সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রটোকল অফিসার ২০২৪
১. কোনটি কম্পিউটারের একটি মেমোরি ডিভাইস?
-র্যাম
২. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কী?
-বিট
বাংলাদেশ রেলওয়ের (উপ-সহকারী প্রকৌশলী)
১.ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয়, তা হলো
-এক্স রেস (X rays)
২. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়
-প্রাকৃতিক গ্যাস
ঢাকা ওয়াসা-এর (উপ-সহকারী প্রকৌশলী)
১. নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাণ দেয়?
-নিউটনের ২য় সূত্র
২. নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কোনটি চালু হয়েছে?
-ডিজিটাল সেন্টার
৩. ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর— প্রবণতা রাখে।
-বিপরীত
৪. কোনটিতে ঋণাত্মক আধান থাকে? -ইলেকট্রন
৫. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?
-দর্পণ
৬. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়? -রেজিস্ট্যান্স
৭. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা
-অর্ধেক হ্রাস পায়
৮. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়; কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়
-রেক্টিফায়ার
৯. গান মেটালের প্রধান উপাদান কী?
-তামা
১০. পানি বরফে পরিণত হলে কী ঘটে? -আয়তন বেড়ে যায়
১১. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তার নাম
-ব্যারোমিটার
১২. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
-শব্দশক্তি
১৩. সিমেন্টে চুনের পরিমাণ কত?
-৬০-৬৭%
১৪. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?
-সিলিকন
১৫. নিচের কোনটি ধাতু?
-পারদ
১৬. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
-Brass (পিতল)
১৭. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
-13.6
১৮. নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহি?
ক. তামা
খ. অ্যালুমিনিয়াম
গ. নাইক্রোম
ঘ. ম্যাঙ্গানিজ
-অপশনে সঠিক উত্তর নেই
১৯. এক জুল সমান = ?
-In-m
২০. যে রোগে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়?
-এইডস
২০২০ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature এর প্রশ্ন
সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)
১. The average salinity of sea water is -3.5%
২. Decibel is a unit to measure
-Sound
৩. The unit used to measure the distance between stars is
-Light year
৪. Recently approved R21/Matrix-M is the vaccine against which of the following diseases?
-Malaria
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিপোর্ট-এর হোম ইকোনমিস্ট
১. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কী বলে?
-বিজারক
২. কোনটি নবায়নযোগ্য শক্তি উৎস?
-সমুদ্রের ঢেউ
৩. ভারী পানি (Heavy Water) এর সংকেত কোনটি?
-D₂O
৪. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো
-৪:১:১
৫. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? -ইস্পাত
৬. নিচের কোনটি কিডনির কার্যকরী একক? -নেফ্রন
৭. জিকা ভাইরাস ছড়ায় কীসের মাধ্যমে? -মশা
৮. পানি নিরপেক্ষ হলে pH এর মান হবে
-৭
৯. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? -কঠিন মাধ্যম
১০. স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
-২৫ সেমি.
১১. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি? -পর্যাবৃত্ত গতি
১২. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় -অক্সিজেন
১৩. ১ টেরাবাইট (TB) সমান
-১০২৪ গিগাবাইট
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩
১৪. মানুষের শ্রাব্যতার সীমা কত?
-20 Hz থেকে 20,000 Hz
১৫. কোনটি রাসায়নিক পরিবর্তন? -সালোকসংশ্লেষণ
১৬. ১ কিলোওয়াট ঘণ্টা সমান কত?
-৩.৬ মেগা জুল
১৭. পৃথিবীর তলে কোনো বস্তুর ভর ওজন হবে
-৯৮ নিউটন
১৮. ১০ কিলোগ্রাম হলে বস্তুর পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বৃদ্ধি পেয়েছে
-০.৮° সেলসিয়াস
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (PGCB)
১. একটি কম্পিউটারের আইকিউ কত?
-০
২. 3 ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট) হলে, আউটপুট কত?
-1
৩. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে
-সিলভার ব্রোমাইড
৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? -কালো
৫. কাঁদুনে গ্যাসের অপর নাম কী? -ক্লোরোপিক্রিন
৬. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
-স্ট্রাটোমণ্ডল
৭. বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?
-হাইড্রোজেন
৮. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
-সোডিয়াম কার্বনেট
৯. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
-অভ্যন্তরীণ প্রতিফলন
১০. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম
-রঞ্জন রশ্মি
১১. কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না?
-নাপাম
১২. বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
-গ্যাস
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (জুনিয়র হিসাব সহকারী)
১. রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে? -অনুচক্রিকা
২. কোনো শব্দ শোনা পর কত সেকেন্ড-এর রেশ মস্তিষ্কে থাকে?
-০.১ সেকেন্ড
৩. কোন পানিতে অক্সিজেন-এর পরিমাণ বেশি?
-নদী
৪. কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী -Firewall
৫. ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?
