Saturday, February 8, 2025

শিক্ষক নিবন্ধন /এনটিআরসি /প্রাথমিকসহ যেকোন নিয়োগ পরীক্ষা (সব সময়ের প্রস্ততি যাছাইয়ের জন্য) গুরুত্বপূর্ণ ৫০০ প্রশ্ন ও উত্তর

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

READ ALSO

শিক্ষক নিবন্ধন /এনটিআরসি /প্রাথমিকসহ যেকোন নিয়োগ পরীক্ষা (সব সময়ের প্রস্ততি যাছাইয়ের জন্য) গুরুত্বপূর্ণ ৫০০ প্রশ্ন ও উত্তর

১. ‘কার্যে বিরতি’-অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. হাত করা       খ. হাত গুটান

গ. হাত থাকা       ঘ. হাত আসা

২. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের                                                            ক্ষুদ্রতম সংখ্যা বিযোগ করলে বিয়োগফল কত হবে?

ক. ৮৮৯৮          খ. ৯৮৯৯

গ. ৯৯৯৯           ঘ. ৯১৯৯

৩. ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

৪. পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

ক. সালফেট ও নাইট্রেট

খ. ফসফেট ও নাইট্রোজেন

গ. পটাশিয়াম ও ক্যালসিয়াম

ঘ. ম্যাগনেসিয়াম ও ফসফরাস

৫. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা?

ক. লালন শাহ     খ. হাসন রাজা

গ. পাগলা কানাই ঘ. রাধারমণ দত্ত

৬. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ৭২০             খ. ১২০০

গ. ৫০০             ঘ. ৬০০

৭. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

ক. ৩১               খ. ৩৯

গ. ৭১                ঘ. ৪১

৮. ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

ক. সুনিশ্চিত       খ. নির্বাচনযোগ্য নয়

গ. বর্ণ্নাতীত       ঘ. অনিশ্চিত

৯. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. গমনের পশ্চাৎ            খ. গমনের অগ্র

গ. অনুরূপ গমন              ঘ. পরস্পর গমন

১০. “To break the ice” means

ক. to end up the hostility

খ. to end up partnership you

গ. to start quaprreling

ঘ. to start a conversation

১১. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

ক. মেধা+বিন     খ. মেধা+বি

গ. মেধাবী          ঘ. মেধা+আধী

১২. খনার বচনে প্রাধান্য পেয়েছে

ক. শিল্প              খ. কৃষি

গ. সাহিত্য          ঘ. বিজ্ঞান

১৩. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

ক. ১০৯ ও ২৪     খ. ১০ ও ১৬

গ. ৭ ও ১১          ঘ. ১২ ও ১৮

১৪ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

ক. ষষ্ঠ               খ. সপ্তম

গ. চতুর্থ             ঘ. পজ্ঞম

১৫. The correct spelling —–

ক. Assignment            খ. Assignernent  গ. Asignment                      ঘ. Asignmeet

১৬. কল কল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?

ক. সমুচ্চয়ী         খ. অনুসর্গ

গ. অনস্ব            ঘ. অনুকার

১৭. “রূপসার ঘোল জলে হয়তো এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন-

১৮. x+y = 12 এবং x-y = 2 হলে xy এর মান কত?

ক. ৪৫               খ. ৩০

গ. ৪০                ঘ. ৩৫

১৯. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক. ভুবন             খ. শূণ্য

গ. ত্রিভুজ           খ. পূন্য

২০. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

ক. আরোহন       খ. মিলন

গ. বিসর্জন          ঘ. স্নান

২১. নিচের কোনটি বিদেশি শব্দ?

ক. কান              খ. কাজ

গ. কাঁচি             ঘ. কলম

২২. প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?

ক. ৮১               খ. ১০০০

গ. ১০৯              ঘ. ১০০

২৩. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

ক. মধ্যপ্রাচ্য                    খ. দূরপ্রাচ্য

গ. আমেরিকা                  ঘ. দক্ষিণ এশিয়া

২৪. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?

ক. ৪ মে                         খ. ২ এপ্রিল

গ. ৪ এপ্রিল                    ঘ. ২ মে

২৫. Agomoni School is one of the best – in the city.

ক. School                    খ. schools

গ. of It                         ঘ. high school

২৬. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯  খ.২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

গ. ১৭ জানুয়ারি ১৯৬৮     ঘ. ৫ জানুয়ারি ১৯৬৯

২৭. The Principal will …… the answer scripts.

ক. look into                খ. look over

গ. look for                   ঘ. look at

২৮. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

ক. রাঙ্গামাটি                   খ. খাগড়াছড়ি

গ. চট্রগ্রাম                      ঘ. ফরিদপুর

২৯. বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-

ক. IQ>90                    খ. IQ>100

গ. IQ>130                    ঘ. IQ>150

৩০. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ

ক. অহ + রহঃ                 খ. অহ + অঃহ

গ. অহঃ + অহ                 ঘ. অহঃ + রহ

৩১. I look forward to …..

ক. have heard from you soon.

খ. see you soon.

গ. hear for you soon.

ঘ. hearing from you soon.

৩২. I water the plants. The word ‘water’ is used as

ক. Verb                        খ. Adverb

গ. Noun                      ঘ. Pronoun

৩৩. Are you doing anything special —- the weekend?

ক. by               খ. in

গ. at                 ঘ. on

৩৪. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —– পরবর্তী সখ্যাটি কত?

ক. ৫৯               খ. ১০১

গ. ৭৫                ঘ. ১০২

৩৫. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

ক. ২০০ মিটার                খ. ৫০০ মিটার

গ. ৪০০ মিটার                 ঘ. ৩০০ মিটার

৩৬. ‘Once in ablue moon means—-

ক. hourly                    খ. akways

গ. very rarely               ঘ. nearly

৩৭. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?

ক. মুনির চৌধুরী              খ. হুমায়ন আজাদ

গ. মীর মশারফ হোসেন    ঘ. স্বর্ণকুমারী দেবী

৩৮. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. ব্যাংকক                     খ. থিম্পু

গ. ঢাকা                         ঘ. দিল্লী

৩৯. টর্নেডো শব্দটি এসেছে-

ক. Toonida                 খ. Tunioda

গ. Tonada                   ঘ. Tornada

৪০. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

ক. ৫৫৫০                       খ. ৪৭৫০

গ. ৫০০০                       ঘ. ৫২৫০

৪১. রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

ক. ৯৭                           খ. ৮৩

গ. ৮৭                            ঘ. ৯৩

৪২. He came to Dhaka with a view to —- a new place.

ক. Watch                     খ. Look

গ. Visit                        ঘ. Visiting

৪৩. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

ক. কোনটিই নয়              খ. ৫৬

গ. ৬০                           ঘ. ৩২

৪৪. Which of the following is the correct sentence?

ক. He has said which is right.

খ. What has he said is right.

গ. What he has said is right.

ঘ. He has said that what is right.

৪৫. “Leave no stone unturned” means

ক. try every possible means

খ. heavy stone

গ. rare stone

ঘ. Impossible

৪৬. X>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

ক. z/x<z/y                   খ. xz<yz

গ. xz>yz                      ঘ. x/z>y/z

৪৭. Choose the correct spelling—-

ক. Achievment            খ. Acheivment

গ. Achievement          ঘ. Achevement

৪৮. Remove শন্দটির Noun www.prebd.com

ক. Remove                  খ. Removal

গ. Re-movement         ঘ. Removing

৪৯. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভূক্ত?

ক. আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

খ. ত্রান ও পুনর্বাসন

গ. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা

ঘ. মেট্রোরেল ও রূপপুর প্রকল্প

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

৫০. If I —— you, I would not have done this.

ক. are                          খ. was

গ. am                           ঘ. were

৫১. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

ক. শঙ্খ ঘোষ       খ. শেখ মুজিবর রহমান

গ. শওকত আলী   ঘ. মমতাজউদ্দিন আহমেদ

৫২. কালবৈশাখীর ইংরেজি-

ক. Dark Westerlies     খ. West Westerlies

গ. North Westerlies   ঘ. Black Westerlies

৫৩. ‘প্রাণের বাদ্ধবরে বুরি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার-

ক. শেখ ওয়াহিদ              খ. কিরণ রায়

গ. শাহ আবদুল করিম       ঘ. কাঙ্গালিনী সুফিয়া

৫৪. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

ক. পদ্মগোখরা                 খ. পদ্মপুরাণ

গ. পদ্মাবতী                     ঘ. পদ্মরাগ

৫৫. UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

ক. ১৯৯৭                       খ. ১৯৯৯

গ. ২০০০                       ঘ. ২০০১

৫৬. ‘গোরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

ক. গৌর+অব                  খ. গুরু+অব

গ. গুরু+ঞ্চ                     ঘ. গুরু+ষ্ণ

৫৭. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

ক. ২১ মিটার                   খ. ৫৬ মিটার

গ. ৭ মিটার                     ঘ. ১৪ মিটার

৫৮. Choose the correctly spelt word—

ক. Buro                       খ. Beauro

গ. Bureau                    ঘ. Burough

৫৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে অভীষ্ট কয়টি?

ক. ৩০                           খ. ১৭

গ. ১৯                            ঘ. ২৩

৬০. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক. বৈদেশিক বাণিজ্য        খ. মুদ্রা বা অর্থ

গ. রাজস্ব কর                  ঘ. কেন্দ্রীয় সরকার

৬১. বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বান্তবায়নাধীন?

ক. ষষ্ঠ                           খ. সপ্তম

গ. অষ্টম                         ঘ. নবম

৬২. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?

ক. পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট

খ. সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা

গ. বাগেরহাঁট, নড়াইল ও ঝিনাইদহ

ঘ. বরিশাল, খুলনা ও সাতক্ষীরা

৬৩. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?

ক. ২০১৩                       খ. ২০১০

গ. ২০১১                        ঘ. ২০২২

৬৪. Change the voice: “Where did you see him?”

ক. Where he was seen by you?

খ. Where was he seen by you?

গ. Where did he seen by you?

ঘ. Where was he see by you?

৬৫. প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

ক. স্পিকার                     খ. জাতীয় সংসদ

গ. রাষ্ট্রপতি                     ঘ. প্রধানমন্ত্রী

৬৬. Learn the poem —– heart.

ক. by                           খ. within

গ. in                             ঘ. with

৬৭. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক. ৯                             খ. ৮

গ. ৪                              ঘ. ২

৬৮. প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে?

ক. ১২                            খ. ১৩

গ. ১৪                            ঘ. ১১

৬৯. ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’-এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. জন্মভূমির আশ্রয়        খ. মায়ের কোল

গ. জন্মভূমির প্রকৃতি         ঘ. গাছের ছায়া

৭০. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

ক. ৫                             খ. ৬

গ. ৮                              ঘ. ৯

৭১. ‘শোন একটি মুজিবের থেকে’ গানটির গীতিকার কে?

ক. অংশুমান রায়             খ. আপেল মাহমুদ

গ. আলতাফ মাহমুদ         ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার

৭২. নিচের কোনটি ঋণাত্নক কাজের উদাহরণ?

ক. সমতল পথে হাঁটা

খ. গাছ থেকে নিচে নামা

গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা

৭৩. What is the meaning of the word ‘Vice Versa’?

ক. The terms being exchanged

খ. For example

গ. Face to Face

ঘ. Namely

৭৪. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

ক. ৫৬                           খ. ৫৮

গ. ৫৩                           ঘ. ৫৫

৭৫. A sentence is a group of words that expresses a complete— www.prebd.com

ক. predicate                খ. fragment

গ. thought                  ঘ. paragraph

৭৬. ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি ভালো আছে?

ক. ৯০                           খ. ৮০

গ. ৮৫                            ঘ. ৯৫

৭৭. ‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’-এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?

ক. আস্কারা পাওয়া           খ. জ্ঞান দেওয়া

গ. অঙ্গ বিশেষ                 ঘ. দিব্যি দেওয়া

৭৮. ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ২৯                           খ. ২৫

গ. ২৭                            ঘ. ২৮

৭৯. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

ক. ব্যাংক                       খ. ই-অফিস

গ. কল সেন্টার                 ঘ. কাস্টমার কেয়ার

৮০. নাটোরের দিঘাপাতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

ক. গনভবন                    খ. বঙ্গভবন

গ. উত্তরা গণভবন            ঘ. উত্তরবঙ্গ সংসদভবন

৮১. ৯ কোটি সমান কত?

ক. ৯০ বিলিয়ন                খ. ৯ বিলিয়ন

গ. ৯ মিলিয়ন                  ঘ. ৯০ মিলিয়ন

৮২. ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?

ক. Finland                   খ. Denmark

গ. Poland                    ঘ. Sweden

৮৩. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?

ক. চীনের রাজদরবার      খ. নেপালের রাজদরবার

গ. ভারতের গ্রন্থাগার       ঘ. শ্রীলংকার গ্রন্থাগার

৮৪. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?

ক. ২৫               খ. ২৭

গ. ২৮                ঘ. ২৯

ব্যাখ্যা – সঠিক উত্তর ১৮। প্রশ্নে যদি বইয়ের মূল্য নির্ণয় করতে বলতো তাহলে উত্তর হতো ২৫।

৮৫. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান পরিবির্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদয়ের পার্থক্য কত?

ক. ৬                 খ. ৭

গ. ৪                  ঘ. ৫

৮৬. He was brought to the police station for —

ক. questioning           খ. confinement

গ. punishment            ঘ. judgement

৮৭. To everyone’s surprise he got — the examination.

ক. over                        খ. passed

গ. through                  ঘ. failed

৮৮. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?

ক. ১০                খ. ১২

 গ. ৬                 ঘ. ৮

৮৯. “Brain child” means-

ক. intelligent     খ. a person’s idea

গ. autistic child   ঘ. special child

৯০. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ার প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কত জন ছাত্র গিয়েছিল?

ক. ৪৮               খ. ৫০

গ. ৬০               ঘ. ৪০

৯১. শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

ক. উদ্ভাবন ও বিজ্ঞান        খ. ব্যবস্থাপনা ও উন্নয়ন

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন

৯২. SMS এর পূর্ণরূপ কী? www.prebd.cm

ক. Short Message Server

খ. Short Message System

গ. Short Message Service

ঘ.  Short Multimedia Service

৯৩. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-কে বলেছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম খ. ধীরেন্দ্রনাথ দত্ত

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ    ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৯৪. A state where all religions are rexpected—

ক. Good state             খ. Secular

 গ. Holy country         ঘ. Reactor

৯৫. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

ক. ২৫               খ. ৩০

গ. ১০                ঘ. ২০

৯৬. যদি a + b + c = 0 হয়, তবে a3 + b3 + c2 এর মান কত?

ক. 0                 খ. 1

গ. 3abc            ঘ. abc

৯৭. বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

ক. ২০০৮           খ. ২০১১

গ. ২০১৪            ঘ. ২০১৫

৯৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।

খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।

গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।

ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।

৯৯. ১৫ সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সে.মি?

ক. ৯                 খ. ১০

গ. ১২                ঘ. ৮

১০০. ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?

ক. ময়মনসিংহ                খ. রংপুর

গ. পার্বত্য চটুগ্রাম            ঘ. সিলেট

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

১০১. ‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?

ক. পঠ + অনক                           খ. পঠ + ণক

গ. পাঠ + ণক                             ঘ. পাঠ + আক

১০২. সাধু ভায়ায় কোন শব্দের প্রাধান্য বেশি?

ক. দেশি                         খ. তদ্ভব

গ. তৎসম                       ঘ. বিদেশি

১০৩. সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?

ক. সর্বনাম ও বিশেষ্য       খ. ক্রিয়া ও সর্বনাম

গ. ক্রিয়া ও অব্যয়             ঘ. অব্যয় ও ক্রিয়া

১০৪. ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?

ক. ১৩                           খ. ১৪

গ. ১৫                            ঘ. ১৬

১০৫. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেরও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কততম ছাত্র আছে?

ক. ২৪০০                       খ. ১২০০

গ. ৩০০০                       ঘ. ৩৬০০

১০৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যক শিক্ষার্থীর হাতে বিনামূল্য পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?

ক. ২০১০                       খ. ২০১১

গ. ২০০৯                       ঘ. ২০১২

১০৭. কোন বানানটি শুদ্ধ?

ক. আদ্যক্ষর                    খ. আধ্যক্ষর

গ. আদ্যাক্ষর                   ঘ. আদ্যোক্ষর

১০৮. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

ক. বিশেষ্যের বিশেষণ      খ. ক্রিয়া বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ     ঘ. নাম বিশেষণ

১০৯. ‘উইকিপিডিয়া’ কী?

ক. উন্মুক্ত সফটওয়্যার      খ. ডেটাবেজ

গ. মুক্ত বিশ্বকোষ             ঘ. স্মাট ফোন

১১০. ‘জানুয়ারি’ বানানে হ্রদব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

ক. তৎসম                       খ. অ-তৎসম

গ. সংস্কৃত                       ঘ. তদ্ভব

১১১. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন-

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

খ. মাওলানা ভাসানী

গ. তাজউদ্দিন আহমেদ     ঘ. শেখ হাসিনা

১১২. A remedy for all diseases—

ক. polyglot                  খ. panacea

গ. all cure                    ঘ. panorama

১১৩. ধ্বনি হলো-

ক. দুটি শব্দের মিলন        খ. ভায়ার ক্ষুদ্রতম অংশ

গ. অর্থবোধক শব্দসমষ্টি    ঘ. ভায়ার লিখিত রূপ

১১৪. The word ‘Decade’ ; means—-

ক. rotten objects        খ. decaying old age

গ. a group of ten people

ঘ. a period of the ten years

১১৫. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

ক. বাউল            খ. মুর্শিদি

গ. ভাটিয়ালি       ঘ. ভাওয়াইয়া

১১৬. I need to install an —– fan in the kichen.

ক. adjust         খ. exhaust

গ. exsost          ঘ. egzost

১১৭. সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-

ক. Birds twitter at dawn

খ. Birds short at dawn

গ. Birds cry at dawn

ঘ. Birds sing at down

১১৮. কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলে ছাত্র সংখ্যা কত?

ক. ৪৩               খ. ৫৪

গ. ৬০                           ঘ. ৪৪

১১৯. কত বছরের গড় আবহাওয়াকে অঞ্চলের জলবায়ু বলে?

ক. ৩০-৪০                     খ. ২০-৩৫

গ. ১০-২০                       ঘ. ২০-৩০

১২০. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ১৮                           খ. ৬

গ. ১০                            ঘ. ১২

১২১. কোন বানানটি শুদ্ধ?

ক. বিকেন্দ্রীকরণ             খ. বিকেন্দ্রিকরণ

গ. বীকেন্দ্রিকরণ             ঘ. বীকেন্দ্রীকরণ

১২২. Man did not know that earth moves round the sun until it was —–

ক. discovered             খ. experimented

গ. invented                 ঘ. demonstrated

১২৩. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

ক. সাধারণ বিশ্লেষন       খ. বিশেষভাবে বিশ্লেষণ

গ. সাধারণ সংশ্লেষন      ঘ. বিশেষভাবে সংযোজন

১২৪. Can you tell me where —-?

ক. Rahim lives            খ. Rahim does live

গ. Lives Rahim           ঘ. Does Rahim live

১২৫. ‘Oncology’ relates to—-

ক. ecology                   খ. environment

গ. law                          ঘ. medicine

১২৬. ‘কিল্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?

ক. জার্মানী                     খ. ইংরেজি

গ. পর্তগিজ                     ঘ. ওলন্দাজ

১২৭. A stage of short sightedness—-

ক. Maternity               খ. Abortion

গ. Myopia                   ঘ. Autopsy

১২৮. The minister told his officials to —– a press conference.

ক. speak                      খ. announce

গ. arrange                   ঘ. prepare

১২৯. ‘The read between the lines’ means—–

ক. To read quickly to save time

খ. To read carefully to find out any hidden meaning

গ. To read carefully

ঘ. To read only some lines

১৩০. ‘Syntax’ means—–

ক. Manner of speech

খ. Sentence building

গ. Supplementary text

ঘ. To read only some lines

১৩১. What does CV stand for?

ক. Curriculum Vitae  খ. Current Value

গ. Curriculam Vitae ঘ. Curriculum Vitea

১৩২. A lot of news in those papers — unreliable.

ক. are                          খ. is

গ. were                        ঘ. being

১৩৩. কোন পরীক্ষার্থীয় পরীক্ষার্থীর ৮০% গনিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০% । উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

ক. ১২    খ. ১১    গ. ১০    ঘ. ১৫

১৩৪. কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

ক. দেশের ভৌগোলিক অবস্থান

খ. দেশের আয়তন

গ. মাথাকিছু বিদ্যুৎশক্তির ব্যবহার

ঘ. দেশের প্রাকৃতিক সম্পদ

১৩৫. ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা’-এখানে ‘রাশি রাশি’-

ক. অনুকর অব্যয়             খ. সমষ্টিবাচক বিশেষ্য

গ. নির্ধারক বিশেষণ         ঘ. সাপেক্ষ সর্বনাম

১৩৬. শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

ক. রনিক বিক্রমসিংহে     খ. গোতাবায়া রাপাপক্ষে

গ. মাহিন্দা রাজাপক্ষে      ঘ. সাজিথ প্রেমাদাসা

১৩৭. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

ক. ১২০০                       খ. ১৬০০

গ. ১৫০০                        ঘ. ১৪০০

১৩৮. নিচের কোনটি ‘সুনীল’ অর্থনীতির সাথে সম্পর্কিত?

ক. বনজ সম্পদ               খ. খনিজ সম্পদ

গ. মৎস্য সম্পদ                ঘ. সমুদ্র সম্পদ

১৩৯. Which of the following is in plural form.

ক. media                     খ. datum

গ. radius                      ঘ. analysis

১৪০. সম্প্রতি ‘গোন্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক. দুবাই                         খ. প্যারিস

গ. নিউইয়র্ক                    ঘ. ফ্লোরিডা

১৪১. BMI এর পূর্ণরূপ-

ক. Ballistic Missile Initiative

খ. Body Mass Index

গ. Bill Measurment Index

ঘ. Best Medicine of Integration

১৪২. শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?

ক. ৩৩৩১                      খ. ১০৯০

গ. ১০৯৮                        ঘ. ৯৯৯

১৪৩. বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার মেয়াদ-

ক. ২০২-২০২৫                খ. ২০২১-২০২৫

গ. ২০২৫-২০৩০             ঘ. ২০২১-২০৪১

১৪৪. ‘অসমাপ্ত আত্নজীবনী’ গ্রন্থের লেখক-

ক. শেখ মুজিবুর রহমান    খ. সৈয়দ শামসুল

গ. রফিক আজাদ             ঘ. শেখ হাসিনা

১৪৫. ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্য ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদান কারকে ৭মী বিভক্তি

খ. কর্মকারকে ৭মী বিভক্তি

গ. কর্মকারকে ৫মী বিভক্তি

ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি

১৪৬. কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বরে যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয়?

ক. ৮৮               খ. ৮৬

গ. ৯২                ঘ. ৮৯

১৪৭. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে-

ক. ৩১২             খ. ২৬০

গ. ২৮০              ঘ. ২৯২

১৪৮. Sin is to confess, as fault is to —

ক. forgive        খ. admit

গ. accept         ঘ. consider

১৪৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫0              খ. ৬৫0

গ. ৭৫0              ঘ. ৪৫0     

১৫০. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ২১                খ. ২০

গ. ২৪                ঘ. ২৫

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

১৫১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক. ৮                 খ. ৯

গ. ৬                 ঘ. ৭

১৫২. The study of plants—–

ক. Biography খ. Botany

গ. Biology       ঘ. Plantation

১৫৩. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

ক. চীন              খ. শ্রীলঙ্কা

গ. বাংলাদেশ      ঘ. ভারত

১৫৪. পৃথিবীর ‘প্রাকৃতিক সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক. ট্রপোস্পিয়ার  খ. ওজোনস্ফিয়ার

গ. স্ট্রাটোস্ফিয়ার   ঘ. আয়োনোস্ফিয়ার

১৫৫. কোন শব্দটির বানান সঠিক?

ক. দোষণীয়        খ. দূষণীয়

গ. দুষনীয়           ঘ. দোষনীয়

১৫৬. নিচের কোন ভগ্নাংশটি ছোট?

ক. ১/৩  খ. ৩/৭  গ. ২/৫ ঘ. ৪/৯

১৫৭. Penny wise pound —-

ক. callous        খ. foolish

গ. rich             ঘ. poor

১৫৮. ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক. ১৯৭৬           খ. ১৯৭৮

গ. ১৯৭০            ঘ. ১৯৮০

১৫৯. ‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

ক. শীতা + অর্ত               খ. শীতা + র্ত

গ. শীত + ঋত                 ঘ. শীত + আর্ত

১৬০. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয়, তবে কঃখ = কত?

ক. ৩:৪              খ. ৫:২

গ. ৫:৩              ঘ. ৪:৩

১৬১. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পক্তিটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম খ. শামসুর রাহমান

গ. জীবিনানন্দ দাশ           ঘ. সুকান্ত ভট্টচার্য

১৬২. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক. ১      খ.       গ.       ঘ.

১৬৩. ২×৩×০.৫/১.৫ = কত?

ক. ২      খ. ৪

গ. ১      ঘ. ৩

১৬৪. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাসপূর্ণ করা হয় তা মূলত-

ক. মিথেল          খ. প্রোপেন

গ. নাইট্রোজেন    ঘ. আর্গন

১৬৫. ‘শুত্রুবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্য ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য     খ. কর্মে শূন্য

গ. অপাদনে শূন্য ঘ. অধিকরণে শূন্য

১৬৬. দুই অঙ্কবিশিষ্ট একটি সখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি । সংখ্যাটি কত?

ক. ৩৬              খ. ৮১

গ. ৪৫                ঘ. ২৭

১৬৭. ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক. শতাংশ          খ. সহস্রাংশ

গ. পঞ্চামাংশ      ঘ. দশমাংশ

১৬৮. নিচের কোনটি তৎসম শব্দ?

ক. মাটি             খ. নারিকেল

গ. গেরাম           ঘ. চামার

১৬৯. ‘খণ্ড প্রলয়’ প্রবাদটির প্রয়োগিক অর্থ-

ক. কথা কাটাকাটি            খ. ভয়ংকর ঘটনা

গ. মহা ঝড়-ঝাপটা           ঘ. তুমুল কাণ্ড

১৭০. What is the adjective form of the word ‘People’?

ক. Popular                  খ. Popularity

গ. Popularize              ঘ. Populous

১৭১. ‘তামার বিশ’ কথাটির অর্থ-

ক. অহংকার                   খ. বিষের কষ্ট

গ. অর্থের কুপ্রভাব           ঘ. বিষাক্ত তামা

১৭২. ‘স্টপ জেনেসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু-

ক. মুক্তিযুদ্ধ                    খ. গণ অভ্যুত্থান

গ. আগরতলা মামলা        ঘ. ভাষা আন্দোলন

১৭৩. এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক. ৭০৮০           খ. ৪০৮০

গ. ৫০৮০           ঘ. ৬০৮০

১৭৪. পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখে?

ক. ০১ জুলাই, ২০২২        খ. ১৬ ডিসেম্বর, ২০২২

গ. ২৫ জুন, ২০২২            ঘ. ৩০ জুন, ২০২২

১৭৫. Which one is similar to Adult: Child.

ক. Swine:Saw              খ. Human:Animal

গ. Horse:Mare            ঘ. Cat:Kiten

১৭৬. ‘দ্বীপ’ এর ব্যাসবাক্য-

ক. চারদিকে জল যার    খ. দুদিনে আবদ্ধ জল যার

গ. দুদিকে অপ যার        ঘ. দ্বীপের মত

১৭৭. একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের; “কখন আসবে কবি?” পঙ্কক্তিটির রচয়িতা কে?

ক. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ খ. নির্মেলেন্দু গুণ

গ. শামসুর রাহমান           ঘ. ফরহাদ মজহার

১৭৮. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

ক. শুধু সমকোনে অসমভাবে দ্বিখন্ডিত করে

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ. সমকোণে আসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ. শুধু সমদ্বিখণ্ডিত করে

১৭৯. ব্যাকরণের কাজ কী?

ক. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

খ. ভালো বক্তা তৈরি করা

গ. নতুন ভাষা তৈরি করা

ঘ. দ্রুত পড়া ও লেখা শেখানো

১৮০. ‘পণ্ডিতমূর্খ’ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি ?

ক. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ

খ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ

গ. পাণ্ডিত্যে যিনি মূর্খ

ঘ. পণ্ডিত হয়েও যিনি মূর্খ

১৮১. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক. হাসান আজিজুল হক    খ. সৈয়দ শামসুল হক

গ. হুমায়ুন আজাদ            ঘ. জাহানারা ইমাম

১৮২. ২০০ থেকে ৫০০ এর মধ্য ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

ক. ৪১                খ. ৪২

গ. ৪৩               ঘ. ৪০

১৮৩. ৭৫তম কান চলচ্চিত্র উৎসব নিচের কোন কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক. চিরঞ্জীব মুজিব      খ. মুজিব একটি জাতির নাম

গ. ছিলমহল              ঘ. টুঙ্গিপাড়ার মিয়া ভাই

১৮৪. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?

ক. সোনার বাংলা             খ. বাংলামতি

গ. ব্রি বঙ্গবন্ধু-১০০           ঘ. ব্রি-৪৪

১৮৫. Which is the meaning of ‘White Elephant’?

ক. An elephant of white colour

খ. A hoarder

গ. A black marketer

ঘ. A very costly or troublesome possession

১৮৬. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?

ক. কনসার্ট ১৯৭১          খ. কনসার্ট ফর বাংলাদেশ

গ. কান্ট্রি কনসার্ট          ঘ. লিবারেশন কনসার্ট

১৮৭. What is the synonym of ‘Competent’?

ক. Discreet                  খ. Capable

গ. Prudent                   ঘ. Circumspect

১৮৮. নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?

ক. পঠন ও গনিতের দক্ষতা

খ. ছেলে ও মেয়ে শিশুর অনুপাত

গ. বিদ্যালয় উপস্থিতির হার

ঘ. অসমর্থ্য শিক্ষার্থীদের অভিযোজন উপকরণ

১৮৯. ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ’। কথাটি বলেছেন-

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. শেখ হাসিনা

গ. তাজউদ্দিন আহমেদ

ঘ. শেরে বাংলা এ.কে ফজলুল হক

১৯০. কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে —- গানটি গাওয়া হয়?

ক. ১৯৬২           খ. ১৯৫২

গ. ১৯৫৪            ঘ. ১৯৫৯

১৯১. A ‘Myth’ is —-

ক. a detective story     খ. a legend

গ. an adventurous

ঘ. an mysterious story

১৯২. ‘Out and out’ means —-

ক. to get out               খ. thoroughly

গ. not at all      ঘ. someone from outside

১৯৩. ‘Felicitation’ means —

ক. Feeling bad

খ. Expression of good wish

গ. To conduct something

ঘ. Reading books

১৯৪. এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড়’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃতি। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে।

ক. শিকার্গো আট মিউজিয়াম

খ. প্যারিস মিউজিয়াম

গ. ব্রিটিশ মিউজিয়াম

ঘ. কায়রো মিউজিয়াম

১৯৫. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক. ৮০               খ. ৭৮

গ. ১২                ঘ. ৮

১৯৬. Which spelling is correct?

ক. Secreteriate            খ. Secretariate

গ. Secreetariet             ঘ. Secretariat

১৯৭. “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

ক. মুকুন্দ দাস      খ. বৃন্দাবন দাস

গ. চণ্ডীদাস         ঘ. গোবিন্দ দাস

১৯৮. ‘ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা’-এর স্থপিত কে?

ক. মর্তুজা বশীর           খ. মৃণাল হক

গ. হামিদুজ্জামান খান   ঘ. অখিল পাল

১৯৯. শেখ মূজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

ক. ১৯৬৯           খ. ১৯৭১

গ. ১৯৫২            ঘ. ১৯৬৬

২০০. ২০ ফুট লম্বা একটি  বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্যর কত ফুট?

ক. ১০               খ. ৬

গ. ৭                  ঘ. ৮

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

২০১. এক কুড়ি আম ৪০০ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হয়।

ক. ৩৫              খ. ৫০

গ. ৪৫               ঘ. ৪০

২০২. If a substance is cohesive, it tends to —-

ক. stick together      খ. break easily

গ. retain head           ঘ. hand without difficulty

২০৩. গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছূক্ষন পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মূখ কোন দিকে?

ক. দক্ষিণ           খ. পূর্ব

গ. পশ্চিম           ঘ. উত্তর

২০৪. He insisted —– my going there.

ক. for               খ. over

গ. to                 ঘ.  on

২০৫. He is jealous —– my prosperity.

ক. over            খ. for

গ. of                 ঘ. with

২০৬. যদি (6x – y, 13) = (1, 3x + 2y) হয়, তাহলে (x, y) = কত?

ক. (2, 3)          খ. (3, 2)

গ. (1, 5)            ঘ. (5, 1)

২০৭. The Antonym of the world ‘awesome’ —–

ক. grand          খ. daunting

গ. majestic      ঘ. disgusting

২০৮. Which one is the correct passive form of “Who will do the work”?

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work?

২০৯. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক. অ্যাডাপ্টার     খ. হাব

গ. রিসোর্স          ঘ. সার্ভার

২১০. What is the adjective of the word ‘Heart’?

ক. Heartful      খ. Heart

গ. Hearten      ঘ. Heartening

২১১. “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

ক. ইউনেস্কো      খ. ইউনিসেফ

গ. ইউএনডিপি    ঘ. ইউএনএফপিও

২১২. ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক. এলডিএল      খ. এইচডিএল

গ. এমডিএল       ঘ. টিডিএল

২১৩. তাজা মাছ কোন বিশেষন?

ক. রূপবাচক       খ. অংশবাচক

গ. অবস্থাবাচক    ঘ. গুনবাচক

২১৪. বঙ্গবঙ্গুর ৭ মার্চের কারণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

ক. Round Table conference

খ. Royel Technical committee

গ. Rawalpindi Technical committee

ঘ. Road and Transport Corportaiton

২১৫. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?

ক. মনিটর          খ. টাচ স্ত্রিন

গ. কি বোর্ড         ঘ. মাদার বোর্ড

২১৬. ‘পাছে লোকে কিছু বলে’- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক. পরোপকারিতা            খ. সাহসিকতা

গ. ভয়হীনতা                   ঘ. সংকোচ

২১৭. কোন সংখ্যার বর্গ মূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

ক. ৩০               খ. ১৮.

গ. ২০                ঘ. ২৫

২১৮. The reading of history is interestion. এখানে ‘reading’ কী হিসেবে ব্যবহিত হয়েছে?

ক. Adverb       খ. Uncountable noun

গ. Verble noun           ঘ. Gerund

২১৯. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?

ক. ১২৬             খ. ১২৩

গ. ১২৪              ঘ. ১২৫

২২০. GPS এর পূর্ণ রূপ কী?

ক. General Pointing System

খ. Global Processing System

গ. Global Positioning

ঘ. General Positioning System

২২১. শেখ রাসেল কে নিয়ে শখ হাসিনার লেখা বই কোনটি?

ক. আমাদের ছোট রাসেল সোনা

খ. মমতামাখা একটি নাম রাসেল

গ. রাসেল দিনগুলি

ঘ. আমাদের ছোত রাজকুমার

২২২. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

ক. মা                            খ. বাবা

গ. আত্নীয় –স্বজন            ঘ. শিক্ষক

২২৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক. চরমপাঠ                    খ. চরমপত্র

গ. সংবাদপত্র পরিক্রমা      ঘ. বজ্রসাহস

২২৪. ‘A person who before another person refers to—-

ক. predecessor            খ. contemporary

গ. superior                  ঘ. successor

২২৫. উত্তরা থেকে মতিঝিল পর্যপ্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

ক. ২৫               খ. ২৫.১০

গ. ২০.১০           ঘ. ২০.৫০

২২৬. What is the verb of ‘Ability’?

ক. Abily          খ. Enable

গ. Ableness      ঘ. Able

২২৭. একটি সমাপ্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদটি কত?

ক. ৯০               খ. ১০০

গ. ১০৫              ঘ. ১০৮

২২৮. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

ক. ঝ, র             খ. ট, ঠ

গ. ই, উ              ঘ. ত, থ

২২৯. চাউল, চিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য?

ক. বস্তুবাচক       খ. সমষ্টিবাচক

গ. ব্যক্তিবাচক     ঘ. জাতিবাচক

২৩০. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

ক. ড্যাশ             খ. প্রশ্নচিহ্ন

গ. কোলন          ঘ. সেমিকোলন

২৩১. কষ্টে লাভ হয় যা-

ক. সুলভ            খ. দুর্লভ্য

গ. দূর্লভ             ঘ. দুর্লভ

২৩২. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কি?

ক. বাড়াবাড়ি করা খ. ভূমিকা করা

হ. হিসাব নিকাশ ঘ. অসম্ভব বস্তু

২৩৩. গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গো + অক     খ. গা + অক

গ. গা + য়ক        ঘ. গৈ + অক

২৩৪. শুদ্ধ বানান কোনটি?

ক. মুমুর্ষু             খ. মুমূর্ষু

গ. মুমুর্ষূ             ঘ. মূমর্ষ

২৩৫. ‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. দিবস            খ. রজনী

গ. দীন               ঘ. রাত

২৩৬. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. সংযোজন      খ. সংশ্লেষন

গ. বিশ্লেষন         ঘ. সংক্ষেপন

২৩৭. শুদ্ধ বানান কোনটি?

ক. বিভীষিকা      খ. বিভিষিকা

গ. বিভীষীকা       ঘ. বিভৌষীকা

২৩৮. ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?

ক. সংস্কৃত           খ. বাংলা

গ. আরবি           ঘ. ফারসি

২৩৯. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

ক. তিন প্রকার     খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার     ঘ. দুই প্রকার

২৪০. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-

ক. সমরণি          খ. সরণি

গ. সরণী             ঘ. সারণী

২৪১. জন্মহীন মৃত্যুহীন-

ক. অয               খ. আমৃত্যু

গ. অজ              ঘ. অজেয়

২৪২. ‘আগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. অগ্নি + ষ্ণেয়   খ. অগ্নি + এর

গ. অগ্নি + য়        ঘ. অগ্নী + এয়

২৪৩. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক. প্রগতি           খ. গৃহস্থ

গ. ছা-পোষা       ঘ. উপকূল

২৪৪. ‘উলুখাগড়া’ শব্দটির অর্থ কি?

ক. গুরুত্বহীন লোক         খ. রাজাবাদশা

গ. এক শ্রেণিভুক্ত            ঘ. লাকড়ি

২৪৫. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে না আসে তবে একলা চলোরে-

ক. যৌগিক বাক্য              খ. মিশ্র বাক্য

গ. সরল বাক্য                  ঘ. জটিল বাক্য

২৪৬. ‘গবেষনা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গো + এষণা               খ. গো +ষণা

গ. গ + এষণা                  ঘ. গব + এষণা

২৪৭. ‘দেশের বিদেশে’র লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক      খ. সৈয়দ মুজতবা আলী

গ. ফররুল আহমেদ          ঘ. শওকত ওসমান

২৪৮. Choose the word with correct spelling.

ক. ricieve                    খ. receve

গ. receive                    ঘ. receive

২৪৯. The Synonym of ‘Crime’ is —-

ক. Mistake                  খ. Thief

গ. Offence                   ঘ. Trial

২৫০. The meaning of the word ‘obese’ is:

ক. tardy                       খ. obnoxious

গ. very fat                    ঘ. ugly

২৫১. ‘Pass away’ means:

ক. disappear               খ. die

গ. erase                        ঘ. to cross

২৫২. English – across the world.

ক. hass spoken            খ. speaks

গ. is speaking              ঘ. is spoken

২৫৩. Singular form of ‘data’ is?

ক. dat                          খ. dates

গ. none                       ঘ. datum

২৫৪. Of the four books, the red one is the —

ক. more cheaper         খ. cheapest

গ. cheap                      ঘ. cheaper

২৫৫. The passive form of ‘I know him’ —

ক. He known to me.

খ. He was known to me.

গ. He is known to me.

ঘ. I was known to him.

২৫৬. The opposite word of ‘Delete’ is —

ক. Injure                     খ. Delay

গ. Insert                      ঘ. Trap

২৫৭. The feminine form the word ‘Author’ is —-

ক. Authorss                খ. Authoress

গ. Authores                 ঘ. Authors

২৫৮. The antonym of ‘insipid’ is —–

ক. cold                                    খ. dull

গ. exciting                              ঘ. sanguine

২৫৯. Which sentence is correct?

ক. none of these

খ. He do not know how to swim.

গ. He does not know the swim.

ঘ. He does not know how to swim.

২৬০. What is the noun of ‘Accept’?

ক. Acceptably             খ. Acceptance

গ. Accepted                 ঘ. Acceptable

২৬১. Which one is correct?

ক. One of my friends is a lawyer.

খ. One of my friend are a lawyer.

গ. One of my friends are a lawyer

ঘ. One of my friend is a lawyer.

২৬২. Rajshahi is —— sugar growing areas in Bangladesh.

ক. one of the larger    খ. one of largest

গ. one of the largest    ঘ. largest

২৬৩. There is — milk in the glass.

ক. a big amount          খ. much

গ. small                       ঘ. little

২৬৪. Which one of the following words is not plural?

ক. Men                        খ. feet

গ. Lice                         ঘ. News

২৬৫. ‘I hardly go out after dusk’ The correct Bangla translations is:

ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না

খ. আমি সন্ধার পরে কদাচিৎ বাইরে যাই

গ. আমি সন্ধার পর পরেই বাইরে যাই

ঘ. আমি সন্ধার পরে প্রায়াই বাইরে যাই

২৬৬. ‘Deciduous’ trees are trees those —

ক. have fleshy leaves

খ. are extremely big

গ. have delicious leaves

ঘ. lose the leaves annually

২৬৭. She was blessed —– a son.

ক. by               খ. for

গ. in                 ঘ. with

২৬৮. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?

ক. ১২, ১৩         খ. ১৫, ১৬

গ. ১৮, ১৯          ঘ. ২০, ২১

২৬৯. কোনো একটি স্কুলের শিক্ষক-শিক্ষাকাদের মধ্য   অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহত এবং  অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সখ্যা কত?

ক. ৯০               খ. ৮০

গ. ৮৫                ঘ. ১২০

২৭০. ৩টি সখ্যার গড় ৬ এবং ঐ ৩টি সখ্যাসহ মোট ৪টি সখ্যার গড় ৮ হলে চতুর্থ সখ্যাটির অর্ধেকের মান কত?

ক. ৮                 খ. ৫

গ. ৬                 ঘ. ৭

২৭১. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যম কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১

ক. ১৪                খ. ১২

গ. ১৫                ঘ. ১৩

২৭২.

ক. ১৫০             খ. ২০০

গ. ১২০              ঘ. ৬৬০

২৭৩. দুই অঙ্কবিশিষ্টি কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সখ্যাটি কত?

ক. ৪৬               খ. ৩৫

গ. ২৪                ঘ. ৫৭

২৭৪. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৮               খ. ২০

গ. ২২                ঘ. ১৬

২৭৫. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কতগ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?

ক. ৩                 খ. ৮

গ. ৬                 ঘ. ৪

২৭৬. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৫০০             খ. ৫৬০

গ. ৬০০             ঘ. ৪০০

২৭৭. দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

ক. ৩৯               খ. ৯৩

গ. ৫৭                ঘ. ৭৫

২৭৮. একটি চৌবাচ্চার দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. ৬                 খ. ৩

গ. ৪                  ঘ. ৫

২৭৯. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?

ক. ২০০             খ. ১৫০

গ. ২১০              ঘ. ১২৫

২৮০. যদি (x – y)2 = ১২ এবং xy = ১ হয়, তবে x2 + y2 = কত?

ক. ১১                খ. ১২

গ. ১৩                ঘ. ১৪

২৮১. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?

ক.        খ.      গ.        ঘ.

২৮২. যদ x + y = ১৭, xy = ৬০ হয়, তবে x – y এর মান কত?

ক. ৫     খ. ৭      গ. ৮      ঘ. ৯

২৮৩. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্য ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?

ক. ৩০               খ. ৭৫।

গ. ৭০                ঘ. ৮৫

২৮৪.  a –  = 3 হলে a2 +  এর মান কত?

ক. ১১    খ. ১২    গ. ১৪    ঘ. ১৬

২৮৫. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রেফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

ক. ২১০              খ. ২০০

গ. ১৮০              ঘ. ২২০

২৮৬. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রেটির ক্ষেত্রফল কত?

 ক. ১৮৭৫          খ. ১৬৭৫

গ. ১৫৭৫            ঘ. ১৭৭৫

২৮৭. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-

ক. স্থূলকোণ       খ. সরলকোণ

গ. সূক্ষ্ণকোণ       ঘ. পূরককোণ

২৮৮. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল-

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ    খ. সম্রাট আকবর

গ. শায়েস্তা খান               ঘ. শেখ হাসিনা

২৮৯. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন?

ক. ৮ বার            খ. ৫ বার

গ. ৯ বার            ঘ. ৭ বার

২৯০. কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?

ক. বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমান, লাহোরে

খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, রেসকোর্স ময়দানে

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, ধানমণ্ডি ৩২ নং বাড়িতে

২৯১. ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন?

ক. জেনারেল ইয়াহিয়া খান

খ. জেনারেল রাও ফরমান আলী

গ. জেনারেল জিয়াউর রহমান

ঘ. জেনারেল টিক্কা খান

২৯২. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসণ লাভ করে?

ক. ২৮০ টি         খ. ২২৩টি

গ. ১৭১টি            ঘ. ২৯৮টি

২৯৩. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়?

ক. ৩৪৫ জন       খ. ৩৫০ জন

গ. ৩৫৫ জন       ঘ. ৩০০ জন

২৯৪. ২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে-

ক. UNDP        খ. UNESCO

গ. UNEP         ঘ. UNICEF

২৯৫. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?

ক. দুর্নীতি দমন কমিশন

খ. জাতীয় মানবাধিকার কমিশন

গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

ঘ. জাতীয় তথ্য কমিশন

২৯৬. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-

ক. Mikhail Gorbachev

খ. Nikita Khrushev

গ. Nikolai Podgorny

ঘ. Leoinid Brezhnev

২৯৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-

ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

খ. বিচারপতি এম এন হুদা

গ. বিচারপতি এ বি সিদ্দীক

ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

২৯৮. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপন করেন-

ক. বেলাল মোহাম্মদ খ. এম এ আজিজ

গ. আবু হেনা মোস্তফা কামাল

ঘ. এম আর আখতার মুকুল

২৯৯. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-

ক. Newly Development

খ. BRICS Development Bank

গ. Development Bank

ঘ. New Development Bank

৩০০. ‘The Spirit of Islam’ বইটির লেখক কে?

ক. হাজী মুহম্মদ মহসীন

খ. বেগম রোকেয়া

গ. মওলানা আবুল কালাম আজাদ

ঘ. সৈয়দ আমির আলী

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

৩০১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?

ক. ১০টি             খ. ১৭টি

গ. ২১টি             ঘ. ৮টি

৩০২. ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?

ক. মোস্তফা সরওয়ার ফারুকী

খ. তারেক মাসুদ

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. নাসির উদ্দীন ইউসুফ

৩০৩. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

ক. পৃথিবীর কেন্দ্রে           খ. বিষুব অঞ্চলে

গ. মেরু অঞ্চলে              ঘ. পাহাড়ের উপর

৩০৪. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়।

ক. শব্দশক্তি                   খ. তাপশক্তি

 গ. শব্দ ও তাপশক্তি        ঘ. চুম্বক শক্তি

৩০৫. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?

ক. বাইট             খ. DPI

গ. পিক্সেল          ঘ. হার্জ

৩০৬. ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনে সময় হবে-

ক. ২৫ মে রাত ১২ টা        খ. ২৪ মে সকাল ৬ টা

গ. ২৪ মে সন্ধ্যা ৬টা          ঘ. ২৪ মে রাত ১২টা

৩০৭. পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?

ক. ৪ মিনিট        খ. ৫ মিনিট

গ. ২০ মিনিট       ঘ. ১ মিনিট

৩০৮. ‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে’ ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?

ক. খাঁটি বাংলা     খ. বিদেশি

গ. তৎসম           ঘ. তদ্বব

৩০৯. ‘তাসের ঘর’ অর্থ কী?

ক. পূর্ণস্থায়ী                     খ. ক্ষণস্থায়ী

গ. তাস খেলার ঘর           ঘ. দীর্ঘস্থায়ী

৩১০. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি ?

ক. ১০    খ. ১১    গ. ৮      ঘ. ৯

৩১১. ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. কুসুম + ত      খ. কুসুম + ইত

গ. কুসুম + ঈত    ঘ. কুসুম + উত

৩১২. শুদ্ধ বাবান কোনটি?

ক. সমিচীন         খ. সমীচীন

গ. সমিচিন         ঘ. সমীচিন

৩১৩. ‘রবীন্দ্র’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. রবি + ঈন্দ্র     খ. রব + ইন্দ্র

গ. রবী + ইন্দ্র      ঘ. রবি + ইন্দ্র

৩১৪. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক. অপব্যয়         খ. বাগদত্তা

গ. দেশান্তর         ঘ. বনজ

৩১৫. ‘অলীক’-এর বিপরীত শব্দ-

ক. সত্য              খ. মিথ্যা

গ. আশা             গ. অনীত

৩১৬. ‘দিন যায় কথা থাকে’- এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহিত হয়েছে?

ক. গমন             খ. অতিবাহিত

গ. বলা               ঘ. ধারাবাহিকতা

৩১৭. ‘ষোড়শ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষড় + অশ      খ. ষড় + দশ

গ. ষট + অশ       ঘ. ষট্‌ + দশ

৩১৮. বিরাম চিহ্নের অপর নাম কী?

ক. ছেদ চিহ্ন       খ. স্থির চিহ্ন

গ. বিশ্রাম চিহ্ন    ঘ. বিভাজন চিহ্ন

৩১৯. শুদ্ধ বানান কোনটি?

ক. আশক্তি         খ. আষক্তি

গ. আসক্তী          ঘ. আসক্তি

৩২০. ‘কিরণ’-এর সমার্থক নয়-

ক. রশ্মি              খ. প্রভা

গ. কর               ঘ. রবি

৩২১. ভাষার মূল উপকরণ কী?

ক. শব্দ              খ. বাক্য

গ. ধ্বনি             ঘ. বর্ণ

৩২২. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক. বিপরীতার্থে                খ. মিলনার্থে

গ. বিরোধার্থে                  ঘ. সমার্থে

৩২৩. কোনটি শুদ্ধ বাক্য?

ক. আমার বড় দূরাবস্থা      খ. আমার বড় দুরবস্থা

গ. আমার বড় দূরবস্থা        ঘ. আমার বড় দুরবস্থা

৩২৪. ‘আমি, আমরা’-এগুলো কোন সর্বনাম পদ?

ক. ব্যতিহারিক                খ. সাকুল্যবাচক

গ. আত্নবাচক                  ঘ. ব্যক্তিবাচক

৩২৫. ইতিহাস রচনা করেন যিনি-

ক. ইতিহাস লেখক           খ. ঐতিহাসিক

গ. ইতিসাসবেত্তা              ঘ. ঐতিহাসিকতা

৩২৬. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো-

ক. নিরপেক্ষ                   খ. পরোক্ষ

গ. সমক্ষ                        ঘ. প্রত্যক্ষ

৩২৭. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?

ক. সুকান্ত ভট্রাচার্য           খ. জীবনানন্দ দাশ

গ. কাজী নজরুল ইসলাম ঘ. সিকান্‌দার আবু জাফর

৩২৮. As the sun —-, I decided to go out.

ক. was shining            খ. have shone

গ. Shine                       ঘ. shines

৩২৯. Which of the following sentences is correct?

ক. He was hung for murder.

খ. He was hanged for murder.

গ. He was hunger for murder.

ঘ. He had been hung for murder.

৩৩০. Choose the English translation of —-

ক. Have you gone to Cox’s Bazar?

খ. Have you ever gone Cox’s Bazar?

গ. Have you ever been to Cox’s Bazar?

ঘ. Did you ever go to Cox’s Bazar?

৩৩১. I have a boat made of wood. The Underlined phrase is —

ক. an adverbial phrase

খ. perfect participle phrase

গ. present participle phrase

ঘ. past participle phrase

৩৩২. A person who writes and edits dictionaries is called a —

ক. Lithographer         খ. Topgrapher

গ. Lexicographer        ঘ. Laryngographer

৩৩৩. Every driver must be held — his own actions.

ক. responsible            খ. blamed

গ. liable                       ঘ. responsible for

৩৩৪. What is the antonym of the word ‘unwitting’?

ক. stupid                     খ. intentional

গ. Unintentional        ঘ. clever

৩৩৫. The professor was given — to materials in the research laboratory.

ক. allusion                  খ. access

গ. excess                      ঘ. time

৩৩৬. ‘He said that he had done the work .’ The direct speech is

ক. He said, “I will do the word.”

খ. He said, “the work will be done by Me.”

গ. He said, “I do the work.”

ঘ. He said, “He did the work.”

৩৩৭. The plural of ‘Fez’ is —-

ক. Fez   খ. Fezees       গ. Feeezes      ঘ.Fezes

৩৩৮. Phosphates — to most farm lands in Bangladesh.

ক. Need to be adding    খ. need to be added

গ. Need added              ঘ. need to add

৩৩৯. Change the voice: Who is creating this mess?

ক. Who has been created this mess?

খ. By whom has this mess ben created?

গ. By whom this mess is being creating?

ঘ. By whom is this mess being creating?

৩৪০. Mr. Atique — rather not invest that money in the stock market.

ক. must           খ. has to

গ. could           ঘ. would

৩৪১. ‘Amenable’ শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?

ক. with            খ. to

গ. after            ঘ. for

৩৪২. The feminine of ‘Ram’ is —-

ক. Ewe            খ. Hind

গ. Mare           ঘ. Sow

৩৪৩. Which one is plural —–

ক. Oasis           খ. Terminus

গ. Vertex         ঘ. Bureeaux

৩৪৪. Which one is the correct spelling?

ক. irresistible খ. iresistable

গ. irresistible  ঘ. irresistible

৩৪৫. The countable form of ‘laughter’ is —

ক. all of the above      খ. Laugh

গ. a laugh                    ঘ. The laugh

৩৪৬. Which one is the correct spelling?

ক. Supercede              খ. Superseede

গ. Superceed               ঘ. Supersede

৩৪৭. The book ‘Treasure Island’ is by —

ক. Stevenson               খ. James Joyce

গ. Arthur Miller          ঘ. Homer

৩৪৮. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?

ক. ১৩০   খ.১০৭   গ. ১১৩   ঘ. ১৪৬

৩৪৯.১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

ক. ৪২   খ.৩৬   গ. ৩৭   ঘ. ৩৯

৩৫০. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত হবে?

ক. ৩০   খ. ২৫   গ. ৪০   ঘ. ৩৫

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

৩৫১. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত হবে?

ক. ৫   খ. ৬   গ. ৪   ঘ. ২

৩৫২. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক. ১৪ বছর         খ. ১৫ বছর

গ. ১৬ বছর         ঘ. ১৩ বছর

৩৫৩. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

ক. ২৯৯০           খ. ২১৮৭

গ. ২২৮৭            ঘ. ৩১৪৫

৩৫৪. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

ক. ৯০ ডিগ্রি       খ. ৩৬০ ডিগ্রি

গ. ৩০০ ডিগ্রি     ঘ. ১৮০ ডিগ্রি

৩৫৫. 4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

ক. 12xy            খ. 24xy

গ. 2xy              ঘ. 6xy

৩৫৬. 4 5 0 কত?

ক. 180              খ. 0

গ. 210               ঘ. 140

৩৫৭. একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

ক. ৫৫               খ. ৬০

গ. ৬৫               ঘ. ৫০

৩৫৮. X2 + 7x + p যদি x – 5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত হবে?

ক. -30.0           খ. -60.0

গ. -10.0            ঘ. 30.0

৩৫৯. x – হলে x3 –  এর মান কত?

ক. 4.0              খ. 1.0

গ. 2.0               ঘ. 3.0

৩৬০.  =  হলে x:y = কত?

ক. 6:8              খ. 8:3

গ. 5:6               ঘ. 3:8

৩৬১. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

ক. ৩     খ. ৫      গ. ৬     ঘ. ৪

৩৬২. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

ক. ১৮৫০           খ. ১৫৫০০

গ. ২০৫০০         ঘ. ১৯৮০০

৩৬৩. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

ক. ৩২০ ডিগ্রি     খ. ৫০ ডিগ্রি

গ. ১২০ ডিগ্রি      ঘ. ১৪ ডিগ্রি

৩৬৪. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে-

ক. সমবাহু          খ. সূক্ষ্ণকোণী

গ. স্থূলকোণী       ঘ. সমকোণী

৩৬৫. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

ক. ২, ৪, ৫         খ. ৪, ৫, ৬

গ. ২, ৪, ৭          ঘ. ৩, ৪, ৬

৩৬৬. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

ক. ৪     খ. ৩     গ. ২      ঘ. ৫

৩৬৭. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভিজটির ক্ষেত্রফল কত?

ক. ২০   খ. ১২    গ. ৮      ঘ. ৬

৩৬৮. ১৯৭১ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?

ক. ১৬৭             খ. ১৬৯

গ. ১৬৩             ঘ. ১৬৫

৩৬৯. বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

ক. ইতালি           খ. ফ্রান্স

গ. যুক্তরাষ্ট্র         ঘ. জার্মানি

৩৭০. বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে?

ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯   খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

গ. ৩ জানুয়ারি ১৯৬৮     ঘ. ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯

৩৭১. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. এ এইচ. এম কামরুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমেদ

ঘ. এম. মনসুর আলী

৩৭২. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of Politics’ বা ‘রাজনীতির কবি’ নামে আখ্যাতি করা হয়-

ক. ইন্ধিরা গান্ধীকে           খ. সুভাষ বসুকে

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে

ঘ. মহাত্না গান্ধীকে

৩৭৩. ১৯৭১ বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?

ক. মতিউর রহমান           খ. সাইমন ড্রিং

গ. এম আর আকতার মুকুল ঘ. এলেন গিনেসবার্গ

৩৭৪. রূপপূর পারমাণবিক কেন্দ্রে কোন জেলায়?

ক. পাবনা           খ. রাজশাহী

গ. খুলনা            ঘ. নাটোর

৩৭৫. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-

ক. মাননীয় স্পিকার         খ. মাননীয় চিপ হুইপ

গ. মহামান্য রাষ্ট্রপতি        ঘ. মাননীয় প্রধানমন্ত্রী

৩৭৬. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের-

ক. ২২ জুন          খ. ২৩ জুন

গ. ২৪ জুন          ঘ. ২১ জুন

৩৭৭. পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা-

ক. ফরিদুল আলম            খ. মাকসুদুল আলম

গ. শহীদুল আলম             ঘ. মোঃ জলিল

৩৭৮. ঢাকা বিশববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?

ক. ১৯০৫           খ. ১৯১১

গ. ১৯২০            ঘ. ১৯২১

৩৭৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?

ক. যুক্তরাজ্য ও চীন          খ. যুক্তরাজ্য ও ফ্রান্স

গ. চীন ও যুক্তরাষ্ট্র            ঘ. রাশিয়া ও ফ্রান্স

৩৮০. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?

ক. ২৮টি            খ. ১৭টি

গ. ১৮টি             ঘ. ২৭টি

৩৮১. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-

ক. কানাডা         খ. ফিনল্যান্ড

গ. ইংল্যান্ড         ঘ. যুক্তরাষ্ট্র

৩৮২. কোন দেশেটির সাথে সমুদ্রসীমা নেই?

ক. বাংলাদেশ      খ. ভারত

গ. নেপাল          ঘ. পাকিস্তান

৩৮৩. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?

ক. লর্ড ব্যাডেন পাওয়েল   খ. লর্ড মুরিং

গ. লর্ড স্টিফেন                ঘ. লর্ড কার্জন

৩৮৪. খাওয়ার লবণের সংকেত কোনটি?

ক. কোনোটিই নয়            খ. NaCO3

গ. NaCI                       ঘ. CaCI2

৩৮৫. কোন প্রক্রিয়ার উদ্ভিদ খাদ্য তৈরি করে?

ক. প্রস্বেদন         খ. অভিস্রবণ

গ. সালোকসংশ্লেষন         ঘ. শ্বসন

৩৮৬. পানির স্ফুটনাংক কত?

ক. ১৮০ ডিগ্রি সেলসিয়াস

খ. ১০০ ডিগ্রি ফারেনহাইট

গ. ৮০ ডিগ্রি সেলসিয়াস

ঘ. ১০০ ডিগ্রি সেলসিয়াস

৩৮৭. জোয়ার-ভাটার প্রধান কারণ-

ক. পৃথিবীর আকর্ষন         খ. চাঁদের আকর্ষন

গ. বায়ুপ্রবাহ                   ঘ. সূর্যের আকর্ষন

৩৮৮. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

ক. ২৪৩০’ থেকে ২৮৩৪’ দক্ষিন অক্ষাংশ

খ. ৮০৩৪’ থেকে ৪০৯০’ পশ্চিম অক্ষাংশ

গ. ৩৪২৫’ থেকে ২৮৩৮’ উত্তর অক্ষাংশ

ঘ. ৮৮০১’ থেকে ৯২৪১’ পূর্ব দ্রাঘিমাংশ

৩৮৯. বাংলার সর্ব প্রাচীন জনপদ কোনটি?

ক. পুন্ড্র              খ. সমতট

গ. রাঢ়               ঘ. হরিকেল

৩৯০. বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা- ২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করা হয়েছে?

ক. সুইজারল্যান্ড              খ. নেদারল্যান্ডস

গ. আয়ারল্যান্ড                ঘ. ফিনল্যান্ড

৩৯১. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?

ক. ফেনী            খ. নীলফামারী

গ. পঞ্চগড়          ঘ. জয়পুরহাট

৩৯২. বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?

ক. ৮টি              খ. ৯টি

গ. ১০টি             ঘ. ১১টি

৩৯৩. ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে ঘোষণা করে?

ক. ৩০ অক্টোবর, ২০১৭    খ. ৩০ নভেম্বর, ২০১৭

গ. ৩০ সেপ্টেম্বর, ২০১৮    ঘ. ৩০ অক্টোবর, ২০১৮

৩৯৪. ‘বর্ধমান হাউজ’ কোথায় অবস্থিত?

ক. ঢাকা             খ. কলকাতা

গ. পশ্চিমবঙ্গ       ঘ. কুষ্টিয়া

৩৯৫. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক. ASEAN       খ. SAFTA

গ. EU              ঘ. WTO

৩৯৬. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

ক. সন্দ্বীপ           খ. হাতিয়া

গ. মনপুরা          ঘ. সোনাদিয়া

৩৯৭. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?

ক. হার্ডডিস্ক        খ. RAM

গ. ক্লিপবোর্ড       ঘ. ROM

৩৯৮. ‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে?

ক. আইজ্যাক নিউটন খ. অ্যালো হ্যাজেন

গ. গ্যালিলিও      ঘ. রামফোর্ড

৩৯৯. কোন শহরটি ‘বিগ আপেল’ নামে পরিচিত?

ক. লন্ডন            খ. প্যারিস

গ. সিঙ্গাপুর         ঘ. নিউইয়র্ক

৪০০. আকাশে উজ্জ্বল নক্ষত্র কোনটি?

ক. লুব্ধক            খ. সূর্য

গ. প্রক্সিমাসেন্ট্ররাই           ঘ. ধ্রুবতারা

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

৪০১. ‘আসাদগেট’ নামের পটভুমির সাথে জড়িত কোন সন?

ক. ১৯৪৭ সন      খ. ১৯৫২ সন

গ. ১৯৬৯ সন      ঘ. ১৯৭১ সন

৪০২. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

ক. ইসলাম খান   খ. সরফরাজ খান

গ. মুর্শিদ কুলি খান           ঘ. ঈশা খান

৪০৩. ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

ক. ১৯৯৬ সালে খ. ১৯৯৭ সালে

গ. ১৯৯৮ সালে   ঘ. ১৯৯৯ সালে

৪০৪. ভেটো কথাটি কোন শব্দ থেকে আগত?

ক. ল্যাটিন          খ. গ্রিক

গ. ফ্রেঞ্চ            ঘ. জিব্রান্টার

৪০৫. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

ক. হরমুজ          খ. বসফরাস

গ. পক               ঘ. লিও টলস্টয়

৪০৬. ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কার্ল মার্কস    খ. জেন অস্টিন

গ. মন্টেস্কু           ঘ. লিও টলস্টয়

৪০৭. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

ক. জটিল সার্জারি চিকিৎসায়

খ. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণ

গ. নতুন জাতের বীজ উৎপাদনে

ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে

৪০৮. আল আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?

ক. ফিলিস্তিন      খ. ইসরাইল

গ. আলজেরিয়া   ঘ. সৌদি আরব

৪০৯. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

ক. স্বর্ণ   খ. হীরা  গ. সিলভার         ঘ. প্লাটিনাম

৪১০. দেহ বৃদ্ধিকারণ হরমোন কোনটি?

ক. থাইরক্সিন      খ. প্রোল্যাকটিন

গ. এড্রিনালিন     ঘ. সোমাটোট্রফিক

৪১১. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহিত হয়?

ক. বায়োমেট্রিক্স খ. ভাচুয়াল রিয়ালিটি

গ. ন্যানোটেকনোলজি      খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৪১২. বাংলাদেশের উঞ্চতম স্থান কোনটি?

ক. লালখাল        খ. লালপুর

গ. রাজশাহী       ঘ. বগুড়া

৪১৩. ২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ২      খ. ৪      গ. ৭      ঘ. ৮

৪১৪. ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

ক. ৯১   খ. ১০১  গ. ১১৭ ঘ. ১২৩

৪১৫. x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান-

ক.              খ.

গ.                ঘ.

৪১৬.  =  হলে a এর মান কত?

ক.             খ. 5

গ. 5                  ঘ.

৪১৭. Log2  400 = এর মান কত?

ক. 1                  খ. 2

গ. 2             ঘ. 4

৪১৮. m এর মান কত হলে x2 + x – m একটি পূর্ণবর্গ রাশি হবে।

ক.                   খ.

গ. –                 ঘ. –

৪১৯. দুইটি সংখ্যার অনুপাত ৩:২ এবং এদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

ক. ৪     খ. ৮      গ. ১৬    ঘ. ২৪

৪২০. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে, নিচের কোনটি সঠিক?

ক. ab = bc       খ. a2 = bc

গ. b2 = ca         ঘ. c2 = ab

৪২১. একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 450 হবে?

ক. 20 মি.          খ. 25 মি.

গ. 30 মি.           ঘ.  40 মি.

৪২২. একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি.মি. যেতে এবং সেখানে থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষনে 5 কি.মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি.মি. যায়। স্রোতের বেগ কত?

ক. 8     খ. 4

গ. 2      ঘ.

৪২৩. একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে টাকা 18x বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. 400 টাকা      খ. 500 টাকা

গ. 450 টাকা      ঘ. 540 টাকা

৪২৪. 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?

ক. 625 টাকা      খ. 650 টাকা

গ. 600 টাকা      ঘ. 725 টাকা

৪২৫. একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

ক. 16 মিটার       খ. 12 মিটার

গ. 8 মিটার         ঘ. 6 মিটার

৪২৬. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষ 6 সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?

ক. 30 সে.মি.      খ. 27 সে.মি.

গ. 33 সে.মি.      ঘ. 36 সে.মি.

৪২৭. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 6 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?

ক. 6     খ. 8      গ. 10    ঘ. 12

৪২৮. 10 ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x0 কোণ উৎপন্ন করলে, চাপের দৈর্ঘ্য কত?

ক.  একক     খ.  একক

গ. rx একক        ঘ.  একক

৪২৯. হলে,  এর মান কত?

ক.   খ.

গ.   ঘ.

৪৩০. একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন।

ক. 600  খ. 300   গ. 450  ঘ. 900

৪৩১. একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?

ক.   খ.  গ.   ঘ. :

৪৩২. 1 ঘন সে.মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?

ক. 100 ভাগ       খ. 70 ভাগ

গ. 10 ভাগ          ঘ. 7 ভাগ

৪৩৩. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

ক. সমবাহু ত্রিভুজ            খ. সমদ্বিবাহু ত্রিভুজ

গ. সমকোণী ত্রিভুজ         ঘ. বিষমবাহু ত্রিভুজ

৪৩৪. a-n = কোন শর্তে সত্য?

ক. a = 0            খ. a  0

গ. a > 0            ঘ. a < 0

৪৩৫.   হলে, x এর মান কত?

ক.      খ. 3

গ. 4      ঘ. 8

৪৩৬. একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে উহার আয়তন-

ক. r2              খ. 2 rh

গ. r (r + h)   ঘ. r2h

৪৩৭. x –  =  হলে, x3 –   এর মান কত?

ক. 36   খ. 63

গ.      ঘ.

৪৩৮. বাংলা ভাষার উৎস কী?

ক. হিন্দি ভাষা     খ. বৈদিক ভাষা

গ. উড়িয়া           ঘ. অনার্য ভাষা

৪৩৯. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

ক. মধুমালতী      খ. সিকান্দারনামা

গ. শ্রীকৃঞ্চকীর্তন ঘ. বৈঞ্চব পদাবলি

৪৪০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহূত হয়?

ক. অব্যয়            খ. সম্বোধন পদ

গ. সর্বনাম          ঘ. ক্রিয়া

৪৪১. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

ক. সাধুরীতি        খ. চলিতরীতি

গ. কথ্যরীতি        ঘ. লেখ্যরীতি

৪৪২. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-

ক. তত্ত্ববোধিনী    খ. সবুজপ্রত্র

গ. কল্লোল          ঘ. ধূমকেতু

৪৪৩. ‘কমল’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?

ক. সংস্কৃত           খ. আরবি

গ. ফারসি           ঘ. তুর্কি

৪৪৪. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?

ক. পাঞ্জাবি         খ. ফরাসি

গ. গুজরাটি        ঘ. পর্তুগিজ

৪৪৫. ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. অভাব           খ. স্বভাব

গ. অনুভাব         ঘ. তিরোভাব

৪৪৬. ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. অর্ধাঙ্গিনী       খ. কন্যা

গ. নন্দিনী           ঘ. ভাগনী

৪৪৭. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

ক. অপদার্থ         খ. মূর্খ

গ. নিরেট বোকা ঘ. নিষ্ক্রিয় দর্শক

৪৪৮. সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?

ক. কমা খ. ড্যাস গ. সেমিকোলন   ঘ. হাইফেন

৪৪৯. কোন বানানটি শুদ্ধ?

ক. স্বায়ত্ব            খ. স্বায়াত্ব

গ. স্বায়ত্ত            ঘ. স্বায়ত্ত্ব

৪৫০. ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. চতুর+পদ      খ. চতুষ+পদ

গ. চতু+পদ         ঘ. চতু+পদ

প্রিয় চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  ৫০০টি MCQ  নিয়ে আলোচনা করব। এখানে আপনারা ৫০০টি MCQ  এর গুরুত্বপূর্ণ একটি শিট(sheet)। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি।

৪৫১. ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. মুন+ষ্ণ          খ. মনু+অব

গ. মনু+ষ্ণ          ঘ. মা+নব

৪৫২. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক. বাদী              খ. সভানেত্রী

গ. জেলেনি        ঘ. পেত্নী

৪৫৩. ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে ৭মী            খ. করণ কারকে ৭মী

গ. অধিকরণে ৭মী            ঘ. কর্ম কারকে ৭মী

৪৫৪. বিভক্তিহীন নামপদকে কী বলে?

ক. বিশেষ্য         খ. সমাস

গ. অব্যয়            ঘ. প্রাতিপদিক

৪৫৫. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?

ক. ছেলেধরা       খ. প্রতিবাদ

গ. বিলাতফেরত ঘ. উপগ্রহ

৪৫৬. সমাসবদ্ধ পদ কোনটি?

ক. আকাশ          খ. ছাড়পত্র

গ. মৃত্তিকা          ঘ. সাগর

৪৫৭. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?

ক. চিরসুখী         খ. দশানন

গ. গাঁয়েহলুদ       ঘ. কানাকানি

৪৫৮. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?

ক. প্রাপকের এলাকা         খ. ডকবিভাগের নাম

গ. পোস্ট অফিসের নাম    ঘ. প্রেরকের এলাকা

৪৫৯. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. রূপতত্ত্বে        খ. বাক্যতত্ত্বে

গ. অর্থতত্ত্বে        ঘ. ধ্বনিতত্ত্বে

৪৬০. Edition শব্দের অর্থ-

ক. সংস্করণ         খ. সম্পাদক

গ. সম্পাদকীয়     ঘ. অনুসন্ধান

৪৬১. ‘ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী’ নিচের কোন নিয়মে হয়েছে

ক. আ+ঈ = এ     খ. অ+ঈ = এ

গ. আ+ই = এ      ঘ. অ+ই = এ

৪৬২. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?

ক. ধাত বোঝাতে খ. অর্থমূলক

গ. ব্যাখ্যামুলক    ঘ. উৎপন্ন বোঝাতে

৪৬৩. ‘I know you.’ Choose the complex from-

ক. I know you what you are

খ. I know who you are

গ. I know what are you

ঘ. I know who are you

৪৬৪. ____ course of time, he became a famous writer.

ক. In    খ. Of    গ. For ঘ. By

৪৬৫. ____ ink in my pen is red.

ক. A     খ. The

গ. An   ঘ. No article

৪৬৬. Complete the sentence with appropriate word. Poly ran fast lest she ___ miss the class.

ক. could          খ. would

গ. can              ঘ. should

৪৬৭. Which one is correct?

ক. There is place for doubt in it.

খ. There is no space for doubt in it.

গ. There is no room for doubt in it.

ঘ. There is no area to doubt in it.

৪৬৮. Which one is the correct English translation of- “অসারের তর্জন গর্জন সার।’’

ক. Ignorance is vociferour

খ. An idle man speaks much

গ. A barking dog seldom bites.

ঘ. An empty vessel sounds much.

৪৬৯. The doctor will come back to the ward in the no time. The underlined Phrase means-

ক. instantly     খ. hardly

গ. always         ঘ. never

৪৭০. The memoranda ……… not important.

ক. is     খ. has গ. have            ঘ. are

৪৭১. The word “decade” refers to

ক. thirty year খ. fifty year

গ. ten years     ঘ. twenty-five years

৪৭২. No spelling mistake occours in

ক. extravagant            খ. pronounciation

গ. spurious                 ঘ. temporary

৪৭৩. None but ….. brave deserve ___ fair.

ক. a, an                        খ. the, the

গ. the, no article         ঘ. no article, the

৪৭৪. If you help me, I ____ grateful

ক. will be remain        খ. should remain

গ. will remain             ঘ. would remain

৪৭৫. Which is the correct from of Assertive of “Who does not like a rose”.

ক. All of us likes a rose

খ. Nobody likes a rose

গ. Everyone like a rose

ঘ. Everyone likes a rose

৪৭৬. The word ‘heritage’ refers to-

ক. heir             খ. tradition

গ. legitimacy   ঘ. intrigue

৪৭৭. Had you walked fast, you ……. the train. The correct form of verb will be-

ক. will not miss

খ. will not have missed

গ. would not have missed

ঘ. would not miss

৪৭৮. ‘গাছে এখনো ফল ধরে নাই’- The translation is –

ক. The tree can not bear fruit

খ. The tree has not given fruit yet.

গ. The tree has not caught any fruit

ঘ. The tree has not yet borne fruit.

৪৭৯. The price of mango is high in our country ___ we turn this land into a mango orchard?

ক. as if             খ. would rather

গ. What’s it like ঘ. what if

৪৮০. Ignorance is obstacle ____ progress.

ক. to    খ. for   গ. with           ঘ. from

৪৮১. If the price is low, demand….

ক. will be increased    খ. will increase

গ. is increased ঘ. would be increased

৪৮২. 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

ক. 10    খ. 15

গ. 20    ঘ. 12

৪৮৩. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপন করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপন করা যাবে?

ক. ৭     খ. ৫০   গ. ৫১    ঘ. ৬০

৪৮৪. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ –পঙক্তিটি কার?

ক. মদনমোহন তর্কালংকার     খ. কালিপ্রসন্ন সিংহ

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর          ঘ. অক্ষয়কুমার দত্ত

৪৮৫. There is ___ milk in the bottle.

ক. very little    খ. small

গ. very few      ঘ. a little

৪৮৬. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রান্ত হয়?

ক. ১৭ আগস্ট ২০১৭         খ. ২৭ জানুয়ারি ২০১৯

গ. ১৭ জুন ২০২১              ঘ. ১৭ নভেম্বর ২০১৬

৪৮৭. এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

ক. ৪     খ. ৫      গ. ৬     ঘ. ৭

৪৮৮. ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’ – বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি?

ক. অজ্ঞাতকুলশীল           খ. বংশপরিচয়হীয়ন

গ. কুলবংশহীন                ঘ. অজ্ঞাতকুলীন

৪৮৯. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

ক. 6     খ. 3      গ. 4      ঘ. 5

৪৯০. What is an epic?

ক. a novel        খ. a long poem

গ. a long prose composition

ঘ. a romance

৪৯১. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

ক. ৫০   খ. ৬০   গ. ৭০    ঘ. ৮০

৪৯২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়।

খ. সূর্য পূর্বদিকে উদিয়মান হয়।

গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।

ঘ. সূর্য পূর্ব দিকে উদিত হয়।

৪৯৩. ০.০০০১ এর বর্গমূল কোনটি?

ক. ০.০১            খ. ১

গ. .২                 ঘ. .১

৪৯৪. Very few insects are as busy as bee. The correct comparative form of the sentence is –

ক. A bee is busier than very few insects

খ. A bee is busier than few insects

গ. A bee is busier than most other insects

ঘ. A bee is more busy than other insects

৪৯৫. Fifty miles ……. Not a long distance.

ক. are  খ. is     গ. have been   ঘ. were

৪৯৬. He came home yesterday. Choose the correct interrogative from of the sentence –

ক. Did he come home yesterday?

খ. Did he not came home yesterday?

গ. When did he come home?

ঘ. When does he come home?

৪৯৭. The verb form of ‘danger’ is-

ক. dangered    খ. endangered

গ. indanger     ঘ. endanger

৪৯৮. যেমন কর্ম তেমন ফল – The translation is-

ক. All the glitters is not gold.

খ. As you sow, so you reap.

গ. A stitch in time, saves nine.

ঘ. The more your work, the more you get.

৪৯৯. Choose the correct answer-

ক. I will avail myself of the opportunity.

খ. I shall avail of the opportunity.

গ. I will avail myself with the opportunity.

ঘ. I shall avail myself the opportunity.

৫০০. The antonym of ‘vice’ is

ক. honesty      খ. values

গ. virtue          ঘ. truthful

Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

www.eduexplain.com

www.eduexplain.com

www.eduexplain.com

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.