Saturday, February 8, 2025

বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত বিখ্যাত কবি/সাহিত্যিকদের পরিচিতি ও সাহিত্যকর্মের প্রশ্নের উত্তর।

READ ALSO

বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত বিখ্যাত কবি/সাহিত্যিকদের পরিচিতি ও সাহিত্যকর্মের প্রশ্নের উত্তর।

বড়ু চন্ডীদাস

১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা-
-বড়ু চন্ডীদাস।
২। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন-
-বড়ু চন্ডীদাস।
৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন-
-বসন্তরঞ্জন রায়।
৪। চন্ডীদাস কোন যুগের কবি?
-মধ্যযুগ।

চন্ডীদাস

১। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
-চন্ডীদাস।
২। চন্ডীদাস কোন যুগের কবি?
-মধ্যযুগ।
৩। বৈষ্ণব পদকর্তা চন্ডীদাস কতজন?
– ৪ জন।
৫। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?
-চন্ডীদাস।
৬। ‘সই কে শুনাইল শ্যাম নাম’ পদটির রচয়িতা কে?
-চন্ডীদাস।
৭। ‘সই কেমনে ধরিব হিয়া/ আমার বধুয়া আন বাড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া।’ কার রচনা?
–চন্ডীদাস।

বিদ্যাপতি

১। ‘মৈথিল কোকিল’ খ্যাত কে?
-বিদ্যাপতি।
২। পদাবলী প্রথম কবি কে?
–বিদ্যাপতি।
৩। কোন কবির উপাধি ‘কবিকণ্ঠহার’?
-বিদ্যাপতি।
৪। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
-বিদ্যাপতি।
৫। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
-মিথিলার।
৬। বিদ্যাপতি কোন ভাষায় রচনা করেন?
-ব্রজবুলি।

আরো পড়তে এখানে দেখুন

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.