সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (সহকারী প্রোগ্রামার)
১. 10000000 এই বাইনারী নম্বরটির 2’s Complement ফরম্যাটের মান কত (৮ বিট)
-128
২. কম্পিউটারকে নিম্নলিখিতভাবে Internet-এর সাথে সংযুক্ত করা যায় -Phase-line-modem; DSL; Cable modem
৩. Encapsulation-এর মাধ্যমে object oriented programming-এর কোন বৈশিষ্ট্যটি নিশ্চিত হয়
-Inheritance
৪. Last-In-First-Out (LIFO) data structure কোনটি?
-Stack
২০২১ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature
৫. C কী ধরনের প্রোগ্রামিং ভাষা?
-Mid-level language
৬. Max-Heap data structure-এর সবচেয়ে বড় নম্বরটি কোথায় থাকে?
-Root
৭. Programming Language-এর নিচের কোনটি ‘৭৫’ দিয়ে replace করা হয়?
-switch
৮. কোনটি প্রথম নেটওয়ার্ক?
-ARPANET
৯. Arithmetic Logical operation-এর ভাটা কাজের সময় কোথায় রাখা হয়? -Accumulator
১০. কোন Routing Protocol- Dijkstra Algorithm ব্যবহার করা হয়?
-OSPF
১১. E-mail Service-এর সাথে কোনটি সম্পৃক্ত
-SMTP
১২. ‘b’-এর ASCII Value কত?
-98
১৩. IP address থেকে MAC Address জানার Protocol কোনটি?
-ARP
১৪. মেইন মেমোরি কোনটি?→ [Note: RAM ও ROM]
১৫. কোনটি ‘C” ভাষার Keyword নয়?
-star
১৬. Address Variable রাখা যায় কোনটিতে?
-Pointer
১৭. Microprocessor-এর কোন অংশে ALU থাকে?
-Processing unit
১৮. কোনটি একটি valid postfix expression?
-abc+de+
১৯. Sequence Control Register আর কী নামে পরিচিত?
-Program Counter
২০. Object Oriented Programming-এর বৈশিষ্ট্য কোনটি?
-Polymorphism
২১. কোনটি দিয়ে Database Table- Uniqueness নিশ্চিত করা হয়?
-Primary key
২২. Intel 8086 micro-process-এর বহিঃস্থ Address bus-এর width কত বিট হয়?
-20 bit
২৩. Complete Binary Tree যার height n. তার মধ্যে node কতটি?
-2n+1-1
২৪. Array data structure এ কোন ধরনের data রাখা যায়?
-একই ধরনের অনেকগুলো data
২৫. কোনটি Private IP address? -172.16.5.3
২৬. Hill climbing search-এর প্রধান সমস্যা কোনটি?
-Local Maxima
২৭. ইথারনেট নেটওয়ার্কে মিডিয়া এক্সেস করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? -CSMA/CD
২৮. FTP প্রোটোকল কোনটি ব্যবহার করে? -TCP
২৯. ACL (Access Control List) এর দুইটি প্রধান ধরন হলো
-Standard and Extended
৩০. কোনটি Database-এর Aggregate ফাংশন?
-Sum
২০২০ সালের PSC & other Exam পরীক্ষায় English language and literature
৩১. কোনটি ডাটাবেজ তুলনা করার কাজে ব্যবহার হয়
-COMPARE
৩২. কোনটি Invalid Variable name?
-No # of-students
৩৩. কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে? -Cache
৩৪. কোন test দিয়ে Input-output ঠিক আছে কি না test করা যায়?
-White-Box testing
৩৫. কোনটি Antivirus নয়?
-Security Point
৩৬. কোন Algorithm টি দ্রুত sorting করে? -Quick sort
৩৭. একটি IPV6 address-এর দৈর্ঘ্য কত? -128 bits
৩৮. কোটি ইমেইল প্রটোকল
-SMTP
৩৯. Linked list-এ ন্যূনতম দুটি field থাকে। একটি হচ্ছে data field, তবে অন্যটি কী? -Pointer to node
৪০. কোন Operation টি সবচেয়ে দ্রুত কাজ করে?
-Bitwise OR
৪১. BIOS কী?
-Firmware
বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)
১. ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে?
-পেরিস্কোপ
২. উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানিশোষণ করে কোন প্রক্রিয়ায়?
-ব্যাপন
৩. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
-সেলুলোজ
৪. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
-লাল
৫. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
-গুল্ম
৬. কোন শ্রেণির উদ্ভিদে ক্লোরফিল নেই? -ছত্রাক
৭. উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম
-অলটিমিটার
৮. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? -প্ল্যাঙ্ক
৯. কোনটি আমাদের জীবনের অত্যাবশ্যকীয় পদার্থ?
-আলো
১০. পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয়
-সোডা ওয়াটার
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (সহকারী পরিচালক)
১. In MS word, which of the following shortcut keys are used for aligning text to Center?
-Ctrl + E
২. In MS Power Point, which function key in the keyboard is used as a shortcut for starting slideshow?
-F5
৩. In Windows operating system, which of the following shortcut keys are used for printing a word document?
-Ctrl + P
৪. In a 64-bit microprocessor, the term ’64-bit’ refers to
-CPU internal register size
দুর্নীতি দমন কমিশন (উপসহকারী পরিচালক/কোর্ট পরিদর্শক)
১. লবণের দ্রবণে আঙুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়?
-বহিঃঅভিস্রবণ
২. সফট ড্রিঙ্কে কোনটি ব্যবহৃত হয়?
-সরবেট
৩. তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয়?
-শক্তি
৪. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?
-আইসোটোপ
৫. কোন ধাতুটি পানির চেয়ে হালকা? -সোডিয়াম
৬. বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি?
-NaHCO3
১৩তম বিজেএস (সহকারী জজ [প্রাথমিক পরীক্ষা])
১. কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
-Wi-Fi
২. আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?
-আলোর প্রতিসরণ
৩. চোখের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
-রেটিনা
৪. মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ ব্যবহৃত হয় কোনটি?
-ইসিজি
৫. মানবদেহে ক্যানসারের মূল কারণ কোনটি? -অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।