Saturday, February 22, 2025

বিভিন্ন মহাদেশ সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত প্রশ্ন সমূহএকসাথে। Eduexplain আপনাদের সেবায় সদা প্রস্তুত

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য বিভিন্ন মহাদেশ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা  গুরুত্বপূর্ণ একটি শিট(sheet) পাবেন। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।Eduexplain আপনাদের সেবায় সদা প্রস্তুত

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

বিভিন্ন মহাদেশ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন সমূহ।

এশিয়া মহাদেশ

১। ‘এশিয়ার সুইজারল্যান্ড’ বলা হয় কোন দেশকে?- কিরঘিজস্থানকে

২। ইরানে ‘ইসলামি বিপ্লব’ সংঘটিত হয়?- ১৯৭৯ সালে

৩। ইরাক-ইরান যুদ্ধ সংঘটিত হয় কত সালে?- ১৯৮০- ১৯৮৮ সাল পর্যন্ত

৩। ইরাক-ইরান যুদ্ধের প্রধান কারণ কী ছিল?- শাত-ইল- আরব জলাধারকে কেন্দ্র করে

৪। ইরাক-ইরান যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশনের নাম কী?- UNIIMOG

৫। বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে?- ১৯৮৮ সালে

৬। বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের কোন শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে?- UNIIMOG

৭। ইরাক কুয়েত দখল করে নিয়েছিল কবে?- ১৯৯০ সালে ইরাক কুয়েত থেকে সৈন) প্রত্যাহার করে কবে? ১৯৯১ সালে

৮। ‘উপসাগরীয় যুদ্ধ’ হয়েছিল কার কার মাঝে?- ইরাক ও কুয়েতের মাঝে

৯। আরব দেশগুলো প্রাশ্চাত্য দেশগুলোর উপর ‘তেল অবরোধ’ করে কবে?- ১৯৭৩ সালে

১০। ইঙ্গ-মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করে কবে?- ২০০৩ সালে

১১। ‘আবু মুসা দ্বীপ’ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে?- ইরান ও সংযুক্ত আরব আমিরাত

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য বিভিন্ন মহাদেশ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা  গুরুত্বপূর্ণ একটি শিট(sheet) পাবেন। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।Eduexplain আপনাদের সেবায় সদা প্রস্তুত

READ ALSO

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

১২। দুই ইয়েমেন একত্রিত হয়েছিল কত সালে?- ১৯৯০ সালে

১৩। উত্তর কোরিয়ার সরকারি নাম কী?- গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়া জাপান কোরিয়া দখল করেছিল কবে?- ১৯১০ সালে ১৪। মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ার উপর হস্তক্ষেপ করে?- ১৯৫০ সালে

১৫। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার কবে যুদ্ধ সংঘটিত হয়েছিল?- ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত

১৬। ‘কোরীয় যুদ্ধ’ এর অবসান ঘটে কবে?- ১৯৫৩ সালে

১৭। ‘কোরীয় যুদ্ধ’-কে কেন্দ্র করে জাতিসংঘে যে প্রস্তাব গৃহীত হয় তার নাম কী?- শান্তির জন্য ঐক্য প্রস্তাব

১৮। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম কী?- ৩৮° অক্ষরেখা

১৯। বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম কী?- উত্তর কোরিয়া

২০। উত্তর কোরিয়া কত সালে পারমাণবিক বোম্বার অধিকারী হয়?- ২০০৬ সালে।

২১। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া কার অধীনে ছিল?- জাপান

২২। শ্রীলংকার গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে?- ১৯৮৩ সালে।

২৩। ‘এডাম’স পিক’ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?- শ্রীলংকা

২৪। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কোন দেশে?- শ্রীলংকা (কিন্তু বিশ্বের প্রথম  নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়- আর্জেন্টিনা)

২৫। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- শ্রীমাভো বন্দরনায়েকে (কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম- ইসাবেলা পেরেন)

২৬। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?- শ্রীলংকা (কিন্তু এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন)

