Sunday, March 9, 2025

 ৪৬তম বিসিএস থেকে ১০তম বিসিএস  বাংলাদেশ বিষয়াবলির সকল প্রশ্নের সমাধান

READ ALSO

৪৬তম বিসিএস  থেকে ১০তম বিসিএস  বাংলাদেশ বিষয়াবলির সকল প্রশ্নের সমাধান

 ৪৬তম বিসিএস

১। পাহাড়পুরের ‘সোমপুর মহাবিহার’ বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?

-পাল

২। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?

– মাহবুব উদ্দিন আহমেদ

৩। ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?

-প্রতিরক্ষা ও পররাষ্ট্র

৪। বাংলার প্রাচীন জনপথ হরিকেলের বর্তমান নাম কী?

-সিলেট ও চট্টগ্রাম

৫। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

-বরিশাল

৬। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?

-বাণিজ্য

৭। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

-মূল্য সংযোজন কর

৮। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী? -সাংগ্রাই

৯। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? -মাহমুদুল্লাহ রিয়াদ

১০। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?

-২৫ নং।

১১। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে?

– গারো

১২। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?

-নির্বাহী বিভাগ

১৩। বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?

– হালদা

১৪। বদ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?

-৬

বিসিএস বিজ্ঞান দেখতে এখানে ক্লিক করুন 

১৫। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?

-রাজিয়া বানু

১৬। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?

– জামাল নজরুল ইসলাম

১৭। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে

প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?

– নারীর ক্ষমতায়ন

১৮। বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?

– ২০৪১

১৯। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?

-যুক্তরাষ্ট্র

২০। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? -যমুনা

২১। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?

– শ্যাম বেনেগাল

২২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্ততা দেন? → সেপ্টেম্বর

২৩। The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুন-অর-রশিদ

২৪। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? ৪১.৮

২৫। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? ৯৫

২৬। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? ২২৩

২৭। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? → সৌদি আরব

২৮। কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেছেন?→ ৫

২৯। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে

সম্পূর্ণ  Sheet পেতে এখানে ক্লিক করুন। 

                    ৪৫তম বিসিএস

১। ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় → ১৯৫২ সালে

২। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? → রাষ্ট্রপতি

৩। ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন- ২৩ মার্চ ১৯৬৬

৪। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক- শামছুল হক

৫। ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ-৩

৬। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চম তফসিল

৭। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ‘কোর্ট অব রেকর্ড’ হিসেবে গণ্য→ সুপ্রিম কোর্ট

৮। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ৮টি (আটটি) ৯। বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন’ আছে? → ৫ (পাঁচ) টি

১০। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ২ (দুই) নম্বর

১১। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? ১২। ২ মার্চ ২০২২ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? → ৮ এপ্রিল ১৯৭২

সম্পূর্ণ  Sheet পেতে এখানে ক্লিক করুন। 

১৩। ‘e-TIN’ চালু করা হয় কত সালে? ২০১৩ সালে

১৪। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?-২০১২ সালে

১৫। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? → ময়মনসিংহ

১৬। বাংলাদেশে বন গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম

১৭। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ

১৮। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? → প্রাকৃতিক গ্যাস

১৯। ইউরিয়া সারের কাঁচামাল কী? মিথেন গ্যাস

২০। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন

২১। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? -১৯৮৫ সালে ৬ ‘গণহত্যা ২২। জাদুঘর’ কোথায় অবস্থিত? খুলনা

২৩। নভেরা আহমেদের পরিচয় কী হিসেবে? ভাস্কর

২৪। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? → রাঙামাটি

২৫। কোন এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে? সেন্টমার্টিন এবং এর আশপাশের এলাকা

২৬। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? ১১টি (দেশের ৪৪তম জিআই পণ্যের মর্যাদা অর্জন করেছে শেরপুরের ছানার পায়েস।)

২৭। ক্ষুদ্র নৃগোষ্ঠী ‘মনিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? সিলেট ২৮। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? ১৫ থেকে ২১ জুন ২০২২

২৯। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী? বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স (সঠিক উত্তর: বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স)

সম্পূর্ণ  Sheet পেতে এখানে ক্লিক করুন। 

             ৪৪তম বিসিএস

১। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? -পুন্ড

২। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? -বঙ্গ

৩। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে

-মুসলিম

৪। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? -মুর্শিদ কুলি খান

৫। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

-ফা হিয়েন

৬। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

– পূর্ববঙ্গ ও আসাম ‘তমদ্দুন

৭। মজলিস’ কে প্রতিষ্ঠা করেন?

– আবুল কাশেম

জাতিসংঘ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

৮। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটির রচয়িতা?

-আবদুল গাফফার চৌধুরী

৯। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে?

– সিয়েরা লিওন

১০। বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা কর হয়েছিল?

– ২৩ মার্চ ১৯৬৬ ।

১১‌। ‘এবারের সংগ্রাম আমাদের মক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- জাতির পিতা কবে এই ঘোষণা দেন?

– ৭ মার্চ

১২। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীরবিক্রম’ খেতারে ভূষিত করা হয়?- ১৭৫ জন

১৩। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

– এএইচএম কামারুজ্জামান

১৪। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়

– সোনার তরী

১৫। UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতির মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

-১৭ নভেম্বর ১৯৯৯

১৬। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? -সুপ্রিম কোর্ট

১৭। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? -বান্দরবান

১৮। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে  বেশি চা বাগান রয়েছে?

-মৌলভীবাজার

১৯। ‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

-অনুচ্ছেদ ৪১

২০। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

-১৯৭৪ সালে ৬

২১। বাংলাদেশের জিডিপিতে (GDP) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

– সেবা

২২। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসোর তালিকাভুক্ত করে?

– ১ জুলাই ২০১৫

২৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?

– আর্থ অবজারভেশন স্যাটেলাইট

২৪। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করার পারেন? -১০২

২৫। বাংলাদেশের সরকার পদ্ধতি- -এককেন্দ্রিক

২৬। BSTI-এর পূর্ণ রূপ -Bangladesh Standards an Testing Institution

২৭। বাংলাদেশের ক্ষুদ্র নগোষ্ঠীর সংখ্যা- ৪৮ নোট: গেজেট অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০টি।

২৮। কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? -ধূমকেতু

২৯। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকাচিহ্ন আছে?

– ৪টি।

সম্পূর্ণ  Sheet পেতে এখানে ক্লিক করুন। 

              ৪৩তম বিসিএস

১। প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?

-কুমিল্লা ও নোয়াখালী

২। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

-মূল্য সংযোজন কর

৩। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?

-২ টাকা

৪। বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়?-১৯৯৮

৫। নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?

-জনসংখ্যা গবেষণা

৬। Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে? -রেহমান সোবহান

৭। ‘সেকেন্ডারি মার্কেট কীসের সাথে সংশ্লিষ্ট? -স্টক মার্কেট

৮। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?

-রাজশাহী-দিনাজপুর

৯। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বোঝায়?

-বিরোধী দল

আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানতে এখানে দেখুন 

১০। ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার? -গম

১১। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?- ২০০৯

১২। মুজিবনগর সরকারের অর্থনীতিবিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দীন আহমদ

১৩। ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?

– মোহাম্মদ হানিফ

১৪। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

-একেএম আব্দুর রউফ

১৫। বাংলার প্রাচীন জনপদ কোনটি?

-পুণ্ড্র

১৬। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

-২৮ (২)

১৭। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যালস কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?

– ইনসেপটা

১৮। বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?

-১৯৭৪

১৯। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? -৮ নম্বর

২০। নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?

– ২০১৫

২১। ‘ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত? -তামাক

২২। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

-১৮

২৩। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-

-অ্যাটর্নি জেনারেল

২৪। ‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

-বৌদ্ধধর্ম

২৫। একনেক (ECNEC)-এর প্রধান কে? -প্রধানমন্ত্রী

২৬। ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন –

-আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

২৭। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ উল্লেখ হয়েছে?

– ৮৭

২৮। কোনটি সাংবিধানিক পদ নয়?

-চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

২৯। ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতিবিষয়ক ছিল?

– ৩টি

৩০। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

-বেদ

সম্পূর্ণ  Sheet পেতে এখানে ক্লিক করুন। 

               ৪২তম বিসিএস

১। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’-এর প্রতিষ্ঠাতা কে?

-ধর্মপাল

২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? -১৩৭

৩। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?

-শিল্প

৪। ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো?

-১১ মার্চ ১৯৭১ সালে

৫। মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা ঢাকা গেইটের নির্মাতা কে?

-মীর জুমলা

৬। বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি? → গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

৭। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?

-সাঙ্গু ভ্যালি

৮। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ডু

৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয়-

-২০১২ সালে

১০। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক-ফাল্গুন

১১। কোনটি যমুনার উপনদী?

-তিস্তা

১২। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?

-হুলিয়া

১৩। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান

– BADC

১৪। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

-তমদ্দুন মজলিস

১৫। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

-পূর্ববঙ্গ ও আসাম

১৬। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?

-১৯৯৬

১৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?

– ১২ অক্টোবর

১৮। প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয়?

– ২ ফেব্রুয়ারি

                 ৪১তম বিসিএস

১। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন?

-২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪

২। বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরষ্কার প্রদান করা হয়?

-২৩ মে ১৯৭২

৩। ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? ৭ম-৮ম শতক

৪। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?

-আলাউদ্দিন হোসেন শাহ

৫। বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?

-কেশৰ সেন

৬। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

-পুন্ড

৭। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-

– সন্তোষে

৮। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮নং থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?

-১২ এপ্রিল ১৯৭১

৯। যে অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?

-অনুচ্ছেদ ৭খ

১০। সংবিধানের যে অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? -অনুচ্ছেদ ২৫

১১। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?

-সেন্টমার্টিন

১২। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

-৫টি

১৩। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?

– সিপাহি হামিদুর রহমান

১৪। কে বীরশ্রেষ্ঠ নন?

-মুন্সী আব্দুর রহিম

১৫। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?

– ৭ মার্চ ১৯৭৩

১৬। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

– ২২ ফেব্রুয়ারি ১৯৭৪

১৭। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?

-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৮। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?

-তত্ত্বাবধায়ক সরকার

১৯। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

– ৪র্থ তফসিল

২০। কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?

-গারো

২১। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান আলুটিলা

২২। প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?

– খাগড়াছড়ি জেলায়

২৩। স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?

-জাবেদ করিম

২৪। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?

– প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে

২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

-অশোক

২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

-রাজা পঞ্চম জর্জ

২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়-

-মুঘল আমলে

২৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন।

– নওয়াব স্যার সলিমুল্লাহ

২৯। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

-খাজা নাজিম উদ্দী

 ৪০তম বিসিএস

১। ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP

– ১,৬৭৭ মার্কিন ডলার (বা. আ. স. ২০২৪ মতে, চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ২.৬৭৫ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিয় জাতীয় আয় ২,৭৮৪ মার্কিন ডলার) ২। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? -মানবাধিকার

৩। Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন?

-৪ ভাগে

৪। বাংলাদেশ জাতিসংঘের-

– ১৩৬তম সদস্য

৫। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়

– ৭ মার্চ ১৯৭৩

৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

-সোভিয়েত ইউনিয়ন

৭। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কেন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

-পঞ্চম তফসিল

৮। ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

– লর্ড কার্জন

৯। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

-ভাওয়াল ও মধুপুরের বনভূমি

১০। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?

– ১৯৭৪ সালে

১১। Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায়

১২। বাংলাদেশের স্থান কততম?

-দ্বিতীয়

১৩। ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

– $৪ বিলিয়ন মার্কিন ডলার [বা. আ. স. ২০২৪ মতে, ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ৪০,৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

১৪। Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন-

– যুক্তরাষ্ট্রের

১৫। ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?

-৩৩.৬৬% [বা. অ. স. ২০২৪ মতে, সার্বিকভাবে ২০২৩-২৪ অর্থবছরে স্থির মূল্যের জিডিপিতে শিল্প খাতের অবদান দাঁড়িয়েছে ৩৭.৯৫ শতাংশ)

১৬। বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় -১৯৯১ সালে

১৭। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের  কততম তফসিলে সংযোজন করা হয়েছে? -সপ্তম তফসিলে

১৮। আওয়ামী লীগের ৬  দফা পেশ করা হয়েছিল- ১৯৬৬ সালে

১৯। সংবিধানের কোন সংশোধনকে First distortion of বলে আখ্যায়িত করা হয়?

– ৫ম সংশোধনী

২০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়?

– ডিসেম্বর ১৯৭২ সালে

২১। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন’ (PSC) এদের কথা উল্লেখ আছে?

-১৩৭ নম্বর অনুচ্ছেদে

২২। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা ছিল কতজন?

৩৫ জন

২৩। *Let there be light’ বিখ্যাত ছবিটি পরিচালনা করেন?

– জহির রায়বান

২৪। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় কত টি-

-১৪,১৪১ বা অ.স. ২০২৪ মতে ১৪,২৭৫টি। ২৫। আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

-১৪৯৮-১৫১৯ খ্রিষ্টাব্দ

২৬। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

– চন্দ্রগুপ্ত মৌর্য

২৭। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

-পর্তুগিজরা

২৮। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?

-ফরিদপুর

২৯। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

-২ কোটি ২১ লাখ একর বা ৮৫ লাখ ৭৭ হাজার হেক্টর

৩০। গারো উপজাতি কোন জেলায় বাস করে?

-ময়মনসিংহ

                 ৩৯তম বিসিএস

১। স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-

– সৈয়দ শামসুল হক

২। ২০০০ সালে শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অ্যাওয়ার্ড অর্জন করেছেন?

-এমডিজি অ্যাওয়ার্ড-২০১০

৩। প্রতাপ আদিত্য কে ছিলেন?

-বাংলার বারোভুঁইয়াদের একজন

৪। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

-অনুচ্ছেদ ২২

৫। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

-২৫ বছর

৬। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

-৭টি

৭। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

-প্রধানমন্ত্রী

৮। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

-রাষ্ট্রপতি

৯। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

– ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

১০। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

-১৯১১ সালে

১১। বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

-১৪.৭৯ শতাংশ (বা. আ. স. ২০২৪ মতে, ১১.০২%।

১২। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? -২৩ জুন ১৭৫৭

১৩। বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ব্যর্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

-১,৭৩,০০০ কোটি টাকা (২০২৪-২৫ অর্থবছরে ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা!

১৪। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

– নিউজউইকস

১৫। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? -১০ এপ্রিল ১৯৭১

১৬। মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?

-১০ নম্বর সেক্টর

              ৩৮তম বিসিএস

১। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

– ব্র্যাক অন্বেষা

২। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?

-International Tribunal for the Law of the Sea

৩। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে  ৪। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

– এএইচএম কামারুজ্জামান

৫। কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

-বাঙালি জাতীয়তাবাদ

৬। ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-

– নওয়াব স্যার সলিমুল্লাহ

৭। জুম চাষ হয়-

– খাগড়াছড়িতে

৮। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক- -রাঙামাটি জেলায়

৯। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়- -১৯৭৪ সালে

১০। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

-ক্রমহ্রাসমান

১১। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক – বাংলাদেশ কৃষি ব্যাংক

১২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?

– অনুচ্ছেদ ২৭

১৩। বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশুমৃত্যুর হার-

– (প্রতি হাজার জীবিত জন্মে) ৩০ বিা. অ. স. ২০২৪ মতে, ২৭ জন)

১৪। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা পঞ্চবার্ষিক পরিকল্পনায়-

– (জুলাই ২০২০-জুন ২৫) ৭.৪০% (৮ম ৮.০%] ১৫। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল

-৫.৯২% (২০২৩-২৪ অর্থবছরে ৯.৭৪%]

১৬। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়?

– প্রাকৃতিক গ্যাস

১৭। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি?

– চট্টগ্রাম

১৮। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?

-বাবর

১৯। ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয়- -১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে

২০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে, প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত বছর?

-৫ বছর

২১। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি- এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না

২২। কোনটি স্থানীয় সরকার নয়?

-পল্লী বিদ্যুৎ

২৩। আইন প্রণয়নের ক্ষমতা কার?

-জাতীয় সংসদের

২৪। সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না; কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তারা হলেন –

-সুশীল সমাজ

২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত?

– ৩৫ বছর

২৬। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়? -১৫টি (২০১৫-১৬ ভিত্তি বছরে ১৯টি খাতে বিভক্ত)

২৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?

-মুশফিকুর রহিম

২৮। নাগরিকের দায়িত্ব হলো-

-রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

২৯। মিয়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?

-৩টি

৩০। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

-১৯৯৭

            ৩৭তম বিসিএস

১। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?

-সপ্তম

২। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে?

– ১৩৭

৩। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কবে?

– ২০০০ সালে

৪। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন?

– লর্ড কার্জন

৫। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? -মুর্শিদ কুলী খান

৬। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?

– BADC (Bangladesh Agricultural Development Corporation)

৭। সরকারি হিসাব মতে, বাংলাদেশিদের গড় আয় কত?

-৭০.৮ বছর [বা. আ. স. ২০২৪ মতে, ৭২.৩ বছর)

৮। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা কতজন ?

-৪.৪ জন [২০২২ সালের জনশুমারি ও গৃহগননা অনুযায়ী, ৪ জন।

৯। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক -বরিশাল, জনশুমারি ও গৃহগননা অনুযায়ী ২০২২ মতে, ঢাকা বিভাগে (৭৮.০৯%))

১০। ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? -৭.০৫% [২০২৩-২৪ অর্থবছরে ৫.৮২%।

১১। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কতটি-

-৮টি

১২। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে ভাগে ভাগ করা হয়?

-২ ভাগে

১৩। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ?

-চীন

১৪। আলুর একটি জাত হলো-

-ডায়মন্ড

১৫। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়?

– বোরো ধান ।

১৬। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে?

-ডাচ্-বাংলা ব্যাংক

১৭। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?

– বাণিজ্য মন্ত্রণালয়

১৮। যে জেলায় হাজংদের বসবাস নেই? -সিলেট

১৯। মাত্র ১টি করে সংসদীয় আসন রয়েছে কোন কোন জেলায়?

-৩টি জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান)

২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

-আলমগীর কবির

২১। জাতীয় সংসদে ‘কাস্টিং’ ভোট কী?

-স্পিকারের ভোট

২২। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে ২৬ পুরুষের অনুপাত কত?

– ১০০:১০০.৩ (২০২২ সালের জনশুে ও গৃহগননা অনুযায়ী, ১০৩: ৯৮.০৪)

২৩। NILG-এর পূর্ণ রূপ-

– National Institute of Loc Government ২৪। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল? -নৌকা

২৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?

-মালয়েশিয়া

২৬। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?

-বীরবিক্রম

২৭। ঐতিহাসিক ৬ দফাকে কীসের সাথে তুলনা করা হয়?

-ম্যাগনাকার্টা

২৮। বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে

– ডেনমার্কে

২৯। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি?

– পেট্রাপোল

৩০। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি?

– ২৬টি

           ৩৬তম বিসিএস

১। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

– অস্ট্রিক

২। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

পুন্ড।

৩। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রহে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

-আইন-ই-আকবরী

৪। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? -শায়েস্তা খান

৫। বাংলার ‘ছিয়াত্তরের মনন্তর’-এর সময়কাল – ১৭৭০ খ্রিষ্টাব্দ

৬। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

– ৩১ জানুয়ারি ১৯৫২

৭। ৬ দফা দাবি পেশ করা হয় কবে?

