সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (সহকারী পরিচালক)
১. কোনটি মৌলিক পদার্থ?
-লৌহ
২. মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয়
৩. ‘কিয়োটো প্রোটোকল’ কীসের সাথে সম্পর্কিত?
-পরিবেশ
৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
৫. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
-আমিষ
৬. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
-পরমাণু শক্তি
৭.একটি রিলেশনাল ডেটাবেজ মডেলে কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়? -Tables
৮. UPS Stand for
-Uninterruptible Power Supply
৯. ই-মেইল ঠিকানায় @এরপরের অংশটিকে কী বলে?
-ডোমেইন নেম
১০. কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়?
-Modem
১১. কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একইসাথে অনুবাদ ও সম্পাদান করে?
-Compiler
১২. মুক্তা হলো ঝিনুকের
-প্রদাহের ফল
১৩. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
-লাল
১৪. সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
-নাইট্রোজেন
১৫. মোবাইল ফোনে কোন প্রজন্ম থেকে এমএমএস সেবা চালু হয়?
-দ্বিতীয়
১৬. কম্পিউটারের ডেটা প্রসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? -ডিকোডিং
সিকিউরিটি প্রিন্টিং প্রেস (সহকারী পরিচালক)
১. The driving force of an ecosystem is -Solar Energy
২. Which region of the moon is known as the ‘far side of the Moon’?
-South Pole
৩. According of the scientists, how many galaxies are there in the universe?
-200 billion
৪. What does FTP mean?
-File Transfer Protocol
৫. Which command is used to search anything in MS Word?
-Ctrl + F
৬. Which of the following memories has the shortest access time?
-Cache Memory
৭. The ALU of a computer, normally contains a number of high-speed storage element, is called
-Registers
৮. Identify the language which is mainly used for Artificial Intelligence? -Prolog
৯. Which base numbering system is commonly used in computer science? -Binnary
১০. Which programming language is known as a ‘low-level’ language? -Assembly language
১১. What is the purpose of a compiler in programming?
-To convert source code into machine code
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক)
১. কোনো তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
-4°C
২. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রা? -40°C
৩. ক্লোরোফিল পাওয়া যায় সবুজ পাতায় OMR-এর পূর্ণ রূপ কোনটি?
-Optical Mark Recognition
৪. পানির pH-এর মান কত হলে, পুরোপুরি ক্ষারকীয় বলা হয়?
-14
৫. প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয় এক টন রেফ্রিজারেশন বলতে কী বোঝায়? -210KJ/min
৬. যে যন্ত্রের সাহায্যে পানির গতি শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন কর হয় তাকে বলে
-ওয়াটার টারবাইন
৭. পদার্থের চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? -সালফিউরিক
৮. শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাত হলো
-মডুলাস অব রিজিভিটি
৯. রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে? -আয়রন
১০. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
-প্রিন্টার
১১. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মসহকারী) রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী? -মাইক্রোওয়েভ
১২. ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
-ডেনমার্কের রাজা
১৩. ‘বৃষ্টি পরিমাপক’ যন্ত্রের নাম কী? -রেইনগেজ
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)
১. পানিকে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর
-প্রতিসরণ
২. কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
-সাদা
৩. পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কী?
-পৃষ্ঠাটান
৪. কোন যন্ত্রের সাহায্যে গাড়ির গতি পরিমাপ করা হয়?
-স্পিডোমিটার
৫. মানুষের কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়?
-যকৃত
৬. টেলিভিশনে রঙিন ছবি তৈরির জন্য কোন রংগুলোর প্রয়োজন?
-নীল, লাল, সবুজ
৭. মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
-প্লীহা
৮. ‘A Brief History of Time’ গ্রন্থটির রচয়িতা কে?
-স্টিফেন হকিংস
৯. কোন ভিটামিনের অভাবে চর্ম রোগ হয়? -ভিটামিন সি
১০. কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে?
-নাইট্রোজেন
২০২০ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature এর প্রশ্ন
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক)
১. ডিমের নরম খোসা শক্ত হয় কী কারণে? -বাতাসের সংস্পর্শে
২. মানুষের দেহে সাধারণ ওজনের কত শতাংশ রক্ত থাকবে?
-৮%
৩. রক্তের হিমোগ্লোবিন হলো একটি
-আমিষ
৪. স্পাইনাল নার্ভ কয় জোড়া?