-স্টাবিলাইজার
৬. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
-অভ্যন্তরীণ প্রতিফলন
৭. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?
-LAN
৮. উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?
-চিত্রভিত্তিক
৯. অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? -মাইক্রোসফট
১০. পাওয়ার পয়েন্ট দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয়
-Dial-up
১১. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ
-অল্প তাপে বৃদ্ধি পায়
১২. প্রাথমিক বর্ণ নয় কোনটি?
-বেগুনি
১৩. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
-দর্পণ
১৪. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে? -কম্পিউটারে স্লো হয়ে যায়
১৫. একটি ধাতুর উপর জিংক-এর প্রলেপ দেয়াকে কী বলে?
-গ্যালভানাইজিং
১৬. একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন
-কমবে
১৭. সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে
-পারদ
১৮. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
-বিকিরণ
১৯. কোনটি চার্জবিহীন?
-নিউট্রন
২০. কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?
-প্লাটিনাম
২১. ফিউজ তার কীসের সংকর?
-টিন ও সিসা
২২. এক্সরে আবিষ্কার করেন কে?
-রন্টজেন
২৩. জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে -কোমোসোম
২৪. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার
২৫. কম্পিউটার ভাইরাস কী?
-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
২৬. সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
-গ্লিসারিন
২৭. পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?
খ. পেট্রোলের সাথে মিশে না+ গ. পেট্রোল পানির চেয়ে হালকা
২৮. কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?
-এমএস এক্সেল
২৯. কিবোর্ডের কোন key-টি সাধারণত Help key হিসেবে ব্যবহৃত হয়?
-F1
৩০. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
-টাংস্টেন
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (কারিগরি সহায়ক)
১. কোন তিনটি মুখ্য বর্ণ (Fundamental Color)?
-লাল, নীল, সবুজ
২. কোনটি বিদ্যুৎ কুপরিবাহী?
-রাবার
৩. Which device is called Sillico Sapiens.
-Computer
৪. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
-বিল গেইস
৫. ‘অটোমোবাইল-এর ব্যাটারিতে যে এসিড থাকে তা হচ্ছে
-সালফিউরিক এসিড
৬. মোবাইল ফোনের জনক কে?
-মার্টিন কুপার
৭. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
-লোটাস ও পাইথন
৮. ‘অভ্র কিবোর্ড’ কে তৈরি করেন?
-মেহেদী হাসান
৯. কিবোর্ডের ‘ফাংশন-কি’ কয়টি?
-১২টি
১০. খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
১১. শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি?
-৩টি
১২. বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
-ভূকেন্দ্রে
১৩. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? -অ্যালুমিনিয়াম
১৪. বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
-৫০ হার্টজ
১৫. সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারে কীসের সব তথ্য হারিয়ে যায়?
-RAM-এর তথ্য
১৬. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস? -মাউস
১৭. আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর -বিক্ষেপণ বেশি
১৮. কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয়?
-C
১৯. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? -বায়বীয় মাধ্যমে
২০. কোনটি এন্টিবায়োটিক?
-পেনিসিলিন
২১. আলোকবর্ষ কী পরিমাপ করে?
– দূরত্ব
২২. কোনটি Fossil Fuel নয়?
-ইউরেনিয়াম
২৩. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়
-বিদ্যুৎ উৎপাদনে
২৪. সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
-হীরক
২৫. কোনটি বেশি ক্ষতিকারক?
-কার্বন মনোঅক্সাইড
২৬. কম্পিউটার ব্রেইন হলো
-মাইক্রোপ্রসেসর
২৭. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
-মিথেন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২য় ধাপ) ২০২৪
১. Al-এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
-4IR, Digital device, Cloud server
২. নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? -ক্যান্সার ও স্ট্রোক
৩. মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
-৯০
৪. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম
-আলোক তরঙ্গ
৫. নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
-প্রতিধ্বনি
৬. ‘SIM’-এর পূর্ণরূপ কী?
-Subscriber Identity Module
১৮তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ পর্যায়) ২০২৪
১. কম্পিউটার শব্দের অর্থ কী?
-হিসাবকারী বা গণনাকারী যন্ত্র
২. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কর্ম? -নিরক্ষীয় অঞ্চলে
৩. ব্যাকটেরিয়া কী?
-অণুজীব
৪. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
-সূর্য
৫. খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
-কিলো-ক্যালোরি
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০২৪
১. রক্তে Platelet-এর কাজ কী?
-রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
-ইন্টারনেট
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০২৪
১. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
-বায়ু
২. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্পবিল্পবের সাথে সম্পৃক্ত নয়?
-টেলিগ্রাফ
৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
-নাইট্রোজেন
রাষ্ট্রপতি কার্যালয় এর সহকারী প্রটোকল অফিসার (১০ম গ্রেড) ২০২৪
১. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
-থাইরক্সিন প্রমান
২. লেন্সের ক্ষমতার একক কোনটি? -ডায়াপটার
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে