Tuesday, April 1, 2025

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

READ ALSO

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

১৭তম শিক্ষক নিবন্ধন (স্কুল/সমপর্যায়)

১. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?
-১৯৯৬
২. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো
-লৌহ
৩. ক্যানসার সংক্রান্ত বিদ্যাকে বলে -অনকোলজি
৪. আমিষ জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয়  -দেহের বৃদ্ধির জন্য
৪. দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কী?
-আইসাইট
৫. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
-RAM

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২১

৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে -SARS-CoV-2
৭. কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
-থাইরক্সিন

১৭তম শিক্ষক নিবন্ধন (সহকারী শিক্ষক (স্কুল পর্যায়-২)

১. পাটের জিনোম কে আবিষ্কার করেন?
-ড. মাকসুদুল আলম
২. আলুর একটি জাতের নাম
-ডায়মন্ড
৩. পরিবেশ ও জীবদেহের সম্পর্কবিষয়ক বিদ্যাকে কী বলে?
-ইকোলজি

১৭তম শিক্ষক নিবন্ধন (সহকারী শিক্ষক (কলেজ পর্যায়)

১. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
-ক্লিপবোর্ডে
২. ‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে? -আইজাক নিউটন
৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? -লুব্ধক
৪. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়? -জটিল সার্জারি চিকিৎসায়
৫. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? -প্লাটিনাম
৬. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? -সোমাটোট্রফিক
৭. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
-জেনেটিক ইঞ্জিনিয়ারিং

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়)

১. SMS-এর পূর্ণ রূপ কী?
-Short Message Service
২. কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
-১০-২০
৩. কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
-সিঁড়ি দিয়ে উপরে ওঠা
৪. BMI-এর পূর্ণ রূপ
-Body Mass Index
৫. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
-ই-অফিস

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২০

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. নিয়োগ পরীক্ষা-২০২২ (জুনিয়র অ্যাসিস্টেন্ট)

১. সূর্য গ্রহণের সময় কোনটি হয়?
-চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে
২. ইদানীং সুপার ফুড বলে পরিচিত খাদ্য কী বৈশিষ্ট্য বহন করে?
-উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
৩ . পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
-১৫ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. নিয়োগ পরীক্ষা-২০২২ (জুনিয়র অ্যাসিস্টেন্ট)

১. BIOS দিয়ে কী বোঝানো হয়?
-Basic Input/Output System
২. কোনটি Browser নয়?
-Facebook
৩. Networking Technology-গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে (বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়?
-Bluetooth
৪.কোনটি Image ফাইলের extension হিসেবে  ব্যবহৃত হয়?
-jpg

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২২ (সহকারী ব্যবস্থাপক প্রশাসন)

১. To automate a task the series of recorded commands is used in
-Macro
২. Which of the following companies had started embedded SIM (eSIM) for the first time in Bangladesh?
-Gremeen Phone
৩. In MS Word, Pressing Ctrl + E result in
-Central alignment of paragraph
৪. What is the full name of ‘SWIFT’ a worldwide renowned platform for financial transaction?
-Society for Worldwide Interbank Financial Telecommunication

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় CGA (অডিট-২০২২)

১. ‘প্রতিসরণ’-এর উদাহরণ
-পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
২. নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়
-কয়লা
৩. নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়
-সোনার গহনা তৈরিতে
৪. ‘সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়?
-ইরোসিক অ্যাসিড
৫. পিসিকালচার
-মৎস্যচাষবিষয়ক বিদ্যা
৬. ‘সোয়াইন ফ্লু’ রোগের বাহক?
শূকর
৭. ‘কসমিক ইয়ার’
-ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষ্য-২০২২ (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসটেন্ট/প্ল্যানিং অ্যাসিসটেন্ট)

১. দেহের হাড় বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
-ফসফরাস ৩২
২. কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যতিক্রম?
-জাপান
৩. ‘ফাইলমেকার প্রো’ প্রেগ্রাম তৈরি করেছে  -ক্লারিস
৪. কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়? -ভিটামিন
৫. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
-সোডিয়াম বাইকার্বনেট
৬. নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোনটি ব্যবহার হয়?
-গেটওয়ে
৭. কোন রঙের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?
-বেগুনি
৮. কোনটি আউটপুট ডিভাইস?
-প্রিন্টার
৯. মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি?
-৯টি
১০. কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম নয়?
-Windows
১১. আলোর কোন ঘটনাটি মরিচিকা সৃষ্টির পিছনে কাজ করে?
-পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
১২. ডাটাবেইজ ল্যাংগুয়েজের উদাহরণ -XQuery, OQL, LINQ
১৩. কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ার বিজারক হিসেবে কাজ করে?
-হাইড্রোজেন
১৪. কোন গেইটের দুইটি ইনপুট সমান না হলে আউটপুট ১ হয়, অন্যথায় আউটপুট ০ হয়?
-EX-OR
১৫. করোনার কোন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে পরিচিত?
-B.1.1.529
১৬. সাধারণ ট্রানজিস্টের কী হিসেবে কাজ করে?
-বিবর্ধক হিসেবে
১৭. কোনটি অক্টাল নাম্বার?
-৩৬৮
১৮. উড়োজাহাজের গতি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার হয়?
-ট্যাকোমিটার
১৯. বুলিয়ান যোগের জন্য কোনটি সত্য নয়?  -কোনোটিই নয় (1+1+1)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সহকারী শিক্ষক-২০২০) [তৃতীয় পর্যায়]

১. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
-রিসোর্স
২. এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’-এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?  -প্যারিস মিউজিয়াম
৩. এক নটিকেল মাইল সমান কত ফুট?  -৬০৮০
৪. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয়, তা মূলত
-মিথেন
৫. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
-ওজোনস্ফিয়ার
৬. ভালো কোলেস্টেরল কোনটিকে বলা হয়? -এইচডিএল
৭. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি  কাজ করে?
-টাচ মনিটর
৮. GPS-এর পূর্ণাঙ্গ রূপ কী?
-Global Positioning System

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (অডিট-২০২২)

১. সোয়েটজার বিকারক কোনটির জন্য দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়?
-সেলুলোজ
২. কম্পিউটারের Logical memory কে একই আকারের বিভিন্ন ব্লকে করা হলে এগুলোকে কী বলে?
-Pages
৩. অবতল  দর্পণ  হয় ব্যবহৃত কোন ক্ষেত্রে? -পাহাড়ি রাস্তায় স্থাপিত দর্পণ
৪. শরীরের ভেতর কোমল টিস্যুর অভ্যন্তরীণ গঠনগত পার্থক্য বোকার জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি?
-এমআরআই
৫. ক্যাটালিস্ট হিসেবে কোন কোন জৈব পদার্থ ব্যবহৃত হয়?
-অ্যালকোহল ও ইথার
৬. উল বা সিল্কের কাপড়কে বিষ্টিত করা হয় কোন পদর্থের মাধ্যমে?
-জলীয় সালফার ডাইঅক্সাইড
৭. বার্নল মলমে কোন রাসায়নিক পদার্থ বিদ্যমান?
-পিকরিক অ্যাসিড

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

সকল শ্রেণির শিক্ষার্থীরা, Eduexplain বহুনির্বাচনি নিয়ে  Live MCQ আয়োজন করতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে  MCQ  টেস্ট  । এখন থেকে নিয়মিত Live MCQ আয়োজন করা হবে।ইনশাআল্লাহ।

নির্ভুল ও সকল শিট Word file / pdf  পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com  ও You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পিএসসি ও অন্যান্য পরীক্ষা-২০২২

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-২ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২য় অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-২ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

এইচএসসি-২০২৫ পরীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ)

এইচএসসি-২০২৫ পরীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১ম অধ্যায়)প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১ (বহুনির্বাচনী অংশ) বিষয়: তথ্য

Read More »

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.