২৭। নেপালের রাজতন্ত্র বিলোপ হয় কবে?- ২০০৮ সালে

২৮। নেপালে কত বছর বাজতন্ত্র ছিল?- ২৪০ বছর

২৯। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?- রাজা জ্ঞানেন্দ্র

৩০। ‘মাওবাদী’ কোন দেশের গেরিলা সংগঠন?- নেপালের

৩১। পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?- বেনজির ভুট্টো (তবে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ইন্দোনেশিয়ার মেঘবর্তী সুকর্ণপুত্রী)

৩২। ‘ডটার অব দ্য ইস্ট’ বলা হয় কাকে? বেনজির ভুট্টোকে (কিন্তু ‘ডটার অব পাকিস্তান’ বলা হয় মালালা ইউসুফজাই)

৩৩। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?- পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে

৩৪। সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত?- পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে

৩৫। সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?- ১৯২২ সালে

৩৬। পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কী? আইওয়ান-ই-সদর (কিন্তু ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম- রাইসিনা হিল) ৩৭। ‘মেমোগেট কেলেঙ্কারি’ এর সাথে জড়িত কে?- পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি

৩৮। বিশ্বের প্রথম ‘ধূমপানমুক্ত দেশ’ কোনটি?- ভুটান

৩৯। ভুটানের রাষ্ট্রীয় ভাষার নাম কী?- জোংখা ৪০। ভুটানের মুদ্রার নাম কী?- গুলট্রাম

৪১। এশিয়ার কোন দেশটিতে যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল?- ফিলিপাইন

৪২। মুসলিম অধ্যুষিত ‘মিন্দানাও দ্বীপ’ কোথায় অবস্থিত?- ফিলিপাইনে

৪৩। ‘আবু সায়াফ’ কোন দেশের গেরিলা সংঠন?- ফিলিপাইনের

৪৪। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?- ১৯৭৩ সালে

৪৫। আফগানিস্তানের শেষ রাজা কে ছিলেন?- জহির শাহ

৪৬। আফগানিস্তানে তালেবানরা কবে ক্ষমতা লাভ করে কবে?- ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা হারায় কবে?- ২০০১ সালে

৪৭। আফগানিস্তানের আইন সভার নাম কী?- লয়া জিরগা

৪৮। আফগানিস্তানের প্রধান ভাষার নাম কী?- পশতু।

৪৯। ‘বাগরাম’ কারাগার কোথায় অবস্থিত?-

আফগানিস্তানে

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য বিভিন্ন মহাদেশ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা  গুরুত্বপূর্ণ একটি শিট(sheet) পাবেন। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।Eduexplain আপনাদের সেবায় সদা প্রস্তুত

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

https://eduexplain.com/wp-content/uploads/2025/02/continent-job.pdf

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

৫০। বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?- মেঘবর্তী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়ার)

৫১। বিশ্বের কোন দেশের কোনো আইনসভা নেই?- ব্রুনাই

৫২। ‘গোবি মরুভূমি’ কোথায় অবস্থিত?- মঙ্গোলিয়া

৫৩। কোন দেশের ৮০% অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত?- তুর্কমেনিস্থান

৫৪। কোন দেশটিতে কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না?- থাইল্যান্ড

৫৫। ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?- মুক্ত ভূমি ৫৬। বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার?- থাইল্যান্ডের রাজা ভূমিবলের

৫৭। উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে কবে?- ১৯৫৪ সালে

৫৮। ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় কবে?- ১৯৫৫ সালে

৫৯। উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কবে?- ১৯৫৫-১৯৭৫ সাল পর্যন্ত

৬০। উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয় কবে?- ১৯৭৬ সালে

৬১। ‘ভিয়েতনাম যুদ্ধ’-এর অপর নাম কী?- দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ

৬২। ‘হো সি মিন’ নামটি জড়িত কোন দেশের সাথে?- ভিয়েতনামের সাথে

৬৩। লি ডাক থো কে ছিলেন?- ভিয়েতনামের নেতা

৬৪।  “The Tiger of Bicycle’ নামে পরিচিত কোন দেশ?- ভিয়েতনাম

৬৫। ‘City of Fountains’ বলা হয় কাকে?- উজবেকিস্থানের রাজধানী তাসখন্দকে

৬৬। ‘Father of Apple Tree’ বলা হয় কাকে?- কাজাখস্তানের রাজধানী আলমাআতাকে

৬৭। “The Land of Fames’ নামে পরিচিত কোন দেশ?- আজারবাইজান

৬৮। ‘নাগারনো কারাবাখ’ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের?- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে

৬৯। বিখ্যাত অটোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল কোথায়?- তুরস্ক

৭০। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?- তুরস্কে

৭১। প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?- আনাতোলিয়া

৭২। আধুনিক তুরস্কের জনক কে?- মোস্তফা কামাল আতাতুর্ক

৭৩। মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন কবে?- ১৯২২ সালে ৭৪। তুরস্ক কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?- ১৯২৩ সালে

৭৫। সিরিয়াতে কত বছর জরুরি অবস্থা বিদ্যমান ছিল?- ৪৮ বছর

৭৬। সিরিয়াতে শুরু হয় কবে?- ২০১১ সালে ৭৭। ‘গোলান মালভূমি’ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?- ইসরাইল ও সিরিয়া ৭৮। কত সালে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বার্থ পাটি সিরিয়ার ক্ষমতায় আসে?- ১৯৬৩ সালে

৭৯। ‘মিন্দানাও’ কেন বিখ্যাত?- ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ

৮০। এশিয়ার কোন দেশের নিজেস্ব কোনো সেনা বাহিনী নেই?- মালদ্বীপ ও ভুটানের

৮১। ‘ব্লেক সেপ্টেম্বর’ কী?- একটি গেরিলা সংগঠন

৮২। G-8 (Group-৪)-এর একমাত্র এশীয় দেশ কোনটি?- জাপান

৮৩। ন্যাটো (NATO)-তে মুসলিম সদস্য রাষ্ট্র- তুরস্ক ও আলবেনিয়া

৮৪। সার্কের মহাসচিবের মেয়াদ কত বছর?- ৩ বছর

৮৫। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?- মেসোপটেমীয় সভ্যতা (পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার নাম হলো মেক্সিকোর মায়া সভ্যতা)

৮৬। মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?- বর্তমান ইরাকে

৮৭। ব্যাবিলনীয় সভ্যতায় কোথায় গড়ে ওঠেছিল?- বর্তমান ইরাকে

৮৮। প্রথম কারা বর্ণমালা আবিষ্কার করে?- ফিনিশীয়রা

৮৯। পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচল হয় কোথায়?- রাজা হাম্মুরাবির শাসনামলে

৮৯। ব্যাবিলনীয় সভ্যতায় ‘জরথুস্ট্রবাদ’ কী?- প্রাচীন পারস্যের একটি ধর্ম

৯০। ‘ব্যালিনীয় বন্দিদশা’ সূচিত হয়েছিল কবে?- ক্যালডীয় সভ্যতায়

৯১। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন?- সম্রাট দারিয়ুস

৯২। ব্যাবিলনের শূন্যোদ্যান কে নির্মাণ করেন?- রাজা।

৯৩। নেবুচাঁদ নেজার টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?- মহীশরে

  ইউরোপ মহাদেশ

Eduexplain আপনাদের সেবায় সদা প্রস্তুত

Answer Sheet

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। বিভিন্ন চাকুরী পরীক্ষায় আগত। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

১। ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে?- চতুর্দশ শতাব্দীতে

২।ইউরোপের কোন দেশে প্রথম রেনেসা রেনেসাঁ শুরু হয়?- ইতালিতে

৩। ইউরোপের কোন দেশে প্রথম সামন্ত প্রথা হয়?- ইতালিতে

৪। ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয়?- ইতালিতে

৫। জুলিয়াস সিজার কে ছিলেন?- রোমান সম্রাট

৬। রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু কোথায় ছিল?- ইতালিতে

৭।পৃথিবীর মানচিত্রে কোন দেশকে দেখতে ‘বুটের জুতার’ মতো দেখায়?- ইতালিকে

৮। ইউরোপের কোন দেশটি সমভূমি অধ্যুষিত অর্থাৎ সমভূমির পরিমাণ বেশি?- নেদারল্যান্ড

৯। বিশ্বের কোন দেশে সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়?- ডেনমার্ক

১০। ডেনমার্কের নির্বাহী প্রধান কে?- রানি

১১। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?- ডেনমার্কের

১২। পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেছিলেন কারা?- গ্রিক বিজ্ঞানীরা

১৩। বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্রের নাম কী?- সুইডেন

১৪। ‘জেনোফোবিয়া’ (Xenophobia) কী বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা

১৫। বলকানের ক্ষমতার কেন্দ্রবিন্দু কোন দেশ?- বসনিয়া- হার্জগোভিনা

১৬। ‘Classical Music’ এর মাতৃভূমি বলা হয় কাকে?- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে

১৭। ‘আগুনের দ্বীপ’ বলা হয় কাকে?- আইসল্যান্ডকে

১৮। কোন দেশকে ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয়?- ইউক্রেনকে

১৯। ইউক্রেনের চেরনোবিলে স্মরণকালের ইতিহাসে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা কবে ঘটে?- ১৯৮৬ সালে

২০। ‘দি হলি সি’ (The Holy Sea) বা ‘ঐশ্বরিক সমুদ্র’ কোথায় অবস্থিত?- ভ্যাটিকান সিটিতে

২১। ভ্যাটিকান সিটির চারদিকে কোন দেশ অবস্থিত?- ইতালি

২২।‌ ‘স্টিংগার’ কী?- বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

২৩। ‘ইউরোপের ককপিট’ বা ‘ইউরোপের রণক্ষেত্র’ বলা হয় কাকে?- বেলজিয়ামকে

                   আফ্রিকা মহাদেশ

১।  আফ্রিকার প্রাচীনতম দেশ কোনটি?- ইথিওপিয়া।

২। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি?- নাইজেরিয়া

৩। আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র কোনটি?- লাইবেরিয়া।

৪। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি কোনটি?- পিগমী

৫। পিগমি জাতি কোথায় বাস করে?- কঙ্গোতে ৬। খুড়’ ও ‘তুতুসি’ কোন দেশের উপজাতি?- বুরুন্ডি

৭। আফ্রিকার দেশ মরিশাসের অধিকাংশ লোক কোন দেশের বংশোদ্ভূত?- ভারতের

৮। আফ্রিকার কোন দেশের পর্যটন শিল্প যথেষ্ট উন্নত?- মরিশাসের

৯। ইথিওপিয়ার শেষ সম্রাট কে ছিলেন?- হাইলে সেলাচি

১০। Horns of Africa’ বলা হয় কোন দেশকে?- ইথিওপিয়াকে

১১। Pearl of Africa’ বলা হয় কোন দেশকে?- উগান্ডাকে

১২। ইদি আমিন কোন দেশের স্বৈরশাসক ছিলেন?- উগান্ডার

১৩। ইউনিটা’ বিদ্রোহী গোষ্ঠী কো দেশের?- অ্যাঙ্গোলার

১৪। কোন দেশটি পূর্বে ‘গোল্ডকোস্ট’ নামে পরিচিত ছিল?- ঘানা

১৫। আফ্রিকার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিল?- ৪২ বছর

১৬। কোন দেশ বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?- সিয়েরালিওন • ১৭। কোন দেশের একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ সড়ক’ নামে?- সিয়েরালিওন

১৮। কোন দেশের মধ্য দিয়ে শ্বেত নীল নদ প্রবাহিত?- সুদান

১৯। ‘আল শাবাব’ যে দেশের সংগঠন- সোমালিয়া

২০। ‘বোকো হারাম’ কোন দেশের সন্ত্রাসী সংগঠন?- নাইজেরিয়া

২১। কত সালে ‘আরব বসন্ত’ শুরু হয়?- ২০১১ সালে (সিরিয়ার গৃহযুদ্ধও শুরু হয় ২০১১ সালে)

২২। প্রথম কোন দেশে আরব বসন্ত শুরু হয়?- তিউনেশিয়া

২৩। তিউনেশিয়ার আরব বসন্ত কী নামে পরিচিত?- জেসমিন বিপ্লব

                  আমেরিকান মহাদেশ

১। কোন স্থানকে ‘পশ্চিমের জিব্রাল্টার’ বলা হয়?- কানাডার কুইবেক অঞ্চলকে

২। কানাডার কোন প্রদেশে ফরাসি ভাষাভাষীর লোক সর্বাধিক?- কুইবেক প্রদেশ ৩। ‘ম্যাপল পাতার দেশ’ বলা হয় কাকে? কানাডাকে

