Sunday, March 9, 2025

৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ/short Answer

READ ALSO

৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ/short Answer

৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ/short Answer  : পদার্থ অণু ও পরমাণু নামক দুই রকমের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এ বিষয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন।
ডাল্টনের পরমাণুবাদ : ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন ১৮০৩ সালে পরমাণু বিষয়ে একটি মতবাদ প্রদান করেন। এতে পরমাণুকে অবিভাজ্য বলা হয়।
পরমাণু মডেল : ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি দূর করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড ও বোর দুইটি মডেল উপস্থাপন করেন। রাদারফোর্ডের মডেলে সৌরজগতের ধারণা এবং বোর এর মডেলে শক্তিস্তর বা কক্ষপথের ধারণা প্রাধান্য পায়।
পারমাণবিক সংখ্যা : কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়।

৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ/short Answer

১. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক ২
● ৮
গ ১৮
ঘ ৩২
২. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
i. পরমাণু অবিভাজ্য
ii. পরমাণুকে ভাঙা যায়
iii. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
ক ii
● iii
গ i ও ii
ঘ i ও iii
নিচের বাক্যটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে।
৩. পরমাণুটির ভরসংখ্যা কত?
ক ১০
খ ১৬
● ১৮
ঘ ২৬
৪. উদ্দীপকের মৌলটি কী?
ক অক্সিজেন
খ সালফার
গ সোডিয়াম
● নিয়ন
৯. কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
ক ১৮৩২
খ ১৯০৩
গ ১৯২০
● ১৯৩২
১০. কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
ক কপার
খ সোডিয়াম
গ নাইট্রোজেন
● হাইড্রোজেন

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ/short Answer

১১. পরমাণুর ২য় সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
● ৮
খ ১২
গ ১৬
ঘ ১৮
১২. ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়-
ক ১৬০৩ সালে
খ ১৭০৩ সালে
● ১৮০৩ সালে
ঘ ১৯০৩ সালে
১৩. একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে-
● অণু
খ আয়ন
গ পরমাণু
ঘ অ্যানায়ন
১৪. কোন মৌলগুলোর যোজনী দুই?
ক ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন
খ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম
● ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কার্বন
ঘ নাইট্রোজেন, ফসকরাস, কার্বন
১৫. ক্লোরিনের যোজনী কত?
● ১
খ ২
গ ৩
ঘ ৪
১৬. কার্বনের আইসোটোপ কয়টি?
ক ১
খ ২
● ৩
ঘ ৪
১৭. মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা হতে নিচের কোনটি জানা যায়?
ক মৌলের প্রতীক
খ অণুর গঠন
গ মৌলের ভর
● নিউট্রন সংখ্যা
১৮. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
ক প্রোটন
খ ইলেকট্রন
গ নিউট্রন
● আইসোটোপ

৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ/short Answer

৩৩. একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে?
● ভরসংখ্যা
খ পারমাণবিক সংখ্যা
গ পারমাণবিক ভর
ঘ ইলেকট্রন সংখ্যা
৩৪. কোনো মৌলের ভরসংখ্যা ২৩ এবং প্রোটন সংখ্যা ১১ হলে তার নিউট্রন সংখ্যা কত?
ক ১১
● ১২
গ ১৩
ঘ ১৪
৩৫. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
ক ৪
● ৬
গ ১২
ঘ ১৬
৩৬. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?
ক ৬
● ৭
গ ৮
ঘ ৯
৩৭. হিলিয়াম পরমাণু বেশি স্থিতিশীল কেন?
● শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে
খ নিউক্লিয়াসে দুটি ইলেকট্রন বিদ্যমান বলে
গ শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে বলে
ঘ আকারে বেশ বড় বলে
৩৮. কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৫, ভরসংখ্যা ৩১। ঐ মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক ১৫
● ১৬
গ ২০
ঘ ৩০
৩৯. লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি?
ক ২, ৪
খ ২, ৮, ১
● ২, ১
ঘ ২, ৮, ২
৪০. প্রতিটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে-
i. আকারে
ii. ভরে
iii. ধর্মে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
● i, ii ও iii

৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ/short Answer

৪১. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭ বলতে বোঝায়-
i. নাইট্রোজেনের প্রোটন সংখ্যা ৭
ii. ২য় স্তরে ৫টি ইলেকট্রন আছে
iii. পারমাণবিক ভর ৭
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫২. কে পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশের নাম দেন Atomos? (জ্ঞান)
ক ডাল্টন
খ অ্যারিস্টটল
গ প্লেটো
● ডেমোক্রিটাস
৫৩. পরমাণুর গঠন সম্বন্ধে ভালো ধারণা দেন নিচের কোন বিজ্ঞানী?(অনুধাবন)
ক অ্যাভোগেড্রো
খ ডাল্টন
● রাদারফোর্ড
ঘ নিউটন
৫৪. পরমাণুর সকল আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? (জ্ঞান)
ক ইলেকট্রনে
খ নিউট্রনে
গ প্রোটনে
● নিউক্লিয়াসে
৫৫. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন একত্রে কী সৃষ্টি করে? (জ্ঞান)
ক অণু
● পরমাণু
গ যৌগ
ঘ মূলক
৫৬. কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান? (অনুধাবন)
● ইলেকট্রন
খ প্রোটন
গ নিউট্রন
ঘ পজিট্রন
৫৭. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি? (অনুধাবন)
ক প্রোটন
খ নিউট্রন
● ইলেকট্রন
ঘ নিউক্লিয়াস
৫৮. পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন?(জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে
খ ১০০ খ্রিষ্টাব্দে
● খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে
ঘ ৪০০ খ্রিষ্টাব্দে
৫৯. পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে কেন? (অনুধাবন)
● সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায়
খ সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকায়
গ সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকায়
ঘ সমান সংখ্যক নিউট্রন থাকায়
৬০. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অংশগ্রহণ করে? (অনুধাবন)
ক প্রোটন
খ ইলেকট্রন
গ অণু
● পরমাণু

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ  অধ্যায় MCQ/short Answer

৬১. পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা প্রথম কোথায় উল্লিখিত হয়েছে? (প্রয়োগ)
ক ডাল্টনের পরমাণুবাদে
খ রাদারফোর্ডের পরমাণু মডেলে
● বোরের পরমাণু মডেলে
ঘ অ্যাভোগেড্রোর সূত্রে
৬২. রাদারফোর্ড ও বোর পরীক্ষা দ্বারা কী আবিষ্কার করেন? (অনুধাবন)
● পরমাণুর নিউক্লিয়াস
খ ইলেকট্রনের বিচরণক্ষেত্র
গ পরমাণুর আকৃতি
ঘ পরমাণুর চার্জ
৬৩. “পরমাণুর ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে”- এ ধারণা কোন বিজ্ঞানীর? (জ্ঞান)
ক রাদারফোর্ড
খ জন ডাল্টন
গ অ্যারিস্টটল
● বোর
৬৪. Atomos শব্দের অর্থ কী?
ক স্থিতিশীল
খ নিষ্ক্রিয়
গ বিভাজ্য
● অবিভাজ্য
৬৫. জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ প্রকাশ করেন-
ক ১৮০১ সালে
খ ১৮০২ সালে
● ১৮০৩ সালে
ঘ ১৮০৪ সালে
৮৫. যেসব অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক আইসোবার
খ আইসোমার
● তেজস্ক্রিয় আইসোটোপ
ঘ তেজস্ক্রিয়তা
৮৬. তেজস্ক্রিয় আইসোটোপের কোন ধর্ম বিভিন্ন কাজে লাগানো হয়? (জ্ঞান)
ক স্থায়ী
খ অস্থায়ী
গ তেজস্ক্রিয়
● বিকিরণ
৮৭. ফলমূলকে জীবাণুমুক্ত করতে কোন তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করা হয়? (জ্ঞান)
ক আলফা
● গামা
গ বিটা
ঘ পাই
৮৮. কোন ধরনের মৌলের নিউক্লিয়াসের স্থিতিশীলতা খুব কম থাকে? (জ্ঞান)
● তেজস্ক্রিয়
খ গ্যাসীয়
গ আয়নিত
ঘ ক্ষারীয়
৮৯. ক্যান্সার কোষ কীভাবে নির্ণয় করা যায়? (জ্ঞান)
ক বিশেষ ধরনের মৌলের দ্বারা
খ বিশেষ ধরনের যৌগের দ্বারা
● আইসোটোপ দ্বারা
ঘ প্রোটন ও ইলেকট্রন দ্বারা
৯৩. উক্ত আইসোটোপ কোন মৌলের? (প্রয়োগ)
ক পটাসিয়াম
● ফসফরাস
গ প্লাডিনিয়াম
ঘ ইউরেনিয়াম
৯৪. উক্ত আইসোটোপ কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? (উচ্চতর দক্ষতা)
ক ক্যান্সার নিরাময়ে
খ থাইরয়েড চিকিৎসায়
● পতঙ্গ নিয়ন্ত্রণে
ঘ উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণে
৯৬. সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? (জ্ঞান)
● ৮
খ ৯
গ ১০
ঘ ১১
৯৭. চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? (জ্ঞান)
ক ১৮
খ ২০
গ ২৪
● ৩২
৯৮. মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
● ইলেকট্রন বিন্যাস
খ ভর সংখ্যা
গ আয়ন সংখ্যা
ঘ নিউক্লিয়ন সংখ্যা
৯৯. পরমাণুর কক্ষপথগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক ঘূর্ণায়মান পথ
● শক্তিস্তর
গ ইলেকট্রন বিন্যাস
ঘ নিউক্লিয়ন সংখ্যা
১০০. সোডিয়াম পরমাণুর শক্তিস্তর কয়টি? (জ্ঞান)
ক ১
খ ২
● ৩
ঘ ৪

৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ/short Answer

১০১. আর্গন এর পরমাণবিক সংখ্যা ১৮, এর ইলেকট্রন বিন্যাস কোনটি?(অনুধাবন)
ক ২, ৮, ২
● ২, ৮, ৮
গ ২, ৮, ১
ঘ ২, ৮, ৩
১০২. ক্লোরিনের প্রোটন সংখ্যা ১৭, এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ২, ৮, ১
● ২, ৮, ৭
গ ২, ৮, ৮, ১
ঘ ২, ৮, ৮, ২
১০৩. ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা ৯, এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ২, ৬
খ ২, ৮
● ২, ৭
ঘ ২, ৯
১১৬. আধানযুক্ত পরমাণুকে কী বলে? (জ্ঞান)
● আয়ন
খ ক্যাটায়ন
গ অ্যানায়ন
ঘ যৌগমূলক
১১৭. একটি পরমাণু ধনাত্মক আধান প্রদর্শন করবে কখন? (অনুধাবন)
● ইলেকট্রন দান করলে
খ ইলেকট্রন গ্রহণ করলে
গ ইলেকট্রন দান বা গ্রহণ করলে
ঘ আধান নিরপেক্ষ হলে
১১৮. একটি পরমাণু ঋণাত্মক আধান কখন হবে? (অনুধাবন)
ক ইলেকট্রন দান করলে
● ইলেকট্রন গ্রহণ করলে
গ ইলেকট্রন দান অথবা গ্রহণ করলে
ঘ নিষ্ক্রিয় হলে
১১৯. অ্যানায়ন কী? (জ্ঞান)
ক ধনাত্মক আয়ন
খ ধনাত্মক তড়িৎদ্বার
● ঋণাত্মক আয়ন
ঘ ঋণাত্মক তড়িৎদ্বার
১২০. একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? (অনুধাবন)
ক ঋণাত্মক আয়নে
● ধনাত্মক আয়নে
গ নিরপেক্ষ পরমাণুতে
ঘ অস্থিতিশীল পরমাণুতে
১২১. কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক ক্যাটায়ন
খ আইসোটোপ
● অ্যানায়ন
ঘ তেজস্ক্রিয় মৌল
১২২. নিচের কোনটি নিষ্ক্রিয় পরমাণুরূপে অবস্থান করে? (অনুধাবন)
● নিয়ন
খ হাইড্রোজেন
গ হাইড্রোজেন ক্লোরাইড
ঘ ক্লোরিন
১২৩. সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারালে তার ইলেকট্রন বিন্যাস কিরূপ হয়? (প্রয়োগ)
● ২, ৮
খ ২, ৮, ১
গ ২, ৮, ৮
ঘ ২, ৮, ৩

 

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ/short Answer

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.