Sunday, March 9, 2025

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ/৭৩টি MCQ

READ ALSO

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ/সঠিক উত্তরে টিকচিহ্ন দাও  : সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগৎকে জানার জন্য বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্রে যে সম্পর্ক রয়েছে তার ওপর ভিত্তি করে এটি করা হয়।

প্রয়োজনের তাগিদে শ্রেণিবিন্যাস বিদ্যা জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠেছে। একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। একে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন : মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens এ নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়।

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ/সঠিক উত্তরে টিকচিহ্ন দাও

১. কোনটি Mollusca পর্বের প্রাণী?
ক কাঁকড়া
খ জোঁক
গ তারামাছ
● ঝিনুক

২. স্কাইফা ও হাইড্রা উভয়ই –
i. দ্বিস্তরী
ii. বহুকোষী
iii. সুগঠিত তন্ত্রবিহীন

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii

৫. প্রাণীজগতে কোন পর্বের প্রাণির সংখ্যা সবচেয়ে বেশি?
ক মলাস্কা
● আর্থোপোডা
গ কর্ডাটা
ঘ অ্যানেলিডা

৬. কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে?
● প্রজাপতি
খ কেঁচো
গ জোঁক
ঘ তারামাছ

৭. কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য?
ক বাচ্চা প্রসব করা
খ বুকে ভর দিয়ে চলা
● শীতল রক্তবিশিষ্ট
ঘ ত্বক মসৃণ ও গ্রন্থিযুক্ত

৮. কোন পর্বের প্রাণীরা ‘স্পঞ্জ’ নামে পরিচিত?
● পরিফেরা
খ নিডারিয়া
গ নেমাটোডা
ঘ মলাস্কা

৯. প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক মলাস্কা
খ পরিফেরা
গ ভার্টিব্রাটা
● আর্থ্রোপোডা

১০. শ্রেণিবিন্যাসের জনক কে?
● ক্যারোলাস লিনিয়াস
খ অ্যারিস্টটল
গ থিওফ্রাসটাস
ঘ জন রে

১১. কেঁচো কোন পর্বের প্রাণী?
ক পরিফেরা
খ নিডারিয়া
গ নেমাটোডা
● অ্যানেলিডা

১২. প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ কী?
● শিখা কোষ
খ হিমোসিল
গ নেফ্রিডিয়া
ঘ টেলোফেজ

১৪. কোন প্রাণীটি অরীয় প্রতিসম?
● তারামাছ
খ ঝিনুক
গ কাঁকড়া
ঘ হাইড্রা

১৫. কোন প্রাণীর দেহে শিখা কোষ থাকে?
ক কাঁকড়া
খ কেঁচো
গ গোলকৃমি
● ফিতাকৃমি

১৬. অদ্যবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
● ১৫
খ ১২
গ ১৩
ঘ ১১

১৭. অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা যায়?
ক ৫
খ ৬
গ ৭
● ৯

১৮. কোন প্রাণীটির দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
ক হাইড্রা
খ প্রজাপতি
● স্কাইফা
ঘ যকৃত কৃমি

১৯. কর্ডাটাকে কয়টি উপপর্বে বিভক্ত করা হয়?
ক ২
● ৩
গ ৪
ঘ ৫

২০. একাইনোডার্মাটা পর্বের প্রাণী কোনটি?
● তারামাছ
খ আরশোলা
গ হাইড্রা
ঘ শামুক

২১. কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
ক নেমাটোডা
খ অ্যানেলিডা
গ আর্থোপোডা
● একাইনোডার্মাটা

২২. কোন প্রাণীর দেহ নলাকার ও খণ্ডায়িত?
● কেঁচো
খ চিংড়ি
গ ঝিনুক
ঘ গোলাকৃমি

২৩. সিটা কোনটির চলনাঙ্গ?
● কেঁচো
খ শামুক
গ টিকটিকি
ঘ সাপ

২৪. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে?
ক শামুক
খ ফিতাকৃমি
● জোঁক
ঘ হাইড্রা

২৫. কোনটি স্তন্যপায়ী প্রাণী?
ক দোয়েল
● উট
গ কুমির
ঘ টিকটিকি

২৬. কোন প্রাণীটির দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
● হাঙ্গর
খ পেট্রোমাইজন
গ অ্যাসিডিয়া
ঘ ইলিশ মাছ

২৭. তারামাছ কোন পর্বের প্রাণী?
ক আর্থ্রোপোডা
খ মলাস্কা
● একাইনোডারমাটা
ঘ অ্যানেলিডা

২৮. কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে?
ক একটি
খ দুটি
● তিনটি
ঘ চারটি

২৯. কোন পর্বের প্রাণীতে নিডোব্লাস্ট থাকে?
● নিডারিয়া
খ পরিফেরা
গ মলাস্কা
ঘ অ্যানেলিডা

৩০. নিচের কোনটি ইউরোকর্ডাটা?
ক পেট্রোমাইজন
● অ্যাসিডিয়া
গ ব্রাঙ্কিওস্টোমা
ঘ ইলিশ

৩১. নিচের কোন প্রাণীটির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ?
● যকৃত কৃমির
খ ফাইলেরিয়া কৃমির
গ গোলকৃমির
ঘ কেঁচোকৃমির

৩২. নিচের কোনটি হাইড্রার একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়?
ক এক্টোডার্ম
খ এন্ডোডার্ম
● সিলেন্টেরন
ঘ কোষস্তর

৩৩. গোলকৃমি বাস করে মানুষের-
ক পাকস্থলীতে
● অন্ত্রে
গ বৃক্কে
ঘ মস্তিষ্কে

৩৪. সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি?
ক ফুসফুসের সাথে বায়ুথলি থাকে
খ এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে
● এরা বুকে ভর দিয়ে চলে
ঘ চার পায়ে তিনটি করে নখরযুক্ত আঙ্গুল আছে

৩৫. কোন শ্রেণির প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে?
ক মৎস্যকুল
খ পক্ষীকুল
গ উভচর
● সরীসৃপ

৩৬. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
● অ্যানেলিডা
খ নেমাটোডা
গ নিডারিয়া
ঘ পরিফেরা

৩৭. প্রাণীর বৈজ্ঞানিক নাম-
i. দুটি পদবিশিষ্ট
ii. ইংরেজি ভাষায় লিখতে হয়
iii. ল্যাটিন ভাষায় লিখতে হয়

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খi ও iii
গ ii ও iii
● i, ii ও iii

৩৮. সামুদ্রিক প্রাণী-
i. ডলফিন
ii. তারা মাছ
iii. হাঙ্গর

নিচের কোনটি সঠিক?
ক i      খ ii
গ iii
● i, ii ও iii

৩৯. একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য-
i. এদের দেহত্বক কাঁটাযুক্ত
ii. দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত
iii. দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii

৪০. গোলক্রিমি-
i. উভলিঙ্গ
ii. অন্তঃপরজীবী
iii. দেখতে নলাকার

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii

৪১. কেঁচোর বৈশিষ্ট্য-
i. নেফ্রিডিয়া
ii. খ-ায়িত দেহ
iii. পুঞ্জাক্ষি

নিচের কোনটি সঠিক?
ক  i
● i ও ii
গ i ও iii
ঘ ii ও iii

৪২. অন্য জীবের দেহাভ্যন্তরে অবস্থান করতে পারে-
i. পরভোজী ii. পরজীবী
iii. অন্তঃপরজীবী
নিচের কোনটি সঠিক?
ক i        খ i ও ii
● ii ও iii
ঘ i, ii ও iiii

৪৭. বৈজ্ঞানিক নামের অংশ কয়টি?
ক ১
● ২
গ ৩
ঘ ৪

৪৮. ক্যারোলাস লিনিয়াস পেশায় কী ছিলেন?
● প্রকৃতিবিজ্ঞানী
খ চিকিৎসাবিজ্ঞানী
গ পদার্থবিজ্ঞানী
ঘ রসায়নবিদ

৪৯. দ্বিপদ-নামকরণের প্রবর্তক কে?
● ক্যারোলাস লিনিয়াস
খ অ্যারিস্টটল
গ হুকার
ঘ জন রে

৫০. জীবের বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় লিখতে হয়?
ক ইতালীয় ভাষায়
● ল্যাটিন ভাষায়
গ বৈজ্ঞানিক ভাষায়
ঘ ফরাসি ভাষায়

৫১. দ্বিপদ নামকরণে কোন অংশটি অন্তর্ভুক্ত? (অনুধাবন)
ক পর্ব
খ শ্রেণি
● গণ
ঘ বর্গ

৫৩. কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চি‎হ্নিত করেন? (জ্ঞান)
ক অ্যারিস্টটল
খ জন রে
গ থিওফ্রাস্টাস
● ক্যারোলাস লিনিয়াস

৫৫. শ্রেণিবিন্যাসে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়? (উচ্চতর দক্ষতা)
ক বাহ্যিক বৈশিষ্ট্য
খ খাদ্যাভ্যাস
● সাদৃশ্য ও বৈসাদৃশ্য
ঘ জীবের বাসস্থান

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫৬. বৈজ্ঞানিক নাম লিখা হয়-
i. ল্যাটিন ভাষায়
ii. গ্রিক ভাষায়
iii. ইংরেজি ভাষায়

নিচের কোনটি সঠিক?
ক i        ● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iiii

৫৭. প্রাণিজগতের শ্রেণিবিন্যাস এর ভিত্তি হলো- (অনুধাবন)
i. প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য
ii. বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক
iii. বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল-অমিল

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iiii

৫৮. শ্রেণিবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন- (অনুধাবন)
i. জন রে
ii. অ্যারিস্টটল
iii. ক্যারোলাস লিনিয়াস

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii

৫৯. প্রাণীর শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)
র. বিভিন্ন প্রাণীদের গোষ্ঠীভুক্ত করা
রর. পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করা
ররর. নতুন প্রজাতি শনাক্ত করা

নিচের কোনটি সঠিক?
ক ii
খ i ও ii
গ i ও iii
● i, ii ও iiii

নিচের উদ্দীপক থেকে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক শ্রেণিবিন্যাসের নিয়মাবলি পড়ানোর সময় বললেন যে, জীবের নামকরণ করা হয় একটি সুনির্দিষ্ট নিয়মে। উদাহরণস্বরূপ তিনি বোর্ডে ব্যাঙের বৈজ্ঞানিক নাম লিখলেন।

৬০. শিক্ষকের লেখা নামের প্রথম অংশটিকে কী বলে? (প্রয়োগ)
ক প্রজাতি
খ পর্ব
● গণ
ঘ পরিবার

৬১. শিক্ষকের বোর্ডে লেখা নামটি- (প্রয়োগ)
i. ল্যাটিন ভাষায় লেখা হয়
ii. ইংরেজি ভাষায় লেখা হয়
iii. দুটি পদ বিশিষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
কi ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iiii

অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস

৬২. হাইড্রার দেহগহ্বরকে কী বলে?
● সিলেন্টেরন
খ এক্টোডার্ম
গ এন্ডোডার্ম
ঘ নিডোব্লাস্ট

৬৩. কোনটির দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
ক কেঁচো
খ হাইড্রা
● স্পঞ্জিলা
ঘ তারামাছ

৬৪. শিখাকোষ থাকে কোন পর্বে?
ক পরিফেরা
খ নিডারিয়া
● প্লাটিহেলমিনথিস
ঘ অ্যানেলিডা

৬৫. কোন প্রাণী মলাস্কা পর্বের?
ক ফিতাকৃমি
খ গোলকৃমি
গ হাইড্রা
● শামুক

৬৬. ওবেলিয়া কোন পর্বের প্রাণী?
ক কর্ডাটা
খ পরিফেরা
● নিডারিয়া
ঘ নেমাটোডা

৬৭. জোঁকের দেহের প্রতিটি খণ্ডে বিদ্যমান সিটার কাজ কী?
ক খাদ্য পরিপাকে সাহায্য করা
খ শ্বসনে সহায়তা করা
● চলাচলে সহায়তা করা
ঘ দেহ রক্ষা করা

৬৮. ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
● প্লাটিহেলমিনথিস
খ নেমাটোডা
গ অ্যানেলিডা
ঘ আর্থ্রোপোডা
৬৯. অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহে বিদ্যমান রেচন অঙ্গের নাম কী?
ক নিডোব্লাস্ট
খ হিমোসিল
● নেফ্রিডিয়া
ঘ নটোকর্ড

৭০. নেমাটোডার অপর নাম কী?
ক অ্যানেলিডা
খ প্লাটিহেলমিনথিস
● নেমাথেলমিনথিস
ঘ কর্ডাটা

৭১. স্পঞ্জিলার পুষ্টি অঙ্গ কোনটি?
ক ফ্লাজেলা
খ পাকস্থলী
● দেহপ্রাচীর
ঘ চোষক

৭২. সংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ পর্বের প্রাণী কোনটি?
● চিংড়ি
খ তারামাছ
গ মানুষ
ঘ ফিতাকৃমি

৭৩. একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে?
ক পানি সংবহনতন্ত্র
খ ফুসফুস
গ ফ্লাজেলা
● নালিপদ

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ/৭৩টি MCQ

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.