৪। ‘পপুলার লিবারেশন আর্মি’ কোন দেশের গেরিলা সংগঠন?- মেক্সিকোর

৫। বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার নাম কী?- মায়া সভ্যতা (তবে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয় সভ্যতা)

৬। বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?- মেক্সিকোতে ৩০। ‘ইনকা সভ্যতা’ কোথায় গড়ে ওঠেছিল?- পেরুতে

৭। ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে ‘কিউবা বিপ্লব’ সংঘটিত হয়েছিল কবে?- ১৯৫৯ সালে

৮। ফিদেল ক্যাস্ট্রো কবে জেনারেল বাতিস্তাকে সরিয়ে কিউবার ক্ষমতা দখল করে?- ১৯৫৯ সালে

৯। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় কবে?- ১৯৬২ সালে

১০। পৃথিবীর চিনি উৎপাদনকারী প্রধান দেশ কোনটি?- কিউবা

১১। কোন দেশকে ‘মুক্তার দেশ’ বলা হয়?- কিউবাকে (কিন্তু ‘মুক্তার দ্বীপ’ বলা হয় বাহরাইনকে)

১২। ‘ক্যাম্প এক্সরে’ কী?- কিউবার গুয়েনতানামো বে বন্দিশালায় তালেবান বন্দিদের আটক রাখার স্থান

১৪। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিং বার্ডের আবাসস্থল কোথায়?- কিউবা

১৫। ‘কোস্টারিকা’ অর্থ কী?- ধনী উপকূল

১৬। কোন দেশকে ‘মধ্য আমেরিকার সুইজারল্যান্ড’ বলা হয়?- কোস্টারিকাকে

১৭। মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?- কলম্বিয়া

১৮। ‘ফার্ক’ গেরিলা সংগঠন কোন দেশের?- কলম্বিয়ার

১৯। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ কোনটি যার উপকূল প্রশান্ত ও আটলান্টিক উভয় মহাসাগরে অবস্থিত?- কলম্বিয়া

২০। পশ্চিম গোলার্ধের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এ্যাকাঙ্কাগুয়া কোথায় অবস্থিত?- আর্জেন্টিনাতে

২১। ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোথায়?- আর্জেন্টিনাতে

২২। ল্যাটিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারাকে হত্যা করা হয় কোন দেশে? বলিভিয়াতে

২৩। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?- ব্রাজিল

২৪। বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণাঙ্গ দেশ কোনটি?- ভেনিজুয়েলা

২৫। বিশ্বের কোন দেশ ‘ক্ষুদে ভেনিস’ নামে পরিচিত?- ভেনিজুয়েলা

২৬। পানামা খাল খনন করা হয় কত সালে?- ১৯১৩ সালে

২৭। পানামা খাল খনন করে কোন দেশ?- যুক্তরাষ্ট্র

২৮। যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামা খাল হস্তান্তর করে কবে?- ১৯৯৯ সালে

২৯। পানামা খাল যুক্ত করেছে কাকে?- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে

                  ওশেনিয়া মহাদেশ

১। কোন দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ অন্যদেশ থেকে এসে বসবাস করে?- অস্ট্রেলিয়া

২। কোন দেশকে ‘ক্যাঙ্গারুর দেশ’ বলা হয়?- অস্ট্রেলিয়াকে

৩। অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক রানি কে?- বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

৪। ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ কোনটি?- গ্রেট ভিক্টোরিয়া হ্রদ

৫। নিউজিল্যান্ডের আদিবাসী কারা?- মাওরি ৬। কোন দেশকে দক্ষিণের গ্রেট বৃটেন বলা হয়?- নিউজিল্যান্ডকে

৭। বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?- নিউজিল্যান্ডের

৮। নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে কত সালে?- ১৮৯৩ সালে

৯। বিশ্বের কোন দেশে সর্বাধিক ভাষায় কথা বলে?- পাপুয়া নিউগিনি (তবে সবচেয়ে কম ভাষা ব্যবহৃত হয়- উত্তর কোরিয়ায়

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.