৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ :
যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। এটি প্রধানত দুই প্রকার। যথা : অযৌন ও যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয় তাই অযৌন জনন। এটি প্রধানত দুই ধরনের। যথা : স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন।
স্পোর উৎপাদন : প্রধানত নিম্নশ্রেণির উদ্ভিদে দেহকোষ পরিবর্তিত হয়ে স্পোর বা অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি হয় যাকে অণুবীজথলি বলে। এই থলির বাইরেও বহিঃঅণুবীজ থাকতে পারে। এই স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি হয়ে থাকে।
অঙ্গজ জনন : কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এটি দুই প্রকার যথা : ১. প্রাকৃতিক অঙ্গজ জনন; ২. কৃত্রিম অঙ্গজ জনন।
প্রাকৃতিক অঙ্গজ জনন : বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই এ ধরনের জনন দেখা যায়। যেমন- দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে (টিউবার, রাইজোম, কন্দ বা বাল্ব, স্টোলন, অফসেট, বুলবিল ও পাতার মাধ্যমে।
৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ
৬. কোনটি যৌগিক ফল?
ক আতা
খ শরীফা
গ আঙ্গুর
● আনারস
৭. নিচের কোনটি রসাল ফল?
● আম
খ আতা
গ শিম
ঘ ঢেঁড়স
৮. একটি আদর্শ ফুলের কয়টি অংশ?
ক ২টি
খ ৩টি
● ৫টি
ঘ ৭টি
৯. কোনটি রূপান্তরিত কা-ের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায়?
● আলু
খ পটল
গ পেয়ারা
ঘ ওলকচু
১০. প্রাণী-পরাগী ফুল নিচের কোনটি?
ক গম
খ তাল
গ ধান
● শিমুল
৮ম শ্রেণি প্রথম অধ্যায় MCQ/short Answer দেখতে ক্লিক করুন
১১. কোন উদ্ভিদে অফসেট দেখা যায়?
ক কচু
খ পুদিনা
গ পিঁয়াজ
● কচুরিপানা
১২. একটি ফুলের পুষ্পাক্ষ, দল, পুংকেশর ও গর্ভকেশর আছে কিন্তু বৃন্ত নাই, ফুলটি কোন ধরনের?
ক সম্পূর্ণ
খ অসম্পূর্ণ
● অবৃন্তক
ঘ প্রাণিপরাগী
১৩. কোন উদ্ভিদে পরপরাগায়ন ঘটে?
ক সরিষা
খ কুমড়া
● পেঁপে
ঘ ধুতুরা
১৪. পিঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাণ্ড?
● কন্দ
খ টিউবার
গ রাইজোম
ঘ স্টোলন
১৫. মৃৎগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটিতে?
● ধান
খ কুমড়া
গ শিম
ঘ তেতুল
১৬. নিচের কোনটি কন্দ?
ক কচু
খ পুদিনা
● রসুন
ঘ কচুরিপানা
১৭. নিচের কোনটির মধ্যে বায়ুপরাগী ফুলের অভিযোজন ঘটে?
● ধান
খ জবা
গ কুমড়া
ঘ সরিষা
১৮. মৃৎগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটির মধ্যে?
ক কুমড়া
খ রেড়ি
গ তেঁতুল
● ছোলা
১৯. নিচের কোনটিতে পর-পরাগায়ন ঘটে?
ক সরিষা
খ ধুতুরা
● শিমুল
ঘ কুমড়া
২০. কোনটি গুচ্ছফল?
ক কলা
● আতা
গ কাঁঠাল
ঘ আনারস
৮ম শ্রেণি ২য় অধ্যায় MCQ/short Answer দেখতে ক্লিক করুন
২১. পাথরকুচি কিসের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
● পাতা
খ কা-
গ মূল
ঘ শাখা
২২. কোনটি গুচ্ছ ফল?
ক আম
● চম্পা
গ কাঁঠাল
ঘ আনারস
২৩. গর্ভমু- আঁঠাল, শাখান্বিত, ফুল বর্ণ ও গন্ধহীন। এই বৈশিষ্ট্যগুলো কোন ফুলে বিদ্যামান?
ক জরা
● ধান
গ শিমুল
ঘ সরিষা
২৪. কোনটি স্টোলনের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
ক আদা
খ আলু
গ রসুন
● পুদিনা
২৫. পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কোন উদ্ভিদ?
ক আলু
খ গোলাপ
● পাথরকুচি
ঘ লিচু
২৬. বাতাসের মাধ্যমে কোনটির পরাগায়ন হয়?
● ধান
খ সরিষা
গ শিমুল
ঘ কুমড়া
২৭. বীজত্বকের বাইরের স্তরকে কী বলে?
ক টেগমেন
খ বহিঃত্বক
● টেস্টা
ঘ ত্বক
২৮. টিউবার প্রকৃতির উদ্ভিদ কোনটি?
ক আদা
● আলু
গ কচু
ঘ কচুরিপানা
২৯. কোনটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে?
ক বৃন্ত
খ বৃতি
গ দলমণ্ডল
● পুংস্তবক
৮ম শ্রেণি ৩য় অধ্যায় MCQ/short Answer দেখতে ক্লিক করুন
৩১. ফল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত কী?
ক ফুল
খ প্রজনন
● পরাগায়ন
ঘ অঙ্কুরোদগম
৩২. চবহরপরষষরঁস কোনটির মাধ্যমে বংশবৃদ্ধি করে?
ক স্পোর
খ সাকার
গ টিউবার
● কনিডিয়া
৩৩. নিষেকের পর বীজে পরিণত হয় কোনটি?
ক গর্ভাশয়
খ বৃতি
● ডিম্বক
ঘ গর্ভমু-
৩৪. ভ্রƒণমূলের উপরের অংশকে কী বলে?
ক টেস্টা
খ টেগমেন
গ এপিকোটাইল
● হাইপোকোটাইল
৩৫. কোনটি রূপান্তরিত কাণ্ড?
ক মিষ্টি আলু
খ কাকরোল
● পিঁয়াজ
ঘ পটল
৩৬. যৌগিক ফল কোনটি?
● আনারস
খ নয়নতারা
গ ঢেঁড়স
ঘ চালতা
৩৭. কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?
ক কচু
● পটল
গ ফণিমনসা
ঘ চুপড়ি আলু
৩৮. কোন উদ্ভিদে রাইজোম দেখা যায়?
ক আম
খ জাম
● আদা
ঘ আলু
৩৯. প্রজনন প্রধানত কত প্রকারের হয়?
● ২
খ ৩
গ ৫
ঘ ৭
৪০. কোনটি অপ্রকৃত ফল?
ক জাম
খ আম
● আপেল
ঘ কাঁঠাল
৪১. ফুলের গর্ভাশয় পরিপুষ্ট হওয়ার জন্য অপরিহার্য হলো-
i. ফুলের পরাগায়ন
ii. ফুলের নিষেক
iii. বীজের বিস্তরণ
নিচের কোনটি সঠিক?
●i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪২. কচুর শাখা কা- পরিবর্তিত হয় কেন?
ক খাদ্য গ্রহণের জন্য
খ চলাচলের জন্য
গ অক্সিজেন ত্যাগের জন্য
● জননের জন্য
৫৩. উদ্ভিদের অযৌন প্রজননের মাধ্যম কোনটি? (অনুধাবন)
ক গ্যামেট
খ পুং গ্যামেট
গ স্ত্রী গ্যামেট
● অণুবীজ
৫৪. স্পোর উৎপাদন দ্বারা কোন প্রজনন ঘটে? (জ্ঞান)
ক যৌন
● অযৌন
গ অঙ্গজ
ঘ কৃত্রিম
৫৫. রাইজোম কী? (অনুধাবন)
● রূপান্তরিত কা-
খ পরিবর্তিত মূল
গ রূপান্তরিত পাতা
ঘ পরিবর্তিত পর্ণকা-
৫৬. পুদিনার অঙ্গজ প্রজনন হয় কিসের দ্বারা? (জ্ঞান)
ক টিউবার
খ অফসেট
● স্টোলন
ঘ কন্দ
৫৭. বুলবিল কী? (অনুধাবন)
ক মুকুল
● কাক্ষিক মুকুল
গ মূল
ঘ পাতা
৫৮. কৃত্রিম অঙ্গজ প্রজনন করা যায় কোনটির দ্বারা? (অনুধাবন)
ক টিউবার
খ স্টোলন
● কলম
ঘ বুলবিল
৫৯. কলম পদ্ধতির দ্বারা প্রজনন কোনটি? (অনুধাবন)
● কৃত্রিম অঙ্গজ
খ অঙ্গজ
গ অযৌন
ঘ যৌন
৬০. কলমের সাহায্যে উদ্ভিদের জনন কোন প্রকারের? (অনুধাবন)
ক অঙ্গজ
খ অযৌন
গ যৌন
● কৃত্রিম অঙ্গজ
৬১. ছত্রাক জাতীয় উদ্ভিদ বংশবৃদ্ধি করে কী দ্বারা? (প্রয়োগ)
ক গ্যামেট
খ স্টোলন
● অণুবীজ
ঘ কনিডিয়া
৬২. কোন ধরনের প্রজননে জনন কোষ উৎপন্ন হয়? (অনুধাবন)
ক অঙ্গজ
● যৌন
গ অযৌন
ঘ স্পোর উৎপাদন
৬৩. কোন ধরনের প্রজনন জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয়? (অনুধাবন)
ক যৌন
● অযৌন
গ কৃত্রিম
ঘ স্বপরাগায়ন
৬৪. কোন ধরনের প্রজননের দ্বারা উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন হয়? (অনুধাবন)
ক যৌন
খ অযৌন
● অঙ্গজ
ঘ নিষেক
৬৫. আলু, আদা ও পিঁয়াজের বংশ বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? (জ্ঞান)
● কা-
খ স্টোলন
গ খ-ায়ন
ঘ মূল
৬৬. স্টোলন কী? (প্রয়োগ)
ক শীর্ষমুকুল
● শাখা কা
– গ কাক্ষিক মুকুল
– ঘ কুঁড়ি
৬৭. কীভাবে ভালো জাতের জাম গাছ থেকে দ্রুত ফল পাওয়া যেতে পারে? (প্রয়োগ)
ক যৌন প্রজনন দ্বারা
খ অঙ্গজ প্রজনন দ্বারা
● কৃত্রিম অঙ্গজ প্রজনন দ্বারা
ঘ প্রাকৃতিক অঙ্গজ প্রজনন দ্বারা
৬৮. বুলবিল সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
ক চুপড়ি আলু
● ফণিমনসা
গ স্পাইরোগাইরা
ঘ মিউকর
৬৯. স্টোলনের কাজ হলো –
ক উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটানো
খ বংশ রক্ষা করা
গ যৌন জননে অংশগ্রহণ
● জননে সাহায্য করা
৭০. নিচের কোনটিতে পর্বসন্ধি থাকে?
ক আলু
● আদা
গ কচু
ঘ পুদিনা
৭১. স্পোর উৎপাদনকারী উদ্ভিদ- (অনুধাবন)
i. গঁপড়ৎ
ii. চবহরপরষষরঁস
iii. ঝঢ়রৎড়মুৎধ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৭২. আলু লাগানোর সময় জমিতে রোপণ করা হয়- (অনুধাবন)
i. সম্পূর্ণ আলু
ii. কুঁড়িসহ ছোট টুকরা করে
iii. অর্ধেক টুকরা করে
নিচের কোনটি সঠিক?
ক i
● ii
গ iii
ঘ i ও ii
৭৩. স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে –
i. দেহের খ-ায়নে
ii. মূলের মাধ্যমে
iii. রূপান্তরিত কা-ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদের আলোকে ৭৪ ও ৭৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সারওয়ার তার এক প্রতিবেশীর বাড়ি থেকে সজিনা গাছের একটা ডাল কেটে এনে নিজের বাড়িতে লাগালেন। ডাল থেকে গাছ হলে পরের বছরই ফলন পেলেন।
৭৪. এখানে ঘটেছে- (প্রয়োগ)
i. যৌন প্রজনন
ii. অযৌন প্রজনন
iii. কৃত্রিম অঙ্গজ প্রজনন
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
গ i ও ii
● ii ও iii
৭৫. জনাব সারওয়ারের উদ্দেশ্য ছিল কী? (উচ্চতর দক্ষতা)
ক সুস্বাদু সজিনা পাওয়া
● মাতৃগুণসম্পন্ন এবং দ্রুত সজিনা পাওয়া
গ নতুন ধরনের সজিনা পাওয়া
ঘ সজিনা কাঠ পাওয়া
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Website www.eduexplain.com ও You Tube Channel Subscribe করতে পারো এই লিংক থেকে