-৩১ জোড়া
৫. জারক রস বলতে কী বোঝায়?
-অনুঘটক
৬. চায়ের পাতায় কোন ভিটামিন থাকে? -ভিটামিন বি
৭. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? -ম্যানোমিটার
৮. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কী? -খামসিন
৯. সবুজ গ্রহ বলা হয় কাকে?
-ইউরেনাস
পিএসসি (সিনিয়র স্টাফ নার্স)
১. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?
-৭৮.০২%
২. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
-পরমাণু শক্তি
৩. রক্তে হিমোগ্লোবিনের অভাবে মানবদেহে কোন জটিলতা সৃষ্টি হয়?
-রক্তস্বল্পতা দেখা দেয়
৪. এইডসের জীবাণু ভাইরাস ডায়রিয়ার কারণ কোনটি?
-রোটা ভাইরাস
৫.TB (যক্ষ্মা) হলে, কোন রক্তকণিকা বেড়ে যায়?
-Lymphocyte
৬. কোন পরীক্ষাটি TB রোগ নির্ণয়ের জন্য প্রযোজ্য নয়?
-CRP
৭. কোনটি Non-communicable disease নয়?
-Covid-19
৮. ডেঙ্গু হলে রক্তের কোন উপাদানটি পরিবর্তন হয় সবচেয়ে বেশি?
-Platelet
৯. Antenatal Cheekup (প্রসব পূর্ববর্তী) কয়টি (According to WHO)?
-8
১০. কোনটি Pre-eclampsia-এর অন্যতম চিহ্ন?
-High BP with protenuria
১১. গর্ভবতী মায়ের খিচুনি হলে, কোন medicine দেবেন?
-Inj-MagSO4
১২. পানিতে দ্রবীভূত ভিটামিন কোনটি? -Vit-B
১৩. কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না?
-Vit-K
১৪. রোগীর জন্ডিস শরীরের কোন স্থানে ভালোভাবে ফুটে ওঠে?
-চোখের Sclera
১৫. Hepatitis-B virus-এর জন্য কোন কোন পরীক্ষাটি করা হয়?
-HbsAg
১৬. কোন পদ্ধতিতে Bacteria-এর Spore ধ্বংস হয়?
-Autoclave
১৭. একজন মানুষের স্বাভাবিক BMI কত থাকতে হবে?
-18.5-24.9 kg/sqm
১৮. মানুষের শরীরের রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত?
-3.55 mmol/L
১৯. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ঔষধ?
-Tranexemic acid
২০. কোনটি Endocrine gland নয়?
-Liver
২১. Normal FHR (Fetal Heart Rate) কত? -120-160/minute
২২. কোনটি Shock এর Feature নয়? -Hypotension
২৩. মানবদেহে সবচেয়ে বড়ো অস্থি কোনটি? -ফিমার (Femour)
২৪. কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন, তাকে কী বলা হয়?
-Nephrologist
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (টেকনিক্যাল অ্যাটেনডেন্ট)
১. ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি?
-এডিস
২. কোন তরল পদার্থটি সবচেয়ে ভারী?
-পারদ
৩. কোনটি পিজিসিবির কাজ?
-বিদ্যুৎ সঞ্চালন
৪. কোভিড-১৯ ভাইরাসের নাম কী? -SARS-COV-2
৫. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন-এ
৬. পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কোনটি? -কার্বন ডাই-অক্সাইড
বাংলাদেশ সুপ্রিম কোর্ট (প্রটোকল অফিসার)
১. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দ্বারা?
-টাংস্টেন
২. কোথায় সাঁতার কাটা সহজ?
-সাগরে
৩. বাণিজ্যিক মৌমাছি পালনকে কী বলা হয়? -এপিকালচার
৪. কোন উদ্ভিদকে জীবন্ত ফসিল বলা হয়? -সাইকাস
৫. ইউরেনাস কে বলা হয়– গ্রহ।
-সবুজ
৬. কোনটি ছোটো দিনের উদ্ভিদ?
-পাট
৭. পৃথিবীকে সমান দুইভাগে ভাগ করলে কোন দুই রেখা?
-নিরক্ষরেখা
৮. ‘মিল্কি ওয়ে’ একটি–।
-নীহারিকা মণ্ডল
৯. রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায়?
-শিরা
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন))
১. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
-C
২. কোনটি Open Source Software?
-Google Chrome
৩. কোন Protocolটি ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান- প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে?
-HTTPS
৪. কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
-Wi-MAX
৫. Computer থেকে Computer এ তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়
-Internet
৬. কোন উক্তিটি সঠিক ১ কিলোবাইট = -১০২৪ বাইট
৭. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায়
-এক কিলোওয়াট ঘণ্টা
৮. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? -প্রাকৃতিক গ্যাস
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি (উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ)
১. কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?
-ট্রান্সফর্মার
২. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়
-টাংস্টেন
৩. ডিসি মেশিনের প্রধান কার্যকরী উপাদান কোনটি?
-কম্যুটেটর
৪. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
-প্রক্সিমা সেন্টারাই
৫. কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন হয়?
-LEO
৬. কোনটির স্পিড সবচেয়ে বেশি?
-রেজিস্টার
৭. Backbone যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার হয়
5G
৮. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
-এমএস ওয়ার্ড
৯. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? -ক্যালসিয়াম কার্বনেট
১০. বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়
-মহাসাগর
১১. কাঁদুনে গ্যাসের অপর নাম -ক্লোরোপিক্রিরিন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (জুনিয়র ইঞ্জিনিয়ার)
১. http প্রথম ব্যবহৃত হয় কখন?
-১৯৮৯
২. যে বইগুলো অনলাইনে পড়া যায়, সেগুলো কোন ফরম্যাটে থাকে?
-html
৩. কোনটি কম্পিউটার ভাইরাস?
-CIH
৪. কম্পিউটারের আইকিউ (IQ) কত?
-0
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. (সহকারী ব্যবস্থাপক)
১. Which key combination is used to permanently delete a file or folder?
– shirt+delete
২. In the digital world, loT stands for -Internet of Things
৩. In Excel, the COUNTA () function cells
-counts having number
৪. Biontech, the company that invented COVID vaccine along with Pfizer, is a company.
-German
৫. Which of the following key combination is used to create a new document in MS Word?
-Ctrl +N
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
প্রতিরক্ষা মন্ত্রণালয় (সহকারী পরিচালক)
১. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কীসের অভাবে?
-নাইট্রোজেন
২. মানবদেহের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত?
-১০৪:৭০০
৩. ক্যানসার রোগের কারণ কী?
-কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৪. মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে -২৩ জোড়া
৫. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের
-ফুসফুস
৬. Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
-যুক্তরাজ্য
৭. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
-একই হয়
৮. ডিমে কোন ভিটামিন নেই?
-ভিটামিন সি
৯. কোন রোগটি DNA ভাইরাসঘটিত? -স্থলপক্স [Smallpox]
১০. করোনার মিশ্র ধরণ ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে?
-সাইপ্রাস
১১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
-১০ নিউটন
প্রতিরক্ষা মন্ত্রণালয় [সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)]
১. পানির অণু একটি
-ডায়াচুম্বক
২. চা পাতায় কোন ভিটামিন থাকে? -বি-কমপ্লেক্স
৩. কোনটি Open source software? -Google Crome
৪. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী? -Firmware
৫. Database language হচ্ছে
-Oracle
৬. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?
-সিলিকন
৭. ভাইরাসজনিত রোগ নয়
-নিউমোনিয়া
৮. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার
৯. ব্যাকটেরিয়া গতিশীলতার জন্য দায়ী -ফ্ল্যাজেলা
১০. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস
-RNA
১১. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা
-২৬.৫° সে.
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (পরিবার কল্যাণ পরিদর্শিকা)
১. পেনিসিলেনর আবিষ্কারক কে? -আলেকজান্ডার ফ্লেমিং
২. ‘এইচআইভি’ কী?
