Sunday, March 9, 2025

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি যেকোনো চাকরির জন্য গুরুত্বপূর্ণ ।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  আন্তর্জাতিক  প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা আন্তর্জাতিক এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে। 

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

READ ALSO

আন্তর্জাতিক বিষয়াবলি (২০)
             ৪৬তম বিসিএস (BCS)
১। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
– ২০ জুন
২। জাতিসংঘ মাদক ও অপরাধসংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-ভিয়েনা
৩। বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
-২০১১
৪। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? -সিরিয়া
৫। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৩৫
৬। “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে”- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
-টার্গেট ১.২
৭। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
-১৯৭২
৮। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশে?
– সৌদি আরব
৯। কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত? -জলবায়ু পরিবর্তন
১০। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
-বুরকিনো ফাসো
১১। বৈশ্বিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি ?
-আইসল্যান্ড
১২। ‘বার বিধি’ (The Twelve Tables) কী? -রোমান আইনের ভিত্তি
১৩। সিয়ায়েন হিমবাহ (Siachen Glaciar) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
-ভারত ও পাকিস্তান
১৪। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
-মানসম্মত শিক্ষা
১৫। জৈব নিরাপত্তাবিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে কি?
-কার্টাগোনা প্রটোকল
১৬। ‘Fridays For Future’ কোন ধরনের আন্দোলন?
-পরিবেশবাদী আন্দোলন
১৭। আন্তর্জাতিক আদালতের (International Cout of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
-৩ বৎসর
১৮। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
-আর্টিকেল ৫
১৯। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার -বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারতাবাদ

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  আন্তর্জাতিক  প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা আন্তর্জাতিক এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

               ৪৫তম বিসিএস (BCS)
১। বাংলাদেশ সদস্য নয়?
– NATO (অন্য অপশনগুলো ছিল- ILO, SAARC, BIMSTEC)
২। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
-১৯৩০
৩। কোন দেশে সমুদ্রবন্দর নেই?
-নেপাল (অন্য অপশনগুলো ছিল- মালদ্বীপ, গ্রিস, ভেনেজুয়েলা)
৪। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? তুরস্ক (তুর্কিয়ে)
৫। ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
-অস্ট্রেলিয়া
৬। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
-ম্যানিলা
৭। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
-ফ্রাঙ্কফুর্ট
৮। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প
৯। TIFA-এর পূর্ণ রূপ কী?
-Trade and Investment Framework Agreement
১০। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে? -১৯৭৫
১১। ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
-বালি (২০২৪- রিও ডি জেনেরিও, ব্রাজিল) ১২। চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? -১৯৬২
১৩। পৃথিবীর গভীরতম স্থান কোনটি? -ম্যারিয়ানা ট্রেঞ্চ
১৪। ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় কবে?
_২০১৩ সাল
১৫। ‘বান্দা আচেহ’ কোথায় অবস্থিত? -ইন্দোনেশিয়া
১৬। ফেসবুকের সদর দপ্তর কোথায়?-ক্যালিফোর্নিয়া
১৭। ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত? -অস্ট্রেলিয়া
১৮। কোনটি প্রাচীন সভ্যতা?
-মেসোপটেমিয়া
১৯। তিব্বত কি?
-একটি উপত্যকা
২০। ‘Elephant Pass’ অবস্থিত?
-শ্রীলঙ্কা
         ৪৪তম বিসিএস (BCS)
১। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
-বাংলাদেশ
২। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’-এর সূচনা হয়?
-তিউনিশিয়া
৩। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? -২০১৪
৪। কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
-বলিভিয়া (অন্য অপশনগুলো ছিল- গায়ানা, ব্রাজিল ও কলাম্বিয়া)
৫। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
-প্রাচীন গ্রিস
৬। কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৮, ফ্রান্স
৭। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
-চীন
৮। কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? -হংকং (অন্য অপশনগুলো ছিল- লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া)
৯। কোন দেশটি ডি-৮-এর সদস্য নয়?
-জর্দান (অন্য অপশনগুলো ছিল- ইরান, মিশর ও মালয়েশিয়া)
১০। World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? -দাভোস
১১। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
-পাকিস্তান ও ভারত
১২। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
১৩। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
-জর্দান ও মিশর।
১৪। বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? -গ্লাসগো
১৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে? -২০২৬
১৬। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
-ইউক্রেন
১৭। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
-নিউইয়র্ক
১৮। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছরের জন্য?
-২ বছর
১৯। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
-৯ বছর
২০। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত? -২০২১-২০৪১

বাংলাদেশ বিষয়াবলী

                 ৪৩তম বিসিএস (BCS)
১। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
-কম্বোডিয়া
২। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
-ভারত-চীন
৩। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
-১৭টি
৪। বিশ্ব মানবাধিকার দিবস কবে ?
-১০ ডিসেম্বর
৫। World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
-World Bank
৬। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? -ইন্দোনেশিয়া
৭। বাংলাদেশ কোনটির সদস্য নয়?
-OAS (অন্য অপশন গুলো ছিল- BCIM, OIC & BIMSTEC)
৮। চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি
-উইঘুর
৯। ‘The lady with the Lamp’ নামে পরিচিত কে ?
-ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১০। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি ?
_ন্যাশনাল ইউনিটি সরকার
১১। আকাবা একটি কি?
– সমুদ্রবন্দর
১২। Trafalgar Square-এর অবস্থান কোথায়?
-ইংল্যান্ডে
১৩। জাতিসংঘের সংস্থা নয় কোনটি?
-আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
১৪। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
-UNIIMOG
১৫। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় কবে থেকে?
– ১৫ সেপ্টেম্বর
১৬। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
– জার্মানি
১৭। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুই কোন শ্রেণির? -মিং-ক্লাস
১৮। United Nations Framework Convention of Climate Change-এর মূল আলোচ্য বিষয়?
– গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
১৮। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়?-মধ্য আমেরিকায়
১৯। জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
-এডেন উপসাগরের পাশে
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 
              ৪২তম বিসিএস (BCS)
১। IUCN-এর কাজ হলো কি?
-বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
২। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের ‘Thirty years war- সমাপ্তি ঘটে?
-ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
৩। মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
-২৯ ফেব্রুয়ারি ২০২০
৪। ‘D8 Organization for Economic Cooperation’ বা Ds. এর একাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
-মিশর কায়রে,
৫। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
-২১ এপ্রিল
৬। ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়? নিইউয়র্ক
৭। Sustainable Development Goals (SDG) কয়টি?
-১৭টি
৮। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
-১৯ সেপ্টেম্বর ২০২০
৯। Global Vaccine Summit অনুষ্ঠিত হয় কবে?
-৪ জুন ২০২০
১০। WIPO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা
১১। ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষীয় ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
-৭টি
১২। কার্টাগেনা প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
-২০০০
১৩। কোনটি “Bretton Woods Institutions”-এর অন্তর্ভুক্ত?
– IMF
১৪। সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
-নাগর্নো-কারাবাখ
১৫। ব্রিটিশ কৃষিবিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
-অষ্টাদশ শতাব্দীতে
১৬। গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ-সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol’ জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
-১৯৯৭
১৭। বাংলাদেশের বর্তমান (২০২০-২১) সভাপতির পর্বে কোন দেশ CVF-এর সভাপতি ছিল?
-মার্শাল আইল্যান্ড (২০১৮-২০), (২০২০-২১ সভাপতি- বাংলাদেশ, ২০২২-২৪ সভাপতি- ঘানা।
১৮। কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
-১৯৮৫ সালে
১৯। লুক্সেমবার্গে কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
-সংযুক্ত আরব আমিরাত (সর্বশেষ- মরক্কো)  ২০। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
-চীন
২১। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
-আলজিয়ার্স ১৯৭৩,

ডক্টর মুহাম্মাদ ইউনূস এর সংক্ষিপ্ত জীবনী 

            ৪১তম বিসিএস (BCS)
১। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
-সিয়েরালিয়ন
২। জাতিসংঘ নামকরণ করেন কে ?
-রুজভেল্ট
৩। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
-তুরস্ক
৪। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
-জার্মানি
৫। সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী? -Weapons of Mass Destruction
৬। ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী? -ডেনমার্ক (২০২৩ সালের শাসন সূচকেও ডেনমার্ক)
৭। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
-UNCTAD
৮। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
-গাম্বিয়া
৯। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৯ সালে
১০। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
-বাবেল মান্দেব প্রণালি
১১। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? -১৯১২
১২। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
-১৯৪৪
১৩। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘pandemic’ ঘোষণা করেছে? -WHO
১৪। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
-১৯৯১
১৫। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? -অ্যাঞ্জেলা মারকেল
১৬। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যাবিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
-৪টি
১৭। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল কোথায়?
-দক্ষিণ আমেরিকা
১৮। কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
-ভিয়েতনাম
১৯। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়?
-ইথিওপিয়া এবং ইরিত্রিয়া [২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নিহন হিদানকিও (জাপান)।
২০। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? -সুইডেন
             ৪০তম বিসিএস
১। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
-১৯৪৮
২। OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
-২য় শীর্ষ সম্মেলন
৩। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত ফেব্রুয়ারি ২০১৯ সামরিক বিমান হামলা পরিচালনা করে?
-বালাকোট
৪। কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
-ইন্দোনেশিয়ায় (২০২৪- রিও ডি জেনেরিও, ব্রাজিল)
৫। ‘দি আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?
-অমর্ত্য সেন
৬। শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? -হাম্বানটোটা
৭। যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
-কিউবা
৮। টেকসই উন্নয়ন-সংক্রান্ত ২০৩০ অ্যাজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
-১৭টি
৯। ‘V-20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? -জলবায়ু পরিবর্তন
১০। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
-১৯৮২
১১। জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
-কাটোউইস, পোল্যান্ড (২০২৪ সালের নভেম্বর হয় বাকু, আজারবাইজান)
১২। Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
-উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
১৩। BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে কি?
-New Development Bank (NDB)
১৪। চীন কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
-জীবুতি
১৫। কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
-BIMSTEC
১৬। কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? -NAM
১৭। জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি-৫ (P-S) বলতে কী বোঝায়?
-নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র ১৮। মিনস্ক কোন দেশের রাজধানী?
-বেলারুশ
১৯। (৫৭তম) মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? ফেব্রুয়ারি ২০২১ (উল্লেখ্য, ৫৯তম জার্মানির মিউনিখে নিরূপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়  ১৭-১৯ ফেব্রুণ্যারি ২০২৩)
২০। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
-অস্ট্রিয়া
       ৩৯তম বিসিএস
১। ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
-যুক্তরাষ্ট্র
২। জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
-বাস্তববাদ
৩। ট্রাম-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
-সেন্তোষা
৪। কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
-মিয়ানমার
৫। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সাথে জড়িত?
– নয়া উদারতাবাদী
৬। অর্থনৈতিক নীতি বাস্তবায়ন যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? -ইইউ
৭। আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল ১৬০০-১৮০০ সাল সর্বপ্রথম কোথায় ওপেক-এর সদর দপ্তর স্থাপিত হয়?
-জেনেভা
৮। জাতিসংঘের “Champion of the Earth” খেতাবপ্রাপ্ত কে?
-শেখ হাসিনা (২০১৫ সাল)
৯। ৯২ বছর বয়সি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ- এর রাজনৈতিক জোট হচ্ছে?
-পাক্যতান-হারুপান বির্তমান : পেজুয়াং (মালয় শব্দ পেজুয়াং অর্থ- যোদ্ধা)।
১০। বাইজেনটাইন (Byzantine) সাম্রাজের রাজধানী ছিল কোন নগরী?
-কনস্টান্টিনোপল
১১। ফলকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?
-ডেনমার্ক
১২। Cozy Bear একটি কী?
-হ্যাকার গ্রুপ
১৩। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? -মেসিডোনিয়া
১৪। ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ কোন দেশের রাজনৈতিক দল?
-মিয়ানমার মায়া সভ্যতা
১৫। বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
-মধ্য আমেরিকা
১৬। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
-কুয়েত
১৭। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
-৫১
১৮। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
-আসুন প্লাস্টিক (Plastic) দূষণ বন্ধ করি [প্রতিপাদ্য ২০২৪। করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।
১৯। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
-১৯৩৩
                  ৩৮তম বিসিএস
১। “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?
– ভি. আই. লেলিন
২। প্রাকৃতিক আইনের উদ্ভব হয়-
থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
৩। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
-মন্ট্রিল প্রটোকল
৪। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়?
-কাতার
৫। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে কতটি?
– ৩
৬। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে?
-বাস্তববাদ
৭। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় কি?
– বাফার রাষ্ট্র
৮। মার্কিন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভের (এসডিআই) জনপ্রিয় নাম ছিল?
– তারকা যুদ্ধ
৯। পিংপং-এর অর্থ হচ্ছে?
– টেবিল টেনিস
১০। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রস্তাব করেছে কে?
– চীন
১১। জাতিসংঘের সহযোগী নয় কোনটি? -ASEAN (আসিয়ান)
১২। সার্কের সদর দপ্তর কোথায়?
-কাঠমান্ডু
১৩। ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
-UNO
১৪। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত কিসের সাথে?
-মানবাধিকার সংরক্ষণ কার্যক্রমের সাথে
১৫। UNHCR-এর সদর দপ্তর কোথায়? -জেনেভা
১৬। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
– ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১৭। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? -১৯৬
১৮। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
-১৯৮২ সালে
১৯। গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে কি ?
-এ্যাডি ক্যালভো
২০। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? -ভি. আই, লেনিন
                   ৩৭তম বিসিএস
১। Black Lives Matter’ কী?
-বর্ণবাদবিরোধী আন্দোলন
২। মাথাপিছ গ্রিনহাউস গ্যাস উদ্গিরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
-যুক্তরাষ্ট্র
৩। ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
-ভারত ও নেপাল
৪। সম্প্রতি ভারত Google কে কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
-Street View
৫। IMF-এর সদর দপ্তর অবস্থিত কোথায়? -ওয়াশিংটন ডিসি
৬। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা কোনটি ?
-(UNEP)
৭। জলবায়ুবিষয়ক সংস্থার (WMO) মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাত করে কোনটি?
– IPCC
৮। জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে -ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
৯। Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
-২০০ নটিক্যাল মাইল
১০। সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
-প্রশান্ত মহাসাগর
১১। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
-উইঘুর
১২। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় কবে?
-১৪ জুলাই ২০১৫
১৩। ‘গ্রিন পিস’ যাত্রা শুরু করে কবে?
-১৯৭১ সালে
১৪। নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় কোনটি? -NATO
১৫। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? -২৫%
১৬। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
-IFC
১৭। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
-ফ্রান্স
১৮। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
-অক্সিজেন
১৯। BRICS-এর সদর দপ্তর কোথায়?
-সাংহাই
২০। World Development Report কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
-World Bank
২১। SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF-এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
-১৯৬৯
           ৩৬তম বিসিএস
১। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐকা প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
-কোরিয়া সংকট
২। সুয়েজ খাল কোন বছর চালু হয়?
-১৮৬৯
৩। International Mother Earth Day কবে?
-২২ এপ্রিল
৪। প্রেসিডেন্ট উইড্র উইলসনের  কত নম্বর point- এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে- 14 points-এ
৫। ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
-২টি
৬। লাউসের (Laos) সরকারি নাম কী?
-Laos People’s Democratic Republic
৭। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
-চীন
৮। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP শীর্ষ পদটি কী?
-প্রশাসক [Administrator]
৯। আরব লীগ প্রতিষ্ঠা পায় কবে?
-১৯৪৫ সালে
১০। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
-১০০ বিলিয়ন ডলার
১১। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
– জুন ২০০২
১২। Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল কি?
-জাতিসংঘ প্রতিষ্ঠা
১৩। বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা কতটি? -১২০
১৪। ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?
-লিও টলস্টয়
১৫। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়?
-জেনেভা
১৬। IAEA-এর সদর দপ্তর হচ্ছে কোথায়? -ভিয়েনা
১৭। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৫ সালে
১৮। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? -১৯৪৫ সালে
১৯। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? -সিরিয়া
২০। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
-আলবেনিয়া
       ৩৫তম বিসিএস
১। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে ?
-রাজা জ্ঞানেন্দ্র
২। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল কি?
-ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
৩। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে-
– ইউকোসুক
৪। ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
-দক্ষিণ-পূর্ব এশিয়া
৫। ‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল? -সাবেক সোভিয়েত ইউনিয়ন
৬। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা কতটি ?
-১ [মরিশাস, ২৬ মে ২০১৪)
৭। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?
-জাপান [বর্তমানে- দ্বিমত আছে।
৮। Global Terrorism Index ২০২০, ২০২১ ও ২০২২ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র  কোনটি?
– আফগানিস্তান
৯। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
-মালদ্বীপ
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কি?
-কমেকন
১১। উইঘুর হলো কি?
-চীনের একটি সম্প্রদায়ের নাম
১২। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?  -বাংলাদেশ-মিয়ানমার
১৩। ৬১৯৮২ সালের সমুদ্র আইন-সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ‌কত?
-৩৫০ নটিকেল মাইল
১৪। কার্টাগেনা প্রটোকল হচ্ছে কি? -জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি  ১৫। ১৯৮৯ থেকে ওজন স্তর বিষয়ক প্রটোকল মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
-৫ বার
১৬। ‘The Art of War’ গ্রন্থের রচয়িতা কে?
– সুন জু
১৭। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কে ?
-চীন
১৮। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে কবে?
– ৪ অক্টোবর
১৯। WIPO-এর সদর দপ্তর কোথায়?
– জেনেভা
            ৩৪তম বিসিএস
১।‌ World ‘No-Tobacco Day’ is observed on-
-May 31
২। In Cricket game the length of pitch between the two wickets is-
-22 yards
৩। IMF (International Monitary Fund) is the result of –
-Brettonwood Conference
৪। The International Court of Justice is located in-
-Hague
৫। Badminton is the national sport of- -Malaysia
৬। EURO is the currency of-
– Europe
৭। Photosynthesis takes place in Green parts of the-
– plants
৮। ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
-কায়রো
৯। D-8ভুক্ত দেশ নয় কোন দেশ?
– ভারত
১০। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-লন্ডনে
১১। ‘আরব বসন্ত’ বলতে বোঝায়?
– আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
১২। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
– ভ্যাটিকান
১৩। এশিয়ার হিন্দুরাষ্ট্র কোন দেশ?
– নেপাল (বি.দ্র. নেপাল ২০১৫ সালে হিন্দুরাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে)
১৪। ‘লয়াজিরগা’ কোন দেশের আইনসভা? -আফগানিস্তান
১৫।  কোপেন হেগেন কোন দেশের রাজধানী? -ডেনমার্ক
১৬। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? -থাইল্যান্ড
           ৩৩তম বিসিএস
১। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
– রুপি
২। সার্কের সদস্যদেশ কয়টি?
– ৮টি
৩। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
-জে. আতাউল গনি ওসমানি
৪। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায়? -জেদ্দা
৫। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? -প্রশান্ত মহাসাগরে
৬। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
– বৈকাল
  ৩০তম বিসিএস
১। ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
-থিম্পু
২। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম কি?
-WTO
৩। G-8 এর সদস্য নয় কোন দেশ?
– সুইডেন
৪। কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়?
-১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি
৫। FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯০৪
৬। হাজার হ্রদের দেশ কোনটি?
– ফিনল্যান্ড
৭। কিরগিজস্তানের রাজধানী কোথায়? -বিশবেক
৮। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে?
-১০ ডিসেম্বর
          ২৯তম বিসিএস
১। East London কোথায় অবস্থিত?
-দক্ষিণ আফ্রিকায়
২। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
-লর্ড মাউন্টব্যাটেন
৩। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
-মাইক পম্পেও
৪। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম?
-নরেন্দ্র মোদি
৫। এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? -ব্যাংকক
৬। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক
৭। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত?
-রোমে
৮। আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত? -জেনেভা
৯। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ব্রাসেলস
১০। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? -কাঠমান্ডু
১১। অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন কে ?
-ব্রেইল
     ২৮তম বিসিএস
১। বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%?
-স্লোভাকিয়া
২। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
-বেলজিয়াম
৩। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কি?
-সনোরা লাইন
৪। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? -কুয়েনলুন পর্বত
৫। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম? -ইমানুয়েল মাখো
৬। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
-জিমি কার্টার
৭। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
-৩৪২ বছর
৮। NASA-এর সদর দফতর কোথায়?
-কেপ কেনেডি
৯। ফেয়ার ফ্যাক্স কী?
-গোয়েন্দা সংস্থা
১০। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
– ১০০
           ২৭তম বিসিএস
১। বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয় কোন দেশ?
-ম্যাকাউ
২। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কতটি?
– ৫৪৩
৩। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ছিলেন কে?
– জন এফ কেনেডি
৪। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন?
-আবদুল্লাহ
৫। ইউরো মুদ্রা কখন চালু হয় কবে?
– ১৯৯৯ সালের ১ জানুয়ারি
৬। মানবাধিকার দিবস পালিত হয় কবে?
-১০ ডিসেম্বর
৭। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
-৫ জুন
৮। ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্যসংখ্যা  কতটি?
– ৫৪৩
৯। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন?
-ফ্রাংকলিন রুজভেল্ট
১০। ব্রিটেনের রানি যে দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান?
-অস্ট্রেলিয়া
১১। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের অশ্লেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানরা কোথায় মিলিত হয়?
-কায়রোয়
১২। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন? -২৭০
১৩। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৮ সালে
১৪। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
-হাওয়াই
১৫। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
-ক্যালিফোর্নিয়া
১৬। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে? -ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল  ১৭। নারীর প্রতি সব ধরনের বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কবে?
-১৯৭৯ সালে
১৮। শেনজেন চুক্তি হচ্ছে কি?
– ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের চুক্তি
১৯। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিস চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
-ডেনমার্ক
২০। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
– কুরিল দ্বীপপুঞ্জ
২১। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায় ?
-সেন্ট হেলেনা দ্বীপে
২২। শান্তির জন্য প্রথম যে মহিলা নোবেল পুরস্কার পান তার নাম কি?
– বার্থাভন সুটনার
২৩। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
– ৮ বছর
         ২৫তম বিসিএস
১। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া
২। কোন দেশটি লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
-পানামা (অন্য অপশনগুলো ছিল- ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে)
৩। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
-দক্ষিণ সুদান
৪। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
-আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৫। ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে? -হ্যান্স রিক্স
৬। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কতটি ?
-৫৪৩
৭। রাষ্ট্রপ্রধান না হয়েও যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করে?
– ইয়াসির আরাফাত
৮। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল কবে?
-১৯৭৩ সালে
৯। ইরাকে কখন মার্কিন-বিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
-২০০৩ সালের ২০ মার্চ
১০। কার্টাগোনা প্রটোকল হচ্ছে কি? -জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি ১১। আবু গারিব বলতে কী বোঝায়?
-একটি জেলখানা
১২। কে লৌহমানবী বলে পরিচিত?
-মার্গারেট থ্যাচার
১৩। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-প্যারিস
১৪। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
-দক্ষিণ কোরিয়া
১৫। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ফ্রান্সের লিও
১৬। আরব লিগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোন দেশ?
– সংযুক্ত আরব আমিরাত
১৭। জোটনিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত?
-বেলগ্রেড
১৮। বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
-পেলে
                ২৪তম বিসিএস
১। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত?
– টোকিওতে
২। প্রথম ক্লোন শিশু ‘ইভ’-এর জন্মতারিখ কবে ?
-২৬ ডিসেম্বর ২০০২
৩। ‘হ্যারি পটার’ কী?
-সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত বই
৪। A Long walk to Freedom’ বইটির লেখক কে?
-নেলসন ম্যান্ডেলা
৫। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
-মেসোপটেমিয়ায়
৬। সতীদাহ প্রথা কবে রহিত হয়?
-১৮২৯ সালে
৭। ইসরাইল প্যালেস্টাইন ‘রোড ম্যাপ’ কর্মসূচির উদ্দেশ্য কি?
-সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
৮। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস অ্যাক্ট স্বাক্ষরিত হয় কবে?
– ১৯২৮ সালের ২৭ আগস্ট
৯। ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? -১৯৯৫ সালে
১০। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনগুলো অভিহিত?
-চারটি রেডক্রস কনভেনশন নামে
১১। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আর্ন্তজাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
-১৯৪৮ সালে, তবে বাস্তবায়ন হয় ১৯৬৬ সালে ১২। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
-রোম চুক্তি
১৩। বিশ্ব বাণিজ্য সংস্থা পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এক কখন অনুষ্ঠিত হয়? -সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুনে
১৪।’লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নত করে? -ভারত ও পাকিস্তান
১৫। ‘রিটন উড়স ইনস্টিটিউট’ কোন সংস্থাকে বোঝায়?
-ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফকে
১৬। MIGA কখন গঠিত হয়?
-১৯৮৮ সালে
১৭। সালিশি আদালত অবস্থিত?
-হেগে
১৮। ইসিএর সদর দপ্তর কোথায়?
-আদ্দিস আবাবায়
১৯। WTO -এর সদর দপ্তর কোন শহরে? -জেনেভায়
      ২৪তম বিসিএস (বাতিল)
১। নিউজিল্যান্ডে অধিবাসীদের কী বলা হয়? -মাউরি
২। এমরন কী?
-পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
৩। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? -কাগজ
৪। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েতে সৈন্য প্রত্যাহার করা হয়?
-১৯৮৯
৫। চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ?
-নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
৬। আফগানিস্তানের প্রধান ভাষা কি?
– পশতু
৭। ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে
কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
-১২ অক্টোবর ২০০২
৮। সুইজারল্যান্ড জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হয় কবে?
– ১০ সেপ্টেম্বর ২০০২
৯। ‘নাগানো কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
-আজারবাইজান ও আরমেনিয়া
১০। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
-লন্ডন
১১। ‘ওপেক’ভুক্ত অ-আরব মুসলিম দেশ কোন গুলো?
– ইন্দোনেশিয়া, ইরান
১২। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
-ব্রাসেলস
১৩। SAPTA কী?
-SAARC Preferential Trading Arrangement
১৪। WTO-এর সদর দপ্তর কোথায়?
– জেনেভা
১৫। ‘ব্ল‍্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
-ভারত
১৬। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন তার নাম কি?
-মো. আশরাফুল
১৭। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
– ব্রাজিল
           ২৩তম বিসিএস
১। ১৯৪৯ স্বাক্ষরিত বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
-ইন্দোনেশিয়ায়
২। কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? -হ্যামারফাস্ট, নরওয়ে
৩। কোনটি চির শান্তির শহর’ নামে পরিচিত? -রোম
৪। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
-আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৫। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পি? -ইতালি
৬। “The Asian Drama’ গ্রন্থের রচয়িতা কে? -গুরনার মিরডাল
৭। আলবেনিয়ার রাজধানী কি?
– তিরানা
৮। বেলজিয়ামের মুদ্রার নাম কি?
-ইউরো
৯। বাবেল মান্দেব কোন দেশের ভাষা?
-ফারসি
১০। ‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত? -ইরাক
১১। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
-১৯৭৩
১২। পিএলও কখন গঠিত হয়?
-১৯৬৪ সালে
১৩। ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
-১৯৬৭ সালে
১৪। ‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
-চীন ও ভারত
১৫। নজুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? -ঘানা
১৬। Food and Agricultural Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-রোম
১৭। Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৩
১৮। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
-পাঁচজন
১৯। ইসলামি উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেন্দা
২০। IFC বলতে কী বোঝায়?
-ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
             ২২তম বিসিএস
১। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া ও সুইডেনের মুদ্রার নাম কী?
-ক্রোনা
২। হেলসিংকি কোন দেশের রাজধানী? -ফিনল্যান্ড
৩। জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা কত?
-১৯৩
৪। ইসলামি সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-জেদ্দা
৫। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যসংখ্যা কত?
-৬
৬। BIMSTEC কী ধরনের সংগঠন? -অর্থনৈতিক
৭। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? -১৯৮৫ সালে, ঢাকায়
৮। NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? -১২০
৯। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত, তার নাম কি?
– মার্লবোরো হাউস
১০। বাংলাদেশ কোন সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
-১৯৭৪
১১। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
-দুর্ভিক্ষ ও দারিদ্র্য
১২। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? -কাঠমান্ডু
১৩। রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত ছিল?
-২৪,০০০ টন
                 ২১তম বিসিএস
১। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? -আফ্রিকা
২। কোন দেশে নারীরা পুরুষের চেয়ে বেশি বাঁচে?
-জাপানে
৩। আইফেল টাওয়ার কোথায়?
– প্যারিসে
৪। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
-মালদ্বীপে
৫। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
-আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
৬। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
-১৯৯৩ সালে
৭। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
-সিটিবিটি
৮। প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
-রিও ডি জেনেরো
৯। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? -জোকো উইদাদো
১০। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? -১৯৪৫ সালে
১১। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
-৫১টি
১২। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (IAEA) সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ভিয়েনা
১৩। সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
-পাকিস্তান
১৪। গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? -উন্নয়নশীল
১৫। নর্থ আর্টলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
-১৯৪৯ সালে
১৬। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল? -নারীর দৃষ্টিতে বিশ্বকে
১৭। ১৯৯৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
-গুনটার গ্রাস (২০২২ সালে ফরাসি নাগরিক আনি এরনো)
১৮। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
-লস অ্যাঞ্জেলস
১৯। সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
-চীনের বেইজিংয়ে
         ২০তম বিসিএস
১। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ভ্লাদিভন্তক
২। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
-জ্যামিতিক সীমারেখা
৩। কোন দেশটি অতীতে কখনো অন্যকোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
-থাইল্যান্ড
৪। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? -ইয়াংসিকিয়াং
৫। চীনের দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
-হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা
৬। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
-ম্যাক্স ওয়েবার
৭। ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’ এটি কার উক্তি?
-হিটলার
৮। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা কবে থেকে চালু হয়?
-১ জানুয়ারি ১৯৯৯
৯। কানাডায় ফরাসি জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক?
-কুইবেক
১০। আফগানিস্তানের যে শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে? -মাজার-ই-শরিফ
১১। ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি
দ্বীপ, যা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কী?
-পর্তুগাল
১২। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
-জাপান
১৩। ইউরোপের কোন দেশে সম্পতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তিচুক্তির মাধ্যমে?
-আয়ারল্যান্ড
১৪। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
-ডেটন চুক্তি
১৫। কসোভো নগরীর সঙ্গে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারন কী?
-এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
১৬। কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? -CIRDAP
১৭। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৮৫
          ১৯তম বিসিএস
১। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
– ইন্দোনেশিয়া
২। গিল্ডার কোন দেশের মুদ্রার নাম? -নেদারল্যান্ডস
৩। নেপালের পার্লামেন্টের নাম কি?
– কংগ্রেস
৪। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
– তুরস্কে
৫। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
– আবরাহাম লিংকন
৬। যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
-১৩ শতাংশ
৭। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক
৮। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
– রোম
৯। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
-ম্যানিলা
১০। নাসা (NASA) কোন দেশের সংস্থা? -যুক্তরা
   ১৮তম বিসিএস
১। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
-জিব্রাল্টার
২। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? -লিওনার্দো দ্য ভিঞ্চি
৩। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?
– আফগানিস্তান
৪। মেসোপটেমীয় এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে?
-ইরাক
৫। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
-দ্যাগ হ্যামারশোল্ড
৬। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি?
– চার্চিল
        ১৭তম বিসিএস
১। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি?
– কাজাখস্তান
২। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
-অস্ট্রেলিয়া
৩। করোনার স্টোন অব পিসের স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে কোথায়?
-হাইতি
৪। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় প্রতি বছর কত তারিখ?
– ৩১ মে
৫। ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে; সেই শহরের নাম এবং রেস্তোরাঁর নাম কি? -স্পেনের মাদ্রিদ শহর, কাসাবোতিল
৬। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
– ১৯৭৩ সালে
৭। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে, এর নাম কি?
– BUDENNOVSK
৮। যে যুদ্ধের প্রেক্ষাপটে স্বাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল, তার নাম কি?
-কোরিয়া যুদ্ধ
৯। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
-ষষ্ঠ
১০। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল কোথায়?
– ৪ এপ্রিল ১৯৪৯
১১। কোন দেশটি জাতিসংঘের নতুন সদস্য? -দক্ষিণ সুদান
১২। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় –
-বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ
১৩। ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ কোনটি?
– ইন্দোনেশিয়া
১৪। জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
– বেলগ্রেড, ১৯৬১ সালে
১৫। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -ব্যারন পিয়েরে দ্য কুবার্তো
১৬। Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
– কূটনীতিবিদ
          ১৬তম বিসিএস
১। পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিশিয়ার নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
-১ জুলাই ১৯৯৪
২। বার্লিন দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
-১৯৬১
৩। বি-৫২ কী?
-এক ধরনের বোমারু বিমান
৪। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল কবে?
– ৪ এপ্রিল ১৯৪৯
৫। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? -১৯৪৫ সালে
৬। Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকারপ্রধান অনুপস্থিত ছিলেন?
-জাপান
৭। জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
-২৬ জুলাই ১৯৯৪
৮। রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
-১৯ জুলাই ১৯৯৪
৯। ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল কত? -১১টি
১০। আন্তর্জাতিক অর্থ তহবিল কবে থেকে এর কার্যক্রম শুরু করে?
-১৯৪৫ সালে
১১। Rotary International প্রতিষ্ঠিত হয় -১৯০৫ সালে
১২। ধূমকেতু শুমকার লোভি-৯-এর ভাঙা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে? -১৬ জুলাই ১৯৯৪
১৩। Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীদের প্রেরণ করা হয়েছিল? -Endeavour
১৪। Straw vote বলতে কী বোঝায়?  -Unofficial Poll of public opoinion
          ১৫তম বিসিএস
১। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?
-লাসা
২। আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa-তে কোন দেশটি অবস্থিত?
-ইথিওপিয়া
৩। আকাবা কোন দেশের সমুদ্রবন্দর?
-জর্ডান
৪। The United Nations University কোন শহরে অবস্থিত?
-টোকিও
৫। ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? -ব্রাজিল
৬। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় প্রতি বছর কত তারিখ?
– ৩১ মে
৭। পিএলও এবং ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন কবে?
-১৩ সেপ্টেম্বর ১৯৯৩
৮। বিশ্বব্যাংকের Soft Loan Window হলো কোনটি?
– IDA
৯। League of Arab States-এর বর্তমান সদর দপ্তর অবস্থিত কোথায়?
– কায়রো
১০। কোন দেশটি Group of Eight-এর সদস্য নয়?
-সুইডেন
১১। Club of vienna কী?
-পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের
         ১৪তম বিসিএস
১। পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? -মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
২। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? -লিওনার্দো দা ভিঞ্চি
৩। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
-উয়ান
৪। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সব নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
-অস্ট্রিয়া
৫। কাতালান কোন দেশের ভাষা?
-স্পেন
৬। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World Habitat Day) পালিত হয়ে থাকে?
-প্রথম সোমবার
৭। ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে কি ?
-সংবিধান থেকে কাশ্মীরিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
৮। ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু হয়?
-গণচীন
৯। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
-অস্ট্রেলিয়া
১০। এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী?
-আসিয়ান জোটকে সমর্থন করা
১১। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় কী?
-সংস্কৃতি
১২। তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? -১৯৬৬ সালের ১০ জানুয়ারি
১৩। রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কী? -নলিনী
১৪। বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান নয় IMF গ্রাসনন্তের অর্থ কী?
-খোলামেলা আলোচনা
১৫। ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
-UNIIMOG
১৬। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
-UNDP
১৭। ওআইসির অঙ্গসংস্থা নয় কোনটি? -ইসলামি বাণিজ্য উন্নয়ন কেন্দ্র (অন্য অপশনগুলো ছিল- সাধারণ সচিবালয়, আন্তর্জাতিক ইসলামি আদালত ও ইসলামি উন্নয়ন ব্যাংক)
১৮। কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
-১৯৬৬
১৯। কোন দেশটি আরব লিগের অন্তর্ভুক্ত নয়?
-ইরান (অন্য অপশনগুলো ছিল- জর্ডান, লেবানন ও বাহরাইন)
        ১৩তম বিসিএস
১। আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি  কোন দেশের?
– অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
২। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
-রাশিয়ার আশখাবাদ
৩। এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য টানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে। -জুন ১৯৮৯ সালে তিয়েনমেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি
৪। মিয়ানমার ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পাটি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
-এনএলডি
৫। ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
-৩ অক্টোবর (মাঝরাতে)
৬। ইউনিডোর (UNIDO) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-ভিয়েনা
৭। পিএলওর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শাস্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সালে জাতিসংঘ রেজ্যুলেশন গ্রহণ করে কোথায়?
– নিউইয়র্ক
৮। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসক্যাপ ESCAP সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
-APEC
৯। International Institute on Aging কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
-ভ্যালেটা
১০। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছিল?
-ভেনিজুয়েলা
১১। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? -দক্ষিণ কোরিয়া
১২। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
-১৯৬৬ সাল থেকে
           ১২তম বিসিএস
১। হাজার হ্রদের দেশ কোনটি?
-ফিনল্যান্ড
২। কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি? -জায়ারে
৩। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে?
– ১৯৫৬ সালে
৪। ট্রাফালগার স্কোয়ারে কোন শহরে অবস্থিত?
-লন্ডন
৫। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?
– ৭ ডিসেম্বর ১৯৪১
৬। শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কি? -আলজিয়ার্স
৭। ইসলামি সম্মেলন সংস্থার হেড কোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-জেদ্দা
৮। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম‌ কি?
– জিসিসি (GCC)
         ১১তম বিসিএস
১।হারারের পুরাতন নাম কি?
– সলসবেরি
২। পবিত্র ভূমি নামে পরিচিত?
– জেরুজালেম
৩। এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
-ইয়েমেন
৪। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
-বেরিং
৫। ওডারনিস নদী কোনটি?
-পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানির্ধারক
৬। জাপানের পার্লামেন্টের নাম কী?
-ডায়েট
৭। নামিবিয়ার রাজধানী কি?
– উইল্ডহুক
৮। মালদ্বীপের মুদ্রার নাম কী?
-রুপাইয়া
৯। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে?
– ৫ জুন
১০। জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
– ২৪ অক্টোবর
১১। বাসস একটি কি?
-সংবাদ সংস্থার নাম
১২। সাউথ কমিশনের চেয়ারম্যান কি?
– জুলিয়াস নায়ার
১৩। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায়?
-ভিয়েনায়
১৪। আফটা (AFTA) কী?
-একটি বাণিজ্যিক গোষ্ঠী
১৫। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা কে?
– Paul Harris
১৬। ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে? -বিনাসুদে
       ১০তম বিসিএস
১। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
-ইরাক
২। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? -তুরস্কে
৩। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে অবিস্মরণীয় নাম কি?
– প্যাট্রিক লুবুম্বা
৪। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে, তার নাম কি?
– কন্ট্রা
৫। যে দেশ এসডিআই (SDI) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে?
–  যুক্তরাষ্ট্র
৬। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে?
– ১৯৪৫ সালের মে মাসে
৭। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
– ইরাক
৮। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল -১৯৪৫ সালের ৬ আগস্ট
৯। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর বলা হয় -হোয়াইট হল
১০। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
-ট্রিগভেলি
১১। জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা দেশ -১৯৩ হয়
১২। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে?
-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
১৩। নিরাপত্তা পরিষদের এশীয় আসনের বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল কে?
-জাপান
১৪। আইএমএফের (IMF) সদর দপ্তর কোথায়?
-ওয়াশিংটন
১৫। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? -১৯৮৫, ঢাকায়
১৬। পিএলওর সদর দপ্তর কোথায়? বর্তমানে  ফিলিস্তিনের রামাল্লায়
১৭। ইসলামী সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার কোথায়?
– জে

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি যেকোনো চাকরির জন্য গুরুত্বপূর্ণ ।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.