– ১৯৬৬ সালের ২৬ মার্চ

৮। ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন-

-ওয়্যারলেসের মাধ্যমে

৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কোন মাসে?

-অগ্রহায়ণ-পৌষ মাসে

১০। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল?

– পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন

১১। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মাধ্য পড়েছে?

– ৬২%

১২। MDGs-এর অন্যতম লক্ষ্য কী?

– ক্ষুধা ও দারিদ্র্য দূর করা

১৩। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাকামে রদ করা হয়েছে? -১৫তম

১৪। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট?

-এক কক্ষবিশিষ্ট

১৫। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় আন্তর্ভুক্ত হয়েছে?

– ১১১টি

১৬। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান? -৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে

১৭। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?

– ১৯৭৪ সালে

১৮। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম?

-পাঙন

১৯। ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন? -ইসলাম খান

২০। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?

-১৬ ফেব্রুয়ারি ১৯৫৬

২১। মুক্তিযুদ্ধকালীন বৃদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে?

– ১৪ ডিসেম্বর ১৯৭১

২২। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

-পূর্ব জার্মানি

২৩। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?

-১৭টি

২৪। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত? -রাঙামাটি

২৫। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী? -লালপুর, নাটোর

২৬। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় -১৭ জানুয়ারি ১৯৭২

২৭। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

-প্রথম ৪ চরণ

২৮। ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?

-প্রধানমন্ত্রী

২৯। অগ্নিশ্বর একটি?

– কলার উন্নত জাত

৩০। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?

– যুদ্ধাপরাধীদের বিচার

৩১। বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়?

– ১৯৯৮ সালে

৩২। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে?

-৪১৫৬ কিলোমিটার

৩৩। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য?

– ১১.৮ কিলোমিটার

৩৪। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ কোন পদ্ধতি?

পাগ-মার্ক (আগে পাগ- মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ গণনা করা হলেও এখন ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে করা হয়।

৩৫। ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় কত ?

-৭০০-৮০০ কিলোমিটার

৩৬। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত? -চাঁদপুর

২৩তম বিসিএস

১। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি?

– ২৬টি

২। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

-তৈরী পোশাক

৩। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

-এগারো

৪। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? -মেজর জেনারেল কেএম শফিউল্লাহ

                   ২২তম বিসিএস

১। বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর?

৩০ বছর

২। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?

– তৈরী পোশাক

৩। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে?

– আখতার হামিদ খান

৪। ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

-লাহোরে

৫। বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা কে প্রবর্তন করেন? → কর্নওয়ালিস

৬। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

– পঞ্চগড়

৭। সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

-সুরমা

৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত? -সোনারগাঁওয়ে

৯। বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের?

-সিলেট

১০। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

-এগারো

১১। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?

-২ বার

১২। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

-১৩৭

১৩। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? -সাধারণ পরিষদের অধিবেশনে

১৪। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

– গ্রুপ ক্যাপটেন একে খন্দকার

১৫। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?

-১০ এপ্রিল ১৯৭১

১৬। কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

– ইরাক

১৭। সোনালি আঁশের দেশ কোনটি?

-বাংলাদেশ

১৮। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল?

– বর্ধমান হাউস

১৯। ঢাকা বিভাগে জেলা আছে বর্তমানে কতটি?

– ১৩টি

২০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? -১৯২১ সালে

২১। সতীদাহ প্রথা রহিত হয় কবে?

– ১৮২৯ সালে

২২। দহগ্রাম ছিটমহল কোন জেলায়? -লালমনিরহাট জেলায়

  ‌২১তম বিসিএস

১। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদবলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?

– ২৮

২। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল কি?

– ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান

৩। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন?

– প্রধান বিচারপতি নিয়োগ

৪। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

-১৬১০ খ্রিষ্টাব্দে

৫। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কতটি?

– ৫০টি

৬। জাতীয় সংসদে কোরাম হয় কতজনে?

– ৬০

৭। জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?

– ২১৫ একর

৮। সংসদ ভবনের স্থপতি কে ?

-লুই আইকান

৯। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাস করা হয় কবে ?

-২৭ মার্চ ১৯৯৬

১০। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

-নয়াদিল্লি

১১। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? -গোয়ালন্দ

১২। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

-১৯৫৭ সালে

১৩। বাংলাদেশে ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?

-হাজী শরীয়তউল্লাহ

১৪। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

-তৈরী পোশাক

১৫। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল কোনটি?

– বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

১৬। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

– মালদ্বীপে

১৭। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?

– ২ ডিসেম্বর ১৯৯৭

১৮। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?

– জাপান

১৯। বাংলাদেশ কোন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে?

-লস অ্যাঞ্জেলস

          ২০তম বিসিএস

১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

– ১৬ ডিসেম্বর ১৯৭২

২। বাংলাদেশে জেলার সংখ্যা কতটি- ৬৪টি ৩। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? -দ্বাদশ

৪। বাংলায় ফরায়েজি আন্দোলনের সূচনাকারী কে?

-হাজী শরীয়তউল্লাহ

৫। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?

– পুণ্ড্র

৬। মুজিবনগর অবস্থিত কোথায়?

-মেহেরপুরে

৭। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর তৎকালীন পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?

– রেসকোর্স ময়দানে

৮। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ?

-১৮ বছর

৯। বাংলাদেশের জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কতটি?

-৫০টি

১০। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?

-৪.৮ কিলোমিটার

১১। বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ স্থাপিত হয় কোথায়?

– চট্টগ্রামে

১২। বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন‌ কে?

-জয়নুল আবেদিন

১৩। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয় কবে ?

-২ ডিসেম্বর ১৯৯৭

১৪।১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? -১১টি

১৫। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

– ২,৪০০ বর্গমাইল

১৬। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে?

– ১৯৭২ সাল

১৭। বাংলাদেশ অবস্থিত কোথায়? -কর্কটক্রান্তিরেখার ওপর

১৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?

-৬৮ জন

               ১৯তম বিসিএস

১। বাংলাদেশের যে অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?

– পাবনা ও সিরাজগঞ্জ

২। বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?

-২ ডিসেম্বর ১৯৯৭

৩। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

– প্রাকৃতিক গ্যাস

৪। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

– ১৮ বছর

৫। গ্রিনহাউস ইফেক্টে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে?

-নিম্নভূমি নিমজ্জিত হবে

৬। বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস কবে?

– ১৪ ডিসেম্বর

৭। উত্তরা গণভবন অবস্থিত কোথায়?

– নাটোরে

৮। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

– আবদুল গাফফার চৌধুরী

৯। ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?

– মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

১০। বাগেরহাটে খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কর গম্বুজবিশিষ্ট?

-একাশি

১১। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

-১১টি

১২। বাংলাদেশের জাতীয় পাখি কি?

– দোয়েল

১৩। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরে কিছু অংশ নিয়ে গঠিত হয়?

– বরেন্দ্রভূমি

১৪। বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার অবস্থিত কোথায়?

-সাভারে

১৫। বাংলাদেশের জাতীয় কি?

– পশু রয়েল বেঙ্গল টাইগার

১৬। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে?

-ড. ওসমান গণি

            ১৮তম বিসিএস

১। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার যে এলাকায় অবস্থিত?

– আগারগাঁও

২। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

দুই নম্বর সেক্টর

৩। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কতজন সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব পান?

-৭ জন

৪। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন, ঐ সম্মেলন হয়েছিল কোথায় ? -লাহোরে

৫। বাংলাদেশের সংবিধানে ২১(২) অনুচ্ছেদে বলা হয়েছে ‘সকল সময়ে… চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যক ব্যক্তির কর্তব্য শূন্যস্থান পূরণ করুন?

– জনগণের সেবা করিবার

৬। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার কত?

– ২৫ বছর

৭। বাংলাদেশে যে দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? -সিঙ্গাপুর

৮। বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেছেন?

-৩টি স্তরে

৯। জনাব এফআর খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি কী ছিলেন?

– স্থপতি

১০। ‘বাঙালির ইতিহাস’ বইটির লেখক কে? -নীহাররঞ্জন রায়

১১। জাতিসংঘের সিডও কমিটির চেয়ারপারসন একজন বাঙালি মহিলা, তিনি কে?

-সালমা খান

১২। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে ধরনের কাঠ?

-সুন্দরী

১৩। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্প কাজ চলছে?

-কয়লা

১৪। বাংলাদেশে বিদ্যুৎশক্তির উৎস কি?-প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল,

১৫। পাহাড়ি নদী ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ?

-বুড়িগঙ্গা

             ১৭তম বিসিএস

১। বাংলাদেশের পাহাড় শ্রেণি ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

– টারশিয়ারি যুগের

২। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?

-বাংলাবান্ধা

৩। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’-এর মানে কি?

– বঙ্গোপসাগরের একটি খাদ

৪। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি?

-জুম্মা খান

৫। বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় কবে ?

-৫ মে ১৯৯৫

৬। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সঙ্গে একটা জায়গায় মেশে গেছে ?

-গোয়ালন্দ নামক স্থানে

৭। ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় কোথায় ?

-চাঁদনীঘাটে

৮। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কোথায় অবস্থিত?

-চকবাজার এলাকায় অবস্থিত

৯। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি ?

-রাজকাঁকড়া

১০। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি?

– ভুটান

১১। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্রসৈকত অবস্থিত ?

-পটুয়াখালীর কুয়াকাটা

১২। বাংলাদেশে বাস নেই- এমন উপজাতির নাম কি ?

-মাওরি

১৩। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি ?

-ইরান দুখত

১৪। ১৯৯৫ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কে?

– ওয়াকিল আহমদ

১৫। ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়’ পঙ্ক্তিটির লেখক কে ?

-লালন শাহ

১৬। বাংলাদেশের অতিপরিচিত খাদ্য ‘গোলআলু’ আমাদের দেশে আনা হয়েছিল? -ইউরোপের হল্যান্ড থেকে

১৭। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি?

-ভেঙ্গী ভ্যালি

১৮। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় ?

-সিলেটের মালনীছড়ায়

১৯। ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্করের নাম কি? -হামিদুজ্জামান খান

              ১৬তম বিসিএস

১। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

-পর্তুগিজরা

২। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

-ইউরিয়া

৩। ‘সব কটা জানালা খুলে দাও না’-এর গীতিকার কে?

– মরহুম নজরুল ইসলাম বাবু

৪। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

– কামরুল হাসান

৫। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

-ঢাকা

৬। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? -১২তম

৭। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

– ৪ এপ্রিল ১৯৭২

৮। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস হয়েছিল?

– ১৯৯২ সালে

৯। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

-১৮৬৪ সালে

১০। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? -শায়েস্তা খান

১১। বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

-বাংলার প্রকৃতির কথা

১২। বাংলাদেশের উত্তরে অবস্থিত- পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম

১৩। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন কে?

-লর্ড মাউন্টব্যাটেন

১৪। অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অবস্থিত কোথায় ?

-ঢাকা ও চট্টগ্রাম

১৫। কর্কটকান্তি রেখা বাংলাদেশের কোন স্থানে গেছে-

– বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে

১৬। ১৪ ডিসেম্বর ১৯৯৩ শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? -৫টি

১৭। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কি?

-হার্ডিঞ্জ সেতু

১৮। চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় প্রথম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

-৩৭৫ জন

১৯। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?-১৯৫৫ খ্রিষ্টাব্দে

               ১৫তম বিসিএস

১। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? -বর্তমানে অষ্টম

২। বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কতটি?

-চার

৩। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশে অন্তর্ভুক্ত?

-৩৩%

৪। গ্রিনিচ মান সময়ের বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

– ৬ ঘণ্টা

৫। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

-১১টি

৬। কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?

-IJO

৭। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি ? -উত্তরাধিকার

৮।বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

-নাফ

৮। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন?

– হাজী শরীয়তউল্লাহ

৯। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

-পঞ্চগড়

১০। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?

– নবাব মুর্শিদকুলি খাঁ

১১। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন?

-ব্যামফিল্ড ফুলার

১২। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? -কক্সবাজার

১৩। বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

-সিলেট

১৪। বাংলাদেশের পানিসম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?

-কৃষি

১৫। ‘গ্রিনহাউস ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশে সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

-নিম্নভূমি নিমজ্জিত হবে

১৬। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ কত?

– ৮৩.২ ভাগ

১৭। বাংলাদেশ কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

-১৯৭৯-৮০ ও ২০০০- ২০০১ সালে

১৮। বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কতটি-

-৫০

১৯। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী? -নারিকেল জিঞ্জিরা

             ১৪তম বিসিএস

১। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট

২। ‘দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত।

-হাড়িয়াভাঙ্গা

৩। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

-মাইনুল হোসেন

৪।  বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

-সোনারগাঁ

৫। পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?

-মহানন্দা

৬। ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

-বাংলা ১১৭৬ সনে

৭। ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি’- এটি কার ঘোষণা?

– দুদু মিয়া

৮। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি?