-ভাইরাস
৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
-সিনকোনা
৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
-৭ এপ্রিল
৫. এডিস মশা কীসের জীবাণু বহন করে? -ডেঙ্গুজ্বর
৬. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
-ভিটামিন বি-৯
৭. কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ? -রুবেলা
৮. অগ্ন্যাশয় হতে কোনটি নিঃসৃত হয়? -ইনসুলিন
৯. কম্পিউটারের ভাষাকে কী বলা হয়? -যান্ত্রিক ভাষা
পিএসসি নন-ক্যাডার (সিনিয়র স্টাফ নার্স)
১. ভিটামিন ‘বি’-এর অভাবে
-বেরি বেরি রোগ হয়
২. রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG)-এর প্রধান উপাদান
-বিউটেন
৩. বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ? -প্রসবজনিত রক্তক্ষরণ [প্রায় ৩১%]
৪. CHOLECYSTECTOMY অপারেশনে যে অঙ্গটি অপসারণ করা হয়?
-Gall Bladder
৫. Vital Statistics বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়?
-জনসংখ্যার জন্ম-মৃত্যু ইত্যাদি
৬. বৃক্কের একক হলো
-নেফ্রন
৭. রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
-স্ফিগমোম্যানোমিটার
৮. মানবদেহে কয় জোড়া AUTOSOME আছে?
-২২ জোড়া
৯. ডেঙ্গ রোগটি (DENGUE) কোন মশার মাধ্যমে ছড়ায়?
-Aedes Aegypti
১০. কোন ভিটামিনের অভাবে Night blindness হয়?
-Vitamin A
১১. মানবদেহের রক্তে মূলত কয় ধরনের কোষ থাকে?
-৩ ধরনের
১২. কোনটি Reducing Sugar?
-গ্লুকোজ
১৩. কোন হরমোনের অভাবে Diabetes mellitus হয়?
-ইনসুলিন
১৪. সংক্রামক ব্যাধি কোনটি?
-এইডস
১৫. আয়োডিনের অভাবে কোন রোগ হয়? -গলগণ্ড
১৬. ক্যামোথেরাপিতে কোনটি ঘটে না?
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
১৭. সবচেয়ে Common type of annemia কোনটি?
-Iron Deficiency Anaemia
১৮. নিম্নলিখিতদের মধ্যে সারা বিশ্বে মহিলাদের সর্বাধিক ক্যান্সার কোনটিতে? -ব্রেস্ট ক্যানসার
১৯. Normal PH of human blood is -7.35-7.45
২০. কোন ভিটামিনের অভাবে RICKET রোগ হয়?
-Vitamin D
২১. মানবদেহের Normal temperature কত?
-৯৮.৬°F (৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট)
২২. মানবদেহের Largest Artery কোনটি? -AORTA
২৩. Red blood cell-এর Life span কত দিন?
-১২০ দিন
২৪. স্বাভাবিক Pulse rate কোনটি?
-৭২ বার প্রতি মিনিটে
২৫. কোনটি Obstetric emergency? -Post-partum Haemorrhage
২৬. Ectopic pregnancy তে ভ্রূণের অবস্থান কোনটিতে হতে পারে?
-Fallopian tube
২৭. কোনটি Fungal infection?
-Ringworm
২৮. Exclusive breast feeding বলতে কয় মাসের জন্য বোঝায়?
-৬ মাস
২৯. Nosocomial infection-এর উৎস কোনটি?
-হাসপাতাল
৩০. ‘Plaster of peris’ কোথায় ব্যবহৃত হয়? -হাড়ভাঙার চিকিৎসায়
৩১. কোন খাবার থেকে বেশি ক্যালরি পাওয়া যায়?
-স্নেহ জাতীয় পদার্থ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট)
১. মাটির pH মান ৩-এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? -ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
২. কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়?
-ক্যালসিয়াম
৩. জন্মদিনে কেক ফোলানোর জন্য একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থটি কী?
-সোডিয়াম কার্বনেট
৪. ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি
-পিভিসি পাইপ
৫. একজন লোক বই পড়তে গেলে মাথাব্যথা করে। তাঁর কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
-উত্তল
৬. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী? -ডাইঅল্টার
৭. কোমল পানীয়গুলো কী দ্রবীভূত থাকে? -কার্বনিক অ্যাসিড
৮. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
-কোলেস্টেরল
৯. হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি
-নিরপেক্ষ
১০. কোন টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সারাসরি যুক্ত থাকে? -রিং ও মেশ
১১. কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয়, তাকে বলে?
-NIC
১২. কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য পাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়?
-BCD
১৩. এইচটিএমএল কী?
-কম্পিউটারের এক ভাষা
১৪. ডোমেইন নেম হলো ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম ডেটাবেজ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?
-এট্রিবিউটি ও ফিল্ড
১৫. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
-ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে