Wednesday, March 12, 2025

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায়

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায়

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

বহুনির্বাচনি প্রশ্ন : ভাস্কো-ডা-গামা, আল বুকার্ক প্রমুখের হাত ধরে বাংলায় পর্তুগিজ ও ইংরেজদের পাশাপাশি ফরাসি, ওলন্দাজ ও দিনেমাররা স্থায়ী কুঠি স্থাপন করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে থাকে। তবে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ইংরেজরা অন্যান্য বহিঃশক্তির ওপর প্রাধান্য লাভ করে।
ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলায় তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবারে প্রভাব বিস্তারের মতো ক্ষমতা ভোগ করতে শুরু করে। এ পর্যায়ে তারা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ১৭৫৭ সালের ২৩শে জুন তাকে পরাজিত করে বাংলার প্রকৃত শাসন ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়।
তাদের শাসন-শোষণে বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। তাদের এই শোষণের বিরুদ্ধে ১৮৫৭ সালে ভারতের বিভিন্ন ব্যারাকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহ দমাতে ১৮৫৮ সালের ২রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত-শাসন আইন পাস হয়। ফলে ভারতের রাষ্ট্রক্ষমতা ব্রিটিশ রাজের হাতে চলে যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলন সমগ্র ভারতবর্ষে সংঘটিত হলেও সর্বভারতীয় রাজনীতির নেতৃত্ব শেষ পর্যন্ত বাঙালিদের হাতে থাকেনি।
১৯৪০ সালে মুসলিম লীগ কর্তৃক দ্বিজাতিতত্ত্ব প্রচারের পর জনগণ হিন্দু-মুসলমান পরিচয়ে বিভক্ত হয়ে পড়ে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তবে পূর্ব বাংলা পাকিস্তানের পূর্বাঞ্চল হিসেবে ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তি লাভ করলেও ১৯৪৭ সালের ১৪ই আগস্টের পর থেকে পূর্ব বাংলার জনগণকে নতুন করে আন্দোলন সংগ্রামে নামতে হয়।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

১. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক নবাব সিরাজউদ্দৌলা
খ নবাব আলীবর্দী খাঁ
● ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
২. শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-
i. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
ii. বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
iii. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
আশার দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বললেন যে, বাংলার নবাবকে শাসন কাজের জন্য জবাবদিহি করতে হতো। তবে তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো।
৩. আশার দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়?
ক নবাবী শাসন
● দ্বৈত শাসন
গ সুবাদারী শাসন
ঘ ইংরেজ শাসন
৪. বর্ণিত ঘটনার ফলে-
i. দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে
ii. জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়
iii. জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক i
খ iii
● ii
ঘ i, ii ও iii
৫. কত সালে ওয়েস্টফালিয়ার চুক্তি হয়?
ক ১৬৪৭
● ১৬৪৮
গ ১৬৪৯
ঘ ১৬৫০
৬. কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
ক ই-কমার্স
● ই-মেইল
গ ফেসবুক
ঘ টুইটার
৭. ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?
ক দেশ বিভাগের মাধ্যমে
খ কুসংস্কার দূরিকরণের মাধ্যমে
গ ভারত শাসন আইন প্রণয়নের মাধ্যমে
● চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে
৮. ‘বর্গী’ কাদের বলা হতো?
ক সেনদের
খ তুর্কীদের
গ আফগানদের
● মারাঠাদের
৯. দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ-
ক আকবরের মসনদে বসা
খ হুমায়ুনের মসনদে বসা
● জাহাঙ্গীরের মসনদে বসা
ঘ বাবরের মসনদে বসা
১০. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক মোঘল
● গুপ্ত
গ পাল
ঘ সেন
১১. কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
● ১৮৫৮ সালের ২ আগস্ট
খ ১৮৫৮ সালের ২ সেপ্টেম্বর
গ ১৮৫৮ সালের ২ অক্টোবর
ঘ ১৮৫৮ সালের ২ নভেম্বর
১২. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়?
● গবেষণার জন্য
খ মুসলমানদের সন্তুষ্ট করার জন্য
গ হিন্দুদের সন্তুষ্ট করার জন্য
ঘ ব্রিটিশদের শাসন পাকাপোক্ত করার জন্য
১৩. বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
ক ১২০৬
খ ১৩৩৮
● ১৫৩৮
ঘ ১৫৭৬
১৪. এদেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে-
● প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়
খ মানুষের মনে হিংসা দানা বাঁধে
গ ভ্রাতৃত্ব গড়ে উঠে
ঘ জনমনে অসন্তোষ সৃষ্টি হয়
১৫. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুইভাগ করার প্রস্তাব দেন কে?
ক লর্ড বেন্টিক
● লর্ড কার্জন
গ লর্ড হার্ডিঞ্জ
ঘ লর্ড ক্লাইভ
১৬. কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?
ক আর্য
খ মৌর্য
গ পাল
● মুসলিম
১৭. কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন?
ক ১২৩৮
● ১৩৩৮
গ ১৪৪৮
ঘ ১৫৩৮
১৮. সতীদাহ প্রথা বিল কে পাস করেন?
ক লর্ড ডালহৌসি
খ লর্ড হার্ডিং
● লর্ড উইলিয়াম বেন্টিংক
ঘ লর্ড ওয়েলেসলি
১৯. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক ১৬৫৭
খ ১৭৫৭
● ১৮৫৭
ঘ ১৯৫৭
২০. ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
ক লর্ড বেন্টিঙ্ক
● লর্ড ক্যানিং
গ লর্ড কার্জন
ঘ লর্ড হার্ডিঞ্জ
২১. ইংরেজদের এদেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিলো-
ক বাণিজ্য বিস্তার করা
খ আয় বৃদ্ধি করা
● শাসন স্থায়ী করা
ঘ জনকল্যাণ করা
২২. বর্তমানে ঢাকা শহরকে উত্তর ও দক্ষিণ ঢাকা নামে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে।
ক দেশ ভাগ
● বঙ্গভঙ্গ
গ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
ঘ ভারত পাকিস্তান সৃষ্টি
২৩. ব্রিটিশ শাসনামলে নারীসমাজ পিছিয়ে ছিল কেন?
● সামাজিক অনুশাসনের জন্য
খ ব্রিটিশদের কঠোর নীতির জন্য
গ ধর্মীয় গোঁড়ামির জন্য
ঘ শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য
২৪. কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করেন?
ক ইংরেজরা
● পর্তুগিজরা
গ দিনেমাররা
ঘ ওলন্দাজরা
২৬. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
ক লর্ড ডালহৌসি
খ লর্ড ওয়েলেসলি
● ওয়ারেন হেস্টিংস
ঘ লর্ড কর্নওয়ালিস
২৭. ব্রিটিশরা কেন বাংলা প্রদেশকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা গ্রহণ করেছিল?
ক হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্ক স্থাপন
খ অধিক রাজস্ব আদায় করা
● তাদের কর্তৃত্ব স্থায়ীকরণ
ঘ নারী সমাজের উন্নয়ন
২৮. বঙ্গভঙ্গের ফলে-
i. মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয়
ii. সাম্প্রদায়িক দ্বন্দ্ব স্পষ্ট হয়
iii. দ্বিজাতিতত্ত্বের উদ্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খi ও iii
গ ii ও iii
● i, ii ও iii
২৯. উপনিবেশে প্রতিষ্ঠা করা শাসনকে কী বলা হয়? (জ্ঞান)
● ঔপনিবেশিক
খ দ্বৈত
গ এককেন্দ্রিক
ঘ প্রাদেশিক
৩০. বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনযুগকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? (অনুধাবন)
● ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্যের সাথে মিল থাকায়
খ কেন্দ্রীয় শাসনের বৈশিষ্ট্যের সাথে মিল থাকায়
গ এককেন্দ্রিক শাসনের বৈশিষ্ট্য অনুসরণ করায়
ঘ দ্বৈত শাসননীতি মেনে চলায়
৩১. কাদের আগমনের অনেক আগে থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রবেশ করেছিল? (জ্ঞান)
ক মৌর্ঘ
খ গুপ্ত
● ইংরেজ
ঘ পাল
৩২. বহিরাগত শাসকদের বাংলার দিকে দৃষ্টি ছিল কেন? (অনুধাবন)
● ধনসম্পদের কারণে
খ খনিজ সম্পদের কারণে
গ মৎস্য সম্পদের কারণে
ঘ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে
৩৩. নিচের কোন বংশ বাংলায় কোনো শাসন প্রতিষ্ঠা করেনি? (জ্ঞান)
ক মৌর্য
খ গুপ্ত
● আর্য
ঘ পাল
৩৪. কে খ্রিষ্টপূর্ব তিন শতকে বাংলার উত্তরাংশ দখল করেন? (জ্ঞান)
● মহামতি অশোক
খ রাজা শশাঙ্ক
গ রাজা লক্ষণসেন
ঘ সম্রাট হুমায়ুন
৩৫. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ঘ পাল
খ সেন
● গুপ্ত
ঘ আর্য
৩৬. চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ-পূর্ব বাংলার কিছু অংশ ‘ক’ নামক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। উক্ত সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। ‘ক’ নামক সাম্রাজ্যের সাথে নিচের কোন সাম্রাজ্যের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক মৌর্য
● গুপ্ত
গ মোগল
ঘ পাল
৩৭. কত শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
ক চার
খ পাঁচ
গ ছয়
● সাত
৩৮. কাদের পতনের পর উত্তর বাংলায় প্রথম বাঙালি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
● গুপ্ত
খ সেন
গ পাল
ঘ আর্য
৩৯. কার মৃত্যুর পর একশ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে? (জ্ঞান)
●শশাঙ্ক
খ হুমায়ুন
গ অশোক
ঘ লক্ষণসেন
৪০. পাল রাজারা কত বছর বাংলা শাসন করেন? (জ্ঞান)
ক প্রায় দুইশ
খ প্রায় তিনশ
● প্রায় চারশ
ঘ প্রায় পাঁচশ
৪১. কাদের পতনের পর বাংলা পুনরায় বিদেশি শাসনের অধীনে চলে যায়? (জ্ঞান)
● পাল
খ সেন
গ গুপ্ত
ঘ মৌর্য
৪২. নিচের কোন ব্যক্তি তুর্কি সেনাপতি ছিলেন? (জ্ঞান)
● ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
খ নবাব সিরাজউদ্দৌলা
গ ফখরউদ্দিন মুবারক শাহ
ঘ নবাব আলীবর্দী খাঁ
৪৩. কার মাধ্যমে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল? (জ্ঞান)
ক ফখরউদ্দিন মুবরাক শাহ
খ কুতুবউদ্দিন আইবেক
● ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
ঘ সম্রাট জাহাঙ্গীর
৪৪. বখতিয়ার খলজি কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
● ১২০৬
খ ১২০৮
গ ১২১০
ঘ ১২১২
৪৫. ১২০৬ সাল থেকে কত সাল পর্যন্ত বাংলাজুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে? (জ্ঞান)
ক ১২৩৬
খ ১২৩৮
গ ১৩৩৬
● ১৩৩৮
৪৬. কত সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরউদ্দিন মুবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন? (জ্ঞান)
● ১৩৩৮
খ ১৩৩৯
গ ১৩৪০
ঘ ১৩৪১
৪৭. কখন বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? (জ্ঞান)
● ১৫৩৮ সালে
খ ১৫৪০ সালে
গ ১৫৪২ সালে
ঘ ১৫৪৪ সালে
৪৮. কে ১৫৩৮ সালে ইকলিম লখনৌতি দখল করেন? (জ্ঞান)
ক মহামতি অশোক
খ রাজা লক্ষণসেন
গ সম্রাট আকবর
● সম্রাট হুমায়ুন
৪৯. বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? (জ্ঞান)
● ঈশা খাঁ
খ মানসিংহ
গ অশোক
ঘ লক্ষণ সেন
৫০. কে চূড়ান্তভাবে বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন? (জ্ঞান)
ক সম্রাট হুমায়ুন
খ বখতিয়ার খলজি
● ইসলাম খান চিশতি
ঘ সম্রাট জাহাঙ্গীর
৫১. কত সালে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে? (জ্ঞান)
● ১৭৫৭
খ ১৭৫৮
গ ১৭৬১
ঘ ১৭৬৭
৫২. বহিরাগত শাসকদের বাংলাদেশে আগমনের কারণ হিসেবে কোনটি যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
● সম্পদের প্রাচুর্যতা
খ রাজনৈতিক স্থিতিশীলতা
গ ধর্ম নিরপেক্ষতা
ঘ ভৌগোলিক অবস্থান
৫৩. ‘ক’ দেশটি উর্বর এবং ধনসম্পদে পরিপূর্ণ। তাই একসময় ইংরেজসহ অনেক বহিরাগত শক্তি দেশটিতে প্রবেশ করেছিল। ‘ক’ দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ কোনটি? (প্রয়োগ)
● যুক্তরাজ্য
খ যুক্তরাষ্ট্র
গ রাশিয়া
ঘ বাংলাদেশ
৫৪. ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না
ii. দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে
iii. দখলকৃত দেশের ধন-সম্পদ নিজ দেশে পাচার করে
নিচের কোনটি সঠিক?
কi ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৫. ইংরেজরা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে- (অনুধাবন)
i. বাংলায়
ii. ভারতে
iii. যুক্তরাষ্ট্রে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৬. ১২০৪ থেকে ১২০৬ সাল পর্যন্ত বখতিয়ার খলজির দখলে ছিল – (অনুধাবন)
i. নদীয়া ii. পশ্চিমবঙ্গ
iii. উত্তরবাংলার কিছুটা অংশ
নিচের কোনটি সঠিক?
কi ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৭. আফগান শাসক শের খান সুর হুমায়ুনকে বিতাড়িত করেন যথাক্রমে – (অনুধাবন)
i. বাংলা থেকে
ii. ভারত থেকে
iii. আফগান থেকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৮. ১৫৭৬ সালে মোগলদের অধিকারে আসে – (অনুধাবন)
i. পূর্ব বাংলা
ii. পশ্চিম বাংলা
iii. উত্তর বাংলার অনেকটা অংশ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৫৭ সালের একটি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। তার এ পতনের মধ্যদিয়ে বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয়।
৫৯. অনুচ্ছেদে কোন যুদ্ধের প্রতিফলন ঘটেছে? (প্রয়োগ)
ক উপসাগরীয়
খ পানিপথের
● পলাশীর
ঘ বক্সারের
৬০. উক্ত যুদ্ধের মাধ্যমে বাংলায় – (উচ্চতর দক্ষতা)
i. মোগল শাসন চূড়ান্ত রূপ লাভ করে
ii. শাসন ক্ষমতার পরিবর্তন হয়
iii. নতুন বিদেশি শক্তির আগমন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
বাংলায় ইউরোপীয়দের বিস্তার
৬১. ১৬৪৮ সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে সম্পাদিত শক্তির চুক্তির নাম কী ছিল? (জ্ঞান)
ক ক্যাম্প ডেভিড চুক্তি
খ জেনেভা চুক্তি
গ ডেটন চুক্তি
● ওয়েস্টফালিয়ার চুক্তি
৬২. ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন কত সালে? (জ্ঞান)
ক ১৬৬২
খ ১৬৮৩
● ১৬৮২
ঘ ১৭৬২
৬৩. ১৪৯৮ সালে ভাষ্কো-ডা-গামা দক্ষিণ ভারতের কোন বন্দরে এসে পৌছেন? (জ্ঞান)
ক কোচিন
● কালিকট
গ বোম্বাই
ঘ গোয়া
৬৪. কখন ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়? (জ্ঞান)
ক ১২শ শতক
খ ১৩শ শতক
● ১৪শ শতক
ঘ ১৫শ শতক
৬৫. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
● পর্তুগীজ
খ ইটালীয়
গ ফরাসি
ঘ আইরিশ
৬৬. বাংলায় যে সকল ইউরোপীয় ব্যবসায়ী বাণিজ্য করতে এসেছে তাদের মধ্যে অন্যতম হলো-
i. ওলন্দাজ ii. পর্তুগীজ iii. ফরাসি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ i ও iii
● i, ii ও iii
৬৭. ইউরোপের অর্থনীতি তেজি হওয়ার ক্ষেত্রে কোনটি প্রভাব রেখেছিল? (জ্ঞান)
● সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার
খ শ্রমিকের সহজলভ্যতা
গ কুটিরশিল্পের বিস্তার
ঘ দাস প্রথার বিলোপ
৬৮. ইউরোপে বাণিজ্য বিপ্লবের ফলে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য কিসের সন্ধান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? (জ্ঞান)
● বাজারের
খ পরিবহণের
গ শ্রমের
ঘ শ্রমিকের
৬৯. ভারতবর্ষকে বিশ্ব-বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? (জ্ঞান)
ক বার্নিয়ে
খ ইবনে বতুতা
● ভাস্কো-ডা-গামা
ঘ ইউলিয়াম হেজেজ
৭০. দক্ষ নাবিক আল বুকার্ক কোন মহাসাগরের কর্তৃত্ব অধিকার করেছিলেন? (জ্ঞান)
ক প্রশান্ত খ আটলান্টিক
● ভারত
ঘ বঙ্গোপসাগর
৭১. কোন নাবিক প্রায় পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করে নেন? (জ্ঞান)
● আল বুকার্ক
কলম্বাস
গ ম্যাগালান
ঘ ভাস্কো-ডা-গামা
৭২. ১৬৪৮ সালের ওয়েস্ট ফলিয়ার চুক্তিটি মূলত কী ধরনের চুক্তি ছিল? (জ্ঞান)
● শান্তি চুক্তি
খ অস্ত্রবিরোধী চুক্তি
গ যুদ্ধবিরতি চুক্তি
ঘ বৈদেশিক চুক্তি
৭৩. ইউরোপীয় জাতিসমূহের বহির্বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশের লক্ষ কোন অঞ্চল ছিল? (জ্ঞান)
ক আফ্রিকা
খ উত্তর আমেরিকা
● ভারতবর্ষ
ঘ পূর্ব এশিয়া
৭৪. কোন জাতিটি বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা করেছিল? (জ্ঞান)
ক আফ্রিকান
খ কিউন
গ অসি
● দিনেমার

SSC/HSC / ষষ্ঠ থেকে নবম/দশম  শ্রেণির  শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Website Eduexplain / Facebook এ Like/Follow দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে

READ ALSO

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায়

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.