Sunday, March 9, 2025

বিসিএস ৩৫তম থেকে ৪৬ তম আসা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সব প্রশ্ন

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

READ ALSO

     কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?

-এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম

২। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?

-Register

৩। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?

-Size of ROM

৪। নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪), এর সঠিক বাইনারি রূপ?

-(010 100)2

৫। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor-এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?

-Graphical User Interface

৬। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?

-এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে

৭। নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?

-Google

#BCS, #Non-cadre,#Bankjob ,#charibakri, #computer

৮। Cellular Data Network-এর ক্ষেত্রে GPRS বলতে কী বোঝায়?

-General Packet Radio Service

৯। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?

-Firewall

১০। নিচের কোনটি সার্চ ইঞ্চিন নয়?

-Safari ইন্টারনেট জগতে

১১। hyper-linked document-গুলোর কালেকশানকে কী বলে?

-WWW

১২। গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing-এর একটি দৃষ্টান্ত?

-Cloud Computing

১৩। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়?

-WAN

১৪। নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়?

-Applied Al

১৫। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’-এর পূর্ণরূপ কী?

-Megabits per second

             ৪৫তম বিসিএস

  কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। GPU-এর পূর্ণ রূপ কী?

-Graphics Processing Unit

২। নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?

-Register

৩। DBMS-এর পূর্ণ রূপ কী?

-Database Management System

৪। ২ কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

-11

৫। (2FA) ১৬ এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করন-

-(1372)৮

৬। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

-RAM

৭। নিচের কোনটি Spyware-এর উদাহরণ? -Key loggers

৮। IPv4-এ নিচের কোনটি Google DNS Server-এর IP Adders?

-8.8.8.8

৯। ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী? -আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা

১০। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?

-TCP/IP

১১। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়?

-Physical ownership of servers

১২। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে- এমন ডিভাইস কোনটি?

-রাউটার

১৩। প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

-Phishing

১৪। নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?

-NOR

১৫। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি?

ক। তথ্য সংরক্ষণ

খ। রোগী পর্যবেক্ষণ

গ। ইমেজ বিশ্লেষণ

ঘ। উপরের সবগুলো (উঃ)

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

        ৪৪ তম বিসিএস

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। SCSI-এর পূর্ণ রূপ কী?

-Small Computer System Interface

২। কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাণ্ড করে?

-Touch Screen

৩। কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?

-৬৭

৪। কোনটি system software নয়?

– Mozilla Firefox

৫। কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?

-HTTPS

৬। কোনটি Open Source Software? -Google Chrome

৭। কোনটি Structured Query Language নয়?

-Java

৮।‌ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে ip Address-এ অনুবাদ করে কোনটি?

– DNS Server

৯। কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?

-CaaS

১০। Piconet কী?

-Bluetooth Network

১১। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?

-SMTP

১২। কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?

-ITU

১৩। যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে কি বলে?

-Worms

১৪। অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি?  -AWS

১৫। কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System- কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?

-Ransomware

         ৪৩ তম বিসিএস

১। কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

-@

২। কোনটি anti-virus সফটওয়্যার নয়? -Oracle

৩। ১০১১১০ বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

-৪৬

৪। DNS সার্ভারের কাজ হচ্ছে— কে address—এ পরিবর্তন করা?

–  Domain name, IP

৫। কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?

-Modem

৬। কোনটি output device নয়? -microphone

৭। কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

-URL

৮। কোনটি Open Source DBMS?  -MySQL

৯। Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত? -Round-robin

১০। কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?  Applied Artificial Intelligence (AI)

১১। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটি কী নামে পরিচিত?

-Denial of Service

১২। কোন মেমোরিটিতে Access Time সবচেয়ে কম?

-Cache memory

১৩। কোনটি Bluetooth-এর IEEE standard?

-IEEE 802.15

১৪। কোনটি multi-tasking operating system নয়?

-DOS

১৫। কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?

-Cloud Computing

১৬। Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?

-Simplex Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?

-A hash pointer to the previous block, Timestamp, List of transactions

            ৪১ তম বিসিএস

     কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয়; কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম Queue anti-virus সফটওয়্যার নয়?

-Oracle

২। একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে কি না থাকে?

-operating system

৩। মাইক্রোসফট IIS হচ্ছে একটি ওয়েব সার্ভার ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? =১০-১০০ মিটার

৪। যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধু বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে? -Machine language

৫। API মানে কি?

– Application Programming Interface

৬। যে ইলেকট্রনিক লজিক গেইটটের আউটপুট লজিক() শুধু যখন সকল ইনপুট লজিক তার নাম কি?

-NAND গেইট

৭। যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? Bluetooth

৮। ১০০ এর ১ কমপ্লিমেন্ট?

-০১১

৯। RFID বলতে কি বোঝায়?

– Radio Frequency Identification

১০। Apache এক ধরনের কি?

– Web server

১১। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনটি?

-উপরের সবগুলো (অবকাঠামোগত; প্ল্যাটফর্মভিত্তিক, সফটওয়্যার)

১২। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

-স্টার টপোলজি

১৩। কোনটি সঠিক নয়?

-(A+B)=A+B

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন উত্তর  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলুন , শুরু করি।

              ৪০তম বিসিএস

    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয় কি?

– Scanner

২। প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে কি?

-Compiler

৩। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে কি?

-Touch Screen

৪। Octal number কোনটি নয়?

-19

৫। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে দ্বারা Relation প্রকাশ করা হয় Tables Bluetooth কীসের উদাহরণ?

-Personal Area Network

৬। মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?

-Full-duplex

৭। Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালো? -Round-robin

৮। কোনটি ৫২(১০) এর বাইনারি রূপ? -01010010(2)

৯। প্রথম Web browser কোনটি?

-World Wide Web

১০। Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়? Image/video, Audio, Text

১১। Firewall কী protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?

-Unauthorized access

১২। TV remote-de Carrier frequency range?

– Infra-red range

১৩। CPU কোন address generate করে? →Both physical and logical addresses ১৪। H.323 Protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?

-VoIP

           ৩৮তম বিসিএস

   কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

-TCP/IP

২। কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

-@ ৬

৩। কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

-উইকিপিডিয়া

৪। 10101111-এর I’s complement কোনটি?

-0101 0000

৫। ১৬ কোন ধরনের bus ব্যবহৃত হয় না? -input-reader bus

৬। ROM-ভিত্তিক প্রোগ্রামের নাম কী? -firmware

৭। একটি লজিক গেটের আউটপুট। হয়, যখন এর সব ইনপুট 0 থাকে- এই গেটটির নাম কি?

-NAND

৮। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি?

– MS DOS

৯। ডিক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় কোথায়?

-ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে  ১০। কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? google.com

১১। নেটওয়ার্ক OSI মডেলের স্তর কয়টি?

-৭ টি

১২। কম্পিউটার কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

-অপটিক্যাল ফাইবার

১৩। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?

-POP3

১৪। কোনটি সঠিক নয়? A.A’=1

১৫। এক word কত বিট-বিশিষ্ট হয়?

-৮ (Eight)

         ৩৭তম বিসিএস

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। ক্লাউড সার্ভার কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

-ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া

২। ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগমাধ্যম কোনটি?

-তারহীন সংযোগ

৩। কম্পিউটার সিপিইউর (CPU) কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? -এএলইউ (ALU)

৪। আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? -অ্যাপল

৫। Push e Pop কার সঙ্গে সম্পর্কিত?

-Stack

৬। কোনটি ইনপুট ডিভাইস?

-OMR

৭। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

-৬৫৫৩৬টি

৮। কোনটি অপারেটিং সিস্টেম নয়?

-C

৯। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সঠিক নির্মাতা কে?

– গুগল, লিনাক্স (Linux) কার্নেল-নির্ভর, প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি।

১০। ‘একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুটতে হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়’- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? -Ex-OR

১১। IP-V6 অ্যাড্রেস কত বিটের?

-১২৮

১২। EDSAC কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার হতো? -Mercury Delay Lines

১৩। TCP দিয়ে কোনটি বোঝানো হয়? -প্রটোকল

১৪। ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?

-১৯৯৪

১৫। ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণ রূপ কী?

-Simple Mail Transfer Protocol

            ৩৬তম বিসিএস

  কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। কোন মেমোরিটি Non-volatile?

-ROM

২। কোনটি 3G Language নয়?

-Assembly Language & Machine Language

৩। ১ কিলোবাইট = কি?

-১০২৪ বাইট

৪। Wi-fi কোন স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে কাজ করে?

-IEEE 802.11

৫। সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় কোথায়?

-TV রিমোট কন্ট্রোলে

৬। (1011)2+(0101)2=(10000)2

৭। Wi MAX-এর পূর্ণ রূপ কী?

-Worldwide Interoperability for Microwave Access

৮। Boolean Algebra-এর ক্ষেত্রে কোনটি সঠিক?

-A+A=1

৯। 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর?

-16

১০। Mobile Phone-এর কোনটি input device নয়?

-Power Supply ,

১১। কোনটি ডেটাবেজ language?

-Oracle

১২। LinkedIn-এর ক্ষেত্রে সঠিক কোনটি? -LinkedIn হলো ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বর্তমানে এর সদস্যসংখ্যা ৩০০ মিলিয়ন (প্রায়)

১৩। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার হয়?

-দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

১৪। কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি?

-RAM

১৫। Plotter কোন ধরনের ডিভাইস? -আউটপুট

           ৩৫ তম বিসিএস

   কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

১। কম্পিউটার সিস্টেমে Scanner একটি কোন ধরনের যন্ত্র?

-Input

২। কম্পিউটারে মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?

-সিলিকন

৩। Backup প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? -নির্ধারিত ফাইল কপি করা

৪। কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? -google.com

৫। কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?

-Web browser

৬। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলনের পদ্ধতিকে বলে কি?

– Read

৭। MICR-এর পূর্ণ রূপ কী?

-Magnetic Ink Character Reader

৮। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

-২০০৬ সালে

৯। কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম?

-Android

১০। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী? -ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

১১। Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?

-Lawrence J. Ellison

১২। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে?

-Clipboard

১৩। পারসনাল কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায়?

-Network

১৪। একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধ হলো কি?

– অর্থ, সময় ও স্থানের সাশ্রয়

উপরে দেয়া  Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

বিসিএস ৩৫তম থেকে ৪৬ তম আসা কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সব প্রশ্ন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.