Monday, March 31, 2025

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

 

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১

রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)

১. কম্পিউটার হার্ডয়্যারের মধ্যে থাকে
-৩টি অংশ
২. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
-স্টিভ জবস
৩. বর্তমানে বাংলাদেশে কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে
-ব্যাংকের চেকবই
৪. পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ
-পিক্সেল
৫. ই-মেইল ঠিকানার BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি?
-Blind carbon copy
৬. কোন সালে ‘@’ কে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয়?
-১৯৭২

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০

৭. বিশ্বে সর্বপ্রথম ৫জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ? -দক্ষিণ কোরিয়া
৮. SMTP-এর পূর্ণরূপ কী?
-Simple Mail Transfer Protocol
৯. ৮০৮৬ কত বিটের মাইক্রোপ্রসেসর?
-১৬
১০. ১ কিলোবাইট = কত?
-১০২৪
১১. Bluetooth কীসের উদাহরণ?
-Personal Area Network Plotter
১২. কোন ধরনের ডিভাইস?
-আউটপুট
১৩. ‘মাইকেল এস হার্ট’ কীসের জনক?
-ইবুক

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

১৪. একটি লজিক গেটের আউটপুট যদি (1) হয়, যখন এর সব ইনপুট (0) থাকে এই গেইটটি
-NAND
১৫. E-mail কবে আবিষ্কৃত হয়?
-১৯৭১
১৬. কোনটি ইনপুট এবং আউটপুট দুটোই? -নেটওয়ার্ক কার্ড
১৭. The ASCII Code of ‘B’ is
-৬৬
১৮.–is an essential part of any backup system.
-Recovery
১৯. প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে, তাকে বলা হয় -এএলইউ
২০. CPL-এর পূর্ণ রূপ
-Central Processing Unit
২১. সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে নিম্নের কোন ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে? -OCR
২২. Fire Fox OS কে সংক্ষেপে কী বলা হয়? -B2G
২৩. IPV6 অ্যাড্রেস কত বিটের?
-১২৮
২৪. Twitter-এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
-২৮০
২৫. Yahoo কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯৪
২৬. ইউনিকোড কত বিটের?
-১৬
২৭. ই-কমার্সকে কত ভাগে ভাগ করা যায়?
-৪
২৮. কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে?
-মাইক্রো কম্পিউটার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (সহকারী ব্যবস্থাপক (ট্রেইনি জেনারেল)

১. সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
-O’ve
২. পানি বরফে পরিণত হলে কী ঘটবে? -আয়তন বেড়ে যাবে
৩. যে জায়গায় বিমান রাখা হয়, তাকে বলা হয়
-Hangar
৪. পরম শূন্য তাপমাত্রা কত সেন্ট্রিগ্রেডের সমান?
–২৭৩.১৫” সেন্ট্রিগ্রেড
৫. কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন ফরম্যাট?
-mpg

বাংলা ভাষা ও সাহিত্য পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২৪ এর সকল প্রশ্ন।

৬. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের
-ফুসফুস
৭. কোনটি চৌম্বক পদার্থ নয়?
-অ্যালুমিনিয়াম
৮. ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি?
-ক্লোরো ফ্লোরো কার্বন
৯. তাপের একক কী?
-ক্যালরি
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (সহকারী ব্যবস্থাপক (ট্রেইনি জেনারেল])
১. ই-মেইল ঠিকানার BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি?
-Blind Carbon Copy
২. কোনটি কম্পিউটারের হার্ডওয়‍্যার নয়? -পাওয়ার পয়েন্ট
৩. Wi-Fi-এর পূর্ণরূপ কোনটি?
-Wireless Fidelity
৪. GPS-এর পূর্ণরূপ কোনটি?
-Global Positioning System
৫. রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে?
-৩
৬. PDF বলতে বোঝায়
-Portable Document File
৭. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
-AVG
৮. ১ KB = কত বাইট?
-১.০২৪ বাইট
৯. TCP IP হলো একটি
-প্রোটোকল
১০. In a certain code, CIRCLE is written as RICEIC. How SQUARE is written in that code?
-UOSERA
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
বিটিআরসি (উপসহকারী পরিচালক (কারিগরি))
১. 3N ও 4N মানের দুটি বল লম্বভাবে জিয়া করলে লব্ধির মান কত?
-5N
২. একটি বাল্বে 60W- 220V লেখা থাকলে তার রোম কত ওহম?
-806.67
৩. বর্তনীতে ত্বড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি? -ইলেকট্রনের প্রবাহ
৪. 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 7 ঘণ্টা জ্বালালে 2020 সালের ফেব্রুয়ারি মাসে কত ত্বড়িৎ শক্তি খরচ হবে? -20.3 kWh
৫. কোন ইলেকট্রোনিক্স যন্ত্র AC থেকে DC তৈরি করতে পারে?
-Diode n-p-n
৬. ট্রানজিস্টরে ‘p’ অংশটি কী?
-ভিত্তি
৭. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায় ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?
-৪০০
৮. ট্রানজিস্টরের সাথে ডায়োট বা রেজিস্টার এবং ক্যাপসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কী বলে?
-IC
৯. কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী?  -Volatility
১০. সিলিকনের সাথে কোন পদার্থ করলে তা p-টাইপে পরিণত হয়?
-বোরন
১১. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3× 10° ms¹ হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
-476190m

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১

এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

READ ALSO এইচ এস সি বাংলা ১ম তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনী প্রশ্ন : বহুনির্বাচনী প্রশ্ন

Read More »

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন

এইচএসসি-২০২৪, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বাংলা প্রথম পত্র, অধ্যায়: আমার পথ (কাজী নজরুল ইসলাম)অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.