বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ।
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম , Eduexplain আজ আপনাদের জন্য বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।
৪৬ তম বিসিএস
১. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে- উ।
২. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ- দেশি ।
৩. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা- মুহম্মদ আবদুল হাই ।
৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি-২টি। ৫. যোগরুঢ় শব্দ কোনটি- শাখামুগ।
৬. উপসর্গযুক্ত শব্দ- বিদ্রোহী।
৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি- সরোবরে।
৮. কোনটি প্রত্যয় সাধিত শব্দ- ত্রৈকাল ।
৯. ‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ- শির:+ ছেদ।
১০. ‘নীলকর কোন সমাসের দৃষ্টান্ত -উপপদ তৎপুরুষ।
১১. ‘pedagogy’ শব্দের পরিভাষা- শিক্ষাতত্ত্ব।
১২. ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি- ঋজু।
১৩. বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়- ১৯৯২।
১৪. কোন বানানটি শুদ্ধ- মুলা।
১৫. ‘নদী’-র সমার্থ শব্দ কোনটি- তাটিনী।
বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ। যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
৪৫তম বিসিএস
০১. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়- ধ্বনি দৃশ্যমান।
০২. স্বরান্ত অক্ষরকে কী বলে- মুক্তাক্ষর।
০৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি- শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন।
০৪. আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। কলমোস’ কোন ভাষার শব্দ- গ্রিক।
০৫. ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের- সুকুমার সেন।
০৬. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে- মানোএল দা আসসুমসাঁও।
০৭. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য- সম্মুখ স্বরধ্বনি- এ।
০৮. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি- তামসিক।
০৯.’তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা’ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে-অনন্বয়ী অব্যয়।
১০. নিচের কোনটি যৌগিক শব্দ- মিতালি।
১১. ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে-তিনটি। ১২. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে-উপপদ।
১৩. ‘তোমার নাম কী?- এখানে ‘কী কোন প্রকারের পদ- সর্বনাম।
১৪. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি- গরল
১৫. ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী- পদমর্যাদা।
বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ। যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
৪৪তম বিসিএস
১। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত?- পিচাশ।
২। নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?-আবীর।
৩। ‘যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত: অব্যয়ীভাব।
৪। ‘মৃত্তিকা দিয়ে তৈরি। কথাটি সংকোচন করলে হবে-মৃন্ময়।
৫। ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ- গলাধাক্কা দেওয়া।
৬। ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দঃ-গুজরাটি।
৭। কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ- জয় করিবার ইচ্ছা।
৮। নিচের কোনটি তৎসম শব্দ-ধুলি।
৯। নিচের কোনটি বাংলা ধাতু দৃষ্টান্ত?-কহ্।
১০। শুদ্ধ বানান কোনটি?- মুমূর্ষু।
১১। ‘ইতরবিশেষ’ বলতে বোঝায়- পার্থক্য।
১২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গো +অক্ষ= গবাক্ষ।
১৩। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?- তার দুচোখ অশ্রুতে ভিজে গেল। ১৪। নিচের কোনটি যৌগিক বাক্য?