– সিপাহি

৯। যমুনা নদী কোথায় পতিত হয়েছে কোথায় ?

-পদ্মায়

১০। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

– পঞ্চগড়

১১। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

-১২ অক্টোবর ১৯৭২

১২। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কীসের জন্ম দিয়েছিল?

-এক নতুন জাতীয় চেতনার

১৩। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

-ইউরিয়া

১৪। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই মাছের পোনা মারা নিষেধ?

-২৩ সেন্টিমিটার

১৫। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

-খুলনা

১৬। বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

– সাঁওতাল, মারমা

১৭। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?

-গ্রামীণ ব্যাংক

১৮। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

– বাঁশ

১৯। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

– কামরুল হাসান

২০। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

-১০ এপ্রিল ১৯৭১

            ১৩তম বিসিএস

১। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

– মহাস্থানগড়

২। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন? -খাজা নাজিমুদ্দীন

৩। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

-১৯৫০ সালে

৪। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? -চাঁপাইনবাবগঞ্জ

৫। আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

-১৯৬৬ সালে

৬।রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে ?

-১৯৫৩ সালে

৭। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে ?

-আলতাফ মাহমুদ

৮। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

-মাইনুল হোসেন

৯। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কতজন? -সাত জন

১০। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল? -সিপাহি

১১। শহিদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

– ১৪ ডিসেম্বর

১২। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

– ২৭ ফেব্রুয়ারি

১৩। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

-কৈলাস

১৪। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?

-গারো

১৫। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

-বুড়িগঙ্গা

১৬। চলনবিল কোথায় অবস্থিত?

-পাবনা ও নাটোর জেলায়

১৭। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

-১৬.৫ কিলোমিটার

১৮। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

-লালমনিরহাট

১৯। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গকিলোমিটার?

-৬০১৭ বর্গকিলোমিটার [সূত্র: বন অধিদপ্তর।

             ১২তম বিসিএস

১। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীর ট্রেনটির নাম কি?

-উপকূল এক্সপ্রেস

২। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি?

-হাকালুকি

৩। কেওক্রাডাংয়ের উচ্চতা কত?

-১,২৩০ মিটার

৪। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন কত?

– ৩.৫ মণ

৫। গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব কি?

– নেপালে জলাধার নির্মাণ

৬। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি?

– দুদেশের নদীগুলোর নাব্য বৃদ্ধি

৭। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কবে?

– ১৯৭১ সালের ২ মার্চ

৮। ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

-রাজশাহী

৯। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে ?

-মির্জা আহমেদ জান, মির্জা গোলাম পীর

১০। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?

-শামসুদ্দিন ইলিয়াস শাহ্

১১। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে?

– জামালগঞ্জে

১২। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে?

– বিজয়পুরে

১৩।’এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি’-এর রচয়িতা কে?

– মাহবুব আলম চৌধুরী

১৪। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল?

-পুণ্ড্রনগর

১৫। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত?

– মহাস্থানগড়ে

           ১১তম বিসিএস

১। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

-১০:৬

২। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

-যশোর

৩। বাসস একটি সংবাদ সংস্থার নাম কি ?

-বাংলাদেশে

৪। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে?

-১৪ ডিসেম্বর

৫। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

– ভাওয়াল ও মধুপুরের বনভূমি

৬। হরিপুরে তেল আবিষ্কৃত হয়?

– ১৯৮৬ সালে

৭। মিশুকের স্থপতি কে ?

-মোস্তফা মনোয়ার

৮। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?

-ফরিদপুর

৯। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

-২০০ নটিক্যাল মাইল

১০। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? -করতোয়া

১১। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো? -অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা  ১২। প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কি ?-বরিশাল

                   ১০ম বিসিএস

১। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?

-আব্দুল গাফফার চৌধুরী

২। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল?

– ১৭ এপ্রিল ১৯৭১

৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে ?

-১৬ ডিসেম্বর ১৯৭২

৪। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত?

-মহাস্থানগড়ে

৫। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

-সোনারগাঁয়ে

৬। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? -পর্তুগিজরা

৭। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?

-আকবর

৮। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল?

– সোমপুর বিহার

৯। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় ?

-বিজয়পুরে

১০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

– ১৯২১ সালে

১১। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে ?

-মির্জা আহমেদ জান

১২। পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে?

– দুটি উন্নত জাতের গমশস্য

১৩। ‘অগ্নীশ্বর’, ‘কানাইবাঁশি’, ‘মোহনবাঁশী’ ও ‘বীটজবা’ কী জাতীয় ফলের নাম?

-কলা

১৪। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?

-১৭৯৩ সালে

১৫। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন’জান্নাতাবাদ’?

-হুমায়ুন

১৬। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

-স্যার এএফ রহমান

১৭। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থাপন পায়?

-হামিদুজ্জামান খান

১৮। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজাধানী স্থাপিত হয়?

-১৬১০ খ্রি.

১৯। ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম কী ?

-দক্ষিণ তালপট্টি দ্বীপ

২০। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশেকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

-ইরাক

২১। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

-সোনারগাঁ

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (১০)

           ৪৬তম বিসিএস

১। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?

-হাকিমপুর, দিনাজপুর

২। ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫ ডিগ্রি।

৩। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?

-ইন্ডিয়ান ও ইউরেশিয়ান

৪। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হলো ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

৫। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ুবিষয়ক সম্মেলনে (কপ- ২৮) মূল ফোকাস ছিল?

– জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

৬। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?

– ৯০ ডিগ্রি

৭। জাপানিজ শব্দ ‘সুনামি’-এর অর্থ কী? -পোতাশ্রয়ের ঢেউ

৮। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?

-ভূমিকম্প

৯। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?

-নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা নিচের কোনটি

১০। কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?

-খরা

              ৪৫তম বিসিএস

১। কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?

-আলজেরিয়া

২। কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে? -হালদা

৩। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

-পানির উপরিভাগে

৪। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

-সিএফসি

৫। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?

-১৫ নভেম্বর ২০০৭

৬। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

-২০০ নটিক্যাল মাইল

৭। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র?

-তিতাস

৮। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে কি?

– এপিসেন্টার

৯। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?

-বিদ্যুৎ ও তাপ উৎপাদন

১০। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় কিভাবে?

– ঘড়ির কাঁটার বিপরীতে

             ৪৪তম বিসিএস

১। বাংলাদেশের বু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?

ক। ঘন ঘন বন্যা

খ। সমুদ্রদূষণ

গ। ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন

ঘ। উপরের কোনটিই নয় (উঃ)

২। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?

-ব্রহ্মপুত্র নদী

৩। বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?

-বড়পুকুরিয়া, দিনাজপুর

৪। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?

-পাললিক শিলা

৫। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

-তিতাস

৬। বাংলাদেশে জি-কে প্রকল্প একটি?

-সেচ প্রকল্প

৭। COP 26-এ COP মানে কী?

-কনফারেন্স অব দ্য পার্টিস

৮। কোনটি নবায়নযোগ্য সম্পদ?

-বায়ু

৯। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

-ভূমিকম্প

১০। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?

-প্রশমন

             ৪৩তম বিসিএস

১। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

-মিয়ানমার

২। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

– উত্তর-পূর্বাঞ্চল

৩। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? -দিনাজপুর

৪। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

– ভূমিধ্বস

৫। নিম্নের কোন দুর্যোগ ‘hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?

-বন্যা

৬। কোন আঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

-ম্যানগ্রোভ বন

৭। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙন-প্রবণ?

– নড়িয়া

৮। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

-সেন্টমার্টিনস

৯। বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায়?

-কুমিল্লা

১০। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?

-সাবমেরিন ক্যানিয়ন

           ৪১তম বিসিএস

১। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? -সুন্দরবনের দক্ষিণে

২। ‘বেঙ্গল ফ্যান’- ভূমিরূপটি কোথায় অবস্থিত?

-বঙ্গোপসাগরে

৩। UDMC-এর পূর্ণরূপ হলো →Union Disaster Management Committee

৪। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি?

-আইসোহাইট

৫। মার্বেল কোন ধরনের শিলা?

-রূপান্তরিত শিলা

৬। মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

-স্ট্রেটাস

৭। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো কি?

-জলবায়ু পরিবর্তন হ্রাস

৮। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

-পুণ্ড্রবর্ধন

৯। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

–  জানুয়ারি

         ৪০তম বিসিএস

১। পাললিক শিলা?

-কয়লা

২। বৃহৎ স্কেল মানচিত্র কত?

– ১:১০,০০০

৩। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়?

– আইসোহাইট

৪। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?

-ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়  ৫।‌ বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?

-১৯৮৮

৬। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

-নয়াদিল্লি

৭। জলজ উদ্ভিদ নয় কোনটি?

-গজারী

৮। মানবসৃষ্ট আপদ (Hazard) নয় কোনটি? -কালবৈশাখি (Nonwestern)

৯। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?

-কৃষি খাত

১০। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যাকবলিত হয়?

– জলোচ্ছ্বাসজনিত বন্যা

               ৩৮তম বিসিএস

১। ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে কোথায়?

– পাহাড়ের পাদদেশে

২। ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি –

-দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

৩। আফ্রিকার সাবসাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

-সাহেল

৪। জলবায়ুর উপাদান নয় কোনটি?

– সমুদ্রস্রোত

৫। কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?

-টাঙ্গুয়ার হাওর

৬। জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয় কোনটি?

-ভূমিকম্প

৭। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ভূমিরূপ গঠিত হয় কোন যুগে? -টারশিয়ারি যুগে

৮। বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য কি?

– বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ

৯। বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

-ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

১০। কোন জেলায় প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে?

-গাজীপুর

                ৩৭তম বিসিএস

১। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

-নয়াদিল্লি

২। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?

-পুনর্বাসন পর্যায়ে

৩। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?

-কিশোরগঞ্জ

৪। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

-বরেন্দ্র অঞ্চল

৫। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়?

-সিলেট

৬। কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? -দ্রাঘিমারেখা

৭। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

-মেঘনা

৮। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?

-উত্তর-পশ্চিম অঞ্চল

৯। কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

-বায়ুদূষণ

১০। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?

-সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)

             ৩৬তম বিসিএস

১। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?

-১৯ জানুয়ারি

২। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?

-৩০%

৩। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?

-৯৯.৯৭ শতাংশ

৪। সমুদ্রপৃষ্ঠ ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পাবে কত সালে?

-২০৫০ সাল নাগাদ

৫। বাংলাদেশে climate refugee হবে কত কোটি?

-৩.৫ কোটি

৬। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

-চাঁদপুরে

৭। ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় কত?

-৭০০-৮০০ কিলোমিটার

৮। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে?

– পাগ-মার্ক

৯। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

-১১.৮ কিলোমিটার

১০। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত? – ৪,১৫৬ কিলোমিটার

১১। বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?

-১৯৯৮ সালে

          ৩৫তম বিসিএস

১। বাংলাদেশে কালবৈশাখি কখন হয়? -প্রাক্-মৌসুমি বায়ু ঋতুতে

২। পূর্বসতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

-ভূমিকম্প

৩। ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

-নাগাল্যান্ড

৪। ‘জুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাগুলোয় দেখা যায়?

– চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোয় ৫। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

-৭৮.১%

৬। হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ইউ আকৃতির উপত্যকা বাংলাদেশের কৃষি কোন প্রকার?

-ধানপ্রধান নিবিড় স্বয়ংভোগী

৭। আপদ (Hazard)-এর প্রত্যক্ষ প্রভাব সামাজিক দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ

৮। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? -কমিউনিটি পর্যায়ে

৯। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক?

-শুক্র

উল্লেখ্য ৩৫ তম বিসিএস হতে ভূগোল পার্ট সংযুক্ত করা হয় নি।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০)

          ৪৬তম বিসিএস

১। Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে? -পিটার সিঙ্গার

২। কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

– ঐচ্ছিক ক্রিয়া

৩। বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন?

-আরজ আলী মাতুব্বর

৪। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? → স্বচ্ছতা ও জবাবদিহি

৫। “মানুষ হও এবং মরে বাঁচ।”-এটি কার উক্তি?

-হেগেল

৬। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাস হয়?

-২০১২

৭। “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।”-উক্তিটি কে করেছেন? -বার্ট্রান্ড রাসেল

৮। ‘সুশাসন চারটি প্তম্ভের উপর নির্ভরশীল’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? -বিশ্বব্যাংক

৯। নিচের কোনটি ‘SMART Bangladesh’-এর উপাদান?

– Smart Society

১০। ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?

-প্লেটো

           ৪৫তম বিসিএস

১। ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ? -নৈতিক

২। সুশাসনের পূর্বশর্ত কী?

-মত প্রকাশের স্বাধীনতা

৩। ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?

-জন স্টুয়ার্ট মিল

৪। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? -বিশ্বব্যাংক

৫। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? -অর্থনৈতিক দিক

৬। ‘জ্ঞান হয় পুণ্য’- এই উক্তিটি কার? -সক্রেটিস

৭। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

-শুদ্ধাচার

৮। মূল্যবোধের উৎস কোনটি?

-নৈতিক চেতনা

৯। ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে? -ইমানুয়েল কান্ট

১০। সুশাসনের মূলভিত্তি কি?

-আইনের শাসন

        ৪৪তম বিসিএস

১। যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে- -মূল্যবোধ

২। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে?

-সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ

৩। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে?

ক। ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে

খ। ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে

গ। ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালাতে

ঘ। উপরের সবগুলোতে (উঃ)

৪। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়?

-বিনিয়োগ বৃদ্ধি পায়

৫। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম কি ?

-UNCAC

৬। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি?

-পরমতসহিষ্ণুতা

৭। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত (conflict of interest) এর উদ্ভব হয়, যখন- -গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে

৮। রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কি?

-নৈতিকতা ও মূল্যবোধের অভাব

৯। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে  কোথা থেকে?

-পরিবারে

১০। সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন কে ?

-ইমানুয়েল কান্ট

      ৪৩তম বিসিএস

১। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

-ধর্ম

২। ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?

-জন স্টুয়ার্ট মিল

৩। উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

-ফারসি

৪। ‘কর্তব্যের জন্য কর্তব্য’- ধারণাটির প্রবর্তক কে?

– ইমানুয়েল কান্ট

৫। ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

-বাট্রান্ড রাসেল

৬। শাসক যদি মহৎগুণসম্পন্ন হয়, তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয়, তাহলে আইন অকার্যকর’- এটি কে বলেছেন?

-প্লেটো

৭। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?

-২০১২

৮। বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান কয়টি?

-৬টি

৯। সুশাসনের মূল ভিত্তি কী?

-আইনের শাসন

১০। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের ওপর গুরুত্ব প্রদান করে?

-উপযোগবাদ

         ৪১তম বিসিএস

১। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

-নৈতিক মূল্যবোধ

২। ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?

-ইমানুয়েল কান্ট

৩। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো কি?

– সমাজ

৪। সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’ এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

-বিশ্বব্যাংক

৫। ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’ কে এই উক্তি করেন? -মিশেল ক্যামডেসাস

৬। মূল্যবোধের শুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উপরের সবগুলোই (বিভিন্নতা: পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা)

৭। প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-

-প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

৮। ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে? -রাসেল

৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

-অনুচ্ছেদ ১৮

        ৪০ তম বিসিএস

১। বাংলাদেশের ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন কে?

-আরজ আলী মাতুব্বর

২। ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।’ এটি কি?

-রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

৩। সভ্য সমাজের মানদণ্ড হলো কি?

-আইনের শাসন

৪। ‘বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়োগ করা হয় কোথায়?

-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে

৫। মূল্যবোধ হলো কি ?

-মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৬। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কোনটি?

– মৌলিক স্বাধীনতার উন্নয়ন

৭। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো কি?

– নিয়মিত কর প্রদান করা

৮। মূল্যবোধের চালিকা শক্তি হলো কি? -সংস্কৃতি

৯। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়?

-বিনিয়োগ বৃদ্ধি পায়

১০। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?

-মৌলিক অধিকার

       ৩৮তম বিসিএস

১। জেরিমি বেনথাম যে দেশের অধিবাসী ছিলেন?

– যুক্তরাজ্য

২। মূল্যবোধ পরীক্ষা করে কি হয়?

– ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা

৩। গোল্ডেন মিন (Golden Mean) হলো → -দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা

৪। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কি থেকে?

-মূল্যবোধের শিক্ষা থেকে

৫। সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?

– স্বচ্ছতা

৬। যে রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে –

-শাসন প্রক্রিয়া ও উন্নয়ন

৭। সুশাসনের উপাদান নয় কোনটি?

-নৈতিক শাসন

৮। সংস্কৃতির উপাদান নয় কোনটি ?

-আইন

৯। যে বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

-১৯৯৭

১০। শূন্যবাদ যে লাতিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ কী?

-কিছুই না

          ৩৭তম বিসিএস

১। UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

– ৯টি

২। নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি? -সততা ও নিষ্ঠা

৩। আমাদের চিরন্তন মূল্যবোধ কি?

– সত্য ও ন্যায়

৪। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ?

-দায়িত্বশীলতা

৫। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে? -সংবাদ মাধ্যমকে

৬। সরকারি সিদ্ধান্ত প্রদয়নে যে মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়-

-সৃজনশীলতা

৭। ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়- -সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ

৮। সরকারি চাকরিতে সততার মাপকাঠি হল- -নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

৯।  ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’ উক্তিটি কে করেছেন?

-ম্যাককরনি

১০। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কি?

-সুশাসন

           ৩৬তম বিসিএস

১। নৈতিকতাকে বলা হয় মানবজীবনের কোন দিক গুলিকে?

-নৈতিক আদর্শ, নৈতিক শক্তি, নৈতিক বিধি

২। ‘Power: A New Social Analysis’ গ্রন্থটির রচয়িতা কে?

– বার্নার্ড রাসেল

৩। ‘সুবর্ণ মধ্যক’ হলো কি?

-দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

৪। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে –

-সামাজিক মূল্যবোধকে

৫। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে কি? -সামাজিক অবক্ষয় রোধ করা

৬। সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা, যা শাসক ও শাসিতের মধ্যে কি করে?

– আস্থার সম্পর্ক গড়ে তোলে

৭। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে কি ?

-অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

৮। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো কি ?

-জনকল্যাণ

৯। সুশাসনের পথে অন্তরায় কোনটি? -স্বজনপ্রীতি

        ৩৫তম বিসিএস

১। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো-

– সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

২। মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো কি?

-ঐচ্ছিক ক্রিয়া

৩। মূল্যবোধ (Values) হলো –

– মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

৪। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?

– আইনের শাসন, নৈতিকতা, সাম্য

৫। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে কি?

-মতপ্রকাশের স্বাধীনতা

৬। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের যে দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কোনটি? -সুশাসনের অর্থনৈতিক দিক

৭। ‘আইনের চোখে সব নাগরিক সমান’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?

– ২৭ নম্বর অনুচ্ছেদে

৮। Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?

– টেকসই উন্নয়ন

৯। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম যে সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?

-বিশ্বব্যাংক

১০। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায়?

-সুশাসনের

উল্লেখ্য ৩৫ তম বিসিএস হতে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পার্ট সংযুক্ত করা হয়।

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

 ৪৬তম বিসিএস থেকে ১০তম বিসিএস  বাংলাদেশ বিষয়াবলির সকল প্রশ্নের সমাধান

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.