Sunday, March 9, 2025

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ (Answer সহ )/সংক্ষিপ্ত প্রশ্ন

READ ALSO

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ (Answer সহ )

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ : বিভিন্ন পদার্থের অণুগুলোর বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে।
ব্যাপন চাপ : ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ চাপকে ব্যাপন চাপ বলে।
অভেদ্য পর্দা : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। যেমন : পলিথিন, কিউটিনযুক্ত কোষপ্রাচীর।
ভেদ্য পর্দা : যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু (উদ্ভিদের ক্ষেত্রে পানি) চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন : কোষ পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি।
অভিস্রবণ : একই দ্রাবকবিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে।

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১. উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
ক ব্যাপন
খ অভিস্রবণ
● প্রস্বেদন
ঘ ইমবাইবিশন
২. অভিস্রবণ প্রক্রিয়ায়-
i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ওiii
ঘ i, ii ও iii

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ করল।
৩. উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কী?
● ব্যাপন
খ অভিস্রবণ
গ প্রস্বেদন
ঘ শ্বসন
৪. উল্লিখিত প্রক্রিয়ায়-
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iiii
গ ii ও iii
● i, ii ও iii
৫. নিমজ্জিত উদ্ভিদরা কোন অংশ দিয়ে পানি শোষণ করে?
ক মূল
খ কাণ্ড
গ পাতা
● সারাদেহ
৬. কোন প্রক্রিয়াটিকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়?
ক পরিবহন
খ অভিস্রবণ
গ ব্যাপন
● প্রস্বেদন
৭. তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার-
● বাড়ে
খ কমে
গ পরিবর্তিত হতে পারে
ঘ অপরিবর্তিত থাকে
৮. নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?
● শ্বসন
খ ব্যাপন
গ ইমবাইবিশন
ঘ সালোকংশ্লেষণ
৯. উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি পাতায় পরিবাহিত হয় কোন টিস্যুর মাধ্যমে?
● জাইলেম
খ ফ্লোয়েম
গ কিউটিকল
ঘ ভাজক টিস্যু
১০. মূলরোমের প্রাচীর-
● ভেদ্য
খ অভেদ্য
গ অর্ধ ভেদ্য
ঘ ক্লোরোফিল যুক্ত
১১. উদ্ভিদদেহে লবণগুলো কী হিসেবে দেহে শোষিত হয়?
ক অণু
খ পরমাণু
গ প্রোটিন
● আয়ন
১২. কিসের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়?
ক জাইলেম টিস্যু
খ ভাজক টিস্যু
● ফ্লোয়েম টিস্যু
ঘ সরল টিস্যু
১৩. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি হইতে পানি শোষণ করে?
ক ব্যাপন
খ ইমবাইবিশন
গ প্রস্বেদন
● অভিস্রবণ
১৪. কোনটি ভেদ্য পর্দা?
ক পলিথিন
খ কোষপর্দা
● কোষ প্রাচীর
ঘ মাছের পটকার পর্দা
১৫. শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে উঠে কোন প্রক্রিয়ায়?
ক ব্যাপন
খ প্রস্বেদন
● অভিস্রবণ
ঘ ইমবাইবিশন
১৬. কোনটি পর্দা দিয়ে শুধু দ্রাবক চলাচল করতে পারে?
ক পলিথিন
● কোষপর্দা
গ কোষ প্রাচীর
ঘ মাছের পটকার পর্দা
১৭. ডিমের খোসার ভেতরের পর্দার মধ্য দিয়ে কোনটি চলাচল করতে পারে?
ক দ্রাব
● দ্রাবক
গ লবণ
ঘ দ্রবণ
১৮. চিনির গাঢ় দ্রবণে কিসমিস ডুবিয়ে রাখলে কী হবে?
ক অন্তঃঅভিস্রবণ
● বহিঃঅভিস্রবণ
গ ইমবাইবিশন
ঘ ব্যাপন
১৯. প্রস্বেদনের অপর নাম কী?
ক নিরুদন
খ বিগলন
গ প্রত্যাগমন
● বাষ্পমোচন
২০. জীবের সবরকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
ক ব্যাপন
খ অভিস্রবণ
গ ইমবাইবিশন
● প্রস্বেদন
২১. কোনটি পাতার তৈরি খাদ্য পরিবহন করে?
● ফ্লোয়েম
খ কিউটিকল
গ ভাজক টিস্যু
ঘ জাইলেম টিস্যু
২২. লেন্টিসেলের অবস্থান কোথায়?
● মূল
খ কাণ্ড
গ পাতা
ঘ ফুল
২৩. দ্রব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?
● দ্রবণ
খ দ্রাবক
গ লবণ
ঘ এসিড
২৪. কাঁঠাল গাছে কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়?
ক ভাজক টিস্যু
খ ফ্লোয়েম টিস্যু
● জাইলেম টিস্যু
ঘ সরল টিস্যু
২৬. নিচের কোনটি কলয়েড ধর্মী?
ক ক্লোরোফিল
খ জিবরেলিন
● জিলেটিন
ঘ কিউটিনযুক্ত কোষ প্রাচীর
২৭. কোনটি অভেদ্য পর্দা?
ক কোষ পর্দা
● পলিথিন
গ কোষপ্রাচীর
ঘ মাছের পটকার পর্দা
২৮. অভিস্রবণকে ব্যাপনও বলা যায়, কারণ-
ii. উভয় প্রক্রিয়া একই ঝিল্লি দ্বারা ঘটে
ii. ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলে
iii. মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
২৯. প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে রয়েছে-
i. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
ii. লেন্টিকুলার প্রস্বেদন
iii. মূলরোমীয় প্রস্বেদন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩০. উদ্ভিদের পরিবহন টিস্যুগুলো-
i. জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায়
ii. ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন ঘটায়
iii. ফ্লোয়েম শুধু খনিজ লবণ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩১. অভিস্রবণ প্রক্রিয়ায়-
i. দুটি একই ঘনত্বের দ্রবণ থাকে
ii. একটি অর্ধভেদ্য পর্দা থাকে
iii. দ্রাবক ব্যাপিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
৩২. কলয়েডধর্মী পানিগ্রাহী পদার্থ-
i. জিলেটিন
ii. সেলুলোজ
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩৩. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়-
i. গ্লুকোজ জারিত করে
ii. কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
iii. অক্সিজেন ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
৩৪. অভিস্রবণ ঘটে-
i. দুইটি সমান ঘনত্বের দ্রবণে
ii. দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণে
iii. উদ্ভিদের রস আহরণে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
৪৩. নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় কাজ? [খুলনা জিলা স্কুল]
● সালোকসংশ্লেষণ
খ প্রভাবন
গ প্রস্বেদন
ঘ নিরুদন
৪৪. ব্যাপন অর্থ কী?
ক অপরিবর্তনীয়
খ আবদ্ধ হওয়া
● ছড়িয়ে যাওয়া
ঘ স্থির থাকা
৪৫. রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকায় বাহিত হয় কোন প্রক্রিয়ায়?
ক অসমোসিস
খ ইমবাইবিশন
গ পরিচলন
● ব্যাপন
৪৬. ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবর্তন হয়ে থাকে?
ক তাপমাত্রা
খ চাপ
● ঘনমাত্রা
ঘ আয়তন
৪৭. ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো কোথায় ছড়িয়ে পড়ে? (জ্ঞান)
ক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে
● বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে
গ বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্বে
ঘ যেকোনো ঘনত্বে
৪৮. পদার্থের অণুর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গমনকে কী বলে? (জ্ঞান)
ক অভিস্রবণ
খ বহিঃঅভিস্রবণ
গ ইমবাইবিশন
● ব্যাপন

৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৪৯. প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান ঘটে কোন প্রক্রিয়া দ্বারা? (জ্ঞান)
ক অভিস্রবণ
● ব্যাপন
গ ইমবাইবিশন
ঘ শোষণ
৫০. ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ার কারণ কী? (প্রয়োগ)
ক অভিস্রবণ
খ ইমবাইবিশন
● ব্যাপন
ঘ প্রস্বেদন
৫১. কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা ছাড়াই পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়? (প্রয়োগ)
ক অভিস্রবণ
● ব্যাপন
গ ইমবাইবিশন
ঘ প্রস্বেদন
৫২. শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আসে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (উচ্চতর দক্ষতা)
ক প্রস্বেদন
● ব্যাপন
গ সালোকসংশ্লেষণ
ঘ অভিস্রবণ
৫৩. ব্যাপনের হার নির্ভর করে মাধ্যমের-
i. ঘনত্বের উপর
ii. উচ্চতার উপর
iii. দৈর্ঘ্যরে উপর
নিচের কোনটি সঠিক?
● র
খ রর
গ র ও রর
ঘ র ও ররর
৫৪. জীবকোষে শ্বসনের সময়-
i. গ্লুকোজের জারণ হয়
ii. অক্সিজেন ব্যবহৃত হয়
iii. কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫৫. পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া- (অনুধাবন)
i. অভিস্রবণ ii. ব্যাপন
iii. ইমবাইবিশন
নিচের কোনটি সঠিক?
কi
● ii
গ iii
ঘ i ও ii
নিচের অনুচ্ছেদ পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
নওশীন তার পড়ার ঘরে কিছু রজনীগন্ধা ফুল রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। অন্যদিকে, আসমাদের বাসায় রাতে হাসনা হেনা ফুলের গন্ধে ভরে যায়। বিশেষ প্রক্রিয়ায় ইহা ঘটে।
৫৬. উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কী? (প্রয়োগ)
● ব্যাপন
খ প্রস্বেদন
গ শ্বসন
ঘ অভিস্রবণ
৫৭. উল্লিখিত প্রক্রিয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
পাঠ ৩ : অভিস্রবণ
৫৮. নিচের কোনটি দ্রবণ?
ক লবণ
খ চিনি
গ পানি
● শরবত
৫৯. নিচের কোনটি ভেদ্য পর্দার উদাহরণ?
● কোষপ্রাচীর
খ কোষ পর্দা
গ কিউটিনযুক্ত কোষপ্রাচীর
ঘ ডিমের খোসার ভেতরের পর্দা
৬০. উদ্ভিদের প্রোটোপ্লাজম ও কোষ প্রাচীর কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?
ক শোষণ
খ ইমবাইবিশন
গ ব্যাপন
● অভিস্রবণ
৬১. কোনটি অর্ধভেদ্য পর্দা? (অনুধাবন)
● কোষপর্দা
খ সেলোফেন পেপার
গ পলিথিন
ঘ কোষপ্রাচীর
৬২. অর্ধভেদ্য পর্দা কোনগুলো? (অনুধাবন)
ক মাছের পটকা ও পলিথিন
খ কোষপর্দা ও কোষপ্রাচীর
গ কোষপর্দা ও পলিথিন
● কোষপর্দা ও মাছের পটকা
৬৩. দুটি ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে সেখানে কী ঘটে? (জ্ঞান)
ক প্রস্বেদন
● অভিস্রবণ
গ ব্যাপন
ঘ শোষণ
৬৪. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে? (অনুধাবন)
ক প্রস্বেদন
● অভিস্রবণ
গ ব্যাপন
ঘ শোষণ
৬৫. মূলরোম কখন পানি শোষণ করে? (অনুধাবন)
ক মাটিতে লবণের ঘনত্ব বেশি থাকলে
● কোষে লবণের ঘনত্ব বেশি থাকলে
গ কোষে ভেদ্য পর্দা থাকলে
ঘ কোষে পানির ঘনত্ব বেশি থাকলে
৬৬. অভিস্রবণ শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? (জ্ঞান)
ক গ্যাসীয়
খ নিষ্ক্রিয়
● তরল
ঘ কঠিন
৬৭. কোনটি অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে? (জ্ঞান)
ক ভেদ্য পর্দা
● অর্ধভেদ্য পর্দা
গ অর্ধগোলাকার পর্দা
ঘ অভেদ্য পর্দা
৬৮. অভিস্রবণে কী ধরনের ঝিল্লি ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক ভেদ্য
খ অভেদ্য
● অর্ধভেদ্য
ঘ বৈষম্য ভেদ্য

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ (Answer সহ )/সংক্ষিপ্ত প্রশ্ন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.