Tuesday, March 11, 2025

৮ম শ্রেনির নতুন কারিকুলাম ২০২৫ শিক্ষাবর্ষের বাংলা বই সাহিত্য কণিকা থেকে সকল গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

READ ALSO

অতিথির স্মৃতি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১। বায়ু পরিবর্তনের আদেশ কে দিয়েছিলেন?
-চিকিৎসক।
২। পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি?
-দোয়েল।
৩। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান শোনা যায়?
-দোয়েল।
৪। কোন পাখির গায়ের রং হলুদ?
-বেনে বৌ।
৫। প্রাচীরের ধারে গাছটির নাম কি?
-ইউক্যালিপটাস।
৬। কোন রোগে পা ফুলে যায়?
-বেরিবেরি রোগে।
৭। ‘অতিথির স্মৃতি’ গল্পে অতিথি কে?
– একটি কুকুর।
৮। ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখক এর নাম কি?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৯। ‘অতিথির স্মৃতি’ গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের পূর্ব নাম?
-দেওঘরের স্মৃতি।
১০। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
-ভিটামিন বি এর অভাবে।
১১। পান্ডুর  শব্দের অর্থ কি?
-ফ্যাকাসে।
১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কোথায়?
-পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
১৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
-১৮৭৬ সালে।
১৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. উপাধি লাভ করেন?
-ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় কত সালে মৃত্যুবরণ করেন?
-কলকাতায়, ১৯৩৮ সালে।

ভাব ও কাজ
কাজী নজরুল ইসলাম

১। ভাব এবং কাজের তফাৎটা কি রকম?

-আসমান- জমিন।

২। পুষ্পবিহীন সৌরভ বলতে কোনটিকে বলা হয়েছে?

-ভাবকে।

৩। ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে না চাইতে পারে কারা?

-নিঃস্বার্থ ত্যাগী ঋষিরা।

৪। লোকের কোমল অনুভূতিতে ঘা দিলে কি হয়?

-পাপ।

৫। কোন নিদ্রা ঢোল কাশি দিয়ে ভাঙ্গাতে হয়?

-কুম্ভকর্ণের নিদ্রা।

৬। “স্পিরিট” শব্দের অর্থ কি?

-আত্মার পবিত্রতা।

৭। কব্জায় শব্দের অর্থ কি?

-আয়ত্তে।

৮। কুম্ভকর্ণ কে ছিলেন?

-রামায়ণের বর্ণিত রাবণের ছোট ভাই। তিনি একাধারে ছয় মাস ঘুমাতেন।

৯। “দশ চক্রে ভগবান” ভূত এর অর্থ কি?

-দশ জনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে।

১০। ‘ভাব ও কাজ’ কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে?

-যুগবানী।

১১। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

-১৮৯৯ খ্রিস্টাব্দে।

১২। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

-বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।

১৩। ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

-সাপ্তাহিক বিজলী পত্রিকায়।

১৪। কবি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?

-তেতাল্লিশ বছর বয়সে।

১৫। কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

-১৯৭৬ খ্রিস্টাব্দে।

সকল প্রশ্ন ও উত্তর এখানে ক্লিক করুন

Related Posts

তৃতীয় শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সকল সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

সপ্তম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও বহুনির্বাচনি

অষ্টম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান ও জেএসসি পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণি

অধ্যায়ভিত্তিক সমাধান, মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষা প্রস্তুতি

৮ম শ্রেনির নতুন কারিকুলাম ২০২৫ শিক্ষাবর্ষের বাংলা বই সাহিত্য কণিকা থেকে সকল গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.