Friday, March 14, 2025

বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে। যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

  নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০)

   ৪৬তম বিসিএস

১. ‘Animal Liberation গ্রন্থটির রচয়িতা কে? -পিটার সিঙ্গার
২. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক
-ঐচ্ছিক ক্রিয়া
৩. বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন
-আরজ আলী মাতুব্বর
৪. নিচের কোনটি সুশাসনের মূলনীতি? → -স্বচ্ছতা ও জবাবদিহি
৫. “মানুষ হও এবং মরে বাঁচ।”-এটি কার উক্তি?
-হেগেল
৬. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাস হয়?
-২০১২
৭. “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।”-উক্তিটি কে করেছেন? -বার্ট্রান্ড রাসেল
৮. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’- এই অভিমত কোম সংস্থা প্রকাশ করে? -বিশ্বব্যাংক
৯. নিচের কোনটি ‘SMART Bangladesh’-এর উপাদান।
-Smart Society
১০. ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?
-প্লেটো

বিসিএস English Literature Preparations দেখতে এখানে ক্লিক করুন।

    ৪৫তম বিসিএস

১. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ? -নৈতিক
২. সুশাসনের পূর্বশর্ত কী?
-মত প্রকাশের স্বাধীনতা
৩. ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?
-জন স্টুয়ার্ট মিল
৪. সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? -বিশ্বব্যাংক
৫. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? -অর্থনৈতিক দিক
৬. ‘জ্ঞান হয় পুণ্য’- এই উক্তিটি কার?
-সক্রেটিস
৭. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
-শুদ্ধাচার
৮. মূল্যবোধের উৎস কোনটি?
-নৈতিক চেতনা ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?
-ইমানুয়েল কান্ট
৯. সুশাসনের মূলভিত্তি
-আইনের শাসন

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

      ৪৪তম বিসিএস

১. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে -মূল্যবোধ
২. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে
-সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
৩. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-
ক। ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
খ। ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
গ। ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালাতে
ঘ। উপরের সবগুলোতে( উঃ)
৪. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -বিনিয়োগ বৃদ্ধি পায়
৫. জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম
-UNCAC
৬.গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান
-পরমতসহিষ্ণুতা
৭. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (conflict of interest) এর উদ্ভব হয়, যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে
-সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
৮. রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী
-নৈতিকতা ও মূল্যবোধের অভাব
৯. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে
-পরিবারে
১০. সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন -ইমানুয়েল কান্ট

   ৪৩তম বিসিএস

১. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
-ধর্ম
২. ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?
-জন স্টুয়ার্ট মিল
৩. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
-ফারসি
৪. কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?
-ইমানুয়েল কান্ট
৫. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
-বার্ট্রান্ড রাসেল
৬. শাসক যদি মহৎগুণসম্পন্ন হয়, তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয়, তাহলে আইন অকার্যকর’- এটি কে বলেছেন?
-প্লেটো
৭. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
-২০১২
৮. বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান কয়টি?
-৬টি
৯. সুশাসনের মূল ভিত্তি কী?
-আইনের শাসন
১০. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের ওপর গুরুত্ব প্রদান করে?
-উপযোগবাদ

     ৪১তম বিসিএস

১. মূল্যবোধ দৃঢ় হয়
-শিক্ষার মাধ্যমে
২. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
-নৈতিক মূল্যবোধ
৩. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
-ইমানুয়েল কান্ট
৪. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো
-সমাজ
৫. ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? -বিশ্বব্যাংক
৬. ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’ কে এই উক্তি করেন? -মিশেল ক্যামডেসাস
৭. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো -উপরের সবগুলোই (বিভিন্নতা: পরিবর্তনশীলতা। আপেক্ষিকতা)
৮. প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন
-প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
৯. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে? -রাসেল
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
-অনুচ্ছেদ ১৮

    ৪০তম বিসিএস

১. বাংলাদেশের ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন
-আরজ আলী মাতুব্বর
২. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।’ এটি
-রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
৩. সভ্য সমাজের মানদণ্ড হলো
-আইনের শাসন
৪. ‘বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়োগ করা হয়
-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
৫. মূল্যবোধ হলো
-মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
৬. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো
-মৌলিক স্বাধীনতার উন্নয়ন
৭. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -নিয়মিত কর প্রদান করা
৮. মূল্যবোধের চালিকা শক্তি হলো
-সংস্কৃতি
৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -বিনিয়োগ বৃদ্ধি পায়
১০. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
-মৌলিক অধিকার

  ৩৮তম বিসিএস

১. জেরিমি বেনথাম যে দেশের অধিবাসী ছিলেন
-যুক্তরাজ্য
২. মূল্যবোধ পরীক্ষা করে
-ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা
৩. গোল্ডেন মিন (Golden Mean) হলো
-দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা
৪. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -মূল্যবোধের শিক্ষা থেকে
৫. সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে
-স্বচ্ছতা
৬. যে রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে
-শাসন প্রক্রিয়া ও উন্নয়ন
৭. সুশাসনের উপাদান নয়
-নৈতিক শাসন
৮. সংস্কৃতির উপাদান নয়
-আইন
৯. যে বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে
-১৯৯৭
১০. শূন্যবাদ যে লাতিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ
-কিছুই না

   ৩৭তম বিসিএস

১. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে
-৯টি
২. নৈতিক শক্তির প্রধান উপাদান
-সততা ও নিষ্ঠা
৩. আমাদের চিরন্তন মূল্যবোধ
-সত্য ও ন্যায়
৪. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ
-দায়িত্বশীলতা
৫. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়
-সংবাদ মাধ্যমকে
৬. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়
-সৃজনশীলতা
৭. ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় -সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ
৮. সরকারি চাকরিতে সততার মাপকাঠি  -নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
৯. ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’ উক্তিটি
-ম্যাককরনি
১০. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো
-সুশাসন

      ৩৬তম বিসিএস

১.নৈতিকতাকে বলা হয় মানবজীবনের  -নৈতিক আদর্শ, নৈতিক শক্তি, নৈতিক বিধি
২. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটির রচয়িতা
-বার্নার্ড রাসেল
৩. ‘সুবর্ণ মধ্যক’ হলো
-দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
৪. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে
-সামাজিক মূল্যবোধকে
৫. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে -সামাজিক অবক্ষয় রোধ করা
৬. সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা, যা শাসক ও শাসিতের মধ্যে
-আস্থার সম্পর্ক গড়ে তোলে
৭. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে
-অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
৮. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -জনকল্যাণ
৯. সুশাসনের পথে অন্তরায়
-স্বজনপ্রীতি

   ৩৫তম বিসিএস

১. নীতিবিদ্যার আলোচ্য বিষয়
-সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
২. মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়
-ঐচ্ছিক ক্রিয়া
৩. মূল্যবোধ (Values) হলো
-মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
৪. সামাজিক মূল্যবোধের ভিত্তি
-আইনের শাসন, নৈতিকতা, সাম্য
৫. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে
-মতপ্রকাশের স্বাধীনতা
৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের যে দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে -সুশাসনের অর্থনৈতিক দিক
৭. ‘আইনের চোখে সব নাগরিক সমান’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে
-২৭ নম্বর অনুচ্ছেদে
৮. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় টেকসই উন্নয়ন ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম যে সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে
-বিশ্বব্যাংক
৯. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায়
-সুশাসনের

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

READ ALSO

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. (সহকারী ব্যবস্থাপক)

READ ALSO ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ সমাস নিয়ে বিস্তারিত বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রিয়

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.