৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ (Answer সহ)
৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায়ঃMCQ: জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথা- ১. অ্যামাইটোসিস; ২. মাইটোসিস; ৩. মিয়োসিস। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস বিভাজন হয়। এ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে। উন্নত শ্রেণির প্রাণীর ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস বিভাজন হয়।
এ বিভাজনে নিউক্লিয়াস একজন বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। জনন কোষ উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। এ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরস্পর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই এ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়।
৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায়ঃMCQ
১. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক প্রোফেজ
খ প্রো-মেটাফেজ
● মেটাফেজ
ঘ অ্যানাফেজ
২. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
● DNA
খ RNA
গ নিউক্লিওলাস
ঘ সেন্ট্রোমিয়ার
নিচের অংশটুকু পড়ে ৩ ও ৪নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পিঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।
৩. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
ক প্রোফেজ
খ প্রো-মেটাফেজ
● মেটাফেজ
ঘ অ্যানাফেজ
৪. সাফওয়ান-এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়-
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে
iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
৫. নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
ক জিন
খ ডি.এন.এ
● ক্রোমোসোম
ঘ আর.এন.এ
৬. কোথায় অ্যামাইটোসিস হয় না?
ক ইস্ট
খ ছত্রাক
গ অ্যামিবা
● ভাইরাস
৭. কোন বৈজ্ঞানিককে জীনতত্ত্বের জনক বলা হয়?
● গ্রেগর জোহান মেন্ডেল
খ এরিস্টটল
গ ক্যারোলাস লিনিয়াস
ঘ রবার্ট হুক
৮. কোনটিতে ডিএনএ থাকে না?
ক ব্যাকটেরিয়া
● টি.এম.ভি.
গ ভাইরাস
ঘ ই-কলি
৯. প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?
ক হাত
● কোষ
গ ফুসফুস
ঘ হৃৎপিণ্ড
১০. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠন করে?
ক প্রফেজ
● প্রো-মেটাফেজ
গ এনাফেজ
ঘ টেলোফেজ
১১. মানব জননকোষে কতটি ক্রোমোজোম থাকে?
ক ২৩টি
খ ২০টি
● ৪৬টি
ঘ ২২টি
১২. নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
ক মানুষ
খ ব্যাঙ
গ সাপ
● অ্যামিবা
১৩. জীবদেহে কোষ বিভাজন কত প্রকার?
ক ১
খ ২
● ৩
ঘ ৪
১৪. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী?
● প্রোফেজ
খ মেটাফেজ
গ টেলোফেজ
ঘ এনাফেজ
১৫. মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?
ক প্রোফেজ
খ মেটাফেজ
গ অ্যানাফেজ
● টেলোফেজ
১৭. সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
ক ডিম্বাশয়
খ থ্যালামাস
গ পুষ্প বৃন্ত
● পরাগধানী
১৮. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
ক টেলোফেজ
খ মেটাফেজ
গ অ্যানাফেজ
● প্রোফেজ
১৯. কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে?
● ইস্ট
খ শুক্রাশয়
গ মুকুল
ঘ ডিম্বাশয়
২০. টেলোফেজ ধাপে কোনটি ঘটে?
ক নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে
● দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়
গ ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়
ঘ ক্রোমোজোমগুলো বিলুপ্ত হয়
২১. ক্রোমোজোমের সেট্রোমিয়ার দুইভাগে বিভক্ত হয় কোন ধাপে?
ক প্রোফেজ
খ প্রোমেটাফেজ
গ মেটাফেজ
● অ্যানাফেজ
২২. বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে?
ক এরিস্টটল
খ ক্যারোলাস লিনিয়াস
● গ্রেগর জোহান মেন্ডেল
ঘ উলিয়াম হার্ভে
২৩. স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে?
ক আকর্ষণ তন্তু
● স্পিন্ডল তন্তু
গ ট্রাকশন তন্তু
ঘ অ্যাস্টার তন্তু
৮ম শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায়
২৪. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরূপ আকার ধারণ করে?
● ডাম্বেলাকার
খ ডিম্বাকার
গ গোলাকার
ঘ বর্গাকার
২৫. মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে কোনটি?]
ক সেন্ট্রোমিয়ার
● ডি এন এ
গ আর এন এ
ঘ নিউক্লিওলাস
২৬. কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয়?]
● মাইটোসিস
খ মিয়োসিস
গ দ্বিবিভাজন
ঘ অ্যামাইটোসিস
২৭. স্তন্যপায়ী প্রাণীদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
ক অ্যামাইটোসিস
● মাইটোসিস
গ মিয়োসিস
ঘ সাইটোকাইনেসিস
২৮. মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি?
ক প্রোফেজ
খ মেটাফেজ
গ অ্যানাফেজ
● টেলোফেজ
২৯. জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি?
ক গলজি বস্তু
● ক্রোমোজোম
গ সেন্ট্রোসোম
ঘ নিউক্লিয় পর্দা
৩০. জিন নিয়ন্ত্রণ করে-
i. মানুষের চোখের রং
ii. চুলের প্রকৃতি
iii. চামড়ার রং
নিচের কোনটি সঠিক?
ক i
খ i ও ii
গ ii ও iii
● i, ii ও iii
৪৬. ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে? (জ্ঞান)
● ১
খ ২
গ ৩
ঘ ৪
৪৭. ছত্রাকে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? (জ্ঞান)
● অ্যামাইটোসিস
খ মাইটোসিস
গ মিয়োসিস
ঘ দ্বিবিভাজন
৪৮. মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? (জ্ঞান)
● এক
খ দুই
গ তিন
ঘ চার
৪৯. উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে কোন বিভাজন হয়? (জ্ঞান)
ক অ্যামাইটোসিস
● মাইটোসিস
গ দ্বিবিভাজন
ঘ মিয়োসিস
৫০. প্রাণী ও উদ্ভিদ দেহের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি কী ধরনের কোষ বিভাজন দ্বারা ঘটে? (জ্ঞান)
● মাইটোসিস
খ মিয়োসিস
গ অ্যামাইটোসিস
ঘ সাইটোকাইনেসিস
৫১. মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? (জ্ঞান)
ক দেহ মাতৃকোষে
খ জনন কোষে
গ কোষে
● জনন মাতৃকোষে
৫২. নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে? (অনুধাবন)
ক স্নায়ুকোষে
খ স্থায়ী টিস্যুর কোষে
গ লোহিত রক্তকণিকা
● বর্ধনশীল পাতার কোষে
৫৩. উদ্ভিদের অযৌন জননের সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? (অনুধাবন)
ক মিয়োসিস
খ অ্যামাইটোসিস
গ দ্বিবিভাজন
● মাইটোসিস
৫৪. জমিতে সার দেওয়ার ফলে ধান গাছের কোষের সংখ্যা বৃদ্ধি কোন কোষ বিভাজনের কারণে ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক মিয়োসিস
● মাইটোসিস
গ দ্বিবিভাজন
ঘ অ্যামাইটোসিস
৫৫. বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক অ্যামাইটোসিস
● মাইটোসিস
গ মিয়োসিস
ঘ মেটাফেজ
৫৬. পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়? (জ্ঞান)
ক অ্যামাইটোসিস
খ মাইটোসিস
● মিয়োসিস
ঘ অস্বাভাবিক
৫৭. মিয়োসিস বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়?
● একবার
খ দুইবার
গ তিনবার
ঘ চারবার
৫৮. হ্রাসমূলক বিভাজন কোনটি?
● মিয়োসিস
খ মাইটোসিস
গ প্রোফেজ
ঘ অ্যামাইটোসিস
৫৯. মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কতবার ঘটে?
ক একবার
● দুইবার
গ তিনবার
ঘ চারবার
৬০. কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন? [রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক মাইটোসিস
খ মিয়োসিস
● অ্যামাইটোসিস
ঘ অ্যানাফেজ
৬১. মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
● দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬২. মাইটোসিস প্রক্রিয়া ঘটে – (অনুধাবন)
i. প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহের দেহকোষে
ii. উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে
iii. নিম্নশ্রেণির প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ওiii
গ ii ও iii
● i, ii ও iii
৬৩. মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ; কারণ এ ধরনের বিভাজনের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটে
ii. প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে বিভক্ত হয়
iii. অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
গ i ও ii
● ii ও iii
৬৪. মাইটোসিস কোষ বিভাজন ঘটে-
i. ভাজক টিস্যুর কোষে
ii. নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে
iii. ভ্রুণমুকুলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও ii
গ ii ও iii
ঘ i, i ও iii