-ছেলেটি চঞ্চল তবে মেধারী।
বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ। যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
৪৩তম বিসিএস
০১. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন- সম্প্রদান কারক।
০২. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত-হিত্তিক ও কুখারিক।
০৩. কোনটি নামধাতুর উদাহরণ- বেতা।
০৪. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী-ভেড়া
০৫. ‘তাতে সমাজজীবন চলে না।’ এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
০৬. বাগযন্ত্রের অংশ কোনটি?- সবকটি
০৭. বড়> বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন:- ব্যঞ্জনদ্বিত্ব।
০৮. ‘সপ্তকান্ড রামায়ণ বাগধারার অর্থ কী: বৃহৎ বিষয়।
০৯. ‘Attested শব্দের বাংলা পরিভাষা কী:-সত্যায়িত।
১০. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’ এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা ।
১১. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ- ফারসি।
১২. নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি?- আ।
১৩. জিজীবিষা’ শব্দটির অর্থ কী: বেঁচে থাকার ইচ্ছা।
১৪. ভুল বানান কোনটি?- অন্তঃসার।
১৫. ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। এটি কোন ধরনের বাক্য- জটিল বাক্য।
১৬. চিকিৎসাশাস্ত্র কোন সমাস?- কর্মধারয়।
প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান (১০ম- ৪৬তম বিসিএস) ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। এখানে আপনারা যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।
যা আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।
৪২তম বিসিএস স্পেশাল
১. উদ্বাসন’ শব্দের অর্থ কী?- বাসভূমি থেকে বিতাড়িত হওয়া।
২. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন= সিংহাসন।
৩. বাক্যের দুটি অংশ থাকে- উদ্দেশ্য, বিধেয়। ৪. যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো- নৈয়ায়িক।
৫. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?- অস্ট্রিক।
৬. সঠিক বানান নয় কোনটি- প্রানী (সঠিক বানান প্রাণী।
৭. কোনটি শুদ্ধ নয়?-যন্ত্রনা।
৮. ঐহিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?- পারত্রিক।
৯. ‘অধিত্যকা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?-উপত্যকা।
১০. শুদ্ধ বাক্য নয় কোনটি-অকারণে ঋণ করিও না।
১১. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়- কৃষ +তি।
১২. উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে- প্রবাদ প্রবচন।
১৩. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে? বাক প্রত্যঙ্গ।
১৪. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ-তুর্কি। ১৫. ‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?-Clemency
১৬. Notification’-এর বাংলা পরিভাষা কোনটি?- প্রজ্ঞাপন।
৪১তম বিসিএস
১. ‘ডিঙি টেনে বের করতে হবে’। কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য।
২. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ এ বাক্য কোন ধরনের:- নির্দেশাত্মাক।
৩. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- বাক্যতত্ত্ব।
৪. কোন বানানটি শুদ্ধ?- মনঃকষ্ট।
৫. প্রচুর+ য=প্রাচুর্য, কোন প্রত্যয়: তদ্ধিত প্রত্যয়
৬. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- ফলা। ৭. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?- শশব্যস্ত।
৮. অপিনিহিতির উদাহরণ কোনটি? আজি> আইজ।
৯. ‘কুন্সীদজীবী’ বলতে কাদের বুঝায়? সুদখোর।
১০. ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?- আলুনি।
১১. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?- রামচন্দ্র বিদ্যাবাগীশ।
১২. ‘সোমন্তু’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?-সমর্থ
১৩. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?- অক্ষর।
১৪. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে: বাবা ছেলেকে বললেন,’ তুমি দীর্ঘজীবী হও’।
১৫. কোন বানানটি শুদ্ধ?-স্বত্ব।
৪০তম বিসিএস
১. গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ- পর্তুগিজ।
২. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক ডাকে কী বলে?- কারক।
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়- ঐচ্ছিক. -অনাবশ্যিক।
৪. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি-তৃতীয়া বিভক্তি।
৫. ‘অভিরাম’ শব্দের অর্থ কী- সুন্দর।
৬।শরতের শিশির” বাগধারা শব্দটির অর্থ কী? – সুসময়ের বন্ধু
৭. “শিব রাত্রির সলতে” বাগধারাটির অর্থ কী? একমাত্র সন্তান
৮. “প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী?
– যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।
৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? -খেলনা।
১০. ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি: -সত্যায়িত।
১১. কোনটি শুদ্ধ বানান:- প্রোজ্জ্বল।
১২. ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ- অর্ধ- তৎসম।
১৩. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়- বেঁচে থাকার ইচ্ছা।
১৪. সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়- সর্ব দিন
১৫. ‘ঊর্ণনাড’ শব্দটি দিয়ে বুঝায় মাকড়সা
৩৯তম বিসিএস
১. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে- প্রাতিপদিক।
২. তাম্বুলিক শব্দের সমার্থক নয়- তামসিক।
৩. ব্যতিহার বহুব্রীহির উদাহরণ- কানাকানি।
৪. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশী- ক্রিয়া ও সর্বনাম পদে।
৫. ‘আগুন’ এর সমার্থক শব্দ- অনল।
৬. ‘দুরবস্থা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী-দু:+ অবস্থা।
৭. ‘সরল’ শব্দের বিপরীত নয়- গরল।
৮. কোনটি অপাদান কারক- ট্রেন স্টেশন ছেড়েছে।
৯. ‘Hand out’ meaning-প্রচারপত্র।
১০. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত- আঘাটা।
১১. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়-করব।
১২. খনার বচন এর মূলভাব সামাজিক মূল্যবোধ
১৩. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক: বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে: অনন্তয়ী অব্যয়
১৪. কোন উপসর্গটি ডিন্নার্থক উপভোগ
৩৮তম বিসিএস
১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে- ত্রিভুজ।
২. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে- একত্রিত।
৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি- ৭টি।
৪. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ- তুর্কি। ৫. ‘Null and void’ এর বাংলা পরিভাষা কোনটি-বাতিল।
৬. কোনটি শুদ্ধ বানান- স্বায়ত্তশাসন।
৭. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ- অর্ধ-তৎসম।
৮. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? শ্রৎ যা অ-আ
১. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ
১০. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি- অর্ক। ১১. ‘ক্ষ’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে -হ+ম।
১২. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি- সদ্য:+ জাত।
১৩. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- গুঢ়।
১৪. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি- মোড়ক।
১৫. কোনটি সার্থক বাক্যের গুণ নয়- আসক্তি।
৩৭তম বিসিএস
১. কোনটি বাগধারা বোঝায়- শিরে সংক্রান্তি। ২. কোনটি মৌলিক শব্দ- গোলাপ।
৩. কোন বানানাগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ- নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব।
৪. সমভিব্যাবহারে’ শব্দটির অর্থ কী- একযোগে।
৫. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ- প্রথা।
৬. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
৭. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত- দেশি উপসর্গ।
৮. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে- স্বরবৃত্ত।
৯. কোনটি অশুদ্ধ-দোষী- নির্দোষী।
১০. কোন বাক্যটি শুদ্ধ- তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
১১. ‘জলে-স্কুলে কী সমাস:- অলুক দ্বন্দ্ব।
১২. ‘উ’ কোন ধরনের স্বরধ্বনি- যৌগিক স্বরধ্বনি।
১৩. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি- বিস্ময়কে আপন্ন।
৩৬তম বিসিএস
১. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি- শুভেচ্ছা।
২. বহুব্রীহি সমাসবদ্ধ পদ- অনমনীয়।
৩. কোনটি বিশেষ্য পদ- গাম্ভীর্য।
৪. কোন শব্দে নত্ব বিধি অনুসারে ণ-এর ব্যবহার হয়েছে-প্রবণ।
৫. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়- মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
৬. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্+ ধন্।
৭.’Null and void’ এর বাংলা পরিভাষা কোনটি- বাতিল।
৮. ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে- ইংরেজি+ ফার্সি।
৯. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- রবি+ ইন্দ্র।
১০. এ যে আমাদের চেনা লোক, ‘চেনা’ কোন পদ:- বিশেষণ।
১১. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ- উৎকর্ষ।
১২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮টি।
১৩. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?-জ+ঞ।
৩৫তম বিসিএস
১. “পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার” বাক্যটির নিম্নরেখ পদে য/স ব্যবহারে- দুটোই অশুদ্ধ।
২. কোন বানানটি শুদ্ধ:- মনীষী।
৩. কোন বাক্যটি শুদ্ধ- দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
-
“Consumer Goods” এর উপযুক্ত বাংলা পরিভাষা কোনটি-ভোগ্যপণ্য।
৫. ‘জল’ এর সমার্থক নয় কোনটি- জলধি।
৬. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়- হৃষ্ট-পুষ্ট।
৭. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী- পরশু।
৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত-৭টি।
৯. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না কোন উপায়ে- লিঙ্গ পরিবর্তন দ্বারা।
১০. ‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি- লাবণ্য। ১১. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়: আসক্তি।
১২. কোন শব্দটি প্রত্যয় সাধিত- খণ্ডিত।
১৩. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি- দ্বীপ +অয়ন।
১৪. জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ- কর্মধারয়।
১৫. কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়- প্রাতিপদিক।
৩৪তম বিসিএস
(ব্যাকরণ অংশ থেকে কোন প্রশ্ন আসে নি)।
৩৩তম বিসিএস
১. কোন বানানটি শুদ্ধ নয়:- উর্দ্ধ
২. ‘গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কি? সন্ন্যাসী ৩. ‘Excise Duty’ এর পরিভাষা কোনটি:- আবগারি শুল্ক
৪. কোন বাকাটি শুদ্ধ:- দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
৫. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল। এটি কোন বাক্য:- মিশ্র বা জটিল
৬. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়? প্রজ্জলিত
৭. কোনটি সঠিক বানান:- নিশীথিনী
৮. কোনটি কোলন-:.।
৯. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কী- মোসাহেব।
১০. কোন বানানটি শুদ্ধ- পিপীলিকা।
৩২তম বিসিএস
১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি-বিটপী
২. “Subconscious” শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- অবচেতন।
৩. কোনটি ইংরেজি শব্দ- কমা।
৪. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে- অনাবৃষ্টি।
৫. কোনটি সাধিত শব্দ নয়- গোলাপ।
৬. কোনটি শুদ্ধ বানান-আকাঙক্ষা।
৭. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়-পাবক।
৮।ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি
৯. মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি. সরল বাক্য
১০. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ. হিসাব নিকাশ
১১. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?- দ্বন্দ্ব সমাস
৩১তম বিসিএস
১. উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে- তুর্কি।
২. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ- অব্যয়ীভাব।
৩. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত- নিপাতনে সিদ্ধ।
৪. ‘অদিতি’ শব্দের সমার্থক নয় কোনটি- নীর। ৫. Quarterly শব্দের অর্থ কী- ত্রৈমাসিক।
৬. কোন বানানটি শুদ্ধ- নিশীথিনী।
৭. শিখন্ডী শব্দের অর্থ কী- ময়ূর।
৩০তম বিসিএস
১. ‘অনীক’ শব্দের অর্থ-সৈনিক।
২. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত
– মধ্যপদলোপী কর্মধারয় ।
৩. Anatomy শব্দের অর্থ- শরীরবিদ্যা।
৪. ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি- অর্ক।
৫. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ- বাক্+ আড়ম্বর।
৬. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার-৩। ৭. কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-চ।
৮. ‘অপ’ কী ধরনের উপসর্গ- সংস্কৃত।
৯. ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি- সহচর য।
২৯তম বিসিএস
১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি- ১১টি।
২. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে- রাজা রামমোহন রায়।
৩. জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ- জন+ এক।
৪. বাক্যের তিনটি গুণ কী কী- আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
৫. সমাস ভাষাকে কী করে- সংক্ষেপ করে।
৬. তৎসম শব্দের বাবহার যে রীতিতে বেশি হয়- সাধুরীতি।
২৮তম বিসিএস
১. “উপরোধ শব্দের অর্থ কী:- অনুরোধ
২৭তম বিসিএস
১. গ্রিক শব্দ কোনটি- দাম।
২. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে- একুশ।
৩. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি- গৌড়ীয় ব্যাকরণ।
৪. ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি-মাছ+ উয়া।
৫. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ- পর +পর পরস্পর।
৬. ‘এ মাটি সোনার বাড়া’ এ উদ্ধৃত বাক্যটিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে- বিশেষণের অতিশায়ন।
৭. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- উপমেয়।
২৬তম বিসিএস
১. ‘চৌহদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে- ফারসি +আরবি।
২. ‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’- এখানে হারায় কোন ধাতু- প্রযোজক ধাতু।
৩. কোন শব্দটি ফারসি-পেরেশান।
৪. উপসর্গ কোনটি- অতি।
৫। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজী ভাষা থেকে আগত- এজেন্ট।
৬. ‘নবান্ন’ শব্দটি কোন ন প্রক্রিয়ায় গঠিত- সমাস।
৭. কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়- পাকা আম।
৮. ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ এটি কোন জাতীয় বাক্য- মিশ্র বাক্য।
৯. ‘লাঠালাঠি’ এটি কোন সমাস- ব্যতিহার বহুব্রীহি সমাস।
১০. প্র. পরা, অপ- সংস্কৃত উপসর্গ।
১১. টা, টি, খান ইত্যাদি-পদাশ্রিত নির্দেশক।
২৫তম বিসিএস
১. ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কী- বর্ধমান।
২. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে- নশ্বর।
৩. যে সমাসের পূর্বাপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে- দ্বিগু সমাস।
৪. কোন বাক্যটি শুদ্ধ- তাহার জীবন সংশয়াপূর্ণ।
৫. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো-চাঁদের মত মুখ।
৬. ‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির- কর্ম কারকে শূন্য।
৭. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য- জটিল।
৮. বাংলা ছন্দ কত রকমের- তিন রকমের।
৯. কোনটি শুদ্ধ বানান- দ্বন্দ্ব।
১০. ‘অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল- অন্ত্যমিল নেই।
২৪তম বিসিএস
১. নিত্য মূর্ধণ্য-য কোন শব্দে বর্তমান- আষাঢ়। ২. “ভাষ্য মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” বলেছেন- প্রমথ চৌধুরী।
৩. ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপন হল- সমক্ষ।
৪। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য- উপসর্গ যাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে।
৫. ‘তুমি এতক্ষণ কী করেছো এই বাক্যে ‘কী’ কোন পদ- সর্বনাম।
৬. ‘আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস’। এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ- অধিকরণ কারকে সপ্তমী।
৭. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন- ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
৮. জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি- স্থাবর।
৯. উৎকর্ষতা’ কী কারণে অশুদ্ধ- প্রত্যয়জনিত।
১০. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’ এর ব্যবহার কোন অর্থে- হ্যাঁ বাচক
১১. কার মাথায় হাত বুলিয়েছ- এখানে ‘মাথা’ শব্দের অর্থ -ফাঁকি দেয়া।
২৪তম বিসিএস (বাতিল)
১. লাজ- কোন ধরনের শব্দ: বিশেষ্য।
২. হাত-ভারি বাগধারাটির অর্থ- কৃপণ।
৩. বেটাইম-শব্দটি গঠিত হয়েছে- ফারসি ও ইংরেজি শব্দে।
৪. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাকাটিতে- আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।
৫. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ- তুর্কি।
৬. বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান’ সম্পাদন কে করেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ।
৭. সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এ বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ- বিশেষ্য।
২৩তম বিসিএস
১. ক্ষ-এর বিশ্লিষ্ট রূপ-হ+ম।
২. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- কল্যাণীয়েষু।
৩. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ- পর্তুগিজ।
৪. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ।
৫. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন- স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।
৬. প্রাতরাশ এর সন্ধি- প্রাত:+ আশ।
৭. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়- ক্রিয়া বিশেষণ।
২২তম বিসিএস
১. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ গোমড়ামুখো লোক।
৯. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি- ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ ১০. ‘বামেতর’ শব্দটির অর্থ -ডান।
১১. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন- অশোক মুখোপাধ্যায়।
১২. নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি।
১৩. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়- নিত্য সমাস।
২১তম বিসিএস
১. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
২. ‘অপলাপ’ শব্দের অর্থ কী- অস্বীকার।
৩. বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিযান-এর সম্পাদক কে- আহমদ শরীফ। ৪. ঢাকের কাঠি-বাগধারাটির অর্থ তোষামুদে।
২১তম বিসিএস
১. চাঁদের হাট’ অর্থ কী- আত্মীয় সমাগম।
২. কোন বানানটি শুদ্ধ-সুচিস্মিতা।
৩. ‘কর্মে যার ক্লান্তি নেই’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী- অক্লান্ত কর্মী।
৪. ণত্ন বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন- তৎসম।
৫. ক্রিয়াপদ কখনও কখনও- বাক্যে উহ্য থাকতে পারে।
৬. কোনটি অনুজ্ঞা-তুমি যাও।
৭.’যত বড় মুখ নয় তত বড় কথা এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়- শক্তি।
৮. কোন বানানটি শুদ্ধ- মুমুর্ষু।
৯. ‘বিরাগী’ শব্দের অর্থ কী- উদাসীন।
২০তম বিসিএস
১. ‘পদ’ বলতে কী বোঝায়- বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু।
২. কোন বানানটি শুদ্ধঃ- শুশ্রুষা।
৩. ‘ঠোঁট কাটা’ বলতে কী বোঝায়: স্পষ্টভাষী ৪. বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ- ধন্যাত্মক শব্দ।
৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ- ভাই-বোন। ৬. যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী- দূরতিক্রমা।
৭. ‘ব্যান্ডের সর্দি’ ‘অর্থ কী-অসম্ভব ঘটনা।
৮. ‘কাক ভূষণ্ডির অর্থ কী- দীর্ঘায়ু ব্যক্তি।
১. নিত্য মূর্ধন্য-য কোন শব্দে বর্তমান- আষাঢ়।
১৯তম বিসিএস
(ব্যাকরণ অংশ থেকে কোন প্রশ্ন আসে নি]
১৮তম বিসিএস
১. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?- শব্দ।
২. সন্ধির প্রধান সুবিধা কী- উচ্চারণের সুবিধা। ৩. কোন বানানটি শুদ্ধ- সমীচীন।
৪. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত-১০টি।
৫. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য- যৌগিক বাক্য।
৬. ‘একাদশে বৃহস্পতি-এর অর্থ কী- সৌভাগ্যের বিষয়।
৭. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি-কবিরাজ।
৮. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী- নাটকের সংলাপে।
৯. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির-ননদ।
১০. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে- প্রাতিপদিক।
১১. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়- কাল একবার এসো।
১২. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়-আই, আও।
১৩. ‘বচন’ অর্থ কী-সংখ্যার ধারণা।
১৪. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়- অনন্বয়ী।
১৫. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রতায় কোনটি- দুল্+ অনা।
১৬. ‘কৌশলে কার্যোদ্ধার অর্থ কোনটি- ধরি মাছ না ছুঁই পানি।
১৭. সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়- ধ্বনিতত্ত্ব।
১৮. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়- গ্রাম।
১৭তম বিসিএস
১. উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য-উপসর্গ থাকে সামনে, আর প্রত্যয় থাকে পিছনে।
২. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- স্বরবৃত্ত।
৩. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষট+ ঋতু।
৪. লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে- আরবি ভাষা থেকে।
৫. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো- সমক্ষ।
৬. ‘হযরত মোহাম্মদ (স:) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর, সরল ৭. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস- বহুব্রীহি।
৮. বাংলা ভাষ্যর উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- প্রাকৃত।
৯. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়- তিন ভাগে।
১০. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আন্তীকরণ করা হয়েছে- বালতি।
১৬তম বিসিএস
১. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক: দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
২. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ- বুদ্ধিজীবী।
৩. যা চিরস্থায়ী নয়- নশ্বর।
৪. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত- নঞর্থক।
৫. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি- উৎকৃষ্ট।
৬. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
১৫তম বিসিএস
১. যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর।
২. ‘অপমান’ শব্দের ‘অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত- বিপরীত।
৩. শুদ্ধ বানানটি নির্দেশ কর- মুহূর্মুহু।
৪. দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি- দিব+ লোক।
৫. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- শৈত্য।
৬. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি- ঐচ্ছিক।
৭. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে- সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না।
৮. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
৯. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ- প্রজ্ঞা।
১৫ তম বিসিএস
১. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি- দশম থেকে চতুর্দশ শতাব্দী।
২. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী- দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন।
৩. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী- চির অশান্তি।
৪.কোন প্রবচনটি হতভাগ্য’ অর্থে ব্যবহৃত: আট কপালে।
৫. মৌলিক শব্দ কোনটি- গোলাপ।
৬. যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়- ঢাকের বাঁয়া।
৭. কোনটি বিশেষণ বাক্যের শব্দ- জীবনী।
Answer Sheet
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে