Wednesday, March 12, 2025

বিসিএস/ব্যাংক/প্রতিযোগিতামূলক যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ /সাম্প্রতিক সাধারণ জ্ঞান

বিসিএস/ব্যাংক/প্রতিযোগিতামূলক যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ /সাম্প্রতিক সাধারণ জ্ঞান

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে Eduexplain সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

১। ২০২৫ সালের অমর একুশে বইমেলার প্রতিপাদ্য কী?

– জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ।

২। ২০২৫ সালে বর্ষপন্য হিসেবে ঘোষিত পণ্য কোনটি?

– আসবাব পণ্য।

৩। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেট ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

– নিউইয়র্ক।

৪। বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস উৎযাপিত হয় কত তারিখে?

– ৩০ জানুয়ারি।

৫। জুলাই গণ-অভ্যুত্থানের স্বরণে নির্মিত ‘অদম্য ২৪’ কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত?

– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

৬। আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর কত দূরত্ব মধ্যে অবকাঠামো নির্মাণ করতে গেলে প্রতিবেশী দুই দেশের সম্মতির প্রয়োজন পড়ে?

-১৫০ গজ।

৭। বাংলাদেশের একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর চূড়ান্ত তালিকায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব সংখ্যা কত?

– ৭ জন।

৮। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কী এবং তিনি কত তারিখে মারা যান?

– কে এম শফিউল্লাহ, ২৬ জানুয়ারি ২০২৫।

৯। বাংলাদেশের ইতিহাসে এক মাসে সবোর্ড রেমিটেন্স আসে কোন মাসে?

– ডিসেম্বর ২০২৪ (২৬৩ কোটি ৯০ লাখ ডলার)।

১০। সম্মানজনক বেগম রোকেয়া পদক-২০২৪ লাভ করে কতজন ব্যক্তিত্ব?

– ৪ জন।

১১। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান?

– গ্রিন বিশ্ববিদ্যালয়।

১২। বাংলাদেশে বর্তমানে রেমিট্যান্সে প্রেরণকারী শীর্ষ দেশের নাম কী?

– যুক্তরাষ্ট্র।

১৩। বাংলাদেশের কোথায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এ আই পাওয়ার্ড ভিলেজ) গ্রাম তৈরি করা হচ্ছে?

– চান্দিয়া, কুমিল্লা।

১৪। Reovirus (রিওভাইরাস)-এর পূর্ণরূপ কী?

-Respiratory enteric orphan virus (রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস)। ১৫। HMPV-এর পূর্ণরূপ কী?

-Human Metapneumovirus ।

১৬। বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম রোগীর নাম কী?

– সানজিনা আক্তার।

১৭। HMPV-কত সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয়?

– ২০০১ সালে।

১৮। নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কোন সশস্ত্র গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন?

– হুতি।

১৯। চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ‘ডিপসিক’ এর প্রতিষ্ঠাতার নাম কী? – লিয়াং ওয়েনফেং।

২০। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার গ্রহণের পর কোন মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ৫০ লাখ টন এলএনজি সরবরাহ করার চুক্তি সম্প্রাদিত হয়?

– আর্জেন্ট এলএনজি।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে Eduexplain সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

২১। সিরিয়ার প্রথম নারী গর্ভনর হিসেবে নিয়োগপ্রাপ্ত নারীর নাম কী?

-মাইসা সাবরিন।

২২। আফ্রিকার কোন দেশ সম্প্রতি মৃত্যুদণ্ড বাতিল করেছে?

– জিম্বাবুয়ে।

২৩। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানো নাসার মহাকাশযানের নাম কী?

– পার্কার সোলার গ্লোব।

২৪। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতি কোন খালকে দখলের হুমকি দিয়েছেন?

– পানামা খাল।

২৫। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?

– আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর।

২৬। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহবে নাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাগি বর্ণের অগ্নিপ্রতিবোধক রাসায়নিকের নাম কী?

– ফস-চেক।

২৭। ক্ষমতাসীন থাকা অবস্থায় গ্রেপ্তারকৃত প্রথম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কী? -ইউন সুক-ইউল।

২৮। দক্ষিন কোরিয়ার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাম কী?

– চোই সাং-মোক।

২৯। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

– জোসেফ আউন (প্রধানমন্ত্রী: নাওয়াফ সালাম)।

৩০। আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

eduexplain/eduexplain

– সাইমন হ্যারিস।

৩১। নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসকের নাম কী?

– জ্যানেট পেট্রো।

৩২। ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি কত তারিখে সাক্ষরিত হয়?

– ১৯ জানুয়ারি ২০২৫।

৩৪। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত তারিখে শপথ গ্রহণ করেন?

-২০ জানুয়ারি ২০২৫।

৩৫। ব্রিকসের ১০ম সদস্য দেশ কোনটি? -ইন্দোনেশিয়া।

৩৬। আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার কত তারিখে মারা যান?

– ২৯ ডিসেম্বর ২০২৪।

৩৭। ভারতের ১৩তম প্রধানমন্ত্রীর মনমোহন সিং কত তারিখে মারা যান?

– ২৬ ডিসেম্বর ২০২৪।

৩৮। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে অবস্থিত যে বাফার জোন ইসরায়েলি সামরিক বাহিনী দখল করে নেয় তার নাম কী?

– গোলান মালভূমি।

৩৯। মানব উন্নয়ন সূচক-২০২৪ এ শীর্ষ দেশ কোনটি?

– সুইজারল্যান্ড।

৪০। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদন মোতাবেক প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

– রাশিয়া।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে Eduexplain সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

৪১। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্যানুযায়ী, সাংবাদিকদের কাজের জন্য সবচেযে বিপজ্জনক দেশ?

– ফিলিস্থিন (বাংলাদেশের অবস্থান- ৩য়)।

৪২। হেনলি অ্যান্ড পার্টনার্সর অনুযায়ী পাসপোর্ট সূচক ২০২৫-এর শীর্ষ দেশের নাম কী?

– সিঙ্গাপুর (বাংলাদেশের অবস্থান- ৯০তম)। ৪৩। সামরিক শক্তি র‍্যাংকিং-২০২৫ এর মতোবেক সামরিক শক্তিতে শীর্ষ দেশ?

– যুক্তরাষ্ট্র (বাংলাদেশের অবস্থান-৩৫তম)।

৪৪। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স-২০২৪ এ বাংলাদেশের অবস্থান কততম?

– ৮৩তম (১০০ দেশের মধ্যে)।

৪৫। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বিশ্বের উচ্চতম বছর কোনটি?

– ২০২৪।

৪৬। ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ান কে?

– জ্যানিক সিনার (ইতালি)।

৪৭। ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককে চ্যাম্পিয়ান কে?

– ম্যাডিসন কিস (যুক্তরাষ্ট্র)।

৪৮। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত?

– ২৫৪ রান (সংগ্রহকারী দল- ঢাকা ডাইনামাইটস)।

৪৯। বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এর ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি কত রানের? -২৪১ রানের।

৫০। কোন বাংলাদেশি বোলার টি২০-এর ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক?

– তাসকিন আহমেদ (৭ উইকেট)।

৫১। আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?

– পাকিস্থান (মোট দল: ৮টি)।

৫২। আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ ২০২৫ কোথায় অনুষ্ঠিত হলো?

– মালোশিয়া।

৫৩। আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ ২০২৫ এ ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ারের নাম কী?

– সাথিরা জাকির জেসি।

৫৪। ২০২৪ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন ক্রিকেটারা

– জাসপ্রিত বুমরাহ (ভারত)।

৫৫। ২০২৪ আইসিসি বর্ষসেরা ওয়েনডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন ক্রিকেটার?

– আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)।

৫৬। ২০২৪ আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন ক্রিকেটার?

– কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)।

৫৭। ২০২৪ আইসিসি বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন কে?

– রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)।

৫৮। খো খো বিশ্বকাপ-২০২৫ এর প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়?

– ভারতে।

৫৯। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়ের নাম কী?

– নোভাক জোকোভিচ।

৬০। ৫৫তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়া

– দাভোস, সুইজারল্যান্ড।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে Eduexplain সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

৬১। কপ-৩০ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?

– বেলেম, ব্রাজিল।

৬২। ৪৩তম আসিয়ান ২০২৫ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

-মালয়েশিয়া।

৬৩। ৬৩তম ইন্টারপোল সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে।

– মারাকেচ, মরক্কো।

৬৪। ৩৫তম ন্যাটোর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

– হেগ, নেদারল্যান্ড।

৬৫। ১৭তম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

– ব্রাজিলে।

৬৬। ৬১তম নিউনিখ নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

– মিউনিখ, জামানি।

৬৭। ৫৮তম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে।

– মিলান, ইতালি।

৬৮। Which country will host 10th ICC Men T20 World Cup 2026? (২০২৬ সালে ১০ম টি-২০ পুরুষ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?)

– India and Sri Lanka (ভারত ও শ্রীলঙ্কা)

৬৯। Which country will host 11th ICC Men T20 World Cup 2028? (২০২৮ সালে ১১তম টি-২০ পুরুষ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?)

– Australia and New Zi land (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)

৭০। Where will Men’s World Cup Cricket 2027 be held? (২০২৭ সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?)  -South Africa. Zimbabwe and Namibia (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া)। ৭১। Which country will organize Men’s World Cup Cricket 20317 (২০৩১ সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ?)

– Jointly India and Bangladesh (যৌথভাবে ভারত এবং বাংলাদেশ)।

৭২। Where will 9th Champion Trophy 2025 be organized in? (২০২৫ সালের ৯ম চ্যাম্পিয়ান্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?)

– Pakistan (Total teams: ৪) (পাকিস্তানে, অংশগ্রহণকারী ক্রিকেট দেশের সংখ্যা ৮)।

৭৩। Where will 10th Champion Trophy 2029 be organized in? (২০২৯ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?)

– India (ভারত)।

৭৪। In which continent will 23th World Football-2026 be organized? (২৩তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?)

– North Americia (উত্তর আমেরিকা)।

৭৫। Where will FIFA World Cup Football 2026 be held? (২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?)

– Canada, Mexico and the USA (Total teams: 48) [যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো (অংশগ্রহনকারী দেশের সংখ্যা- ৪৮)

৭৬। Where will FIFA World Cup Football 2030 be held? (২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?)

– Morocco, Spain and Portugal (মরক্কো, স্পেন এবং পর্তুগাল)।

৭৭। Where will FIFA World Cup Football 2034 take place? (২০৩৪ সালের ফুটবল বিশ্বকাশ কোথায় অনুষ্ঠিত হবে?)

-Saudi Arabia (সৌদি আরব)।

৭৮। ২০২৮ সালে ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

– ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।

৭৯। ২০৩২ সালে ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

– ইতালি ও তুরস্কে।

৮০।Where will Summer Olympic Games 2028 be held? (গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৮ কোথায় অনুষ্ঠিত হবে?)

– Los Angeles, USA (লস এঞ্জেলেস, ইউএসএ)।

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে Eduexplain সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

৮১। ৩৫তম গ্রীষ্মকালীন অলিম্পিক ২০৩২ কোথায় অনুষ্ঠিত হবে?

– ব্রিসবেন, অস্ট্রেলিয়া।

৮২। Where will the 20 Asian Games 2026 be held in? (২০তম এশিয়ান গেমস ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?)

– Japan (জাপান)।

৮৩।২১তম এশিয়ান গেমস ২০৩০ কোথায় অনুষ্ঠিত হবে?

– দোহা, কাতার।

৮৪। ২২তম এশিয়ান গেমস ২০৩৪ কোথায় অনুষ্ঠিত হবে।

– রিয়াদ, সৌদি আরব

Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

READ ALSO

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বিসিএস/ব্যাংক/প্রতিযোগিতামূলক যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ /সাম্প্রতিক সাধারণ জ্ঞান

উচ্চতর গণিতের সকল সূত্র একসাথে | এসএসসি পরীক্ষার্থী (৯ম ও ১০ম শ্রেণির) উচ্চতর গণিত

উচ্চতর গণিতের হ্যান্ড নোট টি সংগ্রহে রাখতে পারো SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.