Friday, March 28, 2025

সাধারণ বিজ্ঞান,কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (সহকারী পরিচালক)

১. কোনটি মৌলিক পদার্থ?
-লৌহ
২. মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয়
৩. ‘কিয়োটো প্রোটোকল’ কীসের সাথে সম্পর্কিত?
-পরিবেশ
৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
৫. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
-আমিষ
৬. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
-পরমাণু শক্তি
৭.একটি রিলেশনাল ডেটাবেজ মডেলে কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?  -Tables
৮. UPS Stand for
-Uninterruptible Power Supply
৯. ই-মেইল ঠিকানায় @এরপরের অংশটিকে কী বলে?
-ডোমেইন নেম
১০. কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়?
-Modem
১১. কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একইসাথে অনুবাদ ও সম্পাদান করে?
-Compiler
১২. মুক্তা হলো ঝিনুকের
-প্রদাহের ফল
১৩. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
-লাল
১৪. সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
-নাইট্রোজেন
১৫. মোবাইল ফোনে কোন প্রজন্ম থেকে এমএমএস সেবা চালু হয়?
-দ্বিতীয়
১৬. কম্পিউটারের ডেটা প্রসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? -ডিকোডিং

সিকিউরিটি প্রিন্টিং প্রেস (সহকারী পরিচালক)

১. The driving force of an ecosystem is -Solar Energy
২. Which region of the moon is known as the ‘far side of the Moon’?
-South Pole
৩. According of the scientists, how many galaxies are there in the universe?
-200 billion
৪. What does FTP mean?
-File Transfer Protocol
৫. Which command is used to search anything in MS Word?
-Ctrl + F
৬. Which of the following memories has the shortest access time?
-Cache Memory
৭. The ALU of a computer, normally contains a number of high-speed storage element, is called
-Registers
৮. Identify the language which is mainly used for Artificial Intelligence? -Prolog
৯. Which base numbering system is commonly used in computer science? -Binnary
১০. Which programming language is known as a ‘low-level’ language? -Assembly language
১১. What is the purpose of a compiler in programming?
-To convert source code into machine code

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক)

১. কোনো তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
-4°C
২. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রা?  -40°C
৩. ক্লোরোফিল পাওয়া যায় সবুজ পাতায় OMR-এর পূর্ণ রূপ কোনটি?
-Optical Mark Recognition
৪. পানির pH-এর মান কত হলে, পুরোপুরি ক্ষারকীয় বলা হয়?
-14
৫. প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয় এক টন রেফ্রিজারেশন বলতে কী বোঝায়? -210KJ/min
৬.‌ যে যন্ত্রের সাহায্যে পানির গতি শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন কর হয় তাকে বলে
-ওয়াটার টারবাইন
৭. পদার্থের চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? -সালফিউরিক
৮. শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাত হলো
-মডুলাস অব রিজিভিটি
৯. রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে? -আয়রন
১০. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
-প্রিন্টার
১১. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মসহকারী) রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী? -মাইক্রোওয়েভ
১২. ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
-ডেনমার্কের রাজা
১৩. ‘বৃষ্টি পরিমাপক’ যন্ত্রের নাম কী? -রেইনগেজ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)

১. পানিকে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর
-প্রতিসরণ
২. কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
-সাদা
৩. পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কী?
-পৃষ্ঠাটান
৪. কোন যন্ত্রের সাহায্যে গাড়ির গতি পরিমাপ করা হয়?
-স্পিডোমিটার
৫. মানুষের কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়?
-যকৃত
৬. টেলিভিশনে রঙিন ছবি তৈরির জন্য কোন রংগুলোর প্রয়োজন?
-নীল, লাল, সবুজ
৭. মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
-প্লীহা
৮. ‘A Brief History of Time’ গ্রন্থটির রচয়িতা কে?
-স্টিফেন হকিংস
৯. কোন ভিটামিনের অভাবে চর্ম রোগ হয়? -ভিটামিন সি
১০. কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে?
-নাইট্রোজেন

২০২০ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature এর প্রশ্ন

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক)

১. ডিমের নরম খোসা শক্ত হয় কী কারণে? -বাতাসের সংস্পর্শে
২. মানুষের দেহে সাধারণ ওজনের কত শতাংশ রক্ত থাকবে?
-৮%
৩. রক্তের হিমোগ্লোবিন হলো একটি
-আমিষ
৪. স্পাইনাল নার্ভ কয় জোড়া?
-৩১ জোড়া
৫. জারক রস বলতে কী বোঝায়?
-অনুঘটক
৬. চায়ের পাতায় কোন ভিটামিন থাকে? -ভিটামিন বি
৭. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? -ম্যানোমিটার
৮. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী? -খামসিন
৯. সবুজ গ্রহ বলা হয় কাকে?
-ইউরেনাস

পিএসসি (সিনিয়র স্টাফ নার্স)

১. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?
-৭৮.০২%
২. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
-পরমাণু শক্তি
৩. রক্তে হিমোগ্লোবিনের অভাবে মানবদেহে কোন জটিলতা সৃষ্টি হয়?
-রক্তস্বল্পতা দেখা দেয়
৪. এইডসের জীবাণু ভাইরাস ডায়রিয়ার কারণ কোনটি?
-রোটা ভাইরাস
৫.TB (যক্ষ্মা) হলে, কোন রক্তকণিকা বেড়ে যায়?
-Lymphocyte
৬. কোন পরীক্ষাটি TB রোগ নির্ণয়ের জন্য প্রযোজ্য নয়?
-CRP
৭. কোনটি Non-communicable disease নয়?
-Covid-19
৮. ডেঙ্গু হলে রক্তের কোন উপাদানটি পরিবর্তন হয় সবচেয়ে বেশি?
-Platelet
৯.  Antenatal Cheekup (প্রসব পূর্ববর্তী) কয়টি (According to WHO)?
-8
১০. কোনটি Pre-eclampsia-এর অন্যতম চিহ্ন?
-High BP with protenuria
১১. গর্ভবতী মায়ের খিচুনি হলে, কোন medicine দেবেন?
-Inj-MagSO4
১২. পানিতে দ্রবীভূত ভিটামিন কোনটি?  -Vit-B
১৩. কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না?
-Vit-K
১৪. রোগীর জন্ডিস শরীরের কোন স্থানে ভালোভাবে ফুটে ওঠে?
-চোখের Sclera
১৫. Hepatitis-B virus-এর জন্য কোন কোন পরীক্ষাটি করা হয়?
-HbsAg
১৬. কোন পদ্ধতিতে Bacteria-এর Spore ধ্বংস হয়?
-Autoclave
১৭. একজন মানুষের স্বাভাবিক BMI কত থাকতে হবে?
-18.5-24.9 kg/sqm
১৮. মানুষের শরীরের রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত?
-3.55 mmol/L
১৯. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ঔষধ?
-Tranexemic acid
২০. কোনটি Endocrine gland নয়?
-Liver
২১. Normal FHR (Fetal Heart Rate) কত? -120-160/minute
২২. কোনটি Shock এর Feature নয়? -Hypotension
২৩. মানবদেহে সবচেয়ে বড়ো অস্থি কোনটি? -ফিমার (Femour)
২৪. কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন, তাকে কী বলা হয়?
-Nephrologist

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট)

১. ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি?
-এডিস
২. কোন তরল পদার্থটি সবচেয়ে ভারী?
-পারদ
৩. কোনটি পিজিসিবির কাজ?
-বিদ্যুৎ সঞ্চালন
৪. কোভিড-১৯ ভাইরাসের নাম কী? -SARS-COV-2
৫. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন-এ
৬. পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কোনটি? -কার্বন ডাই-অক্সাইড
বাংলাদেশ সুপ্রিম কোর্ট (প্রটোকল অফিসার)
১. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দ্বারা?
-টাংস্টেন
২. কোথায় সাঁতার কাটা সহজ?
-সাগরে
৩. বাণিজ্যিক মৌমাছি পালনকে কী বলা হয়? -এপিকালচার
৪. কোন উদ্ভিদকে জীবন্ত ফসিল বলা হয়? -সাইকাস
৫. ইউরেনাস কে বলা হয়– গ্রহ।
-সবুজ
৬. কোনটি ছোটো দিনের উদ্ভিদ?
-পাট
৭. পৃথিবীকে সমান দুইভাগে ভাগ করলে কোন দুই রেখা?
-নিরক্ষরেখা
৮. ‘মিল্কি ওয়ে’ একটি–।
-নীহারিকা মণ্ডল
৯. রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায়?
-শিরা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন))

১. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
-C
২. কোনটি Open Source Software?
-Google Chrome
৩. কোন Protocolটি ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান- প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে?
-HTTPS
৪. কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
-Wi-MAX
৫. Computer থেকে Computer এ তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়
-Internet
৬. কোন উক্তিটি সঠিক ১ কিলোবাইট = -১০২৪ বাইট
৭. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায়
-এক কিলোওয়াট ঘণ্টা
৮. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? -প্রাকৃতিক গ্যাস

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি (উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ) 

১. কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?
-ট্রান্সফর্মার
২. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়
-টাংস্টেন
৩. ডিসি মেশিনের প্রধান কার্যকরী উপাদান কোনটি?
-কম্যুটেটর
৪. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
-প্রক্সিমা সেন্টারাই
৫. কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন হয়?
-LEO
৬. কোনটির স্পিড সবচেয়ে বেশি?
-রেজিস্টার
৭. Backbone যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার হয়
5G
৮. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
-এমএস ওয়ার্ড
৯. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? -ক্যালসিয়াম কার্বনেট
১০. বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়
-মহাসাগর
১১. কাঁদুনে গ্যাসের অপর নাম -ক্লোরোপিক্রিরিন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (জুনিয়র ইঞ্জিনিয়ার)

১. http প্রথম ব্যবহৃত হয় কখন?
-১৯৮৯
২. যে বইগুলো অনলাইনে পড়া যায়, সেগুলো কোন ফরম্যাটে থাকে?
-html
৩. কোনটি কম্পিউটার ভাইরাস?
-CIH
৪. কম্পিউটারের আইকিউ (IQ) কত?
-0

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. (সহকারী ব্যবস্থাপক)

১. Which key combination is used to permanently delete a file or folder?
– shirt+delete
২. In the digital world, loT stands for -Internet of Things
৩. In Excel, the COUNTA () function cells
-counts having number
৪. Biontech, the company that invented COVID vaccine along with Pfizer, is a company.
-German
৫. Which of the following key combination is used to create a new document in MS Word?
-Ctrl +N

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

প্রতিরক্ষা মন্ত্রণালয় (সহকারী পরিচালক)

১. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কীসের অভাবে?
-নাইট্রোজেন
২. মানবদেহের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত?
-১০৪:৭০০
৩. ক্যানসার রোগের কারণ কী?
-কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৪. মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে -২৩ জোড়া
৫. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের
-ফুসফুস
৬. Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
-যুক্তরাজ্য
৭. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
-একই হয়
৮. ডিমে কোন ভিটামিন নেই?
-ভিটামিন সি
৯. কোন রোগটি DNA ভাইরাসঘটিত?  -স্থলপক্স [Smallpox]
১০. করোনার মিশ্র ধরণ ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে?
-সাইপ্রাস
১১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
-১০ নিউটন

প্রতিরক্ষা মন্ত্রণালয় [সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)]

১. পানির অণু একটি
-ডায়াচুম্বক
২. চা পাতায় কোন ভিটামিন থাকে? -বি-কমপ্লেক্স
৩. কোনটি Open source software? -Google Crome
৪. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী? -Firmware
৫. Database language হচ্ছে
-Oracle
৬. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?
-সিলিকন
৭. ভাইরাসজনিত রোগ নয়
-নিউমোনিয়া
৮. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার
৯. ব্যাকটেরিয়া গতিশীলতার জন্য দায়ী -ফ্ল্যাজেলা
১০. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস
-RNA
১১. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা
-২৬.৫° সে.

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (পরিবার কল্যাণ পরিদর্শিকা)

১. পেনিসিলেনর আবিষ্কারক কে? -আলেকজান্ডার ফ্লেমিং
২.  ‘এইচআইভি’ কী?
-ভাইরাস
৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
-সিনকোনা
৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
-৭ এপ্রিল
৫. এডিস মশা কীসের জীবাণু বহন করে? -ডেঙ্গুজ্বর
৬. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
-ভিটামিন বি-৯
৭. কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ? -রুবেলা
৮. অগ্ন্যাশয় হতে কোনটি নিঃসৃত হয়? -ইনসুলিন
৯. কম্পিউটারের ভাষাকে কী বলা হয়? -যান্ত্রিক ভাষা

পিএসসি নন-ক্যাডার (সিনিয়র স্টাফ নার্স)

১. ভিটামিন ‘বি’-এর অভাবে
-বেরি বেরি রোগ হয়
২. রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG)-এর প্রধান উপাদান
-বিউটেন
৩. বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ? -প্রসবজনিত রক্তক্ষরণ [প্রায় ৩১%]
৪. CHOLECYSTECTOMY অপারেশনে যে অঙ্গটি অপসারণ করা হয়?
-Gall Bladder
৫. Vital Statistics বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়?
-জনসংখ্যার জন্ম-মৃত্যু ইত্যাদি
৬. বৃক্কের একক হলো
-নেফ্রন
৭. রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
-স্ফিগমোম্যানোমিটার
৮. মানবদেহে কয় জোড়া AUTOSOME আছে?
-২২ জোড়া
৯. ডেঙ্গ রোগটি (DENGUE) কোন মশার মাধ্যমে ছড়ায়?
-Aedes Aegypti
১০. কোন ভিটামিনের অভাবে Night blindness হয়?
-Vitamin A
১১. মানবদেহের রক্তে মূলত কয় ধরনের কোষ থাকে?
-৩ ধরনের
১২. কোনটি Reducing Sugar?
-গ্লুকোজ
১৩. কোন হরমোনের অভাবে Diabetes mellitus হয়?
-ইনসুলিন
১৪. সংক্রামক ব্যাধি কোনটি?
-এইডস
১৫. আয়োডিনের অভাবে কোন রোগ হয়? -গলগণ্ড
১৬. ক্যামোথেরাপিতে কোনটি ঘটে না?
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
১৭. সবচেয়ে Common type of annemia কোনটি?
-Iron Deficiency Anaemia
১৮. নিম্নলিখিতদের মধ্যে সারা বিশ্বে মহিলাদের সর্বাধিক ক্যান্সার কোনটিতে? -ব্রেস্ট ক্যানসার
১৯. Normal PH of human blood is  -7.35-7.45
২০. কোন ভিটামিনের অভাবে RICKET রোগ হয়?
-Vitamin D
২১. মানবদেহের Normal temperature কত?
-৯৮.৬°F (৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট)
২২. মানবদেহের Largest Artery কোনটি? -AORTA
২৩. Red blood cell-এর Life span কত দিন?
-১২০ দিন
২৪. স্বাভাবিক Pulse rate কোনটি?
-৭২ বার প্রতি মিনিটে
২৫. কোনটি Obstetric emergency? -Post-partum Haemorrhage
২৬. Ectopic pregnancy তে ভ্রূণের অবস্থান কোনটিতে হতে পারে?
-Fallopian tube
২৭. কোনটি Fungal infection?
-Ringworm
২৮. Exclusive breast feeding বলতে কয় মাসের জন্য বোঝায়?
-৬ মাস
২৯. Nosocomial infection-এর উৎস কোনটি?
-হাসপাতাল
৩০. ‘Plaster of peris’ কোথায় ব্যবহৃত হয়? -হাড়ভাঙার চিকিৎসায়
৩১. কোন খাবার থেকে বেশি ক্যালরি পাওয়া যায়?
-স্নেহ জাতীয় পদার্থ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট)

১. মাটির pH মান ৩-এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? -ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
২. কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়?
-ক্যালসিয়াম
৩. জন্মদিনে কেক ফোলানোর জন্য একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থটি কী?
-সোডিয়াম কার্বনেট
৪. ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি
-পিভিসি পাইপ
৫. একজন লোক বই পড়তে গেলে মাথাব্যথা করে। তাঁর কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
-উত্তল
৬. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী? -ডাইঅল্টার
৭. কোমল পানীয়গুলো কী দ্রবীভূত থাকে? -কার্বনিক অ্যাসিড
৮. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
-কোলেস্টেরল
৯. হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি
-নিরপেক্ষ
১০. কোন টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সারাসরি যুক্ত থাকে? -রিং ও মেশ
১১. কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয়, তাকে বলে?
-NIC
১২. কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য পাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়?
-BCD
১৩. এইচটিএমএল কী?
-কম্পিউটারের এক ভাষা
১৪. ডোমেইন নেম হলো ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম ডেটাবেজ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?
-এট্রিবিউটি ও ফিল্ড
১৫. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
-ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান,কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

সফল হতে চাইলে লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, শেখার মানসিকতা রাখো, ইতিবাচক থাকো এবং কখনো হাল ছাড়বে না!

সফল হতে চাইলে লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, শেখার মানসিকতা রাখো, ইতিবাচক থাকো এবং কখনো

Read More »

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী উত্তরসহ মডেল টেস্ট

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী উত্তরসহ মডেল টেস্ট বিষয়: বাংলা প্রথম পত্র (সৃজনশীল

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.