সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে
১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল/সমপর্যায়)
১. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?
-১৯৯৬
২. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো
-লৌহ
৩. ক্যানসার সংক্রান্ত বিদ্যাকে বলে -অনকোলজি
৪. আমিষ জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় -দেহের বৃদ্ধির জন্য
৪. দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কী?
-আইসাইট
৫. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
-RAM
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১
৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে -SARS-CoV-2
৭. কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
-থাইরক্সিন
১৭তম শিক্ষক নিবন্ধন (সহকারী শিক্ষক (স্কুল পর্যায়-২)
১. পাটের জিনোম কে আবিষ্কার করেন?
-ড. মাকসুদুল আলম
২. আলুর একটি জাতের নাম
-ডায়মন্ড
৩. পরিবেশ ও জীবদেহের সম্পর্কবিষয়ক বিদ্যাকে কী বলে?
-ইকোলজি
১৭তম শিক্ষক নিবন্ধন (সহকারী শিক্ষক (কলেজ পর্যায়)
১. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
-ক্লিপবোর্ডে
২. ‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে? -আইজাক নিউটন
৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? -লুব্ধক
৪. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়? -জটিল সার্জারি চিকিৎসায়
৫. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? -প্লাটিনাম
৬. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? -সোমাটোট্রফিক
৭. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
-জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়)
১. SMS-এর পূর্ণ রূপ কী?
-Short Message Service
২. কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
-১০-২০
৩. কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
-সিঁড়ি দিয়ে উপরে ওঠা
৪. BMI-এর পূর্ণ রূপ
-Body Mass Index
৫. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
-ই-অফিস
সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. নিয়োগ পরীক্ষা-২০২২ (জুনিয়র অ্যাসিস্টেন্ট)
১. সূর্য গ্রহণের সময় কোনটি হয়?
-চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে
২. ইদানীং সুপার ফুড বলে পরিচিত খাদ্য কী বৈশিষ্ট্য বহন করে?
-উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
৩ . পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
-১৫ ডিগ্রি সেলসিয়াস
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. নিয়োগ পরীক্ষা-২০২২ (জুনিয়র অ্যাসিস্টেন্ট)
১. BIOS দিয়ে কী বোঝানো হয়?
-Basic Input/Output System
২. কোনটি Browser নয়?
৩. Networking Technology-গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে (বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়?
-Bluetooth
৪.কোনটি Image ফাইলের extension হিসেবে ব্যবহৃত হয়?
-jpg
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী ব্যবস্থাপক প্রশাসন)
১. To automate a task the series of recorded commands is used in
-Macro
২. Which of the following companies had started embedded SIM (eSIM) for the first time in Bangladesh?
-Gremeen Phone
৩. In MS Word, Pressing Ctrl + E result in
-Central alignment of paragraph
৪. What is the full name of ‘SWIFT’ a worldwide renowned platform for financial transaction?
-Society for Worldwide Interbank Financial Telecommunication
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA (অডিট-২০২২)
১. ‘প্রতিসরণ’-এর উদাহরণ
-পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
২. নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়
-কয়লা
৩. নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়
-সোনার গহনা তৈরিতে
৪. ‘সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়?
-ইরোসিক অ্যাসিড
৫. পিসিকালচার
-মৎস্যচাষবিষয়ক বিদ্যা
৬. ‘সোয়াইন ফ্লু’ রোগের বাহক?
শূকর
৭. ‘কসমিক ইয়ার’
-ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষ্য-২০২২ (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসটেন্ট/প্ল্যানিং অ্যাসিসটেন্ট)
১. দেহের হাড় বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
-ফসফরাস ৩২
২. কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যতিক্রম?
-জাপান
৩. ‘ফাইলমেকার প্রো’ প্রেগ্রাম তৈরি করেছে -ক্লারিস
৪. কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়? -ভিটামিন
৫. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
-সোডিয়াম বাইকার্বনেট
৬. নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোনটি ব্যবহার হয়?
-গেটওয়ে
৭. কোন রঙের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?
-বেগুনি
৮. কোনটি আউটপুট ডিভাইস?
-প্রিন্টার
৯. মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি?
-৯টি
১০. কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম নয়?
-Windows
১১. আলোর কোন ঘটনাটি মরিচিকা সৃষ্টির পিছনে কাজ করে?
-পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
১২. ডাটাবেইজ ল্যাংগুয়েজের উদাহরণ -XQuery, OQL, LINQ
১৩. কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ার বিজারক হিসেবে কাজ করে?
-হাইড্রোজেন
১৪. কোন গেইটের দুইটি ইনপুট সমান না হলে আউটপুট ১ হয়, অন্যথায় আউটপুট ০ হয়?
-EX-OR
১৫. করোনার কোন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে পরিচিত?
-B.1.1.529
১৬. সাধারণ ট্রানজিস্টের কী হিসেবে কাজ করে?
-বিবর্ধক হিসেবে
১৭. কোনটি অক্টাল নাম্বার?
-৩৬৮
১৮. উড়োজাহাজের গতি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার হয়?
-ট্যাকোমিটার
১৯. বুলিয়ান যোগের জন্য কোনটি সত্য নয়? -কোনোটিই নয় (1+1+1)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সহকারী শিক্ষক-২০২০) [তৃতীয় পর্যায়]
১. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
-রিসোর্স
২. এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’-এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? -প্যারিস মিউজিয়াম
৩. এক নটিকেল মাইল সমান কত ফুট? -৬০৮০
৪. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয়, তা মূলত
-মিথেন
৫. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
-ওজোনস্ফিয়ার
৬. ভালো কোলেস্টেরল কোনটিকে বলা হয়? -এইচডিএল
৭. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
-টাচ মনিটর
৮. GPS-এর পূর্ণাঙ্গ রূপ কী?
-Global Positioning System
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (অডিট-২০২২)
১. সোয়েটজার বিকারক কোনটির জন্য দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়?
-সেলুলোজ
২. কম্পিউটারের Logical memory কে একই আকারের বিভিন্ন ব্লকে করা হলে এগুলোকে কী বলে?
-Pages
৩. অবতল দর্পণ হয় ব্যবহৃত কোন ক্ষেত্রে? -পাহাড়ি রাস্তায় স্থাপিত দর্পণ
৪. শরীরের ভেতর কোমল টিস্যুর অভ্যন্তরীণ গঠনগত পার্থক্য বোকার জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি?
-এমআরআই
৫. ক্যাটালিস্ট হিসেবে কোন কোন জৈব পদার্থ ব্যবহৃত হয়?
-অ্যালকোহল ও ইথার
৬. উল বা সিল্কের কাপড়কে বিষ্টিত করা হয় কোন পদর্থের মাধ্যমে?
-জলীয় সালফার ডাইঅক্সাইড
৭. বার্নল মলমে কোন রাসায়নিক পদার্থ বিদ্যমান?
-পিকরিক অ্যাসিড
SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে ।
সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে MCQ টেস্ট । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।
নির্ভুল ও সকল শিট Word file / pdf পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে