Friday, March 28, 2025

সাধারণ বিজ্ঞান,কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রটোকল অফিসার ২০২৪

১. কোনটি কম্পিউটারের একটি মেমোরি ডিভাইস?
-র‍্যাম
২. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কী?
-বিট

বাংলাদেশ রেলওয়ের (উপ-সহকারী প্রকৌশলী)

১.ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয়, তা হলো
-এক্স রেস (X rays)
২. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়
-প্রাকৃতিক গ্যাস

ঢাকা ওয়াসা-এর (উপ-সহকারী প্রকৌশলী)

১. নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাণ দেয়?
-নিউটনের ২য় সূত্র
২. নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কোনটি চালু হয়েছে?
-ডিজিটাল সেন্টার
৩. ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যে দিকে বস্তু, বস্তুটিকে সরানোর— প্রবণতা রাখে।
-বিপরীত
৪. কোনটিতে ঋণাত্মক আধান থাকে? -ইলেকট্রন
৫. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?
-দর্পণ
৬. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়? -রেজিস্ট্যান্স
৭. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা
-অর্ধেক হ্রাস পায়
৮. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়; কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়
-রেক্টিফায়ার
৯. গান মেটালের প্রধান উপাদান কী?
-তামা
১০. পানি বরফে পরিণত হলে কী ঘটে? -আয়তন বেড়ে যায়
১১. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তার নাম
-ব্যারোমিটার
১২. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
-শব্দশক্তি
১৩. সিমেন্টে চুনের পরিমাণ কত?
-৬০-৬৭%
১৪. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?
-সিলিকন
১৫. নিচের কোনটি ধাতু?
-পারদ
১৬. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
-Brass (পিতল)
১৭. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
-13.6
১৮. নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহি?
ক. তামা
খ. অ্যালুমিনিয়াম
গ. নাইক্রোম
ঘ. ম্যাঙ্গানিজ
-অপশনে সঠিক উত্তর নেই
১৯. এক জুল সমান = ?
-In-m
২০. যে রোগে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়?
-এইডস

২০২০ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature এর প্রশ্ন

সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক)

১. The average salinity of sea water is -3.5%
২. Decibel is a unit to measure
-Sound
৩. The unit used to measure the distance between stars is
-Light year
৪. Recently approved R21/Matrix-M is the vaccine against which of the following diseases?
-Malaria

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিপোর্ট-এর হোম ইকোনমিস্ট

১. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কী বলে?
-বিজারক
২. কোনটি নবায়নযোগ্য শক্তি উৎস?
-সমুদ্রের ঢেউ
৩. ভারী পানি (Heavy Water) এর সংকেত কোনটি?
-D₂O
৪. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো
-৪:১:১
৫. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? -ইস্পাত
৬. নিচের কোনটি কিডনির কার্যকরী একক? -নেফ্রন
৭. জিকা ভাইরাস ছড়ায় কীসের মাধ্যমে? -মশা
৮.‌ পানি নিরপেক্ষ হলে pH এর মান হবে
-৭
৯. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? -কঠিন মাধ্যম
১০. স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
-২৫ সেমি.
১১. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি? -পর্যাবৃত্ত গতি
১২. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় -অক্সিজেন
১৩. ১ টেরাবাইট (TB) সমান
-১০২৪ গিগাবাইট

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৩

১৪. মানুষের শ্রাব্যতার সীমা কত?
-20 Hz থেকে 20,000 Hz
১৫. কোনটি রাসায়নিক পরিবর্তন? -সালোকসংশ্লেষণ
১৬. ১ কিলোওয়াট ঘণ্টা সমান কত?
-৩.৬ মেগা জুল
১৭. পৃথিবীর তলে কোনো বস্তুর ভর ওজন হবে
-৯৮ নিউটন
১৮. ১০ কিলোগ্রাম হলে বস্তুর পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বৃদ্ধি পেয়েছে
-০.৮° সেলসিয়াস

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (PGCB)

১. একটি কম্পিউটারের আইকিউ কত?
-০
২. 3 ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট) হলে, আউটপুট কত?
-1
৩. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে
-সিলভার ব্রোমাইড
৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? -কালো
৫. কাঁদুনে গ্যাসের অপর নাম কী? -ক্লোরোপিক্রিন
৬. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
-স্ট্রাটোমণ্ডল
৭. বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?
-হাইড্রোজেন
৮. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
-সোডিয়াম কার্বনেট
৯. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
-অভ্যন্তরীণ প্রতিফলন
১০. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম
-রঞ্জন রশ্মি
১১. কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না?
-নাপাম
১২. বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
-গ্যাস
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (জুনিয়র হিসাব সহকারী)
১. রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে? -অনুচক্রিকা
২. কোনো শব্দ শোনা পর কত সেকেন্ড-এর রেশ মস্তিষ্কে থাকে?
-০.১ সেকেন্ড
৩. কোন পানিতে অক্সিজেন-এর পরিমাণ বেশি?
-নদী
৪. কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী -Firewall
৫. ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?
-স্টাবিলাইজার
৬. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
-অভ্যন্তরীণ প্রতিফলন
৭. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?
-LAN
৮. উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?
-চিত্রভিত্তিক
৯. অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? -মাইক্রোসফট
১০. পাওয়ার পয়েন্ট দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয়
-Dial-up
১১. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ
-অল্প তাপে বৃদ্ধি পায়
১২. প্রাথমিক বর্ণ নয় কোনটি?
-বেগুনি
১৩. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
-দর্পণ
১৪. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে? -কম্পিউটারে স্লো হয়ে যায়
১৫. একটি ধাতুর উপর জিংক-এর প্রলেপ দেয়াকে কী বলে?
-গ্যালভানাইজিং
১৬. একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন
-কমবে
১৭. সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে
-পারদ
১৮. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
-বিকিরণ
১৯. কোনটি চার্জবিহীন?
-নিউট্রন
২০. কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?
-প্লাটিনাম
২১. ফিউজ তার কীসের সংকর?
-টিন ও সিসা
২২. এক্সরে আবিষ্কার করেন কে?
-রন্টজেন
২৩. জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে -কোমোসোম
২৪. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
-অপটিক্যাল ফাইবার
২৫. কম্পিউটার ভাইরাস কী?
-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
২৬. সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
-গ্লিসারিন
২৭. পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?
খ. পেট্রোলের সাথে মিশে না+ গ. পেট্রোল পানির চেয়ে হালকা
২৮. কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়‍্যারটি বেশি উপযোগী?
-এমএস এক্সেল
২৯. কিবোর্ডের কোন key-টি সাধারণত Help key হিসেবে ব্যবহৃত হয়?
-F1
৩০. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
-টাংস্টেন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (কারিগরি সহায়ক)

১. কোন তিনটি মুখ্য বর্ণ (Fundamental Color)?
-লাল, নীল, সবুজ
২. কোনটি বিদ্যুৎ কুপরিবাহী?
-রাবার
৩. Which device is called Sillico Sapiens.
-Computer
৪. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
-বিল গেইস
৫. ‘অটোমোবাইল-এর ব্যাটারিতে যে এসিড থাকে তা হচ্ছে
-সালফিউরিক এসিড
৬. মোবাইল ফোনের জনক কে?
-মার্টিন কুপার
৭. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
-লোটাস ও পাইথন
৮. ‘অভ্র কিবোর্ড’ কে তৈরি করেন?
-মেহেদী হাসান
৯. কিবোর্ডের ‘ফাংশন-কি’ কয়টি?
-১২টি
১০. খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
১১. শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি?
-৩টি
১২. বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
-ভূকেন্দ্রে
১৩. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? -অ্যালুমিনিয়াম
১৪. বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
-৫০ হার্টজ
১৫. সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারে কীসের সব তথ্য হারিয়ে যায়?
-RAM-এর তথ্য
১৬. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস? -মাউস
১৭. আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর -বিক্ষেপণ বেশি
১৮. কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয়?
-C
১৯. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? -বায়বীয় মাধ্যমে
২০. কোনটি এন্টিবায়োটিক?
-পেনিসিলিন
২১. আলোকবর্ষ কী পরিমাপ করে?
– দূরত্ব
২২. কোনটি Fossil Fuel নয়?
-ইউরেনিয়াম
২৩. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়
-বিদ্যুৎ উৎপাদনে
২৪. সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
-হীরক
২৫. কোনটি বেশি ক্ষতিকারক?
-কার্বন মনোঅক্সাইড
২৬. কম্পিউটার ব্রেইন হলো
-মাইক্রোপ্রসেসর
২৭.‌ বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
-মিথেন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (২য় ধাপ) ২০২৪

১. Al-এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
-4IR, Digital device, Cloud server
২. নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? -ক্যান্সার ও স্ট্রোক
৩. মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
-৯০
৪. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম
-আলোক তরঙ্গ
৫. নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
-প্রতিধ্বনি
৬. ‘SIM’-এর পূর্ণরূপ কী?
-Subscriber Identity Module

১৮তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ পর্যায়) ২০২৪

১. কম্পিউটার শব্দের অর্থ কী?
-হিসাবকারী বা গণনাকারী যন্ত্র
২. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কর্ম? -নিরক্ষীয় অঞ্চলে
৩. ব্যাকটেরিয়া কী?
-অণুজীব
৪. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
-সূর্য
৫. খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
-কিলো-ক্যালোরি

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০২৪

১. রক্তে Platelet-এর কাজ কী?
-রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
-ইন্টারনেট

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়-২) ২০২৪

১. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
-বায়ু
২. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্পবিল্পবের সাথে সম্পৃক্ত নয়?
-টেলিগ্রাফ
৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
-নাইট্রোজেন

রাষ্ট্রপতি কার্যালয় এর সহকারী প্রটোকল অফিসার (১০ম গ্রেড) ২০২৪

১. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
-থাইরক্সিন প্রমান
২. লেন্সের ক্ষমতার একক কোনটি? -ডায়াপটার

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান,কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪

সফল হতে চাইলে লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, শেখার মানসিকতা রাখো, ইতিবাচক থাকো এবং কখনো হাল ছাড়বে না!

সফল হতে চাইলে লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, শেখার মানসিকতা রাখো, ইতিবাচক থাকো এবং কখনো

Read More »

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী উত্তরসহ মডেল টেস্ট

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী উত্তরসহ মডেল টেস্ট বিষয়: বাংলা প্রথম পত্র (সৃজনশীল

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.