Saturday, February 8, 2025

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১৮৫ টি  বাগধারার গুরুত্বপূর্ণ

প্রিয়  চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  বাগধারা নিয়ে আলোচনা করবে। এখানে আপনারা ১৮৫ টি  বাগধারার গুরুত্বপূর্ণ এ্কটি শিট(sheet) রয়েছে। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি। 

READ ALSO

১। অকাল কুষ্মাণ্ড-অকর্মা।

২। অক্কা পাওয়া- মারা যাওয়া।

৩। অগ্যস্থ যাত্রা- শেষ বিদায়।

৪। অমাবস্যার চাঁদ- দুর্লভ বস্তু।

৫। অজগর বৃত্তি- আলসেমি।

৬। অকালে বাদলা- অপ্রত্যাশিত বাধা।

৭। অনুরোধে ঢেঁকি গেলা-অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা।

৮। অন্ধকার দেখা- হতবুদ্ধি।

৯। অর্ধচন্দ্র- গলাধাক্কা দেওয়া।

১০। অরণ্যে রোদন- বৃথা চেষ্টা।

১১। আগড়ম বাগড়ম- অর্থহীন কথা।

১২। আদিখ্যেতা- ন্যাকামি।

১৩। আক্কেল সেলামি- নির্বোধিতার দ্বণ্ড।

১৪। আকাশ ভেঙ্গে পড়া- হঠাৎ বিপদ হওয়া।

১৫। আকাশ পাতাল- প্রচুর ব্যবধান।

১৬। আকাশ কুসুম- অলিক ভাবনা।

১৭। আষাঢ়ে গল্প- গাঁজাখুরি গল্প।

১৮। আট কপালে- হতভাগ্য।

১৯। আমড়া কাঠের ঢেঁকি -অপদার্থ।

২০। ইদুর কপালে- নিতান্ত মন্দভাগ্য।

২১। ইতর বিশেষ- ভেদাভেদ।

২২। উড়ে এসে জুড়ে বসা -অনধিকার চর্চা।

২৩। উত্তম মধ্যম- প্রহার।

২৪। উড়নচণ্ডী- অমিতব্যয়ী।

২৫। উজানের কই- সহজলভ্য।

২৬।ঊনকোটি চৌষট্টি -প্রায় সম্পন্ন।

২৭। ঊনপঞ্চাস বায়ু-পাগলামি।

২৮। উলুবনে মুক্তা ছড়ানো- অপাত্রে সম্প্রদান করা।

২৯। ঊনপাজুরে- দুর্বল।

৩০। একাদশে বৃহস্পতি- সৌভাগ্যের বিষয়।

৩১। এক চোখা- পক্ষপাতদুষ্ট।

৩২। আঠার আনা- বাড়াবাড়ি।

৩৩। আতে ঘা- মন:কষ্ট।

৩৪। অথৈ জল- ভীষণ বিপদ।

৩৫। অষ্টরম্ভা- ফাঁকি।

৩৬। উলুখাগড়া- গুরুত্বহীন লোক।

৩৭। অক্কা পাওয়া- মরে যাওয়া।

৩৮। অন্ধি সন্ধি- গোপন তথ্য।

৩৯। অকুল পাথার- খুব বিপদ।

৪০। অদৃষ্টের পরিহাস- বিধির বিড়ম্বনা।

৪১। আটঘাট বাধা- প্রস্তুতি নেওয়া।

৪২। একাদশে বৃহস্পতি- সৌভাগ্যের বিষয়।

৪৩। এক কথায় মানুষ- দৃঢ় সংকল্প।

৪৪। কত ধানে কত চাল- টের পাওয়ানো।

৪৫। পচু বনের কালাচাঁদ- পদার্থ।

৪৬। ক- অক্ষর গোমাংস- অশিক্ষিত ব্যক্তি।

৪৭। কষ্ট হাসি- শুকনো হাসি।

৪৮। কাঁঠালের আমসত্ত্ব- অসম্ভব ব্যাপার।

৪৯। কুপমণ্ডক- সীমিত জ্ঞানের মানুষ।

৫০। কান পাতলা- বিশ্বাসপ্রবণ।

প্রিয়  চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  বাগধারা নিয়ে আলোচনা করবে। এখানে আপনারা ১৮৫ টি  বাগধারার গুরুত্বপূর্ণ এ্কটি শিট(sheet) রয়েছে। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি। 

৫১। কান কাঁটা- বেহায়া।

৫২। কাক নিদ্রা-  অগভীর সর্তক নিদ্রা।

৫৩। কুল কাঠের আগুন- তীব্র জ্বালা।

৫৪। কাক ভূষণ্ডি- দীর্ঘায়ু ব্যক্তি।

৫৫। কলা দেখানো- ফাঁকি দেওয়া।

৫৬। কই মাছের প্রাণ- দীর্ঘজীবী।

৫৭। কাঁচা পয়সা- নগদ উপার্জন।

৫৮। কেঁচে গণ্ডূষ-  নতুন করে আরম্ভ করা।

৫৯। কচ্ছপের কামড়- নাছোড়বান্দা।

৬০। কেতাদুরস্ত- পরিপাটি।

৬১। কংস মামা- নির্মম আত্নীয়।

৬২। ঘটিরাম- অপদার্থ।

৬৩। ঘাটের মরা-অতি বৃদ্ধ।

৬৪। খয়ের খাঁ – তোষামোদকারী।

৬৫। খোদার খাসি- ভাবনা চিন্তাহীন।

৬৬। গুড়ে বালি- আশায় নৈরাশ্য।

৬৭। গৌরচন্দ্রিকা- ভূমিকা।

৬৮। গোঁফ খেজুরে- নিতান্ত অলস।

৬৯। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো -কোন দায়িত্ব গ্রহণ না করা।

৭০। গন্ডলিকা প্রবাহ-অন্ধ-অনুকরণ।

৭১। গাছ পাথর- হিসাব নিকাশ।

৭২। গোবর গণেশ- নিরেট মূর্খ।

৭৩। কাক নিদ্রা- গভীর নিদ্রা।

৭৪। কলকে পাওয়া- পাত্তা পাওয়া।

৭৫। গোকুলের ষাঁড়- স্বেচ্ছাচারী।

৭৬। গায়েপড়া- অযোচিত।

৭৭। কাছা ঢিলা- অসাবধান।

৭৮। কেউ কেটা- গণ্যমান্য ব্যক্তি।

৭৯।খয়ের খাঁ – মোসাহেব।

৮০।খেউর গাওয়া -গালাগালি করা।

৮১। চোখের বালি-শত্রু।

৮২। চাঁদের হাট- প্রিয়জন সমাগম।

৮৩। চিনির পুতুল- পরিশ্রম কাতর।

৮৪। চক্ষুদান করা- চুরি করা।

৮৫। চিনির বলদ- নিষ্ফল পরিশ্রম।

৮৬। ছেঁড়া চুলে খোঁপা বাঁধা- পরকে আপন করার চেষ্টা করা।

৮৭। ছাই চাঁপা আগুন-গোপন গুণ।

৮৮। ছ করা ন করা- সস্তা দর।

৮৯। জিলাপির প্যাঁচ- কুটিল বুদ্ধি।

৯০। জগদ্দল পাথর- গুরুভাব।

৯১। ঝাকের কই- একই দলের লোক।

৯২। ঝড়ো কাক- দুর্দশাগ্রস্থ ব্যক্তি।

৯৩। ঠোঁট- কাটা- স্পষ্টভাষী।

৯৪। টীকাভাষ্য- দীর্ঘ আলোচনা।

৯৫। ঠক বাঁচতে গা উজার- ভালো মানুষের অভাব।

৯৬। ডুমুরের ফুল- বিরল বস্তু।

৯৭। ঢাকের বায়া- অপ্রয়োজনীয়।

৯৮। ঢাকের কাঠি-তোষামুদে।

৯৯। ঢাক ঢাক গুড় গুড়- গোপন রাখার প্রয়াস।

১০০। টেকে গোঁজা- পকেট ভারি করা।

প্রিয়  চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  বাগধারা নিয়ে আলোচনা করবে। এখানে আপনারা ১৮৫ টি  বাগধারার গুরুত্বপূর্ণ এ্কটি শিট(sheet) রয়েছে। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি। 

১০১। জলে কুমির ডাঙ্গায় বাঘ- উভয় দিকে বিপদ।

১০২। চাঁদের হাট- আনন্দের প্রাচুর্য।

১০৩। ঝোলের লাউ অম্বলের কদু- সব পক্ষের মন জুগিয়ে চলা।

১০৪। চাপে পরে কাবু হওয়া- ঠেলার নাম বাবাজি।

১০৫। চোখ পাকানো- ক্রোধ দেখানো।

১০৬। ডাকাবুকো -দুরন্ত।

১০৭। ছক্কা পাঞ্জা- বড়াই করা।

১০৮। ঢাকের কাঠি- মোসাহেব।

১০৯। তেলেও কম মজা ভাজাও মচমচে -অল্প  উপকরণে ভালো ব্যবস্থা।

১১০। তাসের ঘর- ক্ষণস্থায়ী।

১১১। তালপাতার সেপাই- অতিশয় দুর্বল।

১১২। তুলসীবনের বাঘ- ভন্ড।

১১৩। তামার বিষ- অর্থের কু প্রভাব।

১১৪। দুধের মাছি- সুসময়ের বন্ধু।

১১৫। দস্ত- ব-দস্ত- হাতে নাতে।

১১৬। ধর্মের ষাঁড় -অকর্মন্য।

১১৭। নদের চাঁদ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি।

১১৮। নিরানব্বইয়ের ধাক্কা- সঞ্চয়ের প্রবৃত্তি।

১১৯। নাটের গুরু- মূলনায়ক।

১২০। পটল তোলা – মারা যাওয়া।

১২১। পায়াভারি- অহংকার।

১২২। পাথরে পাঁচ কিল- সুখের সময়।

১২৩। পালের গোদা- সর্দার।

১২৪। পুকুর চুরি- বড় ধরনের চুরি।

১২৫। ফপর দালালি- অনাহুতক ব্যক্তির মাতব্বরী।

১২৬। ব্যাঙের আধুলী-সামান্য ধনে অহংকার।

১২৭।ব্যাঙের সর্দি -অসম্ভব ঘটনা।

১২৮। বাঘের চোখ- দু:সাধ্য বস্তু।

১২৯। বাঘের মাসি- আরাম প্রিয় ব্যক্তি।

১৩০। বক দেখানো- অশোভনভাবে বিদ্রুপ করা।

১৩১। বিড়াল তপস্বী- ভন্ড সাধু।

১৩২। বর্ণচোরা- কপটচারী।

১৩৩। সুসময়ের বন্ধু-বসন্তের কোকিল।

১৩৪। বিষ নেই যার কুলোপনা চক্কর-ক্ষণ ব্যক্তি বৃথা আস্ফলন।

১৩৫‌। ভিজে বিড়াল-কপট।

১৩৬। ভানুমতির খেল- ভেলকিবাজি।

১৩৭। ভাগ্যের দোহাই দেওয়া- কপালে হাত দেওয়া।

১৩৮। ভূষণ্ডির কাক- দীর্ঘায়ু ব্যক্তি।

১৩৯। মাছের মা- নিষ্ঠুর।

১৪০। মুখচোরা- লাজুক।

১৪১। মাছরাঙ্গার কলঙ্ক- অনেক অপরাধীর মধ্যে কেবলমাত্র একজনকে সাব্যস্ত করা।

১৪২। মন না মতি- অস্থির মানব মন।

১৪৩। নখ নাড়া- অহংকার প্রকাশ।

১৪৪। নেই আকড়া- একগুয়ে।

১৪৫। মেনিমুখো- লাজুক।

১৪৬। মিছরির ছুরি- মুখে মধু অন্তরে বিষ।

১৪৭। কথার তুবরি- অনর্গল কথা।

১৪৮। ধামাধরা- তোষামোদকারী।

১৪৯। পুটি মাছের প্রাণ- ক্ষীণজীবী।

১৫০। ম্যাও ধরা- দায়িত্ব নেওয়া।

প্রিয়  চাকরির প্রার্থী ভাই ও বোনেরা , Eduexplain আজ আপনাদের জন্য  বাগধারা নিয়ে আলোচনা করবে। এখানে আপনারা ১৮৫ টি  বাগধারার গুরুত্বপূর্ণ এ্কটি শিট(sheet) রয়েছে। যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো জোরদার করবে।

 যা  আপনারা পিডিএফ হ্যান্ডনোট আকারে সংগ্রহ করতে পারবেন । তাহলে চলো, শুরু করি। 

১৫১। মনিকাঞ্চনযোগ- সোনায় সোহাগা।

১৫২। পত্রপাঠ- তৎক্ষণাৎ।

১৫৩। ত্রিশঙ্কু অবস্থা- উভয় সংকট।

১৫৪। বিড়ালের আড়াই পা- বেহায়াপনা।

১৫৫। পটল তলা-অক্কা পাওয়া।

১৫৬। রামগরুর ছানা- গোমরামুখো লোক।

১৫৭। রাবণের চিতা- চির অশান্তি।

১৫৮। রাজঘোটক- চমৎকার মিল।

১৫৯। রুই কাতলা- ক্ষমতাশালী ব্যক্তি।

১৬০। শকুনি মামা- কুচক্রী লোক।

১৬১। লিফাফা দুরস্ত -বাইরে ঠোঁট বজায় রেখে চলা।

১৬২। শাখের করাত- উভয় সংকট।

১৬৩। শিরে সংক্রান্তি- আসন্ন বিপদ।

১৬৪। শ্রীঘর- জেলখানা।

১৬৫। সাক্ষী গোপাল- নিষ্ক্রিয় দর্শক।

১৬৬। সুখের পায়রা- সুসময়ের বন্ধু।

১৬৭। সাপে নেউলে- শত্রুতা।

১৬৮। হাতের পাঁচ- শেষ সম্বল।

১৬৯। হাতির পাঁচ পা দেখা- অহংকার বোধ করা।

১৭০। হাত চালাও- তাড়াতাড়ি করা।

১৭১। হাত জুড়ানো- স্বস্তি লাভ করা।

১৭২। হাড়- হাভাতে- হতভাগ্য।

১৭৩। হালে পানি পাওয়া- বিপদ মুক্ত হওয়া।

১৭৪। হাত ভারি- কৃপণ।

১৭৫। হাত টান- চুরির অভ্যাস।

১৭৬। হাত কামড়ানো- আফসোস করা।

১৭৭। শরতের শিশির- সুসময়ের বন্ধু।

১৭৮। শিবরাত্রির সলতে- একমাত্র সন্তান।

১৭৯। শিখায় তোলা- মুলতবি রাখা।

১৮০। রাই কুড়িয়ে বেল- ক্ষুদ্র থেকে বড়।

১৮১। হা ঘরে- গৃহহীন।

১৮২। সপ্তকাণ্ড রামায়ণ- বৃহৎ বিষয়।

১৮৩। হাড়হদ্দ- নারীনক্ষত্র।

১৮৪। রজ্জুতে সর্পজ্ঞান- বিভ্রম।

১৮৫। রাঘব বোয়াল -সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি

 Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন।

উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে পিডিএফ প্রশ্ন উত্তর ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে  ইনবক্স করুন WhatsApp নাম্বারে ০১৭৭৩৫৮৬১৭৬ । ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের You Tube Channel Subscribe  করতে পারো এই লিংক থেকে 

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.