১৭। যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে, যখন কি হয়?

-সূর্যগ্রহণ

১৮। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? -হীরা

১৯। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী? -মনোসোডিয়াম গুটামেট

২০। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কেন?

-পেট্রোল পানির চেয়ে হালকা এবং এটি পানির সঙ্গে মেশে না

২১। অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের কি বলা হয়?

– আইসোটোপ

২২। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাজা যায়?

-বৃষ্টি

২৩। রেকটিফাইড স্পিরিট হলো কি?

=৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

২৪। তামার সঙ্গে কী মেশালে পিতল হয়?

-দস্তা (জিঙ্ক)

২৫। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? -নিউট্রন ও প্রোটন

২৬। কম্পিউটারের কোনটি নেই? -বুদ্ধি-বিবেচনা

       ২২তম বিসিএস

১। উড়োজাহাজের গতিনির্ণায়ক যন্ত্রের নাম কি?

-ট্যাকোমিটার

২। রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?

-গামা রশ্মি

৩। সূর্যে শক্তি উৎপন্ন হয় কীভাবে?

-পরমাণুর ফিউশন পদ্ধতিতে

৪। ডেঙ্গুজ্বরের বাহক কি?

-এডিস

৫। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? -আলেকজান্ডার ফ্লেমিং

৬। ভূমিকম্প-নির্ণায়ক যন্ত্রের নাম কি?

-সিসমোগ্রাফ

৭। নিউট্রন আবিষ্কার করেন কে?

-চ্যাডউইক

৮। গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে; এর ফলে-

-সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

৯। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?

-গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগৎকে বাঁচায়

            ২১তম বিসিএস

১। ব্যাকরণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? -ভুপষ্ঠে

২। প্রস্তাবিত আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ যার পরিচয় করে?

– ৪° সেন্টিগ্রেড

৩। কোন জলজ জীবটি বাতাসে শ্বাস নেয়? -শুশক

৪। এনজিওপ্লাস্টি হচ্ছে কি?

– হৎপিন্ডে বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

৫। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহণ কমতা খর্ব করে? -কার্বন মনোক্সাইড

৬। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, সেটি হলো?

-চিনিজাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় ৭। ড্রাই আইস’ (Dry Ice) হলো কি?

– কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

৮। বায়ুমন্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

-CFC বা ক্লোরোফ্লোরো কার্বন

৯। বেসন নিউকিয়াসের প্রোটন সংখ্যা সমান; কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয় তাকে কি বলে?

-আইসোটোপ

১০। কম্পিউটার ভাইরাস হলো কি? -একধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

             ২০তম বিসিএস

১। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?

-লৌহ

২। চৌম্বক পদার্থ নয় কোনটি?

-অ্যালুমিনিয়াম

৩। তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?

-লাউড স্পিকার

৪। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

-ফ্যাদোমিটার

৫। রাডারে যে তড়িৎচৌম্বক ব্যবহার করা হয়, তার নাম কী?

-মাইক্রোওয়েভ

৬। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?

-দর্পণ

৭। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

-ইনসুলিন

৮। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পান?

-হেস

৯। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?

-লৌহ

১০। কম্পিউটার কে আবিষ্কার করেন? -হাওয়ার্ড এইকিন

   ১৯তম বিসিএস

১। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?

-ডলি

২। মানুষের ক্রোমোসোম সংখ্যা কতটি?

– ২৩ জোড়া

৩। গবাদিপশুর জাত উন্নয়নে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

-লর্ড লিনলিথগো

৪। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

-রেনিন

৫। বহুমূত্র রোগে কোন হরমোন দরকার? -ইনসুলিন

৬। ভায়াগ্রা কী?

-নতুন একটি ওষুধ

৭। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? -নিম্নভূমি নিমজ্জিত হবে

৮। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস?

-ক্লোরোফ্লোরোকার্বন

৯। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির?

-২৫%

১০। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি?

-মিথেন

১১। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

-মাইক্রোসফট

           ১৮তম বিসিএস

১। সবচেয়ে শক্ত বস্তু কী?

-হীরা

২। স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত কি?

-পদার্থবিদ

৩। জনাব এফআর খান বাংলাদেশের গৌরব: তিনি কী ছিলেন?

-স্থপতি

৪।  ‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্য হয়েছে?

-যুক্তরাজ্যে

৫। Existentialism’ কী?

-একটি দার্শনিক মতবাদ

৬। কোন প্রাণীটি স্তন্যপায়ী নয়?

-কুমির

৭। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবেচেয়ে বেশি?

-এডিসন

৮। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

-৮.৩২ মিনিট/৪৯৯ সেকেন্ড/৮ মিনিট ১৯ সেকেন্ড

৯। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

-৭৬ সেন্টিমিটার

১০। জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়? -অমাবস্যায়

১১। টলেমি ছিলেন কে?

-জ্যোতির্বিদ

১২। গ্যালিলিও কী?

-পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

১৩। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কি?

– লুব্ধক

১৪। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?

-হেলবপ ধূমকেতু

১৫। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?

-ছায়াবৃত্ত

       ১৭তম বিসিএস

১। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে ওঠানো যায় কত মিটার?

– ১০ মিটার

২। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়?

-পৃষ্ঠটান

৩। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি?

-রাজকাকড়া

৪। মুক্তা হলো কি?

– ঝিনুকের প্রদাহের ফল

৫। Natural Protein-এর কোড নাম কি? -Protein-P49

৬। পোলিও টিকা আবিষ্কারক সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরের নাম কি?

– La zola

৭। টুথপেস্টের প্রধান উপাদান কি?

– সাবান ও পাউডার

৮। ‘অ্যাকোয়া রেজিয়া’ বলতে কি বোঝায়? -হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ ও কনসেনট্রেটেড নাইট্রিক

৯। ল্যাপটপ হলো এক ধরনের কি?

-ছোট কম্পিউটার

       ১৬তম বিসিএস

১। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

-চাঁদে বায়ুমণ্ডল নেই; তাই

২। রঙিন টেলিভিশন থেকে কোন রশ্মি বের হয়?

-গামা রশ্মি

৩। বি-৫২ কী?

-এক ধরনের বোমারু বিমান

৪। পানির জীব হয়েও বাতাসে শ্বাস নেয় কোনটি?

-শুশুক

৫। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিভাবে? -ধমনির ভেতর দিয়ে

৬। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত?

-প্রায় ১২ ঘণ্টা

৭। ধূমকেতু অমেকার লেভি-৯-এর প্রথম ভাঙা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

-১৬ জুলাই ১৯৯৪

৮। Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীদের প্রেরণ করা হয়েছিল?  -Endeavour

৯। আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে কি? -বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%

১০। পিট কয়লার বৈশিষ্ট্য হলো কি?

– ভিজা ও নরম

১১। ডিজিটাল টেলিফোনের মাধ্যমে-

-ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ

১২। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর বড় কারণ-

– ফটো লিথোগ্রাফি

        ১৫তম বিসিএস

১। নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কীভাবে?

-হাল ঘুরিয়ে যথাযথভাবে

২। আকাশ নীল দেখায় কেন?

-নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

৩। বাংলাদেশে তড়িতের কম্পাঙ্ক (Frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেলের তাৎপর্য কী?

-প্রতি সেকেন্ডে বিদ্যুৎপ্রবাহ ৫০ বার ওঠানামা করে

৪। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে, তা কীসের ভিত্তিতে তৈরি?

-সিলিকন চিপ

৫। ‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কী?

-মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তপ্রবাহে বাধা

৬। কোনটি রক্তের কাজ নয়?

-জারক রস বিতরণ করা

৭। আলট্রাসনোগ্রাফি কী?

-ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

৮। বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

-পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে ৯। ‘গ্রিনহাউস ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

স-নিম্নভূমি নিমজ্জিত হবে

১০। গ্রিনিচ মান সময়ের চেয়ে বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

– ৬ ঘণ্টা

১১। নিত্যব্যবহার্য বস্তু অ্যারোসোলের কৌটায় লেখা থাকে ‘সিএফসি’বিহীন- সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

-ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে

              ১৪তম বিসিএস

১। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? -বায়বীয় পদার্থে

২। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কল্পনায় –

-আসলের চেয়ে বেশি হবে

৩। বজ্রেপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

-বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন ৪। কোথায় সাঁতার কাটা সহজ ?

-সাগরে

৫। দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর হয়?

-বেগুনি

৬। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? -কালো

৭। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কিভাবে? -প্রতিধ্বনির সাহায্যে

৮। ‘অ্যাভিকালচার’ বলতে কী বোঝায়? -পাখিপালন বিষয়

৯। সাধারণ বৈদ্যতিক বাল্বের সাধারণত ভেতরে কী গ্যাস ব্যবহার করা হয়? -নাইট্রোজেন

        ১৩তম বিসিএস

১। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? -লোহায়

২। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

-অবতল

৩। মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি? -ভাইকিং

৪। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

-ব্রোমিন

৫। সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

-অর্ধেক হবে

৬। কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

– ৩ গুণ কমবে

৭। কোনটি চৌম্বক পদার্থ?

-কোবাল্ট

৮। উচ্চপর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে-

-কারণ উচ্চপর্বতের চূড়ায় বায়ুর চাপ কম

৯। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? -ওপেনহেইমার

১০। সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?

=২০৬

        ১২তম বিসিএস

১। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে, কারণ-

– সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

২। রান্না করার হাঁড়িপাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়: এর প্রধান কারণ -এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়

৩। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে কিভাবে?

-পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

৪। আকাশে বিজলি চমকায়-

– মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

৫। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে?

-১০৫ ডিবি

৬। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার  সঙ্গে ফেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? -রকেট ইঞ্জিন

৭। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায়, সেখানেই এটা থাকে কারণ?

-বস্তর ঘনত্ব পানির ঘনত্বের সমান

৮। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কি?

– আলোর প্রতিসরণ

৯। গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায়-

– তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি  ১০। প্রবল জোয়ারের কারণ

-এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে

১১। বায়ু একটি কি?

-মিশ্র পদার্থ

১২। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের ওপর দিয়ে গেছে, সেটি হচ্ছে কি ?

-কর্কটক্রান্তিবেখা

১৩। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে কি বোঝায়?

– উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

১৪। ফিউশন প্রক্রিয়ায় –

-একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

১৫। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয়, তা হলো-

– সালফিউরিক অ্যাসিড

       ১১তম বিসিএস

১। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কি করে?

-প্রিজমের কাজ করে

২। কাজ করার সামর্থ্যকে কি বলে?

– শক্তি

৩। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে-

– বিদ্যুৎ খরচ একই হয়

৪। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব-

-যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি

৫। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গসেন্টিমিটারে  কত?

-১০ নিউটন

৬। মানুষের ক্রোমোসোমের সংখ্যা কতটি?

– ২৩ জোড়া

৭। সর্বপ্রথমে যে উফশী ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে, তা হলো-

– ইরি-৮

৮। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কিভাবে? -বাতাসের সঙ্গে পরাগ ঝরে পড়ে

৯। সমুদ্রস্রোতের অন্যতম কারণ কি? -বায়ুপ্রবাহের প্রভাব

১০। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি?

– মিথেন

১১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে কি বলা হয়?

– পরমাণু

১২। কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো কি? -বালি

১৩। ইউরিয়া সারের কাঁচামাল কি?

– অ্যামোনিয়া

১৪। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ কি?

– এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

১৫। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে-

-ওয়েভ গাইডের মধ্য দিয়ে

১৬। কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় –

– এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল

         ১০তম বিসিএস

১। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল, যা –

-তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

২। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো?

– লাল, নীল, সবুজ

৩। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কারণ?

– মাধ্যাকর্ষণ বলের জন্য

৪। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-

– সূর্য

৫। প্রেশারকুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-

-উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় দূরের ৬। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ কি ?

-এতে বিদ্যুতের অপচয় কম হয়

৭। মাছ অক্সিজেন নেয় কিভাবে?

– পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

৮। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ- -এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে

৯। আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে কি?

-অক্সিজেন ও গ্লুকোজ

১০। কচুশাক বিশেষভাবে মূল্যবান কারণ এতে থাকে কি?

-লৌহ

১১। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে কি বলা হয়?

– নিয়ত বায়ু

১২। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে, তা হলো-

-কর্কটক্রান্তিরেখা

১৩। জীবাশ্ম জ্বালানি নয় কোনটি?

– বায়োগ্যাস

১৪। সংকর ধাতু পিতলের উপাদান হলো কি?

– তামা ও দস্তা

১৫। সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে কি থাকে?

-কার্বন দণ্ড ও দস্তার কৌটা

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি ৩৫ তম থেকে ৪৬ তম বিসিএস সকল প্রশ্ন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.